গহীন বান্দরবানে গোপনে কি হচ্ছে , কির্সতং-রুংরাং অভিযানে ধরা পরলো ভিডিওতে | Episode - 01 | Bandarban

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 592

  • @gemind3880
    @gemind3880 2 ปีที่แล้ว +30

    আমার মতে একজন ট্রাভেলার পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ।
    শিশির ভাই।পরের এপিসোড গুলা দিয়ে দিয়েন তারাতাড়ি। যেতে তো পারি না দেখেই চোখ জুড়াই।🖤🥀

  • @latifbepary8738
    @latifbepary8738 2 ปีที่แล้ว +16

    বেঁচে থাকবে প্রকৃতি এই আশা আমাদের সকলের , কিন্তু যারা দেখভালের দায়িত্বে তারাই এই বনের ধ্বংসের সাথে জড়িত । কষ্ট হয় দেখতে।ধন্যবাদ শিশির বাবু ও তিথি কে

  • @hmotaher
    @hmotaher 2 ปีที่แล้ว +67

    আপনাদের কষ্টকর অভিযান এর সুবাদে আমরা বান্দরবানের গহিন দেখতে পেলাম। এজন্য আন্তরিক ধন্যবাদ।

  • @shaadishtiaque2084
    @shaadishtiaque2084 2 ปีที่แล้ว +8

    ভিডিও তে 15:01 মিনিটের সময় আপু যেই খানে দাঁড়ায় ছিল কয়েকমাস আগেও সেই জায়গায় বিশাল কিছু গাছ ছিল। সেই খানে কোন এক গাছের গোড়ায় একঘন্টার মত শুয়ে বিশ্রাম নিছিলাম আর ভাবতেছিলাম কি সুন্দর আদিম এই বন! ঊঠতেই মন চাচ্ছিল না।
    মনে এত কষ্ট লাগতেছে বিশ্রাম নেয়া সেই গাছটা কে দেখতে না পেরে। :(
    আহা কি ছিল সেই পথ... ১ লিটার পানি নিয়ে ২১ কিলো থেকে খেমচং পাড়া অব্দি গেছিলাম। পানির পিপাসায় যখন ই বুক ফাটতে ছিল তখন গাছের ছায়াটাই ছিল শরীর কে জুড়ায় নেয়ার একমাত্র সম্বল। ভীষন কষ্ট লাগছে ভিডিও টা দেখে।

  • @sabujahmed7721
    @sabujahmed7721 2 ปีที่แล้ว +6

    চোখের পানি ধরে রাখতে পারলাম না, প্রকৃতির উপর এমন নির্মম অত্যাচার দেখে।

  • @forhadahmed270
    @forhadahmed270 2 ปีที่แล้ว +35

    কিছুদিন আগে আমি বান্দরবান গিয়েছিলাম আসলে বান্দরবান অনেক সুন্দর একটা জায়গা। প্রাকৃতিক সুন্দর্যে ভরপুর। ❤️

  • @mhkanak
    @mhkanak 2 ปีที่แล้ว +13

    বান্দরবনের সর্বস্তরের মানুষ সহ সমগ্র বাংলাদেশের সকলের এগিয়ে আসা উচিত এই রাক্ষসদের হাত থেকে বান্দরবনকে রক্ষা করার জন্য।

  • @NeelJamshedVlog
    @NeelJamshedVlog 2 ปีที่แล้ว +3

    ক্রিসতং রুংরাং ঈশ জমে ক্ষীর। 😍
    সেরা একটি ভিডিও 😍
    গাছখাদকদের কথা কি আর বলবো ওরা বান্দরবানের ভেতরটা চিবিয়ে খাচ্ছে।

  • @mirzamohiuddin3948
    @mirzamohiuddin3948 2 ปีที่แล้ว +53

    আপনি যা দেশবাসীকে দেখিয়েছেন এটা আপনার দায়ীত্বের মধ্যে ছিল না,দেশ রক্ষা করার দায়ীত্ব নিয়ে যারা দেশের সব সূযোগ সুবিধা ভোগ করার পরও লুটেরাদের সাথে হাত মিলিয়ে দেশের ক্ষতি করছে,তাদের আপনি চিহৃিত করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তার জন্য অবশ্যই দেশবাসী আপনার কাছে চির কৃতজ্ঞ ।

