স্যার, আপনার ভিডিওগুলির মান মূল্যায়ন করার ক্ষমতা আমার নেই,কিন্ত এর প্রয়োজন আমার কাছে অপরিসীম। আপনার ভিডিও গুলো আমাকে মাছ চাষে উদ্ভুদ্ধ করেছে। শুরুতে আপনার কথা গুলো অন্যদের বললে বিদ্রুপ করতো,, কিন্তু আমার সফলতায় এখন সবাই পরামর্শ চাচ্ছে।কৃতজ্ঞতা জানাচ্ছি।
Sir আপনার বৈজ্ঞানিক পদ্ধতির ভিডিও গুলো আমি গুরুত্বসহকারে শুনি , খুবই উপকৃত হয়েছি । আপনার কষ্টের প্রশংসা করছি। ( ভারতের আসাম এর গোয়ালপাড়া জেলা থেকে )
ডিমের থেকে ওর কুসুমার সাদা মাংস বের করে নেবেন। তারপর এই খোলসের মধ্যে চুনের টুকরা ঢুকিয়ে পুকুরের পাড়ে সেট করবেন। ডিম মনে করে ভোঁদড় খাবে এবং মুখ পুড়ে যাবে। আর আসবেনা।
@@abeedlateef8059 স্যার উনি প্রশ্ন করেছেন পানিতে ডুবে মাছ খেয়ে নেওয়াকে। আর ভদর হচ্ছে একধরণের প্রানী যা পানিতে ডুবে মাছ শিকার করে। যেমন পান কৌড়ি, বক ইত্যাদি,এরা উড়তে পারে আর ভদর উড়তে পারে না।
Assalamulikum sir amar bary Noakhali sir amar 50 sotker akta pukur ace ame amar pukure karp sada mas sas corbo sir amar 300 gm ba 400 gm mas sarbo aktu bolben sotok pote koto pec mas sarbo pellis bolben sir apnar coments ar opekkhy ace sir
@@abeedlateef8059 স্যর অবশ্যই আপনি ডাকাত গুলোর কাজে বড্ড বাধা দেন। যেহেতু সাধারণ মানুষের চোখ খুলে দিচ্ছেন তাই তারা তো ক্ষেপে যাবেই। তবে দোয়া করি আল্লাহ পাক আপনার হায়াত বৃদ্ধি করুন, আরো বেশি বেশি মানুষের সেবা করে যান .......🙏🙏🙏
দয়া করে আপনার কাছ থেকে জানতে চাই আমার শিং মাছের একক চাষ। গত দুদিন থেকে খাবার খাওয়া আগের তুলনায় তিন ভাগের একভাগ খায় এখন। আমি গত ২৮ তারিখে প্রতি শতাংশে ২০০গ্রাম হারে চুন ও লবণ প্রয়োগ করেছিলাম। এখন কি আবার চুন লবণ প্রয়োগ করা যাবে আগামীকাল/পরেরদিন?? পরিমানে কত টুকু?? নাকি অন্য কিছু প্রয়োগ করতে হবে??
আপনার কথা গুলো শুনে অনেক ভালো লাগলো অনেক কিছু শিখলাম,আপনার ভিডিও গুলো আমাদের মতো যুবক দের জন্য অনেক বড় অনুপ্রেরণা,!!স্যার আমার ৩৩ শতক একটা পুকুরে ঘলাত্ব দুর করতে পারছিনা আমার পুকুরে মিশরো, রুই, কাতলা,সিলভা কার্প এই জাতীয় মাছ আছে এখন চুন বেশি মাত্রায় পয়োগ করলে কোন খতির সম্ভাবনা আছে কি? আর শতকে কত কেজি চুন পয়োগ করবো,? ধন্যবাদ
Sir .. আমি আপনার একজন ভারতীয় ছাএ সর্বদা আপনার ভিডিও র অপেক্ষায় থাকি । আপনার মুল্যবান সময় আমাদের জন্য উৎসর্গ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । আমার প্রশ্ন হলো ১) কাপ্ (carp) মিশ্র চাষে ..সাথী মাছ হিসেবে দেশি মাগুর শতাংশ কতটা দেওয়া যাবে ? ২) কোন মিশ্র চাষ ভালো ৩ ধরনের মাছ নাকি ৬ধরনের মাছ যথা ..রুই,কাতলা,মৃগেল +সরপূটি, সিলভার কার্প , গ্রাস কার্প ? (ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,🤔🤔🤔) বা তারও অধিক প্রজাতি?
