Dear Rafa, A while ago I lost my father. Today when I was listening to this song it reminded me of him. It’s ironic because the first time I listened to this song it felt like a romantic cry and now it feels all different. The excruciating pain you express through your voice and guitar solos brought up pains that I never knew existed in me. The fact that I have to accept this reality that i cannot see him again, that his cold body lies deep inside the ground, and i have to live thousands of miles away from that, and that I can no longer love the blue sky without him- is unbearable. God bless you, Rafa
Im an indian...and im listening rafa since 7 years ago...i would say in india we dont have rockstar like rafa....love u rafa,ur music has so many Chapters belonging in my life...hope u see my comment someday... U r a maestro,living legend.... Love u aaaaaaaaaaa lotttt.💙
Music knows no boundaries my brother. Your comment proves it again. Singers like Raef Al Hasan Rafa represents the world music community as a whole, not only Bangladeshi music community 🙂
আকাশটা ভাঙ্গুক অথবা নাই ভাঙ্গুক উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার হার-জিত আজ এখানেই থাকুক কেমন করে জানি সৃষ্টি হলো পথ চলে যাবার... . তাও, যেখানেই থাকো না কেনো আকাশ ঝলসানো ঐ চাঁদ যদি দৃষ্টি কেড়ে নেয় খানিকের জন্য আমাকে মনে করতে যেও না ভুলে যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস! হারিয়ে যাওয়ার নেই কোনো বাধা... . অনেকটা পথ আগলে রেখে চোখ ধাঁধানো অন্ধকারে ছাড়বো ছাড়বো করে ছাড়া হয় নি তোমার হাত! জানালাতে চুপটি করে আমার গাওয়া গানের কথায় একটু হেসো পারবো না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে! কি বা আসে যায়? এই ক্ষুদ্র মানুষটার কষ্টে! . যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে! এই কি কষ্ট? আবছা শীতল ছায়ার মতো মাঝরাতে থমকে থাকা চাঁদের মতো খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার মতো অথবা বুক কাঁপানো কোনো ভয়ের মতো? . পারবো না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে! কি বা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে? যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে! . পারবো না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে! কি বা আসে যায়? এই ক্ষুদ্র মানুষটার কষ্টে! যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে... ।।
Gotimoy jibon cholbe jiboner thikanay...ghori kata ghurbe , perobe shomoy Thambe na karo poth chola karo opekkhay...mone porbe na shei chole jaya manush tir ktha...janbe na kew taar na pawar btha NISHTHUR PRITHIBI AK , NISHTHUR TAAR NIYOM... GOTIMOY GHORI KATA , BRIDDHO HOCCHE JIBON__ shoto raat jagar golpo gulo lkha hok ak kagojhin diary te... Hariye jaak jibon goti bastotar vire 🙂... Shopnil vabna gulo hariye jabe manushtir sthe...icche gulo bondi robe ondhokaar mrito mone NISHTHUR PRITHIBI AK , NISHTHUR TAAR NIYOM... GOTIMOY GHORI KATA , BRIDDHO HOCCHE JIBON...!! Lyrics of new upcoming rock band ❤❤
00:29 আকাশটা ভাঙ্গুক অথবা নাই ভাঙ্গুক উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার হার-জিত আজ এখানেই থাকুক কেমন করে জানি সৃষ্টি হল পথ চলে যাবার 00:56 তাও, যেখানেই থাকো না কেন আকাশ ঝলসানো ঐ চাঁদ যদি দৃষ্টি কেড়ে নেয় খানিকের জন্য আমাকে মনে করতে যেও না ভুলে যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস হারিয়ে যাওয়ার নেই কোনো বাঁধা অনেকটা পথ আগলে রেখে চোখ ধাঁধানো অন্ধকারে ছাড়বো ছাড়বো করে ছাড়া হয় নি তোমার হাত জানালাতে চুপটি করে আমার গাওয়া গানের কথায় একটু হেসো পারব না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে এই কি কষ্ট? আবছা শীতল ছায়ার মত মাঝরাতে থমকে থাকা চাঁদের মত খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার মত অথবা বুক কাঁপানো কোনো ভয়ের মত? পারব না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে পারব না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে...
একজন বৃদ্ধাশ্রমের মা'কে নিয়ে গান লেখা যিনি সারাজীবন তার সন্তানের জন্য কষ্ট করেছেন সেই সন্তান বড় হয়ে তাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছেন যতোবার গান শুনি মন খারাপ হয়ে যায় বৃদ্ধাশ্রমের বাবা-মার জন্য আসলেই তারা জীবনের শেষ প্রান্তে এসে খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে গেছে ভালো থাকবেন সকল বৃদ্ধাশ্রমের বাবা-মা ♥️
KOSHTO - TRANSLATED TO ENGLISH No matter if the sky shatters or not I have no will to fly away let the wins and losses stay here today Wonder how the road to leave was paved But still... No matter where you are If the dazzling moon of the sky sways your sight even for a moment Don't even try to remember me If pain gets hold of your breath by mistake there's nothing stopping you from vanishing I've tried to keep hold of most of the way in the confusing darkness I've tried to let go time and time again But couln't let go of your hand Please smile a little to the lyrics of the songs I sang when you're silent by your window I won't be able to love the blue sky without you Who cares about the pain of this petty human? Even if tears fall down your eyes Know that I'm not in the land of clouds anymore Is this called pain? Like a confusing cool shade Like the constant moon of midnight Like getting lost in the middle of a huge ocean Or even like a scary feeling that shakes the heart I won't be able to love the blue sky without you Who cares about the pain of this petty human? Even if tears fall down your eyes Know that I'm not in the land of clouds anymore
The moment I heard this about people in old homes , I heard the same again , and I got emotionally torn. This song has completely changed for me now. On the other hand though , Rafa bhai you are a true genius.
Rafa bhai, I lost my dad exactly 361 days ago. Rafa bhai this 361 days, koshto helped me to scream through it, cry and lean on it. God bless you rafa bhai.
প্রিয় রাফা, হঠাৎ নিজেকে একা লাগে। প্রিয়জন অপ্রিয় হয়ে ওঠে। ভালোবাসা অনুভব হয়না। বিষন্ন সুন্দরে ঘিরে থাকা একটা খোলা আকাশের নিচে আমি লক্ষ তারার ভিড়ে আরো একা হয়ে যাই। এমন মুহুর্তে তোমার এই গান আমি অসংখ্য বার শুনেছি। ধন্যবাদ। অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো তোমার প্রতি❤️
আমার জীবনে শোনা শ্রেষ্ঠ গান। এ গানের প্রতিটা কথায় আমার গায়ে কাটা দিয়ে উঠে। এই গান শুনে আমি আপনার গানের পাগল হয়ে গেছি। We love you boss.❤️ ইনশাল্লাহ একদিন লাইভে আপনার গান শুনতে পারবো। আপনার কাছে আপনার গাওয়া গানের কথার আবেগকে তুলে ধরবো। আপনার খোলা গলায় আমার প্রিয় গানটি শুনবো।
Rafa vaiya lost his mother few days ago and this will be the most to painful as well as memorable song to him...cause this song is also about a mother... RIP,the mother who gave a gem like Rafa vai in our Bangladeshi music industry..
