ভালো লাগল । বিজনো ঘরে নিশীথো রাতে .. এটাই হবে , যেমন আপনি গেয়েছেন । হয়তো স্বরলিপি এরকমই ছিল। যদিও এখন দেখছি স্বরলিপিতে বিজন্ ঘরে নিশীথ্ রাতে ... এরকম আছে। দুর্ভাগ্য আমাদের ।
Madam Rezwana you happen to be a confluence of Bengal as a whole where beauty and quality mingled with melody join joyfully and purposefully. Definitely, you are now number 1 in your domain in both the Bengals. Prangobinda Ghosh, Kolkats, W.B.
কী যে লিখন কী যে গেয়েছেন ভাষায় প্রকাশ করার সাহস আমার নেই। আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে আমি তাইতে কি ভয় মানি! জানি জানি, বন্ধু, জানি তোমার আছে তো হাতখানি।। চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে, এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি।। আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা, তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা। জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে, এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি।।
@@biswanathmukherjee5709সংসারী ছেলে মা কে ডেকে বলছে......... "মা একটা কথা বলি? আমার একটা অনুরোধ রাখবে?" মা: "তুই চাইলে আমি কি না করতে পারি? বল তোর সব কথা আমি রাখবো।" "তোমার বৌমা বলছিলো... তোমার তো বয়স হয়েছে। এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন... আর এই বাড়িটা তো খুব একটা ভালো না। ছোট ঘুপচি....... তোমার কাশিটাও বেড়ে গেছে। আরো তো ডায়বেটিকস আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা আরো কতো কি!" মা: "হ্যাঁ রে... মনে হয় আর বেশিদিন..." "আহ... থামো তো মা। তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা তোমাকে তাহলে গ্রামের বাড়িতে... না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্র্যাঞ্চে ভর্তি করালে কেমন হয়?...... এটাই বলছিলো তোমার বৌমা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই। তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউই নাই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে আর মিঠু তো সারাদিনই স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা। মা এটাই আমার...... মানে আমাদের অনুরোধ ছিলো।" "আচ্ছা তুই চাইলে তাই হবে"। "থ্যাংকস মা...... আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছো। তোমার ব্যাগ গুছিয়ে রাখবে।" পরের দিন: অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা-ছেলে। নীরবতা ভাঙলেন মা....... "বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে..." " হা হা হা... মা তুমি ফোন দিয়ে কি করবে? আহা... ওখানে ফোন আছে তো......" কিছুক্ষন পরে একটা পাঁচতলা বাড়ির সামনে এসে গাড়ি থামালো। আবার বেশকিছুক্ষন নিরব থেকে এবার ছেলে বলে উঠলো... "নামো মা..... এটাই তো ওই বৃদ্ধাশ্রম মা। দেখেছো! বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতালার দক্ষিনের ঘরটা বুকিং করে রেখেছি।" . টিং ডং টিং ডং(দরজা খুললো): "#হ্যাপি_বার্থ_ডে_টু_ইউ ! ! হ্যাপি বার্থ ডে টু ইউ 'মা' ! ! !" দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এতো বেলুন আগে কখনো দেখেননি। এতো আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায় নি। আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে। ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা। " হ্যাপি বার্থ ডে মা" মা: "তুই অনেক বড় হয়ে গেছিস(কান্নাভেজা কন্ঠে) কিন্তু এটা কার ঘর?" "বাড়ির ফলকে নাম দেখোনি! বাবার নামে রেখেছি। মা পুরো বাড়িটাই আমাদের। এবার তুমি আরামে থাকতে পারবে মা। "তুই না ! ! এমন কি কেউ করে?(কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন। আনন্দে কথা বলতে পারছেন না) পার্টি শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আঁতিপাঁতি খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন। "নে এটার আর দরকার হবে না। ইঁদুরের বিষ! চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেবো।" "ধুর মা কি যে বলো! এটায় তো সেইসব কাল রাতেই পাল্টে আমি তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি। তুমি ঘুমাও।" মার আজ আর কিছুই চাওয়ার নেই। আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক আজকের ঘুমটা সত্যিই আরামের হবে, ঘুমের ঔষুধ খেতে হবে না । #collected #😮গগ😅গ
আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে আমি তাইতে কি ভয় মানি! জানি জানি, বন্ধু, জানি তোমার আছে তো হাতখানি।। চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে, এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি।। আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা, তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা। জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে, এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি।।
Just awesome. Banya di is my all time favorite. All the Rabindra sangeet are wonderfully presented by Rezwana didi. My heartily regards to her. Thanks to the channel for uploading this song. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Pijush Kanti , aapnaar matha ebong kaan DUTOI kharap hoyeche. Treatment karan. Rezwana Chaudhary' r gan kefaltu bolechen? Paagla garode chole jan. Aapni nije ekjan FALTU. Channel ke ashesh dhanyabaad ei gaan ti shonabar janya. 🙏🙏🙏🙏
ভালো লাগল ।
বিজনো ঘরে নিশীথো রাতে .. এটাই হবে , যেমন আপনি গেয়েছেন । হয়তো স্বরলিপি এরকমই ছিল।
যদিও এখন দেখছি স্বরলিপিতে বিজন্ ঘরে নিশীথ্ রাতে ... এরকম আছে।
দুর্ভাগ্য আমাদের ।
আমার খুব কনফিউশন ছিল।
আপনার মতামত পড়ে জানতে পারলাম
আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা,
তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা।
জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে,
এখনজীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি ॥
Anjan Chakraborty wow
আমার অত্যন্ত প্রিয় শিল্পীর কণ্ঠে সংগীত টা জন্য তাঁকে অভিনন্দন রইলো।
শিল্পীর কন্ঠে এই সঙ্গীত টি শুনে চিত্ত প্রশান্ত হলো।'" তোমার পরশ থাকুক"-- এই চরণ টি শ্রবনে সত্য সত্যই চিত্ত মন প্রাণ উদাসী হয়ে যায়।
Durdanto laglo sunte misti madhur gala
Anek anek dhanyabad apñake to under gan upaher dear janya..
তোমার প্রতিটি গান মন ছুঁয়ে যায়।
Like it....... Asadharon Ki gan ah.... Mon chuea galo
asdhadaron gannnnn diii ki sundor kore gailen
Ei to amader bannya di!Jake chotobelay sudhu guru bolei bhabtam na, jeboner sob khetrei agey bannya diii ashto.
দিদি আপনাকে প্রনাম জানাই, শুভ কামনা রইল মা সরস্বতী দেবী মানস কন্যা গলায় গান শুনছি, ওঃ অসাধারণ গান মনছুয়ে যায় দিদি, গ্রেট গ্রেট গ্রেট গ্রেট ওয়ান গায়কী, 🌳🌻🌳
Gebon dolai dula dule apnare chilem bhule, osadharon 🙏tomar porosh thakuk amar hridoy bhora 🙏
Khub sundor,mon bhore gelo.
❤❤❤ অপূর্ব লাগলো এবং মন ছুঁয়ে গেল।❤❤❤
আপনার সব গানই আমার খুবই পছন্দ।এই গানটি, ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া। অনেক দিন বেচে থাকুন আ-মিন।
মন ভরে যায় ।বারবার শুনতে ইচ্ছে করে
pratabhare gelo
happy new year
god gifted voice
gitikar
bangla desh betar
o B T V..
Madam Rezwana you happen to be a confluence of Bengal as a whole where beauty and quality mingled with melody join joyfully
and purposefully. Definitely, you are now number 1 in your domain in both the Bengals. Prangobinda Ghosh, Kolkats, W.B.
Ato sundar gan sabaike sonate ichhe kare...
ah! ki misti kantto
ashadharon
geyechen......
🙏❤️অসাধারণ। 🙏❤️। অপূর্ব ❤️🙏
🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
আজি বিজন ঘরে এই গান শোনার পর চোখের জল ধরে রাখা যায় না।
কী যে লিখন কী যে গেয়েছেন ভাষায় প্রকাশ করার সাহস আমার নেই।
আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে
আমি তাইতে কি ভয় মানি!
জানি জানি, বন্ধু, জানি
তোমার আছে তো হাতখানি।।
চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে,
এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি।।
আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা,
তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা।
জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে,
এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি।।
Tar tulona tini nije
Thank you ji for the lyrics.
বাহ্ চমৎকার গান মনটা ভোরে গেলো গানটা শুনে এক কথায় অসাধারণ
an experience...I wish if I had a chance to learn from Banya apa
Really splendid.