স্যার নমস্কার ভাল আছেন আমি ইন্ডিয়া থেকে বলছি আমার একটা কুড়ি কাঠা এটেল মাটির পুকুর আছে জল চার থেকে পাঁচ ফুট আছে জল সব সময় খোলা থাকে আমি দু কেজি চুন ব্যবহার করেছি পরে আটার সাথে ইউরিয়া জলে খোল ছিটিয়ে দেখেছি কাঁচা গোবর দিয়েছি জল কোনো ভাবেই পরিষ্কার হয়নি , এখন সিলভার, রুই, বাটা আর জন্য মাছ আছে আমি জল কিভাবে পরিষ্কার করব একটু বলে দেবেন স্যার প্লিজ
স্যার আমার পুকুরে প্রতিদিন দুই এক পিচ করে মাছ মারা যাচ্ছে পানি ঘোলা আছে জিয়োলাইট আর ইউকা গ্যাস দিছিলাম দুই একদিন ভাল ছিলো কিন্তু পরে আবার মাছ মরা শুরু হইছে মোনোচেক্চ এর চাষ প্লিজ হেল্প করবেন স্যার
আসসালামু আলাইকুম স্যার আমি ভারত থেকে বলছি, আমার একটি দুই বিঘা পুকুর আছে পুকুরে বর্তমানে মিশ্র মাছ ছাড়া আছে। সব রকমের মাছ ছাড়া আছে পুকুরে এখন পানি আছে আপনার তিন ফুট তা আমার পুকুরের জলের ঘোলা কমাতে পারছি না জল প্রচন্ড ঘোলা এবং জল মোটা হয়ে গিয়েছে জলের রং একদম সাদা ঘোলাটে আমি কি ব্যবহার করতে পারি প্লিজ স্যার আমাকে একটু জানান দয়া করে আপনাকে রিকুয়েস্ট করে জোড়হাত করে বলছি আমি স্যার রাসায়নিক সার হিসেবে ডিএপি এবং জৈব সার হিসেবে পাঁচ কেজি খোল কুড়ি কেজি গোবর যে প্রয়োগটা আপনি বলেন সেটা করছি কিন্তু জল সবুজ হচ্ছে পাঁচ থেকে ছয় সাত দিনের মধ্যে আবার জল ঘোলাটে সাদা হয়ে যাচ্ছে মাছের একদমই গ্রোথ নাই মাছ বাড়ছে না চুন দিলে স্যার শতকে কি পরিমান চুন এখন দেওয়া যেতে পারে, আমাকে স্যার একটু প্লিজ জানান
স্যার আমি ইলিয়াস শেখ পশ্চিমবঙ্গের কাটোয়া শহর থেকে বলছি, আশাকরি আপনি ভালো আছেন. স্যার আমার আগেও আপনাকে অনেকে Regain ও vitacare নিয়ে বলেছে,স্যার regain এর কম্পোজিশন হচ্ছে ৯০% calcium 6%magnesium 4% oxygon ও vitacare খাবার হজম করায, আর শতকে ২০০+১০০ গ্রাম করে ৪ ফুট পানি থাকলে দিতে বলে, regain এর total ডোজ ৬দিনে ও vitacare এর total ডোজ তারপর ৬দিনে দিতে বলে. আমি জানতে চাই কি কি পুকুরে দিলে এই গুলির চাহিদা পূরণ হবে আর চূনে তো calcium আছে তবে কি চূনের total ডোজ ৬দিনে দেওয়া যাবে? স্যার অনুগ্রহ করে জানাবেন.
