ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Jibon Theke Neya | কেন সেরা সিনেমা | Zahir Raihan | Cine Review | (Ep: 01)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ย. 2020
  • জীবন থেকে নেয়া (১৯৭০) শুধুমাত্র একটি সিনেমা নয় বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের প্রামাণ্য দলিল।
    এই ভিডিওতে আমরা তুলে ধরেছি কেনো এটি বাংলাদেশের অন্যতম সেরা সিনেমা।
    #Jibon_Thekey_Neya #Cine_Review
    Jibon Theke Neya | কেন সেরা সিনেমা | Zahir Raihan | Cine Review | (Ep: 01)
    Follow Us on Social Media for rare photo and updates.
    cinepoison
    cinepoison
    cinepoison
    For any Query:
    cinepoison.info@gmail.com

ความคิดเห็น • 58

  • @masudhossain845
    @masudhossain845 2 ปีที่แล้ว +4

    জহির রায়হান বেচে থাকলে আজকেও এরকম একটা মুভি বানাতেন। আর তাছাড়া জীবন থেকে নেয়া মুভিতেই জহির রায়হান আমাদের জাতীয় সংগীত প্রথম ব্যবহার করেছেন। মুভি মুক্তির ঠিক ১ বছর পরেই ওই গানটাই আমাদের জাতীয় সংগীত হয়। কি অনবদ্য একজন পরিচালক ছিলেন স্যার জহির রায়হান

  • @mdanamul5671
    @mdanamul5671 3 ปีที่แล้ว +2

    এই ছবি টা পরতিক বশসরের একুশে ফেব্রুয়ারী তে দেখি । খুবই ভালো লেগে

  • @shozsorol5690
    @shozsorol5690 3 ปีที่แล้ว +2

    ছবি টা সেই ছিল।

  • @m.d.alomgir316
    @m.d.alomgir316 3 ปีที่แล้ว +2

    ধন্যবাদ। এরকম আরও তথ্য চাই।

    • @CinePoison
      @CinePoison  3 ปีที่แล้ว +1

      সামনের মাস থেকে নিয়মিতভাবে বিভিন্ন সিনেমা নিয়ে এমন ভিডিও পাবেন। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এগুলোই আমাদের কাজ করার অনুপ্রেরণা। ❤

  • @user-iv7nf8oh5t
    @user-iv7nf8oh5t 2 ปีที่แล้ว +1

    ভাই সুন্দর ভাবে বুঝিয়েছেন মুভীটি 2 বার দেখেছি অসাধারণ লাগছে মুভিটা

  • @user-kh6mx6cz3f
    @user-kh6mx6cz3f 4 ปีที่แล้ว +2

    খুব সুন্দর ভিডিওটি

  • @mojakori420
    @mojakori420 3 ปีที่แล้ว +3

    একেই বলে বাংলাদেশের সিনেমা OLD movie আমার খুব ভালো লাগে

    • @CinePoison
      @CinePoison  3 ปีที่แล้ว

      হ্যাঁ, বাংলাদেশের অন্যতম সেরা সিনেমা। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

    • @Cat_Reality
      @Cat_Reality ปีที่แล้ว

      English explanation chai

  • @KhairulIslam-li5sb
    @KhairulIslam-li5sb 4 ปีที่แล้ว +1

    খুবই চমৎকার একটা অবজারভেশন !! ধন্যবাদ

    • @CinePoison
      @CinePoison  3 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ ভাই ❤

  • @SurerBhubon
    @SurerBhubon 3 ปีที่แล้ว

    খুবই সুন্দর সাবলীল উপস্হাপনয় প্রায় নয় মিনিটেই সিনেমাটা দেখিয়ে দিলেন

    • @CinePoison
      @CinePoison  3 ปีที่แล้ว +1

      অনেক, অনেক ধন্যবাদ এবং ভালোবাসা ❤❤❤❤

  • @pijushdas9236
    @pijushdas9236 11 หลายเดือนก่อน

    জীবনে অসংখ্যবার এই সিনেমা দেখেছি। আমার কাছে এটা অস্কারের যোগ্য সিনেমা মনে হয়েছে।

  • @user-kh6mx6cz3f
    @user-kh6mx6cz3f 4 ปีที่แล้ว +5

    ববিতা গোলাপি এখন ট্রেনে " গোলাপি এখন ঢাকায় " গোলাপি এখন বিলেতে " এই তিনটি কালজয়ী ছবি নিয়ে একটি ভিডিও তৈরি করার অনুরোধ রইল "" বিখ্যাত পরিচালক আমজাদ হোসেনকে নিয়েও কিছু শুনতে চাই

