আলোচনায় সলিম ভাইএর বিশ্লেষণ খুব নতুন কিছু কথা বলেছেন, দেশভাগ ও ব্রিটিশ বিরোধী সংগ্রাম নিয়ে। সেভাবে অনেকে আগে ভাবেনি। অনুষ্ঠানের অ্যাংকর বারে বারে মাটি করেছেন আলোচনার গতি।
উনি জানা কথা বলেছেন। এত অল্প সময়ের জন্য স্যার সলিমুল্লাহ খান পুরো ব্যাপারটা তুলে ধরতে পারেননি। রবীন্দ্রনাথ কে জানার অনেক বাকি আছে। ৪১ মিনিটে রবিঠাকুর কে জানা যায় না।
শুধু ডঃ সলিমুল্লাহ স্যার কে নিয়ে এই বিষয়ে একটি অনির্দিষ্ট সময়ের আলোচনা উচিৎ বলে আমার মনে হয়। কারণ অসংখ্য তথ্য এবং যুক্তি এখানে তিনি বাকি দুজনের জন্য উপস্থাপন করতে পারেন নি। ভারত থেকে ধন্যবাদ আপনাদের এ ধরনের আলোচনার জন্য।
Dr. Salimullah Khan as usual was very informative and full of facts while giving his analysis based on facts. A true intellectual. Most of us respect Tagore greatly. But we also have a tendency to glorify a person beyond reality.
গাধার মত কথা। জানার অনেক ঘাটতি। সেই সাথে আছে বাঙলার স্বাধীনতার বিরোধি ও ভারতিয় জাতিয়তাবাদে বিশ্বাসিকে আমাদের জাতিয়তাবাদে আবিষ্ট করবার জোর অপচেষ্টা । বিচারপতি হাবিবুর রহমান" একজন ভারতিয় বাঙালির আত্মসমালোচনা" বই এ মহাজাতি সদনে রবীঠাকুর কি বলেছিলেন, তা পড়ে দেখতে পারেন। আর বিশ্বভারতী থেকে প্রকাশিত চিঠিপত্র খন্ড ১১ পৃষ্ঠা ২০১ দয়া করে পড়ুন ও অন্যান্য নেড়ের বাচ্চাদের পড়তে বলুন। সেখানে ১৯৩৯ সালে রবী বাবু অমিয় চক্রবর্তিকে লিখছেন....বাংলাদেশে মুসলমান আধিপত্য পাকা হয়েচে--খুশি হয়েছেন কর্তারা, কিন্তু একদিন সময় আসবে যখন মোটা অঙ্কে বিল চুকোতে হবে। সকল রবী ভক্ত নেড়ে মুচি মুসলমানেরা জানুন বুঝুন আর ভাবুন
@@imtiazali8769 ei rabi thakur hindu muslim er moddhe rakhi bandhan utsab suru kore chilen... Sobsomoy hindu muslim dondho na vebe majhe majhe ektu monussotto niye vabun,dekhben mon o sorir valo thakbe.....
আলোচনা হোক আর বিতর্ক আলোচনা হোক ডঃ সলিমুল্লাহ খান একাই যথেষ্ট ওনার জন্য মন থেকে দোয়া রইল আপনার মত জ্ঞানী মানুষের দরকার রয়েছে আর বাকি যারা দুজন এসেছে জানিনা তাদের উদ্দেশ্য কি আর তারা কি বলতে কি বুঝাতে চেয়েছে স্যারের জন্য দোয়া রইল ডক্টর সালিম উল্লাহ খান
আমি জন্মসুত্রে কলকাতা নিবাসী, পিতার জন্মস্থান নোয়াখালী, নোয়াখাইল্লা অনও ভুলি ন। রবীন্দ্রনাথ তাঁর অপূর্ণতা সম্বন্ধে সচেতন ছিলেন। "আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সাড়া তার জাগিব তখনি― এই স্বরসাধনায় পৌঁছিল না বহতর ডাক, রয়ে গেছে ফাঁক।"――ঐকতান
রবীন্দ্রনাথ রক্তমাংসের মানুষই ছিলেন, তাকে সমালোচনার উর্ধ্বে ঈশ্বর-ভগবান টাইপের কিছু বানানোর চেষ্টা বিরাট ভুল। কিন্তু অপূর্ণতা তাঁর থাকলেও বেশির ভাগ সাধারণ মানুষের চেয়েই অনেক দিক দিয়ে তিনি অনেক বেশি পূর্ণ ছিলেন বৈকি!!!
সলিমুল্লাহ স্যারের কথাই বরারবই মুগ্ধ হয়।এবং ওনার গভীর তত্ব বহুল আলোচনা আর বাংলাভাষা এবং বাংলাদেশির মধ্যে যে পার্থক্যের সুন্দর বিশ্লেষন আর কেউ করতে পারে বলে মনে হয় না
যারা হাইস্কুলের শিক্ষকদের মত তাদের বিভাজন করছেন, তাদের আবার চিন্তা করা উচিৎ। যাকে ভালোবাসি তাকে সমালোচনা করা দোষের কিছু না, সলিমুল্লাহ স্যার এইরকম একজন। বাকি দুজন ও অসাধারণ ব্যক্তিত্বে রবীন্দ্র বোঝাপড়ায়।
The anti-British movement was organized by the Hindu-Bengalis while Muslim Bengalis, both Fazalul Haq, Surawarddy, Khaja Najjubuddin, were involved in the anti-Hindu movement.
