আল মাহমুদ কি কখনো নাস্তিক ছিলেন? | আলোচক কবি আব্দুল হাই শিকদার

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 118

  • @englishforbetterlife4826
    @englishforbetterlife4826 หลายเดือนก่อน +2

    কবি আবদুল হাই সিকদার- আপনাকে খুব ভালবাসি, আপনার আলোচনায় সত্য কথাগুলো ফুঠে উঠে।

  • @hmhedayetullah5540
    @hmhedayetullah5540 4 ปีที่แล้ว +20

    জাযাকাল্লাহ খায়ের, অত্যন্ত চমৎকার দৃষ্টিভঙ্গির মাধ্যমে, কবি আল মাহমুদের জীবনী, স্মরণ করার জন্য আপনাকে ধন্যবাদ!

    • @ShameemC-v4i
      @ShameemC-v4i หลายเดือนก่อน

      কেমন হবে যদি হয় ইহা জাতিয় সংগীত।
      শামীম চৌধুরী
      হে মহান, সর্বশক্তিমান, হে মহীয়ান
      আমি গাহিতে চাহি সদা তব গুনগান।
      জন্ম দিয়েছ মোরে এই বাংলাদেশে
      ধন্য হয়েছি আমি এদেশ ভালবেসে।
      যাচি হে শকতি , কর মোরে বলীয়ান।
      এমন জীবন দাও যেন করি শুধু কল্যান।
      বর্ণ ধর্ম ভেদাভেদ ভুলে, হই মোরা ভাই ভাই।
      এস, সবে মিলে, সদেশের জয়গান গাই।
      শিক্ষা, শান্তি, প্রগতিতে ঐক্য
      সাম্য, সুবিচার, উন্নতি মগো লক্ষ্য।
      এস, নিষ্টার সাথে সৃজিব, সুনীতি শ্রেষ্ট স্বদেশ গড়িব।
      আসুক বাঁধা, নেইকো দ্বিধা দেশের তরে , লড়িব।
      রক্ত দিয়েছি, যুদ্ধ করেছি হঠায়েছি হানাদার
      শহীদ হয়েছে লক্ষ লক্ষ বরকত, সালাম, জব্বার আবুসাঈদ আর আবরার।
      মোরা বীর, হাতে তীর মোরা পাহারাদার
      শত্রুকে রুখে দিতে, হাতে ধরা তলোয়ার।
      মোরা তরুণ, মোরা পাহলোয়ান।
      ডান্ডা মেরে, গুন্ডা হারাতে হাজিরান মোরা নওজোয়ান।
      শত্রুরা হুশিয়ার, মোরা নির্ভিক নাহি কোন ভয়।
      প্রভু, আমার বাংলার কভু না যেন হয় পরাজয়
      স্বার্থক জনম বাংলাদেশে
      স্বার্থক এদেশ ভালবেসে।
      জীবন করিব দান।
      দিতে হলে দেব প্রান
      পুরাবো স্বপ্নসাধ থাকবো চির আজাদ।
      বাংলাদেশ জিন্দাবাদ
      বাংলাদেশ জিন্দাবাদ।
      এস, বনিতা,
      এস বৃদ্ধ, এস হে নওজোয়ান
      এস, উল্লাসে উড়াই মোরা
      সুবজে রাংগা
      গোলাকার
      পতপত নিশান।
      শুকরান ইয়া রব, শুকরান ইয়া রাহমান।
      শুকরান কাছিরান।

  • @harunurrashid9475
    @harunurrashid9475 3 หลายเดือนก่อน +2

    কবি আবদুল হাই শিকদার সত্যি একজন স্বনামধন্য আলোচক। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন।

  • @কমরেডজুয়েল
    @কমরেডজুয়েল 4 ปีที่แล้ว +14

    সুন্দর ভাবে, বুঝিয়েছেন কবি।

  • @mdgaffar974
    @mdgaffar974 ปีที่แล้ว +6

    আল মাহমুদের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা উচিত। এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নাম রাখা উচিত আল মাহমুদের নামে।

