Ekdom Karon ei CM rajnaitik swarthe banglar buk e 1jon Balika jokhon dhorshita hoi take bayktigoto aakromon kore ... Affair chilo😢 Ona k k odhikar dilo mitthya kotha k Sangbad sammelon e bolar !!!
সন্ময় বাবু প্রণাম, আপনার বক্তব্য সম্পূর্ণ মানতে রাজী নই কারণ অভিষেকের ব্যক্তিগত জন্মগত জীবনের সম্পর্কে সত্য প্রকাশ করা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে দরকার। রোজিনা ও সোনালী দেবীর ও এই বক্তব্যটি গ্রহণ যোগ্য হওয়া উচিত।
এটাকে সোজা মেরুদন্ড বলে !!!! এতদিন সব জেনেও নিজের স্বার্থের জন্য মুখ বন্ধ রেখে সব সুবিধা ভোগ করে গেছেন, যেই স্বার্থে ঘা লেগেছে ওমনি সাধু হয়ে গেলেন!!! তৃণমূলের সবাই সমান ধান্দাবাজ, এমনকি সমর্থকেরাও!! কোনো ভদ্রলোক আজ অন্ততঃ আর তৃণমূল দলটাকে সমর্থনও করতে পারবেন না!!
দিদি , আমরা আপনার মুখে সব শুনতে চাই সরা বাংলার মানুষ হিসাবে ।। দয়াকরে জানান দিদি ।। আমরাও এই দলটার প্রতি সম্পুর্ন আস্থা হারিয়েছি ।। আরো হারাবে এটাই বলতে পারি ।।
সব কিছু জানার অধিকার নেই।তাদের নিজেদের private life ও আছে।কিন্তু একজন রাজনীতিবিদের ছেলে বা মেয়ে কেউ আছে কিনা সেটা তো মানুষ জানতে চাইতেই পারে!এটা তো কোনো personal matter না।
সোনালী গুহ যে কথাটি বলেও বললেন না, বাংলার অধিকাংশ মানুষই সেটা আন্দাজ করেও হয়তো অজানা কোনো ভয়ে বলতে পারেনা। তবে একদিন সবাই বলবে। সেদিন হয়তো বেশি দূরে নেই।
সোনালী দেবী যা বলেছেন ঠিকই বলেছেন। এতে ব্যার্নাজী সাহাবের খারাপ লাগবে জানি। নামকরা রাজনৈতিক ব্যক্তিত্ব তো। রোজিনা ম্যাডামকে ধন্যবাদ জানাই সোনালী দেবী সাক্ষাৎকারটি নেবার জন্য। পরের টা জন্য অপেক্ষা রইলাম।
সম্ময়বাবু প্রথমেই আপনাকে প্রনাম জানাই। দেখুন রাজনৈতিক ব্যক্তিদের ব্যক্তিগত দিক যদি কলঙ্কমুক্ত হয় তাহলে তাকে আদর্শ মনে করে বাকিরাও সেই আদর্শে অনুপ্রাণিত হবে। তাই সত্যটা বাইরে আসা দরকার। যদি দেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে রাস্তায় যদি আলোচিত হতে পারে তাহলে সবার সাথেই হোক। কোনো মানুষের কোনো অসুবিধা হবে বলে মনে হবে না।
Even in education scam C. M. requesting that those who have joined as teachers through dishonest way, may be excused although those who had passed the TET but do not get the service even today rather sitting at Dharmatala.
না না সন্ময়দা, নিষেধ করবেন না, উনি এতটাও সৌজন্য পাওয়ার যোগ্য নয়, উনি ছাড়ে কাউকে? অধীর বাবুকে ব্যক্তিগত আক্রমণ করেনি? তাহলে তার + তার পরিবারের কারো ব্যক্তিগত কথা কেন আমরা জানবো না। প্লিজ আপনি এভাবে বারন করবেব না। আমরা সব জানতে চাই। মুখোশটা খুলে দিন সোনালি দি অনুরোধ রইল।
পল্লব নাথ,একটু ভুল হোলো না।সোনালী তৃণমূল থেকে বিজেপিতে গেছে।তৃণমূল আর তাকে ফেরার নেয়নি।চাঁদের হাটের মাঝেই রয়ে গেছে গো।ও তো খাঁটি সোনা।বিজেপিতে গিয়ে একেবারে চকচক করছে।
সফিকুলদা মমতা বন্দোপাধ্যায় বলে বহিরাগত যদি বাইরের রাজ্যে বলে বহিরাগত তাহলে তারা কাজ পাবেনা অথচ পশ্চিমবঙে চাকরি চাইলে পুলিস দিয়ে গ্রেপ্তার করে অথচ ভোটের জন্য বড়বড় কথা বলে এতে যদি জনগনের শিক্ষা না হয় তাহলে পশ্চিমবঙ ভিক্ষাজিবি, গুন্ডা, খুনি, চিটিংবাজ, ধর্ষনকারিতে ভরে যাবে
মানুষের ব্যবহার, কথা বার্তা, কাজ কর্মেই আসল চরিত্র ও তার শিক্ষা সংস্কৃতি বোঝা যায়। মানুষ যে পরিবেশে বড় হয় ভবিষ্যতে তার প্রতিফলন তার কাজের মধ্যে প্রকাশ পাবেই। মানুষ বোকা নয়, হয় বোঝে।
এই সোনালি গুহ যদি সসম্মানে TMছিঃ-তে থাকতো, টিকিট পেত, আজ এইসব কেচ্ছাকাহিনীর আভাস কি কেউ জানতে পারত ? তার মানে নিজের গায়ে আঁচড় না লাগলে অন্তরের বিবেক জেগে ওঠে না !! ধিক্কার !!