শ্রীমান সলিমুল্লাহ্ খান যথেষ্ট তথ্য যুক্ত যুক্তি দেন। খুব ভালো লাগে শুনতে। উনি প্রচুর বই ও পড়েছেন , বোঝাই যায়। তাকে সুবক্তা না বললে নিরপেক্ষ হওয়া যায় না। খুব সুন্দর মানুষ একজন। তবে কোথাও যেন তার মধ্যে ভারত বিরোধী মানসিকতা লক্ষ করা যায়।
একটা উপলব্ধি স্পষ্ট করছে যে, জ্ঞানী মানুষের কথাশুনলে অনেক জ্ঞান অর্জন করা যায়।আমি পুরো অনুষ্ঠানটি মনযোগ সহকারে শুনেছি।এবং অনেক অজানা তথ্য আমাকে অনুপ্রাণিত করেছে।।
যথার্থ আলোচনা কারন ১. তর্কাতর্কি নেই ২. গলাবাজি নেই ৩. কথাবলার সময় ধৈর্য নিয়ে থাকা ৪. সত্যিকার অর্থে এমন আলোচনা মানুষের মধ্যে জ্ঞানের আলো নিয়ে আসে। কৃতজ্ঞতা - স্যার সলিমুল্লাহ খান, হায়াৎ মাহমুদ এবং আতাউর রহমান।❤❤❤
যথার্থ আলোচনা কারন ১. তর্কাতর্কি নেই ২. গলাবাজি নেই ৩. কথাবলার সময় ধৈর্য নিয়ে থাকা ৪. সত্যিকার অর্থে এমন আলোচনা মানুষের মধ্যে জ্ঞানের আলো নিয়ে আসে। কৃতজ্ঞতা - স্যার সলিমুল্লাহ খান, হায়াৎ মাহমুদ এবং আতাউর রহমান।❤❤❤
আতাউর রহমানের মত এমন অল্প শিক্ষিত লোক পুরো অনুষ্ঠানকে ম্লান করল।আসা করি ডিবিসি চ্যানেলব এসব এমন গুরুত্বপূর্ণ আলোচনায় তাকে পরিহার করে যোগ্য কাউকে ভবিষ্যতে আনবে।
কবি হিসাবে তিনি যেমন মাথার তাজ ঠিক তেমনি ভাবে ব্রিটিশ দালালির জন্যে তিনি প্রশ্নবিদ্ধ, নেতাজী সুবাস চন্দ্র কিংবা কবি নজরুল দের মতোকরে রবীন্দ্রনাথ ঠাকুরের তেমন কোন ভুমিকা ছিলোনা
জানিনা জনাব আতাউর রহমানের মধ্যে ভিন্ন কি দেখলেন?? একেক জন একেক দিক নিয়ে কথা বলেছেন এখানে। সমস্যা আতাউর রহমান না আপনার। তাছাড়া আপনারা যাদের নিয়ে মন্তব্য করছেন তাদের ধারে কাছেও যাওয়ার যোগ্যতা আপনাদের নেই।
@@omarfaroque3022 tui nije akta thag , abivokto Bharotborsher na itihaas janis na vugol! Kon sahose mukh khulis tora? Toder bap dadader sobar hath hinduder rokte rokto ronjit! Koti koti hindu mere tora desh vaag korechhili!haramzada! Beta mosla! Islam Islam Kore Bharot vager purodha chhili tora! Neche neche Pakistan giechhili, bedom prohar jokhon kheli, ei Bharot e abar bachalo toder ! Fer jodi baje bokis mere chamra tule debar o khomota rakhi amra!
বাংলা কখনোই ভারতের অন্তর্ভুক্তি ছিল না। মোঘল আমলে বাংলাদেশ স্বাধীন ছিল। মোঘলরা বাংলাদেশ শাসন করেনি ।মোঘলদের আগেও বাংলাদেশ স্বাধীন ছিল। অর্থাৎ বাংলাদেশ ভারতের অন্তর্ভুক্তি ছিল না। কিন্তু ব্রিটিশরা এসে বাংলাদেশ দখল করে ভারতে যোগ করে। ইতিহাস আগ জান গাধার বাচ্চারা
অসাধারণ, অনেক মস্তিস্ক পুষ্টির উপকরণ আছে এই পর্বটিতে। যেমন আবেগ আছে, তেমন যুক্তি আছে। নিজের বক্তব্য (শক্তি,সাম্রাজ্য)প্রতিষ্ঠার লক্ষ্যে চুলোচুলি বিহীন পর্ব। এপার বাংলার বোলপুর থেকে বক্তাদের নমস্কার জানাই।
একটিই প্রশ্ন ছিল সঞ্চালিকার, বোদ্ধা তিন , উত্তর শূন্য ! স্ব প্রতিভা, মুন্সিয়ানা , ভালোলাগার বাগম্বর বহুল আলোচনা , এই আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চা, যা বিশাল জনগণ থেকে নিজেই নিজেকে বিচ্ছিন্ন করে প্রতিকূল পরিস্তিতির আবহ নির্মাণ করে চলেছে। ভালো আলোচনা হতে পারতো !
