খুব সুন্দর ব্লগ। একটা ব্যাপার খুব লাগে দাদা আপনি ও আপনার ভাই সুরজিৎ দুজনে ই সুন্দর বাজার করেন। আপনাদের দুই পরিবারের জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ ভাতৃদ্বিতীয়া। আপনার বোনের জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো।❤🥰
শুভ ভাই ফোঁটা দিবস❤❤❤❤ খুব সুন্দর হয়েছে ❤❤❤ সারা জীবন এভাবে ভাই বোনের সম্পর্কটা অটুট থাকুক ❤❤❤ অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল ❤❤ দাদা আপনার বোনটা অনেক অনেক ভালো মনের মানুষ এরকম বোন সবার হয় যেন ❤❤❤❤❤❤❤❤❤ আপনার বোন ও বৌদির রান্নাটা খুব সুন্দর লাগছে ❤❤❤❤❤❤❤❤❤🇧🇩🇧🇩🇧🇩🥳🥳
Heavy vlog hoyeche ajke dada boudi r hater tasty chiken biriyani r apnar boner hater tasty mutton biriyani darun duto recipe hoyeche amrao banabo evabe boudi r apnar bon dujone darun ranna kore bon apnake jei shirt ta diyeche khub valo hoyeche r apnar dewa saree tao khub valo hoyeche
সবাই বলে গ্রামের মানুষ সবাই বলে গ্রামের মানুষ না নাকি অহংকারী হয় কিন্তু আপনাদের ভিডিও দেখে একদম মনে হয় না আপনারা কত ভালো মানুষ আজীবন থাকুক শুভেচ্ছা আপনাদের মধ্যে এই ভালোবাসা
একটা বিষয়ে একটু অবাক হলাম বড় ভাই ও ছোট ভাই দুই জনের বাড়ীতেই বোন ফোঁটা দিল। নিজে হাতে রান্না করেও খাওয়ায়। আপনাদের ১ টিই বোন বেশ দেখতে ভাল। আর দুই ভাইয়ের বাড়ীতেই ভীষণ কাজ করে, সহজ সাবলীল তার সন্তান টিকেও দেখি। বেশ ভালো লাগে এসব। আপনি বড় দাদা হিসাবে যথেষ্ট ই সহজ সাবলীল ও সুন্দর ব্যবহারনকরেন। সুরজিতের চেয়ে আপনাকেই সহজিয়া লাগে। আপনার স্ত্রী অপর্ণা কিন্তু সত্যই ভালো মানুষ। পপির ভিতর চপলতা আছে, নাম যশের প্রতিও আকর্ষণ। তাই ওদের ২ জন যতটা সহজ সরল ক্যামেরায় ততটা বোধহয় নয়। চাপা অহং ভালই ফুটে ওঠে। যেটা অপর্ণার ভিতর একদম ই নয়। তাই বড় বউ হিসাবে তার প্রশংসা নিশ্চয়ই প্রাপ্য।❤ আপনার বাবা মাও আপনার কাছে একটু বেশীই সহজ। স্বাভাবিক। বড় সন্তান। বোনও। যেটা বলতে চাই পরপর ২ বছরের টা দেখলসম ছোট জন কে বোন ও প্রণাম করে না। ভাইও ধান দুর্বায় আশীর্বাদ। আর আপনি উপহার দিলপন কিন্তু আশীর্বাদ করলেন না!! এই দিনটায় বোধ হয় ওটাই মহার্ঘ বোনেড কাছে। যে ছেলে দের ও ভাইদের বাবা মা / বোন এত সমান ভাবে তাল মিলিয়ে চলেন আপনাদের সংসারে তারা কিন্তু সত্যই নমস্য। আর আপনার সন্তান ও বোনের ছেলেও তাদের চোট ছোট বোন দুটিকে মাসীর মেয়েদের কিন্তু আশীর্বাদ করল। এটা কি বড় দের শিক্ঢনীয় নয়?? হয়তো এটা বলা উচিত নয় আমি বাইরেট মানুষ, তবু বলছি... উপহার নয়, আশীর্বাদ টাই আর বড় ভাইদের বোনের প্রণাম ও রান্বা করে খাওয়ানো এটাই বিরাট ভাইফোঁটা র তাৎপর্য। বড়বউটিকে আমার অনেক শুভেচ্ছা ও আগামী দিন আরও ডেন সে বিরাটব মাতৃময়ী হয়ে ওঠে। খুবই ভাল মেয়ে সে। শ্বশুর কে সন্মান যত্ন করে, ননদ কেও। সন্তান দেরও। আর আপনাকে তো করেই.. অপর্ণা বোন টি সত্যিই ভালো মেয়ে। আর আপনাদের বোন আর তার সন্তান টিও খুব ই ভালো। সবার সাথে মিশে থাকে। তাট ছেলেটি বড় হোক মানুষের মত সেটা কিন্তু আপনারাও মামা হয়ে চাইবেন। এখনও ছোট তাই ওরা সহজ সরল। এখনও অবোধ ই। বড় হয়ে যেন আজকের এই পারিবারিক মৈত্রী টি আপনাদের সন্তান রাও বহন করে। ❤
Nice vlog dada . Your all videos are so natural, simple. Your wife is also very simple woman . Best wishes for Ritam and Ribhu ❤❤. Which classes do you studying both ?
