মরিচের জন্য সিনজেনটা কোম্পানির ভারটিমেক প্রতি লিটার পানিতে ২ মিলি করে এবং সালফার প্রতি লিটার পানিতে ২ গ্রাম এবং বায়ার কোম্পানির সলোমন প্রতি লিটার পানিতে 1 মিলি একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে প্রতি সাত দিন পর পর এবং সিনজেনটা কোম্পানির পেগাসাস প্রতি লিটার পানিতে 1 মিলি করে স্পে করতে হবে প্রতি 15 দিন পর পর কন্টিনিউ আলাদা করে। সিনজেনটা কোম্পানির বিংগো প্রতি লিটার পানিতে ২ গ্রাম এবং প্রোটোজিম প্রতি লিটার পানিতে ২ মিলি এটার সাথে জ্যাজ প্রতি লিটার পানিতে ৩ গ্ৰাম ১০ দিন পর পর কন্টিনিউ স্প্রে করতে হবে আলাদা করে বেগুন 🍆🍆 এর জন্য মিমপ্রেক্স কম্পানির মানিক এবং সুরেট প্রতি ৫ দিন পর পর কন্টিনিউ স্প্রে করতে হবে অনুমোদন মাত্রায়
রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে ২ গ্ৰাম এবং থিযোভিট প্রতি লিটার পানিতে ৩ গ্ৰাম সাত দিন পর পর স্প্রে করবেন। এবং সিনজেন্টা কম্পানির সবিক্রন প্রতি লিটার পানিতে ২ মিলি এবং এসিআই কোম্পানির প্রটেক্ট প্রতি লিটার পানিতে 1 গ্ৰাম করে। দুটো একসঙ্গে মিশে ৭ দিন পর স্প্রে করবেন
আবহাওয়া ঠিকঠাক হলে ভালো হবে আপনি সিনজেন্টা কম্পানির প্রোটোজিম প্রতি লিটার পানিতে 2 মিলি এবং রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে 2 গ্ৰাম মিশিয়ে স্প্রে করবেন সাত দিন পর পর। আর সবিক্রন প্রতি লিটার পানিতে 2 মিলি করে মিশিয়ে স্প্রে করবেন সাত দিন পর পর আলাদা করে দিবেন এটা
@@krishi2474 ভাই এটা ত বিশ্বাস করতে পারছি না। কারণ মাছি পোকা সবজিতে আসে কেবল ডিম পাড়ার জন্য। মাছি পোকা সবজির কোন অংশ খায় না। তো মাছি পোকার সবিক্রনের দ্বারা কিভাবে মরবে? দয়া করে বুঝিয়ে বলুন। মাছি পোকার অত্যাচারে আমি খুব অতিষ্ঠ। হলুদ ফাঁদ, ফেরোমন ফাঁদে মাছি পোকা খুব একটা ধরা পরে না।
ভাইয়া... সবিক্রন এর সাথে রিডোমিল গোল্ড মিক্স করে ব্যাবহার কারা যাবে? নাকি আলাদা আলাদা ব্যাবহার করবো? ব্যবহার করলে কোনটা আগে ব্যবহার করবে এবং কতদিন পর আর একটা ব্যবহার করব? ❤