আমার প্রিয় মানুষটাকে একবার বলেছিলাম তার কন্ঠে একটা গান শুনব। খুশিতে গিটারটা হাতে তুলে এই গানটা গায়তে থাকে। এখনও মনে আছে,”যদি বৃষ্টি নামে তোমার চোখে, জেনে রেখ নেই আমি আর ঐ মেঘের দেশে” এই লাইন দুটাতে দুজনে চোখে চোখ রেখে কেঁদে দিয়েছিলাম ❤️ হয়তো আমরা একসাথে নেই কিন্তু কেন জানি একটা আশা দেখি এক হয়ে আবার চোখে চোখ রেখে তুমি আমাকে গানটা শুনাবে ❤️
One of the best ! Etto emotions gaan tay ! Etto valobasha gan tay ! Ami live sunsi first TSC. First bar live shune fan hoye gesilam. That killing solo at the end and keyboard works is complete jaw dropping Salute 🤘
When rafa vhai said, "কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষ টার কষ্টে ".. I don’t know why, i'm gona badly miss you. Maybe there was a soul that we had,there was plenty straggles throughout that journey, and nothing else matters.
I really got emotional when I first hear this song. Really great composition. Thank you so much AvoidRafa for making this song. Each and every second I'm enjoying much... ♥️
আকাশটা ভাঙ্গুক অথবা নাই ভাঙ্গুক, উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার হার-জিত আজ এখানেই থাকুক কেমন করে জানি সৃষ্টি হল পথ, চলে যাবার তাও, যেখানেই থাকো না কেন আকাশ ঝলসানো ঐ চাঁদ যদি দৃষ্টি কেড়ে নেয় খানিকের জন্য আমাকে মনে করতে যেও না ভুলে যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস হারিয়ে যাওয়ার নেই কোনো বাধা অনেকটা পথ আগলে রেখে চোখ ধাঁধানো অন্ধকারে ছাড়বো ছাড়বো করে ছাড়া হয় নি তোমার হাত জানালাতে চুপটি করে আমার গাওয়া গানের কথায় একটু হেসো পারব না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে কি বা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে এই কি কষ্ট? আবছা শীতল ছায়ার মত মাঝরাতে থমকে থাকা চাঁদের মত খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার মত অথবা বুক কাঁপানো কোনো ভয়ের মত? পারব না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে কি বা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে পারব না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে কি বা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে...
kosto আকাশটা ভাঙ্গুক অথবা নাই ভাঙ্গুক, উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার হার-জিত আজ এখানেই থাকুক কেমন করে জানি সৃষ্টি হল পথ, চলে যাবার তাও, যেখানেই থাকো না কেন আকাশ ঝলসানো ঐ চাঁদ যদি দৃষ্টি কেড়ে নেয় খানিকের জন্য আমাকে মনে করতে যেও না ভুলে যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস হারিয়ে যাওয়ার নেই কোনো বাধা অনেকটা পথ আগলে রেখে চোখ ধাঁধানো অন্ধকারে ছাড়বো ছাড়বো করে ছাড়া হয় নি তোমার হাত জানালাতে চুপটি করে আমার গাওয়া গানের কথায় একটু হেসো পারব না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে কি বা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে এই কি কষ্ট? আবছা শীতল ছায়ার মত মাঝরাতে থমকে থাকা চাঁদের মত খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার মত অথবা বুক কাঁপানো কোনো ভয়ের মত? পারব না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে কি বা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে পারব না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে কি বা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে...
Lyrics- আকাশটা ভাঙ্গুক অথবা নাই ভাঙ্গুক উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার হার-জিত আজ এখানেই থাকুক কেমন করে জানি সৃষ্টি হল পথ চলে যাবার তাও, যেখানেই থাকো না কেন আকাশ ঝলসানো ঐ চাঁদ যদি দৃষ্টি কেড়ে নেয় খানিকের জন্য আমাকে মনে করতে যেও না ভুলে যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস হারিয়ে যাওয়ার নেই কোনো বাঁধা অনেকটা পথ আগলে রেখে চোখ ধাঁধানো অন্ধকারে ছাড়বো ছাড়বো করে ছাড়া হয় নি তোমার হাত জানালাতে চুপটি করে আমার গাওয়া গানের কথায় একটু হেসো পারব না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে এই কি কষ্ট? আবছা শীতল ছায়ার মত মাঝরাতে থমকে থাকা চাঁদের মত খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার মত অথবা বুক কাঁপানো কোনো ভয়ের মত? পারব না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে পারব না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে...
Song: koshto lyrics আকাশটা ভাঙ্গুক অথবা নাই ভাঙ্গুক, উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার। হার-জিত আজ এখানেই থাকুক, কেমন করে জানি সৃষ্টি হল পথ চলে যাবার। তাও, যেখানেই থাকো না কেন, আকাশ ঝলসানো ঐ চাঁদ যদি দৃষ্টি কেড়ে নেয় খানিকের জন্য আমাকে মনে করতে যেও না ভুলে যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস। হারিয়ে যাওয়ার নেই কোনো বাঁধা। অনেকটা পথ আগলে রেখে চোখ ধাঁধানো অন্ধকারে ছাড়বো ছাড়বো করে ছাড়া হয় নি তোমার হাত। জানালাতে চুপটি করে আমার গাওয়া গানের কথায় একটু হেসো; পারব না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে। কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে? যদি বৃষ্টি নামে তোমার চোখে, জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে। এই কি কষ্ট? আবছা শীতল ছায়ার মত, মাঝরাতে থমকে থাকা চাঁদের মত, খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার মত, অথবা বুক কাঁপানো কোনো ভয়ের মত? পারব না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে। কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে? যদি বৃষ্টি নামে তোমার চোখে, জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে।। পারব না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে। কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে? যদি বৃষ্টি নামে তোমার চোখে, জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে.....
@@ahnafiqbalariyan898 আল দা বেস্ট ফর দ্যাট, ভালো হইলে জানায়েন ব্রো, আমরাও দেখবো। তবে আমার কাছে বাংলাদেশী সিনেমা মানেই সাকিব খান আর সাকিব খান মানেই বমি।
আমাদের র্যাগে গাইছিলেন (নোবিপ্রবি, ১০) তখন ফার্স্ট শুনছিলাম গানটা কিন্তু ফিল পাই নাই তখন উত্তেজনায়। কিন্তু এই মুহুর্তে কষ্টটা ক্যামন জানি আমার নিঃশ্বাস চেপে ধরছে। 😞
রাতটা গভীর ব্যথাগুলোও বেশ গভীর লিরিকের কথাগুলোও তার জোগান দিয়ে গেলো 🙂 যদিও বা গান টা( মা, আম্মু ) কে নিয়ে লেখা কিন্তু গানটা তে প্রাক্তন চলে যাওয়ার স্বাদ পাওয়া যায়
subscribe করলাম, আজ থেকে পাশে আছি।😊 আরও এরকম গানের প্রতীক্ষায় থাকবো। বাংলা গান এগিয়ে যাক, তোমাদের মতো শিল্পীদের হাত ধরে... ধন্যবাদ এতো সুন্দর একটা গানের জন্য....👌
4:26 আকাশটা ভাঙ্গুক অথবা নাই ভাঙ্গুক উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার হার-জিত আজ এখানেই থাকুক কেমন করে জানি সৃষ্টি হল পথ চলে যাবার 00:56 তাও, যেখানেই থাকো না কেন আকাশ ঝলসানো ঐ চাঁদ যদি দৃষ্টি কেড়ে নেয় খানিকের জন্য আমাকে মনে করতে যেও না ভুলে যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস হারিয়ে যাওয়ার নেই কোনো বাঁধা অনেকটা পথ আগলে রেখে চোখ ধাঁধানো অন্ধকারে ছাড়বো ছাড়বো করে ছাড়া হয় নি তোমার হাত জানালাতে চুপটি করে আমার গাওয়া গানের কথায় একটু হেসো পারব না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে এই কি কষ্ট? আবছা শীতল ছায়ার মত মাঝরাতে থমকে থাকা চাঁদের মত খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার মত অথবা বুক কাঁপানো কোনো ভয়ের মত? পারব না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে পারব না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে..
