বৃহত্তম বিপদে পড়তেই চলেছেন মমতা ।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • এখনই শ্রীঘরের পথ দেখানো উচিত ফিরহাদ হাকিমকে নাহলে বিচারালয়েরই বিপদে । শুনুন বাংলার বার্তায় ।
    ফোন - ৯৮৩০৪২৬০৪৯ (দুপুর ১টা থেকে ৩টে )
    বাংলার বার্তা ফেসবুক -
    / sanmoybanerjeebanglarb...
    বাংলার মন -
    / @-banglarmon1185

ความคิดเห็น • 1.5K

  • @nikhilhal6602
    @nikhilhal6602 2 ปีที่แล้ว +263

    বাংলার জনগণ এখনও ঘুমায়, এটাই বাংলার দুর্ভাগ্য।

    • @MrDilipsen
      @MrDilipsen 2 ปีที่แล้ว +18

      ঘুম নয়। জেগে জেগে সুখে তার অংশ ভোগ করে চলেছে। দেখছেন তো বুদ্ধিজীবী/ ক্লাব - এদের অবস্থা এবং অবস্থান।

    • @subhendubikashmallick9215
      @subhendubikashmallick9215 ปีที่แล้ว

      লকখীরঘট নামক মাদকতার ঘুমে আচ্ছন্ন।

    • @shaktibanerjee7189
      @shaktibanerjee7189 ปีที่แล้ว

      500 takar Lakhhi bhandar

  • @rowdygamer263
    @rowdygamer263 2 ปีที่แล้ว +17

    সন্ময় দা খুব ই ভালো উপস্থাপনা।এই সরকার টা চলে গেলেই বাংলা র জনগন বেঁচে যাবে। কিন্তু ফাইনালি কিছু কি হবে? এতদিন ধরে কয়লা ভাইপো র কেস টা ঝুলেই আছে।মানেকা গম্ভীর কে ও তো ডাকছে না?কথা গুলো খুব ই বাস্তব ও শুনতে ভালো ই লাগে। কার্যক্ষেত্রে কিছু কি হবে?

  • @rabindranathchakrabarty5151
    @rabindranathchakrabarty5151 2 ปีที่แล้ว +42

    সন্ময় বাবু , আপনার ঐকান্তিক প্রচেষ্টা যেন সাফল্যের আলো দ্যাখে । এই মুহুর্তে আমরা , ভোট যদি দিতে দেয় , সঠিক জায়গায় ভোটটা দেব ।

  • @swastikabhattacharyya4144
    @swastikabhattacharyya4144 2 ปีที่แล้ว +157

    জগন্নাথ বাবুকে অসংখ্য সাধুবাদ ও ধন্যবাদ। সরকারের পাপের ঘড়া এবার পূর্ণ হলো।

    • @krishnamohari7046
      @krishnamohari7046 2 ปีที่แล้ว +1

      Thanks Sammy da apni jai information guli dekhacchen satti dekhe buja jai je Mamat Banerjee pachim Bangla ke ki bhabe sesh kore diyeche tai to banglar manush khuboi garib Mamatar sarkar gele Mone hai banglai kichu unnati hobe chor sarkar diye Kichu hobe na

    • @mainakbaksi
      @mainakbaksi ปีที่แล้ว

      B

  • @subirbhowmik8104
    @subirbhowmik8104 2 ปีที่แล้ว +28

    সন্ময়বাবু আপনাকে অনেক ধন্যবাদ এই ভিডিও শেয়ার করার জন্য।

  • @pabitrabiswas5681
    @pabitrabiswas5681 2 ปีที่แล้ว +47

    অনেক বিপদের কথা শুনে শুনে কান ঝালাপালা , কিছু হলো কি?
    তদন্তের তদন্ত , তার তদন্ত চলতে থাকবে অনন্তকাল

  • @monibanerjee3714
    @monibanerjee3714 2 ปีที่แล้ว +20

    আপনার প্রতিবেদন হেডলাইন চমৎকার। উৎসাহ আশা জোগায।ভাল লাগল। শেষের শেষ কবে দেখব ভগবান?পৃথিবীর চিরকালের কুখ্যাত দুর্নীতির কাহিনীর জন্য বাংলা বিখ্যাত হযে থাকবে।নায়িকার জন্য। ধন্যবাদ জানাই নমস্কার নমস্কার নমস্কার

  • @bipulpall6873
    @bipulpall6873 2 ปีที่แล้ว +64

    সেটা তো অনেকদিন থেকেই শুনেছি আর অপেক্ষায় আছি । আমাদের যাতাও ঢিল গমও ওদা ।

  • @sanatsamanta9111
    @sanatsamanta9111 2 ปีที่แล้ว +14

    প্রতিদিন ইতিহাস তৈরী হচ্ছে!এর শিকড় কতটা গভীর, সেটাই দিনে দিনে উপলব্ধি হবে!এক শ্রেণীর মানুষের ভুলের প্রায়শ্চিত্ত সবাই কেই করতে হবে!!

  • @dwijadaschatterjee6377
    @dwijadaschatterjee6377 2 ปีที่แล้ว +48

    কি বলব? ভালো ভাষাই নেই । অসাধারণ ২দক্ষতা উপস্থাপন করার। আমার মনে হচ্ছে, এতো উচ্চস্থ,ভাবাই যায় না, স্বাধীনতা র পর এতো সুন্দর সাবলীল উপস্থাপন, সত্যি,, নজিরবিহীন।

    • @swapnasengupta9123
      @swapnasengupta9123 2 ปีที่แล้ว

      Chatichata.gov.mane.chorchottader.akhra.
      Ai.samudra.churi.cag.taliye.jabe.