একসাথে মিশিয়ে স্প্রে করলে একটু সমস্যা হয়। আপনি রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে ২ গ্রাম করে স্প্রে করবেন সাত দিন পর পর এবং সবিক্রন প্রতি লিটার পানিতে ১/২ মিলি করে স্পে করবেন সাত দিন পর কন্টিনিউ আলাদা করে ৩ দিনের ব্যাবধানের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন যেকোনো একটি ব্যবহার করার পর
ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি এটা ব্যবহার করার ৭ থেকে ১০ দিনের মধ্যে ফল খাওয়া যাবে কারণ দেখেন এমন অসুবজি বা ফল আছে যেটা আপনার গাছে আছে দুই থেকে তিন দিনের মধ্যে সে ফলটা সংগ্রহ করা যাবে এমন তো অবস্থায় আপনি কীটনাশক দিয়েছেন তাহলে আপনি এখন ভেবে দেখুন ওই ফলগুলো কি আপনি নষ্ট করবেন ফলগুলো ভালোভাবে ধুয়ে খেতে পারবেন আর সবচেয়ে বেস্ট হয় আপনি কোন রকম কীটনাশক ব্যবহার না করা যেহেতু আপনি সম্ভবত ছাদ বাগান বা আঙ্গিনা বাগানে এগুলো চাষ করেছেন সে ক্ষেত্রে আপনাকে জৈব বালাই নাশক ব্যবহার করতে হবে
আসসালামু আলাইকুম, এই কিটনাশক টি কি পোকা আক্রমণ করলে দিতে হয় নাকি ফসলের প্রটেকশন এর জন্য আগে থেকেই মাঝে মাঝে নিয়ম করে স্প্রে করতে হয়?????জানাবেন প্লিজ।।
আপনার বুঝানোর সিস্টেম টা ভালো লাগলো
ধন্যবাদ
ডিজিটাল কৃষকের ঠিকানা ফেসবুকে লিখে সার্চ দিলে আমরা ফেসবুক পেজ পাবেন ওখানে নক করে ভালভাবে সবকিছু জেনে নিবেন
ভারটিমেক ও সবিক্রন মরিচ গাছে একসাথে স্প্রে করা যাবে কিনা
যাবে
ভাই করলা গাছের করা হলুদ হয়ে পচে যায় এর জন্য কি এটা ব্যবহার করা যাবে
এখন এটা সমাধান করা সম্ভব নয়
ভাই জ্যামপ্রো ডি এম এর ব্যাপারে একটু আলোচনা করবেন
ইনশাআল্লাহ ভাইয়া
@@krishi2474 কারণ এটার ব্যাপারে খুব একটা ডিটেইলস পাওয়া যায় না
ভাই অনেক বিষ আছে বেশি দিলে গাছের পাতা মড়ে যায়,,কুকড়ে যায় হবে না কি,,আমি টমেটোতে দিবে,,মানে বেশি বিষ পরলে ফুল নষ্ট হবে কি
অবশ্যই বিকেলে দিবেন আর অনুমোদন মাত্রায় দিবেন
আসসালামু আলাইকুম।।সেমকো কোম্পানির সেমকাপ দিয়ে কি ধানের চুঙ্গি পোকা দমন হবে
জি
ভিটামিন মিশিয়ে স্প্রে করা যাবে কি।
না ভাইজান
লেবু গাছে পাতা কুকড়ানো+ লিপ মাইনরের জন্য এই সবিক্রম ব্যবহার করা যাবে কিনা?
জি ভাইয়া অবশ্যই
@@krishi2474 সবিক্রম কীটনাশক টা আম গাছে ব্যবহার করা যাবে কিনা?