অসংখ্য ধন্যবাদ রাফা ভাই আমাদের মাস্টারপিস একটা গান উপহার দেওয়ার জন্য। কিছু কিছু মানুষ শুধু কষ্ট পাওয়ার জন্যই জন্মায়। আমার সবসময় ভূল মানুষকেই ভালোবাসি 😅
A SONG ABOUT A HOMELESS MOTHER jar nijer sele take 11 bosor age old house a rekhe chole jay. r fire ase na . tobu o tar maa old house a every eid a tar jonno ranna kore ai asay j tar sele asbe nd take niye jabe .....GAAN er vasay protibad korese OUR #RAFA BHAI
rafa ভাই আমি আপনার ফ্যান্ ছিলাম। কিন্তু প্রেমে পড়েছিলাম এই গানটা শুনে,,, কিন্তু কষ্ট আপনি লাইভ কন্সার্ট এ গানটা করেন না। কেন ভাই। অবশ্যয় সবাই এ গান বুঝবে না। তবে এটা আপনার অন্যতম সেরা কাজ।
----------------Lyrics-------------------- আকাশটা ভাঙ্গুক অথবা নাই ভাঙ্গুক উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার হার-জিত আজ এখানেই থাকুক কেমন করে জানি সৃষ্টি হলো পথ চলে যাবার তাও যেখানেই থাকো না কেন আকাশ ঝলসানো ঐ চাঁদ যদি দৃষ্টি কেড়ে নেয় খানিকের জন্য আমাকে মনে করতে যেও না ভুলে যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস হারিয়ে যাওয়ার নেই কোনো বাধা অনেকটা পথ আগলে রেখে চোখ ধাঁধানো অন্ধকারে ছাড়বো ছাড়বো করে ছাড়া হয়নি তোমার হাত জানালাতে চুপটি করে আমার গাওয়া গানের কথায় একটু হেসো পারবো না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালোবাসতে কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে এই কি কষ্ট আবছা শীতল ছায়ার মতো মাঝরাতে থমকে থাকা চাঁদের মতো খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার মতো অথবা বুক কাঁপানো কোনো ভয়ের মতো পারবো না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালোবাসতে কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে পারবো না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালোবাসতে কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে ___________________________________________
প্রথম বার যখন শুনেছিলাম তখন তোমায় চিনতাম না। এখন তোমায় চিনি, খুব বেশি ভালোভাবে চিনি 🥺 এতো ভালোভাবে চিনি যে, তোমাকে ছাড়া অন্য কাউকে চিন্তা করতেই পারি না। তাইতো আজ চোখের পানি গড়িয়ে গড়িয়ে বলে "পারবো না আমি তোমায় ছাড়া ওই নীল আকাশটাকে ভালোবাসতে"🥺🙁 অনেক অনেক ভালোবাসি তাকে সে সবই বোঝে শুধু বুঝে না - আমি পারবো না তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে। এজন্যই হইতো "কষ্ট " শুনে চোখের জলের সাথে তাকে কল্পনায় আঁকি।
I listened this song for the first time in a live show in TSC on valentine's day concert this year......I had a crush on this song since then......love u rafa vai.....an awesome song bruh.....take love....whole composition is just superb.....💜💜💜
ভয়ংকর কিছু গান আছে আমার কাছে তার মধ্যে এই একটা, খুবই দুষ্কর নিজেকে কন্ট্রোল করা এই ভয়ংকর গানটা শোনার পরে। আজকে এই ভয়ংকর গানটার এক মিলিয়ন পূর্ণ হইলো আশা করি আরো বেশি হবে।
lyrics: আকাশটা ভাঙ্গুক অথবা নাই ভাঙ্গুক উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার হার-জিত আজ এখানেই থাকুক কেমন করে জানি সৃষ্টি হলো পথ চলে যাবার... . তাও, যেখানেই থাকো না কেনো আকাশ ঝলসানো ঐ চাঁদ যদি দৃষ্টি কেড়ে নেয় খানিকের জন্য আমাকে মনে করতে যেও না ভুলে যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস! হারিয়ে যাওয়ার নেই কোনো বাধা... . অনেকটা পথ আগলে রেখে চোখ ধাঁধানো অন্ধকারে ছাড়বো ছাড়বো করে ছাড়া হয় নি তোমার হাত! জানালাতে চুপটি করে আমার গাওয়া গানের কথায় একটু হেসো পারবো না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে! কি বা আসে যায়? এই ক্ষুদ্র মানুষটার কষ্টে! . যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে! এই কি কষ্ট? আবছা শীতল ছায়ার মতো মাঝরাতে থমকে থাকা চাঁদের মতো খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার মতো অথবা বুক কাঁপানো কোনো ভয়ের মতো? . পারবো না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে! কি বা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে? যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে! . পারবো না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে! কি বা আসে যায়? এই ক্ষুদ্র মানুষটার কষ্টে! যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে... ।।
আমরা এমন এক জাতি যারা কিনা "অপরাধী" র মত একটা বাজে গানকে প্রমোট করে সারা দেশে ছড়িয়ে দেই। কিন্তু যারা এখোন মিউজিক ইন্ড্রাষ্টি টিকিয়ে রেখেছে তাদের প্রাপ্য সম্মানটুকু না দিয়ে এড়িয়ে যায়। হ্মমা করে দিবেন রাফা ভাই😔😔 আপনি আমার বাল্যকারের সুখের সুরকার ভালোবাসি ভাই অনেক ভালোবাসি আর আমাদের হ্মমা করে দিবেন আমরা আসলেই আপনাকে সম্মান দিতে পারিনি।
যদি বৃষ্টি নামে তোমার চোখে যেনো রেখো নেই আমি আর ওই মেঘের দেশে...💚 অফুরন্ত ভালোবাসা রইলো রাফাভাই...তোমারা আছো বলেই আমারা বাচি..আমাদের প্রকাশ না করা অনুভুতিগুলোও হারিয়ে যায় না.💙 একাকিত্বতায় ডুবে থাকতে হয় না..বিষন্নতার দিনে এক কাপ চা আর এমন কিছু গানই যথেষ্ট...আবারো নতুন কোনো গানের অপেক্ষায়!