Apnar bhai r vlog dekhlam apnar bon apnake fota na diyei kheye nilo kintu niom holo fota diyei khete hoy apnar family r lok gulo apnar choto bhai k besi priority dei kintu apnar video apnar bari apnar wife er sundor behaviour apnar kotha direction video te egulo dekhe r popi kitchen dekhte eche hoyna etai monehoy dekhe apnar bhai r theke apni onek bhalo manus apni boro bhai kintu choto bhai r poisa besi tai lok takei besi priority diche erom hoy ajkal jar kache besi taka se sobaike kine dei apni egiye jan ekdin jeno sobai apnar gurutto bojhe pray kori
Anuthan khub sundor hoyeche kintu boner barite dui vai k nimontron korle hoye jeto. Amader boner barita dekha hoye jeto.. Boner nam ta ki janina janaben.
*ভ্রাতৃদ্বিতীয়া- ভাতৃ দ্বিতীয়া* ভাই ফোঁটা*.. মাঙ্গলিক অনুষ্ঠানের সার কথা। .................... তপতী মুখোপাধ্যায় পৌরাণিক ঐতিহ্যমন্ডিত হিন্দু র এক ঐতিহ্যবাহী প্রথা বা মাঙ্গলিক অনুষ্ঠান। কিংবদন্তি, কার্তিক মাসের শুক্লপক্ষের এই দ্বিতীয়ার দিন একবার যমরাজ তাঁর ভগিনী যমুনার বাড়ীতে যান, বোনকে দেখে আাতে। যমুনা তাঁর আগমনের শুভ সংবাদে, ভাই কে স্বাগত জানাতে, তাঁকে মাঙ্গলিক তিলক চন্দন কপালে ফোঁটা দিয়ে, ফুল, মিষ্টি নিবেদন করে বরণ করেন ও সেই দিন নিজ হাতে উপাদেয় রান্না করে আহার করান। যমুনা তাঁর কাছে আশীর্বাদ প্রার্থনা করলে, যমরাজ অত্যন্ত খুশি হয়ে বলেন.. এই দিনে যে সকল ভাই নিজে থেকে বোনের বাড়ী গিয়ে, বোনের হাতের রান্না ভোজন করবে তারা অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাবেন। সেই থেকে হিন্দুর সামাজিক জীবনে ভাই ফোঁটার মাঙ্গলিক অনুষ্ঠান প্রচলিত। দ্বাপর যুগে, এই দিনে, নরকাসুরের অত্যাচারে যখন ত্রিভুবন অতিষ্ঠ, তখন শ্রীকৃষ্ণ তাঁকে সংহার করে পৃথিবীকে ত্রাস মুক্ত করেন। বিজয়ের পর, ফেরার পথে শ্রীকৃষ্ণ, বোন সুভদ্রার বাড়ীতে গেলে, সুভদ্রা ভাইয়ের কপালে বিজয়ের শুভ তিলক ফোঁটা দেন। তাই এই দিনটি ভাইদের সকল পার্থিব বাঁধা বিঘ্ন কাটিয়ে, জয়যুক্ত হবার শুভ দিন হিসাবেও চিহ্নিত, আর তা হয় বোনেদের দেওয়া নিজ হাতে শুভ মাঙ্গলিক তিলক- চন্দন ভাইদের কপালে এঁকে দিয়ে। পুরাণে সমগ্র বিস্তীর্ণ ভারতবর্ষে এই প্রথার প্রচলনের কথা জানা যায়, বিভিন্ন প্রদেশে বিভিন্ন নামে। যেমন উত্তাঞ্চলে ভাইদুজ ও বলা হয়। আর আজও সীমিত ভারতবর্ষের সকল প্রদেশের হিন্দু ও বাংলার হিন্দু বাঙালির ভিতর এই প্রথা এই শুভ দিনে পালিত হয়ে চলেছে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী অনুষ্ঠিান হিসাবে। বোনের হাতের এই মাঙ্গলিক ফোঁটার, ভাইয়ের কপালে ওঠার মূল্য তাই অমূল্য, অপরিসীম। যা