রোলার কোস্টার থেকে কীভাবে পড়ে গেলো রাব্বি? হৃদয় বিদারক দৃশ্য! | Roller Coaster

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ค. 2022
  • শ্যামপুর ইকোপার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারে এখন শোকের মাতম। ঢাকা মেডিকেলে নিহতের স্বজনরা জানায়, বন্ধুর সঙ্গে ঈদের আনন্দ উদযাপনে ঘর থেকে বেরিয়েছিলো রাব্বি। ফিরলো লাশ হয়ে। পার্ক কর্তৃপক্ষের গাফিলতির দিকে অভিযোগ পরিবারের। যদিও তারা বলছে, সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে।
    Enjoy and stay connected with us:
    Subscribe to Jamuna Television on
    TH-cam / jamunatvbd
    Like Jamuna Television on
    Facebook
    Follow Jamuna Television on
    Twitter / jamunatv
    For More update visit www.jamuna.tv
    #JamunaTV #Jamuna_Television #Roller_Coaster

ความคิดเห็น • 2.4K

  • @sk.juborajsonjoy9781
    @sk.juborajsonjoy9781 2 ปีที่แล้ว +744

    এরকম মৃত্যু যেন কারো না হয়....!!

  • @saifgalaxy1313
    @saifgalaxy1313 2 ปีที่แล้ว +63

    এতো কান্নাকাটি না করে আল্লাহর উপর ভরসা রাখুন,,আপনার এই সোনার চাঁদ আপনার নিজের না এটা আপনাদেরকে আল্লাহ আমানত হিসেবে কিছুদিন রেখেছে,,আল্লাহর হুকুমেই আবার না ফেরার দেশে চলে গেছে,,কোন বাবা মার সনৃতান যদি কোন সন্তানের মৃত্যুর শোক সইতে পারে আল্লাহর উপর রাজি থাকে আল্লাহ ও তাকে সন্তানের বদলে জান্নাত দান করবেন।।

  • @streetwalker1488
    @streetwalker1488 2 ปีที่แล้ว +151

    ১২ বছরের বাচ্চা কিভাবে বন্ধুদের সাথে বের হয়ে যায়?

  • @sadekaaktar4786
    @sadekaaktar4786 2 ปีที่แล้ว +30

    পার্ক কর্তৃপক্ষেরও দেখা উচিত সব বাচ্চারা ঠিকঠাক মতো বসেছে কিনা। প্রস্তুতি নিয়ে তবেই চালু করা উচিত।। ঈদের দিনে এরকম ঘটনা সত্যিই দুঃখজনক।।।

  • @user-ip7yt6vi7i
    @user-ip7yt6vi7i 2 ปีที่แล้ว +34

    শ্বাস নিচ্ছি আলহামদুলিল্লাহ

  • @robbaniislambd3177
    @robbaniislambd3177 2 ปีที่แล้ว +104

    একজন বাবার কাছে সবচেয়ে ভারি বস্তুু হলো তার সন্তানের লাশ।

  • @shahinur2442
    @shahinur2442 2 ปีที่แล้ว +11

    আলহাদুলিল্লাহ, নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছি বলে হয়ত শাসন আর ভালবাসা দুটোই পেয়েছি।

  • @keyamoni6698
    @keyamoni6698 2 ปีที่แล้ว +7

    যতবারই এই নিউজটা চোখে পরছে ততবারই কান্না আটকে রাখতে পারছি না।

  • @mayarjale
    @mayarjale 2 ปีที่แล้ว +674

    হে আল্লাহ তুমি এই মাকে ধৈর্য্য দাও।একজন মা কিভাবে মানবে তার সন্তান তার কোলে আর ফিরবে না।

  • @oronno9640
    @oronno9640 2 ปีที่แล้ว +16

    খুবই অদ্ভুত যে একটা মৃত্যুর পরে পার্ক তো চলছেই। মৃত্যুট কারন তদন্ত না করেই রোলার কোষ্টারও চলছে৷ আজব দেশে বাস করি আমরা।