    • @সত্যসন্ধানী-ড৮ণ
      @সত্যসন্ধানী-ড৮ণ 2 ปีที่แล้ว

      গোটা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপস্থাপকের নাম সন্ময় ব্যানার্জী। পুলিৎজার পুরস্কারটি ছেড়ে দেওয়া হয়েছে আমেরিকা থেকে যেটা এই পানিহাটিতে পৌঁছল বলে।

  • @dyutibhattacharyya6589
    @dyutibhattacharyya6589 2 ปีที่แล้ว +26

    Excellent report একটা দিয়েছেন ! অনেক কিছু clear করে বুঝতে পারলাম ৷ ধন্যবাদ

  • @amitbasumallik261
    @amitbasumallik261 2 ปีที่แล้ว +118

    খালি সময় নষ্ট হচ্ছে। বিচার ব্যবস্থার গতি প্রয়োজন।

  • @dipakkarmakardipak8402
    @dipakkarmakardipak8402 2 ปีที่แล้ว +72

    আর কত বিপদ, আর কত দুর্নীতি, আর কত কাটমানি প্রমানিত হলে শাস্তি হয়???????????????????????????????????????????

    • @bidyutadak2015
      @bidyutadak2015 2 ปีที่แล้ว

      কোনও দিনই হবে না ভাই। শুধু এই করে করে ভোট বৈতরণী পার হবে বিজেপি আর তূনুরা

    • @subhendubikashmallick9215
      @subhendubikashmallick9215 ปีที่แล้ว +1

      উত্তর নেই। জোর তার মুল্লুক তার।

  • @jishunayek439
    @jishunayek439 2 ปีที่แล้ว +29

    কোথায় নেতাজি, আর কোথায় পিয়াঁজি,, জেলে পুরে থার্ড ডিগ্রি প্রয়োগ করা হোক,,

  • @gopalpalchoudhury5978
    @gopalpalchoudhury5978 2 ปีที่แล้ว +6

    Ultimately "Game" has been started. Thank you sir for your excellent analysis.God bless you.

  • @bimalenduadhikari295
    @bimalenduadhikari295 2 ปีที่แล้ว +236

    বহুবিধ বিপদের বোঝা মাথায় নিয়ে চলা দুর্নীতিবাজ সরকারের মাথার উপর আরো এক ভয়ংকর নতুন বিপদ এর সম্ভবনা জনসমক্ষে তুলে ধরে প্রতিনিয়ত প্রতিবাদী কন্ঠস্বরে গর্জে ওঠা দক্ষ ও পারদর্শী সাংবাদিক সন্ময় বাবুর দুরন্ত তাৎপর্যপূর্ণ প্রতিবেদন এর সর্বাত্মক সাফল্য কামনা করি।

    • @sabbirrahmanansary6193
      @sabbirrahmanansary6193 2 ปีที่แล้ว +1

      Momota benarjir dhhonso aibanglar joto netara chor d akait lutera tmc netader kono po thh khola i. Nv

    • @sibasishdhar8167
      @sibasishdhar8167 2 ปีที่แล้ว +9

      TMC sarker will be discharged very soon

    • @amitavamandal9047
      @amitavamandal9047 2 ปีที่แล้ว

      Ora করছে করুক ..কিন্তু ...আপনি জানেন তো নেতাজী সুভাষ BJP, RSS, HINDU মহাসভা r বিরুদ্ধে ছিলেন ..এদের কে deser শত্রু বলেছিলেন ....😂 😂 😂

    • @amitavamandal9047
      @amitavamandal9047 2 ปีที่แล้ว

      @@sibasishdhar8167 ...Ora করছে করুক ..কিন্তু ...আপনি জানেন তো নেতাজী সুভাষ BJP, RSS, HINDU মহাসভা r বিরুদ্ধে ছিলেন ..এদের কে deser শত্রু বলেছিলেন ....😂 😂 😂

    • @bimalenduadhikari295
      @bimalenduadhikari295 2 ปีที่แล้ว +8

      @@sibasishdhar8167 অতিসত্বর তাই যেন হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।

  • @maniklalbhoumick7239
    @maniklalbhoumick7239 2 ปีที่แล้ว +9

    অপরাধিদের অতি শীঘ্র শাস্তির ব্যাবস্থা করা হোক।

  • @P.D886
    @P.D886 2 ปีที่แล้ว +129

    শুনতে ভালোই লাগছে।আশাবাদি হওয়ার মধ্যে কোনো দোষ নেই।

    • @পাগলবাউল-দ৯ষ
      @পাগলবাউল-দ৯ষ 2 ปีที่แล้ว

      ঠিক আশায় আশায় বাঁধি বুক, আসলে আমাদের দেশের বিচার ব্যবস্থা, রাজনীতি তো, ঠিক ভরসা হয় না। আমাদের ট্যাক্সের টাকা এইভাবে যদি চুরি করে, এদের কি শাস্তি হওয়া উচিত? তথ্য গোপনের জন্য জো বাইডেনের বাড়িতে তল্লাশি হয়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহারের জন্য জেলে যায়, আমাদের রাজ্যে আর্থিক দুর্নীতির মতন ভয়ঙ্কর অপরাধের জন্য কারও কিছুই হয় না। পাপকে আমরা পুষছি।

    • @niharenduchakraborty8710
      @niharenduchakraborty8710 2 ปีที่แล้ว +1

      Pradip babu oi tukai sar. ULTIMATELY SABJANTA HINDU BANGALIRA NIJER MAYKE CHAI.

    • @tilottamab7614
      @tilottamab7614 2 ปีที่แล้ว

      Asha korei amader morte hobe. Jotokkhon shasti na hobe totokhon kichhui bola jay na. 15 din aage modi didi k Delhi te deke puroshkar diechhe,duare sarkarer jonyo. Shubhendubabu ekhane jotoi protibad koruk kendra kintu onyo pathe chole.