ভাইয়ের প্রতি শ্রদ্ধা, ভালবাসা, বিশ্বাস ও ভরসার ই আরেক প্রতীক ও ভাইয়ের বোনকে যথাডোগ্য সন্মান ও মর্যদা দানের। কালের চাকায় যুগস্রোতে, মানুষ যত এগিয়েছে, উন্নত হয়েছে তার দৈনন্দিন জীবনযাত্রার মান, বাঁচার আড়ম্বরপূর্ণ বিলাসিতা। আধুনিকতার আকাশ ছোঁয়া হাউই উন্নয়ন, ততই মানুষের জীবনে এই সব পৌরাণিক মাঙ্গলিক অনুষ্ঠান গুলিও হয়েছে সীমিত, বিবর্ণ, প্রাণহীন অনুজ্বল, কেবল মাত্র বাহ্যিক নিয়ম রক্ষার। অন্তর হয়েছে স্বার্থ সম্পন্ন সংকীর্ণ।। আন্তিরক কতটা আজ!!! ... সে বিষয়ে হয়তো বলার অপেক্ষায় আজ আর আমরা নই। জীবিকার জন্য যেমন বড় হবার পর, ভাই- বোনের দূর দূর প্রান্তে একে অপরের বাস, রচিত করেছে ব্যবধান, তেমন বহুলাংশে পারিবারিক সম্পত্তির স্বার্থ এসে পাঁচিল তুলেছে একে অপরের ভিতর। দ্বেষ, অহং, হেয় জ্ঞানের ক্ষুদ্রতার আগুন জ্বেলে অন্তরে, ভাই- বোনেরা আজ বর্তমান সমাজে কেবল মাত্র বাহ্যিক অনুষ্ঠানের প্রথায় এসে দাঁড়িয়েছে। কোথাওবা কেবল এই চলভাষের ভিতর দিয়েই দায়বদ্ধতা টুকু পালন করছে তারা। সারা বছর কেউ কারুর সংস্পর্শেই হয়তো নেই । কেউ কারুর পাশে এসে দাঁড়ানো সুখে- দুখে ভাই- বোন.. আজ বিরল দৃশ্য। আবার কোথাও একত্র থেকেও বা নিকটে থেকেও ভাই- বোন যে যার জগতে ব্যস্ত। বোনের খবর ভাই জানে না, বোন ভাইয়ের। কোথাও মুখ দেখাদেখিও নেই। সে ১৮ ই হোক বয়স আর ৮০ ই হোক। তাই প্রকৃত অর্থে ভাই ফোঁটা আজ বহুলাংশে লৌকিক প্রথা মাত্র। আন্তরিক যেখানে, সেখানে আজও ভাই বোনের সম্পর্কের ভিতর স্বার্থ, অশ্রদ্ধা, অবহেলা, হেয় জ্ঞান, অসন্মান প্রভৃতি ক্ষুদ্রতার বেড়া গুলি বিভেদের পাঁচিল অন্তরে ও বাহিরে কোথাও মাথা তুলে দাঁরিয়ে নেই। কেবল আছে দুই সম্পর্কে শ্রদ্ধা, বিশ্বাস, ভালবাসা, ভরসা, সহানুভূতি ও ঔদার্যের আনন্দময় এক মাধুর্যমন্ডিত ভাই- বোনের বিরল সম্পর্ক। বোনের প্রতি যে টানে ভাইয়ের ছুটে আসা এই শুভ দিনে, বোনের হাতের এই দুষ্প্রাপ্য জীয়ন কাঠির মাঙ্গলিক তিলক ছোঁয়া টুকুর জন্য.. সেই সম্পর্কই ভাই বোনের সম্পর্ককে অমরত্ব প্রদান করে ,আর তা, সারা বছর ও জীবিতকালীন সময়ে ভাই- বেনকে পৃথক হতে দেয় না। কোনো বিরুদ্ধ শক্তিই পারেনা তা পৃথক করে দিতে। ভাই- বোনের সম্পর্ক তাই অমর। তাই সকল ভাই- বোন বাঁচিয়ে রাখুক তাদের এই বিরল সম্পর্ককে আপন আপন অন্তরে নিজ ঔদার্য গুণে.. বাইরের লৌকিক খানা পিনা আর উপঢৌকনের জৌলুস মোড়কে নয়। শুভ ভ্রাতৃ দ্বিতীয়া।❤️❤️❤️❤️🌹🌹🙏🙏🙏
Boro chele tumi amar sontan tullo.tomora dui vai ak jaigate fota dite parte.popi r mone kiser kosto.okaktu mania nio.tomar choto vai valo na.rivu k valo base na.ami popi kitchen vlog a dekhechi.dab nia ja korlo.nije khelo.tomar chele cheye chilo dai ni.pattai daini.