    • @CinePoison
      @CinePoison  4 ปีที่แล้ว +3

      হ্যাঁ, ভাই খুব শিঘ্রই পাবেন আমরা ক্রমান্বয়ে আমাদের সব ক্লাসিক সিনেমার রিভিউ করবো। আর আমি নিজেও ব্যক্তিগতভাবে আমজাদ হোসেন-এর ভক্ত। খুব দ্রুতই উনাকে নিয়ে ভিডিও পাবেন।

    • @santoblog4285
      @santoblog4285 ปีที่แล้ว

      কই

  • @shamsulalam9815
    @shamsulalam9815 11 หลายเดือนก่อน

    Subscribe korlam apnar uposthapona dekhe, dhonnobad 🙂

  • @sopnerkanvas9382
    @sopnerkanvas9382 หลายเดือนก่อน

    এই সিনেমাটা ছোটবেলাতে দেখছিলাম

  • @omarfaruqe-cz8us
    @omarfaruqe-cz8us ปีที่แล้ว

    অসাধারণ মুভি প্রিভিউ 👌

  • @amrasel07
    @amrasel07 3 ปีที่แล้ว +1

    শুধু ভালো না ভাই অসংখ্য ভালো লেগেছে

    • @CinePoison
      @CinePoison  3 ปีที่แล้ว +1

      আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ভালো থাকবেন ভাই ❤

  • @mistysarker4098
    @mistysarker4098 3 ปีที่แล้ว

    ভিডিওটা খুব ভালো লেগেছে

  • @taohiddu1562
    @taohiddu1562 4 หลายเดือนก่อน

    অসাধারণ!

  • @Backhistory
    @Backhistory 3 ปีที่แล้ว +1

    অনেক ভাল লাগলো
    মূখ ও মুখোশ ছবিটা নিয়ে একটা ভিডিও চাই

    • @CinePoison
      @CinePoison  3 ปีที่แล้ว

      হ্যাঁ পাবেন ভাই খুব দ্রুতই ❤

  • @mehrabahmed4691
    @mehrabahmed4691 3 ปีที่แล้ว +2

    নিজের দেশ নিয়ে পড়ে না থেকে, অন্য দেশ নিয়ে পড়ে থাকলে নিজেদের দেশ সম্বন্ধে জানবে কিভাবে? আমাদের অনেক দোষ আছে। আমরা খেয়ে দেয়ে কোন কাজ পাই না, অন্যকে নিয়ে পড়ে থাকি। সবই হলো ভারতীয় চ্যানেলের প্রভাব। আর নিজের দেশ, ভাষা, সংস্কৃতি নিয়ে অসচেতনতা। তাই আজ আমরাই আমাদের সম্বন্ধে অনেক কিছু জানি না, কিন্তু অন্য দেশ সম্বন্ধে ঠিকই জানি। সবই হলো দেশের সিস্টেম আর নিয়ম-কানুনের দোষ। এদেশ দিনের-পর-দিন একটা পরগাছা জাতিতে পরিণত হচ্ছে। খুব ঘৃণা লাগে এদেশের উপর। তবুও আশা রাখি একদিন সব ঠিক হয়ে যাবে। জয় বাংলা।

    • @CinePoison
      @CinePoison  3 ปีที่แล้ว

      ভারতের চ্যানের প্রভাব যতটা নয় আমাদের নিজেদের দায় তারথেকে বেশি। আমিফ লায়লা, আকবর দ্যা গ্রেট, টিপু সুলতাম এগুলো ভারতীয় প্রোগ্রাম ছিল কিন্তু এর সাথেও আমাদের নাটকগুলো পাল্লা দিয়ে ফাইট দিয়েছে। মানুষ আলিফ লায়লাও দেখছে কোথাও কেউ নেই ও দেখেছে। এখন আমাদের এমন কাজ কই? দর্শক সেই একই গবিরের ছেলে ধনীর মেয়ে বা গরিবের মেয়ে ধনীর ছেলের প্রেম কাহিনী আর কত দেখবে! দায় আমাদেরই বেশি 😪