স্যার, আপনার ভিডিওগুলির মান মূল্যায়ন করার ক্ষমতা আমার নেই,কিন্ত এর প্রয়োজন আমার কাছে অপরিসীম।
আপনার ভিডিও গুলো আমাকে মাছ চাষে উদ্ভুদ্ধ করেছে। শুরুতে আপনার কথা গুলো অন্যদের বললে বিদ্রুপ করতো,, কিন্তু আমার সফলতায় এখন সবাই পরামর্শ চাচ্ছে।কৃতজ্ঞতা জানাচ্ছি।
Sir apner scientific explanation gula kub valo laglo thank you sir,,
💖💖💖
স্যার ইন্ডিয়ান প্রডাক রিগেইন ও ভিটাকেয়ারের ব্যাপারে একটু বলবেন।
চমৎকার আলোচনা।শিখছি আর মজা পাচ্ছি।
Thank you so much! My knowledge enhanced! Regards🙏🌹🙏
Sir আপনার বৈজ্ঞানিক পদ্ধতির ভিডিও গুলো আমি গুরুত্বসহকারে শুনি , খুবই উপকৃত হয়েছি । আপনার কষ্টের প্রশংসা করছি। ( ভারতের আসাম এর গোয়ালপাড়া জেলা থেকে )
আপনাকে অন্তর নিংড়ানো শুভেচ্ছা।
খুব ভাল লাগলো ভাই।
এ আমার কষ্ট নয়; শেখানোর আনন্দ।
আপনার দেয়া ধন্যবাদ সেটা বাড়তি উপহার।💖💖💖💖💖💖
ঘুরে ফিরে সেই চুন আর ছাই, এ ছাড়া গরীব চাষির আর কোন রাস্তা নাই... দারুণ!
শুধু গরিব চাষি কেন এখন তো স্বচ্ছল চাষীরাও ব্যবহার করছেন।
ঠিকই বলেছন, স্লোগানটা একটু বদলাতে হবে,
"ঘুরে ফিরে সেই চুন আর ছাই, এ ছাড়া মাছ চাষে লাভের কোন রাস্তা নাই।"
Sir...you are great...
I wish for your long life....
অনেক ধন্যবাদ ভাই।
Apni oshadharon manush
অশেষ কৃতজ্ঞতা। 🌺🌺🌺
আমিও আপনার ভিডিও গুলি মনযোগ সহকারে শুনি।আমার জানার বিষয় নোনা জলে মাছ চাষে লবণ দেওয়ার দরকার কি না তা জানতে চাই।দযা করে জানাবেন। নমস্কার।
না ভাই। আল্লাহর অপার দানের কারনে নোনা জলের পুকুরে লবন দেবার দরকার নাই।
কিসের ছাই দিতে হবে যেমন কাট, কের, তুস, গাছের পাতা
দোয়া করি আল্লাহ্ যেন আপনাকে নেক হায়াত দান করেন।
Dear sir.
Ai borsa kalin time a pukur a sorser khol dawa ucit hoba kina janaben.....
৭০ হাজারের পরিবার। স্যারকে অভিনন্দন!
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
Pronam sir
Soumen das
Singur hooghly
Sir pukurer mach vodore kheye nei
Er jonno ki korbo?
ডিমের থেকে ওর কুসুমার সাদা মাংস বের করে নেবেন।
তারপর এই খোলসের মধ্যে চুনের টুকরা ঢুকিয়ে পুকুরের পাড়ে সেট করবেন। ডিম মনে করে ভোঁদড় খাবে এবং মুখ পুড়ে যাবে।
আর আসবেনা।
@@abeedlateef8059 স্যার উনি প্রশ্ন করেছেন পানিতে ডুবে মাছ খেয়ে নেওয়াকে। আর ভদর হচ্ছে একধরণের প্রানী যা পানিতে ডুবে মাছ শিকার করে। যেমন পান কৌড়ি, বক ইত্যাদি,এরা উড়তে পারে আর ভদর উড়তে পারে না।
ধন্যবাদ ভাই।
Assalamulikum sir amar bary Noakhali sir amar 50 sotker akta pukur ace ame amar pukure karp sada mas sas corbo sir amar 300 gm ba 400 gm mas sarbo aktu bolben sotok pote koto pec mas sarbo pellis bolben sir apnar coments ar opekkhy ace sir
আল্লাহ পাক আপনার মঙ্গল করুন স্যার
Fish thakle ki chun use korbo
আলহামদুলিল্লাহ।
sir sai ta ki poriman a debo..?