Sanmoy babu ! Personal life and character is deeply related to politics. One's character reflects in one's political life. Nobody can avoid this truth.
নমস্কার দাদা, আজ আপনি যে *ব্যক্তিগত আক্রমণের* বিরুদ্ধে প্রতিবেদন করলেন, তা প্রশংসনীয় । কিন্তু একটা প্রবাদ আছে CHARITY BEGINS AT HOME . একজনের ব্যক্তিগত জীবন যেমন হয় তারই প্রতিফলন তার রাজনৈতিক কর্মকান্ডে দেখা যায় । আজকের বাংলা তারই জ্বলন্ত উদাহরণ।
এরা এই ভাবে এতো দিন ধরে মানুষের কষ্ট দিয়েছে। আসলে এদের ভুগতে হবে ই। সময়ের অপেক্ষা।আর সনময়বাবু,যদি রাস্ট্রের ভালো চান, তাহলে এদের ছবি আপনার Channel দেখাবেন। দয়াকরে আমার কথা ভাববেন।এই নেত্রীর দল নর্দমার জীবের থেকে ও অধম। ধন্যবাদ।
মমতার অবদান - একদিন রাস্তা দিয়ে যেতে যেতে শুনলাম একজন প্রসাধনী সামগ্রীর salesgirl আরেকজন কে বলছে "এখন আর সমাজে শিক্ষা টিক্ষা কোনো ব্যাপার নয়, এখন আসল ব্যাপার হল টাকা"
সন্ময় দা আপনার সাথে সহমত হতে পারলাম না। ব্যক্তিগত আবার কি?? যে মানুষ(নেতা-নেত্রী) যত ভালো হবে,, পরিবার যত ভালো হবে। দেশটা ততটাই ভালো হবে। মোদীজি যোগীজির ফকির জীবন আর তাদের পরিবারের লোকজনদের দেখুন। সেইজন্য তারা আজ বলিষ্ঠ। দেশ বলিষ্ঠ রাজ্য বলিষ্ঠ।
Ore chuti.....,bouke fulsojja rate fele k paile gechilo re ????barir Sona Dana k bikri kore diechillo re ???egulo khub valo baktigoto jibon tai na re ???
Sothik Kotha.... common people does follow them. Celebrity, Filmstars, Ministers, sportsperson, celebrated singers, celebrated dancers they should know that common people look up to their each and everything move, their way of life, how they talk, how they style, how they eat, how they lead their life that's why it's their basic responsibility to maintain their own life clear and simple.
If our beloved respected Prime Minister modiji is always nakedly blamed about his private life by criminal opposition party leaders daily then why not Mamata ?
এই ব্যাক্তি গত আলোচনা না করাটা আপনাদের একধরনের তথাকথিত ভালো মানুষ সাজার কৌশল। তাহলে একজন মানুষ চোর কি ডাকাত সেতো ব্যাক্তিগত বিষয়। একজন যদি ব্যাক্তি গত ভাবে সৎ না হয় সে দশের ভালো কি করে করবে?
এটাই এখন পশ্চিমবাংলার রাজনীতির নীতি। যে কোন মানুষের, সে যেই হোক না তার ভালো দিকটা যেমন জানি, যদি সুযোগ থাকে খারাপ দিকটা জানার সেটাও অবশ্যই জানতে হবে। কিন্তু তানিয়ে ব্যক্তিগত আক্রমণ করবো না। সব জেনে রাখা ভালো।
সন্ময় বাবু , আপনার মূল্যবোধের জন্য আপনার চ্যানেল দেখি , বিশ্লেষণ করার অসামান্য ক্ষমতা ও দক্ষতা একজন সাংবাদিক হিসেবে অবশ্যই আপনার আছে , কিন্ত কোন অবস্থাতেই যে কুৎসার কালিমা কারও গায়ে মাখান না ,সেজন্যই আপনি শ্রদ্ধার পাত্র ।
ঠাকুর রামকৃষ্ণ বলেছেন"দেহ যদি পবিত্র না থাকে মন পবিত্র হয় না, তেমনি দেবালয় যদি পরিষ্কার না থাকে সেখানে ইশ্বর অধিষ্ঠান করেন না' তাই প্রকৃত সত্য টা জানা উচিত। আপনার এতো বাধা কেনো? দয়া করে উত্তরটা দেবেন।
সন্ময়বাবু,আপনার সাথে একমত হতে পারলাম না।একজন নেতা বা নেত্রী মানুষকে পরিচালিত করে।তার ব্যক্তিগত জীবনের ভালো দিকগুলো আমাদের অনুপ্রাণিত করে আর তার জীবনে যদি কিছু খারাপ থেকে থাকে সেটাও মানুষের সামনে আসা দরকার মানুষেরই স্বার্থে।এতে মানুষের সুবিধা হয় সিদ্ধান্ত নিতে যে তিনি আমার নেতা বা নেত্রী হতে পারেন কিনা।
আচ্ছা সত্যিটা জানাতে সন্ময়দার এত আপত্তি কেন? সত্যি না জানালে সেটা মিথ্যে হয়ে যাবে না এবং বেশী দিন চাপা দিয়ে রাখা যাবে না। আর যত চাপা দিয়ে রাখা হবে ততই মানুষের জানার আগ্রহ বেড়ে যাবে। তার থেকে ভালো হয় সত্য প্রকাশ করে মানুষের আগ্রহকে প্রশমন করা।
I loved your vedio. As a human, we all should have values in life. We can't mix politics with personal life. The one who does it is someone without ethics in life. Even Sonali is playing dirty politics bringing out personal secrets of opponents. Good that U showed her the mirror
সন্মায় দা এই ব্যাপারে আমি দ্বিমত পোষণ করছি। একজন নেতার ব্যাক্তিগত জীবন কেন নিঃকলঙ্ক হবে না। সাধারণ মানুষের অধিকার তাদের নেতাদের সম্পূর্ন ভাবে চেনা। তবে সোনালী কে ও চিনে নিতে হবে এরা হল নির্ভেজাল বিশ্বাসঘাতক।
অসুবিধা কি আছে, হোক না আগ্নেয়গিরি, মুখতো খুলুন, আমরা আগ্নেয়গিরি দেখতে চাই।
Ekdom thik bolechen
DIDI AR BHAIPO KI RELATION BUJHE GELO JONOTA..SONALI GUHA + DEEPAK GHOSH = TMC R MUKHOSH TA KHULE ASOL CHEHARA TA PROKASH KORUK..