    • @mehrabahmed4691
      @mehrabahmed4691 3 ปีที่แล้ว

      @@CinePoison কিন্তু কেনো আমাদের দেশের মানুষ ইন্ডিয়ান সংস্কৃতিতে আবদ্ধ হলো? বিশ্বে আরো কত দেহে থাকতে। যেটা আমার ভাষা, সংস্কৃতি কোনটাই বহন করে না, সেটা নিয়ে মানুষ পরে থাকে। আগের মানুষ বিটিভি তে বাইরের বিনোদন দেখলেও সেটা নিজের ভাষাই দেখতো। যার ফলে কিন্তু তারা আর বাইরের ভাষার সাথে পরিচিত হতে পারত না। বাইরের কোনো ভাষা এ দেশে ঢুকতেও পারতো না। কিন্তু এখন আপনি দেখুন অনেক ইন্ডিয়ান জিনিস নিয়ে এমনভাবে পরে থাকে যে, এক সময় হিন্দি ভাষা বোঝা শুরু করে। আর এই ভাষা বোঝার কারণে অনেকে এই ইন্ডিয়ান বিনোদন নিয়েই পরে থাকে বোকার মত। যা তার ভাষা, সংস্কৃতি কোনটাই বহন করে না সত্ত্বেও। এখন যদি ইন্ডিয়ান চ্যানেল ই দেশে না থাকতো তাহলে কিন্তু ইন্ডিয়ান সংস্কৃতি, ভাষা কোনটাই এ দেশে পাত্তা পেত না। কারণ মানুষ তো ইন্ডিয়ার ভাষাই বুঝত না। দেশে যেমন ই কাজ হতো না কেনো মানুষ আর ইন্ডিয়ান বিনোদন নিয়ে পরে থাকতো না। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ভাষা, সংস্কৃতি নিয়ে সচেতন হতে হবে। জয় বাংলা।

    • @CinePoison
      @CinePoison  3 ปีที่แล้ว +1

      বর্তমান মুক্ত অর্থনীতির বিশ্বে আপনি কোনো কিছু বন্ধ রাখতে পারবেন না। টিভি বন্ধ করে দিলে মানুষ অনলাইনে দেখবে ঠেকাতে পারবেন না। আবার আপনি যদি এখন বলেন বিদেশের কিছুই নিজের দেশে ঢুকতে দিব না। তাহলে বিদেশও আপনার জন্য তাই করবে। তাহলে আমাদের প্রায় এককোটি প্রবাশীর কি হবে! আমাদের রপ্তানীমুখী বানিজ্যের কি হবে! বিষয়টি খুবই জটিল। মুক্ত অর্থনৈতিক বিশ্বে আপনাকে টিকে থাকতে হলে নিজের কোয়ালিটি বাড়িয়েই একমাত্র টিকে থাকতে হবে। আপনি কি জানেন ১৯৬৫ সাল পর্যন্ত বাংলাদেশের সিনেমাহলে ভারতিয় হিন্দি, বাংলা, পাকিস্তানের উর্দু, আমেরিকান, ইতালিয়ান, ফিরাসি সিনেমা চলতো? তখনও কিন্তু বাংলায় ভালো সিনেমা হয়েছে। ১৯৬৫ তে ভারত পাকিস্তান যুদ্ধের কারনে ভারতীয় সিনেমা আসা বন্ধ হলেও বাকি গুলো চলতো তখনও ভালো সিনেমা হয়েছ এই বাংলায়। এখন হচ্ছে না তাই মানুষ বিকল্প খুজছে। কোলকাতাতেও তো হিন্দি, ইংরেজি, তামিল সিনেমা চলে ওদের লোকাল সিনেমা তাও টিকে আছে কি করে? কোয়ালিটি দিয়ে। ওদের বাংলা ভাষার বাজার তো আরও ছোট মাত্র ৫ কোটির আমাদের তো ১৭ কোটির আমরা পারছিনা কেনো! আগে নিজেদের দিকে আঙ্গুল রাখি শুধু শুধু অন্যদের দোষ দিয়ে লাভ নেই। ভারতের চ্যানেল তো আমাদের জোর করে ঘাড়ে ধরে টিভির সামনে বসাচ্ছে না আমাদের জনগনই বসছে কারণ দেশিয় চ্যানেল কোনোভাবেই তাদের চাহিদা ফুলফিল করতে পারছে না।

