এই গানটা শুনলে যুগপৎ আনন্দ ও দুঃখ পাই। অসাধারণ এক গায়কের কন্ঠে গানটা এক অন্য মাত্রা পেয়েছে। এই গানটা কেন তাঁর জন্যই সৃষ্টি করেছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু দুঃখ পাই একথা ভেবে যে রাজনৈতিক পঙ্কিল আবর্তে এত বড় একজন গুণী শিল্পী নিজেকে শেষ করে ফেললেন।
এ কেমন পাগল করা সৃষ্টি। আপনার এই গানটি অন্তরের গভীরে এমন ভাবে প্রবেশ করে যে কেমন আপনা থেকেই চোখর জল ধরে রাখতে পারিনা। তবুও বার বার শুনি। আপনার এই যাদু কণ্ঠের জন্য ধন্যবাদ নয়। প্রণাম হে দেবী।
সেই চিন্ময় চ্যাটার্জি থেকে শ্রীকান্ত আচার্য, কবীর সুমন, শ্রাবণী সেন, শ্রীরাধা ব্যানার্জি, রূপঙ্কর বাগচী হয়ে আজকের শোভন গাঙ্গুলি, দুর্নিবার সাহা, ফারহাত তারান্নুম, যুগ বদলালেও গানটা বদলায় না, কি রচনা কবিগুরুর!
আমার মতে কিছু রবীন্দ্রসঙ্গীত কিছু শিল্পীর কন্ঠে যেনো আরো ভালো করে ফুটে ওঠে যেমন কবির সুমন এর কন্ঠে এই গান টি,, "তুমি আমার ই" এই তিনটি শব্দ এতো সুন্দর করে হয়তো আর কেউ গাইতে পারবেননা। আরো বেশি অবাক হই একটা মানুষ(রবীন্দ্রনাথ ঠাকুর)কী করে এতো সুন্দর একটি গান লিখতে পারেন প্রত্যেক টি শব্দ সত্যিই ভাবা যায়না।
বহু শিল্পির কণ্ঠে শুনেছি এই গানটা কিন্তু কবি সুমনের কণ্ঠে শোনার মত আনন্দ উপলব্ধি করিনি। মনে হয় কবি সুমন তার অন্তরের সবটা মাধুরি মিশিয়ে দিয়েছেন এই গানটা গাওয়ার সময়।
আমি নিশ্চিত গুরুর সামনে সুমন দুলাভাই এ গান গাইলে তিনি আবেগে কেঁদে ফেলতেন। আমি পাঁড় রবীন্দ্র সঙ্গীত শ্রোতা। অভুত শ্রুত আমার মনে হয়েছে। প্রোনান্সিয়েশন এবং ভোকাল কন্ট্রোল অসাধারণ! আমি পুলকিত , বিস্মিত
কবি গুরু কে প্রণাম, ব্যাক্তিগত ক্ষুদ্র বিদ্যা (অল্প শিক্ষা) মার্জনা ভিক্ষা চেয়ে বিদ্যজনের কাছে জানাই,গুরুদেব কে শ্রী সুমন / কবীর সুমন কোনো তালা না ভেঙেই , তার আপন ঘরের থেকে নিয়ে আপন করেছেন আপন মাধুরী মিশায়ে ❤ কবীর সুমন বাঙালির অনুভূতি হয়ে ই থাকবেন
কিংবদন্তি শিল্প র কন্ঠে এই গান কত বার শুনি তবুও মন ভরে না এমন দরদি কন্ঠে আবেগ আবেশ মাখিয়ে সব ভুলে গানের ভেলাই জীবন তরি ভাষাই তুমি লেজেন্ড ও কিংবদন্তী হয়ে থাকো আমাদের হৃদয়ে
আমার প্রিয় গান এই সুরের সাথে বৃষ্টির সম্পর্ক রয়েছে ...এই গান মেঘ থেকে বৃষ্টি নিয়ে আসে। এই গানের মধ্যে রয়েছে শান্তির পথ..গলার মধ্যে রয়েছে ঈশ্বরের আশির্বাদ।
সুমন এর ভরাট গলায় রবীন্দ্র গান নিঃসন্দেহে অসাধারণ । আমার ও ভালো লাগে । তবে উনি রবীন্দ্রনাথের গানের বাইরে নিজে যত গান সৃষ্টি করেছেন তা বাংলা গানের জগতে আরো অসাধারণ মাত্রা রাখে যা খুব প্রয়োজন ছিল
পৃথিবীতে একমাত্র সত্য ও সুন্দর হয়তো কন্ঠ নিসৃত কথা - সে কথার সুর - সেই সুরে গাওয়া গান।। কন্ঠ শিল্পী হয় যদি কবির সুমন তবে সেই কথা যেন স্বর্গ থেকে ধ্বনিত!!