আমি তো অনেক খন থেকে অপেক্ষা করছিলাম
Ektu deri Haye gelo. So sorry
অনেক ভালো লাগলো সাপোর্ট কর সাবস্ক্রাইব করেছি
Popi tumi kuthay
Bon.khub bhalo jekhane thake sekhanei jamie dai.khub bhalo blog hayeche❤
Thanks
খুব সুন্দর হয়েছে ভিডিও ভালো লাগলো অনেক ❤❤❤
Thanks
খুব সুন্দর ব্লগ। একটা ব্যাপার খুব লাগে দাদা আপনি ও আপনার ভাই সুরজিৎ দুজনে ই সুন্দর বাজার করেন। আপনাদের দুই পরিবারের জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ ভাতৃদ্বিতীয়া। আপনার বোনের জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো।❤🥰
Thanks
খুব পারফেক্ট একটা ভ্লগ হল দাদা। ডেইলি এমন সুন্দর সুন্দর ভ্লগ চাই। ♥️
Thanks
Khub darun hoyeche ranna ta khub sundor
Thanks
Apnar bon khub valo moner manush 😊 khub valo ranna kore ❤
Thanks
বোনের গিফট দেওয়া শার্ট টা দারুন হইয়েছে ❤
Thanks
শুভ ভাই ফোঁটা দিবস❤❤❤❤ খুব সুন্দর হয়েছে ❤❤❤ সারা জীবন এভাবে ভাই বোনের সম্পর্কটা অটুট থাকুক ❤❤❤ অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল ❤❤ দাদা আপনার বোনটা অনেক অনেক ভালো মনের মানুষ এরকম বোন সবার হয় যেন ❤❤❤❤❤❤❤❤❤ আপনার বোন ও বৌদির রান্নাটা খুব সুন্দর লাগছে ❤❤❤❤❤❤❤❤❤🇧🇩🇧🇩🇧🇩🥳🥳
Thanks
Chand very very good and gentle boy keep it up amar khub bhalo lage but Chand r Maa yer uchit Chand k 1 ts bhai or boan gift dewoa
Thanks
দারুন হয়েছে আজকের ভিডিও,
Thanks
Suvo Bhai Ditiya. Sobai Koob Bhalo Theko Ar Susthya Theko 👌👌. Videota Awesome Hoyeche. Rannagulo Fantastic Hoyeche 👌👌. Archanadi
Thanks
Heavy vlog hoyeche ajke dada boudi r hater tasty chiken biriyani r apnar boner hater tasty mutton biriyani darun duto recipe hoyeche amrao banabo evabe boudi r apnar bon dujone darun ranna kore bon apnake jei shirt ta diyeche khub valo hoyeche r apnar dewa saree tao khub valo hoyeche
Thank you so much
Rivur kotha gula sei valo Lage amr kace😂😂❤
Hmm
Khub bhalo laglo 😊❤
Thanks
Darun hoyeche aajker blog ta
Thanks
Khub sundor hoyeche 👌
Thank you master mosai
Dada vai khub e valo manos.Valobasa roilo. ❤❤Love from Bangladesh
Thanks
Excellent vlog.
Thank you!
সবাই বলে গ্রামের মানুষ সবাই বলে গ্রামের মানুষ না নাকি অহংকারী হয় কিন্তু আপনাদের ভিডিও দেখে একদম মনে হয় না আপনারা কত ভালো মানুষ আজীবন থাকুক শুভেচ্ছা আপনাদের মধ্যে এই ভালোবাসা
Thanks
Darun ranna hoyeche
Thanks
অনেক অপেক্ষার পর ভিডিও পেলাম খুব সুন্দর হয়েছে আমার ফেভারিট চেনেল
Thanks
রিভু খুব সুন্দর শঙ্খ বাজাতে পারে তো। অনুষ্ঠান খুব ভালো হয়েছে।
Hmm
তোমাদের ব্লগ দেখতে খুব ভালো লাগে
Thanks
খুব খুব সুন্দর লাগলো
Thanks