    • @prasantamondal7766
      @prasantamondal7766 ปีที่แล้ว

      ​@@niharenduchakraborty8710 9. Bv valla 😊😊

  • @samiranghosh1936
    @samiranghosh1936 2 ปีที่แล้ว +22

    আমরা আর চমকাই না,এগুলোই স্বাভাবিক হয়ে গিয়েছে, কারন কিছু ই হবেনা।

  • @sanjithaldar8417
    @sanjithaldar8417 2 ปีที่แล้ว +33

    শুনতে শুনতে কান পচে গেছে sir
    কবে হবে,কি হবে ,
    এত প্রমান পেয়েও শাস্তি হয়না জে রাজ্যে
    সেই ডাইনির রাজ্যে ভাল কিছূ আশা করা বৃথা।

    • @subhendubikashmallick9215
      @subhendubikashmallick9215 ปีที่แล้ว

      আমাদের দুর্ভাগ্য এই রাজ্যের বাসিন্দা আর এই রকম মানুষ দেখতে হবে।

    • @gourharidas1271
      @gourharidas1271 24 วันที่ผ่านมา

      ভালো বলেছেন।

  • @uttam1642
    @uttam1642 2 ปีที่แล้ว +21

    এই অসাধারণ তথ্য গোটা বাংলার সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য সন্ময় স্যার কে প্রণাম জানাই 🙏🙏🙏

  • @palsubha1959
    @palsubha1959 2 ปีที่แล้ว +26

    সন্ময়দা , অনেক কিছু জানা গেল আপনার প্রতিবেদন থেকে। ধন্যবাদ 🙏 তবে শিক্ষা দপ্তরে যাদের বেআইনি ভাবে চাকরি করছে তাদের এইমুহুর্তে বরখাস্ত করা উচিত ... নাহলে পরবর্তী প্রজন্মের কাছে, সমাজের কাছে আমরা সবাই ই দায়ী থাকবো ... এরমধ্যে মাননীয় বিচারকরাও থাকবেন ...

  • @goutambhakat4211
    @goutambhakat4211 2 ปีที่แล้ว +9

    শুভ সকাল নমস্কার সনময় দা , সরকার টা ঘোর বিপদে পড়ে উচ্ছেদ হোক এটাই তো আমরাও চাই । ভুল করুক ভুল ধরিয়ে দিয়েন না ।

  • @princeoflove4911
    @princeoflove4911 2 ปีที่แล้ว +9

    এবার যাঁরা ভোট দিয়েছেন তাঁরা বলুক খুব তো ভিক্ষা, পাইয়ে দেবার জন্য ভোট দিয়ে জিতিয়ে কষ্টকে পাথেয় করতে হচ্ছে।

  • @sasankakundu757
    @sasankakundu757 2 ปีที่แล้ว +9

    হ্যাঁ সণ্ময়দা,যখন এটা সত্য প্রমাণিত হবে,তখনই বিশ্বাস।তার আগে আমাদের এ বিষয়গুলো শুনতে ভাল লাগছে না।

  • @santanupatra8580
    @santanupatra8580 2 ปีที่แล้ว +24

    পুরো শিক্ষা দফতর টাকে তুলে দেওয়া উচিত। এই সব আধিকারিকদের যাবজ্জীবন কারাদণ্ড হোক।

    • @atulroy419
      @atulroy419 2 ปีที่แล้ว

      Amio ekmat.

    • @dipankarmahato9188
      @dipankarmahato9188 2 ปีที่แล้ว

      লাভজনক জায়গা থেকে ট্রান্সফারের ভয়ে আমলারা সব তছরুফে সই করে দেয়। এই অসভ্য কর্মীদের জেলে পোরা দরকার।

  • @parthasarathimandal7447
    @parthasarathimandal7447 2 ปีที่แล้ว +87

    "কেবল বিপদে পড়তে চলেছে" এই কথা আমরা শুনে চলেছি। "কবে বিপদে পড়বে" সেই দিকেই বাংলার মানুষ তাকিয়ে আছে। আর সন্ময় বাবু আপনি নিশ্চিত থাকতে পারেন, যতই CBI, ED, আসুক, পিসি -ভাইপোর কিছুই হবে না। CBI এর লম্পঝম্প বাংলার মানুষ দেখেছে।

    • @sirshendu.ghosh.2263
      @sirshendu.ghosh.2263 2 ปีที่แล้ว +4

      Mamata ei term complete korte parbe na

    • @sirshendu.ghosh.2263
      @sirshendu.ghosh.2263 2 ปีที่แล้ว +3

      Apni CID er serial ta normal life e fele 1 hour e result chaile paben na

    • @rajarshi2002
      @rajarshi2002 2 ปีที่แล้ว

      Kichui hobena. Shob rajay rajay bojhapora hoye ache

    • @somnathganguly8609
      @somnathganguly8609 2 ปีที่แล้ว +4

      @@sirshendu.ghosh.2263 ki6ui hbe nh....nischinte thakun

    • @noorhossain8886
      @noorhossain8886 2 ปีที่แล้ว

      Sudhu CBI Ed r lampho jhampo chole durnity Baz der saja kokhono Hobe na. Sob Kunal modon der moto Abar fire asbe

  • @uttamdas9984
    @uttamdas9984 2 ปีที่แล้ว +1

    Respected Sanmoy Banerjee Saheb lots of thanks for your kind authenticity of all relevants information about the culprits of the state. How and under circumstances the defaulters are staying in power of the state. No moral rights to remain in power of the state. Thanks so much for your kind beautiful details briefing on entire system of educational background are involved. Thanks. So much for your kind journalism. Namaskar Naben. Bhalo thakben.

  • @pranabsarkar8084
    @pranabsarkar8084 2 ปีที่แล้ว +174

    এই দেশে কোন রাজনৈতিক নেতাদের কোনো বিপদ নেই, হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে বাতিল করে দেয়। যার জন্য কারো কোনো বিপদ নেই। শুধু একটু টাকা খরচ করতে হবে। এই দেশে টাকা দিয়ে সব কিছু কেনা যায়।

    • @garhwalinmyvains7494
      @garhwalinmyvains7494 2 ปีที่แล้ว +9

      Exactly 👍👍

    • @nayankarmakar3487
      @nayankarmakar3487 2 ปีที่แล้ว

      যেমন মহারাষ্ট্র তার জীবন্ত উদাহরণ। এই জন‍্য আদাম্বা জিন্দাবাদ। টাকার বলেই তো বিজেপি গোয়া থেকে মহারাষ্ট্র। হিটলার মতো অবস্থা হবে।

    • @atulroy419
      @atulroy419 2 ปีที่แล้ว +1

      Right!