Opeccha ...nijer porichito jogot ...nijer sonsarer pujjo debota ...ja k bhalobesey ...hath ti dhorey notun porichoy shuru....20 bochor....sob thekeo neyi ai bissas jonmey jawa...ai gan ta asha rekhe choley jai ..smrity sotito sukher ..
14th February, 2024 Raat 11:11 pm, Chokh bondho kore sunchi, fele asa din gulo sposhto hoye othe..chottobelar din, teenage time, Specially bigoto koyek din.. Smriti gulo theke jaay, sudhu somoy odbhut taratari periye jaay Gaan ta sune smriticharon korar jonno bar bar fire asha hoy.
এই গানটা শুনলে যুগপৎ আনন্দ ও দুঃখ পাই। অসাধারণ এক গায়কের কন্ঠে গানটা এক অন্য মাত্রা পেয়েছে। এই গানটা কেন তাঁর জন্যই সৃষ্টি করেছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু দুঃখ পাই একথা ভেবে যে রাজনৈতিক পঙ্কিল আবর্তে এত বড় একজন গুণী শিল্পী নিজেকে শেষ করে ফেললেন।
ঠিক ঠিক ঠিক
Thik bolechen ekdom. Tobuo slipi beche thaken tar silper moddhei ,etai vabi sesh obdi ❤❤
সুমনের এই সুন্দর রবীন্দ্র সংগীতটি যারা শুনেছেন তাদের মধ্যে আমি ও একজন ভাগ্যবান বিমোহিত শ্রোতা ❤️
তুমি সন্ধ্যার মেঘমালা,
তুমি আমার সাধের সাধনা
মম শূন্যগগনবিহারী
আমি আপন মনের মাধুরী
মিশায়ে তোমারে করেছি
রচনা
তুমি আমারি, তুমি আমারি
মম অসীমগগনবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা,
তুমি আমার সাধের সাধনা
মম হৃদয়রক্তরাগে তব চরণ
দিয়েছি রাঙিয়া
অয়ি
সন্ধ্যাস্বপনবিহারী
তব অধর এঁকেছি সুধাবিষে
মিশে মম সুখদুখ ভাঙিয়া
তুমি আমারি, তুমি আমারি
মম বিজনজীবনবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা,
তুমি আমার সাধের সাধনা
মম মোহের স্বপন-অঞ্জন
তব নয়নে দিয়েছি পরায়ে
অয়ি মুগ্ধনয়নবিহারী
মম সঙ্গীত তব অঙ্গে
অঙ্গে দিয়েছি জড়ায়ে
জড়ায়ে
তুমি আমারি, তুমি আমারি
মম জীবনমরণবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা,
তুমি আমার সাধের সাধনা
মম শূন্যগগনবিহারী
আমি আপন মনের মাধুরী
মিশায়ে তোমারে করেছি
রচনা
তুমি আমারি, তুমি আমারি
মম অসীমগগনবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা,
তুমি আমার সাধের সাধনা
এই কালজয়ী সৃষ্টি চিরকাল অমর রইবে ......।
এ কেমন পাগল করা সৃষ্টি। আপনার এই গানটি অন্তরের গভীরে এমন ভাবে প্রবেশ করে যে কেমন আপনা থেকেই চোখর জল ধরে রাখতে পারিনা। তবুও বার বার শুনি। আপনার এই যাদু কণ্ঠের জন্য ধন্যবাদ নয়। প্রণাম হে দেবী।
সেই চিন্ময় চ্যাটার্জি থেকে শ্রীকান্ত আচার্য, কবীর সুমন, শ্রাবণী সেন, শ্রীরাধা ব্যানার্জি, রূপঙ্কর বাগচী হয়ে আজকের শোভন গাঙ্গুলি, দুর্নিবার সাহা, ফারহাত তারান্নুম, যুগ বদলালেও গানটা বদলায় না, কি রচনা কবিগুরুর!