Asadharon gan sunlam Mam.
রবীন্দ্র সংগীত শুনলেই হৃদয় প্রাণ ছুঁয়ে যায় । অসাধারণ
আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে--
আমি তাইতে কি ভয় মানি!
জানি জানি, বন্ধু, জানি--
তোমার আছে তো হাতখানি ॥
চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে,
এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি ॥
আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা,
তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা।
জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে,
এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি ॥
রাগ: বেহাগ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৩ ফাল্গুন, ১৩২৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ ফেব্রুয়ারি, ১৯১৮
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
পর্যায়ঃ পূজা
শিল্পীঃ রেজওয়ানা চৌধুরী বন্যা
Nn knk(knn(
দিদি আপনার কন্ঠ সর্বদা হৃদয় স্পর্শ করে যায় .........।
👌👌👌
@@biswanathmukherjee5709সংসারী ছেলে মা কে ডেকে বলছে.........
"মা একটা কথা বলি? আমার একটা অনুরোধ রাখবে?"
মা: "তুই চাইলে আমি কি না করতে পারি? বল তোর সব কথা আমি রাখবো।"
"তোমার বৌমা বলছিলো... তোমার তো বয়স হয়েছে। এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন... আর এই বাড়িটা তো খুব একটা ভালো না। ছোট ঘুপচি....... তোমার কাশিটাও বেড়ে গেছে। আরো তো ডায়বেটিকস আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা আরো কতো কি!"
মা: "হ্যাঁ রে... মনে হয় আর বেশিদিন..."
"আহ... থামো তো মা। তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে।
আচ্ছা তোমাকে তাহলে গ্রামের বাড়িতে... না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্র্যাঞ্চে ভর্তি করালে কেমন হয়?......
এটাই বলছিলো তোমার বৌমা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই। তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউই নাই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে আর মিঠু তো সারাদিনই স্কুলে।
ওখানে তুমি আরামেই থাকবে মা। মা এটাই আমার...... মানে আমাদের অনুরোধ ছিলো।"
"আচ্ছা তুই চাইলে তাই হবে"।
"থ্যাংকস মা...... আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছো। তোমার ব্যাগ গুছিয়ে রাখবে।"
পরের দিন: অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা-ছেলে। নীরবতা ভাঙলেন মা.......
"বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে..."
" হা হা হা... মা তুমি ফোন দিয়ে কি করবে? আহা... ওখানে ফোন আছে তো......"
কিছুক্ষন পরে একটা পাঁচতলা বাড়ির সামনে এসে গাড়ি থামালো। আবার বেশকিছুক্ষন নিরব থেকে এবার ছেলে বলে উঠলো...
"নামো মা..... এটাই তো ওই বৃদ্ধাশ্রম মা। দেখেছো! বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতালার দক্ষিনের ঘরটা বুকিং করে রেখেছি।"
.
টিং ডং টিং ডং(দরজা খুললো):
"#হ্যাপি_বার্থ_ডে_টু_ইউ ! !
হ্যাপি বার্থ ডে টু ইউ 'মা' ! ! !"
দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে।
এতো বেলুন আগে কখনো দেখেননি। এতো আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায় নি। আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে। ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা।
" হ্যাপি বার্থ ডে মা"
মা: "তুই অনেক বড় হয়ে গেছিস(কান্নাভেজা কন্ঠে)
কিন্তু এটা কার ঘর?"
"বাড়ির ফলকে নাম দেখোনি! বাবার নামে রেখেছি। মা পুরো বাড়িটাই আমাদের। এবার তুমি আরামে থাকতে পারবে মা।
"তুই না ! ! এমন কি কেউ করে?(কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন। আনন্দে কথা বলতে পারছেন না)
পার্টি শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আঁতিপাঁতি খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন।
"নে এটার আর দরকার হবে না। ইঁদুরের বিষ! চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেবো।"
"ধুর মা কি যে বলো! এটায় তো সেইসব কাল রাতেই পাল্টে আমি তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি। তুমি ঘুমাও।"
মার আজ আর কিছুই চাওয়ার নেই। আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক আজকের ঘুমটা সত্যিই আরামের হবে,
ঘুমের ঔষুধ খেতে হবে না ।
#collected #😮গগ😅গ
Amake amar didi ke mone koreye dilo. Darun favourite chilo eai ganta. Remembering my old days.