  • @shshoron
    @shshoron 2 ปีที่แล้ว +241

    বান্দরবানের গহিণে এভাবে নির্বিচারে গাছ কাটা হচ্ছে বন অধিদপ্তর/প্রশাসন কি করছে?সবাই কি ঘুমায় নাকি কোনো দায়িত্ব নাই তাদের এভাবে নির্বিচারে গাছ কাটলে বান্দরবানের কোনো অস্তিত্বই থাকবে না একদিন।🙁😡

    • @NatureBDLover
      @NatureBDLover 2 ปีที่แล้ว +23

      ভাই প্রশাসনে থাকা সবগুলোই তো একেকটা রাক্ষস

    • @shshoron
      @shshoron 2 ปีที่แล้ว +10

      @@NatureBDLover আসলেই ভাই গাছের ও জীবন আছে এভাবে গাছ কাটছে নির্বিচারে খুব খারাপ লাগলো😥😥

    • @farahferdous2336
      @farahferdous2336 2 ปีที่แล้ว +7

      jara daitto palon e ache tarai akta boro commission passe

    • @onikimtiaz2069
      @onikimtiaz2069 2 ปีที่แล้ว +5

      Bon vidager lokrai toh vai boro chor

    • @sadmanfardinsadmanfardin4940
      @sadmanfardinsadmanfardin4940 2 ปีที่แล้ว

      Sob mediar videor commente e giye bandor bon e gach katar bepar ta svy re janaite hobe... Svr jate mon theke bon songrokhn korar icha jage... Amra chailei sombov 😔

  • @depression999.
    @depression999. 2 ปีที่แล้ว +15

    প্রকৃতির ধ্বংস দেখে মনটা খারাপ হয়ে গেলো...।😭😭

  • @sakibmahmood1626
    @sakibmahmood1626 2 ปีที่แล้ว +21

    এভাবে চলতে থাকলে আমাদের আগামী প্রজন্মের কাছে বান্দরবান শুধু নিছক গল্প থাকবে। তাই অনুরোধ করবো, অতিসত্বর এই গাছ খাদকের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেয়। 🙏😢

  • @formalinplus8722
    @formalinplus8722 2 ปีที่แล้ว +2

    ak kothay osadharon hoiche bro..apnar vedio guli always new kichu amader sikhay..tnx to u again☺️

  • @MTHNahid
    @MTHNahid 2 ปีที่แล้ว +6

    আমার দেখা বাংলাদেশের সেরা Travel vlog video. দাদার ভিডিও গুলা আমার সবচেয়ে বেশি ভালো লাগে।

  • @iphonetipsbd6370
    @iphonetipsbd6370 2 ปีที่แล้ว +5

    শিশির ভাই… আসলেই খুব ভালো একটা মানুষ…… দেশে আসলেই দেখা করব😊❤️

  • @MohammadImran-mo4il
    @MohammadImran-mo4il 2 ปีที่แล้ว +1

    এই ভিডিও দেখার পরও যদি হচ্ছে প্রশাসনের টনক না নড়ে তাহলে আর কিছুই করার নাই ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি জীবন বাজি রেখে এত সুন্দর ভিডিও আমাদেরকে উপহার দেন

  • @fahimmahmud8072
    @fahimmahmud8072 2 ปีที่แล้ว

    ক্রিসতং পাহাড়টি আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড় গুলো একটি।
    কিন্তু যেভাবে সেখানে গাছ কাটা হচ্ছে কে জানে সৌন্দর্য আর কতদিন টিকে থাকে।
    আর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে বান্দরবানের গহীনে গিয়ে বিষয়গুলো সবার সামনে তুলে ধরার জন্য।
    ক্রিসতং রুংরাং সম্প্রতি আরো অনেকে সামিট করেছে।
    কিন্তু আপনি যেভাবে পজেটিভ এর সাথে সাথে তিক্ত সত্যটাকে তুলে ধরেছেন এমন আমি কাউকে দেখিনি।
    আপনার জন্য ভালোবাসা ও দোয়া রইল।
    অনেক দূর এগিয়ে যান।

  • @alibabardorbar7668
    @alibabardorbar7668 2 ปีที่แล้ว +25

    ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দরভাবে বাংলাদেশকে উপস্থাপন করার জন্য।আর অবশ্যই অনেক কষ্ট লাগে আমাদের এই সম্পদ গুলারে নষ্ট করতেছে গাছ কেটে কেটে

  • @asifsohanz
    @asifsohanz 2 ปีที่แล้ว +9

    ডিসেম্বর মাসে আমরাও গিয়েছিলাম কির্সতং-রুংরাং অভিযানে, আমাদের সাথেও রাজু দাদা গাইড হিসেবে ছিল. তখন নির্বাচন চলাকালীন আমাদের কিছুটা লুকিয়ে রাম্বক পারা হয়ে যেতে হওেছিল .