🙏👌
দলে কলকে পাবার জন্য এসব কথা সূচতুরভাবে হওয়ায় ভাসিয়ে দিচ্ছেন।
Ekdom Karon ei CM rajnaitik swarthe banglar buk e 1jon Balika jokhon dhorshita hoi take bayktigoto aakromon kore ... Affair chilo😢 Ona k k odhikar dilo mitthya kotha k Sangbad sammelon e bolar !!!
সন্ময় বাবু প্রণাম, আপনার বক্তব্য সম্পূর্ণ মানতে রাজী নই কারণ অভিষেকের ব্যক্তিগত জন্মগত জীবনের সম্পর্কে সত্য প্রকাশ করা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে দরকার। রোজিনা ও সোনালী দেবীর ও এই বক্তব্যটি গ্রহণ যোগ্য হওয়া উচিত।
Na
আমরা জানতে চাই
অভিষেক এর জন্মবৃত্তান্ত সকলেরই জানা। সত্যকে লুকোনোও মমতার আর একটা গুণ ।
অবশ্যই, কারণ উনি সর্বজনীন জীবনে আছেন, আর তার আমদের প্রত্যেকটা রাজ্যবাসীর স্বার্থ জড়িয়ে আছে ।
জানা উচিত ।
সোনালী গুহর সাথে সাংবাদিক মেয়েটার সাক্ষাৎকার শুনলাম। মেয়েটির যোগ্যতা আছে।
সিনিয়র সাংবাদিকেরা তাকে স্নেহের চোখে দেখলে মানুষ খুশি হয়।
সোনালী গুহর কথা শুনে মনে হচ্ছে নেত্রীর প্রতি আস্হা কমে যাচ্ছে।কথা গুলি সত্য হলেই মঙ্গল।
মাননীয়া সোনালী গুহ ম্যাডাম তার মেরুদন্ড সোজা করে যে সত্য কথা গুলো সামনে এনেছেন তার জন্য সোনালী ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ ও কুর্নিশ জানাই !!
এটাকে সোজা মেরুদন্ড বলে !!!! এতদিন সব জেনেও নিজের স্বার্থের জন্য মুখ বন্ধ রেখে সব সুবিধা ভোগ করে গেছেন, যেই স্বার্থে ঘা লেগেছে ওমনি সাধু হয়ে গেলেন!!! তৃণমূলের সবাই সমান ধান্দাবাজ, এমনকি সমর্থকেরাও!! কোনো ভদ্রলোক আজ অন্ততঃ আর তৃণমূল দলটাকে সমর্থনও করতে পারবেন না!!
ki boleche?? kichui toh boleni
@@kamalchakraborti1353 কি বলেছে ?? ভিডিওটা আবার ভালো করে শুনুন !! তাহলেই বুঝতে পারবেন।
@@shyamdebnath8327 khali khocha mereche...eta niye nachar kichu nei..age concrete kichu boluk pore bujhbo
Sonali guho nije ki ,age janun tarpor salute korben Mumtaz er theke beshi kharap
আপনি বোধহয় "গীতা" বা "চাণক্য নীতি " ভুলে যাচ্ছেন। ব্যক্তিগত বলে কিছুই নেই। সবই কর্মফল,যখন যেমন তখন তেমন যে কোন শত্রু -র ক্ষেত্রেই।
Koala. Vipo. Je. Pisir. Santan. Sabai. Jane
এই বঙ্গ টিভি এবং সাংবাদিক ম্যাডাম অবশ্যই উন্নত সমাজের স্বার্থে অন্যতম ভূমিকা পালন করে চলেছেন।
বঙ্গ টি ভি ও তার সাংবাদিক নির্ভীক এবং ইন্টারভিউগুলি বেশ ভাল।
বলতে হবে বুকের পাঠা আছে! নির্ভীক সংবাদদাতা আছে!
দিদি , আমরা আপনার মুখে সব শুনতে চাই সরা বাংলার মানুষ হিসাবে ।। দয়াকরে জানান দিদি ।। আমরাও এই দলটার প্রতি সম্পুর্ন আস্থা হারিয়েছি ।। আরো হারাবে এটাই বলতে পারি ।।
একমাত্র সোনালী গুহ সব থেকে কাছের মানুষ ছিলেন ।
সাধারণ মানুষ এর কথা চিন্তা করে TMC নামের দল টা তুলে দেওয়া দরকার ❤❤❤
মুখ না খুললেও সবাই সব জানে,কিন্তু হচ্ছে টা কি!!!