স্যার অনেক গুলার কারণে শিং মাছ থাকা অবস্থায় শতকরা এক কেজি চুন প্রয়োগ করা যাবে
না। ১৫০-২০০ গ্রাম।
Good job
sir, চুন বেশী দিলে পি এইস এর তারতম কি হতে পারে?
রাইট কতা দোয়া রইল আমিন জেদ্দা থেকে
খোলা জমিনে বসা পানিতে মাছ চাষ করতে পারি এবং নতুন পানির সাথে জীবাণু থাকে কি ভাবে মুক্তি পেতে পারি তার একটা ভিডিও দিবেন ধন্যবাদ ছার
স্যার বালি দিলে শতকে কত বালি দিতে হবে
স্যার নমস্কার। বাংলাদেশ থেকে বলছি। পুকুরের জল টা অধিক পরিমাণে ঘোলা হয়েছে জল পরিবর্তন এবং চুন ও বালি দিলে পুকুরের জলটা কি ঠিক হতে পারে
আগে খাবার বাড়িয়ে দেখে নিন।
স্যার মাছের ফুলকা পচা জন্য,,করণীয় কি
ফুলকায় দুই/তিন ধরনের সমস্যা দেখা দেয়।
নিশ্চিত না হয়ে কিছু বলা যাবে না ভাই।
পলি মাটির ঘোলাততে কি সমস্যা আছে
thanks sir
স্যার ঘোলাত্ত বেশি হলে কি ফিটকিরি দিতে পারব?
ধন্যবাদ আপনাকে
স্যার ছাই কিভাবে দিতে হবে শুকনো ছিটিয়ে নাকি পানিতে ভিজিয়ে?
ছিটিয়ে দিন।
Good sir
পুকুরে মাছ থাকা অবস্থায় কী চুন দেয়া যাবে? মাছের কোন ক্ষতি হবে?
সালাম নিবেন ধন্যবাদ স্যার। স্যার খিচুরী চাল,ডাল তিনজাত, লবন, এবং মরিচ তেল মশলা দেওয়া লাগবে জানাবেন স্যার। নাকি চাল ডাল লবন দিয়ে সিদ্দ করলে হবে।পরে পুকুরে দিয়ে দিবো।
বুঝিয়ে বলবেন স্যার,
ধন্যবাদ
চাল-ডাল-লবন সিদ্ধ! ব্যাস!
মাছ থাকা আবস্থায় চুন দেওয় যাবে?
স্যার পুকুরের শতক নির্ণয় করব কী ভাবে?
@abeed স্যর দুঃখ হয় যে আপনার ভিডিওতে কারা ডিসলাইক দেয়! তারা কারা বুঝিনা!!
তারাও মানুষ!!!🤣🤣🤣🤣🤣🤣
যাদের স্বার্থের হানি হয়; এটাইতো স্বাভাবিক ভাই।
@@abeedlateef8059 স্যর অবশ্যই আপনি ডাকাত গুলোর কাজে বড্ড বাধা দেন। যেহেতু সাধারণ মানুষের চোখ খুলে দিচ্ছেন তাই তারা তো ক্ষেপে যাবেই। তবে দোয়া করি আল্লাহ পাক আপনার হায়াত বৃদ্ধি করুন, আরো বেশি বেশি মানুষের সেবা করে যান .......🙏🙏🙏
স্যার আমার প্রশ্নর উত্তর দিলেন না
দয়া করে আপনার কাছ থেকে জানতে চাই
আমার শিং মাছের একক চাষ।
গত দুদিন থেকে খাবার খাওয়া আগের তুলনায় তিন ভাগের একভাগ খায় এখন।
আমি গত ২৮ তারিখে প্রতি শতাংশে ২০০গ্রাম হারে চুন ও লবণ প্রয়োগ করেছিলাম।
এখন কি আবার চুন লবণ প্রয়োগ করা যাবে আগামীকাল/পরেরদিন??