  • @shafaetalam3689
    @shafaetalam3689 2 ปีที่แล้ว +1

    আহ! রাজধনেশ। কী অসাধারণ একটা পাখি। খুব কমই আছে আমাদের পাহাড়ে। বিলুপ্ত হতে আর দেরি নেই।

  • @SahabUddin-zx5yc
    @SahabUddin-zx5yc 2 ปีที่แล้ว +4

    ফি আমানিল্লাহ্
    ভাইয়া পরের ভিডিও জন্য অপেক্ষা আছি
    আমি South Africa থাকি আপনাদের ভিডিও সব সময় দেখি
    ইনশাআল্লাহ আমি যদি দেশে আসি আপনাদের সাথে Travel করবো ইনশাআল্লাহ দেখা হবে

  • @NatureBDLover
    @NatureBDLover 2 ปีที่แล้ว +1

    আমার দেখা সেরা কাপল,বিশেষ করে যেহেতু আমি একজন adventure man সে জন্য। love u Shishir dha

  • @kamruzzamanrakib717
    @kamruzzamanrakib717 2 ปีที่แล้ว +3

    আপনার এই সাহসিকতা প্রশংসনীয় 👍❤️❤️❤️

  • @ahlablo2864
    @ahlablo2864 2 ปีที่แล้ว +1

    বরাবরির মতো আপনার বান্দারবানের ভিডিও গুলা অনেক বেশী আনন্দের সাথে উপভোগ করি

  • @asrafulsayem3835
    @asrafulsayem3835 2 ปีที่แล้ว +38

    ধন্যবাদ ভাই আপাদের কারনেই আমরা ঘরে বসে ভ্রমণের আনন্দ পাই❤️

  • @siddherthabiswas4442
    @siddherthabiswas4442 2 ปีที่แล้ว +1

    India theke bolchi. Apni darun video banan. Egiye jaan. More Power to you

  • @taijulislam5355
    @taijulislam5355 2 ปีที่แล้ว +22

    কষ্ট পাইলাম ভিডিও টা দেখে😢 গাছ কেটে একদম প্রকৃতি ধ্বংস করে দিচ্ছে। তার সাথে বান্দরবান এর সৌন্দর্য নষ্ট করে ফেলছে 😓

  • @moktarhossain6155
    @moktarhossain6155 2 ปีที่แล้ว +1

    এভাবে নির্বিচারে গাছ কাটা হলে একদিন সব বন উজাড় হয়ে যাবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি ভিডিও অনেক সুন্দর হয়েছে আরেকটু বড় হলে ভালো হতো ধন্যবাদ

  • @shantanumitra8525
    @shantanumitra8525 2 ปีที่แล้ว +2

    শিশির দাদা আপনার ব্লগ আমার দেখা শ্রেষ্ট ব্লগ।কারন আপনি একজন সৎ ব্লগার।আমি আপনার একজন পুরনো সাবস্ক্রাইবার।

  • @bh.roni.13
    @bh.roni.13 2 ปีที่แล้ว

    সত্যিই অসাধারণ ভাইয়া আপনার ব্লগ ভিডিও গুলো🥰😍😊

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 2 ปีที่แล้ว +3

    আসসালামু আলাইকুম ভাইয়া বান্দরবান নিয়ে খুব সুন্দর একটা ভিডিও তৈরি করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ব্লগ বানানোর জন্য

  • @kha_islamstudios5870
    @kha_islamstudios5870 2 ปีที่แล้ว

    প্রিয় শিশির ভাই
    অন্নেক ভাল লাগছে.....
    কিছুদিন পর আবার দেখা শুরু করলাম৷

  • @adityadip9126
    @adityadip9126 2 ปีที่แล้ว +21

    গাছগুলোর এই অবস্থা দেখে খুব কষ্ট লাগছে! And realized that we are going to lose the forest soon.😭 Government should take some strong initiatives in order to save this forest.
    Eagerly waiting for the next video DaDa.

