সংবিধান বিতর্ক! | ডা. জাহেদ উর রহমান | ব‍্যারিস্টার মঈন ফিরোজী | সরাসরি টকশো | পর্ব-৭৭০৪

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • #livetipsandtricks #tritiyomatra #talkshow #channelitalkshow
    তৃতীয় মাত্রা, পর্ব-৭৭০৪, তারিখ-০৪.০৯.২০২৪
    অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব‍্যারিস্টার মঈন ফিরোজী এবং শিক্ষক ও স্যোসাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডা. জাহেদ উর রহমান।
    #livestream #bangladesh #dryunus #newgovernment #bdupdatenews #bdpoliticalnews #bdpolitics #channelitv #banglanews #bangladeshpolitics
    Tritiyo Matra by Zillur Rahman, an award winning Talk show program on Channel i television, is one of the pioneer and the most popular talk-shows ever produced by any television channels in Bangladesh. By 2017, more than 40 million television Bengali program viewing audiences in Bangladesh or living across different regions around the world had made Tritiyo Matra a part of their nightly television viewing routine. The one-hour program is broadcasted two times a day for all 365 days of a year and can be seen from most places around the world through Channel i's satellite network.
    🔥𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 Tritiyo Matra 𝗼𝗻 𝘆𝗼𝘂𝗿 𝗦𝗼𝗰𝗶𝗮𝗹 𝗠𝗲𝗱𝗶𝗮:
    👉TH-cam: / tritiyomatra
    👉Twitter : / tritiyo_matra
    👉Instagram: / tritiyomatra
    👉Website: www.tritiyomat...
    Address:
    45/1 New Eskaton, 2nd Floor Dhaka 1000, Bangladesh
    Phone: +8802583102

ความคิดเห็น • 174

  • @AsadMia-pv2vj
    @AsadMia-pv2vj 13 วันที่ผ่านมา +67

    প্রিয় ডা. জাহেদ উর রহমান ও জিল্লুর রহমান ভাই আপনাদের কথাগুলো আন্দোলনের সময় অনেক শুনেছি তার ফলে অনুপ্রেরণা এবং সাহস পেয়েছি আপনাদের জন্য ভালোবাসা এবং দোয়া রইলো সঠিক তথ্যবহুল আলোচনা অব্যাহত থাকুক সব সময়😊❤

    • @farhadhossen9254
      @farhadhossen9254 12 วันที่ผ่านมา +2

      শহীদ নাজমুল হত্যার বিচার চাই

  • @mdmuziburrahmanjasim355
    @mdmuziburrahmanjasim355 13 วันที่ผ่านมา +8

    ব্যারিস্টার মঈন ফিরোজ সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। উনি একদম সঠিক বলেছেন। বর্তমান ইনটেরিম সরকারকে এ মতামতটা অবশ্য অবশ্যই গ্রহণ করা উচিত।

  • @m.Jahangir85
    @m.Jahangir85 13 วันที่ผ่านมา +14

    আজকের গুরুত্বপূর্ণ মন্তব্য বিশ্লেষণের ও মতামতের জন্য ২জন অতিথি সহ প্রিয় জিল্লুর ভাই কে অসংখ্য ধন্যবাদ।বর্তমান প্রেক্ষাপটে যদি অতিথিদের পর্যালোচনা মতো কার্যক্রম করা হয়,তাহলেই এই রক্তাক্ত বিপ্লবের যথাযথ মর্যাদা পাবে।

  • @matiurrahman681
    @matiurrahman681 13 วันที่ผ่านมา +30

    ডা, জাহিদুর রহমান সাহেব একজন বড় মাপের Influencer. তাঁর বিভিন্ন সময়ে তাঁর বক্তব্যে আমরা দারুণ ভাবে উজ্জীবিত হয়েছি।

    • @Omarfarruk98
      @Omarfarruk98 13 วันที่ผ่านมา +1

      Think tank of Bangladesh

  • @MdRasel-ez9wf
    @MdRasel-ez9wf 12 วันที่ผ่านมา +4

    ব্যারিস্টার মঈন ফিরোজ স্যারকে অনেক অনেক ধন্যবাদ, স্যারের কথাগুলো অনেক যুক্তি সম্মত, আমি যতদূর স্যারকে চিনি অনেক ভালো একজন মানুষ, বাংলাদেশ সংবিধানের উন্নতি হোক এটাই তিনি চাইবেন এটাই স্বাভাবিক ❤❤❤❤ স্যার