    • @kalyanlahiri5938
      @kalyanlahiri5938 2 ปีที่แล้ว +1

      Thik bolecho......Era khobor dekhiye taka kamabe

    • @manindranathdey4855
      @manindranathdey4855 2 ปีที่แล้ว

      B IV cu
      In

  • @monabanerjee3390
    @monabanerjee3390 2 ปีที่แล้ว +1

    আমার জানা দুই ভাই বোনও পাটির্ দারা চাকরি পেয়েছে জানি সবটাই প্রমান সাপেক্ষ।

  • @radhanathmaity902
    @radhanathmaity902 2 ปีที่แล้ว +53

    যে দিন এই সরকার এসেছে তখনই আমাদের সর্বনাশ বীজ বোনা হয়েছে

    • @subhendubikashmallick9215
      @subhendubikashmallick9215 4 หลายเดือนก่อน

      সঠিক।এক সর্বনাশি শেষ করে দিচ্ছে প বঙ্গ কে। তার জেল বা ফাঁসি হলে কি হল বা গেল? প বঙ্গ তো শেষ হল। একজন ৯ কোটি মানুষের জীবন শেষ করে দিচ্ছে। কেন্দ্রীয় সরকার নীরব দর্শক, অদ্ভুত।

  • @niloynaha7636
    @niloynaha7636 2 ปีที่แล้ว +7

    এটাও একটা দীর্ঘ লড়াই, সব ম্যানেজ করে নেবে মমতা, অন্যান্য মামলাগুলো দেখে সেই তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি দাদা।

  • @amalenduray7840
    @amalenduray7840 2 ปีที่แล้ว +11

    বিচার ব্যবস্থার প্রতি একের পর এক কটাক্ষের পরিপেকখিতে আদালতের গরিমা রকখারথে কঠোর দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত।

  • @BuddhadhevPaul-f4h
    @BuddhadhevPaul-f4h 28 วันที่ผ่านมา +1

    বাংলায় মানুষ জেগে থাকতে ঘুমিয়ে থাকবেন
    এই হচ্ছে এখন বাংলার
    অবস্থা

  • @Bandebharat1704
    @Bandebharat1704 2 ปีที่แล้ว +20

    নতুন নতুন মামলা দায়ের করছেন ঠিক আছে,কিন্তু পুরান মামলা গুলোর সমাধান হোক,মাথাগুলোর জেল হোক,মানুষের আর ধৈর্য্য নাই।

    • @krishnagopalmitra8508
      @krishnagopalmitra8508 2 ปีที่แล้ว

      Joto sab Ghaja, kitchu habee naa

    • @subhendubikashmallick9215
      @subhendubikashmallick9215 ปีที่แล้ว

      ওনারা পলিটিশিয়ান ,, মানুষের ধৈর্য ্যনিয়ে ওনারা থোরাই কেয়ার করেন?

  • @anupkumarsen
    @anupkumarsen 2 ปีที่แล้ว +13

    দিদি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলে,তো আর কোন বিপদ থাকবে না। উনি পশ্চিমবঙ্গ কে
    উন্নয়নের জোয়ারে যে ভাবে ভাসিয়ে দিয়েছেন,তার কৃতজ্ঞতা স্বরুপ আমাদের উচিত তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী হতে সাহায্য করা। আমরা বঙ্গবাসীরা একাই কেন উন্নয়নের এই সুফল ভোগ করবো? দেশের অন্যান্য রাজ্য গুলোও এই ভয়ঙ্কর উন্নয়নের সুফল ভোগ করুক।

    • @TheJoydish
      @TheJoydish 2 ปีที่แล้ว

      Kobe? 2026 sale?😊

    • @atulroy419
      @atulroy419 2 ปีที่แล้ว

      Etai korte hobe na hole r baki Bharat basira ei jhal ektu bujhuk!

  • @logingoogly
    @logingoogly 2 ปีที่แล้ว +280

    এই পঞ্চায়েত ভোটে তোলামূল কে গ্রাম বাংলা থেকে উৎখাত করুন 🙏🙏🔥🔥

    • @garhwalinmyvains7494
      @garhwalinmyvains7494 2 ปีที่แล้ว +13

      হাসাবেন না প্লিজ।

    • @pagarwal1593
      @pagarwal1593 2 ปีที่แล้ว +29

      বাংলার ভীখারীরা সঙ্খাগরিষ্ঠ
      তার ই অনুপ্রেরণায়!
      ঐ তোলাবাজ মহিলাকে এরেষ্ট করা ওতো সোজা নয়!!!

    • @kdebnath4
      @kdebnath4 2 ปีที่แล้ว

      @@garhwalinmyvains7494 বাংলায় যে ভাইপোর গুন্ডা বাহিনী আছে ,অত সহজে এই দ্বৈত্যবাহিনীকে হাড়ানো যাবে না !!!

    • @pallabkar5716
      @pallabkar5716 2 ปีที่แล้ว +5

      Hahahaha.. 2021 er election er result dekhechili? Bjp r pode laath mere bangla r baire.. Panchayat eo dekhiye debo..

    • @supriyabiswas8844
      @supriyabiswas8844 2 ปีที่แล้ว

      Samvab nay karon aamra Bangali tai bujhi prithibir sab manusher theke beshi tarpar na balai valo.