  • @sultanafzal3884
    @sultanafzal3884 4 ปีที่แล้ว +6

    ইনসাফের এ আয়োজন আমাদেরকে অনুপ্রাণিত করেছে,নতুনভাবে আল মাহমুদকে ভাবতে শিখিয়েছে। এ ধরনের সৃজনশীল আয়োজন ইনসাফের কাছে বারবার কামনা করছি।বিশেষকরে কবি আ: হাই শিকদার ও আলী হাসান তৈয়ব ভাইয়ের আলোচনা চমৎকার।

  • @kabirirfan3425
    @kabirirfan3425 5 หลายเดือนก่อน +3

    ইনসাফকে ধন্যবাদ। এত সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য।

  • @QuaziSAJJADHossain-y7u
    @QuaziSAJJADHossain-y7u หลายเดือนก่อน +1

    অসাধারন আলোচনা।শুভকামনা

  • @rahmatullahratul4022
    @rahmatullahratul4022 หลายเดือนก่อน +1

    যত শু‌নি মানুষটার কথা ত‌তো মুগ্ধ হ‌চ্ছি। সার্চ দি‌য়ে দি‌য়ে বের ক‌রে শুন‌ছি

  • @BelalBinmonir
    @BelalBinmonir หลายเดือนก่อน +2

    সুন্দর আলোচনা..

  • @ticpot8223
    @ticpot8223 2 ปีที่แล้ว +1

    কবি আব্দুল হাইকে অসংখ্য ধন্যবাদ।

  • @Latif72-n2b
    @Latif72-n2b 7 หลายเดือนก่อน +2

    আলমাহমুদ সম্পর্কে বড়ই চমৎকার বাস্তবসম্মত আলোচনা।

  • @lazywind9328
    @lazywind9328 2 ปีที่แล้ว +1

    অসাধারণ আলোচনা। কবি আবদুল হাই শিকদার কে অসংখ্য ধন্যবাদ।

  • @mdsiblisadik3181
    @mdsiblisadik3181 3 ปีที่แล้ว +2

    অনেক, অনেক ভালোবাসা রহিল আপনার প্রতি,
    কথাগুলো বলেছেন অাপনি,
    সত্যের সঠিক কথাগুলি।
    বুঝে কেবা সব শব্দ,
    আছে পৃথিবীতে কতশত,
    কেবা জানে,
    কেবা মানে (অনেক মানুষে)
    আছে পৃথিবীতে কত শত।
    বলবো আর কত?
    দেশে মানুষ নামের,
    অমানুষ যে শত।
    আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক।
    আল্লাহু মহান।

  • @হিমানীঝর্ণা
    @হিমানীঝর্ণা 4 ปีที่แล้ว +8

    অসাধারণ বক্তব্য স্যার

  • @anaschy9
    @anaschy9 5 ปีที่แล้ว +11

    প্রথম কথাগুলো খুবই অপরিপক্ক। সেখানে আপনারা ঠিক ঠিক বলছেন, এটা বেদনাদায়ক।।

  • @themercifulservant4905
    @themercifulservant4905 2 ปีที่แล้ว +4

    আমিও মাহমুদ।
    আমি আল মাহমুদের একটি প্রবন্ধ,
    বইয়ের বিদ্যুতবিভা, প্রবন্ধ টি পড়েছি।
    প্রবন্ধের শেষ ভাগে তিনি লেখেন, আমি
    যেহেতু ধর্মপ্রাণ মানুষ, সে কারণে পৃথিবীর প্রায় সব ধর্মগ্রন্থ আমার নিত্যপাঠ্য বিষয়।
    নিজের মান্য ও প্রাধান্য দিয়ে যা আমি নিত্যপাঠ করি,নিঃসন্দেহে তা পবিত্র কুরআন।এই গ্রন্থ আমার দিকনির্দেশক আলোকবর্তিকা।
    বইয়ের কথা উঠলে আমি কেন আমার নিত্য পাঠ্য বিষয়ের আকড় গ্রন্থের কথা বলব না।আগে আমি ধীরে চলতে জানতাম, সুস্থির চিন্তা করতে জানতাম না।
    কাব্য তরঙ্গ আমাকে এমনভাবে উত্তেজিত করে রাখত যে,কোন পঙক্তি বা কোন শব্দ আমার রচনার জন্য সহযোগী হবে না তা বুঝতে পারতাম না।এখন আমি পারি।কারণ আমার একটি দিকনির্দেশিকা আছে।আমি নাস্তিক নই।এটা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলে দেওয়াই কি ভালো নয়?.....
    লেখা টি পেয়েছি
    মুহাম্মদ যাইনুল আবিদীন এর
    সাহিত্যের ক্লাস বইয়ের ৯০নং পৃঃ