DIDI AR BHAIPO KI RELATION BUJHE GELO JONOTA..SONALI GUHA + DEEPAK GHOSH = TMC R MUKHOSH TA KHULE ASOL CHEHARA TA PROKASH KORUK..
যা হচ্ছে , ভালোই হচ্ছে ।
যা হবে , তা-ও ভালোই হবে _____ জয় শ্রী রাম ।
🕉️🚩🔱🇮🇳🙏🇮🇳🔱🚩🕉️
ব্যক্তিগত জায়গায় পৌঁছালে ক্ষতিটা কি ? বাংলার মানুষ তাঁর মুখ্যমন্ত্রীর ক্লাসটাও জানুক । কত সৎ, কত মহৎ একজন ব্যক্তিতের দায়িত্বে আমরা কত ভালো রয়েছি।
একজন পাবলিক ফিগারের সব কিছু জানা জনগণের অধিকারের মধ্যে পড়ে।
No.
haaa jara sarkar thakchhe tar character kmn tader porichoy ki shadharon manush janar odhikar achhe
সব কিছু জানার অধিকার নেই।তাদের নিজেদের private life ও আছে।কিন্তু একজন রাজনীতিবিদের ছেলে বা মেয়ে কেউ আছে কিনা সেটা তো মানুষ জানতে চাইতেই পারে!এটা তো কোনো personal matter না।
বাঙলার জনগনের কাছে এটা কিন্তু অজানা নয় এর আদ্যোপান্ত সমস্তটা কণ্ঠস্থ হয়ে যাবে বাঙলার জনগনের কাছে একটু অপেক্ষা আর ধৈর্য ধরতে হবে ধন্যবাদ
কি সাঙ্ঘাতিক কথা। সত্যি শুধু ঘৃনা ছাড়া আর কিছু ই মনে আসছে না।
Sonali anek pap korechen.sei fal bhog korchen. Sonali ekhon dhulapara shap.Mamotao fal bhog korben.pap bapkeo charena.
সোনালী গুহ যে কথাটি বলেও বললেন না, বাংলার অধিকাংশ মানুষই সেটা আন্দাজ করেও হয়তো অজানা কোনো ভয়ে বলতে পারেনা। তবে একদিন সবাই বলবে। সেদিন হয়তো বেশি দূরে নেই।
সোনালী দেবী যা বলেছেন ঠিকই বলেছেন। এতে ব্যার্নাজী সাহাবের খারাপ লাগবে জানি। নামকরা রাজনৈতিক ব্যক্তিত্ব তো। রোজিনা ম্যাডামকে ধন্যবাদ জানাই সোনালী দেবী সাক্ষাৎকারটি নেবার জন্য। পরের টা জন্য অপেক্ষা রইলাম।
👌👌👌
যার ব্যক্তি চরিত্র এত কলুসিত! তাকে ঢাকতে আপনি এত ব্যস্ত কেন? আপনি নিজে পরিচ্ছন্নতো?
কেন মুখ খুলবেন না?!
বাংলার তথাকথিত যুবরাজের জন্মবৃত্তান্ত আমরা সকলেই জানতে চাই।
এখনো আশায় আছে , যদি একবার তু তু করে ডেকে নেয়!! বলে ফেললে তো আর ডাকার আশা থাকবেনা।
উনি এতদিন কেন চুপ ছিলেন!! আর এখনই বা বলবেন কেন?? ভাতায় টান পড়েছে,?? সবই সমান
নিজের ছেলে প্রতি সবার একটা আলাদা স্নেহ থাকবেই ।
😁😁😍😄😄👍
Amar mone hoy uni etai bolte chaichen......jta aapni likhechen
DIDI AR BHAIPO KI RELATION BUJHE GELO JONOTA..SONALI GUHA + DEEPAK GHOSH = TMC R MUKHOSH TA KHULE ASOL CHEHARA TA PROKASH KORUK..
পরিস্কার কথা বলেছেন
না না। ও ডাইনির ছেলে হলে কেলে ডাকাতের মতো দেখতে হত।
সম্ময়বাবু প্রথমেই আপনাকে প্রনাম জানাই। দেখুন রাজনৈতিক ব্যক্তিদের ব্যক্তিগত দিক যদি কলঙ্কমুক্ত হয় তাহলে তাকে আদর্শ মনে করে বাকিরাও সেই আদর্শে অনুপ্রাণিত হবে। তাই সত্যটা বাইরে আসা দরকার। যদি দেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে রাস্তায় যদি আলোচিত হতে পারে তাহলে সবার সাথেই হোক। কোনো মানুষের কোনো অসুবিধা হবে বলে মনে হবে না।
Darun bale6en 100%thik
ম্যাডাম ,মুখ খুলুন আপনারা । মানুষ সব জানুক ।
👍👍👍👍
মানুষ জানতেও পারছে, বুঝতেও পারছে, শুধু বলছেনা।
Even in education scam C. M. requesting that those who have joined as teachers through dishonest way, may be excused although those who had passed the TET but do not get the service even today rather sitting at Dharmatala.
Sobai jane ....mukh na khulleo amra jani....