পরিমানে কত টুকু??
নাকি অন্য কিছু প্রয়োগ করতে হবে??
প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার জন্য কম খাচ্ছে।
@@abeedlateef8059 স্যার চুন কত দিন পর পর ব্যবহার করা সঠিক??
Sir,
পুকুরের কতো TDS rakbo,,,?Amr low pH 7.6 H PH 8.4
pH koto rakbo?
Pani ঘোলা,
27 শতক পুকুর 4 ফিট পানি,, আছে,
50 kg mach achhe
F-indian DT: Jalpaiguri
আপনার কথা গুলো শুনে অনেক ভালো লাগলো অনেক কিছু শিখলাম,আপনার ভিডিও গুলো আমাদের মতো যুবক দের জন্য অনেক বড় অনুপ্রেরণা,!!স্যার আমার ৩৩ শতক একটা পুকুরে ঘলাত্ব দুর করতে পারছিনা আমার পুকুরে মিশরো, রুই, কাতলা,সিলভা কার্প এই জাতীয় মাছ আছে এখন চুন বেশি মাত্রায় পয়োগ করলে কোন খতির সম্ভাবনা আছে কি? আর শতকে কত কেজি চুন পয়োগ করবো,? ধন্যবাদ
খাবার বাড়ালে ঘোলাত্ব কমবে।
@@abeedlateef8059 sir মাছ থাকা অবস্থায় শতকে ৫-১০ কেজি হারে চুন পয়োগ করলে মাছের কোন ক্ষতি সম্ভাবনা আছে কি?
Sir .. আমি আপনার একজন ভারতীয় ছাএ সর্বদা আপনার ভিডিও র অপেক্ষায় থাকি । আপনার মুল্যবান সময় আমাদের জন্য উৎসর্গ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । আমার প্রশ্ন হলো ১) কাপ্ (carp) মিশ্র চাষে ..সাথী মাছ হিসেবে দেশি মাগুর শতাংশ কতটা দেওয়া যাবে ? ২) কোন মিশ্র চাষ ভালো ৩ ধরনের মাছ নাকি ৬ধরনের মাছ যথা ..রুই,কাতলা,মৃগেল +সরপূটি, সিলভার কার্প , গ্রাস কার্প ? (ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,🤔🤔🤔) বা তারও অধিক প্রজাতি?
১/ মাগুর ৮-১০ টা দিতে পারেন।
২/ যেকোন মডেলই নিতে পারেন কিন্তু মজুদঘনত্ব সীমিত রাখবেন।
@@abeedlateef8059 ধন্যবাদ আপনাকে Sir
Amai India thake bolci apni ekdom practical ta bolen hate koleme shelhan
অনেক ধন্যবাদ ভাই। 💖💖💖💖
স্যার নমস্কার ভাল আছেন আমি ইন্ডিয়া থেকে বলছি আমার একটা কুড়ি কাঠা এটেল মাটির পুকুর আছে জল চার থেকে পাঁচ ফুট আছে জল সব সময় খোলা থাকে আমি দু কেজি চুন ব্যবহার করেছি পরে আটার সাথে ইউরিয়া জলে খোল ছিটিয়ে দেখেছি কাঁচা গোবর দিয়েছি জল কোনো ভাবেই পরিষ্কার হয়নি , এখন সিলভার, রুই, বাটা আর জন্য মাছ আছে আমি জল কিভাবে পরিষ্কার করব একটু বলে দেবেন স্যার প্লিজ
আরো কিছু চুন প্রয়োগ করে পর্যবেক্ষণ করুন।
বালি দিলে কেমন হবে। দয়া করে যানান খুব যন্ত্রনায় আছি।
অবশ্যই কাজ হবে।
স্যার,৫০০-১০০০ লাইনের তেলাপিয়া পোনার পুকুরে কি চুন প্রয়োগ করা যাবে?? জানাবেন প্লিজ।
চুন গুলিয়ে পাতলা করে নিয়ে খাবার প্রয়োগের পরে দিবেন।
পুকুরে মাছ আছে এখন একটু গোলা হয়েছি।এখন কি করবো
পরিচর্যা গুলি করে যান।
স্যার ধানি পোনা নিয়ে একটি ভিডিও দেন
@Abeed Lateef sir মাছ থাকা অবস্থায় শতকে ৫-১০ কেজি হারে চুন পয়োগ করলে মাছের কোন ক্ষতি সম্ভাবনা আছে কি?
