বাংলাদেশের সরকার প্রধানেরা যেভাবে ক্ষমতায় এলেন ও গেলেন | Politics of Bangladesh | BD Elections |
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- বাংলাদেশের সরকার প্রধানেরা যেভাবে ক্ষমতায় এলেন ও গেলেন | Politics of Bangladesh | BD Elections |
The three major parties in Bangladesh are the Bangladesh Nationalist Party (BNP) and Bangladesh Awami League and Jatiya Party. BNP finds its allies among some Islamist parties like Jamaat-e-Islami Bangladesh while the Awami League aligns itself traditionally with leftist and secularist parties such as Jatiya Samajtantrik Dal.
তথ্য: বিবিসি বাংলা। নিচে বিবিসি বাংলার লিংক :
www.bbc.com/be...
শেখ মুজিবুর রহমান
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে আটক ছিলেন স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমান। কিন্তু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিনিই ছিলেন তখন বাংলাদেশের রাষ্ট্রপতি।
পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি হিসেবেই শেখ মুজিবুর রহমান দেশে ফিরেন ১০ই জানুয়ারি, ১৯৭২ সালে।
কিন্তু ১২ই জানুয়ারি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ।
কারণ এগারই জানুয়ারি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে সংসদীয় ব্যবস্থা চালুর সিদ্ধান্তের পর শেখ মুজিবুর রহমান কিছু সাংবিধানিক নির্দেশ জারি করেন এবং সে অনুযায়ী সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
আর নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। বিচারপতি চৌধুরীর পর তখনকার স্পীকার মুহম্মদুল্লাহ্ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
পরে ১৯৭৫ সালের জানুয়ারিতে বাকশাল গঠনের পর আবারো রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন শেখ মুজিবুর রহমান।
কিন্তু এর কয়েক মাস পর অগাস্টের ১৫ তারিখে একদল সামরিক কর্মকর্তার হাতে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন।
খন্দকার মোশতাক আহমাদ
পনেরোই অগাস্ট শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর বিদ্রোহী সেনা কর্মকর্তারা আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা, খন্দকার মোশতাক আহমাদকে রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত করেন। একই দিন মি. আহমাদ দেশে সামরিক আইন জারী করেন।
তেসরা নভেম্বর এক সামরিক অভ্যুত্থান মি. আহমাদের পতন ডেকে আনে। সেদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক একজন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি ও দু'জন প্রাক্তন প্রধানমন্ত্রী সহ চারজন শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করে সেনা বাহিনীর কয়েকজন অফিসার।
জিয়াউর রহমান
সামরিক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের জের ধরে ১৯৭৫ সালের সাতই নভেম্বর রাজনীতির কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান।
এরপর ১৯৭৭ সালের একুশে এপ্রিল প্রেসিডেন্ট সায়েমকে সরিয়ে নিজেই রাষ্ট্রপতি হন মেজর জেনারেল জিয়াউর রহমান ।
উনিশ'শএকাশি সালের ৩০শে মে এক ব্যর্থ অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান।
হুসেইন মুহম্মদ এরশাদ
উনিশ'শ বিরাশি সালের ২৪শে মার্চ বিচারপতি আব্দুস সাত্তারকে সরিয়ে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করেন হুসেইন মুহম্মদ এরশাদ।
সাহাবুদ্দিন আহমদ
হুসেইন মুহম্মদ এরশাদের পতনের পর অস্থায়ী রাষ্ট্রপতি হন বিচারপতি সাহাবুদ্দিন আহমদ। সকল বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে বিচারপতি সাহাবুদ্দিন আহমদ একটি 'নিরপেক্ষ নির্দলীয় কেয়ারটেকার' সরকার গঠন করেন, যার একমাত্র দায়িত্ব ছিল তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।
তার শাসনামলে ১৯৯১ সালের ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসেন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি।
খালেদা জিয়া