বাংলা সাহিত্যের অধ্যাপক কিন্তু কত দুর্বল জানায় এবং যথাযথভাবে প্রকাশে! বাংলা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কিন্তু এদেশে হুমায়ূন স্যার ছাড়া অন্য কোনো উঁচুমানের ও দরের লেখক সৃষ্টি হয় হল না ।
আতাউর রহমনকে ধন্যবাদ । রবীন্দ্রনাথকে নিয়ে সঠিক আলোচনা করতে হলে নিজের ধর্ম পরিচয়, দেশ পরিচয় ভুলে গিয়েই তা করতে হবে । রবীন্দ্রনাথের কোন কোন সৃষ্টির/ কথার ভূল ব্যাখ্যা বিদগ্ধ , জ্ঞানী অধ্যাপকের মুখে শুনলে দুঃখ হয় ।
Allah says in the Qur'an (interpretation of the meaning): "Allah is He Who created you in (a state of) weakness, then gave you strength after weakness, then after strength gave (you) weakness and grey hair. He creates what He wills ..." [Ar-Rum, 30:54]
এই টক সো কি কেউ ২০২৩ এসেও দেখবে, মানুষ রুচি বোধ কি আসলেও আগের মতো আছে কি না। যারা দেখবে তারা নিশ্চিয়ই অত্যন্ত রুচিশীল ব্যক্তি। 😊😊
Watching this episode for 3rd time.
স্যার সলিমুল্ল্যাহ সাহেবের লেকচার গুলো শুনলে অবাক হয়ে শুধু শুনতে মন চায়।
perfect
SIR SALLIMULLAH HAS NO KNOWLEDGE OF RABINDRA NATH * , HE IS JUST A DEBATER *
ঠিক বলেছেন ।
@@silvershinemoon1146 Zzkkkzkkkkzkkkzzkzzkzzkkkkzkkzkzzzzkzzkzkkkkkkzzkzzzzkzzzkkkkzzzzzzkzkkkkzkkzkzkzkzkkkkkkkzkzzkkkkzkzzkzkzkzkzkkkkkkzzkkkkzkzzkkzzzkzkkzzzzzkzkzzzkkkzzzkkkzzkzzkkzkkkzzkkkkkkkkkzkkkzkkzkzzkkkkkkkkkzzkzkkkkkkkkkkkkkkzzkkkzkzzzkkkkkzkkzkkkzkzkzkzkzkkkkz(zk"zkzk"zzkkkkkkkzzzkkkzzzzkkkkkkzkzzzzkzkzkkkkkzkkzkkzkkzkzzkzzzzzzzzkzzkzzkzzzkkzkkkkzzzzzzkkkkzzkkkkkzkzzzkzzzkzzzkkzzzzkzzkzzkkzkkkkzkzzzzzkkzzkkzzzkkkzzzzkkzkkzzzkzkzkkzzzkzkkkzzzkkkkzzkkzkzkkkkkzkzkzkkkkkzkzzzzzzkzkkkkkzz""zzz"zzzzzzzzz"zzz""""z"zzzzz""zzzz"zz""zzzzzzzzzzzkk"z(
sir sallimullah is male version of Mamamta banerjee *
জীবন্ত লাইব্রেরি যেন কথা বলছেন। আল্লাহ তায়ালা উনার নেক হায়াত, knowledge আরো বাড়িয়ে দিন
আমিন
জীবন্ত লাইব্রেরী কথা বলছে এই ভাবনাটা ভাবাই তো মূর্খতার চরম দৃষ্টান্ত রবি ঠাকুর যা অর্জন করেছেন সবই লালন ফকিরের দান এটা প্রতিষ্ঠিত সত্য
আলোচনায় সলিম ভাইএর বিশ্লেষণ খুব নতুন কিছু কথা বলেছেন, দেশভাগ ও ব্রিটিশ বিরোধী সংগ্রাম নিয়ে। সেভাবে অনেকে আগে ভাবেনি। অনুষ্ঠানের অ্যাংকর বারে বারে মাটি করেছেন আলোচনার গতি।
আপনি যথার্থই বলেছেন।
Amr o tai mone holo
উনি জানা কথা বলেছেন। এত অল্প সময়ের জন্য স্যার সলিমুল্লাহ খান পুরো ব্যাপারটা তুলে ধরতে পারেননি। রবীন্দ্রনাথ কে জানার অনেক বাকি আছে। ৪১ মিনিটে রবিঠাকুর কে জানা যায় না।
ড সলিমুল্লাহ খান স্যার সত্যিই জানেন। স্যারের দীর্ঘায়ু কামনা করছি।
সলিমুল্লাহ স্যারের ধৈর্য সত্যিই অনেক, ক্যাম্নে সহ্য করলেন তাদের🙄
একদম
Amio tsi vabchi! Baki dui jon boroi oshojjo!! Na Jane ja hoy. Salimullah Khan shaheb eka bollei onek valo hoto.
বড়োদের ধৈর্যশীলতা একটা স্বাভাবিক গুণ।
শুধু ডঃ সলিমুল্লাহ স্যার কে নিয়ে এই বিষয়ে একটি অনির্দিষ্ট সময়ের আলোচনা উচিৎ বলে আমার মনে হয়। কারণ অসংখ্য তথ্য এবং যুক্তি এখানে তিনি বাকি দুজনের জন্য উপস্থাপন করতে পারেন নি। ভারত থেকে ধন্যবাদ আপনাদের এ ধরনের আলোচনার জন্য।
Dr. Salimullah Khan as usual was very informative and full of facts while giving his analysis based on facts. A true intellectual. Most of us respect Tagore greatly. But we also have a tendency to glorify a person beyond reality.
Dr Salimulla Khan is a Pakistani in his mind.
@@DipakBose-bq1vv fact is very hard to handle😂😂some will say pakistani and sometimes they will make you indian!