না না সন্ময়দা, নিষেধ করবেন না, উনি এতটাও সৌজন্য পাওয়ার যোগ্য নয়, উনি ছাড়ে কাউকে? অধীর বাবুকে ব্যক্তিগত আক্রমণ করেনি? তাহলে তার + তার পরিবারের কারো ব্যক্তিগত কথা কেন আমরা জানবো না। প্লিজ আপনি এভাবে বারন করবেব না। আমরা সব জানতে চাই। মুখোশটা খুলে দিন সোনালি দি অনুরোধ রইল।
কয়লা ভাইপো পিসির ছেলে সেটা অনেককে জানে নতুন করে বলার কিছু নেই।
সোনালী গুহ কে বলবো যদি আপনি মন থেকে দল বদল করেন তাহলে welcome. কিন্তু যদি দল বদল খেলা করেন তাহলে আপনি ধীরে ধীরে রাজনীতিতে গুরুত্ব হারিয়ে ফেলবেন.
Ekdom..👌👌
এটাও পিসির চাল হয়তো
রোজিনা (মল্লিক) আপনার কথা যত শুনি ততই মনে হয়। এই বারেই নতুন কিছু জানতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক এগিয়ে যান।
যখন কোনো রাজনৈতিক নেতার ব্যাক্তিগত জীবন বৃহত্তর জনজীবনের ক্ষতি করে, তখন ব্যাক্তিগত জীবন প্রাসঙ্গিক হয়ে ওঠে।
একদম সঠিক বলেছেন।
সোনালী গুহ আপনি বিজেপি তে আসলেন আবার বিজেপি ছেড়ে তৃনামুল এ চলে গেলেন। কেন তৃনামুল এ চলে গেলেন?
তাই নাকি?তাহলে তো বলতেই হয় সোনালী দেবীর যথেষ্ট সাহস আছে লঙ্কায় থেকেও রাবণের গায়ে লঙ্কাগুঁড়ো ছেটানোর!!
পল্লব নাথ,একটু ভুল হোলো না।সোনালী তৃণমূল থেকে বিজেপিতে গেছে।তৃণমূল আর তাকে ফেরার নেয়নি।চাঁদের হাটের মাঝেই রয়ে গেছে গো।ও তো খাঁটি সোনা।বিজেপিতে গিয়ে একেবারে চকচক করছে।
জনগণ মনে করে একজন আদর্শ রাজনীতিবিদের ব্যক্তিগত জীবনও আদর্শ ও অনুকরণীয় হওয়া উচিত। কলঙ্কিত ব্যক্তিগত জীবন , আদর্শ রাজনীতিবিদ হওয়া যায় না।
Excellent...ওই সব মিষ্টি কথা শুনতে ভালো লাগে কোনো কাজে আসে না
সফিকুলদা মমতা বন্দোপাধ্যায় বলে বহিরাগত যদি বাইরের রাজ্যে বলে বহিরাগত তাহলে তারা কাজ পাবেনা অথচ পশ্চিমবঙে চাকরি চাইলে পুলিস দিয়ে গ্রেপ্তার করে অথচ ভোটের জন্য বড়বড় কথা বলে এতে যদি জনগনের শিক্ষা না হয় তাহলে পশ্চিমবঙ ভিক্ষাজিবি, গুন্ডা, খুনি, চিটিংবাজ, ধর্ষনকারিতে ভরে যাবে
সেটা ঠিক।
Absolutely correct.
১০০% সঠিক কথা।
মানুষের ব্যবহার, কথা বার্তা, কাজ কর্মেই আসল চরিত্র ও তার শিক্ষা সংস্কৃতি বোঝা যায়। মানুষ যে পরিবেশে বড় হয় ভবিষ্যতে তার প্রতিফলন তার কাজের মধ্যে প্রকাশ পাবেই। মানুষ বোকা নয়, হয় বোঝে।
একদম সোনালি গুহ সঠিক বলেছেন
DIDI AR BHAIPO KI RELATION BUJHE GELO JONOTA..SONALI GUHA + DEEPAK GHOSH = TMC R MUKHOSH TA KHULE ASOL CHEHARA TA PROKASH KORUK..
ঠিকই বলছেন , সেটা আজ । কিন্তু দুঃখের কথা এতদিন ওকেই প্রাণপণ সাপোর্ট করে গেছেন ।
বিধান সভায় ভাঙচুর কে চালিয়েছিল?
সোনালী অনেক কিছু জানেন ।ববি টা ও জানে
ও আরো গুছিয়ে নিতে চায় তাই মমতা র পিছনে
চিটিয়ে থাকে ।
আগ্রহ মানুষের বেড়ে গেছে এই রহস্যময় কথা শুনে!😂😂😂😂😂
নীতি, নৈতিকতা, আদর্শ, আনুগত্যহীনদের কোন রাজনৈতিক দলে সামিল করার অর্থ ই হলো সেই দলের প্রকাশ্য দৈন্যতার বহি: প্রকাশ।
সন্ময়বাবুর সোনালী গুহাকে মুখ না খোলার অনুরোধটা মানতে পারলাম না।
আপনার সাথে আমিও একমত। কারন এই কয়লা চোর ভাইপোর জন্ম পরিচয় আমাদের সবার দরকার।
এই সোনালি গুহ যদি সসম্মানে TMছিঃ-তে থাকতো, টিকিট পেত, আজ এইসব কেচ্ছাকাহিনীর আভাস কি কেউ জানতে পারত ? তার মানে নিজের গায়ে আঁচড় না লাগলে অন্তরের বিবেক জেগে ওঠে না !! ধিক্কার !!
ওরে বাবা,এতো দেখছি দৈত্যকুলে প্রহ্লাদ!!