  • @mohammadmoyour4785
    @mohammadmoyour4785 13 วันที่ผ่านมา +8

    ধন্যবাদ বিজ্ঞ আলোচক
    জনাব ডাঃ জাহেদ উর রহমান।

  • @KaziSadatShahriar
    @KaziSadatShahriar 13 วันที่ผ่านมา +7

    জনাব,ফরহাদ মাকহার সংবিধান স্থগিতের যে দাবি তুলে একটা গনভোটের আয়োজন করতে আহবান জানিয়েছেন সেটা অনুধাবন করতে সরকারের প্রতি বিশেষ বিবেচনা কামনা করছি।

  • @user-bv6tt2xq8p
    @user-bv6tt2xq8p 13 วันที่ผ่านมา +18

    প্রিয় জিল্লুর রহমান ভাই আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল ❤🤲

  • @MDAnwar-kt6dl
    @MDAnwar-kt6dl 13 วันที่ผ่านมา +6

    ব্যারিস্টার মঈন ফিরোজী একজন ভালো মনের অনেক বড় আইনজীবী।

  • @BabaAli532
    @BabaAli532 13 วันที่ผ่านมา +17

    ধন্যবাদ, ডঃ জাহেদুর রহমান স্যারকে উপদেষ্টা হিসাবে দেখতে চাই ।

  • @JalalAhmed-bu2kd
    @JalalAhmed-bu2kd 13 วันที่ผ่านมา +2

    ডাঃ জাহিদুর রহমান অনেক উচু মাপের ইনফ্লুয়েনচার।তার ভিডিওগুলো প্রতিদিন দেখা হয়। মেধাবী সত্য বলা আলোচক।

  • @rownakhabib4192
    @rownakhabib4192 13 วันที่ผ่านมา +21

    ব‍্যারিস্টার মঈন ফিরোজীর কথাগুলো অনেক প্রাক্টিক্যাল এবং ওনার পদ্ধতিতে সংবিধান পুনর্গঠন করলে দেশে বিদেশে সংবিধানটি লেজিটিমেসি পাবে।

  • @RashedulIslam-tt6nn
    @RashedulIslam-tt6nn 13 วันที่ผ่านมา +1

    ডা. জাহেদ উর রহমান আমার দেখা অন‍্যতম শ্রেষ্ঠ একজন Influencer
    তাঁর তথ‍্যবহুল আলোচনা আমাদের জন‍্য অনুপ্রেরণা!

  • @aynalhaqueofficial
    @aynalhaqueofficial 13 วันที่ผ่านมา +12

    অবশ্যই বাংলাদের সংবিধান নতুন করে লিখতে হবে,এর বিকল্প কিছু নেই।

  • @JJbrosis
    @JJbrosis 13 วันที่ผ่านมา +7

    ডাঃ জাইদুর রহমান ভাইয়ের আলাপ আমার পছন্দসই মনে হচ্ছে

  • @mohoshinhabibchowdhury8215
    @mohoshinhabibchowdhury8215 12 วันที่ผ่านมา +1

    খুবই সুন্দর পরামর্শ। যা আমি ভাবছিলাম। আমার ভাবনাটা ছিল সব দলের (আওয়ামীলীগ বাদে) যত আইনজীবী আছে তাদের নিয়ে একটি সেল গঠন করে তাদেরকে দিয়ে মামলার করার আগে পুংখানুপুংখ বিশ্লেষণ করে তবেই যেন মামলা করা হয়। অন্যথায় এই মামলাগুলো পূর্বের মতই রাজনৈতিক মামলা হিসেবে গণ্য হবে।

  • @mahaque.2002
    @mahaque.2002 13 วันที่ผ่านมา +2

    This is a very good discussion. I see Dr. Ali Riaz sir is winning the ground to rewrite the constitution. I also agree with the panel that BAL is should be tried and given the chance to continue their politics in Bangladesh. For the charges filing against the criminals-we should immediately form a fact finding team by the interim government. Thanks

  • @ferdousyshawkatdoctor4002
    @ferdousyshawkatdoctor4002 13 วันที่ผ่านมา +5

    বাংলাদেশের সংবিধান শুরু থেকে শেষ পর্যন্ত আবার নতুন করে লিখতে হবে। এই মুহূর্তে এটা ছাড়া কোনো প্রকৃত কার্যকর অপশন নেই।

  • @faiysalmehedi9854
    @faiysalmehedi9854 7 วันที่ผ่านมา

    সুন্দর আলোচনা হয়েছে,মামলার বিষয়টাতে মঈন ফারাজী সাহেব ভাল বলেছেন,জাহেদ ভাই অল্প সময়ে সব সময়ের মত সুন্দর বলেছেন।

  • @user-kf6ds4bd5i
    @user-kf6ds4bd5i 12 วันที่ผ่านมา +1

    Very informative discussion. ................!