@@DipakBose-bq1vv go back to your India.
@@ramaaddel353 When your parents have serous health problem, you also have to bring them to India for medical reasons.
Nobody forces you to glorify a person. But do you have any alternative?
ভারত থেকে....... সলিমুল্লাহ সাহেব সুন্দর বললেন..... বাকী দুজন বেমানান
আপনাকে ধন্যবাদ
apnaka dhonnobad
From India occupied bangladesh theke
আসাধারন
বর্তমানে তার ধারে কাছে কেউ না....স্যার সলিমুল্লাহ
বাঙালি হিসেবে এটা সত্যি সবচেয়ে গর্বের বিষয় , একজন বাঙালি লেখক দুটো দেশের জাতীয় সংগীত এর রচনা করেছেন।।।।
গাধার মত কথা। জানার অনেক ঘাটতি। সেই সাথে আছে বাঙলার স্বাধীনতার বিরোধি ও ভারতিয় জাতিয়তাবাদে বিশ্বাসিকে আমাদের জাতিয়তাবাদে আবিষ্ট করবার জোর অপচেষ্টা
। বিচারপতি হাবিবুর রহমান" একজন ভারতিয় বাঙালির আত্মসমালোচনা" বই এ মহাজাতি সদনে রবীঠাকুর কি বলেছিলেন, তা পড়ে দেখতে পারেন। আর বিশ্বভারতী থেকে প্রকাশিত চিঠিপত্র খন্ড ১১ পৃষ্ঠা ২০১ দয়া করে পড়ুন ও অন্যান্য নেড়ের বাচ্চাদের পড়তে বলুন। সেখানে ১৯৩৯ সালে রবী বাবু অমিয় চক্রবর্তিকে লিখছেন....বাংলাদেশে মুসলমান আধিপত্য পাকা হয়েচে--খুশি হয়েছেন কর্তারা, কিন্তু একদিন সময় আসবে যখন মোটা অঙ্কে বিল চুকোতে হবে। সকল রবী ভক্ত নেড়ে মুচি মুসলমানেরা জানুন বুঝুন আর ভাবুন
@@imtiazali8769 ei rabi thakur hindu muslim er moddhe rakhi bandhan utsab suru kore chilen...
Sobsomoy hindu muslim dondho na vebe majhe majhe ektu monussotto niye vabun,dekhben mon o sorir valo thakbe.....
আতাউর রহমান স্যার আবেগে টইটুম্বুর, হায়াৎ মামুদ স্যারকে তো বলতেই দেয়া হলো না!!! সত্যিকার রাজনৈতিক বিশ্লেষণ শুধু সলিমুল্লাহ স্যারই করলেন ❤❤❤
Hayat Mamud Saheb to prosno e valo moto vuje nai mone hocchilo.
আলোচনা হোক আর বিতর্ক আলোচনা হোক ডঃ সলিমুল্লাহ খান একাই যথেষ্ট ওনার জন্য মন থেকে দোয়া রইল আপনার মত জ্ঞানী মানুষের দরকার রয়েছে আর বাকি যারা দুজন এসেছে জানিনা তাদের উদ্দেশ্য কি আর তারা কি বলতে কি বুঝাতে চেয়েছে স্যারের জন্য দোয়া রইল ডক্টর সালিম উল্লাহ খান
আমি জন্মসুত্রে কলকাতা নিবাসী, পিতার জন্মস্থান নোয়াখালী, নোয়াখাইল্লা অনও ভুলি ন। রবীন্দ্রনাথ তাঁর অপূর্ণতা সম্বন্ধে সচেতন ছিলেন। "আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সাড়া তার জাগিব তখনি― এই স্বরসাধনায় পৌঁছিল না বহতর ডাক, রয়ে গেছে ফাঁক।"――ঐকতান
রবীন্দ্রনাথ রক্তমাংসের মানুষই ছিলেন, তাকে সমালোচনার উর্ধ্বে ঈশ্বর-ভগবান টাইপের কিছু বানানোর চেষ্টা বিরাট ভুল। কিন্তু অপূর্ণতা তাঁর থাকলেও বেশির ভাগ সাধারণ মানুষের চেয়েই অনেক দিক দিয়ে তিনি অনেক বেশি পূর্ণ ছিলেন বৈকি!!!
মূর্খ, এখানে কোথায় পেলি যে উনি ভগবান - ঈশ্বর টাইপ বানাইছে?