আমার করোলা গাছে ফল ফুল আসছে আমি একবার ব্যবহার করছি এক সপ্তাহ আগে এখন কি ব্যবহার যাবে
জি
মরিচের পাতা মোড়ানো পোকা দমনের জন্য কত মিল ব্যাবহার করতে হবে
মরিচের পাতা মোড়ানো পোকার আক্রমণ এটা দিয়ে যাবে না
তুন্দ্রা কি কাজে ব্যবহিত হয় ভাইয়া
সাদা মাছি,ফল ছিদ্র গাড়ি পোকা, জাব পোকা দমনের জন্য ভালো কাজ করে এবং পোকার ডিম নষ্ট করতে পারে
@@krishi2474 দাদা,লাউ গাছের ফুল যখন ফলে পরিনত হয় তখন দেয়া যাবে?? যদিও পোকার আক্রমণ শুরু হয়নি
👌👌
বাটি ম্যাক্স এর সাথে দেওয়া যাবে কি ভাই
জি
শসা গাছে সাদা মাছি দুর হবে কি।
জি
১০০ মিলি দাম কত @@krishi2474
হয় না ভাই ভুয়া
মরিচ গাছের পাতা কুঁকড়ানো এবং বেগুনর পোকা ও ডগা ছিদ্রকারির জন্য বেশ কিছু কীটনাশক ব্যবহার করেছি কিন্তু কাজ হচ্ছেনা। কি ব্যবহার করব? জানাবেন প্লিজ।
মরিচের জন্য সিনজেনটা কোম্পানির ভারটিমেক প্রতি লিটার পানিতে ২ মিলি করে এবং সালফার প্রতি লিটার পানিতে ২ গ্রাম এবং বায়ার কোম্পানির সলোমন প্রতি লিটার পানিতে 1 মিলি একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে প্রতি সাত দিন পর পর এবং সিনজেনটা কোম্পানির পেগাসাস প্রতি লিটার পানিতে 1 মিলি করে স্পে করতে হবে প্রতি 15 দিন পর পর কন্টিনিউ আলাদা করে।
সিনজেনটা কোম্পানির বিংগো প্রতি লিটার পানিতে ২ গ্রাম এবং প্রোটোজিম প্রতি লিটার পানিতে ২ মিলি এটার সাথে জ্যাজ প্রতি লিটার পানিতে ৩ গ্ৰাম ১০ দিন পর পর কন্টিনিউ স্প্রে করতে হবে আলাদা করে
বেগুন 🍆🍆 এর জন্য মিমপ্রেক্স কম্পানির মানিক এবং সুরেট প্রতি ৫ দিন পর পর কন্টিনিউ স্প্রে করতে হবে অনুমোদন মাত্রায়
ভাই লিচু গাছে কি সবিক্রন ব্যবহার করা যাবে।
জি ভাইয়া অবশ্যই
তোষা পাটের সবুজ আকৃতির লেদা পোকা যা পাটের পাতা ছিদ্র করে সবিক্রন ব্যবহার করা যাবে কি?
সাথে প্রোকলেম দিবেন
পেঁয়াজ মরিচ একসাথে চাষ করেছি পেঁয়াজে ছটকা ও মরিচে জাব পোকা লেগেছে এর সমাধান কি?
বায়ার কোম্পানির সলোমন প্রতি লিটার পানিতে ২ মিলি করে স্পে করবেন সাত দিন পর পর কন্টিনিউ কয়েক বার
এর সাথে +কনফিডর+ছএাকনাশক একসাথে দিলে কাজ হবে কি
ছত্রাক নাশক আলাদা দিবেন
গোলাপ গাছ গ্রোথ অনেক কম,,,কি করব
01928004857 ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন
গাছের পিক দেন
চালকুমড়ো গাছে ব্যবহার করা যাবে? এবং কয়দিন পরপর ব্যবহার করবো?
৭/১০ দিন পর পর স্প্রে করবেন
এইটা কি ভুট্টা তে ব্যাবহার করা জাবে
সরিষার ফুল আসার আগে কোনটা বেটার ক্যারাটে না সবিক্রন৷?
সিনজেন্টা কম্পানির একতারা
@krishi2474 একতারা কারেন্ট পোকার৷ আমি বলেছি সরিষার ফুল আসার আগে৷ ওকে বাই৷
পাট ও তিল চাষে ব্যবহার করা যায়???
জি
ভুট্টা গাছে দেওয়া যাবে কি।
জি ভাইয়া অবশ্যই
সবিক্রন এবং ওয়ালেস ৫৫ ইসি এই দুটো জাতের ভিতর বেস্ট কোনটা যদি একটু জানাতেন
দুটোই আলাদা কিন্তু দুটোই ভালো কাজ আলাদা করে
@@krishi2474বেগুনের জন্য কোনটা
পেপে গাছের ডোগা চুষে সুখায় দিচ্ছে চিনি পোকায়,,দেয়া যাবে?
দেওয়া যাবে কোন সমস্যা নেই
শিম গাছে দেওয়া যাবে?