  • @sagorvlogs3.0
    @sagorvlogs3.0 3 ปีที่แล้ว +3

    সুন্দর বাস্তবমুখি আলোচনা

  • @freedomit4243
    @freedomit4243 ปีที่แล้ว

    অসাধারণ অনুভূতি সম্পন্ন আলোচনা।

  • @mdfaisal1466
    @mdfaisal1466 3 ปีที่แล้ว +1

    ব্রাহ্মণবাড়িয়ার গর্ব আমাদের আল মাহমুদ স্যার।আল্লাহ স্যার কে জান্নাত নসিব করুন আমিন।

  • @sanimkhan8204
    @sanimkhan8204 2 ปีที่แล้ว +1

    জিহাদের কথা শুনলে কাপড় নষ্ট করে ফেলাতো
    কথা টা সেই লাগলো।

  • @anjar.195
    @anjar.195 4 ปีที่แล้ว +3

    অসাধারণ বক্তব্য স্যার.......!

  • @AmirulKhan7
    @AmirulKhan7 2 ปีที่แล้ว +4

    আমরা শুধু উর্দুই তাড়াইনি, সুপ্রাচীন সমৃদ্ধ ফার্সিকেও তাড়িয়েছি। বাংলাদেশের সংস্কৃতি জগতে এর চেয়ে বড় ক্ষতি দ্বিতীয়টি নেই।

  • @ataurmedia4625
    @ataurmedia4625 4 ปีที่แล้ว +5

    বেশ কিছু সত্য যানার সুযোগ হলো।

  • @prof.enamulhoquechowdhury8495
    @prof.enamulhoquechowdhury8495 หลายเดือนก่อน

    আবদুল হাই শিকদার আপনাকে স্যালুট। কবি আল মাহমুদের পায়ে মাফ চেয়ে পরিষ্কার হয়ে যান।আমাদের সংস্কৃতি না থাকলে আমাদের বাংলাদেশও থাকবে না।

  • @syedarashidabari3785
    @syedarashidabari3785 ปีที่แล้ว

    আব্দুল হাই সিকদার ভাই, অনেকদিন পরে আপনার কথা শুনলাম। সেই মাথায় ক্যাপ আজও আছে। কি মহাব্যস্ত ইনকিলাবের অফিসে মাঝেমধ্যে দেখা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে কবিতা পাঠের আসরে আপনার এবং আপনার লেখক ওয়াইফের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আবুছালে ভাইয়ের প্রোগ্রামে। সেদিন চমৎকার দিন কেটেছে আমাদের। ইনকিলাবে ছড়া। জনকন্ঠে কবিতার, সোনার বাংলায় গল্প, ছাপা হতো। তখন অল্প পত্রিকা বের হতো। অনলাইন ছিল না শুধু প্রিন্ট মিডিয়া। তবুও অনেক ভালো থেকেছি। সেসব দিন ভুলতে পারি না এখনো মনে পড়ে। আব্দুল হাই শিকদার ভাই অনেক ভালো মানুষ আপনি ।‌ কবি আল মাহমুদ সাহেব ছিলেন অনেক ভালো । বই মেলায় দেখা হতো। বাংলা একাডেমি পুরষ্কার পেলেন, সাক্ষাৎকারের সময় আমি পাশে ছিলাম। তিনি যে অনুভূতি বলেছিলেন সেটা আমার সম্পূর্ণ মনে আছে বলতে মুখস্থ হয়ে আছে। তারপরে তার বাসায় আমি গিয়েছি, উত্তরার বাসায়। তিনি অনেক ভালো লেখক, আমার প্রিয় লেখক। তার কবিতার আমি একজন ভক্ত। ভাইয়া আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @anowarstudy4908
    @anowarstudy4908 5 ปีที่แล้ว +13

    আপনার কবিতা প্রথম পড়েছিলাম কিশোরকন্ঠে।

  • @mdmusa546
    @mdmusa546 5 ปีที่แล้ว +5

    অসাধারণ স্পিচ...👌

  • @mkhok2171
    @mkhok2171 2 ปีที่แล้ว +1

    কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদার স্যার সঠিক কথা বলেছেন যদিও অনেকে খারাপ বলবেন

  • @mannanmd3662
    @mannanmd3662 3 ปีที่แล้ว +1

    চমৎকার কথা বলেছেন।

  • @khandakarimrulhassan
    @khandakarimrulhassan ปีที่แล้ว

    i really love your speech. Brilliant.