  • @ashischatterjee6965
    @ashischatterjee6965 2 ปีที่แล้ว +15

    খেলা হচ্ছে সবাই দেখছে এবং উপভোগ করছে । শুধু গোল হবার অপেক্ষায় রয়েছে।

  • @kumkummondal9322
    @kumkummondal9322 2 ปีที่แล้ว +100

    TMC সর্ কা র নিপা ত JAK
    হে মা কালী
    CBI ED কে সর্ব শক্তি দাও মা💐💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌻🌻🌻🌷🌷🌷🥀🥀🥀🌼🌼🌼🎋🎋🎋🎋🎋🎋🎋🎋

    • @garhwalinmyvains7494
      @garhwalinmyvains7494 2 ปีที่แล้ว +3

      হাসাবেন না প্লিজ।

    • @PALLAV357
      @PALLAV357 2 ปีที่แล้ว +2

      @@garhwalinmyvains7494 চপ শিল্প

    • @garhwalinmyvains7494
      @garhwalinmyvains7494 2 ปีที่แล้ว +3

      @@PALLAV357 তার সাথে ঢপ শিল্প 🤣🤣

    • @krishnagopalmitra8508
      @krishnagopalmitra8508 2 ปีที่แล้ว

      Joy Maa Kali

    • @subhendubikashmallick9215
      @subhendubikashmallick9215 ปีที่แล้ว +1

      সম্ভব কি ভাবে? Supreme ---আছেতো।

  • @asimmukherjee567
    @asimmukherjee567 2 ปีที่แล้ว +2

    সি বি আই তদন্ত একবার শুরু হলে দশ বছর নিশ্চিত। অত চিন্তার কিছু নাই।

  • @gsdsff6911
    @gsdsff6911 2 ปีที่แล้ว +27

    অসাধারণ এই অজানা প্রতিবেদন। তবে এই প্রতিবেদন শুনে খুব আনন্দ উপভোগ করছি।
    তবে না বলে পারলাম না।
    লেগেছে লেগেছে আগুন, পিসিমনি এবার নবান্ন ছাড়ুন।
    আসন্ন গ্রাম পঞ্চায়েত র্নিবাচনে এই চটিপিসির কোম্পানি কে উৎখাত করে দিন। 🙏🙏🙏

    • @subhendubikashmallick9215
      @subhendubikashmallick9215 4 หลายเดือนก่อน

      কিন্তু পয়সা যে ছড়িয়ে দেয়া হয়েছে!

  • @pintudas3036
    @pintudas3036 2 ปีที่แล้ว +2

    সন্মায দা ওসব ভেবে ভেবে ধরে বসে থাকুন ।

    • @মগাকাপালিক
      @মগাকাপালিক 2 ปีที่แล้ว +2

      সন্ময় এবারে টালির চালের কোনো ভাইয়ের বৌদের দিয়ে পা টেপাবে, বেশি দিন নেই আর 😁

  • @basubanasri1358
    @basubanasri1358 2 ปีที่แล้ว +13

    এই " হিসেব " দেওয়ার.. বিষয়টি.. রাজ্যের খুউব সাধারণ জনগণ এতো সুস্পষ্টভাবে বুঝতেই পারতো না..! আপনার এই অসম্ভব তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ না শুনলে..!
    মহত্তম উদ্দেশ্য ও রাজ্যের জনগণের কল্যাণকামিতায় আমাদের সঙ্গে থাকবেন..! এই আশা.. অনুরোধেও..

    • @atinde78
      @atinde78 2 ปีที่แล้ว

      আপনার বক্তব্যের সঙ্গে সহমত হয়েও বলতে বাধ্য হচ্ছি যে, এই বাংলার অধিকাংশ খুউব সাধারণ বা অসাধারণ জনগণের এই ধরণের তাৎপর্যপূর্ণ বিশ্লেষণের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই। বিশেষ করে শহর ও শহরতলির সর্ববোদ্ধা এবং তাত্ত্বিক জনগণের এক বড় অংশ অন্যায়ভাবে বিপিএল রেশন কার্ড, ১০০ দিনের কাজের টাকা বিনা কাজে আত্মসাৎ করার জন্য নাম লেখানো, বাড়ির সকল মহিলার ভাতা পাওয়ার জন্য কার্ড যোগাড় করা এবং সস্তার মদে বুঁদ হয়ে যাবতীয় মেলা খেলার জীবনযাপনে অভ্যস্ত হয়ে নিজেদের ধন্য মনে করে।

    • @philipeisenberg6984
      @philipeisenberg6984 2 ปีที่แล้ว

      👌 👌 👌

    • @basubanasri1358
      @basubanasri1358 2 ปีที่แล้ว

      @@philipeisenberg6984.. thank you..!

  • @sreelekhaghatak-jw1jj
    @sreelekhaghatak-jw1jj ปีที่แล้ว +1

    উনি ঠিকই বলেছেন।এত মশলাদার কেস তো বাংলার মানুষ আগে দেখেনি।নানা project এর কৌটো থেকে টাকা(মশলা) নিয়ে মনমত project এর ঝালমুড়ি বানালে তা তো একটু test আদালত কে করতেই হবে। দিদি ঝালমুড়ি বানিয়ে রোজগার করতে বলেছেন দিদির পাওভাজি টা দারুন spicey।

  • @ashokedas8396
    @ashokedas8396 2 ปีที่แล้ว +16

    ন্যাড়ার নেই কোনো ভয়

  • @Prantik_Maiti
    @Prantik_Maiti 2 ปีที่แล้ว +1

    এতগুলো প্রতিকুল পরিস্থিতিতেও তো নবান্ন ঠান্ডা মাথায় চালিয়ে খেলে যাচ্ছে...

  • @dineshghosh8599
    @dineshghosh8599 2 ปีที่แล้ว +5

    সন্ময় দা আপনি সাধারণ মানুষ নয় মা সরস্বতী আপনার মাথায় হাত রেখে দেন তাই এত সুন্দর সত্য প্রতি বেদন পেশ করেন ভালো থাকবেন

  • @chandrikgupta4922
    @chandrikgupta4922 2 ปีที่แล้ว +11

    দাদা এই রকম বিপদের কথা বহু দিন ধরে শুনে আসছি! কিছু ই হবে না।বড় বড় মাপের উকিল, মোক্তার, সাহেব রা সব ঠিক সামলিয়ে নেবেন। চিন্তা করবেন না। হরে কৃষ্ণ।

  • @nikhilhal6602
    @nikhilhal6602 2 ปีที่แล้ว +22

    বিচার বিভাগ স্বাধীন তবুও
    কেন এমন হয়।

    • @garhwalinmyvains7494
      @garhwalinmyvains7494 2 ปีที่แล้ว +1

      হাসাবেন না প্লিজ।

    • @nayankarmakar3487
      @nayankarmakar3487 2 ปีที่แล้ว

      শ্বশুরকে আর একটা বিটি জন্মাতে বল তাহলেই তো চার জামাই হবে। তবে প্রসেস চলছে রিজুজী হে না। ন রকমের মিষ্টি বা ফল রেডি করো।

    • @dipankarlahiry8045
      @dipankarlahiry8045 2 ปีที่แล้ว

      DELHI paradhin!