অবশ্যই
ধানের জমিতে ব্যাবহার করা যায় কি না
ধানের গান্ধী পোকা এবং পামরী পোকা দমন করতে দেওয়া যাবে
চাদ বাগানের ফল গাছে ব্যাবহার করবো কয়দিন পর পর।
ভুট্টায় পোকা দমন হবে কি।
সাথে প্রক্লেম দিবেন
এর সাথে সাসপেন্ট স্পে করা যাবে
জি
ফুলকপি তে কি দেওয়া যাবে
অবশ্যই ভাইয়া
ভাই সবিক্রন কি মাজরা পোকার জন ব্যাহবার করা জাবে।
না ভাইয়া
লেবু চারাতে দেওয়া যাবে?
অবশ্যই ভাইয়া
ভাই আমার লাউ গাছের পাতা কুকড়ে যাচ্ছে এবং লাউ গাছের কচি ডগা, পুড়ে নস্ট হয়ে যাচ্ছে এখন আমি কি করতে পারি সমাধান কি দয়া করে বলবেন
রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে ২ গ্ৰাম এবং থিযোভিট প্রতি লিটার পানিতে ৩ গ্ৰাম সাত দিন পর পর স্প্রে করবেন।
এবং সিনজেন্টা কম্পানির সবিক্রন প্রতি লিটার পানিতে ২ মিলি এবং এসিআই কোম্পানির প্রটেক্ট প্রতি লিটার পানিতে 1 গ্ৰাম করে।
দুটো একসঙ্গে মিশে ৭ দিন পর স্প্রে করবেন
ছবিক্ষন কি কি কাজে ব্যবহার করা যায় মানিকগঞ্জ কাজে ব্যবহার করা যায় আর এক লিটার পানির ভিতরে কতটুক
ভিডিও টা দেখুন সবকিছু বুঝতে পারবেন
টমেটো গাছের লিফ মাইনার এর কাজে ব্যবহার করা যাবে
অবশ্যই ভাইয়া
আমার শিম গাছে ফুল আসে আর ঝরে পরে, কি ব্যবহার করবো ভাই
আবহাওয়া ঠিকঠাক হলে ভালো হবে
আপনি সিনজেন্টা কম্পানির প্রোটোজিম প্রতি লিটার পানিতে 2 মিলি এবং রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে 2 গ্ৰাম মিশিয়ে স্প্রে করবেন সাত দিন পর পর।
আর সবিক্রন প্রতি লিটার পানিতে 2 মিলি করে মিশিয়ে স্প্রে করবেন সাত দিন পর পর আলাদা করে দিবেন এটা
এটা কি লাউ খেতে দিলে কাজ হবে মাছি পোকার জন্য
জি ভাইয়া
@@krishi2474 ভাই এটা ত বিশ্বাস করতে পারছি না। কারণ মাছি পোকা সবজিতে আসে কেবল ডিম পাড়ার জন্য। মাছি পোকা সবজির কোন অংশ খায় না। তো মাছি পোকার সবিক্রনের দ্বারা কিভাবে মরবে? দয়া করে বুঝিয়ে বলুন। মাছি পোকার অত্যাচারে আমি খুব অতিষ্ঠ। হলুদ ফাঁদ, ফেরোমন ফাঁদে মাছি পোকা খুব একটা ধরা পরে না।
ঢেরস গাছে ব্যবহার করা যাবে কি?
করা যাবে
জি ভাইয়া অবশ্যই
এটা কতদিন পর পর স্প্রে করা যাবে এবং ফল ফুল গাছে আছে এই অবস্থায় স্প্রে করা যায়
৭ দিন
লাল শাক খেতে কি ব্যবহার করা যাবে ভাইয়া।
অবশ্যই ভাইয়া
সবিক্রন মাজরা পোকার জন্য ব্যাবহার করা যাবে কি না?