  • @rajeshpaul8036
    @rajeshpaul8036 2 ปีที่แล้ว +16

    সবুজ সাপটি মোটেও বিষাক্ত ছিল না (Gonyosoma)
    ধনেশ পাখি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে, এদের বিপদগ্রস্ত প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়েছে। আজকাল এই পাখি সচরাচর দেখা যায় না, বাংলাদেশ সরকারকে অনুরোধ করবো পরিবেশ রক্ষায় এগিয়ে আসার জন্য.. অনেক অনেক ভালোবাসা
    ভারত থেকে 🇮🇳

    • @MdHanjala-ds8xb
      @MdHanjala-ds8xb 4 หลายเดือนก่อน

      বাংলাদেশ সরকার হাহ😢

  • @islamicworld8287
    @islamicworld8287 2 ปีที่แล้ว

    আল্লাহ আপনাদের বাঁচিয়ে রাখুন।
    মেজর সিনহার কথা মনে পড়ে গেল

  • @asifiqbaljitu2623
    @asifiqbaljitu2623 2 ปีที่แล้ว +1

    Bangladesh r baire thaki ami din seshe jokhon apnr video dekhi khub valo lage sishir vai
    Regular views ✌️ 🧡❤️

  • @bangladeshlovers1822
    @bangladeshlovers1822 2 ปีที่แล้ว +4

    তবে দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন খেকোদের ভিডিও প্রকাশ করার জন্য ❤️❤️❤️❤️

  • @ViewWithEHR1
    @ViewWithEHR1 2 ปีที่แล้ว

    শিশির দা মানেই রিস্ক 🏁
    খুব ভালো লাগলো ভাই❤️

  • @jillurrahman8075
    @jillurrahman8075 2 ปีที่แล้ว +1

    উপস্থাপন দারুণ। ❤️

  • @taslimakhatun6803
    @taslimakhatun6803 2 ปีที่แล้ว +14

    গাছগুলোর এই অবস্থা দেখে খুব কষ্ট লাগছে😭😭😭

  • @abdullahparvej1186
    @abdullahparvej1186 2 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর ভাই জান,বাংলাদেশ এর মনোরম প্রাকৃতিক দেখে অনেক ভালো লাগো,কিস্তু একটা বিষয় তারা এভাবে গাছ কাটতাছে এতে কেনো বন বিভাগের লোক জন কিছু করতেছে না কেরো

  • @coolmman66
    @coolmman66 2 ปีที่แล้ว +7

    ভাই আপনি বান্দরবানের গাছ কাটার বিষয়টি নিয়ে বান্দরবানের জেলা প্রশাসকের বরাবর mail করতে পারেন তার পাশাপাশি ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত বরাবর mail করতে পারেন।

  • @sultanmahmud850
    @sultanmahmud850 2 ปีที่แล้ว +1

    অনেক অনেক সুন্দর বাংলাদেশ ভালোবাসি বাংলাদেশকে ❤️ভালোবাসি আপনাকে ও ধন্যবাদ এই রকম ভিডিও দেওয়ার জন্য ❤️❤️

  • @archowdhury8300
    @archowdhury8300 2 ปีที่แล้ว +3

    আমার প্রানের শহর ভালোবাসার শহর বান্দরবান। ❤❤®

  • @MdFizz
    @MdFizz 2 ปีที่แล้ว

    অপেক্ষা ❣️

  • @johngomes687
    @johngomes687 2 ปีที่แล้ว +1

    Onake valo laglo Dada. Apnar sob Vlog gulo amar onake valo lagay. R Bangladesh a Administration bolay kicu nai acay sudu dui numberi..... Thanks Dada for your Nice Vlog.

  • @anandaroychowdhury8521
    @anandaroychowdhury8521 2 ปีที่แล้ว +6

    কির্সতং গেছিলাম গত সপ্তাহে।আসার রাস্তা বেশ খাড়া।শামুক ঝরনা দিয়ে বেড়িয়েছিলাম।খেমচংপাড়া আর মেনিয়াংপাড়ায় ছিলাম।
    নির্বিচারে গাছ কাটা চলছে।খুব খারাপ লাগছে দেখে।

  • @hossainsabbir8541
    @hossainsabbir8541 2 ปีที่แล้ว

    অনেকদিন পর আব্দুল্লাকে দেখলাম। আব্দুল্লাহকে আপনার সাথে দেখে অনেক ভাল লাগলো। আব্দুল্লাহ খুবই ভাল ছেলে গতমাসেও আব্দুল্লাহর সাথে ট্যুরে ছিলাম। আরেকট বিষয় না বলে পারতেসি না আব্দুল্লাহ লাস্ট বার দেখা হলে এক রকম জোর করেই আমাদের গ্রুপের (Khulna Travellers) গেন্জিটা আমার থেকে রেখে দেয়। যদিও তখন দিতে মন চাইছিলো না তবে এখন ভাললাগতেছে আমার গেন্জিটা আপনার ক্যামেরায় দেখার পর। আমার গায়ে থাকলে হয়ত গেন্জিটার সেই কপাল হত না। 😁
    অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য ভাই। খুব ভাললাগলো আর খেমচয় পাড়ায় কাটানো দিনগুলোর কথা বারবার মনে পড়তেছিলো। 🥰