  • @sujalpramanik8686
    @sujalpramanik8686 2 ปีที่แล้ว

    Very good news sir. Please opening the illigal Cental government services in Bengal.

  • @anindyamukherjee2987
    @anindyamukherjee2987 2 ปีที่แล้ว +32

    এইসব লোকদেখানো খেলা তো অনেক হল , আসল কাজটা হবে কবে ?? আদৌ হবে কি ???

  • @hiranmoydebnath2556
    @hiranmoydebnath2556 2 ปีที่แล้ว +1

    Very good. This corrupt lady should be put behind the bar. This lady doesn't deserve to sit in the CM chair. Thanks.

  • @sbray15ful
    @sbray15ful 2 ปีที่แล้ว +37

    CBI? আর ভরসা পাই না।এরা শুধু তদন্ত চালিয়েই যায়।এরা শেষ করে দোষ নির্ধারিত করে না।কোথাও একটা ঝামেলা আছে যেটা একটা গভীর চক্রান্ত মনে হয়।

    • @amritakumar5343
      @amritakumar5343 2 ปีที่แล้ว

      না না । দূর্নীতির শিকড় এত বেশি আর গভীর , যে তাতে দিন কে দিন নায়কের
      সঙখ্যা বেড়েই চলেছে ।

    • @rajarshi2002
      @rajarshi2002 2 ปีที่แล้ว +1

      👍👍

    • @garhwalinmyvains7494
      @garhwalinmyvains7494 2 ปีที่แล้ว +4

      ঠিক যেনো বাংলা সিরিয়াল, শেষ হতে চায় না কিছুতেই।

    • @sudan280
      @sudan280 2 ปีที่แล้ว +3

      Respected sir,apner dp bole apni teenager non..akta prosno apner childhood e ki apni bicher byabosther anno kichu dekhechen?mane CBI ,ED ai rajjya asche khub dhor pakor kore Delhi nia chole jacche arokom kichu?chokranto apnader mentality te..subidha nebo propoganda chorabo bas.

    • @mau8990
      @mau8990 2 ปีที่แล้ว +2

      ঠিক বলেছেন।

  • @ivysinha8372
    @ivysinha8372 2 ปีที่แล้ว +10

    জগন্নাথ বাবুকে অসংখ্য ধন্যবাদ।
    একই সঙ্গে ফিরহাদ হাকিমকে ধিক্কার। গুরুত্বপূর্ণ মামলাগুলো কে তিনি বলছেন মশলাদার!! এটা হাইকোর্ট অবমাননা।

  • @ashishkarmakar369
    @ashishkarmakar369 2 ปีที่แล้ว +171

    শিক্ষা মানুষকে সঠিক দিশা দেখায়, যার শিক্ষা কিছুই নেই সে রাজ্যকে সঠিক ভাবে চালাবে কি করে? তার জন্যে সততা ও দক্ষতা দরকার।

    • @tilottamab7614
      @tilottamab7614 2 ปีที่แล้ว

      2011 te keu eta bhabe ni. Tai jonyoi aj ei obostha.

  • @tpc59
    @tpc59 2 ปีที่แล้ว +41

    "আমি কি চীজ, চেননা " এই হল মুখ্যমন্ত্রীর মন্তব্য।

  • @pranabchatterjee349
    @pranabchatterjee349 2 ปีที่แล้ว +19

    এতো দূর্নীতি বাজ চটি বুড়ীর কোম্পানি টা কে বরখাস্ত করা হোক

    • @subhendubikashmallick9215
      @subhendubikashmallick9215 ปีที่แล้ว

      যে করতে পারে তার দম নেই।

    • @subhendubikashmallick9215
      @subhendubikashmallick9215 4 หลายเดือนก่อน

      কে করবে? ‌‌ এই কেন্দ্রীয় সরকার? সেই কেন্দ্রীয় সরকার যে পোস্ট পোল ভায়োলেন্সে ব্যবস্থা নিতে পারে না!

  • @shibaprasadroy3546
    @shibaprasadroy3546 2 ปีที่แล้ว

    এক কথায় শেষ পযর্ন্ত মনে হচ্ছে কিছুই হবে না।

  • @debojitpalgamtoy7730
    @debojitpalgamtoy7730 2 ปีที่แล้ว +13

    সণ্ময় দাদা আমরা ভরসা হারিয়ে ফেলেছি
    ভোট পরবর্তী সময়ে কতগুলো প্রান চলে গেছে তার কিছু কি হয়েছে।এগুলোও তাই হবে।

  • @SamirKumarBhattacharya-e7f
    @SamirKumarBhattacharya-e7f 5 วันที่ผ่านมา

    Thnks Sanmoy Da for yr detailed information about the present activities of the Govt of. West Bengal.

  • @ashisbanerjee891
    @ashisbanerjee891 2 ปีที่แล้ว +12

    এই চটিমূল প্রতি পদে দেখিয়ে দিচ্ছে যে "কোটি" টাকা অঙ্কটা কতোওওও ছোট অঙ্ক।

  • @goutampal5307
    @goutampal5307 2 ปีที่แล้ว +1

    খুব ভালো প্রতিবেদন।

  • @sabyasachimishra7251
    @sabyasachimishra7251 2 ปีที่แล้ว +9

    দাদা আপনি ্কি মনে করেন CBI তদন্ত হলে সঠিক ভাবে তদন্ত হবে? শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে CBI কি করল? এত তদন্ত করার পর হাতে গোনা কয়েক জনের চাকরি বাতিল হয়েছে। আমার মনে হচ্ছে CBI ঠিক ঠাক তদন্ত করছে না। একথা বিচারপতি রা বলছেন।

  • @philipeisenberg6984
    @philipeisenberg6984 2 ปีที่แล้ว +6

    কলকাতার মনীষী: ববি!
    হা হা হা ... অসাধারণ!

