লেবু গাছের A to Z পরিচর্যা। মাটির টবে প্রচুর লেবু পাবার ১০ টি দারুন টিপস; A to Z care of Lemon Plant

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • সাধের ছাদ বাগান এর "ফেসবুক পেজ" এর লিঙ্ক 👇
    / সাধের-ছাদ-বাগান-101603...
    ছাদ বাগানের জন্য উৎকৃষ্ট মাটি তৈরির ভিডিওর লিঙ্ক
    • মাটি কিভাবে তৈরি করবেন...
    ১৭ রকমের জৈব সার তৈরির ভিডিওর লিঙ্ক
    • জৈব সার (NPK) বানিয়ে ফ...
    সাধের ছাদ বাগান" ফেসবুক গ্রুপের লিংক
    / 405996456614669

ความคิดเห็น • 1K

  • @SaifulIslam-rm6ee
    @SaifulIslam-rm6ee 6 หลายเดือนก่อน +3

    Amar malta gase boro guti howar por lal hoye jore jasse, ki divo, suggest korben please.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  6 หลายเดือนก่อน

      th-cam.com/video/JbReR7qaYDo/w-d-xo.htmlsi=pDd60dPLLgv0iKTW
      এই ভিডিওটি দেখুন উপরের লিংকে ক্লিক করে।
      তারপর সেভাবেই পরিচর্যা করুন।

  • @debkumarmaity2576
    @debkumarmaity2576 2 ปีที่แล้ว +2

    Apne jasab madicine guli bollam sa guli kothy pabo janala valo hoto

  • @prabirbhattacharyya7362
    @prabirbhattacharyya7362 3 ปีที่แล้ว +5

    শ্রদ্ধেয় রাজু ভাই,
    আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর অনবদ্য একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। কিছু দিন ধরে অনেক চ্যানেলের লেবু গাছের সম্বন্ধে দেখছিলাম।কিন্তু আপনি একাই একশো।শুধু আপনার উপস্থাপনায় A to Z দেখলে আর কিছু দেখার প্রয়োজন নেই।আমার লেখাটা একটু বড়ো হলেও দয়া করে পড়বেন আর আমার কিছু সমস্যার সমাধান বলবেন এই আশা রাখছি।
    আমার এখন মাত্র দুটো লেবু গাছ আছে ,আরও দুটো গন্ধরাজ গাছ ছিল। মারা গেছে মাসখানেক হলো।হয়তো যত্নের অভাবে।যে দুটো এখন আছে ,তার মধ্যে একটা বছর কুড়ির কাগজী লেবুর আর আরেকটা আড়াই বছরের পাতি লেবুর । পাতি লেবু গাছে আজ অবধি কোনো ফল হয়নি।ছোট গুটি অবস্থায় ঝরে পড়েছে। আর কাগজী লেবুটাতে দু বছর আগে অবধি প্রচুর লেবু পেয়েছি। গাছটা টবে তেই আছে। সাইজে যথেষ্ট বড়।এখন আর লেবু এলেও আঙ্গুরের মত হয়,আসতে আসতে শুকিয়েও যায়।আগের মত হয় না। জানতামনা বলে কখনো প্রুনিং ও করিনি। আর গাছ টবে লাগাবার সময়ও কোন নিয়ম জানতামনা,তাই টবের তলায় শুধু খলাংকুচি দিয়ে মাটি দেওয়া ছিল।অর্থাৎ ছোট নুড়ি পাথর বা বালির প্যাডিং , তারপরে মাটি এসব নিয়ম কিছুই করিনি। মানে ড্রেনেজ সিষ্টেম ভালো হয়নি ,যেটা খুব দরকার এখন জানতে পারছি। শুধু খোল পচা দিয়ে গেছি। আগামী মাসখানেকের মধ্যে চার পাঁচটা নতুন গাছ লাগাবো।এবং আপনার শেখানো সমস্ত নিয়ম অক্ষরে অক্ষরে পালন করবো। দিন দশেক আগে ,বর্ষার শুরুর আগেই দুটো গাছে হার্ড আর সফ্ট দুরকম প্রূনিং করেছি।আর তাতে পরিমান মত হাড়ের গুঁড়ো/নীম খোল/সিং কুচি/কম্পোজড্ /একটু সাফ ফাঙ্গিসাইড মিশিয়ে দিয়েছি।রেজাল্ট ভালো হচ্ছে মনে হচ্ছে।অনেক তেজী লাগছে।
    এরপর থেকে নতুন ও পুরনো সবগাছের জন্যই আপনার কথা মত চলবো।
    আমার প্রশ্ন --------
    ১/ পুরনো গাছের মাটির নিচে নুড়ি পাথর আর বালি দিয়ে প্যাডিং করা নেই।আর কোনোদিনই এত বছরের পুরনো শিকড় ছাঁটাই করিনি।এই বর্ষাকালে কি সেই রিস্ক টা নেওয়া যাবে? এতোদিন পরে এই দশ পনেরো দিন আগে প্রথম বার প্রুনিং করে সার দিয়ে একটু তাজা লাগছে।যদি পারমিশন না দেন তাহলে আবার আগামী বছরে বর্ষার আগে কি করবো?যেমন আপনি বলবেন তাই ই করবো। প্লিজ সমাধান করুন সমস্যাটার।আমি অধীর আগ্রহে অপেক্ষা করবো আপনার উত্তরের আশায়।
    আমার যে সব বন্ধুরা প্রচন্ড গাছ ভালোবাসে জল রাতেই তাদের কাছে লিংক পাঠিয়ে দিয়েছি।আসলে রিটায়ার করার পর এটাই এখন আমাদের সবচেয়ে বড় বিনোদন।
    অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই আপনাকে।বয়স হয়েছে তো,তাই একটু বেশি লিখে ফেলেছি।আপনি ব্যস্ত লোক।কত লোকই আপনাকে লেখে।তার মধ্যে আমার জন্য একটু সময় বার করে উত্তর দেবেন আশা করি।