একদম ঠিক বলেছেন ।
এবং সুবীর সেন❤
এবং সুস্মিতা পাত্র
সিরিন সোরাইয়া
আমার মতে কিছু রবীন্দ্রসঙ্গীত কিছু শিল্পীর কন্ঠে যেনো আরো ভালো করে ফুটে ওঠে যেমন কবির সুমন এর কন্ঠে এই গান টি,, "তুমি আমার ই" এই তিনটি শব্দ এতো সুন্দর করে হয়তো আর কেউ গাইতে পারবেননা।
আরো বেশি অবাক হই একটা মানুষ(রবীন্দ্রনাথ ঠাকুর)কী করে এতো সুন্দর একটি গান লিখতে পারেন প্রত্যেক টি শব্দ সত্যিই ভাবা যায়না।
সাধনা, কণ্ঠ সম্পদ, রবীন্দ্র দর্শনে গভীর জ্ঞান থাকলে তবেই এই দক্ষতায় ওঠা যায় ।
Asadharon kontho
@@dr.mhafuzearabegum49তীু,!
Khub valo bolechhen
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@dr.mhafuzearabegum49qq
কি অসাধারণ গলা,সুর, কথা বার বার শুনে ও আবার আবার শুনতে ইচ্ছে করে, খুব বড়ো মাপের শিল্পী, উনাকে প্রনাম
হায় রে আমার সোনার সুমন! তুমি হয়ে গেলে তৃণমুলি।
সব অনুভূতি ছাপিয়ে যায় "তুমি আমারি" শুনে।
যুগ যুগ ধরে এই গান বেঁচে থাকবে।🎉🎉🎉🎉🎉🎉
যেন মহাশূন্যের হৃদয় চিরে..অমৃত ধারা বর্ষিত হয় সূরোলোকে র..শ্রোতা হৃদয়ে
বহু শিল্পির কণ্ঠে শুনেছি এই গানটা কিন্তু কবি সুমনের কণ্ঠে শোনার মত আনন্দ উপলব্ধি করিনি। মনে হয় কবি সুমন তার অন্তরের সবটা মাধুরি মিশিয়ে দিয়েছেন এই গানটা গাওয়ার সময়।
বহুমুখী মেধার অধিকারী এই মানুষটির জ্ঞানের গভীরতা দেখে বিস্ময় জাগে। যুগ যুগ বেঁচে থাকবেন প্রিয় কবির সুমন তাঁর কর্ম দিয়ে।
Tai bujhe ta kirokom
Ami to jani o Akta Rapist Tao Abar bangladeser ki Ak jon Shabina khatun ke Rap kore dhora pore chelo tar joino oke muslim hote hoyeche
Ek jibone sur ar asur tar udahran kabiir Suman jar naam ta uchcharan korte monta molin hoye jaye
পাগল করা "তুমি আমারই"
আমি নিশ্চিত
গুরুর সামনে সুমন দুলাভাই এ গান গাইলে
তিনি আবেগে কেঁদে ফেলতেন।
আমি পাঁড় রবীন্দ্র সঙ্গীত শ্রোতা।
অভুত শ্রুত আমার মনে হয়েছে।
প্রোনান্সিয়েশন এবং ভোকাল কন্ট্রোল অসাধারণ!