কাজ করবে না
ভাইয়া... সবিক্রন এর সাথে রিডোমিল গোল্ড মিক্স করে ব্যাবহার কারা যাবে?
নাকি আলাদা আলাদা ব্যাবহার করবো? ব্যবহার করলে কোনটা আগে ব্যবহার করবে এবং কতদিন পর আর একটা ব্যবহার করব? ❤
একসাথে মিশিয়ে স্প্রে করলে একটু সমস্যা হয়।
আপনি রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে ২ গ্রাম করে স্প্রে করবেন সাত দিন পর পর এবং সবিক্রন প্রতি লিটার পানিতে ১/২ মিলি করে স্পে করবেন সাত দিন পর কন্টিনিউ আলাদা করে ৩ দিনের ব্যাবধানের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন যেকোনো একটি ব্যবহার করার পর
তরমুজ এ ব্যাবহার করা যাবে কি এবং কত মি লি
প্রতি লিটার পানিতে ২ মিলি করে
কত দিন পর পর....
১.৮ ইসি ভাল নাকি সবিএন ভালো
দু'টো জিনিস আলাদা ভাইয়া কাজ ও আলাদা
লাল কালার কিছু মাকর আছে,,এরা ওরতে পারে,, যা আমাদের দেশে সুনালি পুক বলা হয়,, ঐই পুকার জন্য কি বিষ দেওয়া যায়
কি গাছের জন্য
ভাই কয়েকটি বালাইনাশক ঔষধের নাম বলেন
এটা কোন ধরনের প্রশ্ন
ভাই মরিছ গাছে ফুল থাকা অবস্থায় ব্যবহার করলে ফুল ঝরে যায় কেন
আরে না এমন তো হবে না ওটা অন্য কোন কারণে হয়
Ata bebohar korar koydin por fol khawa jabya?
ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি এটা ব্যবহার করার ৭ থেকে ১০ দিনের মধ্যে ফল খাওয়া যাবে কারণ দেখেন এমন অসুবজি বা ফল আছে যেটা আপনার গাছে আছে দুই থেকে তিন দিনের মধ্যে সে ফলটা সংগ্রহ করা যাবে এমন তো অবস্থায় আপনি কীটনাশক দিয়েছেন তাহলে আপনি এখন ভেবে দেখুন ওই ফলগুলো কি আপনি নষ্ট করবেন ফলগুলো ভালোভাবে ধুয়ে খেতে পারবেন আর সবচেয়ে বেস্ট হয় আপনি কোন রকম কীটনাশক ব্যবহার না করা যেহেতু আপনি সম্ভবত ছাদ বাগান বা আঙ্গিনা বাগানে এগুলো চাষ করেছেন সে ক্ষেত্রে আপনাকে জৈব বালাই নাশক ব্যবহার করতে হবে
@@krishi2474 জৈব বালাই নাশক কন গুলো?
Vai sorisha gace deya jabe
অবশ্যই ভাইয়া
করলা গাছে কি কি কীটনাশক দিতে হবে
কি রোগ হয়েছে আপনি ফেসবুকে ডিজিটাল কৃষকের ঠিকানা লিখে সার্চ দিলে আমরা ফেসবুক পেজ পাবেন ওখানে নক করতে পারেন
Amar Daner. Shish.katai.dassi
বেগুনে ডগা কাটা পোকা জন্য কি দিব?
মিমপ্রেক্স কম্পানির মানিক এবং সুরেট
সবিক্রন নাকি দুই রকমের? বেগুনের জন্য কোনটা?
না ভাইয়া একটাই
পটলে আলমারে এমন পোকা কি দমন করা যাবে
ওইটা পৃথিবীর কোন কিটনাশক দিয়ে দমন হবে
পেঁয়াজে দেওয়া যাবে
জি ভাইয়া অবশ্যই
দাম কত?
টিল্ট বেগুনে দিব কি
না
আমার ডালিম গাছে ও পেঁপে গাছে প্রচুর মিলিবাক পোকা হয়েছে আমি এটা ব্যবহার করতে পারি?