এডমিশন টাইমে যখন চকবাজার ব্যাচেলর থাকতাম তখন পরিবারের কেউ ছিলো না। তবুও কখনো পরিবারের শূন্যতা অনুভব করিনি।কারণ হাসান ভাই ছিলেন আমাদের ছায়ার মতোন।ভাইয়া সবসময় আমাদের আগলে রাখতেন। ওই সময়টায় ভাবীর প্রেগ্ন্যাসির জন্য ওনাকে বাড়িতে রাখা হয়ে ছিলো।ভাই সব সময় ভাবীর প্রেগ্ন্যাসি নিয়ে দুশ্চিন্তায় থাকতেন।অনেক জিজ্ঞেস করার পরেও ভাই কখনো বলতেন না কি কারণে তিনি দুশ্চিন্তায়।ভাই ভাবীর প্রেগ্ন্যাসির সময় কোনো ঘাটতি রাখেনি।রিস্ক নিতে চাই নি বলেই চমেক এ ভাবীকে ভর্তি করায় ।তবুও ভুল চিকিৎসার কারণে ভাবী মারা যায়।আমি শুধু অদ্ভুত হয়ে ভাবছি,মানুষ কোথাায় নিরাপদ! হাসান ভাই নামক ছায়াটার জন্য আমার তীব্র কষ্ট হয়।পাগলের মতো ভালোবাসতো ভাই ভাবীকে।আজ ভাবী মারা গেছে ৩ দিন।ভাই সারাদিন ভাবীর কবরে গিয়ে বসে থাকে আর কান্না করে।আমার ভাইটা পাগলের মতো হয়ে গেছে। শুধু ভাইয়ের কষ্ট গুলো নিজের মধ্যে অনুভব করছি,আর কান্না করছি।সৃষ্টিকর্তা ভালো মানুষ গুলোর কপালে এমনটা কেন লেখেন?
Umme Salsabil Ahmed Anmoon!! প্রিয় গানটি প্রতিদিন ৩বার করে শুনি শুধু তোমার স্মৃতি ভোলাতে।ভালো থাকার জন্য আমাকে ছেড়ে গিয়ে ভালোর সন্ধান পেয়েছো।আর আমার জন্য এই গানটিই রয়ে গেল।তোমার মায়া "ছাড়বো ছাড়বো করে ছাড়া হয়নি"! কি বা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে?!ভালো থেক আনমুন।🥰❤️💔
Dear Rafa,
A while ago I lost my father. Today when I was listening to this song it reminded me of him. It’s ironic because the first time I listened to this song it felt like a romantic cry and now it feels all different. The excruciating pain you express through your voice and guitar solos brought up pains that I never knew existed in me.
The fact that I have to accept this reality that i cannot see him again, that his cold body lies deep inside the ground, and i have to live thousands of miles away from that, and that I can no longer love the blue sky without him- is unbearable.
God bless you, Rafa
💖
God bless him
Stay strong brother
This song reminder me of my late father as well brother
💜
Im an indian...and im listening rafa since 7 years ago...i would say in india we dont have rockstar like rafa....love u rafa,ur music has so many Chapters belonging in my life...hope u see my comment someday... U r a maestro,living legend....
Love u aaaaaaaaaaa lotttt.💙
Your love was truly thrilling.
Take gratitude and warm love brother from BANGLADESH.
Music knows no boundaries my brother. Your comment proves it again. Singers like Raef Al Hasan Rafa represents the world music community as a whole, not only Bangladeshi music community 🙂
Mr.Farrenheit please Listen to Warfaze.
I am a big fan of Bangladeshi rock music. Warfaze, Artcell is my favourite band.
❤❤
আকাশটা ভাঙ্গুক অথবা নাই ভাঙ্গুক উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার
হার-জিত আজ এখানেই থাকুক কেমন করে জানি সৃষ্টি হলো পথ চলে যাবার... .
তাও, যেখানেই থাকো না কেনো আকাশ ঝলসানো ঐ চাঁদ যদি দৃষ্টি কেড়ে নেয় খানিকের জন্য
আমাকে মনে করতে যেও না ভুলে যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস! হারিয়ে যাওয়ার নেই কোনো বাধা... .
অনেকটা পথ আগলে রেখে চোখ ধাঁধানো অন্ধকারে ছাড়বো ছাড়বো করে ছাড়া হয় নি তোমার হাত!
জানালাতে চুপটি করে আমার গাওয়া গানের কথায় একটু হেসো
পারবো না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে!
কি বা আসে যায়? এই ক্ষুদ্র মানুষটার কষ্টে! .
যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে!
এই কি কষ্ট? আবছা শীতল ছায়ার মতো মাঝরাতে থমকে থাকা চাঁদের মতো
খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার মতো অথবা বুক কাঁপানো কোনো ভয়ের মতো? .
পারবো না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে!
কি বা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে?
যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে! .
পারবো না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে!
কি বা আসে যায়? এই ক্ষুদ্র মানুষটার কষ্টে!
যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে... ।।
txx vaiya
Bro please add some line break......
Gotimoy jibon cholbe jiboner thikanay...ghori kata ghurbe , perobe shomoy
Thambe na karo poth chola karo opekkhay...mone porbe na shei chole jaya manush tir ktha...janbe na kew taar na pawar btha
NISHTHUR PRITHIBI AK , NISHTHUR TAAR NIYOM...
GOTIMOY GHORI KATA , BRIDDHO HOCCHE JIBON__
shoto raat jagar golpo gulo lkha hok ak kagojhin diary te...
Hariye jaak jibon goti bastotar vire 🙂...
Shopnil vabna gulo hariye jabe manushtir sthe...icche gulo bondi robe ondhokaar mrito mone
NISHTHUR PRITHIBI AK , NISHTHUR TAAR NIYOM...
GOTIMOY GHORI KATA , BRIDDHO HOCCHE JIBON...!!
Lyrics of new upcoming rock band ❤❤
Pl
tnx
বৃদ্বাশ্রমে থাকা অসহায় মায়েদের মনের কথা তুলে ধরেছিলেন রাফা ভাই এই গানে। গতকাল রাফা ভাইয়ের আম্মা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন) আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন💔
00:29
আকাশটা ভাঙ্গুক অথবা নাই ভাঙ্গুক
উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার
হার-জিত আজ এখানেই থাকুক
কেমন করে জানি সৃষ্টি হল পথ চলে যাবার
00:56 তাও, যেখানেই থাকো না কেন
আকাশ ঝলসানো ঐ চাঁদ
যদি দৃষ্টি কেড়ে নেয় খানিকের জন্য
আমাকে মনে করতে যেও না ভুলে
যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস
হারিয়ে যাওয়ার নেই কোনো বাঁধা
অনেকটা পথ আগলে রেখে
চোখ ধাঁধানো অন্ধকারে
ছাড়বো ছাড়বো করে
ছাড়া হয় নি তোমার হাত
জানালাতে চুপটি করে
আমার গাওয়া গানের কথায়
একটু হেসো
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে
এই কি কষ্ট?
আবছা শীতল ছায়ার মত
মাঝরাতে থমকে থাকা চাঁদের মত
খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার মত
অথবা বুক কাঁপানো কোনো ভয়ের মত?
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে...
একজন বৃদ্ধাশ্রমের মা'কে নিয়ে গান লেখা
যিনি সারাজীবন তার সন্তানের জন্য কষ্ট করেছেন
সেই সন্তান বড় হয়ে তাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছেন
যতোবার গান শুনি মন খারাপ হয়ে যায় বৃদ্ধাশ্রমের বাবা-মার জন্য
আসলেই তারা জীবনের শেষ প্রান্তে এসে খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে গেছে
ভালো থাকবেন সকল বৃদ্ধাশ্রমের বাবা-মা ♥️
Sotti jantam na 😮
KOSHTO - TRANSLATED TO ENGLISH
No matter if the sky shatters or not
I have no will to fly away
let the wins and losses stay here today
Wonder how the road to leave was paved
But still...