  • @littlerock7595
    @littlerock7595 2 ปีที่แล้ว +43

    আমি যখন ৫ম শ্রেণীতে পড়তাম তখন বাড়িতে বসে বসে কার্টুন দেখতাম 🙂 আর এখন সব বেড়াতে যায় বন্ধুদের সাথে

  • @Maidul
    @Maidul 2 ปีที่แล้ว +3

    এই দূর্ঘটনার পর পার্ক কর্তৃপক্ষ সেখানকার জনপ্রতিনিধির সাথে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন । পার্ক কর্তৃপক্ষ আরো কঠোর ব্যবস্থা নিতে পারেন যেন তাদের আর কোন দুর্ঘটনার সম্মুখিন না হতে হয় সেই ব্যবস্থা নেওয়ার। না হয় যত দ্রুত সম্ভব পার্কটি বন্ধ করে দেওয়ার। সবাই সচেতন থাকবেন। ইনশা আল্লাহ।

  • @jamalhossain8957
    @jamalhossain8957 2 ปีที่แล้ว +73

    সাংবাদিক ভাই এর কথাগুলো খুবই ভালো লেগেছে এমন একটা তাজা প্রাণ চলে গেলো পার্ক কর্তৃপক্ষের লোকের কোনো শোক নেই এমনকি যেই রাইডটিতে পড়ে মারা গেলো সেই রাইডটিও দিব্যি চলছে। খুবই দুঃখজনক।

  • @mdshamimhoossain8800
    @mdshamimhoossain8800 2 ปีที่แล้ว +179

    খুবই হৃদয়বিদারক।

  • @pakosivlogger
    @pakosivlogger 2 ปีที่แล้ว +3

    অনেক দুঃখজনক একটা ঘটনা। তবে যার মৃত্যু যেখানে আছে সেখানে তো হবেই। আল্লাহতায়ালা যেন পরিবারটাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে

  • @GraphicsBulbul
    @GraphicsBulbul 2 ปีที่แล้ว +1

    আল্লাহ ছেলেটিকে জান্নাতবাসি করুন। আর পার্ক কর্তৃপক্ষের আরো সতর্ক হওয়া উচিত, সেই সাথে ছেলেটির পরিবারের পাশে থাকা উচিত.

  • @fivestar8119
    @fivestar8119 2 ปีที่แล้ว +55

    ভবিষ্যতে আর যেন এমন দূর্ঘটনা না ঘটে, সেজন্য ঝুঁকিপূর্ণ এসব রাইডারের প্রটেকশন ব্যবস্থা আরও মজবুত করা প্রয়োজন।

  • @allproslive6710
    @allproslive6710 2 ปีที่แล้ว +81

    একটা সত্যি কথা বলি নিজের কেউ মারা না গেলে কষ্টটা উপলব্ধি করতে পারে না কেউ। পার্ক কর্তৃপক্ষ ভাবতেছে একটা মাত্র ছেলে মারা গেছে কিন্তু ওই একটি মাত্র ছেলে যে একটি পরিবারের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো তারা এখনো বোঝেনি ।

  • @hrsobuj4885
    @hrsobuj4885 2 ปีที่แล้ว

    এটা নতুন কিছু না এই জাতীয় যতরকম জিনিস আছে তার থেকে বিপদ থেকে মৃত্যু ইতিপূর্বেও হয়েছে এবং হবে। দোয়া করি আল্লাহ ঐ ছেলের পরিবারের সবাইকে ধর্য্যধারন করার তৌফিক দান করুন। আমিন

  • @shamimhowlader599
    @shamimhowlader599 2 ปีที่แล้ว +1

    কয়েক দিন আগে ঘুরে এলাম। আর তারপরই এই মর্মান্তিক মৃত্যু। 😭😭😭😰😰😰😰😰