উনিশ'শ একানব্বই সালের অগাস্টে সংবিধানের দ্বাদশ সংশোধনী পাশ হলে সতের বছর পর আবার সংসদীয় সরকার পদ্ধতি প্রতিষ্ঠিত হয় এবং ওই বছরের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জয়ী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে সরকার প্রধান হন।
একই বছর অক্টোবরে বিচারপতি সাহাবুদ্দিন আহমদ বিদায় নেয়ার পরে রাষ্ট্রপতি হন আব্দুর রহমান বিশ্বাস।
খালেদা জিয়ার সরকারের শেষ দিকে বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তুমুল আন্দোলন গড়ে তোলে।
ওই আন্দোলনের মধ্যেই ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হলেও তা বর্জন করে আওয়ামী লীগসহ তখন অধিকাংশ বিরোধী দল।
ওই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধ আরও জটিল হয়ে ওঠে।
ত্রিশে মার্চ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন খালেদা জিয়া।
ফখরুদ্দীন আহমদ
দু'হাজার সাত সালের ১২ই জানুয়ারি প্রধান উপদেষ্টা হিসেবে সরকার প্রধানের দায়িত্ব নেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক একজন গভর্নর ফখরুদ্দীন আহমদ।
সেনাবাহিনীর সমর্থন নিয়ে প্রায় দু বছর সরকার প্রধান ক্ষমতায় ছিলেন তিনি, যদিও তার পদবী ছিলো প্রধান উপদেষ্টা।
তার সরকারের সময়ে ২০০৮ সালের উনত্রিশে ডিসেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুল বিজয় পেয়ে আবারো ক্ষমতায় আসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
তার হাতেই ২০০৯ সালের ৬ই জানুয়ারি ক্ষমতা হস্তান্তর করেন মিস্টার আহমদ।
আবারো শেখ হাসিনা
মূলত শেখ হাসিনাই এখন পর্যন্ত বাংলাদেশের দীর্ঘতম সময়ের সরকার প্রধান। দু'হাজার নয় সালের ৬ই জানুয়ারি দ্বিতীয় বারের মতো, ২০১৪ সালের ৫ই জানুয়ারি তৃতীয় বার এবং ২০১৮ সালের ৩০শে ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে এখনো সরকার প্রধান হিসেবে দেশ শাসন করছেন তিনি।
তবে ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলেও এর পরের নির্বাচনগুলো শেখ হাসিনা সরকারের অধীনেই হয়েছে।
এ নিয়ে বিরোধের জের ধরে ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছিলো বিএনপি ও সমমনা দলগুলো।
#opentschool #awami_league #sheikhhasina #sheikhmujiburrahman #bnp
অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলকে অনেক তথ্য জানা গেল
শেখ হাসিনা পদত্যাগ এর পরে কে কে দেখছেন
Ami ADOR
ami
😄
❤
Ami
কে কে নিজে জীবনের চেয়ে বেশি
ভালোবাসেন
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আমি
❤আমি❤
ami allahar pore nobi re valo basi onek.❤
আমি
@@MdSaidImran-vu6dj😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
সকল ক্ষমতার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন
মূর্খ ছাড়া কেউ বিশ্বাস করে না
ফখরুদ্দিন আহমেদ এর তত্ত্বাবধায়ক সরকারের সময়েই সেরা সময় ছিল বাংলাদেশের। আইনের সুশাসন ছিলো দেশে।
বোকা চোদা তুমি তাকি বুঝ?
Ji bhai
তত্তাবধাবক মানে কি ভাই।
@@mdsayemahmed9937 নিরপেক্ষ সরকার
Moteo na
সকল ক্ষমতার মালিক এক মাএ মহান আল্লাহ
দেশের ক্ষমতার কথা বলা হয়েছে রে পাগলা
🤣🤣
@@Water_is_life_for_us
দেসশের ক্ষমতা হোক আর জাই হোক।
সবসময়ই মহান আল্লাহই ক্ষমতা বান❤
জনগোণ কি বাল টাই ছেরতে পারে😂😂
সকল ক্ষমতার উৎস আল্লাহ মানুষ নয় মানুষ বললে সিরকহবে
সঠিক তথ্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ
হে আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি সকল ক্ষমতার অধিকারী,তুমি আমাদের সকলকে হেফাজত করেন আমিন?
মেম মেম মেম মেম
মেম মেম মেম মেম
😮😊😊
Amin 😍😍😍
আমিন
শোনার বাংলায় যে যখন পারছে ফায়দা লুটে নিয়েছে,এখনও নিচ্ছে।আমরা শুধু খাইটা গেলাম।
সঠিক দেশ ও জনগন এর চিন্তা কেউ করে না৷ যার যার চিন্তা আর৷ দলের৷ কথা৷ ভাবে
গুরুত্বপূর্ণ পর্যালোচনা
ফখরুদ্দিন আহমেদ বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি
পাকিস্থানে এরকম নিরপেক্ষ সরকার ছিল সেনাবাহিনী দিয়ে শাসন করতো।।ফখরুদ্দিন তো দুই বছর ক্ষমতায় থেকেছে। 5 বছর থাকলে দেখতে পারথে তার রিয়াকশন টা কি।।😅😅😅 সামরিক শাসন প্রথম প্রথমে 5,7 বছর ভালো যায় পরবর্তীতে অত্যাচার আর অত্যাচার😅😅
সংক্ষিপ্ত কিন্তু চমৎকার বর্ননা!