রবীন্দ্রনাথ কে ছাড়িয়ে গেছে এমন কবি সাহিত্যিকের জন্ম হয়নি। যারা একথা মানিনা তারা কোন দিন রবীন্দ্রনাথ পড়িনি। রবীন্দ্রনাথ বাংলার ঐতিহ্যের অংশ
অসাধারণ কথা বলেছেন, আপনার বক্তব্যের সমর্থনে বলি, মনের সংকির্ণতা নিয়ে বিশাল কে মাপতে গেলেই বিপদ। যেটা এখন হচ্ছে।
স্যার সলিমুল্লাহ খানের দীর্ঘায়ূ কামনা করি,,উনার মতন হাজারো মেধাবী দেশপ্রেমিক শিক্ষকরা থাকলে আমাদের দেশটার সত্যিকারের উন্নতি হইতো
সলিমুল্লাহ স্যারের কথাই বরারবই মুগ্ধ হয়।এবং ওনার গভীর তত্ব বহুল আলোচনা আর বাংলাভাষা এবং বাংলাদেশির মধ্যে যে পার্থক্যের সুন্দর বিশ্লেষন আর কেউ করতে পারে বলে মনে হয় না
সলিমুল্লাহ স্যার যুক্তি বা প্রশ্ন বাকি কেউ বুঝতে পারে না।।সলিমুল্লাহ স্যারকে অন্তর থেকে শুভকামনা।।
❤️❤️❤️ Salimullah khan sir. Brilliant
যারা হাইস্কুলের শিক্ষকদের মত তাদের বিভাজন করছেন, তাদের আবার চিন্তা করা উচিৎ।
যাকে ভালোবাসি তাকে সমালোচনা করা দোষের কিছু না, সলিমুল্লাহ স্যার এইরকম একজন। বাকি দুজন ও অসাধারণ ব্যক্তিত্বে রবীন্দ্র বোঝাপড়ায়।
সলিমুল্লাহ সাহেব দারুণ! বৃটিশ তাড়াতে বাঙালির অবদান অ নে ক। জীবনের খেলাঘরে' বইটি পড়তে নিবেদন।
mufty nrullah বৃটিশ বিরোধী আন্দোলন শুরুই হয় বাংলায়
mufty nrullah কে লিখেছেন?
@@farhadahmed3878 মহিউদ্দিন খান
The anti-British movement was organized by the Hindu-Bengalis while Muslim Bengalis, both Fazalul Haq, Surawarddy, Khaja Najjubuddin, were involved in the anti-Hindu movement.
@@DipakBose-bq1vv আন্ড বাঙালী হিন্দুস ওয়াজ দ্যা ফার্স্ট ডিক রাইডারস অফ ব্রিটিশ কলোনাইজারস। দে হেলপড দেয়ার মাস্টারস টু কনকার দিস কান্ট্রি
সলিমুল্লাহ স্যার এর কথা ভালো লাগলো ❤
শ্রীমান সলিমুল্লাহ্ খান যথেষ্ট তথ্য যুক্ত যুক্তি দেন। খুব ভালো লাগে শুনতে। উনি প্রচুর বই ও পড়েছেন , বোঝাই যায়। তাকে সুবক্তা না বললে নিরপেক্ষ হওয়া যায় না। খুব সুন্দর মানুষ একজন। তবে কোথাও যেন তার মধ্যে ভারত বিরোধী মানসিকতা লক্ষ করা যায়।
আপনি এখনো নিরপেক্ষ মননের হতে পারেন নি। তাই আপনার মনে হচ্ছে স্যার ভারতবিরোধী। যা সত্য তাই মানার চেষ্টা করুন।
একটা উপলব্ধি স্পষ্ট করছে যে, জ্ঞানী মানুষের কথাশুনলে অনেক জ্ঞান অর্জন করা যায়।আমি পুরো অনুষ্ঠানটি মনযোগ সহকারে শুনেছি।এবং অনেক অজানা তথ্য আমাকে অনুপ্রাণিত করেছে।।
যথার্থ আলোচনা কারন
১. তর্কাতর্কি নেই
২. গলাবাজি নেই
৩. কথাবলার সময় ধৈর্য নিয়ে থাকা
৪. সত্যিকার অর্থে এমন আলোচনা মানুষের মধ্যে জ্ঞানের আলো নিয়ে আসে।
কৃতজ্ঞতা - স্যার সলিমুল্লাহ খান, হায়াৎ মাহমুদ এবং আতাউর রহমান।❤❤❤
যথারীতি সলিমুল্লাহ স্যার, নিজের আলো দ্বারা সবাইকে ছাড়িয়ে গেলেন
6 ft height cannot assess 6"
যথার্থ আলোচনা কারন
১. তর্কাতর্কি নেই
২. গলাবাজি নেই
৩. কথাবলার সময় ধৈর্য নিয়ে থাকা
৪. সত্যিকার অর্থে এমন আলোচনা মানুষের মধ্যে জ্ঞানের আলো নিয়ে আসে।
কৃতজ্ঞতা - স্যার সলিমুল্লাহ খান, হায়াৎ মাহমুদ এবং আতাউর রহমান।❤❤❤
হায়াত সাহেবতো ভাষাই খোঁজে পাচ্ছেনা ওনাকে মাফ কেরন।
ইতিহাস, রাজনীতি, বিজ্ঞান ওধর্ম বিষয়ে অসচেতন আতাউর রহমান সাহেবের আলোচনা থেকে আমরা কি শিখবো। সলিমুল্লাহ স্যারের আলোচনায় আমরা মন্ত্রমুগ্ধ।
শুধু সলিমুল্লাহ সারের কথা ভালো লেগেছে কিন্তু বাকি দুজন একেবারেই বিরক্তিকর।
স্যার...সলিমুল্লাহ কে যত শুনি তত শুনতে ইচ্ছে করে।
আতাউর রহমানের মত এমন অল্প শিক্ষিত লোক পুরো অনুষ্ঠানকে ম্লান করল।আসা করি ডিবিসি চ্যানেলব এসব এমন গুরুত্বপূর্ণ আলোচনায় তাকে পরিহার করে যোগ্য কাউকে ভবিষ্যতে আনবে।
Dr. Salimullah sir, great 100% agree with you.
Great sir Great sir .....Salute sir স্যার সলিমুল্ল্যাহ ....wow wow wow
জ্ঞানী ব্যাক্তি দের কথা গুলো শোনে খুব ভাল লাগল ৷ ধন্যবাদ রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে এত সুন্দর অনুষ্ঠান করার জন্য ৷
আতাউর রহমানকে খুব জ্ঞানী এবং সহিষ্ণু বলে জানতাম, কিন্তু এ আলোচনা শুনে সেটি নিয়ে প্রশ্ন ...