    • @enakshighosh4734
      @enakshighosh4734 2 ปีที่แล้ว

      Can't you see the halo round his head?🙄🤪

    • @subhendubikashmallick9215
      @subhendubikashmallick9215 ปีที่แล้ว

      বুঝতে পারছেন কার collection তিনি।

  • @mau8990
    @mau8990 2 ปีที่แล้ว +10

    কবে ফাঁসবে এই আশায় আছি।

  • @kamalchakraborty3249
    @kamalchakraborty3249 2 ปีที่แล้ว +13

    Ashamed government , ashamed leaders ,cadders , can do anything in the interest of party service & happiness of DIDI & NEW NETAJI .Thank you for your beautiful explanation & arguments with goodmorning

  • @tarunpanda2052
    @tarunpanda2052 2 ปีที่แล้ว +19

    দাদা, এই জন্যেই তো সরকার পাবলিক একাউন্টস কমিটির চেযারম্যান টা পেটোয়া লোককে দিয়েছে।

  • @aghosh3571
    @aghosh3571 2 ปีที่แล้ว +9

    dada, একটু কস্ট করে ধৈর্য্য ধরুন। অমিত ভাই ভালই খেলছেন।

  • @SubrataBiswas-yc3oi
    @SubrataBiswas-yc3oi 2 ปีที่แล้ว +7

    গরু কয়লা খেয়ে ফেলেছে # অতিতের সেই গল্প টা মনে পরে গেল ⚽️⚽️⚽️⚽️

  • @avikbanerjee8800
    @avikbanerjee8800 ปีที่แล้ว

    দাদাভাই বাংলার মানুষের মঙ্গল কামনায় আপনার প্রতিটি প্রতিবেদন দেখার অপেক্ষায় থাকি,কিন্তু সিবিআই কে আপনি তো বেশ ক্লিন চিট দেন, আমরা সাধারণ মানুষএরা এই মুহূর্তে সিবিআই এর উপরে আশা ভরসা রাখতে পারচ্ছে না।

  • @basudebsaha1983
    @basudebsaha1983 2 ปีที่แล้ว +6

    জম্বে! ভাই জম্বে!
    জোর কদমে জম্বে!
    দেখতে থাকুন।

  • @kumudroy7322
    @kumudroy7322 2 ปีที่แล้ว +8

    CBI - তদন্ত অবশ্যই হওয়া উচিত ৷

  • @kashinathbar4420
    @kashinathbar4420 2 ปีที่แล้ว +23

    জয় মা কালী 🙏♥️

  • @kumarbabukumar2023
    @kumarbabukumar2023 2 ปีที่แล้ว

    Super, keep it up, we all are with you.

  • @garhwalinmyvains7494
    @garhwalinmyvains7494 2 ปีที่แล้ว +10

    ইন্টারেস্টিং রায় ইন্টারেস্টিং টার্ন, ইন্টারেস্টিং টুইস্ট, ইন্টারেস্টিং অবজারভেশন এইসব রোজ শুনে মানুষ ক্লান্ত। তাই এসবে মানুষ ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। ঠিক যেমন তিন পাতার গপ্পো নিয়ে তিন হাজার episode এর third ক্লাস বাংলা সিরিয়াল দেখার ইন্টারেস্ট হারিয়ে যায়।

  • @kakalibasu3860
    @kakalibasu3860 2 ปีที่แล้ว +3

    What a fantastic news.

  • @anupamsamanta3350
    @anupamsamanta3350 2 ปีที่แล้ว +9

    সরকার বিপদে পড়তে পারে, এই কথাটা শুনতে শুনতে চার বছর হয়ে গেল। কিন্তু পড়ছে কোথায়।
    ফাজলামির একটা সীমা থাকা দরকার সন্ময় বাবু।

  • @goutamroychowdhury8677
    @goutamroychowdhury8677 2 ปีที่แล้ว +5

    এত অনাচারের পর ও সরকার এখনো খেলা মেলা তেই ব্যাসত। এখানকার বুদ্ধি জীবী ও শিল্পীরা চটি চেটৈ চলেছে। ওদিকে সুপ্রিম কোর্ট দ্রুত বিচারে বাধা স্বরুপ।তাই্ আমরা আশাহত হচ্ছি।

    • @subhendubikashmallick9215
      @subhendubikashmallick9215 ปีที่แล้ว

      যথার্থ। সবই তো বলেছেন,ওবউও কি ওনাদের জাগানো যাবে? বিচারপতি গাঙ্গুলী সাহেবের ব্যাপারে সুপ্রিম কোর্টের ঐ ব্যবস্থা তো দেখলাম!

  • @dulalkumarpal9957
    @dulalkumarpal9957 2 ปีที่แล้ว +17

    THANK YOU VERY MUCH FOR YOUR TRULY AND VALUABLE INFORMATION AND ANALYSIS

  • @SamirKumarBhattacharya-e7f
    @SamirKumarBhattacharya-e7f 5 วันที่ผ่านมา

    Sanmoy Banerjee apnar comments protita baktabba I liked very much. U pl carry on.