No matter where you are
If the dazzling moon of the sky sways your sight even for a moment
Don't even try to remember me
If pain gets hold of your breath by mistake
there's nothing stopping you from vanishing
I've tried to keep hold of most of the way
in the confusing darkness
I've tried to let go time and time again
But couln't let go of your hand
Please smile a little to the lyrics of the songs I sang
when you're silent by your window
I won't be able to love the blue sky without you
Who cares about the pain of this petty human?
Even if tears fall down your eyes
Know that I'm not in the land of clouds anymore
Is this called pain?
Like a confusing cool shade
Like the constant moon of midnight
Like getting lost in the middle of a huge ocean
Or even like a scary feeling that shakes the heart
I won't be able to love the blue sky without you
Who cares about the pain of this petty human?
Even if tears fall down your eyes
Know that I'm not in the land of clouds anymore
Eita amader ekta samanno prochesta.. Bangla gaan. Sune dekhte paren. Kemon laglo seta comment kore obossoi janaben.th-cam.com/video/JE7X-axd83I/w-d-xo.html
Nice....9th line e Don't forget to remember me hobe I think
@@mdnuhalmunawar1592 - nah bhai
Impressive my boy
আমাদের মতো জীবনের প্রতিটি ক্ষেত্রে হেরে যাওয়া মানুষদের জন্য এই গান !!! থ্যাংকস রাফা , তুমি কিংবদন্তী !!!
The moment I heard this about people in old homes , I heard the same again , and I got emotionally torn. This song has completely changed for me now. On the other hand though , Rafa bhai you are a true genius.
Rafa bhai, I lost my dad exactly 361 days ago. Rafa bhai this 361 days, koshto helped me to scream through it, cry and lean on it. God bless you rafa bhai.
প্রিয় রাফা,
হঠাৎ নিজেকে একা লাগে। প্রিয়জন অপ্রিয় হয়ে ওঠে। ভালোবাসা অনুভব হয়না। বিষন্ন সুন্দরে ঘিরে থাকা একটা খোলা আকাশের নিচে আমি লক্ষ তারার ভিড়ে আরো একা হয়ে যাই। এমন মুহুর্তে তোমার এই গান আমি অসংখ্য বার শুনেছি।
ধন্যবাদ। অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো তোমার প্রতি❤️
অনেক জানেন অথবা জানেন না রাফা ভাইয়ের এই কষ্ট গানটা বৃদ্ধাশ্রমের এক মায়ের আকুতি মিনতি নিয়ে লেখা। 🖤
আমার জীবনে শোনা শ্রেষ্ঠ গান।
এ গানের প্রতিটা কথায় আমার গায়ে কাটা দিয়ে উঠে।
এই গান শুনে আমি আপনার গানের পাগল হয়ে গেছি।
We love you boss.❤️
ইনশাল্লাহ একদিন লাইভে আপনার গান শুনতে পারবো।
আপনার কাছে আপনার গাওয়া গানের কথার আবেগকে তুলে ধরবো। আপনার খোলা গলায় আমার প্রিয় গানটি শুনবো।
'পারবো না আমি তোমায় ছাড়া ওই নীল আকাশটাকে ভালোবাসতে' is the best line✨
Rafa vaiya lost his mother few days ago and this will be the most to painful as well as memorable song to him...cause this song is also about a mother...
RIP,the mother who gave a gem like Rafa vai in our Bangladeshi music industry..
Allah Jeno Onake Jannat Dey
আমার প্রিয় মানুষটাকে একবার বলেছিলাম তার কন্ঠে একটা গান শুনব। খুশিতে গিটারটা হাতে তুলে এই গানটা গায়তে থাকে। এখনও মনে আছে,”যদি বৃষ্টি নামে তোমার চোখে, জেনে রেখ নেই আমি আর ঐ মেঘের দেশে” এই লাইন দুটাতে দুজনে চোখে চোখ রেখে কেঁদে দিয়েছিলাম ❤️ হয়তো আমরা একসাথে নেই কিন্তু কেন জানি একটা আশা দেখি এক হয়ে আবার চোখে চোখ রেখে তুমি আমাকে গানটা শুনাবে ❤️
💔
কিছু অপূর্ণতা লাইফে থাকা ভালো 🖤
যদি বৃষ্টি নামে তোমার চোখে, জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে.... 🙂
❤❤❤
5:09-5:26 One of the best high notes in Bangladeshi Band music ever
U should hear out the ending high note scream of Shohore Notun Gan- Rafa vai er gan
One of the best ! Etto emotions gaan tay ! Etto valobasha gan tay ! Ami live sunsi first TSC. First bar live shune fan hoye gesilam. That killing solo at the end and keyboard works is complete jaw dropping
Salute 🤘
When rafa vhai said, "কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষ টার কষ্টে "..
I don’t know why, i'm gona badly miss you. Maybe there was a soul that we had,there was plenty straggles throughout that journey, and nothing else matters.
Can't stop rewinding from 2:00-2:28.. music has got back its true colour.. thumbs up to all who has worked hard to make this happen
Love you rafa.. How talented you Are!
You're my one of the favourite musician
Did Rafa ever create a bad song? A true genius.
Tomar pochondor gan ta❤️
Ekhon daily shuni🌸
এই গান গুলো কখনো পুরনো হবে না 😍
২০৫০ সালে এসে ও শুনবো যদি বেঁচে থাকি
ভালবাসা রইল রাফা ভাই😍
২০২১ মার্চ১১
Thik abar shunte cole elam🥰
I really got emotional when I first hear this song. Really great composition. Thank you so much AvoidRafa for making this song. Each and every second I'm enjoying much... ♥️
Eita amader ekta samanno prochesta.. Bangla gaan. Sune dekhte paren. Kemon laglo seta comment kore obossoi janaben.th-cam.com/video/JE7X-axd83I/w-d-xo.html
বাসটা গত ১ঘন্টা ধরে নিরন্তর চলছে কোন থামাথামি নেই।কানে হেডফোন, ফোনে প্লে হচ্ছে রাফা ভাইয়ের ' কষ্ট'। মনে ভিন্নরকমের উচ্ছ্বাস। ধন্যবাদ রাফা ভাইয়া ❤️
Non stop same ❤❤
Hearing since it was out , still one of my favourites
আকাশটা ভাঙ্গুক অথবা নাই ভাঙ্গুক,
উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার
হার-জিত আজ এখানেই থাকুক
কেমন করে জানি সৃষ্টি হল পথ,
চলে যাবার
তাও, যেখানেই থাকো না কেন
আকাশ ঝলসানো ঐ চাঁদ
যদি দৃষ্টি কেড়ে নেয়
খানিকের জন্য
আমাকে মনে করতে যেও না ভুলে
যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস
হারিয়ে যাওয়ার নেই কোনো বাধা
অনেকটা পথ আগলে রেখে
চোখ ধাঁধানো অন্ধকারে
ছাড়বো ছাড়বো করে
ছাড়া হয় নি তোমার হাত
জানালাতে চুপটি করে
আমার গাওয়া গানের কথায়
একটু হেসো
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কি বা আসে যায়
এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে
এই কি কষ্ট?
আবছা শীতল ছায়ার মত
মাঝরাতে থমকে থাকা চাঁদের মত
খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার মত
অথবা বুক কাঁপানো কোনো ভয়ের মত?