জি ভাইয়া অবশ্যই প্রতি লিটার পানিতে ২ মিলি করে স্পে করতে হবে
ধানের মাজরা পোকা কি মরে,,,,,, প্লিজ জানাবেন
না ভিরতাকো স্পে করতে হবে ওটার জন্য
এর থেকে volume felexi ভালো
জি
ভাই কত দিন পর পর দিতে হবে
5/7/10
ভাই পানে লেদা পোকা ছাড়তেছে না। প্লোকলেম ও একতারা দিছি হয় নাই
আপনি সিনজেন্টা কম্পানির ডেলিমফিট অথবা ইনতেফা কম্পানির আকিল দিবেন একবার দিলেই ওকে
সাদা মাছির কাজ কি করে?
হুম ভাই
Begun gase doga sidrokari poka dhorse doga kete disse akhin ki dewa jay
মানিক এবং সুরেট এইগুলো মিমপ্রেক্স কম্পানির।অনুমোদন মাত্রায় দিতে হবে ৫/৭ দিন পর পর কন্টিনিউ।
ফেরোমন ফাঁদ ব্যাবহার করতে হবে প্রতি শতক জমিতে ১ টা করে
লেদাপুকারকাজকরে।কি
না লেদা পোকা দমনের জন্য সিনজেনটা কোম্পানির প্রোকলেম প্রতি লিটার পানিতে 1 মিলি করে স্পে করবেন
ভাই পিয়াজে দেওয়া যাবে
জি ভাইয়া অবশ্যই কিন্তু কি পোকা লাগছে
ভাই এতে কি মাছ মরে নাকি
জানি না
পিয়াজ যাবে
জি
শশা গাছে ফুল আছে আমি কিনএইটা ব্যাবহার করতে পারবো...
অবশ্যই
জাব পোকার জন্য গোলাপে কি ব্যবহার করা যাবে?
বায়ার কোম্পানির কনফিডার
আসসালামু আলাইকুম,
এই কিটনাশক টি কি পোকা আক্রমণ করলে দিতে হয় নাকি ফসলের প্রটেকশন এর জন্য আগে থেকেই মাঝে মাঝে নিয়ম করে স্প্রে করতে হয়?????জানাবেন প্লিজ।।
আগে থেকেই দেওয়া ভালো হবে
মিসটীকুমডাচাসেদেয়াওজাবেকিনা @@krishi2474
সবিক্রন এর সাদা মাছি দূর হয় না ভুয়া
হয় ভাই আপনার যে পোকা উরে বেড়ায় ওই পোকা কোন কিটনাশক দিয়ে মরে না
ক্রিয়া এবং পিউপা দমন হয়
শিমের গাছে এক, সাথে --রিডোমিল গোল্ড +এমিষ্টার টপ+ক্যারাটে+সবিক্রম --স্পে করা যাবে কি বলবেন।
শিমের ফুল আসছে ফুল খেয়ে নিচ্ছে এবং জাব পোকা কিছু আছে।
না পোকার কীটনাশক আলাদা এবং ছত্রাকনাশক আলাদা করে ব্যবহার করতে হবে।
জাব পোকার জন্য বায়ার কম্পানির কনফিডর দিবেন
যে পোকার ছবি দিয়েছেন, সেই পোকার আক্রমণ আমার শিমে করেছে এখন কি করণীয়
সবিক্রেন,পেনজেল,মোভেন্টু ও আমেরিকান npks ki একসাথে স্প্রে করা যাবে মিষ্টি কুমড়া
না ভাইয়া
মালটায় যখন ফুল আশে সে খোন কি বিষ টা দিয়া যাবে
আপনার গাছে কি তখন কোন পোকার আক্রমণ থাকে।
রেড পামকিন বিটল পুকা
হ্যাঁ দমন করা যায় এটা দিয়ে
সবিক্রনের সাথে ভারটিমেক ব্যাবহার করা যাবে কি?
জি অবশ্যই