ফখরুদ্দিনের আমলে বোঝা যায় সরকার কিভাবে পরিচালিত করতে হয় ফকরুদ্দিন দেখিয়ে দিয়েছে।
চালের কেজি ১৮ টাকা থেকে ৪২ টাকা হয়েছিল
হাসিনার অমলে কতো হয়েছে?@@meizutest111
@@meizutest111 শেখ হাসিনার আমলে সিডরের মতো একটা ঘূর্ণিঝড় হলে দুর্ভিক্ষ হইতো
ফখরুদ্দিন ছিল ভারতীয় এজেন্ট। সে দেশ ধ্বংসের মূলে।
@@meizutest111 Hasinar somoye koto silo?
Update: Hasinar pore abar komtese.
জালেম সরকার বিদায় হয়েছে আলহামদুলিল্লাহ
আল্লাহ্ যেনো এখন ভালো একজন শাসকের ব্যবস্থা করে দেন
যিনি কোরআন অনুযায়ী দেশ চলাবেন
আর নয়. ক্ষমতার পালাবদল এবার চাই নৃতীর পরিবর্তন।
ইসলামি আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ
ভিডিওটা সুন্দর ছিলো ৫ তারিখ ৮ মাস ২০২৪ স্মৃতি রেখে গেলাম ❤❤
একদম এখন এই ভিডিও আপডেট করতে হবে
ekhon amra sadhin.. Hasina mukto Bangladesh
ইই@@Rehnuma-r1b
ভাই আপনার ভয়েসটা অসাধারণ।
ফখরুদ্দিনের মত একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য অতীব জরুরি ও প্রয়োজনে বলে মনে করি।
ডাকাতে দল😂
Dr eunous hole bhalo hoi.
Hi guy
@MdAbir-to5 kt আমি ও বলছিলাম এখন সে রাষ্ট্র প্রধান
ছিনেমা থেকে কোন অংশে কম নয়
বাঙ্গালীর ইতিহাস
Right 👍
২০২৪ সালের জুলাই মাসে বা এর পরে কারা এই ভিডিও দেখছেন?
আমি😢😢
আমি
আমি
আমি
انا
ফখরুদ্দিন এর সময় ছিল সবচেয়ে ভালো।
সুন্দর করে বলার জন্য ধন্যবাদ ❤❤
খুব কৌশলে আসল কথাগুলো সংক্ষিপ্ত করলেন। বাহ। বাহ।
একদম ঠিক বলেছেন ভাই।
খুব সুন্দর একটি সত্যি কথা বলছেন
যেমন কী কথা?
সকল ক্ষমতার মালিক এক মাত্র আল্লাহ তাআলা
আমি মনে করি বাংলাদেশের রাজনীতি না থাকলেই সবচাইতে ভালো হয়
ধন্যবাদ আপনাকে অনেক কিছু জানতে পারলাম
অনেক অজানা তথ্য জানতে পারলাম। অনেক ধন্যবাদ ও শুভকামনা।।
বাপরে বাপ একি শুনলাম। মারাত্মক ব্যাপার এ কয়েক বছরের ব্যাবধানে এতো কিছু। বুঝতে পারলাম লোভে পাপ আর পাপে মৃত্যু।
একজন আরেক জনরে মারে আরেক জন আসে
😮@@AminAhmedSujon
যা বুঝলাম, তাতে এটাই পরিষ্কার যে, সবাই নিজের স্বার্থ হাসিলে ব্যস্ত ছিল।
ফখরুদ্দিন এর শাসন আমল স্বরনীয়।
দেশে একটা নিয়ম চালু করা দরকার।
আর তা হলো দুই বারের বেশি কোন ব্যাক্তি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না। এতে করে নতুনের জন্য জায়গাও হয়।
evane unnoyon er bodole desh gollay jabe
রাইট
R tk lutpat Kore niya palabe
যেকোন প্রধানমন্ত্রী ২ মেয়াদের বেশি নির্বাচিত হতে পারবেন না,,, এই ব্যবস্থা কার্যকর করা উচিত,,,,,বছরের পর বছর একটা চেহারা দেখতে ভালো লাগে না🥵
ঠিক
ঠিক বলছেন আর এটাই গনতন্ত্র একজন ব্যাক্তি ২ বারের বেশি আসবে না
😆😆😆
😁😁😁
রাইট
সঠিক তথ্য
এই ভিডিও টা দেখার পর একজন ভারতীয় হিসেবে অনেক গর্ব বোধ করছি ।কারন আমরা আমাদের সরকার নিজেরা নির্বাচন করি ।