  • @musicisevergreen2253
    @musicisevergreen2253 2 ปีที่แล้ว +1

    You are the best travel vlogger in Bangladesh ❤️❤️

  • @JolChobi-binoy
    @JolChobi-binoy 2 ปีที่แล้ว

    অনেক সুন্দর ভিডিওটা, খুবই ভালো লাগলো |

  • @ashikashik6789
    @ashikashik6789 2 ปีที่แล้ว +1

    দাদা অসাধারণ ভিডিও, পরবর্তী ভিডিও এর জন্য অপেক্ষা থাকলাম,

  • @SUMANVLOG112
    @SUMANVLOG112 2 ปีที่แล้ว +1

    Dada Bangladesh je sob vloger assy ter modde apni sera

  • @mdrokibulhasan1133
    @mdrokibulhasan1133 2 ปีที่แล้ว

    thumbnail টা অনেক সুন্দর হয়ছে। বিশেষ করে সাপটা।

  • @asifimran5327
    @asifimran5327 2 ปีที่แล้ว +2

    অসাধারণ একটা ভিডিও ভাইয়া ও আপু,,,
    আমাদের জন্য আপনারা অনেক কষ্ট করে ভিডিও বানান,,,
    আশা করি বান্দরবান সিরিজ টা অনেক সুন্দর হবে
    প্রথম ভিডিও টা ভালো লাগছে আশা করি বাকি গুলা ও সেই হবে,,
    দোয়া ও শুভ কামনা রইলো আপনাদের জন্য,,
    ভালবাসা অবিরাম🥰🥰

  • @amarghoramarshongshar3367
    @amarghoramarshongshar3367 2 ปีที่แล้ว

    Sishir tomader jonno amar onk voy hoy karon onk somoy govir jongole duscretokarira lukiye thakhe bises kore tithir jonno chinta hoy jodi kono bipod hoy tumi atoboro risk niyona baba amra amnitei tomader k khub valo bashi o dowa kori.