  • @AminulIslam-official24
    @AminulIslam-official24 หลายเดือนก่อน

    সঠিক বলেছেন!

  • @omurfaruk1480
    @omurfaruk1480 3 หลายเดือนก่อน +1

    আপনাকে ধন্যবাদ কবি।আল মাহমুদের সাথে আমি কথা বলেছি দৈনিক কর্ণফুলী তে।তিনি ছোটকাল থেকে মুসলিম ছিলেন।

  • @mdjalil4437
    @mdjalil4437 2 ปีที่แล้ว +1

    অসাধারণ বক্তব্য

  • @mdgaffar974
    @mdgaffar974 ปีที่แล้ว

    মাশাআল্লাহ, সুন্দর বলেছেন।

  • @mdgaffar974
    @mdgaffar974 ปีที่แล้ว +1

    বিশ্বাসীদের উচিত বাংলা সাহিত্য এমন ভাবে আত্মস্থ করা যাতে হাজার হাজার হাজার বছর পর্যন্ত অবিশ্বাসী পশু মুখ খুলতে না পারে।আল মাহমুদ কাতারের অগ্রসর ছিলেন।

  • @ফারহানাসুলতানা
    @ফারহানাসুলতানা หลายเดือนก่อน

    অসাধারণ!

  • @mafizurrahman2344
    @mafizurrahman2344 5 ปีที่แล้ว +3

    Right Information go ahead sir

  • @ashikrahman676
    @ashikrahman676 3 หลายเดือนก่อน

    কবি আব্দুল হাই শিকদার একজন বিবেকবান সংস্কৃতি কর্মী।

  • @shahjalal5126
    @shahjalal5126 หลายเดือนก่อน

    All the best.