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কি বা আসে যায়
এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কি বা আসে যায়
এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে...
kosto
আকাশটা ভাঙ্গুক অথবা নাই ভাঙ্গুক,
উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার
হার-জিত আজ এখানেই থাকুক
কেমন করে জানি সৃষ্টি হল পথ,
চলে যাবার
তাও, যেখানেই থাকো না কেন
আকাশ ঝলসানো ঐ চাঁদ
যদি দৃষ্টি কেড়ে নেয়
খানিকের জন্য
আমাকে মনে করতে যেও না ভুলে
যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস
হারিয়ে যাওয়ার নেই কোনো বাধা
অনেকটা পথ আগলে রেখে
চোখ ধাঁধানো অন্ধকারে
ছাড়বো ছাড়বো করে
ছাড়া হয় নি তোমার হাত
জানালাতে চুপটি করে
আমার গাওয়া গানের কথায়
একটু হেসো
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কি বা আসে যায়
এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে
এই কি কষ্ট?
আবছা শীতল ছায়ার মত
মাঝরাতে থমকে থাকা চাঁদের মত
খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার মত
অথবা বুক কাঁপানো কোনো ভয়ের মত?
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কি বা আসে যায়
এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কি বা আসে যায়
এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে...
Am still listen this song, 20 to 25 times per day. 😞
A huge respect from India.
This hits differently every time I listen to it! Love it!
Godspeed Rafa!
What a beautiful masterpiece...The guitar, the vocals, the story in the lyrics...really really well done Rafa!
আমি আপনার চেয়ে এক বছরের বড়
@@salmanajamy8626 Baal kou
You can Only avoid Rafa while typing its name, You Know!
Another dimension in music world!!!
it'll always be my favorite song
কষ্টগুলো এখানে এসেই বাধা পায়,
√কষ্টে ❤
হাজার বছর পরেও এটা সব থেকে প্রিয় গান থাকবে 🙂
- জানি না কী আছে এই গানে, জানি না কী আছে রাফা ভাইয়ের কন্ঠে। বারবার ফিরে আসি ইউটিউবে শুধুমাত্র এই গানটি শুনার জন্য 🙂💔
Lyrics-
আকাশটা ভাঙ্গুক অথবা নাই ভাঙ্গুক
উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার
হার-জিত আজ এখানেই থাকুক
কেমন করে জানি সৃষ্টি হল পথ চলে যাবার
তাও, যেখানেই থাকো না কেন
আকাশ ঝলসানো ঐ চাঁদ
যদি দৃষ্টি কেড়ে নেয় খানিকের জন্য
আমাকে মনে করতে যেও না ভুলে
যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস
হারিয়ে যাওয়ার নেই কোনো বাঁধা
অনেকটা পথ আগলে রেখে
চোখ ধাঁধানো অন্ধকারে
ছাড়বো ছাড়বো করে
ছাড়া হয় নি তোমার হাত
জানালাতে চুপটি করে
আমার গাওয়া গানের কথায়
একটু হেসো
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে
এই কি কষ্ট?
আবছা শীতল ছায়ার মত
মাঝরাতে থমকে থাকা চাঁদের মত
খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার মত
অথবা বুক কাঁপানো কোনো ভয়ের মত?
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে...
প্লিজ রাফা ভাই এইভাবে গান গাওয়া বন্ধ করেন। পুরা হৃদয় এসে লাগে। 🌸
Song: koshto
lyrics
আকাশটা ভাঙ্গুক অথবা নাই ভাঙ্গুক,
উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার।
হার-জিত আজ এখানেই থাকুক,
কেমন করে জানি সৃষ্টি হল পথ চলে যাবার।
তাও, যেখানেই থাকো না কেন,
আকাশ ঝলসানো ঐ চাঁদ
যদি দৃষ্টি কেড়ে নেয় খানিকের জন্য
আমাকে মনে করতে যেও না ভুলে
যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস।
হারিয়ে যাওয়ার নেই কোনো বাঁধা।
অনেকটা পথ আগলে রেখে
চোখ ধাঁধানো অন্ধকারে
ছাড়বো ছাড়বো করে
ছাড়া হয় নি তোমার হাত।
জানালাতে চুপটি করে
আমার গাওয়া গানের কথায়
একটু হেসো;
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে।
কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে?
যদি বৃষ্টি নামে তোমার চোখে,
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে।
এই কি কষ্ট?
আবছা শীতল ছায়ার মত,
মাঝরাতে থমকে থাকা চাঁদের মত,
খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার মত,
অথবা বুক কাঁপানো কোনো ভয়ের মত?
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে।
কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে?
যদি বৃষ্টি নামে তোমার চোখে,
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে।।
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে।
কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে?
যদি বৃষ্টি নামে তোমার চোখে,
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে.....
Bump
ভালোবাসার মধ্যে যদি কষ্ট না থাকতো তাহলে এইরকম গান কখনোই শুনতে পেতাম না thank you rafa bhai 🖤🖤
বারবার আসি একই উদ্দেশ্যে বারবার হারাই অনিচ্ছাতেও,, জানিনা ভাই কি আছে এই গানে🖤 চরম ভাল্লাগে 🖤✨
Onno rokom vlo laga kaj kore
Din rer moddhe 25-30 bar sona hoi 🖤
বাংলাদেশ শুধু সিনেমাতে পিছিয়ে,
নাইলে নাটক, ব্যান্ডে এখনো ফাইভ স্টার❤❤🤘
বাংলাদেশের সিনেমা অনেক আগেই বন্ধ হয়ে যাইতো খালি বমির ট্যাবলেট কম্পানী গুলা তাদের বিক্রি বাড়ানোর জন্য সিনেমায় টাকা লগ্নি করতেছে বইলা এখনো টিকে আছে।
Hae,, 😍💕
But natok o kichu valo valo ache
@@salmanajamy8626
Bro new 2/3 ta movie ber hochhe,, I think onk valo hobe
Ami "Mission Extreme" ta respact er shathe dekhbo
And Masud Rana o 😊
@@ahnafiqbalariyan898 আল দা বেস্ট ফর দ্যাট, ভালো হইলে জানায়েন ব্রো, আমরাও দেখবো। তবে আমার কাছে বাংলাদেশী সিনেমা মানেই সাকিব খান আর সাকিব খান মানেই বমি।
@@salmanajamy8626
Hae, amaro.. 😂
But ei dui ta naki shera hobe dekha jak
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে❤️🥀
আমাদের র্যাগে গাইছিলেন (নোবিপ্রবি, ১০) তখন ফার্স্ট শুনছিলাম গানটা কিন্তু ফিল পাই নাই তখন উত্তেজনায়। কিন্তু এই মুহুর্তে কষ্টটা ক্যামন জানি আমার নিঃশ্বাস চেপে ধরছে। 😞
কষ্টটা যেনো আকড়ে দরে আছে
কমেন্ট বারে নোবিপ্রবি শব্দটা দেখে কমেন্ট পড়তে চলে এলাম, রাফা নোবিপ্রবি এসেছিলেন জানতাম না।
রাজ ভাই, রাফা ভাই দুজনের জন্যই ভালোবাসা।
(নোবিপ্রবি ১৫)
আহারে রাফা ভাই নোবিপ্রবি আসছিলেন?আমি কই ছিলাম। 😪
@@mddelwer2933 11q1q
Bro best comment ❤️
Whenever i go to enjoy the song on youtube,your comment is brightly visual on my eyes👌
This song helped me when i was in difficult stage of my life..
I was so depressed then this song gave me another opportunity to live this life!
আসলেই কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে 😥😥
You're a true magician Rafa. No matter, how many times I listen to the song, it feels the same vibe and torment.