  • @mdanwarhossainanwar3363
    @mdanwarhossainanwar3363 13 วันที่ผ่านมา +1

    চমৎকার আলোচনা

  • @minaramotaher9139
    @minaramotaher9139 13 วันที่ผ่านมา +7

    সালাম। আমার একটি সবিনয় আবেদন আছে। আপনারা কখনো কখনো আবরারের নামটা সন্মান ও কৃতজ্ঞতার সাথে সরন করবেন। আবরারের বাবা,মার পাওয়া। আমাদের কৃতজ্ঞতা। ধন্যবাদ😅

    • @Asadullah-rn8se
      @Asadullah-rn8se 11 วันที่ผ่านมา

      অবশ্যই কমিটি গঠন করে মামলা দায়ের করতে হবে

  • @BarristerTameemRahman
    @BarristerTameemRahman 13 วันที่ผ่านมา +2

    Thanks to my colleague Barrister Moin Firozi for casting the light on the ambuigities of out flawed constitution and explain them in layman's term for the viewers to brain storm the facts.

  • @ksh1968ytube
    @ksh1968ytube 13 วันที่ผ่านมา +2

    সংবিধান বিশেষজ্ঞ, সমাজবিজ্ঞানী ও রাষ্ট্রবিজ্ঞানী গণ কে নিয়ে একটি কমিশন গঠন করুন যাঁদের দিয়ে যুগোপযুগী নতুন সংবিধান রচনা করা উচিত। গণভোটের মাধ্যমে তার বৈধতা দিতে হবে।

  • @sharminafroza6497
    @sharminafroza6497 13 วันที่ผ่านมา +3

    তুহিন মালিককে কেন দেখা যাচ্ছে না?

  • @SabMoyeen
    @SabMoyeen 12 วันที่ผ่านมา

    Extremely productive and constructive discussion which can be practically implemented to attain justice in every aspect. Congratulations Barrister Moyeen Firozee for your brilliant suggestions. And my profound respect towards our icon Dr Zahed Ur Rahman. Dear Friend Zillur Rahman you are definitely the best we have for our Nation . Bravo 🎉

  • @ismailfhx007
    @ismailfhx007 12 วันที่ผ่านมา +1

    মামলা নেওয়ার ব্যাপারে মঈন ভাই এর কথায় যুক্তি আছে

  • @SwaniZubayeer22
    @SwaniZubayeer22 7 วันที่ผ่านมา

    Thank you Barrister Main and Dr. Zahidur Rahanan for your wonderful discussion.

  • @meerasabeka1177
    @meerasabeka1177 13 วันที่ผ่านมา +2

    Barrister Moin Firozi’s discussion is pragmatic and unbiased

  • @RunWithKhan1
    @RunWithKhan1 10 วันที่ผ่านมา +1

    Barrister Moyeen A. Firozee 🔥❤

  • @hvacengineering4535
    @hvacengineering4535 13 วันที่ผ่านมา +1

    Dr zahed is an great asset❤❤

  • @mahaque.2002
    @mahaque.2002 13 วันที่ผ่านมา +1

    I am enjoying the discussion.

  • @Ashabul1957
    @Ashabul1957 13 วันที่ผ่านมา +2

    জনাব জিল্লুর রহমান সাহেব আমার কমেন্টসটি আপনার নজরে আসবে কিনা জানিনা।আমার প্রশ্ন হলো আর্মির হেফাজতে যে৬২৬ জন অপরাধী কে কেন তালিকা সহ সরকারের নিকট হস্তান্তর করা হলো না? কোন অপরাধ না যদি নাও থাকে,অর্থ লুটের সংগ সকলই জড়িত এতে কোন সন্দেহ নাই।আমি মনে করি আপনারা যদি পুলিশের চাঁদাবাজী বন্ধ করতে পারেন তাহলে কোন চাঁদা বাজি দেশে থাকবে না।