  • @Eddie_Byers577
    @Eddie_Byers577 2 ปีที่แล้ว +42

    JAI SRI RAM JAI HIND 🙏

  • @buddhajyotichattopadhyay5624
    @buddhajyotichattopadhyay5624 2 ปีที่แล้ว

    দারুণ যুক্তি।

  • @gamerman4510
    @gamerman4510 2 ปีที่แล้ว +13

    বাংলার সংবাদ মাধ্যম এখনো গভীর ঘুমে আচ্ছন্ন । রঙিন স্বপ্ন দেখছে । 😅😅😅

  • @ramanandachakraborti7919
    @ramanandachakraborti7919 ปีที่แล้ว

    সবাই যদি হিসাব দেবে তাহলে ওদের চলবে কি করে এসব ছেড়ে দিন না বেকার যুবকরা মরুক আমার তো ভান্ডার ভর্তি হচ্ছে

  • @subhajitdutta7349
    @subhajitdutta7349 2 ปีที่แล้ว +5

    মাননীয় সন্ময়বাবু,একের পর এক হাটে হাঁড়ি ভেঙ্গে দিচ্ছেন, কিন্তু কিসের জোরে সব থেকে রেহাই পেয়ে চলছে,আর কত অপেক্ষা করবো?

  • @GopalMondal-vu4py
    @GopalMondal-vu4py 11 หลายเดือนก่อน

    অভিজিৎ বাবুর মতো আরো অনেক বেশি বেশি সৎ মানুষ রাজনীতিতে আসুন, রাজ্যকে রক্ষা করুন।

  • @dilipray8845
    @dilipray8845 2 ปีที่แล้ว +10

    ভাউচার তত দিনে বানিয়ে ফেলবে

  • @nemaichatterjee8086
    @nemaichatterjee8086 2 ปีที่แล้ว +2

    স্যার, এবার মাথা খারাপ হয়ে যাবে ।
    এতো জালিয়াতির আর হিসাব রাখা যাচ্ছেনা । ভাবছি যারা এগুলি করেছেন তাদের কি অসাধারন মস্তিস্ক ।

  • @arupbanerjee9681
    @arupbanerjee9681 2 ปีที่แล้ว +13

    শুধু মাইনে কেড়ে নেওয়া নয় জালিয়াতির অভিযোগে ওই জালি কর্মী গুলোর শাস্তি দিতে হবে।

  • @soumyajitbhowmick3942
    @soumyajitbhowmick3942 2 ปีที่แล้ว +14

    মারাত্মক বিপদ এই দুর্নীতিবাজ সরকারের সামনে।

    • @subhendubikashmallick9215
      @subhendubikashmallick9215 ปีที่แล้ว

      কিন্তু জেনে রাখুন যতক্ষণ থাকবে ততক্ষণ বাংলাকে শেষ করে দেবে। অভিশাপ ছাড়া আর কি বলার আছে?

  • @prokashchowdhury6400
    @prokashchowdhury6400 2 ปีที่แล้ว +6

    কিন্তু কতোটা CBI, ED ও কেন্দ্রীয় সরকারের উপর ভরসা করা যায়?

  • @prasantakumarsaren2377
    @prasantakumarsaren2377 2 ปีที่แล้ว

    জয় হিন্দ।

  • @boomerang8381
    @boomerang8381 2 ปีที่แล้ว +11

    ধুর !!! কিচুই হচ্ছে না ।।। সব সেটিং ।।। কোনো সঙ্কট নেই, দিল্লির হাত মাথার ওপরে আছে ।।।

    • @subhendubikashmallick9215
      @subhendubikashmallick9215 ปีที่แล้ว

      আমার মনে হয় দিল্লির দম নেই। তাছাড়া বাঙ্গলার মানুষ মরলে দিল্লির কি যায় আসে।

  • @ajgarmolla5031
    @ajgarmolla5031 ปีที่แล้ว

    সঠিক তথ্য গুলো তুলো ধারার জন্য ধন্যবাদ আপনাকে

  • @mrinalghosh7905
    @mrinalghosh7905 2 ปีที่แล้ว +13

    সরকারের প্রধান যা বলবেন -সেটাই আইন। সংবিধান ,কোর্ট ওসব তাকে তোলা থাকবে।কালো কোট দিয়ে কোর্ট ঢেকে দেয়া হচ্ছে এবং হবে।
    আর সিবিআই? বিধান সভা নির্বাচনের পর বিজেপি কর্মীদের ওপর অত্যাচারের কতগুলো কেসের সিবিআই তদন্ত শেষ করেছে বা চার্জশিট দাখিল করেছে-সে বিষয়ে আলোকপাত করার অনুরোধ জানাই।

    • @pallabkar5716
      @pallabkar5716 2 ปีที่แล้ว

      Bjp r kormi ra 2021 er vidhan sabha r age besi berechilo keno? Neta gulo r ultopatla uskani te nechechilo toh election er result er por dose toh khetoi.. Eta natural..

  • @suprasanta
    @suprasanta 2 ปีที่แล้ว +1

    ২২৯ এর পর দশটা শূন্য। ৪১ এর পর দশটা শূন্য ------ কল্পনা করতে পারছি না কত টাকা। এত টাকা নয়ছয়? ভাবা যায়? জনগণের এত টাকা কি নিজের সম্পত্তি ভাবে?

  • @bidyutkumarghosh3259
    @bidyutkumarghosh3259 2 ปีที่แล้ว +6

    খেলা মেলা ক্লাব গুলো দানচ্ছত্র করেছে। খেলা জমে গেছে।

  • @bansarimukhopadhyay1209
    @bansarimukhopadhyay1209 2 ปีที่แล้ว

    সনময় বাবু, আপনার ব্লগ মন দিয়ে পড়ি। বহুদিন ধরে মন খারাপ হলে আপনার ব্লগ পড়ে আশ্বস্ত হয়ে থাকি। কিন্তু আর কতদিন? আমার জীবদ্দশায় এদের শাস্তি পেতে দেখবকি?

  • @गर्वसेसनातनी
    @गर्वसेसनातनी 2 ปีที่แล้ว +28

    JAI JAI SHREE RAM 🙏🏻🙏🏻🙏🏻

  • @satyaranjangorai2022
    @satyaranjangorai2022 2 ปีที่แล้ว

    আমার সন্দেহ, এতে বাজেটের অনেক আধিকারিক, তৃণমূলের সংগঠনের অনেক মাথা জড়িত।