আগে আমরা ই নির্বাচর করতাম। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত একটি দল। কিন্তু যখন থেকে আওয়ামীলিগ আসলো তখন থেকে আমরা আর ভোট দিতে পারি নি। ভোটকেন্দ্রে যাওয়ার আগেই আমাদের ভোট ছাত্রলীগের পোলাপান দিয়ে দিতো আর আমরা কেন্দ্রে গেলে বলতো, আপনাদের ভোট দেয়া হয়ে গেছে আপনারা বাড়ি ফিরে যান। ওদের সাথে তর্ক করলে নানা রকমের ভয় আর ইজ্জত নিয়ে টানা হেচড়া করতো।
তোমরা তো নিজের স্বার্থের জন্য আমাদের দেশের নির্বাচনে হস্তক্ষেপ কর..ছোট দেশ আমাদের তারপরও লোভ সামলাতে পারনা!
Bhul bhal kotha bolen na ota apnara koren nijera to vote dite paren na tai India te vote hole kata tar periye vuyo voter seje asen
@@tahminasultana1414right
নিকট সেদিন, রবে না এদিন, হবে জালিমের গর্ব চূর্ণ!"
- কবি কাজী নজরুল ইসলাম
ভোট দিতে হয় না এমন ই পাস আর জনগণের হাতে বাঁশ দেশের হলো সর্ব নাশ ধন্যবাদ
Nice 🎉🎉🎉
বাংলাদেশ যত বার সরকার গঠন করসে আসছে আর চলে গেছে আমার মনে হয় নাহ এভাবে কোনো দেশ বার বার সরকার গঠন করসে..😢😢ধিক্কার জানাই এই দেশের মানুষদের যারা নিজেদের রাষ্ট্রের শৃঙ্খলা বহাল রাখতে অক্ষম...😣 সব দল সুবিধাবাদি কেউ এখন সুষ্ঠুতার সাথে রাষ্ট্র পালনের দক্ষতা নিয়ে জন্মায় নি..😔😔
আহা আফসোস.. 💔💔🥀🥀
Ekhon er situation er shathe Ershad er situation er onek mil. Confirm thaken BNP Abar khomotai ashbe. 🙂
Right খুব ভালো গান শুনতে পেলাম সেই থেকে শুরু করেছে এবং আধুনিক বিশ্বের অন্যতম কারণ হিসেবে দেখা গেল
খুব বেশি করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 😂😮😊
অতপর- ২০২৪ ৩৬ জুলাই ছাত্র সমাজ আবার দেশ টা কে, স্বৈরা সাষক থেকে স্বাধীন করলো।
ইতিহাস শাক্ষি। আমাদের চেয়ে দূর্ভাগা জাতি আর পৃথিবীতে বোধ হয় একটিও নেই। কারণ আমাদের দরিদ্র আমজনতার সরলতা-সহনশীলতার মজা সবাই লুটে গেছে। আর লুটছেও।😢😢😢😢😢😢😢
মেজর জিয়া এবং জেনারেল এরশাদ ও স্বৈরাচারী সরকার।
তাতে তো দোষ নাই😂
খন্দকার মোস্তাক আমি অন্তর থেকে দোয়া করি
@redounah, jati bhai/jati bon ekjon arekjon er jonno ontor theke doa chaibe🤲 aetai shavabik.
অনেক সত্য কথা লুকিয়ে গেলেন সাহস ছিলোনা মনে হয় আপনার , ভাই আপনাদের একটা ভিডিও দেখে মনে প্রশান্তি মিলে কিন্তূ আপনার ভিডিওতে মিললনা , কারণ সত্য কিছু লুকানো ছিল , তবুও ধন্যবাদ জানাই এত সুন্দর ভিডিও বানানোর জন্য !
onek sotto lukiechen,tao valo kotha bolechen
রিপোর্টারের কন্ঠ আমার ভালো লেগেছে।
যে সমস্ত তিক্ত সত্যি কথা লুকাইলেন, তাও কিন্তু আপনার সার্থের জন্যই
r8 vai
হা-হা-হা, অপ্রিয় ঘটনা যদি লুকাতেই হয়, তাহলে অর্ধেক কাহিনী না বলাই ভালো ছিলো না.?