আমি পুলকিত , বিস্মিত
প্রথম যার কন্ঠে এই গানটি আমি শুনেছিলাম আজ জানি না সে কোথায় আর কেমন আছে। যেখানেই থাকুক ভালো থাকুক ☹️🙏
খুব খুব ভালো লাগলো। খুব সুন্দর গানের গলা।
এই রবীন্দ্রসংগীত আর কারো কন্ঠে এত অসাধারণ লাগে না। দারুণ সুন্দর পরিবেশন।
সুমনবাবুর গলায় আমার বেশিরভাগ রবীন্দ্র সংগীত শুনতে ভালো লাগে। আর এই গানটি তো উনি মনপ্রাণ ঢেলে গেয়েছেন। আমার এই গানটি ওনার গলায় শুনতে ভীষণ ভালো লাগে।
সুখ,বিশ্রাম,ভোগ, অল্প সয়য়ের জন্যই ভালো তাতে এর মহিমা থাকে আর বাকি সবটুকু সময় থাক পরিশ্রম, কষ্ট ও তপস্যার জন্য।।
জয় শ্রী কৃষ্ণ।।
Shumon dar kontha Gaan ti khub valolaga .gan tita kobir shundor valobasha shishti futa uthasha .ja amaka Gaan ti diay thakan I respect him .thanks .
সুমনের কন্ঠে এই রবীন্দ্র সংগীত টা শুনলে মন অন্য জগতে চলে যায় ।এক অনন্য অনুভূতি ।
SL
বহু কণ্ঠে শুনেছি এই গানটি কিন্তু শিল্পী সুমনের মতো অপরূপ সুন্দর করে কেউ গাইতে পারেন নি ❤️👌🙏
আমিও এই মন্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত। দিনের পর দিন এই গান টা শুনি ওর তৎকালীন কণ্ঠ মাধুর্য্য এর জন্য।❤
কবি গুরু কে প্রণাম, ব্যাক্তিগত ক্ষুদ্র বিদ্যা (অল্প শিক্ষা) মার্জনা ভিক্ষা চেয়ে বিদ্যজনের কাছে জানাই,গুরুদেব কে শ্রী সুমন / কবীর সুমন কোনো তালা না ভেঙেই , তার আপন ঘরের থেকে নিয়ে আপন করেছেন আপন মাধুরী মিশায়ে ❤ কবীর সুমন বাঙালির অনুভূতি হয়ে ই থাকবেন
আপনার শব্দ প্রয়োগ বেশ ভালোলাগলো
যত শুনি ততই মুগ্ধ হই।
কবির সুমন আপনাকে অভিনন্দন
আসলে উনি একজন বহুমুখী মেধাবী শিল্পী ! স্যালুট
খুব দরদ ভরা নিবেদন .ভাল. লাগল .
সুমনের কন্ঠে এই রবীন্দ্র সংগীত এক অনন্য অনুভূতি ।
আমি ধন্য কারণ এমন মানুষের গান শুনেছিলাম যুবক বয়সে। কবি বা কবিতার দায় নেই। Just অসাধারণ ❤
কিংবদন্তি শিল্প র কন্ঠে এই গান কত বার শুনি তবুও মন ভরে না এমন দরদি কন্ঠে আবেগ আবেশ মাখিয়ে সব ভুলে গানের ভেলাই জীবন তরি ভাষাই তুমি লেজেন্ড ও কিংবদন্তী হয়ে থাকো আমাদের হৃদয়ে
এক কথায় অসাধারন অসাধারন।
আশ্চর্য জাদুকরী গলা।
এতো আনন্দ অশ্রু ঝরে, এতো মোহিত করে। এই গানে সুমনদার কন্ঠে মুক্তো ঝরে।মনে হয় তুমি আমারি তুমি আমারি। ভালো থাকবেন। শ্রদ্ধা নিবিন।
এই গান আমার ভীষণ প্রিয়। অসংখ্য বার শুনলেও এর মাধুর্য এতটুকু ম্লান হয় না ; কারণ এই গান মনে নতুন নতুন অধরা এক বেদনার মাধুর্য সৃষ্টি করে।
Nothing Better Being Possible..Surpassing the Highest Benchmark..