একটা বিষয়ে একটু অবাক হলাম বড় ভাই ও ছোট ভাই দুই জনের বাড়ীতেই বোন ফোঁটা দিল। নিজে হাতে রান্না করেও খাওয়ায়। আপনাদের ১ টিই বোন বেশ দেখতে ভাল। আর দুই ভাইয়ের বাড়ীতেই ভীষণ কাজ করে, সহজ সাবলীল তার সন্তান টিকেও দেখি। বেশ ভালো লাগে এসব। আপনি বড় দাদা হিসাবে যথেষ্ট ই সহজ সাবলীল ও সুন্দর ব্যবহারনকরেন। সুরজিতের চেয়ে আপনাকেই সহজিয়া লাগে। আপনার স্ত্রী অপর্ণা কিন্তু সত্যই ভালো মানুষ। পপির ভিতর চপলতা আছে, নাম যশের প্রতিও আকর্ষণ। তাই ওদের ২ জন যতটা সহজ সরল ক্যামেরায় ততটা বোধহয় নয়। চাপা অহং ভালই ফুটে ওঠে। যেটা অপর্ণার ভিতর একদম ই নয়। তাই বড় বউ হিসাবে তার প্রশংসা নিশ্চয়ই প্রাপ্য।❤ আপনার বাবা মাও আপনার কাছে একটু বেশীই সহজ। স্বাভাবিক। বড় সন্তান। বোনও। যেটা বলতে চাই পরপর ২ বছরের টা দেখলসম ছোট জন কে বোন ও প্রণাম করে না। ভাইও ধান দুর্বায় আশীর্বাদ। আর আপনি উপহার দিলপন কিন্তু আশীর্বাদ করলেন না!! এই দিনটায় বোধ হয় ওটাই মহার্ঘ বোনেড কাছে। যে ছেলে দের ও ভাইদের বাবা মা / বোন এত সমান ভাবে তাল মিলিয়ে চলেন আপনাদের সংসারে তারা কিন্তু সত্যই নমস্য। আর আপনার সন্তান ও বোনের ছেলেও তাদের চোট ছোট বোন দুটিকে মাসীর মেয়েদের কিন্তু আশীর্বাদ করল। এটা কি বড় দের শিক্ঢনীয় নয়?? হয়তো এটা বলা উচিত নয় আমি বাইরেট মানুষ, তবু বলছি... উপহার নয়, আশীর্বাদ টাই আর বড় ভাইদের বোনের প্রণাম ও রান্বা করে খাওয়ানো এটাই বিরাট ভাইফোঁটা র তাৎপর্য। বড়বউটিকে আমার অনেক শুভেচ্ছা ও আগামী দিন আরও ডেন সে বিরাটব মাতৃময়ী হয়ে ওঠে। খুবই ভাল মেয়ে সে। শ্বশুর কে সন্মান যত্ন করে, ননদ কেও। সন্তান দেরও। আর আপনাকে তো করেই.. অপর্ণা বোন টি সত্যিই ভালো মেয়ে। আর আপনাদের বোন আর তার সন্তান টিও খুব ই ভালো। সবার সাথে মিশে থাকে। তাট ছেলেটি বড় হোক মানুষের মত সেটা কিন্তু আপনারাও মামা হয়ে চাইবেন। এখনও ছোট তাই ওরা সহজ সরল। এখনও অবোধ ই। বড় হয়ে যেন আজকের এই পারিবারিক মৈত্রী টি আপনাদের সন্তান রাও বহন করে। ❤
Karechhi pare
Pore ki abar kora hoi
Aapni kore nei...korle thokoni korten
Khub sundor ❤ video
Thanks
@Sonia Sanyal 688, Vlog ta khub khub bhalo laglo, tomader khub khub bhalo lagche, didi tomake khub sondar lagche, 🌝🌝🌝🌝
Thanks
দাদাভাই বৌদিকে আমার অনেক ভালো লাগে দুই জা অনেক সুন্দর কেউ কারো থেকে কম না
Thanks
Vai fonta special vlog darun laglo ❤❤❤❤❤❤
Thanks
Bon tomar to aj Sara din porisrom cholche ❤
Hmm
Khub sundor hoyacha dada Vai vlog ta ❤❤❤❤❤❤
Thanks
@@ChauliaVlogwelcome dada Vai
So nice 👍
Thanks
এই পপি কিচেন ভিডিও দেখছিলাম ভাইফোঁটা পেশাল,❤❤ হ্যাপি ভাইফোঁটা, তোমার বোনকে আমার হয়ে একটা কথা বলে দেবে আমার খুব ভালো লাগে দিদি কে
Ok
Lovely vlog🌹
Thank you 😊
খুব।ভালো
Thanks
Dada r didi blog ta darun hoyeche 👌
Thanks
sundor dinta vaiphotar chole galo,.
Hmm
খুব ভালো লাগলো, খুব সুন্দর মুহূর্ত 😊😊 খুব ভালো থেকো সবাই মিলে 🙏💖😊
Thanks
খুব।ভালো😊 10:33
Thanks
ভীষণ ভালো লাগলো অনেকদিন থেকে তোমাদের ভিডিও দেখা হয় না অসুস্থ থাকার কারণে
Thanks
দাদা কথাগুলা খুব সুন্দর আপনার😊
Thanks
Amar love lugchay
Thanks
Dada vidio daka bojai jai apnar monta onak balo ar boro
Thanks
Dada apni ki koren?
Ami malda thaka video dakhi khub valo laga ❤❤❤
Thanks
Khub sundor hoiche vlog ta ❤❤ ekta request korbo dada kichu mone korben na plzz🙏🙏ei mutton chicken kaata gulo dekhaben na🙏🙏
Ok
Love u dada
Same to you
ঘুম ভালো
Nice vlog dada . Your all videos are so natural, simple. Your wife is also very simple woman . Best wishes for Ritam and Ribhu ❤❤. Which classes do you studying both ?
