০১. মার্কস পাঠে ভয় কিসের? ।। কার্ল মার্কস (১৮১৮-১৮৮৩)।। ফরহাদ মজহার ।। Farhad Mazhar ।।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024
  • ০১. এখনকার পড়া, এখনকার কাজ।। মার্কস পাঠে ভয় কিসের?
    কার্ল মার্কস (১৮১৮_১৮৮৩) নিজে নিজে একা একা পড়া আসলেই কঠিন। কিন্তু কোভিডের সময় আমরা নিয়মিত পাঠচক্র করতে পারছি না। বাংলাদেশে কার্লমার্কস নিয়ে আগ্রহ রয়েছে অনেকের। কিন্তু মার্কস সম্পর্কে নানান ভুল অনুমান, বিভ্রান্তি এবং উলটাপালটা চিন্তা তো আছেই এমনকি ভয়ও রয়েছে অনেকের, যা একদমই অমূলক। চিন্তা পাঠচক্র মনে করে বাংলাদেশে মার্কস পাঠের ঐতিহ্য গড়ে তুলতে হলে মার্কস পাঠের প্রতিবন্ধকতাগুলো দ্রুত কাটিয়ে ওঠা দরকার।
    মার্কস পাঠে ভয় কিসের? খুবই প্রাথমিক বিষয়াদি নিয়ে ভয় কাটাবার জন্য আমাদের এই উদ্যোগ। পাঠচক্রে সরাসরি অংশগ্রহণ করতে চাইলে চিন্তা ফেইসবুক গ্রুপে যুক্ত থাকুন। বিভিন্ন সময়ে চিন্তার কাজ সম্পর্কে নিয়মিত অবহিত থাকতে চাইল চিন্তা ও তৎপরতার পত্রিকা পাতায় লাইক দিয়ে যুক্ত থাকুন।
    আলোচনায় আমরা ইসলামের অনুষঙ্গ এনেছি, এর কারন হচ্ছে একদিকে মার্কস সম্পর্কে ইসলামপন্থিদের ভুল ধারনা যেমন রয়েছে, তেমনি মার্কসকে যাঁরা অনুসরণ করেন তাদের মধ্যেও সাধারণ ভাবে ধর্ম এবং সুনির্দিষ্ট ভাবে ইসলাম সম্পর্কে বিস্তর বিভ্রান্তি আছে। এর নিরসন হওয়া দরকার।
    ..............................................................................
    নিয়মিত চিন্তা ওয়েবসাইট পড়ুনঃ chintaa.com/
    ................................................................................
    ফেইসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    চিন্তা ফেইসবুক গ্রুপ: / chintaa
    চিন্তা ও তৎপরতার পাতা: / chintaabangladesh
    ফরহাদ মজহারের পাতা: / kobifarhadmazhar

ความคิดเห็น • 32