এদের কথার কোনো ভরসা নেই। যে কোনো সময় পাল্টে যেতে পারে। আসলে নিজে কিছু পাচ্ছে না। তাই এত রাগ।
সত্যজিৎ সোনালী গুহর ভাইয়ের হত্যা রহস্য তদন্ত করতে দেয়নি পুলিশ মন্ত্রী।ওটা করলে সোনালী গুহর রাগের কারণ।
AK Dom thik katha . Ara khomotay thakte Chay, tar jonno era sob kichu bolte pare o korte pare . Oti nich Mohila .
Pp
DIDI AR BHAIPO KI RELATION BUJHE GELO JONOTA..SONALI GUHA + DEEPAK GHOSH = TMC R MUKHOSH TA KHULE ASOL CHEHARA TA PROKASH KORUK..
আবার বিজেপি তে ঢুকতে চায় মনে হচ্ছে
আপনার প্রতিটি বক্তব্যই অসাধারণ... যে কোন ব্যক্তির জন্ম নয় , বিচার্য হওয়া উচিৎ তাঁর কর্ম, আমি সম্পূর্ণ একমত, ভাল থাকবেন, শ্রদ্ধা নেবেন
মানুষের চরিত্রে জন্মের প্রভাব থাকবেই কর্ম যতই বড় হোক।
এইটুকু শুনেই কান গরম হয়ে গেল😢
সত্যি কথা সবাই জানতে চায়, আপনিও তো সত্যি কথাই বলেন, আমরা আপনাকে সন্মান করি। সকলের সন্দেহটা (?) সত্যি প্রমাণ হলে দোষ কি??
Sanmoy babu ! Personal life and character is deeply related to politics. One's character reflects in one's political life. Nobody can avoid this truth.
নমস্কার দাদা,
আজ আপনি যে *ব্যক্তিগত আক্রমণের* বিরুদ্ধে প্রতিবেদন করলেন, তা প্রশংসনীয় ।
কিন্তু একটা প্রবাদ আছে
CHARITY BEGINS AT HOME .
একজনের ব্যক্তিগত জীবন যেমন হয় তারই প্রতিফলন তার রাজনৈতিক কর্মকান্ডে দেখা যায় ।
আজকের বাংলা তারই জ্বলন্ত উদাহরণ।
Very very correct.
একদম সঠিক।
প্রথম মানদণ্ড হল একজন নেতার ভালো চরিত্র।
ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, মাননীয়া সোনালী গুহর দীর্ঘ আয়ুর জন্য ।
ঠিক ۔ওনাকে মেরে ও দিতে পারে রাজু ঝা এর মতো ۔
DIDI AR BHAIPO KI RELATION BUJHE GELO JONOTA..SONALI GUHA + DEEPAK GHOSH = TMC R MUKHOSH TA KHULE ASOL CHEHARA TA PROKASH KORUK..
Ys
🙏🙏🙏🙏ভালো থাকবেন সোনালী।আল্ল ভগবান সব তো মমতা আপনিও অনেক অন্যাই করেছেন, ক্ষমা চেয়ে, সাবধানে থাকবেন।
এক সময় তো ছায়া সঙ্গী ছিলেন ।
যা বললেন একদম ঠিক।
দারুন ভালো লাগলো ধন্যবাদ সোনালী দিকে এগিয়ে যাও সমস্ত মানুষ বুঝতে পেরেছে
" Joto dosh Ranjit ghosh " 🙏🙏🙏❤❤❤
এরা এই ভাবে এতো দিন ধরে মানুষের কষ্ট দিয়েছে। আসলে এদের ভুগতে হবে ই। সময়ের অপেক্ষা।আর সনময়বাবু,যদি রাস্ট্রের ভালো চান, তাহলে এদের ছবি আপনার Channel দেখাবেন। দয়াকরে আমার কথা ভাববেন।এই নেত্রীর দল নর্দমার জীবের থেকে ও অধম। ধন্যবাদ।
ছবি দেখাবে না
একজন সম্পূর্ণ বা ভালো মানুষ হতে গেলে তার সব দিকটি দেখা বা জানা দরকার। ব্যাক্তি গত জীবনে কোনো মানুষ যদি খারাপ হয় তাহলে সে সব দিক দিয়ে খারাপ হবে।
দাদা অসাধারণ প্রতিবেদন খুব ভালো লাগছে। এ কি বল্লেন সোনালী দি।
ধন্যবাদ দিদি আপনাকে।
" Joto dosh Ranjit ghosh "
😁😁😁😁😁😁😁😁😁😁😁
সোনালী গুহ 2021 শে নমিনেশন পেলে কি মুখ খুলতেন...!!!!!!
উনি কি সাধু হয়ে গেলেন.. 🤔🤔🤔
Satya ta jana dorkar public ar.
অবশ্যই মুখ খুলবেন ।যিনি ব্যক্তিগত ভাবে পরিস্কার নন, তিনি কি করে পদে থাকতে পারেন?
বলুক এবার কয়লা ভাইপো,জন্মের বৃত্তান্ত নিজের মুখে!বাংলার মানুষ জানতে চাইছে!দীপক বাবু কি তৃতীয় বই প্রকাশনা করবে!😅😅😅😅😅
মমতার অবদান - একদিন রাস্তা দিয়ে যেতে যেতে শুনলাম একজন প্রসাধনী সামগ্রীর salesgirl আরেকজন কে বলছে "এখন আর সমাজে শিক্ষা টিক্ষা কোনো ব্যাপার নয়, এখন আসল ব্যাপার হল টাকা"
But Truth must be Open to All.