রাতটা গভীর ব্যথাগুলোও বেশ গভীর
লিরিকের কথাগুলোও তার জোগান দিয়ে গেলো 🙂
যদিও বা গান টা( মা, আম্মু ) কে নিয়ে লেখা কিন্তু গানটা তে প্রাক্তন চলে যাওয়ার স্বাদ পাওয়া যায়
"A message to the future generations...
Don't let this masterpiece song die....♥️"
সুন্দর সবার চোখে সুন্দর হয় না, যারা আলাদা কিছু খোজেন তাদের জন্য এই গান।
subscribe করলাম, আজ থেকে পাশে আছি।😊
আরও এরকম গানের প্রতীক্ষায় থাকবো। বাংলা গান এগিয়ে যাক, তোমাদের মতো শিল্পীদের হাত ধরে...
ধন্যবাদ এতো সুন্দর একটা গানের জন্য....👌
4:26
আকাশটা ভাঙ্গুক অথবা নাই ভাঙ্গুক
উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার
হার-জিত আজ এখানেই থাকুক
কেমন করে জানি সৃষ্টি হল পথ চলে যাবার
00:56 তাও, যেখানেই থাকো না কেন
আকাশ ঝলসানো ঐ চাঁদ
যদি দৃষ্টি কেড়ে নেয় খানিকের জন্য
আমাকে মনে করতে যেও না ভুলে
যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস
হারিয়ে যাওয়ার নেই কোনো বাঁধা
অনেকটা পথ আগলে রেখে
চোখ ধাঁধানো অন্ধকারে
ছাড়বো ছাড়বো করে
ছাড়া হয় নি তোমার হাত
জানালাতে চুপটি করে
আমার গাওয়া গানের কথায়
একটু হেসো
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে
এই কি কষ্ট?
আবছা শীতল ছায়ার মত
মাঝরাতে থমকে থাকা চাঁদের মত
খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার মত
অথবা বুক কাঁপানো কোনো ভয়ের মত?
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে..
Love from India ❤️
গান ভালো লেগেছে, ভালো কথা! সুরের ভাষা সার্বজনীন। সেটা ইন্ডিয়া থেকে শুনেছেন সেটা ঘটা করে বলে কি প্রমাণ করতে চান?
@@antarkarmakar3130 etai promaan korte chai je gaan er kono boundary nei 🌚
ধন্যবাদ সেই মানুষটিকে যার জন্য আমাদের রাফা ভাই কষ্ট পেয়েছিল 😅😅 তা না হলে আমরা এত সুন্দর গানটা শুনতে পেতাম না ❤❤💛💛
one of my fvt project.... love u rafa vai..
love from quarantine ... rafa is love
One of the best lyricism of BD rock 🤘❤
One of my favourite song alltime...🔥❤️❤️🔥
Can’t Avoidrafa 🖤
অসংখ্য ধন্যবাদ রাফা ভাই আমাদের মাস্টারপিস একটা গান উপহার দেওয়ার জন্য।
কিছু কিছু মানুষ শুধু কষ্ট পাওয়ার জন্যই জন্মায়।
আমার সবসময় ভূল মানুষকেই ভালোবাসি 😅
Eta osadharon song ...& Rafar gao a sob theke favourite song......Sotty protita kotha buke laglo.....Thank you arom ekta songer jnno....❣️
etodin porew abar shunchi ..
Ahh ki energy😍
Rafa's best one👍💞
যদি বৃষ্টি নামে তোমার চোখে,
যেনে রেখো এই আমি আর ঐ মেঘের দেশে....
এই লাইনটার প্রেমে পড়ে গেছি💔
2 o'clock
Life is harder than I predicted
Good luck, keep fighting.
@4:25
পারবো না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে...
💔💔
৪ বছর আগেও শুনেছি এখনও শুন্তেছি এখনও নতুন এর মত লাগতেছে ❤
A SONG ABOUT A HOMELESS MOTHER jar nijer sele take 11 bosor age old house a rekhe chole jay. r fire ase na . tobu o tar maa old house a every eid a tar jonno ranna kore ai asay j tar sele asbe nd take niye jabe .....GAAN er vasay protibad korese OUR #RAFA BHAI
Is it true? How to get this statement ?
@@mdafranadib3624 th-cam.com/video/6yXZ9UQwuGA/w-d-xo.html
@@md.tarequrrahman133 yup he said it in many of his interview
rafa ভাই আমি আপনার ফ্যান্ ছিলাম। কিন্তু প্রেমে পড়েছিলাম এই গানটা শুনে,,, কিন্তু কষ্ট আপনি লাইভ কন্সার্ট এ গানটা করেন না। কেন ভাই। অবশ্যয় সবাই এ গান বুঝবে না। তবে এটা আপনার অন্যতম সেরা কাজ।
Nsu te recently korse live
Na tho bhai live a ai song korce toh ❤rafa 🖤 ami tar song suni johon ami 10 years cilam tohon ❤rafa🖤 aurthohin a chilo amio tar biggest fan
----------------Lyrics--------------------
আকাশটা ভাঙ্গুক অথবা নাই ভাঙ্গুক
উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার
হার-জিত আজ এখানেই থাকুক
কেমন করে জানি সৃষ্টি হলো পথ চলে যাবার
তাও যেখানেই থাকো না কেন
আকাশ ঝলসানো ঐ চাঁদ
যদি দৃষ্টি কেড়ে নেয় খানিকের জন্য
আমাকে মনে করতে যেও না ভুলে
যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস
হারিয়ে যাওয়ার নেই কোনো বাধা
অনেকটা পথ আগলে রেখে
চোখ ধাঁধানো অন্ধকারে
ছাড়বো ছাড়বো করে
ছাড়া হয়নি তোমার হাত
জানালাতে চুপটি করে
আমার গাওয়া গানের কথায়
একটু হেসো
পারবো না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালোবাসতে
কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে
এই কি কষ্ট
আবছা শীতল ছায়ার মতো
মাঝরাতে থমকে থাকা চাঁদের মতো
খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার মতো
অথবা বুক কাঁপানো কোনো ভয়ের মতো
পারবো না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালোবাসতে
কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে
পারবো না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালোবাসতে
কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে
___________________________________________
Why end time comes with this song.... It's not mandatory at all ......... Amaezing 💓💓💓💓
Damn underrated 😑🖤🔥
Songs like these will never blow up in Bangladesh 🇧🇩 🥺💜
প্রথম বার যখন শুনেছিলাম
তখন তোমায় চিনতাম না।
এখন তোমায় চিনি,
খুব বেশি ভালোভাবে চিনি 🥺
এতো ভালোভাবে চিনি যে,
তোমাকে ছাড়া অন্য কাউকে চিন্তা করতেই পারি না। তাইতো আজ চোখের পানি গড়িয়ে গড়িয়ে বলে "পারবো না আমি তোমায় ছাড়া
ওই নীল আকাশটাকে ভালোবাসতে"🥺🙁
অনেক অনেক ভালোবাসি তাকে
সে সবই বোঝে
শুধু বুঝে না - আমি পারবো না তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে।
এজন্যই হইতো "কষ্ট " শুনে চোখের জলের
সাথে তাকে কল্পনায় আঁকি।
I listened this song for the first time in a live show in TSC on valentine's day concert this year......I had a crush on this song since then......love u rafa vai.....an awesome song bruh.....take love....whole composition is just superb.....💜💜💜
Best song under the title of AvoidRafa!
Goosebumps....