  • @নীলআকাশ-থ২প
    @নীলআকাশ-থ২প 13 วันที่ผ่านมา +2

    বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে।

  • @kaiumchoudhury6518
    @kaiumchoudhury6518 13 วันที่ผ่านมา +1

    জিল্লুর ভাই, আমাদের এই সংবিধান কে, ১৭ বার অপারেশন করা হয়েছে, তার মধ্যে কয়েকটা ওপেন হার্ট সার্জারির মাধ্যমে বর্তমানে ওঠা আই সি সি ইউতে আছে, এখন যেহেতু আমাদের কাছে একটা সুযোগ আছে, ঐ সংবিধান টাকে ডেড ঘোষণা করে, পরিপূর্ণ নতুন একটি সংবিধান লিখতে পারি না?

  • @AbdulHye-z5r
    @AbdulHye-z5r 13 วันที่ผ่านมา

    চমৎকার বিশ্লেষণ কিন্তু মূলত ন্যায় এবং ইনসাফের বিবেচনায় আমাদের মানসিকতা এবং চিন্তা চেতনার পরিবর্তন আনতে হবে

  • @user-jb5lb3nx6q
    @user-jb5lb3nx6q 12 วันที่ผ่านมา

    Right analysis from Dr Zahidur Rahaman ❤❤❤❤

  • @SanurMiah-ew1gn
    @SanurMiah-ew1gn 13 วันที่ผ่านมา +1

    নতুন সংবিধান এখন করতে হবে নয়তো নতুন সরকার তাদের মন মতন করবে এখন জনগণের সংবিধান তৈরি করতে হবে এখন সঠিক সময়

  • @HabibRahman-mr8dp
    @HabibRahman-mr8dp 13 วันที่ผ่านมา +1

    ছাত্র জনতার আন্দোলন এর মধ্যে সহীদ ও চিকিৎসাধীন দের নিয়ে বিসদ আলোচনা করুন ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে ও একটা কমিশন করা দরকার।

  • @user-bf6pf1xm2z
    @user-bf6pf1xm2z 11 วันที่ผ่านมา

    ডা.জাহেদ যেন আমার মনের - মতের কথা গুলোই গুছিয়ে বলেন,,,উনি আমার রাজনৈতিক গুরু,,,, তাঁর প্রতি আমি চির কৃতজ্ঞ❤

  • @Mdmostofa-rn7bj
    @Mdmostofa-rn7bj 12 วันที่ผ่านมา

    আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু্ ওয়া মাগফিরাতু্হু্ !

  • @Habib-27.
    @Habib-27. 12 วันที่ผ่านมา +1

    আমাদের সংবিধান টোটালি চেঞ্জ করা দরকার এবং অনেক জায়গায় আপডেট করা দরকার যুগ পাল্টিয়েছে যুগের সাথে সাথে আপডেট হওয়া দরকার

  • @Dstars-ux5cu
    @Dstars-ux5cu 13 วันที่ผ่านมา

    এমন আলোচনা শুনতে ভালো লাগে ধন্যবাদ জিল্লুর রহমান

  • @NasimaBegum-ty1dd
    @NasimaBegum-ty1dd 13 วันที่ผ่านมา +1

    বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান করা প্রয়োজন। যেখানে ছাত্র জনতার আকাংখা প্রতিফলিত হবে।

  • @rezvijewel3263
    @rezvijewel3263 11 วันที่ผ่านมา

    জিল্লুর স্যার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ কে তৃতীয় মাত্রায় নিয়ে আসার অনুরোধ করছি

  • @AlamgirShobuj-e7r
    @AlamgirShobuj-e7r 13 วันที่ผ่านมา +2

    বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার তরফ থেকে একটি রোড ম্যাপ দিন । যা একটি কল্যাণ রাষ্ট্র গঠনে সহায়তা করবে।

  • @TajulIslam-ck6ol
    @TajulIslam-ck6ol 13 วันที่ผ่านมา

    আমাদের দেশের মূল সমস্যা হলো সংবিধান, সংবিধানের মাধ্যমে একজন শাসককে স্বৈরাচারী হতে সাহায্য করে থাকে।

  • @alaminpalash3920
    @alaminpalash3920 13 วันที่ผ่านมา

    thanks zahed bhai

  • @user-jw3xu5co4b
    @user-jw3xu5co4b 13 วันที่ผ่านมา +1

    Initial FIR should be provided by the accuser/plaintiff, not the police. Provision can be made to preserve that complain paper/audio record.