হায়না কে যতই ভালোবাসুন সে কিন্তু কামড় দেবেই 😮
Right.
সন্ময় দা আপনার সাথে সহমত হতে পারলাম না। ব্যক্তিগত আবার কি?? যে মানুষ(নেতা-নেত্রী) যত ভালো হবে,, পরিবার যত ভালো হবে। দেশটা ততটাই ভালো হবে। মোদীজি যোগীজির ফকির জীবন আর তাদের পরিবারের লোকজনদের দেখুন। সেইজন্য তারা আজ বলিষ্ঠ। দেশ বলিষ্ঠ রাজ্য বলিষ্ঠ।
Ore chuti.....,bouke fulsojja rate fele k paile gechilo re ????barir Sona Dana k bikri kore diechillo re ???egulo khub valo baktigoto jibon tai na re ???
কালীঘাটের মহিলা প্রথমএই কালচার শুরু করেছেন।ওনাকে এই সব কথা শুনতে হবে।সবার টেম্পার্টমেন্ট এক নয়।
না দাদা,রাজনীতিবিদ বা সেলিব্রেটি,এদের জীবন সচ্ছ , নীতিপরায়ন হওয়া খুব দরকার,কারণ সাধারণ মানুষরা এদেরকে ভালোবেসে আদর্শ করে চলে।
Sothik Kotha.... common people does follow them. Celebrity, Filmstars, Ministers, sportsperson, celebrated singers, celebrated dancers they should know that common people look up to their each and everything move, their way of life, how they talk, how they style, how they eat, how they lead their life that's why it's their basic responsibility to maintain their own life clear and simple.
একি শুনছি কে বলছে অবাক হয়ে যাচ্ছি ।
Choti chata bolche .
DIDI AR BHAIPO KI RELATION BUJHE GELO JONOTA..SONALI GUHA + DEEPAK GHOSH = TMC R MUKHOSH TA KHULE ASOL CHEHARA TA PROKASH KORUK..
@@jeetsabant7869 নাকি এটাও একটা চটির চাল ?
If our beloved respected Prime Minister modiji is always nakedly blamed about his private life by criminal opposition party leaders daily then why not Mamata ?
Sonali mam , truth is always truth. Truth is natural. Wait for truth.
আমাদের জানার অধিকার আছে পিসি ভাইপোর আসল সম্পর্কে র কথা।
এই ব্যাক্তি গত আলোচনা না করাটা আপনাদের একধরনের তথাকথিত ভালো মানুষ সাজার কৌশল। তাহলে একজন মানুষ চোর কি ডাকাত সেতো ব্যাক্তিগত বিষয়। একজন যদি ব্যাক্তি গত ভাবে সৎ না হয় সে দশের ভালো কি করে করবে?
Ekdom thik bolechen amio etai bolte chai
রাজনীতি কোনো অভিনয়ের জায়গা নয়। তা যদি হত তা হলে না হয় অভিনয় আলোচ্য বিষয় হত।
একদম সঠিক।
সোনালী দি আপনি দীর্ঘজীবি হোন ঈশ্বরের কাছে প্রার্থনা করি কিন্তু আপনি যে ভাবে বলছেন তাতে আমরা আতঙ্কিত। সাবধানে থাকবেন।
এটাই এখন পশ্চিমবাংলার রাজনীতির নীতি। যে কোন মানুষের, সে যেই হোক না তার ভালো দিকটা যেমন জানি, যদি সুযোগ থাকে খারাপ দিকটা জানার সেটাও অবশ্যই জানতে হবে। কিন্তু তানিয়ে ব্যক্তিগত আক্রমণ করবো না। সব জেনে রাখা ভালো।
সোনালী দি আর যেমনই হোন অন্তত বাকি তোলামূলী দের মতো নয়। ওনার বাড়ি দেখে মনে হয় ওনার বাড়িতে তোলাবাজির টাকা ঢোকেনি।
সন্ময় বাবু , আপনার মূল্যবোধের জন্য আপনার চ্যানেল দেখি , বিশ্লেষণ করার
অসামান্য ক্ষমতা ও দক্ষতা একজন সাংবাদিক হিসেবে অবশ্যই আপনার আছে , কিন্ত
কোন অবস্থাতেই যে কুৎসার কালিমা কারও গায়ে মাখান না ,সেজন্যই আপনি শ্রদ্ধার পাত্র ।
akmot nah, sanmoy daa aj apni akdom bhul blchhen, public vote daye tah k kmn public janbena??sothh janar odhhikar achhe
আমরা কাকে ভোট দিচ্ছি সেটা জানার অধিকার আমাদের আছে।
স্যার, তরক সিং কে নিয়ে লিখুন . ছেলে,মেয়ে,বাপ তিন counselor. বেহালা রাজত্ব করছে,
A B রাজনৈতিক নেতা নাকি ডন?
আপনার প্রতিবেদন বাস্তব 100% সমর্থন করি।
মানুষ মানুষের জানার অধিকার আছে।
ঠাকুর রামকৃষ্ণ বলেছেন"দেহ যদি পবিত্র না থাকে মন পবিত্র হয় না, তেমনি দেবালয় যদি পরিষ্কার না থাকে সেখানে ইশ্বর অধিষ্ঠান করেন না'
তাই প্রকৃত সত্য টা জানা উচিত।
আপনার এতো বাধা কেনো?