    • @taraniprasadparamanikparam5921
      @taraniprasadparamanikparam5921 ปีที่แล้ว

      অসাধারণ একখানি ভিডিও। খুব উপযোগী ভিডিও।

  • @tapanbhattacharjee8267
    @tapanbhattacharjee8267 10 หลายเดือนก่อน +1

    অনেক কথা বললে কিছুই বুঝিনা সংক্ষেপে যদি লেবু গাছের কথা বলেন ভালো হয়

  • @debasishmukherjee12386
    @debasishmukherjee12386 2 ปีที่แล้ว +4

    তোমার ভিডিও গুলি আমার খুব ভাল লাগে। তোমার আলোচনা বেশ তথ্যবহুল। ভাল থেকো।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว +1

      আন্তরিক শুভেচ্ছা জানাই।
      পাশে থাকবেন সাধের ছাদ বাগান এর।

  • @champadhali6746
    @champadhali6746 5 หลายเดือนก่อน +2

    Lemon plant ye pata pichon dike kuche gale ki korbo? Please bolben🙏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  5 หลายเดือนก่อน

      Intrepid pesticide স্প্রে করুন সপ্তাহে একবার 1 ml 1 লিটার জলে মিশিয়ে

  • @apurbakrishnasen9235
    @apurbakrishnasen9235 3 ปีที่แล้ว +13

    খুব সুন্দর। কেমিক্যাল সার ও পেষ্টিসাইড ছাড়া কি ভাবে ভাল ফল পাওয়া যায় তার ভিডিওতে থাকলে আরও ভাল হতো।👍

    • @AgriTubers
      @AgriTubers ปีที่แล้ว

      th-cam.com/video/j1rzyDhZXG4/w-d-xo.html

  • @lakkapegionbarrackpore8780
    @lakkapegionbarrackpore8780 2 ปีที่แล้ว +2

    Ami notun gach korchi.amar lebu gacher pata guli mure jachche.roll mato hoe jachche.ki korbo.aupnar vdo guli dyekhi..

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      ওর মধ্যে পোকা বাসা করেছে।
      King doxa pesticide 1ml 1লিটার জলে গুলে সারা গাছে স্প্রে করুন 5 দিন পর পর দুবার।
      আশাকরি ঠিক হয়ে যাবে।

  • @prodipsarkar7991
    @prodipsarkar7991 ปีที่แล้ว +9

    শত ব্যস্ততার মাঝেও সময় উপযোগী ভিডিও তৈরী করে মানুষ এর কাছে পৌঁছে দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏🙏,আমার বিশ্বাস আপনার পরামর্শ অনেক মানুষের উপকারে আসে ।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว +3

      আন্তরিক ধন্যবাদ আপনাকে প্রদীপ দা।
      সঙ্গে থাকবেন।
      পাশে আছি সর্বদাই।

    • @sayankarmakar2709
      @sayankarmakar2709 ปีที่แล้ว

      11:51 11:52 11:52 11:54

    • @anjalibanerjee4528
      @anjalibanerjee4528 ปีที่แล้ว

      Asesh dhanyabad

  • @asifiqbalseam07
    @asifiqbalseam07 ปีที่แล้ว +2

    আমার ছাদে লেবু গাছের টবের মাটির ওপরে গোড়া থেকে কান্ডটা ফেটে প্রচুর আঠা বের হচ্ছে । এ-র জন্য কি করতে পারি।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      এটা স্বাভাবিক।
      যেকোন স্যানিটাইজার তুলো তে মাখিয়ে, জায়গাটা পরিষ্কার করে দিন।

    • @AgriTubers
      @AgriTubers ปีที่แล้ว

      th-cam.com/video/j1rzyDhZXG4/w-d-xo.html

  • @nilofarjahankhan3024
    @nilofarjahankhan3024 2 ปีที่แล้ว +3

    দারুন video. আমি উপকৃত হলাম।

  • @santoshchakraborty3682
    @santoshchakraborty3682 2 ปีที่แล้ว +1

    আমার মাল্টা লেবু গাছের বেশ কিছু ফুল এসেছে। আমি নতুন বাগানী।আগে কোনো কিছু প্রয়োজনীয় ঔষধ দিইনি।এখন কি করনীয়?