চুন দেওয়া শেষ হবার আগেই সব মারা যাবে।
মাছ থাকাকালীন শতকে 1 কেজি করে চুন দেওয়া যাবে কি??
স্যার আমার পুকুরে প্রতিদিন দুই এক পিচ করে মাছ মারা যাচ্ছে পানি ঘোলা আছে জিয়োলাইট আর ইউকা গ্যাস দিছিলাম দুই একদিন ভাল ছিলো কিন্তু পরে আবার মাছ মরা শুরু হইছে মোনোচেক্চ এর চাষ প্লিজ হেল্প করবেন স্যার
পানির কালার সবুজ করার চেষ্টা করেন।
দুপুরে লোক নামের তলার গ্যাস বের করে দিন।
@@abeedlateef8059 এক্ষেত্রে কোনো ঔষধ ব্যাবোহার করবো কি?
@@abeedlateef8059 স্যার আপনার ফেসবুকে মেসেজ দিছি যদি দয়া করে সিন করতেন?
আসসালামু আলাইকুম স্যার আমি ভারত থেকে বলছি, আমার একটি দুই বিঘা পুকুর আছে পুকুরে বর্তমানে মিশ্র মাছ ছাড়া আছে। সব রকমের মাছ ছাড়া আছে পুকুরে এখন পানি আছে আপনার তিন ফুট তা আমার পুকুরের জলের ঘোলা কমাতে পারছি না জল প্রচন্ড ঘোলা এবং জল মোটা হয়ে গিয়েছে জলের রং একদম সাদা ঘোলাটে আমি কি ব্যবহার করতে পারি প্লিজ স্যার আমাকে একটু জানান দয়া করে আপনাকে রিকুয়েস্ট করে জোড়হাত করে বলছি আমি স্যার রাসায়নিক সার হিসেবে ডিএপি এবং জৈব সার হিসেবে পাঁচ কেজি খোল কুড়ি কেজি গোবর যে প্রয়োগটা আপনি বলেন সেটা করছি কিন্তু জল সবুজ হচ্ছে পাঁচ থেকে ছয় সাত দিনের মধ্যে আবার জল ঘোলাটে সাদা হয়ে যাচ্ছে মাছের একদমই গ্রোথ নাই মাছ বাড়ছে না চুন দিলে স্যার শতকে কি পরিমান চুন এখন দেওয়া যেতে পারে, আমাকে স্যার একটু প্লিজ জানান
আপনি ভিডিওটা ভাল করে দেখে আপনার ঘোলাটে হবার কারন খুঁজে বের করুন।
খাদ্য কম হচ্ছে নয়ত মাছের মজুদ অনেক বেশি হয়েছে
পুকুরে মাছ থাকাকালীন চুন দেওয়া যাবে কি???
স্যার পুকুরে সপ্তাহে দুই ( ২) দিন পানি ঘোলা হচ্ছে আমি এখন কি করতে পারি
সঠিক প্রজাতির মাছ এবং সংখ্যা নির্ধারণ করুন।
@@abeedlateef8059 ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামত দিয়ে উৎসাহিত করার জন্য। সালাম নিবেন স্যার 💚
স্যার সালাম নিবেন৷আপনার ভিডিঅ জন্য অপেক্ষায় করি আছি৷
ধন্যবাদ!
দিলাম...!