ISLAM IS THE BIGGEST PROBLEM , YOU NEED TO KNOW THAT ISLAM CAN NEVER CHANGE YOUR HINDU GENETICS .
উনি সবসময়ই মুখস্ত 😂
Awami silent supporter he is,I think
@@skylark304 hinduism can changes his own genetics by accepting islam
স্যার,সলিমুল্লাহ খানের আলোচনা অসাধারণ।আতাউর রহমান বিষয় না বুঝেই কথা বলেছেন।
স্যার সলিমুল্লাহ খাঁন সারা বাংলাদেশের গর্ব
Sir solimullah salute you are sensible and brilliant ❤️from United Kingdom 🇬🇧
Welcome ডঃ সেলিমুল্লাহ
সৈয়দ মুজতবা আলি লিখেছেন, “ভবিষ্যতের মানুষ বিস্মিত হবে এহেন বঙ্গদেশে কি ভাবে রবীন্দ্রনাথ সম্ভব হল।”
কবি হিসাবে তিনি যেমন মাথার তাজ ঠিক তেমনি ভাবে ব্রিটিশ দালালির জন্যে তিনি প্রশ্নবিদ্ধ, নেতাজী সুবাস চন্দ্র কিংবা কবি নজরুল দের মতোকরে রবীন্দ্রনাথ ঠাকুরের তেমন কোন ভুমিকা ছিলোনা
@@publiccomments6131 রবীন্দ্রনাথ ছিলেন সাম্প্রদায়িকতা ও প্রদেশিকতার ওপরে।
জালিয়ানবালা হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি তার ব্রিটিশ খেতাব ফিরিয়েদেন।
@@publiccomments6131 সে তো বঙ্গবন্ধুও মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানে ছুটি কাটাচ্ছিলেন।
@@publiccomments6131subhash not subash.Tagore s contribution to village economy is big.
সলিম উল্লাহ খানের খানের প্রতিটি কথাই যুক্তি যুক্ত ।মজাদার বুঝার মতো।
সলিমুল্লাহ স্যারের প্রজ্ঞা সত্যিই অসাধারন। তার বক্তব্য শুনলে মনে হয় যদি আমাদের আরও সলিমুল্লাহ থাকতেন
ডঃ সলিমুল্লাহ খান ছাড়া অন্য দুই জন কি বললেন তার মাথা মুণ্ডু কিছুই বুঝতে পারলাম না।
Mohammed Kasem
Vai bujben ke vabe.....ora jai bolse .... ora nijera e buje na...
@@bashirakhond5780 yes you hit the nail right on target. !00%
@@ramaaddel353 .....
Mohammed Kasem ড়০দধ০ধ০গ০০ড়ড়০৯০ড়ড়ড়০ড়ড়ড়০ড়০০ড়৯টড় :::।।।দ
DR. SALLIMULA IS NOT LITERALLY EDUCATED .
সলিমুল্লাহ খান মিটিমিটি হাসে😂😂
আতাউর সাহেব এখনো পাকিস্তানি শাসনের হ্যাংওভার কাটিয়ে উঠতে পারেননি
হাহাহা ।। ।
Ataur Rahman is only one who knows Rabindranath, in detail.
Hehehehehehe 😂😂😂😂😂
@@DipakBose-bq1vv Who cares what he knows . He is a dick head.
@@DipakBose-bq1vv A lot of other people do too...
তিন পাগলের মাঝে, সলিমুল্লাহ খান বিপদে
তিন পাগল বলতে তো সলিমুল্লাহকেও বুঝাচ্ছে...
হবে দুই পাগলের মধ্যে...
@@hassan_5248 মেয়টাও তো
@@শাফায়াত-র৯ঙ তা বৈকি!
স্যার সলিমুল্লাহর কাছে তাদের অনেক শেখার আছে।।।মানে তারা তার কাছে ছাত্রমাত্র।।।।
স্যার সলিমুল্লা আজীবন সালাম নিবেন
সমস্যা হল আতাউর রহমান সাহেবরা ভিন্ন মতের সহ্য করতে পারে না ।।।।
এই শালারাই তো দেশটির বারোটা বাজাচ্ছে।
জানিনা জনাব আতাউর রহমানের মধ্যে ভিন্ন কি দেখলেন?? একেক জন একেক দিক নিয়ে কথা বলেছেন এখানে। সমস্যা আতাউর রহমান না আপনার। তাছাড়া আপনারা যাদের নিয়ে মন্তব্য করছেন তাদের ধারে কাছেও যাওয়ার যোগ্যতা আপনাদের নেই।
আমাদের সলিমুল্লাহ স্যার এর যৌক্তিক বিশ্লেষণ যেমন শুনতে হবে, ঠিক তেমনি বাকি দুজন বক্তার আবেগের জায়গাটাও উপলব্ধি করতে হবে। এদুয়ে মিলেই আমরা মানুষ।
Right Both Party Conversation is correct
Prof. Salimullah Khan has a scientific outlook that helps him evaluate things so impersonally.
সুন্দর আলোচনা করেছেন, সবাই।রাজকাহনকে অভিনন্দন।ভারত
রবীন্দ্রনাথ ছিল... বাংলা দেশের সাধীনতার বিরুদ্ধাচার লোক ছিল...সলিমুললাই স্যার সত্যি কথা বলেছেন...