  • @tanjimsgallery
    @tanjimsgallery 2 ปีที่แล้ว

    মালয়েশিয়ার সুন্দরতায় আপনাদের স্বাগতম রইলো।

  • @sadiatujjahurameghna3572
    @sadiatujjahurameghna3572 2 ปีที่แล้ว

    শিশির ভাইয়া এবং তিথি আপু আমি আপনাদের বান্দরবান এর সবগুলো সিরিজ দেখে একদম শেষ করে ফেলেছি।বলা যায় আমি ইউটিউবে পুরো বান্দরবান ঘুরে ফেলেছি।শুধুমাত্র আপনাদের জন্য এটা সম্ভব হয়েছে এটা।সবচেয়ে ভালো লেগেছিলো তাজিংডং সামিট পয়েন্ট এ উঠার পর্ব টা।।।।। উফ,,,,উফ,,,,,কতটা এডভেনচার ছিলো ওই পর্বটা।চ্যালেনজিং ছিলো প্রত্যেকটা জায়গা।আপনাদের একজন গাইড ছিলো উনার নামটা এখন আপাতত মনে করতে পারছি না। উনি যথেষ্ট আন্তরিক ছিলো। ও মনে পড়েছে উনার নাম সৈসাদা।একবাড় নদীপথে যাওয়ার সময় কোনো একজনের মাথায় বেশ আঘাত লাগে নৌকার মাঝির হাত থেকে বাশের লাঠি টা তীব্রবেগে ছুটে আসার জনন্য।আর ভাইয়ার আলীকদম থেকে ডিমপাহাড় ঘুরে বেড়ানোটা সবচেয়ে ভালো লাগার ছিলো।তখন সাথে তিথি আপু ছিলো না।আমার সামর্থ্য নেই এতো এতো জায়গায় ঘুরে বেড়ানোর।আর মেয়ে বলে বাবা মা ও একা একা কোথাও যেতে দিতে নারাজ।তাই ঘরে বসে আপনাদের সব ভিডিও দেখে এমনকি অন্যান্য ব্লগারদের ও ভিডিও দেখে মানে পুরো বান্দরবান ঘুরে ফেলেছি আলহামদুলিল্লাহ। কখনও যেতে পারবো কিনা তা তো জানি না। কিন্তু এটাতে আমার মনের আর চোখে র শান্তি খুজে পাই।এমনও দিন গেছে যে সারাদিন না খেয়ে না পড়ে গোসল না করে ল্যাপটপের সামনে পড়ে থেকে এই এডভেনচার মোমেন্ট গুলো উপভোগ করার সর্বোওম চেষ্টা করেছি।এই ল্যাপটপ টা ছোট ভাইয়ের বন্ধু র ল্যাপটপ।তারটা ধার করে এনে বসে বসে গত একবছর যাবত শুধুমাএ বান্দরবান ঘুরেছি ইউটিউবে।ল্যাপটপের চার্জ শেষ তো আবার নিজের ফোন দিয়ে দেখি, ফোনের চার্জ শেষ তো আবার ল্যাপটপ অন করে ভিডিও দেখা শুরু। এটা যে শুধুমাত্র ভিডিও দেখা সেটা নয় এটা দেখে আমি ভিডিও দেখাট সময় ফিল করি জায়গাটা আসলেই কেমন।মনে হয় যে আমিও আপনাদের সাথে সাথেই ট্রাকিং করছি।চোখ আর মনের শান্তি পাই।আপনাদের একটা সিরিজ ছিলো,,,,,বান্দরবানের গহীনে একদিন।উফ্্্্্ মাইন্ড ব্লোয়িং,,,,। প্রত্যেকটা জায়গার নাম আমার মুখস্থ। বোডিংপাড়া যেখানে কোনো শোৌচাগারের ব্যাবস্হা ছিলো না।নাফাখুম,আামিয়াখুম,ডিম পাহাড়, রেমাক্রি পয়েন্ট, তাজিংডং পাহাড়, তারপর তাজিংডং পাহাড় থেকে আরেকটা পাহাড় দেখা যায় ( কেওক্রাডং)যেটা কিনা আনঅফিসিয়ালীভাবে তাজিংডং পাহাড় থেকে আরও একটু উচু পাহাড়।ভিডিও গুলো একবছর আগে দেখেছিলাম তাই পুরোপুরি ভবে নামগুলো মনে করে বলতে পারছি না।আমি আসলে এডভেনচারপ্রেমী।তাই এই ভিডিওগুলো আমি কখনোই মওস করি নূ বা করতে চাই না।ধন্যবাদ ভাইয়া এবং আপু আমাদের জন্য এতো কষ্ট করে ভিডিও বানানোর জন্য। আমি যখন সাবাইকে বলি যে আমি পুরো বান্দরবান ঘুরে ফেলেছি ইউটিউবে। তখন সবাই আামর দিকে তাকিয়ে তাকিয়ে বেশ হাসে। আমি অনেকদিন যাবৎ অপেক্ষা করছিলাম কবে আাবার ভাইয়া ভিডিও দেবে।আমার খুব ইচ্ছা একদিন হলেও আপনাদের সাথে দেখা করার।আমি ঢাকা থাকি।

  • @joyroyjibon6763
    @joyroyjibon6763 2 ปีที่แล้ว +2

    বান্দরবান এর এই অবস্থা এইসব কিন্তু কারো চোখেই পরবে না দাদা😶

  • @versatrade1
    @versatrade1 ปีที่แล้ว

    চমৎকার, শিশির দেবl তোমার video একেবারে লা জবাব l

  • @asifkamal341
    @asifkamal341 2 ปีที่แล้ว +2

    শুভকামনা রইলো সঠিকভাবে বন উজাড়ের চিত্র যাতে তুলে ধরতে পারেন।

  • @sajivasraful6345
    @sajivasraful6345 2 ปีที่แล้ว +1

    apni akdin boro youtuber hoben. tawhid afridi apnar sathe dekha korte asbe. agiye jan dowa rilo

  • @halleyskhan7042
    @halleyskhan7042 2 ปีที่แล้ว +4

    শিশির দা আপনার ভিডিও গুলো আমি নিয়মিত দেখি। তবে সংরক্ষিত বনের এই অবস্থা দেখে খুব খারাপ লাগছে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আপনার ব্লগ দেখে আমিও ট্যুরে যেতে অনুপ্রাণিত হই।

  • @sajjadhossain100
    @sajjadhossain100 2 ปีที่แล้ว

    ভাই আপনার এই ভিডিও দেখে আনন্দ চেয়ে কষ্ট বেশি পাইছি
    যেভাবে গাছ কাটতেছে দেখে খুবই কষ্ট লাগলো তারমধ্যে সাপটি দেখে বেশি মন খারাফ হয়ে গেছে