  • @NasimaBegum-ty1dd
    @NasimaBegum-ty1dd 13 วันที่ผ่านมา

    রাজনৈতিক ভাবে সমস্যা যেহেতু রাজনীতিবিদরা সমাধান করতে পারেনি তাই সে ব্যবস্থা অবশ্য ই সংযোজন বিয়োজন করা উচিত।

  • @anjumanzinnia5904
    @anjumanzinnia5904 13 วันที่ผ่านมา

    কতজন মানুষ এই আন্দোলনে শহিদ হয়েছেন, তাদের পরিচয় কি? কতজন আহত হয়েছেন তাদের চিকিৎসার কি অবস্থা? আমরা কি সেই লিস্ট করে যথাযথ পদক্ষেপ নিতে পেরেছি? আমরা যেনো সংবিধান-সংশোধন, রাষ্ট্র-সংস্কার এ সমস্ত ব্যস্ততার ভিড়ে তাদের কথা ভুলে না যাই। আমরা যেনো প্রায়োরিটি সঠিকভাবে প্রণয়ন করতে পারি।

  • @NazrulIslam-es4qq
    @NazrulIslam-es4qq 13 วันที่ผ่านมา

    একমুখী বেতন স্কেল। করতে হবে,পদ থাকবে কাজ করবে।বেতন সবার সমান হবে।

  • @AbdusSalam-nz6jg
    @AbdusSalam-nz6jg 13 วันที่ผ่านมา

    আমি জাহিদ ভাইকে অনুরোধ করবো , আপনি আইন বিষয় পড়া লেখা করে সাটিফিকেট নিন কারণ অনেকে টকশোতে বলেন আপনি ডক্টর আইনের কথা কেন বলেন কিন্তু আমরা যারা কিছু পড়া লেখা করা মানুষ তারা জানি জাহিদ অনেক আইন জীবির চেয়ে ভালো জানেন এবং গত সরকারের অনেক এমপি মন্ত্রীর চেয়ে মূল পড়া লেখা তো ভালো জানেন ই এমন কি আাইন এবং সংবিধান দুটোই তাদের চেয়ে ভালো জানেন ,কারন তিনি অনেক পড়া লেখা করেন ভালো থাকবেন।

  • @fauziaahmed4542
    @fauziaahmed4542 13 วันที่ผ่านมา

    সংবিধান নতুনভাবে রচনা করতে হবে। আর তা হতে হবে আমেরিকার মত ছোট । সংবিধানের রচনার ক্ষেত্রে জগনের শুধু অভিপ্রায়ের বিষয়টি সংক্ষিপ্তভাবে থাকলেই হবে। অন্যদিকে জনগণের অধিকারের বিষয়টি বিধিবদ্ধ আইনে থাকলেই হবে।

  • @shamimreza-yq9kw
    @shamimreza-yq9kw 13 วันที่ผ่านมา

    খুবি সুন্দর আলোচনা।

  • @salehst862
    @salehst862 13 วันที่ผ่านมา +4

    সংবিধান পুনর্লিখন করতে হবে, এছাড়া কোনো উপায় নাই

  • @NurIslam-e8p
    @NurIslam-e8p 12 วันที่ผ่านมา

    অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায় যে, রাজনৈতিক দলগুলোর পক্ষে সমাজ ও রাষ্ট্র সংস্কার মোটেই সম্ভব নয়। তাই সমাজ ও রাষ্ট্র সংস্কার করার পর একটি গণভোটের ব্যবস্থা করা যেতে পারে।

  • @harunrashid4906
    @harunrashid4906 12 วันที่ผ่านมา +1

    অপরাধ নিরুপনের জন্য সেন্ট্রাল প্রসিকিউশন খুব‌ই জরুরি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করছে জনগণ অন্ধকারে! এই সরকারের কি কাজ কি এজেন্ডা জরুরি ভিত্তিতে প্রকাশ করা উচিত। প্রয়োজনে উপদেষ্টা পরিষদে যোগ/ বিয়োগ করা যেতে পারে। অনন্ত কাল তাঁরা পাবেন না!

