ব্রিটিশ আমলের গ্রামীণ হাট সাতখামাইর বাজার কালের সাক্ষী হয়ে টিকে আছে এখানো || Shatkhamair Bazar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • সাত খামাইর হাট বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা জনপদের বরমী ইউনিয়নের সাত খামাইর গ্রামে অবস্থিত। সাত খামাইর রেলওয়ে স্টেশনের পাশে এই বাজার টি গড়ে উঠেছে। ১৮৮৫ সালে সাত খামাইর রেলওয়ে স্টেশন স্থাপনের সময় থেকে এখানে এই বাজার টি গড়ে উঠে। সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার এখানে হাট বসে। কাশিঝুলি, বালিয়াপাড়া, লাকচতল, নিমাইচালা, ভিটিপাড়া, দুর্লভ পুর, টেংরা, বড়নল, মাইজপাড়া, কোষাদিয়া, দাইবাড়ীটেক, সাতখামাইর, দরগারচালা, ডালেশ্বর, পোষাইদ, পাড়াগুনিয়া, গাড়ারন, তাঁতিসূতা, সোনাকর, বরপানি, পাঠানটেক, সোহাদিয়া, গিলাশ্বর, বরমী, কেন্দুয়া, ছিটপাড়া, নিহালিয়া, বরামা, হরতকিরটেক, মুদিবাড়ী, কায়েতপাড়া, সহ প্রায় ৪০টি গ্রামের বাসিন্দারা এই হাটে আসেন বেচাকেনা করতে। এই অঞ্চলের লাল মাটিতে উৎপাদিত শাকসবজি খুবই সুস্বাদু হয়ে থাকে। আসেপাশের বিভিন্ন গ্রামের কৃষকদের উৎপাদিত সবজি লাউ, টমেটো,আলু, মুলা, কপি,ডাটা সহ বিভিন্ন প্রকার তরিতরকারি বিক্রি করে থাকেন সপ্তাহিক এই গ্রামীণ হাটে। ১৪০ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই গ্রামীন হাট এখনো টিকে আছে শতাব্দীর সাক্ষী হয়ে।
    Sat Khamair Bazar is located in Sat Khamair village of Barmi Union in Sreepur Upazila Township of Gazipur District, Bangladesh. This market is built next to Sat Khamair railway station. This market was established here in 1885 when the Sat Khamir railway station was established. This Market is held here two days a week, Friday and Monday. Kashijhuli, Baliapara, Lakchatal, Nimaichala, Vitipara, Durlabpur, Tengra, Barnal, Maijpara, Kosadia, Daibaritek, Satkhamir, Dargarchala, Daleshwar, Poshaid, Paragunia, Gararan, Tantisuta, Sonakar, Baropani, Pathantek, Sohadia, Gilashwar, Barmi, Kendua , Chitpara, Nihalia, Barama, Hartakirtek, Munshibari, Kayetpara, including the residents of about 40 villages come to this market to shop. Vegetables grown in the red soil of this region are very tasty. Vegetables produced by the farmers of various villages nearby are sold in this village market every week including vegetables like gourd, tomato, potato, radish, kopi, and data. This 140-year-old traditional village haat is still standing as a witness of the century.
    #village_market #shatkhamair_bazar #rural_market #gazipur #সাতখামাইর_বাজার #গ্রামীণ_হাট #গাজীপুর

ความคิดเห็น • 21