Thanks a lot
Nice
আপনার বড়ো ছেলে ঋতম নায়ক হতে পারবে । সে দেখতে অনেক হ্যান্ডসাম।
Thanks
অপর্ণা খুব ভালো শান্ত কথা খুব ভালো চিৎকার করে না
Thanks
I am Muslim
Thanks
দাদা আপনারা দুই ভাই তো একসঙ্গে ফোটা নিতে পারেন. কোনো কী অসুবিধা আছে তাই কোনো অনুষ্ঠান ই একসঙ্গে পালন করেন না
Ami opakha kora chelam dabhi ja tumi kakhon video post korbe tar jano ❤❤suvo bhai fota 🎉🎉🎉😊😊😊 video ta khub sundor hoyeche ☺️☺️☺️☺️👌🏻👌🏻👌🏻👌🏻
Thanks
Dada apnader bari jaoar icche aste parbo ❤
দাদা ,বৌদি খুব সুন্দর লাগে তোমাদের ভিডিও দেখতে।
Thanks
Apnar bhai r vlog dekhlam apnar bon apnake fota na diyei kheye nilo kintu niom holo fota diyei khete hoy apnar family r lok gulo apnar choto bhai k besi priority dei kintu apnar video apnar bari apnar wife er sundor behaviour apnar kotha direction video te egulo dekhe r popi kitchen dekhte eche hoyna etai monehoy dekhe apnar bhai r theke apni onek bhalo manus apni boro bhai kintu choto bhai r poisa besi tai lok takei besi priority diche erom hoy ajkal jar kache besi taka se sobaike kine dei apni egiye jan ekdin jeno sobai apnar gurutto bojhe pray kori
Erakam bolben na. Amader madhye erakam kono byapar nei. Amar vai er barhi amar barhi dutoi sabai saman chokhe dekhe. Sorry.
@ChauliaVlog Apni sotti khub bhalo manus apnar bhai jeno apnar moto bhalo hote pare r tar stree aparna boudir moto jeno Lakhi bou hote pare apnar moto dada ami pele kopal khule jeto amar 🙏
অপেক্ষায় ছিলাম কখন ব্লগ আসবে 🙏
Thanks
আপনার বড় ছেলে রিতম কোন ক্লাসে পড়ে? বেশ শান্ত নম্রভদ্র স্বাভারের
10
এই দাদা সব বাচচাকে সমান চোখে দেখে।
Thanks
Correct
দাদা আপনি কি কবিতা লেখেন আপনার কথা শুনে কবিদের মতো লাগে।❤❤❤
Hmm
দাদা তোমাদের বাড়ি কোথায় আমাকে বল আমি যাব তোমাদের বাড়িতে বিরিয়ানি খেতে
Wow
Darun ❤❤
Thanks
Anuthan khub sundor hoyeche kintu boner barite dui vai k nimontron korle hoye jeto. Amader boner barita dekha hoye jeto.. Boner nam ta ki janina janaben.
Rumu
👍👍
Thanks
আচ্ছা দাদা তোমাদের নিয়ারেস্ট স্টেশন এর নাম কি ?? প্লিজ বলো প্লিজ বলো
রিপ্লাই দিলে না তো,, শুধু লাইক করলে,,, আমি যে বললাম আপনাদের nearest স্টেশন এর নাম কি
দাদা ।বৌদী।ভীষণ ভালো ।কোনো অহংকার নেই ।খুব ভালো লাগে ।সবাই ভালো থাকুন ।
Thanks
Khub bhalo hoyeche vlog ta. But Didi tomar vai er dan chok ta ektu problem ache. Ektu doctor dekhiye nio
Hmm
Same video banaw na kiso blag banow val lagbo ❤❤❤🎉🎉🎉😊😊😊😊
দাদা ।বৌদী।খুবই ভালো ।কোনো অহংকার নেই সবাই ভালো থাকুন ।
Thanks
Bangladesh theke dekhtesi
Thanks
Darun hoechhe vlogta
Thanks
😊😊😊😊
Thanks
Nice vlog 😍💖💖👌
Thank you 😊
Khub bhalo laglo
Thanks
Ami baby.super se uper.❤❤❤❤❤❤❤❤.....
Thanks
❤❤❤
Thanks
দাদা অনু টনু আপনার কে হয় ওরা কি আপনাদের সাথেই থাকে আপনার বাড়িতে
Salir meye
পপির ভাসুরটা কথা বলে এমনভাবে যেন আগে থেকে লিখে রেখে মুখস্থ বলছে!