  • @nasimulapon
    @nasimulapon 13 วันที่ผ่านมา

    রাষ্ট্রের বেশিরভাগ সমস্যার সমাধান এই একটা মাত্র ভিডিও থেকে বের হলো।
    শুধু এই একটা পর্ব নিয়ে কাজ করলে রাষ্ট্রের অনেক বিষয় ঠিক হতো

  • @user-rv5ye4fz7y
    @user-rv5ye4fz7y 13 วันที่ผ่านมา

    পরিবর্তন করা হউক।

  • @24sk90mr
    @24sk90mr 12 วันที่ผ่านมา

    মাসপূর্তি উপলক্ষ্যে বর্ষাবিপ্লবের আংশিক শুভেচ্ছা। ৪ঠা আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসের সবচাইতে আতংক ও উৎকন্ঠার রজনী। বৃটেন আমেরিকা কানাডায় সেদিন আমাদের সবার বিনিদ্র রজনী কেটেছিল ভয়াবহ উদ্বেগে। বেগম পাড়ার লুটেরা শ্রেনীর নরাধমরাও সেই রাত উৎকন্ঠিত ছিল।সারা পৃথিবীর বাংলাদেশী, সে যদি আওয়ামী ফ্যাসিবাদীও হয়, চরম উৎকন্ঠিত ছিল। আমরা দু পক্ষই একে অপরের পরাজয় কামনা করেছিলাম। ২৫% ওরা মাফিয়া ফ্যাসিবাদী, এবং আমরা ৭৫% মুক্তিকামী। এই যুদ্ধ চলছে চলবে। দ্বৈরথের মুক্তিকামী সারথীরা একজোট থাকবো। বানচাল করে দিব মুজিবীয় হাসিনাবাদী মাফিয়ানির্ভর ভারতীয় তাঁবেদারদের মূহুর্মূহু ষড়যন্ত্র। আওয়ামী চটি বই ১৯৭২ এর সংবিধান পা দিয়ে মাড়িয়ে, গুলিস্তানের নর্দমায় ফেলে দিব আমরা মুক্তিকামী বঙ্গের বর্ষাবিপ্লবীরা। এই আমাদের প্রতিজ্ঞা। ওদের চিন্তা চেতনার ঠাঁই হবেনা মোদের নতুন বাংলাদেশে। আপনাদের আলোচনা অত্যন্ত অর্থবহ হয়েছে।

  • @mdabuzafar606
    @mdabuzafar606 13 วันที่ผ่านมา

    আজকের অনুষ্ঠানটি অত্যন্ত জরুরি মনে করে জরুরী ভিত্তিতে 56:20 পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা নেয়া উচিত বলে মনে করি।

  • @mon-bondhu
    @mon-bondhu 13 วันที่ผ่านมา

    👌

  • @lokmanhakim5313
    @lokmanhakim5313 13 วันที่ผ่านมา +1

    জিলুর স্যার আপনার শোতে আপনার সহ যোদ্ধা গোলাম মতুজা স্যার দেখতে চাই

  • @rakib2004-s3y
    @rakib2004-s3y 7 วันที่ผ่านมา

    ❤❤

  • @NurIslam-e8p
    @NurIslam-e8p 12 วันที่ผ่านมา

    সংবিধানের সকল সংশোধন অন্তর্বর্তিকালীন সরকারের আমলেই করার বিকল্প নেই। কেননা রাজনৈতিক দলগুলোর পক্ষে সংবিধান সংশোধন করার কোন মানসিকতা নেই।

  • @bonykhan1109
    @bonykhan1109 13 วันที่ผ่านมา

    Want to see Sr. Journalist Mr. Golam Murtoza and Andalib Partha together in your show.

  • @AdvocateBabulMia
    @AdvocateBabulMia 13 วันที่ผ่านมา +2

    দেশের মংগলে যে সংবিধান পরিবর্তন করা যাবে না, এ গজব ডাস্টবিনে ফেলার এখনই সময়।

  • @azijulislam1589
    @azijulislam1589 13 วันที่ผ่านมา +1

    আপনার শো তে কেনো পিনাকী ভট্টাচার্য আসে না?

  • @OsmanMuhammed-hi4zj
    @OsmanMuhammed-hi4zj 13 วันที่ผ่านมา +1

    জিল্লু স্যার কে ধন্যবাদ।

  • @julfiqurhaider1472
    @julfiqurhaider1472 13 วันที่ผ่านมา

    ।আরো গভীর পর্যালোচনা আসতে হবে।

  • @harunrashid4906
    @harunrashid4906 12 วันที่ผ่านมา

    সংবিধান এর যে কোন পদক্ষেপ অর্থাৎ কি করতে হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে ।

  • @umixed2832
    @umixed2832 13 วันที่ผ่านมา

    জনসংখ্যা নিয়ন্ত্রণে বিনামূল্যে কনডম দেওয়ার হবে। নো টেনশন!!