Asadharon gan sunlam gan sune mon vore galo. Pronam niben apu.🙏🙏🙏🙏🙏🙏
Amar 5 th A choice song R, s in guitar final exam PG.
darun just darun
Ok sweetheart, no more arguments with you -- you are the love in the time of cholera -- a daughter of Bengal, but an asset of all Hindusthan.
She has a great voice
Tomar parash thakuk amar hriday bhora ...
Khub sundor
খুব সুন্দর ।
Excellent song
amazing!!
অসাধারণ
"জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি…"
I can't do shedding tears
Asadharan
জানি বন্ধু জানি
তোমার আছে তো খানি।
mon bhore galo,khub sundar gan apnar
মন ভরিয়ে দিল
Apurbo Nibedon.pronam neben Apu.
Aaji Bijon Ghore Nishith Rate
Asbe Jodi Shunya Hate
Aami Taite Ki Bhoy Mani
Jani Jani Bondhu Jani
Tomar Achhe To Hatkhani
Rag - Behag
Tal - Ektal
mesmerising
apni didi robindra gannner rannniii sara prithibite
অসাধারণ!
Great 🙏🙏🙏
Most favourite song.
আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে
আমি তাইতে কি ভয় মানি!
জানি জানি, বন্ধু, জানি
তোমার আছে তো হাতখানি।।
চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে,
এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি।।
আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা,
তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা।
জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে,
এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি।।
Shay mono more shokol bholobhasa
অপূর্ব পরিবেশন।
দিদি খুব ভালো থাকুন এই কামনা রইল, 🌳🌻🌳আমার খোলা হাওয়াও আমি, 🏂🏂🏂🏂🏂🏂🏂🏂🏂🏂
It is as if my longing of soul
banya apa aapni unparallel
অনন্য। 💚
Dislike ta keno jana gele issue ta explicit hoto....
khub sundor
এখন জীবন মরন দুদিক থেকে নেবে আমায় টানি -
গীতাঞ্জলির প্রতিটি page যেনো জীবন্ত হয়ে উঠেছে দিদির গানে।
She is always the best ...
bhison bhalo
জানি বন্ধু জানি তোমার অাছে তো হাতখানি........
darun
💗💗
excellent
রেজওয়ানা চৌধুরী আমার প্রিয় শিল্পী। আঁধার উচ্চারণ ঠিক করতে হবে। আধার বললে কথার মানে অন্য হয়ে যায় 🙏
"Tomar Parash Thakuk...."
Fine
my favourite song & singer.
🎉
Pride of Bangladesh and asset of Bengali.
Sadhu sadhu sadhu
কিশোরীর প্রথম প্রেমের সাক্ষী যে গান, তার কি কোনো ব্যাখ্যা হয়?
Perfect presentation, matha nato kore daohe tomar charano dhular...Pronam neo
Just awesome. Banya di is my all time favorite. All the Rabindra sangeet are wonderfully presented by Rezwana didi. My heartily regards to her. Thanks to the channel for uploading this song. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Cinmoy er gaan ta age sune niyen tarpor gaite asen fusion er name onk sur rude kore fele
AJ bijonbhore nishidh lyrics
🖤
ভ
ajibijanogharesprisualsong
amer o e ghare apnaro kore
বিজন এর স্বরলিপি এমন নয়
aji bijana gharey tomar paras thakuk amar hriday vora.
good.
আমার গাওয়া আজি বিজন ঘরে- th-cam.com/video/2BhpBz3ATN4/w-d-xo.html
Faltu gaan
Falstaff
Pijush Kanti , aapnaar matha ebong kaan DUTOI kharap hoyeche. Treatment karan. Rezwana Chaudhary' r gan kefaltu bolechen? Paagla garode chole jan. Aapni nije ekjan FALTU.
Channel ke ashesh dhanyabaad ei gaan ti shonabar janya. 🙏🙏🙏🙏
দিদি তোমার গান খুভ ভালো
অসাধারণ
aji bijana gharey tomar paras thakuk amar hriday vora.
khub sundor
Khub sundor
Asadharon
aji bijana gharey tomar paras thakuk amar hriday vora.
অসাধারণ
Asadharon