ঘোলাত্ব দূর করার জন্য কি জীব সার ব্যবহার করা যায়।
একবার অন্তত শতকে 200 গ্রাম হিসেবে দিয়ে দেখতে পারেন।
Thank you sir
পুকুরের পানি কি করলে কালো হয় এবং গন্ধো হয়
চুন প্রয়োগ না করলে।
Fish thakle water gola acha ta hola kalichun use kora jabe
পরিমিত পরিমাণে।
@@abeedlateef8059 koto ta
@@abeedlateef8059 মাছ আছে জল টা ঘোলা হয়ে আছে।কি চুন দেবো,r কতো টা পরিমাণ দেবো। চুন দিলে মাছ মরে যাবে না তো ।
@@abeedlateef8059 মাছ ছারার আগে চুন দিয়ে ছিলাম ।তার পর মাছ চারি।
পুকুরে মাছ থাকাকালীন ছাই ব্যবহারের মাত্রাটা কিরকম কেউ বলবেন?
মাসে শতকে এক কেজি করে দিয়ে দিন।
তাহলে কি স্যার পুকুরে বালু দেওয়া যাবে? পরিমাণ কেমন?
ঘোলাত্ব দূর করার জন্য চেষ্টা করা যেতে পারে। এখনও ট্রায়াল দেই নাই।
স্যার আমি ইলিয়াস শেখ পশ্চিমবঙ্গের কাটোয়া শহর থেকে বলছি, আশাকরি আপনি ভালো আছেন. স্যার আমার আগেও আপনাকে অনেকে Regain ও vitacare নিয়ে বলেছে,স্যার regain এর কম্পোজিশন হচ্ছে ৯০% calcium 6%magnesium 4% oxygon ও vitacare খাবার হজম করায, আর শতকে ২০০+১০০ গ্রাম করে ৪ ফুট পানি থাকলে দিতে বলে, regain এর total ডোজ ৬দিনে ও vitacare এর total ডোজ তারপর ৬দিনে দিতে বলে. আমি জানতে চাই কি কি পুকুরে দিলে এই গুলির চাহিদা পূরণ হবে আর চূনে তো calcium আছে তবে কি চূনের total ডোজ ৬দিনে দেওয়া যাবে? স্যার অনুগ্রহ করে জানাবেন.
দাদা regain r vitacre কি আপনি ব্যাবহার করেছে? যদি করে থাকেন তাহলে বলবেন সেগুলো কতটা কাজ করে কিনা ?
Sir i am from India.. What do you mean by shatak... Tel me in terms of bigha
Shatak=decimal
1 bhiga=30 shatak
বৃষ্টির সময় কি মাছের খাবার দিয়া যাবে ?
th-cam.com/video/XvQj2FVelak/w-d-xo.html এটা দেখতে পারেন।
মাছ থাকা অবস্থায় পুকুরে চুন দেয়া যাবে কি? মাছের কোন খতি হবে না তো?
পরিমিত পরিমাণে দিলে কিছু হবে না।
দাদা, যদি বালি থাকলে পুকুরের ঘোলাতো কমে, তাহলে কি পুকুরের তলায় বালি দেয়া যায়?
যায়।
কিন্তু সমস্যা হচ্ছে পুকুরে কাদা হাটুর ওপর,,,,,, এবং পুকুর করাই এর মত আকৃতির ,,,,এতে কি অসুবিধা হবে?
ধন্যবাদ সার
Sir ami west Bengal thake bolchi...apner satha kotha bolte chai... whatsapp no ta daben
দাদা আপনাদের ঐখানে বরো পুকুর লিজ বা ভাড়া পাওয়া যাবে. দয়া কোরে 8777657225 নাম্বারে যানাবেন.
কমিশনের ব্যাবস্থা আছে
অনুগ্রহ করে আপনার ফোন নাম্বার দিবেন
এখানে দিলে কি ঠিক হবে!
sir apner mobile no diben please
খোলা জায়গায় কি দেয়া যাবে?
@@abeedlateef8059 plz send a text in 01912933801
Sir Apnar Phone Number Ta Dewa Jabe????
এখানে দিলে মারা যাব যে!
তখন হয়ত আপনিও দুঃখ পাবেন!
🤣🤣🤣🤣
@@abeedlateef8059 Amr fb id Fazla alahi Sharip Akhane SMS Kre Deben Plz Valo Hobe OthobA AmAR nUMBER Ta Te Deye Den-01635053438
Thanks Sir
পাবদা মাছের পুকুরে ঘোলাত্বের জন্য কি করব? please sir