আমি শিল্পীর বিমুগ্ধ ফ্যান। প্রান ভরে শুনলাম। উনি বিশেষতঃ রবীন্দ্রগান নিয়ে থাকলে সঙ্গীতজগতের নিশ্চিতই যথার্থ উপকার হতো।
আমার প্রিয় গান এই সুরের সাথে বৃষ্টির সম্পর্ক রয়েছে ...এই গান মেঘ থেকে বৃষ্টি নিয়ে আসে। এই গানের মধ্যে রয়েছে শান্তির পথ..গলার মধ্যে রয়েছে ঈশ্বরের আশির্বাদ।
সুমন এর ভরাট গলায় রবীন্দ্র গান নিঃসন্দেহে অসাধারণ । আমার ও ভালো লাগে । তবে উনি রবীন্দ্রনাথের গানের বাইরে নিজে যত গান সৃষ্টি করেছেন তা বাংলা গানের জগতে আরো অসাধারণ মাত্রা রাখে যা খুব প্রয়োজন ছিল
কতো রকমের ভালো লাগা থাকে, সব রকমের ভালো লাগায় পরিপূর্ণ গানটি। ❤(M)
চোখ বুঁজে প্রাণ ভরে শুনলাম। তাড়াতাড়ি শেষ হয়ে গেল।
Oshadharon gayogi Kabir Suman er.
ভগবান প্রদত্ত অসাধারণ মেধা
অনবদ্য !!!
অসাধারণ !!!
এই অপূর্ব রবীন্দ্র সঙ্গীত টি শ্রদ্ধেয় কবিগুরু নিশ্চয়ই মাননীয় কবীর সুমনের জন্য রচনা করেছিলেন ।
Apni Akbar ontoto Chinmoy Chattopadhya er konthe sunben ....bujhben difference...
😂😂😅😊
অসাধারণ কন্ঠ অনেক ভালো লাগলো গানটি ধন্যবাদ।
তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা,
মম শূন্যগগনবিহারী।
আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা--
তুমি আমারি, তুমি আমারি,
মম অসীমগগনবিহারী॥
মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া,
অয়ি সন্ধ্যাস্বপনবিহারী।
তব অধর এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া--
তুমি আমারি, তুমি আমারি,
মম বিজনজীবনবিহারী॥
মম মোহের স্বপন-অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়ে,
অয়ি মুগ্ধনয়নবিহারী
মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে--
তুমি আমারি, তুমি আমারি,
মম জীবনমরণবিহারী
কমেন্ট করে যাচ্ছি। কোন এক প্রজন্ম যাতে দেখতে পাই আমাদের রুচি ভালো ছিল।😮
Aamar priyo Suman Chatterjee onek poripurno Rabindra Sangeet shilpi.. eita sobche priyo...
🎉🎉🎉🎉🎉🎉❤ ভালো লাগল❤🎉🎉🎉🎉🎉🎉
Enchanting indeed
"ami apono moner madhuri mishaye, tumare korechi rochcona"....sei "rochito" tumi,exclusively mine ♥️
রবীন্দ্র গানে মনের ভেতরের গভীর অস্তিত্বের টের পাই !
এই গানটি সুমন বাবুর কণ্ঠেই সবচেয়ে ভালো লাগে l
সুমন বাবুর সকল গান শুনতে ভাল লাগে
@@bhabanishankarmandal8271 mmmmmmmmnnnnbjnnknkn
Mon chuye jai silpeer sob gaan.
উচ্চ মার্গের শিল্পী /অপূর্ব, অপূর্ব ♥️🌹♥️
পৃথিবীতে একমাত্র সত্য ও সুন্দর হয়তো কন্ঠ নিসৃত কথা - সে কথার সুর - সেই সুরে গাওয়া গান।।
কন্ঠ শিল্পী হয় যদি কবির সুমন তবে সেই কথা যেন স্বর্গ থেকে ধ্বনিত!!
একদম! আমার মনের কথা লিখেছেন! তাই তো একটাও dislike নেই!
@@amitavadasgupta626 🧡
এতো সুন্দর গান কোকোনো sonine😄😄😄😄😄😄😊😊😊
আমি রাজনৈতিক ভাবে আপনাকে পছন্দ করি না,কিন্তু আপনার এই গান আমাকে মুগ্ধ করে সব কিছু ভুলে গেছি
Evergreen kabir da❤
Amar onak priyo Gaan .ja dhiya thaka aye Gaan onak onak dhonnobath. Shodha thanks .