সত্যি ভাই ❤
বিশ্বকবি কে খুব ভালো সন্মান জানানো হলো।
২০০১ সালে প্রথম বিএনপির রাষ্টপতি বি চৌধুরী তার পর ইয়াজউদ্দিন আহমেদ
অজানা অনেক কিছুই জানতে পেরেছি ❤️💚
কে কিভাবে আসলো তা আমরা বুজিনা সুদু বুজি কে ভালো দেশ চালিয়েছিলেন। আমার কাছে এরসাদ এবং ফখরুদ্দিন এখনকার সরকারের চাইতে দেশ অনেক ভালো চালিয়ে চিলেন
Joy Bangla joy bangabandhu
আমার ভালো লাগছে।
সকল খমতার মালিক একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামীন
বাংলাদেশের এখন যে পরিস্থিতি তাতে বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা নেওয়াটা জরুরি দরকার।
কবুল হোইছে😂😂😂
ভিডিও চিত্র দেখে অনেক কিছু জানলাম ধন্যবাদ ❤❤❤
আসসালামুআলাইকুম ভাই আপনি রাস্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী কথা বলতে ভুলে গেছেন . উনি এখন বিকল্প ধারার সভাপতি
উনি রাষ্ট্রপতি ছিলেন কিন্তু সরকার প্রধান ছিলেন না।
@@shuvrarana5523 ঠ পাঠক রং না
তার কোন খমতা ছিল না!
বাংলাদেশের সর্বোচ্চ স্বৈরশাসক শেখ হাসিনা
৩০বছরের জীবনে সবচেয়ে নিরাপদ, এবং সবচেয়ে ভয় ডোর হিন এবং সবচেয়ে সুন্দর একটা সময় ছিলো এবং পার করেছি। সেই সময় আবার চাই।
ময়মনসিংহ ভালুকা থেকে দেখছি
বাংলাদেশের রাজনীতি মানে বিনোদন। কেউ কারো থেকে কম নয়।সাবাশ বাঙালি। কিছু বলার নেই
অনেক কিছু জানতে পারলাম আগের যুগের রাজনিতির কথা ধন্যবাদ সাংবাদিক ভাইকে ও চ্যানেলকে।
এবার আল্লাহ জদি নতুন কাউকে সরকার করতো
নিউজটা সত্যি মনে হলো। অর্ধেকটা নিজের চোখে দেখা। বাকিটা জন্মের আগের ইতিহাস।
জেনারেল এরশাদ ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ নেতা
নেতা আসবে যাবে, কিন্তু আমরা শান্তি চাই সেই শান্তি আমাদের কেউই দিতে পারে নাই।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু । আমরা এইদেশ । এইদেশের মানুষকে দিতেএসেছি । নিতেআসিনাই। পদ্মাসেতু। মডেল মসজিদ। চট্টগ্রামে টানেল। মেট্রোরেল। কক্সবাজারে। রেললাইন। ❤❤❤
ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভোট হইয়া যায়, তাহলে কি ভাবে পাস করলো
নিরপেক্ষ ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ।
শেখ হাসিনা বর্তমানে পালিয়ে আছেন ইন্ডিয়াতে। 5 আগস্ট ছাত্র আন্দোলন 2024।🇧🇩
জিয়াউর রহমানের সময় ভালো ছিলো
শালায় ছিল ডাকাত খুনি মদখোর মাগিবাজ
ফখরুদ্দিন সাহেব বাংলার ইতিহাসে সেরা সরকার
তাজ উদ্দিন আহমেদ এর উত্থান ও কিভাবে উনাকে পতন করা হলো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরার জন্য অনুরোধ রোইলো।
তাজউদ্দিন কোনো ক্যাবিনেটে ছিলেন না।
ধন্যবাদ খন্দকার মুস্তাক
tor bap naki??
@@ananantom7762 নিজের বাপেরে চিনো না মাগির পোলা
বাংলাদেশের ইতিহাসে সেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা,,,, ❤️❤️❤️
তর মাকে আমিঔ চুদ বৌ তুই ঔ চুদ
শালা জারজ
ঠিক
@@Samsunnahar-f1skhuni hasina
K re tui
Thank you so Very much, Important information My Country.