  • @busraahmed9472
    @busraahmed9472 2 ปีที่แล้ว +1

    Vai bissas koren intro ta man vs wild er moto laglo ,,josss💥

  • @shakibhasanx
    @shakibhasanx 2 ปีที่แล้ว

    ভাই রাতে কখনো ভয় পাবেন না /আর ভুত বলতে কিছুই নাই// love you TravelWithShishirDeb

  • @Oathofartemis447
    @Oathofartemis447 2 ปีที่แล้ว +1

    গতবছর তাজিংডং এ ও দেখেছিলাম। গহীন পাহাড়ে গাছ কাটার শব্দ, ট্রাকের টায়ারের দাগ।

  • @mgsarwar287
    @mgsarwar287 2 ปีที่แล้ว +1

    এমন ভিডিও নির্মাণ করার জন্য অসংখ্য ধন্যবাদ

  • @travelwithmmu1095
    @travelwithmmu1095 2 ปีที่แล้ว

    আহা ডন দাদার ঘর 😍😍❤️❤️

  • @dolonbanik6318
    @dolonbanik6318 2 ปีที่แล้ว

    অনেক দেরি হয়ে গেছে তারপর ও দেখা শুরু করলাম ♥️♥️♥️ সৌদি থেকে দেখছি ❤️❤️❤️❤️🥰🥰🥰

  • @tanviranjumshuprov8179
    @tanviranjumshuprov8179 2 ปีที่แล้ว +1

    ২০১৬ সালে যখন প্রথমবার ক্রিস্তং এর জংগলে পা দিয়েছিলাম কি ভয়ানক সুন্দর জংগল ছিল,আর এখন এই কি অবস্থা।

  • @Swarna_222
    @Swarna_222 2 ปีที่แล้ว

    ki osadharon documentary
    best wishes

  • @yeasinrafi56
    @yeasinrafi56 2 ปีที่แล้ว

    খুঁব সুন্দর একটা ভিডিও

  • @SAKIBSALIM
    @SAKIBSALIM 2 ปีที่แล้ว

    Sm room e ami ow chilam dada 🥰don bhai er basha e 🥰 anek bhalo manus ta ❤️

  • @kmisifat362
    @kmisifat362 2 ปีที่แล้ว

    গাছ কাটা টা খুব কষ্ট লাগলো প্রশাসন কি করে!
    বান্দরবান এর গহীন এর সুন্দর্য্য সত্যি মুগ্ধ করে মন চাই উরে যায় কিন্তু আমার সঙ্গী নাই।

  • @rakibhossen8762
    @rakibhossen8762 2 ปีที่แล้ว

    আমি চিন্তা করি এই আপু কিরে এত আঁকাবাকা পাহাড় ডিঙিয়ে চলে এত লং টাইম ❤️❤️❤️

  • @balayethossainjoy1345
    @balayethossainjoy1345 2 ปีที่แล้ว +2

    🇿🇦🇧🇩 Wonderful Adventure I like it I'm watching from Comilla Daudkandi Taltoli 🇧🇩

  • @21801600
    @21801600 2 ปีที่แล้ว +1

    Guys ! You done a great job 👏
    From Canada 🇨🇦

  • @Bdbrave
    @Bdbrave 2 ปีที่แล้ว +1

    ভাই এইগুলা দেখে এত কষ্ট লাগতেছে বলে বুঝানো যাবে না, আমি সৌদি আরব থাকি, এইগুলা দেখে বাংলাদেশের প্রকৃতি খুব মিস করতেছি, ভাই আপনি উর্ধতম রেন্জ কর্মকর্তাকে জানান প্লীজ।

  • @ronyrajnk5527
    @ronyrajnk5527 2 ปีที่แล้ว +1

    অপার সৌন্দর্যের লীলাভূমি আমাদের বান্দরবান❤
    কিন্তু বননিধনের ফলে পর্যটক ও পর্যটন দুটোই হারিয়ে যাবে এবং অবকাশযাপনের জন‍্য আমাদেরকে তখন বিদেশমুখী হতে হবে😷

  • @mdmakail27
    @mdmakail27 8 วันที่ผ่านมา

    ❤❤❤ dada. Boudi. Oldabast apnar tim toba. Sossada. K. Mis korci dada.