Opeccha ...nijer porichito jogot ...nijer sonsarer pujjo debota ...ja k bhalobesey ...hath ti dhorey notun porichoy shuru....20 bochor....sob thekeo neyi ai bissas jonmey jawa...ai gan ta asha rekhe choley jai ..smrity sotito sukher ..
অসাধারণ কন্ঠ আপনার স্যার প্রণাম নেবেন অনেকের কন্ঠ শুনলাম আপনি সব চাইতে সেরা আপনার গলার স্বর অপূর্ব
আমাদের school লের Dance হয়ে ছে😊😊খুব sondor😊😊
মন কে পুনরুজ্জীবিত করার হাজারো মাহাত্ম্য বিশিষ্ট গান🖤🖤
অপুর্ব কোনো কথা হবে না 💕🙏💕
এক কথায় অনবদ্দ।
সবচেয়ে ভালো উনিই গেয়েছেন।
Osadharon 😮😮
Sara Rajye bartaman tai hoyechhe!!!!!!! Erki kono pratikar nei !!! Hai hai ki holo🎉
What a majestic voice!!! what a mesmerizing delivery!!! Legend Kabir Suman.
অপূর্ব!!!
সুন্দর! অনেক দিন পরে ♬ গানটা শুনতে পেলাম
ধন্যবাদ সারেমাকা বেংগলি
এই ভাবে কেউ গাইতে পারবেন বলে মনে হয় না।দাদা আপনি দীর্ঘজীবী হোন।আপনার গায়কি ও দীর্ঘজীবী হোক।🙏🙏
What a majestic melodies vioce, wonderful Tagore,s Rabindro sangeet, it's real life of every human being 🙏🙏
Sera
you are the greatest rabindra sangeet artist and as well as a awesome singer.
এই গানটি ও কবীর সুমনের কণ্ঠ যেনো একে অন্যের পরিপূরক❤️😇
used to listen it at class 9 , still his singing of this song is best. comparing to others, feel something is missing n not perfect like him.
সত্যি খুব ভালো হয়ে ছে দারুন😊😊😊😊😊😊
Respect kobir suman, pronam, rabindro sangeet, excellent performance, god blase all family, musicians are namosker,
Osadharon 🙏
ঝর্নার মত ,প্রান ভরে গেল!!
Akdom thik.ai gaan ta sumon direr konthei valo lage.ami regular oner gawa robinro songeet gulo suni r mugdho hoe jai.
Ro kichu robindro songee apner konthe soner abder rakhlam r apekhhai thaklam.nomosker neben
আমার খুব প্রিয় একটা গান।
অনবদ্য মন ছুঁয়ে গেল
আহা! ❤
This is the voice of all time . brilliant.
ও: কি যে বলি ..... Speachless
Speechless
কি অপূর্ব গলা, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ।🙏🏻❤️
Shotty ki mishty gola
Khub sundor gaan kabir suman er onk gaan e amr khub pochonder
A rare artist.Unforgetable.
কি সুন্দর ❤️🇧🇩
Love it! Tagore song is redefined in Sumon's majastic voice.
ভরাট কন্ঠ।অসাধারণ!
সুমন বাবু যদি শুধু রবীন্দ্রসঙ্গীত গাইতেন তাহলে অনেকেরই ছুটি হয়ে যেত। অসাধারণ...
14th February, 2024
Raat 11:11 pm,
Chokh bondho kore sunchi,
fele asa din gulo sposhto hoye othe..chottobelar din, teenage time,
Specially bigoto koyek din..
Smriti gulo theke jaay, sudhu somoy odbhut taratari periye jaay
Gaan ta sune smriticharon korar jonno bar bar fire asha hoy.
Asadharan
Asadharon....
This song best ever by Kabir Suman
তুমি আমারই, তুমি আমারই!!
এটাই সেরা সুমন দা ছাড়া কথা হবে না ।
Asadharan.