ভয়ংকর কিছু গান আছে আমার কাছে তার মধ্যে এই একটা, খুবই দুষ্কর নিজেকে কন্ট্রোল করা এই ভয়ংকর গানটা শোনার পরে।
আজকে এই ভয়ংকর গানটার এক মিলিয়ন পূর্ণ হইলো আশা করি আরো বেশি হবে।
৮ বছর পর প্রথম শুনলাম। এত সুন্দর গান।
lyrics:
আকাশটা ভাঙ্গুক অথবা নাই ভাঙ্গুক উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার
হার-জিত আজ এখানেই থাকুক কেমন করে জানি সৃষ্টি হলো পথ চলে যাবার... .
তাও, যেখানেই থাকো না কেনো আকাশ ঝলসানো ঐ চাঁদ যদি দৃষ্টি কেড়ে নেয় খানিকের জন্য
আমাকে মনে করতে যেও না ভুলে যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস! হারিয়ে যাওয়ার নেই কোনো বাধা... .
অনেকটা পথ আগলে রেখে চোখ ধাঁধানো অন্ধকারে ছাড়বো ছাড়বো করে ছাড়া হয় নি তোমার হাত!
জানালাতে চুপটি করে আমার গাওয়া গানের কথায় একটু হেসো
পারবো না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে!
কি বা আসে যায়? এই ক্ষুদ্র মানুষটার কষ্টে! .
যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে!
এই কি কষ্ট? আবছা শীতল ছায়ার মতো মাঝরাতে থমকে থাকা চাঁদের মতো
খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার মতো অথবা বুক কাঁপানো কোনো ভয়ের মতো? .
পারবো না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে!
কি বা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে?
যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে! .
পারবো না আমি তোমায় ছাড়া ঐ নীল আকাশটাকে ভালবাসতে!
কি বা আসে যায়? এই ক্ষুদ্র মানুষটার কষ্টে!
যদি বৃষ্টি নামে তোমার চোখে জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে... ।।
1M😍
Congratulations Rafa vai❤️❤️
Eii gaan er comment 1k o hoilo na!😄 Views o !!Hayre bangali
Btw boss rafa 💖 Gem not for Everyone 🖤
গানে কথা কয় 💔
Rafa Take Love bro 🖤🌸
আমরা এমন এক জাতি যারা কিনা "অপরাধী" র মত একটা বাজে গানকে প্রমোট করে সারা দেশে ছড়িয়ে দেই।
কিন্তু যারা এখোন মিউজিক ইন্ড্রাষ্টি টিকিয়ে রেখেছে তাদের প্রাপ্য সম্মানটুকু না দিয়ে এড়িয়ে যায়।
হ্মমা করে দিবেন রাফা ভাই😔😔
আপনি আমার বাল্যকারের সুখের সুরকার
ভালোবাসি ভাই অনেক ভালোবাসি আর আমাদের হ্মমা করে দিবেন আমরা আসলেই আপনাকে সম্মান দিতে পারিনি।
accha amar ekta e question, oporadhi baje gan kemne?
@@smfaisalahmmed4888 ভাই তুই অপরাধী গান শুন এইখানে পাকনাকি করিস না
One of my favourite song..
যদি বৃষ্টি নামে তোমার চোখে যেনো রেখো নেই আমি আর ওই মেঘের দেশে...💚
অফুরন্ত ভালোবাসা রইলো রাফাভাই...তোমারা আছো বলেই আমারা বাচি..আমাদের প্রকাশ না করা অনুভুতিগুলোও হারিয়ে যায় না.💙 একাকিত্বতায় ডুবে থাকতে হয় না..বিষন্নতার দিনে এক কাপ চা আর এমন কিছু গানই যথেষ্ট...আবারো নতুন কোনো গানের অপেক্ষায়!
BBGMগ্রুপটাকে ধন্যবাদ গানটার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য!
এডমিশন টাইমে যখন চকবাজার ব্যাচেলর থাকতাম তখন পরিবারের কেউ ছিলো না। তবুও কখনো পরিবারের শূন্যতা অনুভব করিনি।কারণ হাসান ভাই ছিলেন আমাদের ছায়ার মতোন।ভাইয়া সবসময় আমাদের আগলে রাখতেন। ওই সময়টায় ভাবীর প্রেগ্ন্যাসির জন্য ওনাকে বাড়িতে রাখা হয়ে ছিলো।ভাই সব সময় ভাবীর প্রেগ্ন্যাসি নিয়ে দুশ্চিন্তায় থাকতেন।অনেক জিজ্ঞেস করার পরেও ভাই কখনো বলতেন না কি কারণে তিনি দুশ্চিন্তায়।ভাই ভাবীর প্রেগ্ন্যাসির সময় কোনো ঘাটতি রাখেনি।রিস্ক নিতে চাই নি বলেই চমেক এ ভাবীকে ভর্তি করায় ।তবুও ভুল চিকিৎসার কারণে ভাবী মারা যায়।আমি শুধু অদ্ভুত হয়ে ভাবছি,মানুষ কোথাায় নিরাপদ! হাসান ভাই নামক ছায়াটার জন্য আমার তীব্র কষ্ট হয়।পাগলের মতো ভালোবাসতো ভাই ভাবীকে।আজ ভাবী মারা গেছে ৩ দিন।ভাই সারাদিন ভাবীর কবরে গিয়ে বসে থাকে আর কান্না করে।আমার ভাইটা পাগলের মতো হয়ে গেছে। শুধু ভাইয়ের কষ্ট গুলো নিজের মধ্যে অনুভব করছি,আর কান্না করছি।সৃষ্টিকর্তা ভালো মানুষ গুলোর কপালে এমনটা কেন লেখেন?
I love this song man! Thanks for giving us this amazing song and also You're such an amazing musician in our country so proud of you!!!!!
Umme Salsabil Ahmed Anmoon!!
প্রিয় গানটি প্রতিদিন ৩বার করে শুনি শুধু তোমার স্মৃতি ভোলাতে।ভালো থাকার জন্য আমাকে ছেড়ে গিয়ে ভালোর সন্ধান পেয়েছো।আর আমার জন্য এই গানটিই রয়ে গেল।তোমার মায়া "ছাড়বো ছাড়বো করে ছাড়া হয়নি"! কি বা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে?!ভালো থেক আনমুন।🥰❤️💔
রাতটা গভীর ব্যথাগুলোও বেশ গভীর
লিরিকের কথাগুলোও তার জোগান দিয়ে গেলো 🙂
চোখ খুললেই যে কেবলই তোমার প্রতিকৃতি দেখি,,,😥😥😥
Love u rafa♥️
This is a masterclass music and lyrics.
জীবনের শেষ মুহূর্তে একাকিত্বের কষ্ট💔
এই গানটি আমাকে দুর্বল করে দেয়
কারণ গানটিতে প্রকৃত কষ্ট প্রকাশ পায় 🖤🖤
গানটির প্রতিটা লাইনে কষ্ট লুকিয়ে আছে ♥️♥️
The legend of rock .....💘💙
Actualy Rafa's lyrics always touch in heart .❤️
যদি বৃষ্টি নামে তুমার চোখে,
জেনে রেখ নেই আমি আর অই মেঘের দেশে,,,,,😍😍
A True legend..... Rafa....😍😍
প্রতিদিনের প্লে-লিস্টের সঙ্গী এই কালজয়ী গানগুলো
Just Enough for this song;>
কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে 💔
Just unbelievable ❤️
And that´s how you finish a song!!! Amazingly well 4:55-5:30