রবীন্দ্রনাথ মারা গেলেন 1941 এ , বাংলাদেশের জন্ম হল 1971 এ । আপনার লজিক বুঝলাম না
রবি ঠগ ১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরোধিতা করে বাংলাদেশের বিরোধীতা করেছে
@@omarfaroque3022 বাংলাদেশ অবিভক্ত ভারতের অংশ ..কেউ দেশের ভাগ কেন চাইবে ?
@@omarfaroque3022 tui nije akta thag , abivokto Bharotborsher na itihaas janis na vugol! Kon sahose mukh khulis tora? Toder bap dadader sobar hath hinduder rokte rokto ronjit! Koti koti hindu mere tora desh vaag korechhili!haramzada! Beta mosla! Islam Islam Kore Bharot vager purodha chhili tora! Neche neche Pakistan giechhili, bedom prohar jokhon kheli, ei Bharot e abar bachalo toder ! Fer jodi baje bokis mere chamra tule debar o khomota rakhi amra!
বাংলা কখনোই ভারতের অন্তর্ভুক্তি ছিল না। মোঘল আমলে বাংলাদেশ স্বাধীন ছিল। মোঘলরা বাংলাদেশ শাসন করেনি ।মোঘলদের আগেও বাংলাদেশ স্বাধীন ছিল। অর্থাৎ বাংলাদেশ ভারতের অন্তর্ভুক্তি ছিল না। কিন্তু ব্রিটিশরা এসে বাংলাদেশ দখল করে ভারতে যোগ করে। ইতিহাস আগ জান গাধার বাচ্চারা
ভালো লাগল। সত্যি বলতে উনারা রবীন্দ্রনাথ সম্পর্কে যা জানেন সেই তুলনায় আমি কিছুই জানি না।
এত স্বল্প সময়ে এমন আলোচনা সম্ভব নয়, ডঃ সলিমুল্লাহ স্যার'র সাথে অন্য একজন বিজ্ঞ আলোচক হলেই পূর্নতা পেতো।
প্রভাতে সূর্যের উদয় হয় এই পৃথিবীতে। যে ঘরের বাইরে এসে সূর্যের দর্শন করতে হয়। নতুবা দর্শন হয় না। রবীন্দ্রনাথ ঠিক সূর্যের মতো।
পাশে ২জন গাধা বসে আছে। ডঃ সলিমুল্লাহ স্যার কে ধন্যবাদ।
Ataur Rahman is only one who knows Rabindranath, in detail.
বাহ! কয়েক মিনিটের কথা শুনে দুইজন লোককে গাধা ঘোষণা করছেন? নিজেকে কী মনে করেন,সক্রেটিস?
Vai mohidul vayer onk gener ovab
হায়াত মামুদ কে চিনো?
@@রায়ানআহমেদ-শ১ল yes
জীবন্ত ইতিহাস বই একজন সলিমুল্লাহ স্যার
আমার প্রিয় মানুষ গুলোর মধ্যে একজন প্রিয় মানুষ ড. সলিমুল্লা স্যার
অসাধারণ, অনেক মস্তিস্ক পুষ্টির উপকরণ আছে এই পর্বটিতে। যেমন আবেগ আছে, তেমন যুক্তি আছে। নিজের বক্তব্য (শক্তি,সাম্রাজ্য)প্রতিষ্ঠার লক্ষ্যে চুলোচুলি বিহীন পর্ব।
এপার বাংলার বোলপুর থেকে বক্তাদের নমস্কার জানাই।
true
একটিই প্রশ্ন ছিল সঞ্চালিকার, বোদ্ধা তিন , উত্তর শূন্য ! স্ব প্রতিভা, মুন্সিয়ানা , ভালোলাগার বাগম্বর বহুল আলোচনা , এই আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চা, যা বিশাল জনগণ থেকে নিজেই নিজেকে বিচ্ছিন্ন করে প্রতিকূল পরিস্তিতির আবহ নির্মাণ করে চলেছে। ভালো আলোচনা হতে পারতো !
কথা সত্য। দিনশেষে জনসাধারণের বোধগম্য হয় না কিছুই। গুণীজনের জ্ঞানগর্ভ কথার বাহ বাহ শুধুই।😢
সলিমুল্লাহ খান মনে মনে বলছেন "কোন চিড়িয়াখানায় আসলাম রে ভাই"🤣
সঠিক বলছেন।
এরা একজনও সলিমুল্লাহ স্যারের সাথে আলোচনা করার জন্য উপযুক্ত পাত্র নয়।
সলিমুল্লাহ স্যার সঠিক কথা বলেছেন।
কি ব্যাক্তিজীবনে, কি রাস্ট্রীয় জীবনে আমরা জীবন সংকটে উত্তোরনের মন্ত্র প্রার্থনার জন্য আমরা রবীন্দ্র নাথের দ্বারস্থ হই।
সলিমুল্লাহ স্যার যেভাবে বলেন একজন সাধারণ মানুষ খুব সহজে বুজতে পারবে কিন্তু বাকি বক্তারা যা শুরু করেছে তাদের কথা বুজতে PhD করতে হবে
তাও ভারত থেকে phd করতে হবে।
@@zahidsorker1966bujhlam naa
শুধু সলিমুল্লাহ স্যার আসলেই হতো।❤️
আতাউর রহমান খুব বিরক্তিকর আচরণ করছেন।
স্যার সলিমুল্লাহ খান সঠিক কথাই বলছেন।। ♥️🇧🇩♥️
Only Salimullah sir is to the point ❤
Phenomenal Mr. R. Rahman. What a deep understanding and analysis!!