  • @fauziaahmed4542
    @fauziaahmed4542 13 วันที่ผ่านมา

    সসংবিধানের ৩য় অধ্যায়ে বর্নিত মৌলিক অধিকররের সাথে সাংঘর্ষিক এই সংবিধানের সাথে ৯ম-ক অধ্যায়ে বর্ণিত জরুরী বিধিমালা।

  • @rayhanulbasher1231
    @rayhanulbasher1231 13 วันที่ผ่านมา

    Best

  • @msharifulislam6504
    @msharifulislam6504 13 วันที่ผ่านมา

    Even 1972 constitution is a conflict of republic concept. We need a new constitution with 100% separation of power. All judiciary, attorney General must be appointed by perliament.

  • @mdrobin6813
    @mdrobin6813 12 วันที่ผ่านมา +1

    Mr Farazi is a Junius..

  • @md.rezaulislam6709
    @md.rezaulislam6709 12 วันที่ผ่านมา

    ইলেকশনের মধ্যে দিয়ে একটা জাতীয় সরকার গঠন করে সংবিধানের সংশোধনের বৈধতা নিতে হবে

  • @MDMONSURAL-yu3tq
    @MDMONSURAL-yu3tq 13 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @overthecloud-b4s
    @overthecloud-b4s 13 วันที่ผ่านมา

    সংবিধানের মূলনীতি- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এই চার নীতির সাথে মুক্তিযুদ্ধে বিশ্বাস যোগ করা জরুরি। এছাড়া সব বাদ। পুনর্লিখন করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই

  • @kyathuimarma5457
    @kyathuimarma5457 12 วันที่ผ่านมา

    সংবিধান বিশেষঞ্জরা বার বার উল্লেখ করছেন যে, সংবিধান সংশোধন করতে হলে দেশে সংসদ হতে হবে। আর সংবিধান সংশোধন করতে যদি নির্বাচন করতে হয় তাহলে নির্বাচিত দল সংশোধন করবে তার কোন গেরান্টি নাই। তারা নির্বাচিত হলে ক্ষমতায় থাকার জন্য সংবিধান নাও করতে পারে। বাংলাদেশে যে সংবিধান তৈরী হয়েছিল তখন তো কোন দেশে সংসদ ছিলনা। এখন ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেশ পুণ: স্বাধীন হয়েছে, সুতরাং বর্তমান সংবিধান সরাসরি বাতিল করে গণ ভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করা যেতে পারে। এতে কমপক্ষে তিনটা সংবিধান তৈরী করে কোন সংবিধান মানুষ চায় তা ভোটের মাধ্যমে বাছাই করা যেতে পারে। তবে প্রতিটা সংবিধানে লেখা থাকতে হবে যে, এ সংবিধান যদি কোন সময় সংশোধনের প্রয়োজন হয় তখন গণভোটের মাধ্যমে সংশোধন করতে হবে।

  • @behuda12345
    @behuda12345 13 วันที่ผ่านมา

    দুটো সংবিধান থাকতে পারে।একটি অপরিবর্তিত।আরেকটি সাংসদদের ঐক্যমতে বা রেফারেনডম

  • @beautycareplusuk4675
    @beautycareplusuk4675 13 วันที่ผ่านมา +1

    Biplobi sorkar asar por sorbo protom shongbidhan cancel and new shongbidhan hobe.

  • @NurIslam-e8p
    @NurIslam-e8p 12 วันที่ผ่านมา

    বাহাত্তরের সংবিধান বৈধ না হলে এতদিন কি আমরা সংবিধান বিহীন অবস্থায় ছিলাম ?

  • @RucksanaAkter-e3t
    @RucksanaAkter-e3t 13 วันที่ผ่านมา

    সাউন্ড প্রবলেম হচ্ছে!

  • @muhammadasadullah517
    @muhammadasadullah517 11 วันที่ผ่านมา

    নতুনভাবে সংবিধান লেখা হোক। সেখানে ৭১ ও ২৪ এর চেতনার প্রতিফলন থাকতে হবে। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে পারলে আর কোনো চেতনাই লাগবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে সকল চেতনা প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর হ্যা একজন ব্যাক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। প্রধানমন্ত্রী যেন কোনোভাবেই সর্বময় ক্ষমতার অধিকারি না হতে পারে!