দয়া করে উত্তরটা দেবেন।
সন্ময়বাবু,আপনার সাথে একমত হতে পারলাম না।একজন নেতা বা নেত্রী মানুষকে পরিচালিত করে।তার ব্যক্তিগত জীবনের ভালো দিকগুলো আমাদের অনুপ্রাণিত করে আর তার জীবনে যদি কিছু খারাপ থেকে থাকে সেটাও মানুষের সামনে আসা দরকার মানুষেরই স্বার্থে।এতে মানুষের সুবিধা হয় সিদ্ধান্ত নিতে যে তিনি আমার নেতা বা নেত্রী হতে পারেন কিনা।
ওটা ওনার ভাইপো নয় ঘুর পথে ওটা ওনারই কেসেট।
আমার মনেহয় সোনালী গুহ মুকুল রায় সব এক ।বিজেপি কে বুঝতে হবে ।
বিজেপি সব বুঝেও মুচকি হাসছে !
Rina 👌
Right. Both are political pros.
সাধারণ মানুষকে কাছে টানুন , ভাল করুন তাতেই বাংলায় BJP স্থান পাবে I
এতো বিতর্কের কী আছে? একটা DNA টেস্ট হয়ে যাক না।
বিঞ্জান কাজে লাগুক।
বলুন বলুন দিদি । আমরা শুনতে চায় ।
Abhishek is the biological son of Mamata. Abhishek himself is black-mailing to Mamata.
Husband k? Ki naam
@@malamitra3605 please read Deepak Ghosh's Book
@@bijoybhattacharyaskaleidos2777 oi boi ta kothae pabo? Kinte chai....keu ene deben pls?
@@bijoybhattacharyaskaleidos2777 deepak ghosh r boite eta motei lekha nei bhaipo pc r chele
২৬ দিনের অনশনের ব্যাপারে সোনালী দেবী কিছু জানান।
তাহলে এই ভাইপো কি সেই ভাইপো নয????
ব্যক্তিগত জীবন যতক্ষণ না সমাজ বা দেশ এর স্বার্থ বিরোধী না হয় ততক্ষণ ব্যক্তি আক্রমণ ঠিক নয়। মমতা করেছে মনে সেটা অন্যকেও করতে হবে তার কোনো মানে নেই।
বাবু পাপা চাথা থাকে না,এক দিন সম্পুর্ক জেনে যাবে বাংলার মানুষ
আমরা সব সত্যি জানতে চাই।সত্য কোনো দিন চাপা থাকবে না। সন্ময় বাবু আপনার সাথে এক মত হতে পারলাম না।
আচ্ছা সত্যিটা জানাতে সন্ময়দার এত আপত্তি কেন? সত্যি না জানালে সেটা মিথ্যে হয়ে যাবে না এবং বেশী দিন চাপা দিয়ে রাখা যাবে না। আর যত চাপা দিয়ে রাখা হবে ততই মানুষের জানার আগ্রহ বেড়ে যাবে। তার থেকে ভালো হয় সত্য প্রকাশ করে মানুষের আগ্রহকে প্রশমন করা।
👍👍👍👍👍👍👍
Thik kotha bolechen sonali guho
চোরদের থামাতে গেলে কিছু ত বলতেই হবে। এবার হয়ত সোনালী গুহোকে ডাকবে। তখন আবার সব ঠিক হয়ে যাবে
Asongkhya dhanyabad Sanmoybabu. MENIMUKO BHAIPO Apaya. Mukh dekhley ajatra. Chorerer sordar. Nongra. CHI CHI.
Thank u Sonali mam
आगे भी हम लोगों को ऐसा नया और इस से भी powerful update देते रहिएगा
NO VOTE TO CHOR PARTY ❌👎 TMC
I loved your vedio. As a human, we all should have values in life. We can't mix politics with personal life. The
one who does it is
someone without ethics in life. Even Sonali is playing dirty politics bringing out personal secrets of opponents. Good that U showed her the mirror
এতো ফাটিয়ে দিলো।।।।।
আমার তো শুনে পোঁদ ফেটে গেলো 😄😄😄
একদম ঠিক কথা। আমরা একজন treacherer in all cases বিশ্বাস করেছিলাম।মহাভুল করেছিলাম।তার ফল আজ আমরা ভোগ করছি।
বাংলার আদি সংস্কৃতিতে sanmay babu 100% right.
কিন্তু, ব্যাক্তিগত সততা, পরিচ্ছন্নতা না থাকলে জনগনকে " রাজ নীতি " শেখাবেন কি করে????
👌👌👌
সন্মায় দা এই ব্যাপারে আমি দ্বিমত পোষণ করছি। একজন নেতার ব্যাক্তিগত জীবন কেন নিঃকলঙ্ক হবে না। সাধারণ মানুষের অধিকার তাদের নেতাদের সম্পূর্ন ভাবে চেনা। তবে সোনালী কে ও চিনে নিতে হবে এরা হল নির্ভেজাল বিশ্বাসঘাতক।
apnar ktha amio akmot 👍👍👏👏
সোনালী দি আপনি মুখ খুলুন ওদের আসল চরিত্র টা সবাই কে জানান।
সোনালী দিদি সব বলে দিন
খুব ভালো লাগল সন্ময়বাবু। মূল্যবোধের শিক্ষা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর না থাক, আপামর জনসাধারণের মধ্যে যেন এই মূল্যবোধের শিক্ষা হারিয়ে না যায়।
সোনালী গুহর ভাষা বুঝতে পেরেছি।
ধন্যবাদ দিদি।
সোনালী দিদি কথা মন খুলে কথা বলুন সবাই জানুক
কি শুনছি, এটা কিভাবে সম্ভব।
Sobai jane dada