ইয়াজ উদ্দিন আহমেদ এর আগে বি চৌধুরী রাষ্ট্রপতি ছিলেন ।
তখনকার মানুষ আর এখনকার মানুষের মধ্যে অনেক পার্থক্য তখন মানুষ ভয়ে ভয়ে থাকতো
আর এখন কেউ ভয় পায়না।
সামনে ভালো কিছু হবে ডক্টর মুহম্মদ ইউনূসের হাত ধরে। ইনশাআল্লাহ
ফাটাকেষ্ট ফকরুদ্দিন কে সরকার হিসেবে আবার ও দেখতে চাই। বিএনপি আওয়ামীলীগ বয়কট
আমি-ই এক মাত্র অভাগা যে ভোটার হবার পর এখনো পর্যন্ত ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলামনা
আমিও
E rokom ovaga onek ace 😢😢😢
Alhamdulillah ala kulli HAL.
আলহামদুলিল্লাহ আজ বাংলাদেশ আওয়ামীলীগ থেকে স্বাধীন
খুব ভাল লেগেছে
গুরুত্বপূর্ণ তথ্য । তৃতীয় শক্তি কাম্য ।
২০২৪ সালেও শেখ হাসিনাই রাষ্ট্র প্রধান থাকবে এটাই সাধারণ মানুষের চাওয়া পাওয়া ,, ইনশাআল্লাহ
হ তোরে কইছে জনগন
@@nahidhasan7657😅😅😅😅
এখন পর্যন্ত ছিল। কিন্তু উনি নাই। আল্লাহ বাচাইছে আলহামদুলিল্লাহ
রাস্টপতি থেকে কি ভাবে প্রধানমন্ত্রী হলো শেখ মজিব
সে রাষ্ট্রপ্রতি হতে চেয়েছিলো আগে প্রধানমন্তী ছিলো আমি ও বুঝলাম না এই বিষয় টা।
খালেদা কিভাবে হলেন সেই ভাবে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা চাই না হলে লক্ষ নয় কোটি গুটি ফানি হবে এর জন্য বলছি মাননীয় প্রধানমন্ত্রী কি আপনার আমাদের বাংলাদেশ তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই
Hussain Muhammad Ershad Best❤
আলহামদুলিল্লাহ শেখ হাসিনা দেশ ছেড়েছেন
I like the current stability in Bangladesh, hope it remains this way
New Bright Futures are Coming in Bangladesh ❤💚🇧🇩
Yeah❤
@@ErenJeager-sl2mj InShaAllah
মানুষের ক্ষমতা ক্ষণস্থায়ী আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী, তাই ক্ষমতার অহংকার মানুষকে মানায় না
❤আল্লাহু আকবার❤
BNP ❤❤BNP
BNP☝️🤲💪☝️👍
চুর
চোর বিএনপি
ভয়সটা অনেক সুন্দর
বর্তমান রাষ্ট্রপতির কাজ কি জাতি জানতে চায় বলবেন প্লিজ প্লিজ প্লিজ 🙏🙏🙏🙏
যদিও তখন শিশু ছিলাম।।তবুও বলবো এরশাদ সাহেবের সময়ই দেশ সবচেয়ে ভালো ছিলো।।সবার মুখ থেকে শুনেছি।।
Thanks...
শুধু তারিখ আর নাম গুলোই ঠিক আছে এছাড়া অনেক তথ্যই বলেননি!!
যেগুলো বাদ পড়েছে সেগুলো আপনার জানা থাকলে এইভাবে আর একটা ভিডিও দেন
10 August , 2024৷ স্মৃতি রেখে গেলাম।লাইক পড়লে আবার আসব।👍👍
আসল কথা লুকাইলেন কেনো? ১৪ আর ১৮ সালের নির্বাচন এর সত্যতা কেনো দেখাইলেন না?
chore chore mastuto vai........kotha suna bujan na akjon ka dicca fuler mala akjonka dicca katar mala....somoy ascha agami din gorar❤❤
জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয়বাংলা
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ফাদার ওফ শৈরাচার ইন বাংলাদেশ।
East or West Our Prime Minister Sheikh Hasina is Best
বাংলাদেশের ইতিহাসে সেরা প্রধানমন্ত্রী ছিলেন ফখরুদ্দীন আহমেদ