চারটি নামকরা মসজিদ দেখতে পাবেন এই স্থান থেকে তার মধ্যে একটি মসজিদে নববী যা নবীর নিজ হস্তে স্থাপিত

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024
  • মদিনার মসজিদে নববীর ৩১৬- ৩২২ নাম্বার গেট থেকে বেড় হলেই একটি জায়গা পরবে আর সেই জায়গায় দাড়ালে আপনি একই সাথে তিনটি নামকরা এবং ইসলামের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী মসজিদ দেখতে পাবেন যার মধ্যে একটি হচ্ছে ইসলামের ইতিহাসে দ্বীতিয় পবিত্র জায়গা এবং মসজিদ যা আমাদের প্রিয় নবী (সাঃ) এর নিজ হস্তে স্থাপন করা হয়েছিল এবং যাতে শরিক হয়েছিল তার অনেক সাহাবী !
    মক্কার মসজিদে হারামের পরই মদিনার মসজিদে নববীর গুরুত্ব ও মর্যাদা। মসজিদে হারামে নামাজ পড়লে এক লক্ষ গুণ সওয়াব পাওয়া যায়। আর মসজিদে নববীতে নামাজ আদায় করা অন্যান্য মসজিদে নামাজ আদায়ের তুলনায় হাজার গুণের বেশি উত্তম। হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত- রাসুল (সা.) বলেন, ‘আমার এ মসজিদে (নববীতে) একটি নামাজ মসজিদে হারাম ছাড়া অন্য সব মসজিদে এক হাজার নামাজ অপেক্ষা শ্রেষ্ঠ।’ (ইবনে মাজা : ১৪০৬; মুসনাদে আহমাদ : ১৪৬৯৪) হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, 'কেউ যদি আমার মসজিদে (মসজিদে নববী) চল্লিশ ওয়াক্ত নামাজ একাধারে আদায় করে, এর মধ্যে কোনো নামাজ না ছুটে যায়, তা হলে তার জন্য লেখা হয়- জাহান্নাম থেকে মুক্তি, শাস্তি থেকে পরিত্রাণ এবং সে হয় নিফাক মুক্ত।
    এরপরেই দেখতে পাবেন মসজিদে আল গামামা! সৌদি আরবের অন্যতম প্রাচীন মসজিদ মনে করা হয় যে এই স্থানে নবী মুহাম্মদ (ﷺ) ৬৩১ সালে ঈদের সালাত বা নামাজ আদায় করেছিলেন। এছাড়াও বর্ণিত আছে যে মুহাম্মদ (ﷺ) ইস্তাসকায় নামাজ পড়লেন যখন মদীনা নগরীতে বৃষ্টিপাতের অভাব হয়েছিল। কিছুক্ষণের জন্য, এই মসজিদটি আল-মসজিদ আন-নবাবীর কাছে কারণে দৈনিক নামাজের জন্য বন্ধ ছিল। তবে সম্প্রতি মুসল্লিদের জন্য প্রার্থনার জন্য এটি আবার চালু করা হয়েছে।
    গামামা মসজিদের ডান দিকেই দেখতে পাবেন মসজিদ আবু বকর আল-সিদ্দিক। আবু বকর মসজিদ মদিনা, সৌদি আরবের প্রাচীনতম মসজিদগুলির মধ্যে একটি। এটি আল-মসজিদ আন-নবাবির দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত।
    বলা হচ্ছে যে এটি এমন একটি স্থান যেখানে আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) ঈদের নামাজ পড়তেন এবং একই প্রথা আবু বকর প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) এর- মৃত্যুর পরও অব্যাহত রেখেছিলেন।
    মসজিদ আবু বকর আল-সিদ্দিক এর ডান পাশেই অবস্থিত মসজিদে আলী রা.
    মসজিদ আলী রা. যেখানে আলী ইবনে আবি তালিব রা. তার খিলাফকালে ঈদের নামাজ আদায় করতেন। মদিনার অন্যতম সুন্দর মসজিদ এটি।
    #মসজিদে_নববী
    #gamama_masque
    #আবুবকর
    #মসজিদে_আলী
    My Facebook ID: www.facebook.c...
    My Instagram ID: / tomal.traveller
    আশাকরি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে । ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি SUBSCRIBE করে রাখুন।
    সবাই ভালো থাকবেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ্‌ হাফেয।সবাইকে অনেক অনেক ধন্যবাদ!

ความคิดเห็น • 1