  • @ResalahTheMessage
    @ResalahTheMessage 4 ปีที่แล้ว

    মধ্যখানের কথাগুলো অসাধারণ

  • @InfoCoven
    @InfoCoven 3 ปีที่แล้ว +4

    ক্যামেরা স্থির রাখলে ভালো লাগতো।

  • @shahinalam5003
    @shahinalam5003 2 ปีที่แล้ว

    সুন্দর কথা

  • @MdRakib-fo8wg
    @MdRakib-fo8wg 3 ปีที่แล้ว

    আপনার কথাগুলো খব বালো

  • @mahmudfoysal9362
    @mahmudfoysal9362 2 ปีที่แล้ว

    ভালো লাগলো।

  • @khowaibricks4864
    @khowaibricks4864 ปีที่แล้ว

    আসাধারন

  • @hasanrakib4352
    @hasanrakib4352 3 ปีที่แล้ว +3

    প্রথম কথা গুলো অপরিপক্ক ছিল।

  • @lkzone8981
    @lkzone8981 ปีที่แล้ว

    সুন্দর ❤️

  • @hjtv5035
    @hjtv5035 4 ปีที่แล้ว +1

    মাশাআল্লাহ।

  • @ShameemC-v4i
    @ShameemC-v4i หลายเดือนก่อน

    কেমন হবে যদি হয় ইহা জাতিয় সংগীত।
    শামীম চৌধুরী
    হে মহান, সর্বশক্তিমান, হে মহীয়ান
    আমি গাহিতে চাহি সদা তব গুনগান।
    জন্ম দিয়েছ মোরে এই বাংলাদেশে
    ধন্য হয়েছি আমি এদেশ ভালবেসে।
    যাচি হে শকতি , কর মোরে বলীয়ান।
    এমন জীবন দাও যেন করি শুধু কল্যান।
    বর্ণ ধর্ম ভেদাভেদ ভুলে, হই মোরা ভাই ভাই।
    এস, সবে মিলে, সদেশের জয়গান গাই।
    শিক্ষা, শান্তি, প্রগতিতে ঐক্য
    সাম্য, সুবিচার, উন্নতি মগো লক্ষ্য।
    এস, নিষ্টার সাথে সৃজিব, সুনীতি শ্রেষ্ট স্বদেশ গড়িব।
    আসুক বাঁধা, নেইকো দ্বিধা দেশের তরে , লড়িব।
    রক্ত দিয়েছি, যুদ্ধ করেছি হঠায়েছি হানাদার
    শহীদ হয়েছে লক্ষ লক্ষ বরকত, সালাম, জব্বার আবুসাঈদ আর আবরার।
    মোরা বীর, হাতে তীর মোরা পাহারাদার
    শত্রুকে রুখে দিতে, হাতে ধরা তলোয়ার।
    মোরা তরুণ, মোরা পাহলোয়ান।
    ডান্ডা মেরে, গুন্ডা হারাতে হাজিরান মোরা নওজোয়ান।
    শত্রুরা হুশিয়ার, মোরা নির্ভিক নাহি কোন ভয়।
    প্রভু, আমার বাংলার কভু না যেন হয় পরাজয়
    স্বার্থক জনম বাংলাদেশে
    স্বার্থক এদেশ ভালবেসে।
    জীবন করিব দান।
    দিতে হলে দেব প্রান
    পুরাবো স্বপ্নসাধ থাকবো চির আজাদ।
    বাংলাদেশ জিন্দাবাদ
    বাংলাদেশ জিন্দাবাদ।
    এস, বনিতা,
    এস বৃদ্ধ, এস হে নওজোয়ান
    এস, উল্লাসে উড়াই মোরা
    সুবজে রাংগা
    গোলাকার
    পতপত নিশান।
    শুকরান ইয়া রব, শুকরান ইয়া রাহমান।
    শুকরান কাছিরান।

  • @mbillah449
    @mbillah449 5 ปีที่แล้ว +1

    ভাল লাকছে

  • @tomalhossain3006
    @tomalhossain3006 ปีที่แล้ว

    ❤❤

  • @anowarstudy4908
    @anowarstudy4908 3 ปีที่แล้ว +1

    এই আসরে যদি হতো আমার হাজিরা .....

  • @shamolahmed5796
    @shamolahmed5796 3 ปีที่แล้ว +2

    আল মাহমুদ
    ফররুখ আহমদ ছিলেন ইসলামিক কবি।

  • @N_poet
    @N_poet 2 ปีที่แล้ว

    Ami ektu shujog chai kichu lekhar

  • @habibmisbah7945
    @habibmisbah7945 4 ปีที่แล้ว

    অসাধারণ

  • @mahmudulhasan4249
    @mahmudulhasan4249 10 หลายเดือนก่อน

    ঠিক

  • @abdullah.al.noman.z
    @abdullah.al.noman.z 4 หลายเดือนก่อน

    7222D 19Y9M9D 14:47

  • @medipressbd
    @medipressbd 2 ปีที่แล้ว

    লাভ বোথ অব ইউ কবি সাব❣️

  • @monzurislam6423
    @monzurislam6423 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤
    মাশা-আল্লাহ

  • @kholakagojbinodon864
    @kholakagojbinodon864 3 หลายเดือนก่อน

    শিকদার সাহেব ওয়ান পিস। শ্রদ্ধা

  • @bulbulaman5160
    @bulbulaman5160 4 หลายเดือนก่อน

    আব্দুল হাই সাহেব না ইসলাম বুঝেছেন, না কার্ল মার্কস বুঝেছেন না আল মাহমুদ বুঝেছেন!

  • @Aktarul-Islam_Official
    @Aktarul-Islam_Official 4 ปีที่แล้ว

    Awesome awesome...

  • @abirahmed8765
    @abirahmed8765 5 ปีที่แล้ว

    হারুন ইজহারের আলোচনাটা আপলোড করুন।

  • @Islam-lk6cf
    @Islam-lk6cf 3 ปีที่แล้ว +1

    এত্ত সুন্দর একটা আলোচনা, কিন্তু ছাগল ক্যামেরাম্যানের কারনে শান্তি মত দেখতে পারলাম না, জীবনের প্রথমে মনে হয় ক্যামেরা ধরছে।

  • @EbadulKarim-k1p
    @EbadulKarim-k1p หลายเดือนก่อน

    ইনসাইসিভ পার্সোনালিটি!