    • @mehrabahmed4691
      @mehrabahmed4691 3 ปีที่แล้ว +1

      @@CinePoison আপনি কিছু দিক দিয়ে ঠিক বলেছেন। তবে আমাদের জন্য হিন্দি ভাষা একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আমি বলছি যে, বাইরে কোন কিছু দেখতে হলে সেটা নিজের ভাষায় দেখা উচিত। অন্য দেশের সংস্কৃতি-বিনোদন নিয়ে সারাদিন পড়ে থাকা কতটা যৌক্তিক? আর এখানে আমাদের দেশের মানুষের অন্য দেশের সংস্কৃতি মানে হল ইন্ডিয়ান সংস্কৃতি। আর আপনি ইউটিউব এর কথা বললেন। এখনকার জেনারেশন হয়তো ইউটিউব এ দেখবে, যেহেতু তারা ছোটকাল থেকে হিন্দি দেখে বড় হয়েছে। কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কথা চিন্তা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদের মত না হয়, ওইটা আমি বলছি আরকি। আর বাইরের সংস্কৃতি বলতে আমাদের দেশে শুধুমাত্র ইন্ডিয়ান সংস্কৃতি ই চলছে, অন্য কোন সংস্কৃতি নয়। 1965 সালের কথা যেটা বললেন, তখন আমরা পাকিস্তানের শাসনে ছিলাম। তখন তারা আমাদের মধ্যে হিন্দি, উর্দু ঢুকিয়ে দিয়েছিল। এখন আমরা স্বাধীন দেশ। এখনই যদি ওই পাকিস্তান আমলের মতই হই তাহলেতো যেই লাউ, সেই কদু। আর তাছাড়া আমাদের দেশে যে বাইরের মুভি চলে না, এমনটা তো না। ইন্টার্নেশনাল অনেক মুভি ই আমাদের দেশে চলে। আমি ওইসব মুভির বিরুদ্ধে কোনো কিছু বলছি না। আমি বলছি হিন্দি নিয়ে। হিন্দি আমাদের জন্য এক প্রকার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। হিন্দি আহমরী কিছু না। হিন্দি মুভি ইন্ডিয়ানদের জন্য বানানো হয়। আমাদের জন্য হিন্দি নয়। আর তাছাড়া আমাদের মুভি ভারতের পশ্চিমবঙ্গেই শুধু রিলিজ হয়। আর কোথাও না। পশ্চিমবঙ্গের মুভিও এখানে রিলিজ হয়। পশ্চিমবঙ্গ নিয়ে কোন মাথা ব্যাথা নেই। মাথা ব্যাথা হিন্দি নিয়ে। আর যেভাবে দেশে হিন্দি ছড়িয়ে যাচ্ছে, সেটাও তো দেখতে হবে। ব্যবসার কথা চিন্তা করে তো আর আমাদের দেশের ভাষা, সংস্কৃতি কে বিপদে ফেলতে পারি না। আশা করি বুঝতে পেরেছন। সরকারকে ভাষা, সংস্কৃতি নিয়ে কাজ করতে হবে। আমাদেরও ভাষা সংস্কৃতি নিয়ে সচেতন হতে হবে। আর আমাদের সিনেমা আবার জাগ্রত হচ্ছে।

  • @abhishekbiswas9562
    @abhishekbiswas9562 3 ปีที่แล้ว +1

    Nice topic and making.

  • @achemacm1761
    @achemacm1761 3 ปีที่แล้ว +1

    I feel proud of them...

  • @mdshahjahan3462
    @mdshahjahan3462 ปีที่แล้ว

    অসাধারন সিনেমা।

  • @mdjanu3342
    @mdjanu3342 2 ปีที่แล้ว

    আমার দেখা সেরা সিনেমা

  • @santoblog4285
    @santoblog4285 ปีที่แล้ว

    কিংবদন্তি আরো কিছু বাংলা মুভির রিভিউ চাই---

  • @shozsorol5690
    @shozsorol5690 3 ปีที่แล้ว +2

    ইতিহাস হয়ে থাকবে এইছবিটা।

    • @CinePoison
      @CinePoison  3 ปีที่แล้ว +1

      হ্যাঁ, এটা শুধু সিনেমা নয় একটি ইতিহাস।

  • @Channel-Panchagarh
    @Channel-Panchagarh ปีที่แล้ว

    ধন্যবাদ ভাই

  • @dhakarcinemasongs
    @dhakarcinemasongs 3 ปีที่แล้ว +1

    love flims

  • @Farhanomarmuhit2009
    @Farhanomarmuhit2009 ปีที่แล้ว

    জীবন থেকে নেওয়া সিনেমাটি রংগীন করা হোক ডিজিটাল নিয়মে যেমনটা করা হয়েছে পথে র - প্যাচালী

  • @taohiddu1562
    @taohiddu1562 4 หลายเดือนก่อน

    মুক্তিযুদ্ধ সবগুলো মুভির রিভিউ দেয়া হোক

  • @amirulislam3858
    @amirulislam3858 3 ปีที่แล้ว

    So nice bro go ahead

    • @CinePoison
      @CinePoison  3 ปีที่แล้ว

      Thank you so much brother ❤

  • @swajanahmedswajal5846
    @swajanahmedswajal5846 3 ปีที่แล้ว

    জীবন থেকে নেয়া ছবিটি আবারও নির্মান করা হোক

  • @rumanahmed9932
    @rumanahmed9932 3 ปีที่แล้ว +1

    আনোয়ার হোসেনকে বঙ্গবন্ধুর মতো কোনো নেতার ক্যারেক্টার বুঝানো হয়েছে এই ছবিতে।

    • @CinePoison
      @CinePoison  3 ปีที่แล้ว +1

      হ্যাঁ, একদম তাই।

    • @rumanahmed9932
      @rumanahmed9932 3 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই বুঝতে পারার জন্য

    • @ashrafulislamsayeem9420
      @ashrafulislamsayeem9420 ปีที่แล้ว

      অথছ মুজিব সমকালে বিবৃতি দিছে,জহির রায়হান সেচ্ছায় বাড়ি থেকে পালিয়েছে🙂