  • @mdamdadul5617
    @mdamdadul5617 13 วันที่ผ่านมา

    উপজেলা পর্যায় থেকে শুরু করতে হবে।

  • @bestcyberKing
    @bestcyberKing 13 วันที่ผ่านมา

    video quality ato kharap kno?

  • @mokterhossain-e2l
    @mokterhossain-e2l 12 วันที่ผ่านมา

    নতুন করে লিখন হলে ভাল হয়।

  • @elmanahmed4172
    @elmanahmed4172 13 วันที่ผ่านมา

    I found those question‘s asking to the lawyer was incomplete answer, what about changing Bangladesh's name?

  • @shoan18
    @shoan18 11 วันที่ผ่านมา

    কেন সংবিধান পরিবর্তন করতে হবে?
    বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রী বা অন্য কোনো সাংবিধানিক পদধারী ব্যক্তির "পালিয়ে যাওয়া" বা দেশত্যাগ করার বিষয়ে সরাসরি কোনো আর্টিকেল নেই। তবে, বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীর পদত্যাগ বা পদচ্যুতির বিষয়ে আর্টিকেল রয়েছে।
    *সংবিধানের ৫৭ নং অনুচ্ছেদ* অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদ খালি হওয়ার ক্ষেত্রগুলো উল্লেখ করা হয়েছে। এগুলো হলো:
    1. প্রধানমন্ত্রীর পদত্যাগ করা।
    2. প্রধানমন্ত্রীর মৃত্যু।
    3. সংসদের সদস্যপদ হারানো।
    4. প্রধানমন্ত্রীর অক্ষমতা।
    এর পাশাপাশি, *সংবিধানের ৫৬ নং অনুচ্ছেদ* অনুযায়ী, যদি প্রধানমন্ত্রীর পদ খালি হয়, তাহলে নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করতে হবে।
    সংবিধানের কোনো ধারা বা অনুচ্ছেদে প্রধানমন্ত্রী বা অন্য কোনো সাংবিধানিক ব্যক্তির "পালিয়ে যাওয়া" নিয়ে সরাসরি কোনো নিয়ম বা শর্ত উল্লেখ করা হয়নি।

  • @mohammadmoyour4785
    @mohammadmoyour4785 13 วันที่ผ่านมา

    ডক্টর ইউনুসের সরকার,
    বিপ্লবী সরকার।

  • @mdsobahankhan9609
    @mdsobahankhan9609 13 วันที่ผ่านมา

    Sorry jillur vai apni Valo akta doctor dekhan ...bad noise ase vai don't mind

  • @nazrulmolla6487
    @nazrulmolla6487 13 วันที่ผ่านมา

    আমরা কেনো নতুন সংবিধান তৈরি করবোনা?

  • @MohammadAzom-vf6wd
    @MohammadAzom-vf6wd 13 วันที่ผ่านมา

    A question through you is that bakshal was a democratic right , we know that establishing Bakshal was killed by democracy, if i am right so how did shekh Mujib become father of the nation and his picture seen in Asif Nazrul`s office so we are demanding his resignation.

  • @anischowdhury8138
    @anischowdhury8138 13 วันที่ผ่านมา

    Majority of the cases, US politics is divided on party lines. However, on foreign policies and international issues, both Democrats and Republicans are complimentary to each other. The US Supreme Court deals with constitutional interpretation and state and federal dispute and it doesn't deal with any criminal or civil suits be it state or federal. The main difference between Westminister and US presidential system is the separation of power and jurisdiction between the executive and legislative branch ( senate qnd congress). The US Supreme Court is a near perfect independent institution and their rulings are accepted by all parties concerned.

  • @masudurrahman1023
    @masudurrahman1023 13 วันที่ผ่านมา

    What is constitution- it’s for da people, it must be amendment based on current demand, last dumping Govt introduce the constitution cannot be changed, how come !!!!!!

  • @hafizurrahman6688
    @hafizurrahman6688 13 วันที่ผ่านมา

    নতুন করে সংবিধান রচনা করা উচিত।

  • @NurIslam-e8p
    @NurIslam-e8p 12 วันที่ผ่านมา

    মুক্তিযুদ্ধের চেতনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনার মধ্যে কোন পার্থক্য আছে বলে মনে হচ্ছে না।

  • @yousufazam5112
    @yousufazam5112 13 วันที่ผ่านมา +1

    সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করুন, প্রয়োজনে গণভোটের ব্যবস্থা করতে হবে...