  • @mohammedhossain9268
    @mohammedhossain9268 2 ปีที่แล้ว

    আল মাহমুদ কবি। এর চেয়ে বড় পরিচয় আর আর কী হতে পারে!

  • @smnurulalam3413
    @smnurulalam3413 4 ปีที่แล้ว

    Assalam

  • @TareqLLB
    @TareqLLB 5 ปีที่แล้ว

  • @razibkazi6051
    @razibkazi6051 3 ปีที่แล้ว

    শ্রেণি উচ্ছেদ ইসলামের আইন জাকাত ছারা হবেনা।

  • @ratertara178
    @ratertara178 4 ปีที่แล้ว +2

    ওনি যেই চেতনায়ই বিশ্বাসি হউক, না তবে স্পস্ট বাদি মানুষ

  • @theprisoner8196
    @theprisoner8196 2 ปีที่แล้ว

    ক্যামেরাম্যানের উপর রাগ কী শুধু আমারই হচ্ছে??

  • @zahirulislam19877
    @zahirulislam19877 3 ปีที่แล้ว

    T

  • @munirhossain803
    @munirhossain803 หลายเดือนก่อน

    ভাই, জ্ঞানসমৃদ্ধ বক্তৃতা যে এতটা হাস্যরসাত্মক হতে পারে আপনার বক্তৃতা না শুনলে বুঝতেই পারতামনা।

  • @ঘোড়ারডিম-জ৫ঝ
    @ঘোড়ারডিম-জ৫ঝ 4 หลายเดือนก่อน

    স্ববিরোধী কথাবার্তা।

  • @AbcFun20s
    @AbcFun20s 2 ปีที่แล้ว

    when you are talking about Karl Marks- you are against discrimination,
    but when in religions- you making it.
    What a strange culture you have!

    • @md.nazmussakib5185
      @md.nazmussakib5185 ปีที่แล้ว

      What's the problem in taking the good thoughts from different ideologies?

  • @GuruNishtha
    @GuruNishtha หลายเดือนก่อน

    Allah Miah'r arosh er niche Kaba... hahaha

  • @shajanarif8648
    @shajanarif8648 4 ปีที่แล้ว

    আপনার সাথে আমি একমত না

  • @mohiuddinbhuiyan8039
    @mohiuddinbhuiyan8039 4 หลายเดือนก่อน

    কবি আব্দুল হাই শিকদার শিক্ষিত মূর্খ।

  • @MdIqbal-wm1tl
    @MdIqbal-wm1tl 2 ปีที่แล้ว

    SOT TO KHOTHA.
    APNA K DONNO BAD.

  • @kamalesdas6931
    @kamalesdas6931 2 ปีที่แล้ว

    Apnar purbopurushra to hindu chilo.eta to apni sikar koren na.tai apni o to ekta poshu.

  • @shafakatalikhan4527
    @shafakatalikhan4527 ปีที่แล้ว

    ei abdul hai ekta batpar mohabatpar ....

  • @Anime_editz618
    @Anime_editz618 หลายเดือนก่อน

    সেলুট

  • @HwhhwHehh3
    @HwhhwHehh3 7 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @MdKhan-ph1uw
    @MdKhan-ph1uw 4 หลายเดือนก่อน

    দিল্লি ধ ইরা খুইলা প্র গড়া ছাইয়া দিছি করাচি আমরা নাকি স্বাধীন হ ইয়াছিন ও বোন ভাই শুনছনি?

  • @joynalabedin7455
    @joynalabedin7455 13 วันที่ผ่านมา

    অসাধারণ বক্তব্য।

  • @saddam-abu-munshi
    @saddam-abu-munshi 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @wasimahammad1993
    @wasimahammad1993 7 หลายเดือนก่อน

    ❤❤

  • @সাহিত্যআবৃত্তি
    @সাহিত্যআবৃত্তি 4 ปีที่แล้ว

    অসাধারণ

  • @md.mehadhawlader
    @md.mehadhawlader 3 ปีที่แล้ว

    অসাধারণ