  • @shishirshah2494
    @shishirshah2494 2 ปีที่แล้ว

    খুব সুন্দর প্রতিবেদন

  • @md.tanvirhassan43
    @md.tanvirhassan43 2 ปีที่แล้ว +1

    Vai apni paren o, mashallah.😍
    Real boss.❤❤❤

  • @sahedmolla1362
    @sahedmolla1362 2 ปีที่แล้ว +16

    প্রিয় শিশির দাদা 🥰🥰
    জাস্ট অসাধারণ, অবিসংবাদিত আপনি 💕
    শুধু একটা অনুরোধ,, আপনার ভিডিও গুলোতে ইংলিশ সাবটাইটেল যোগ করুন😊আপনার ভিডিও বিশ্বকে কাপাবে একদিন✊
    Man Vs Wild এর মতো।
    শুভকামনা ও ভালোবাসা আপনাদের জন্য।

  • @nazim12370
    @nazim12370 2 ปีที่แล้ว

    ভাই সাবধানে থাকবেন।সাথে আরো লোকজন নিয়ে যাইয়েন।শুভকামনা।

  • @Raselpunni
    @Raselpunni 2 ปีที่แล้ว

    মনে হচ্ছে বাংলার পুস্পা দেখছি🥰

  • @MdMurad-ep1ro
    @MdMurad-ep1ro 2 ปีที่แล้ว

    মনের মত একটা ভিডিও পেলাম।

  • @PriyankaKitchenLP
    @PriyankaKitchenLP 2 ปีที่แล้ว

    Wow, Looks really amazing...Thanks for sharing.......

  • @mahadibappe8333
    @mahadibappe8333 2 ปีที่แล้ว +1

    I await for your video. Thank you so much for showing us this amazing places

  • @sabinayasmin8430
    @sabinayasmin8430 2 ปีที่แล้ว

    Shishir da, r gowild er video dekhe shanti pai. Shishir da onek guchiye kotha bole, r gowild k valo lage extreme trekking er jonno. Shuvo kamon dui joner jonno e.

  • @mdrakibkhanrafi5162
    @mdrakibkhanrafi5162 2 ปีที่แล้ว

    ধন্যবাদ শিশির দেব ভাই

  • @greeneyes8450
    @greeneyes8450 2 ปีที่แล้ว

    আল্লাহ আপনাদের নেক হায়াত ও সাহস বৃদ্ধি করুন

  • @neelnupur7551
    @neelnupur7551 2 ปีที่แล้ว

    যার মাধ্যমে এতো সুন্দর করে প্রকৃতিকে আমাদের কাছে উপস্থাপন করেন তাকে নিয়ে মাঝেমধ্যে কিছু বলবেন এবং আমাদেরকে ও দেখাবেন
    সেটা হলো আপনার ড্রোন টি
    প্লিজ দাদা

  • @saifvlogs9585
    @saifvlogs9585 2 ปีที่แล้ว

    Besshi joss bhai.. love from chattagram❤️❤️

  • @ukhringchaimarma5874
    @ukhringchaimarma5874 2 ปีที่แล้ว

    Jaiga golo onk sandar,,, ami moddho bangla rup dekhe

  • @RunningCultures
    @RunningCultures 2 ปีที่แล้ว

    Underrated youtube channel. ❤️

  • @forhadhossain2639
    @forhadhossain2639 2 ปีที่แล้ว +7

    বান্দরবানের গহীনে হাঁটেন আপনারা, আর ঢাকা শহরে বসে ভয় পাই আমি। তবে,ভিডিও গুলো দেখলে আমারও মনে চায় এ রকম ভয়ংকর সুন্দর জায়গায় যেতে।আর হ্যা, তিথি আপু কি আপনার স্ত্রী?

  • @aslamsakh9225
    @aslamsakh9225 2 ปีที่แล้ว

    Apu apnar onek sahoh good job

  • @mrprofessor999
    @mrprofessor999 2 ปีที่แล้ว

    ভিডিওগুলো অনেক ভালো লাগে কিন্তু ভিডিও কোয়ালিটি আরো ইম্প্রুভ করতে হবে |
    #ধন্যবাদ

  • @MdNiloy-wv1dx
    @MdNiloy-wv1dx 2 ปีที่แล้ว

    ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি মানুষ রুপি রাক্ষস দেরকে দেখিয়েছেন

  • @imhasan3331
    @imhasan3331 2 ปีที่แล้ว

    ভাই ভ্রমণ গাইডের বিস্তারিত যদি দিতাম তাহলে আমরা যেতাম।
    আমার দেখা বাংলাদেশের সেরা ট্রাভেল ব্লগার হচ্ছেন শিশির ভাই,কেননা একমাত্র শিশির ভাই বাংলাদেশেকে রিপ্রেজেন্ট করে আসছে।