Bangladesh 🇧🇩 🇧🇩 take blog ar jonno opera kortece sa kokon taķe❤❤❤❤
Thanks
দাদা আপনি পপি র সম্পর্কে কি হন? আমি নতুন দেখছি তাই বুঝতে পারছি না
*ভ্রাতৃদ্বিতীয়া- ভাতৃ দ্বিতীয়া* ভাই ফোঁটা*.. মাঙ্গলিক অনুষ্ঠানের সার কথা।
....................
তপতী মুখোপাধ্যায়
পৌরাণিক ঐতিহ্যমন্ডিত হিন্দু র এক ঐতিহ্যবাহী প্রথা বা মাঙ্গলিক অনুষ্ঠান।
কিংবদন্তি, কার্তিক মাসের শুক্লপক্ষের এই দ্বিতীয়ার দিন একবার যমরাজ তাঁর ভগিনী যমুনার বাড়ীতে যান, বোনকে দেখে আাতে। যমুনা তাঁর আগমনের শুভ সংবাদে, ভাই কে স্বাগত জানাতে, তাঁকে মাঙ্গলিক তিলক চন্দন কপালে ফোঁটা দিয়ে, ফুল, মিষ্টি নিবেদন করে বরণ করেন ও সেই দিন নিজ হাতে উপাদেয় রান্না করে আহার করান। যমুনা তাঁর কাছে আশীর্বাদ প্রার্থনা করলে, যমরাজ অত্যন্ত খুশি হয়ে বলেন.. এই দিনে যে সকল ভাই নিজে থেকে বোনের বাড়ী গিয়ে, বোনের হাতের রান্না ভোজন করবে তারা অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাবেন। সেই থেকে হিন্দুর সামাজিক জীবনে ভাই ফোঁটার মাঙ্গলিক অনুষ্ঠান প্রচলিত।
দ্বাপর যুগে, এই দিনে, নরকাসুরের অত্যাচারে যখন ত্রিভুবন অতিষ্ঠ, তখন শ্রীকৃষ্ণ তাঁকে সংহার করে পৃথিবীকে ত্রাস মুক্ত করেন।
বিজয়ের পর, ফেরার পথে শ্রীকৃষ্ণ, বোন সুভদ্রার বাড়ীতে গেলে, সুভদ্রা ভাইয়ের কপালে বিজয়ের শুভ তিলক ফোঁটা দেন। তাই এই দিনটি ভাইদের সকল পার্থিব বাঁধা বিঘ্ন কাটিয়ে, জয়যুক্ত হবার শুভ দিন হিসাবেও চিহ্নিত, আর তা হয় বোনেদের দেওয়া নিজ হাতে শুভ মাঙ্গলিক তিলক- চন্দন ভাইদের কপালে এঁকে দিয়ে।
পুরাণে সমগ্র বিস্তীর্ণ ভারতবর্ষে এই প্রথার প্রচলনের কথা জানা যায়, বিভিন্ন প্রদেশে বিভিন্ন নামে। যেমন উত্তাঞ্চলে ভাইদুজ ও বলা হয়।
আর আজও সীমিত
ভারতবর্ষের সকল প্রদেশের হিন্দু ও বাংলার হিন্দু বাঙালির ভিতর এই প্রথা এই শুভ দিনে পালিত হয়ে চলেছে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী অনুষ্ঠিান হিসাবে।
বোনের হাতের এই মাঙ্গলিক ফোঁটার, ভাইয়ের কপালে ওঠার মূল্য তাই অমূল্য, অপরিসীম। যা ভাইয়ের প্রতি শ্রদ্ধা, ভালবাসা, বিশ্বাস ও ভরসার ই আরেক প্রতীক ও ভাইয়ের বোনকে যথাডোগ্য সন্মান ও মর্যদা দানের।
কালের চাকায় যুগস্রোতে, মানুষ যত এগিয়েছে, উন্নত হয়েছে তার দৈনন্দিন জীবনযাত্রার মান, বাঁচার আড়ম্বরপূর্ণ বিলাসিতা। আধুনিকতার আকাশ ছোঁয়া হাউই উন্নয়ন, ততই মানুষের জীবনে এই সব পৌরাণিক মাঙ্গলিক অনুষ্ঠান গুলিও হয়েছে সীমিত, বিবর্ণ, প্রাণহীন অনুজ্বল, কেবল মাত্র বাহ্যিক নিয়ম রক্ষার। অন্তর হয়েছে স্বার্থ সম্পন্ন সংকীর্ণ।।
আন্তিরক কতটা আজ!!! ... সে বিষয়ে হয়তো বলার অপেক্ষায় আজ আর আমরা নই।
জীবিকার জন্য যেমন বড় হবার পর, ভাই- বোনের দূর দূর প্রান্তে একে অপরের বাস, রচিত করেছে ব্যবধান, তেমন বহুলাংশে পারিবারিক সম্পত্তির স্বার্থ এসে পাঁচিল তুলেছে একে অপরের ভিতর। দ্বেষ, অহং, হেয় জ্ঞানের ক্ষুদ্রতার আগুন জ্বেলে অন্তরে, ভাই- বোনেরা আজ বর্তমান সমাজে কেবল মাত্র বাহ্যিক অনুষ্ঠানের প্রথায় এসে দাঁড়িয়েছে।