Convoluted Dr. Salimullah.
BDC News এর প্রতি পরামর্শ: Please bring people who have similar kind of wisdom. There are some people here who are not able to talk sense!
ধন্যবাদ সবাইকে। সাংবাদিক। মহিন উদ্দিন ভাই। অসাধারণ একজন। ভাষা পন্ডিত। আমাদের দশক দের। সামনে। ভাষা আর রাষ্ট্র।বয়স । তুলনা হাজির করা।
Solimullah sir is lots of knowledgeable, Ataur Rahman need to read Rabindra Rochonaboli full.
হায়াৎ মাহামুদ স্যারের "ভাষা শিক্ষা" বই টি স্কুল - কলেজে পড়েছিলাম প্রথম স্যারের কোনও টক শো দেখে ভাল লাগল ৷
এইখানে যেসব ছাগলরা ওনাকে গালাগালি করে কমেন্ট করছে তারা ওনার গু-মুত খাওয়ারও যোগ্যতা রাখে না!!!
বাংলা সাহিত্যের অধ্যাপক কিন্তু কত দুর্বল জানায় এবং যথাযথভাবে প্রকাশে! বাংলা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কিন্তু এদেশে হুমায়ূন স্যার ছাড়া অন্য কোনো উঁচুমানের ও দরের লেখক সৃষ্টি হয় হল না ।
সলিমুল্লা স্যার সাথে দুটো বুড়ো ভাম ও বিশ্ব পাঠা ও পোযাতী গাভী
সলিমুল্লাহ খানের কথা শুনতেই মন চায়।কী লিজেন্ড রে ভাই
আতাউর সাহেব, আপনার শেষে রহমান আছে কিন্তু প্রথমে মোহাম্মদে এলার্জি কেন?
আজকের আলোচনাটি চমৎকার হয়েছে।
আমাদের বহু না পাওয়ার মধ্যে একটি পাওয়ার নাম সলিমুল্লাহ স্যার
That anchor is so loud and interfaring. She is downright disturbing and aggressive.
perfect Rajib bhai (it's Tanu)
She's disgusting
প্রজ্ঞার আরেক উদাহরণ ড.সলিমুল্লাহ স্যার,
একাডেমিক সলিমুল্লাহ স্যারের সাথে অল্পজানা আতাউর সাহেবরা যায় না!!
Thank you DBC .Big fan of you from U Dinajpur (India).
পশ্চিম দিনাজপুরের সবাইকে ভালোবাসা ফ্রম পূর্ব দিনাজপুর (বঙ্গদেশ)
আতাউর সাহেব, আপনি এখনো নাবালকই রয়ে গেছেন।
Sir Salimullah Khan 🔥🔥🔥
সলিমুল্লাহ সাহেব িএকাই আসা উচিত ছিল। অন্যদের সাথে উনার বসা ঠিক না
What a wonderful treat! Thanks for presenting such a scholastic discourse on Tagore.
Great solimullah sir💗
After a longtime I could listen to such a mesmerising TV discussions which like others has enloghtened me immensely.
Yes
কতিপয় রবীন্দ্রান্ধ আবেগীয় রোগগ্রস্ত ।
You are Muslims, Rabindranath has nothing to do with you. You do not deserve him.
@@DipakBose-bq1vv PRODUCT OF SONAGACHI.
WHY YOU ALWAYS BRING RELIGION HERE .You gothis are shameless Islamophobia mean Bastard.
Tui e rogogrsto, manosik chikitsar dorkar tor!
@@DipakBose-bq1vv You don't deserve him either considering the politics in your country!
অনেক সমৃদ্ধ হোলাম। অনেক উঁচু মান এর আলোচনা। DBC channel ও সঞ্চালিকা কে অনেক ধন্যবাদ একটা সুন্দর আলোচনা উপহার দেবার জন্য।
স্যার এর কথা যারা বুঝতে পারেনা যে স্যার সলিমুল্লাহ কি বলছেন, এমন মানুষকে একই অনুষ্ঠানে ডাকার কোন মানে হয় না।
বয়সে বড় হলেই তো অার বেশি জানা যায় না!!!
অসংখ্য ধন্যবাদ।
যুক্তিগত কথা শুধু একজনেই বললো
আতাউর রহমনকে ধন্যবাদ । রবীন্দ্রনাথকে নিয়ে সঠিক আলোচনা করতে হলে নিজের ধর্ম পরিচয়, দেশ পরিচয় ভুলে গিয়েই তা করতে হবে । রবীন্দ্রনাথের কোন কোন সৃষ্টির/ কথার ভূল ব্যাখ্যা বিদগ্ধ , জ্ঞানী অধ্যাপকের মুখে শুনলে দুঃখ হয় ।
ডঃ সলিমুল্লাহ খান একাই একশ
Allah says in the Qur'an (interpretation of the meaning): "Allah is He Who created you in (a state of) weakness, then gave you strength after weakness, then after strength gave (you) weakness and grey hair. He creates what He wills ..." [Ar-Rum, 30:54]
বাহ দারুণ. খুব ভালো লাগলো
জার্মানী থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ
বাংলায় সলীমুল্লাহ স্যার ও আহমদ ছফা একজনই ! একে ওপরের পরীপূরক
বঙ্গবন্ধুর সোনার বাংলা আর রবীন্দ্রনাথের সোনার বাংলা এক নয়।