কোথাওবা কেবল এই চলভাষের ভিতর দিয়েই দায়বদ্ধতা টুকু পালন করছে তারা। সারা বছর কেউ কারুর সংস্পর্শেই হয়তো নেই । কেউ কারুর পাশে এসে দাঁড়ানো সুখে- দুখে ভাই- বোন.. আজ বিরল দৃশ্য।
আবার কোথাও একত্র থেকেও বা নিকটে থেকেও ভাই- বোন যে যার জগতে ব্যস্ত। বোনের খবর ভাই জানে না, বোন ভাইয়ের। কোথাও মুখ দেখাদেখিও নেই। সে ১৮ ই হোক বয়স আর ৮০ ই হোক।
তাই প্রকৃত অর্থে ভাই ফোঁটা আজ বহুলাংশে লৌকিক প্রথা মাত্র। আন্তরিক যেখানে, সেখানে আজও ভাই বোনের সম্পর্কের ভিতর স্বার্থ, অশ্রদ্ধা, অবহেলা, হেয় জ্ঞান, অসন্মান প্রভৃতি ক্ষুদ্রতার বেড়া গুলি বিভেদের পাঁচিল অন্তরে ও বাহিরে কোথাও মাথা তুলে দাঁরিয়ে নেই। কেবল আছে দুই সম্পর্কে শ্রদ্ধা, বিশ্বাস, ভালবাসা, ভরসা, সহানুভূতি ও ঔদার্যের আনন্দময় এক মাধুর্যমন্ডিত ভাই- বোনের বিরল সম্পর্ক।
বোনের প্রতি যে টানে ভাইয়ের ছুটে আসা এই শুভ দিনে, বোনের হাতের এই দুষ্প্রাপ্য জীয়ন কাঠির মাঙ্গলিক তিলক ছোঁয়া টুকুর জন্য.. সেই সম্পর্কই ভাই বোনের সম্পর্ককে অমরত্ব প্রদান করে ,আর তা, সারা বছর ও জীবিতকালীন সময়ে ভাই- বেনকে পৃথক হতে দেয় না। কোনো বিরুদ্ধ শক্তিই পারেনা তা পৃথক করে দিতে। ভাই- বোনের সম্পর্ক তাই অমর। তাই সকল ভাই- বোন বাঁচিয়ে রাখুক তাদের এই বিরল সম্পর্ককে আপন আপন অন্তরে নিজ ঔদার্য গুণে.. বাইরের লৌকিক খানা পিনা আর উপঢৌকনের জৌলুস মোড়কে নয়।
শুভ ভ্রাতৃ দ্বিতীয়া।❤️❤️❤️❤️🌹🌹🙏🙏🙏
Thank you for your information
Achha dada popir sadh r video te ki apnake dekhechilam?
Apnar soto vai ar selye k bolen na abar apnar vai apnar selyeder k bollona ata Kemon holo
Chand re aei mama barite ok vala lage...popi barite okay vala lagena
Ki sab bolchhen!
Vlog ta khub valo laglo but ake done ato khaoya valo na
Hmm
❤❤❤❤
Thanks
❤️❤️❤️❤️❤️❤️🎉🎉
Thanks
Vlog ta valo laglo khub....Apnar baba ma asechen bole aro valo lagche.....❤
Thanks
বিরিয়াসি থাওয়ার পর আবার পাপড় খেতে হবে কেন?
Ripu Ke Khoob Sundar
Thanks
আপনাদের ভিডিও কিন্তু খুবই ভালো লাগে বেশ হাসিখুশি ফ্যামিলি
Thanks
রান্না জায়গাটা একটু বেশি রিস্ক হয়ে গেছে
আপনাকে ও আপনার ভাই কে জিঙ্গাস্য আপনারা কি শুধু ভ্লগ ই করেন? নাকি চাকরি অথবা ব্যাবসা করেন
Hmm
Khub sundor laglo
Thanks
Boro chele tumi amar sontan tullo.tomora dui vai ak jaigate fota dite parte.popi r mone kiser kosto.okaktu mania nio.tomar choto vai valo na.rivu k valo base na.ami popi kitchen vlog a dekhechi.dab nia ja korlo.nije khelo.tomar chele cheye chilo dai ni.pattai daini.
Ami baby.vaiya akta kotha bolbo kichu mone korben na plez.vai fota deber somoi dhuti ar panjabi porle besi valo hoto.
Jmm
Orjun aseni
Dada popira keno aseni