  • @dipalisingha160
    @dipalisingha160 ปีที่แล้ว +3

    Very useful for us .Thank you very much .

  • @Gameon2v9
    @Gameon2v9 4 หลายเดือนก่อน +1

    পাতা হলুদ রঙের হয়ে যাচ্ছে। কী করনীয়?

  • @ilorasingh198
    @ilorasingh198 3 ปีที่แล้ว +50

    লেবু গাছের পাতা গুলো উপর দিকে মুড়িয়ে যাচ্ছে, কি করবো?🙏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว +14

      মুড়িয়ে যাচ্ছে তার কারণ হলো, ওই মোড়ানো অংশের ভেতর একটা করে পোকা আছে। সে তার আত্মরক্ষার জন্য নিজের লালারসের সাহায্যে পাতা গুটিয়ে নিয়ে ভেতরে বসবাস করে ।
      Kingdoxa দিন 1ml/ 1 লিটার জলে গুলে স্প্রে করে, সব পোকা মরে যাবে।

    • @ilorasingh198
      @ilorasingh198 3 ปีที่แล้ว +3

      @@sadherchhadbagan thanks 🙏

    • @naoliadgiri1044
      @naoliadgiri1044 2 ปีที่แล้ว

      @@sadherchhadbagan are

    • @susmitabhar4214
      @susmitabhar4214 ปีที่แล้ว +1

      কি করে নতুন পাতা বেরোবে? ডাল কি করে বেরোবে? ঘরোয়া পদ্ধতি বললে ভালো হয়।

    • @srabaniroy8197
      @srabaniroy8197 ปีที่แล้ว

      May mas hoye gelo akta gachhe kuri aseni

  • @ranjanaghosh3674
    @ranjanaghosh3674 2 ปีที่แล้ว +1

    King doxa online available noi.. সব পাতা খেয়ে ফেলছে, plz substitute pesticideজানান

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      th-cam.com/video/oZRbjfTstOM/w-d-xo.html এই ভিডিওটি দেখে অর্ডার করুন দিদি।
      ফোন নাম্বার দেওয়া আছে।

  • @anitaclara164
    @anitaclara164 2 ปีที่แล้ว +3

    উপকৃত হলাম।ধন্যবাদ

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      Welcome
      পাশে থাকবেন।

  • @রাজিবেরকৃষিকথা
    @রাজিবেরকৃষিকথা 2 ปีที่แล้ว +1

    টেট্রাসাইক্লিন কেপসোল দিলে কি হবে ৫০০ এম জি কইটা দিতে হবে

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว +1

      আমার ওই ক্যাপসুল সম্পর্কে কোনো idea নেই দাদা।
      Use করিনি কখনো।

  • @siddharthanandi7150
    @siddharthanandi7150 3 ปีที่แล้ว +3

    Khub sundor video.
    Informative.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      আন্তরিক ধন্যবাদ।

  • @bgmindia6166
    @bgmindia6166 ปีที่แล้ว +1

    Planofix kodin chara spray korte hobe?????

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      Only one time, apply at flowering period
      1 drop in 1 ltr water....

  • @debasismazumder3017
    @debasismazumder3017 3 ปีที่แล้ว +5

    Thank you. Thank you. Thank you.

  • @joydevbhattacharjee8472
    @joydevbhattacharjee8472 ปีที่แล้ว +1

    আপনার লেবু গাছ পরিচর্যা বিষয়ক আলোচনা শুনলাম। ভালো লাগলো। আপনার যোগাযোগ এবং WhatsApp নম্বর দেবেন। যোগাযোগ করতে চাই।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      ধন্যবাদ জয়দেব দা
      আমার WA নাম্বার 9874066457

  • @sanghamitrachowdhury4754
    @sanghamitrachowdhury4754 3 ปีที่แล้ว +5

    অপূর্ব । খুব ভালো লাগল । উপকৃত হলাম।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว +1

      আন্তরিক ধন্যবাদ
      শেয়ার করবেন প্লিজ।

  • @biswarupgoswami2886
    @biswarupgoswami2886 ปีที่แล้ว +1

    অক্টোবর নভেম্বর মাসে কি hard pruning করা যাবে

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      ফেব্রুয়ারি তে হার্ড প্রুনিং করলে ভালো হয়।
      ফল তোলার পর সফট প্রুনিং।

  • @92neti
    @92neti 3 ปีที่แล้ว +5

    Sir, since it is in Bengali, I could not understand, but your explanation is excellent. Can you make either in hindi or English please

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      Thank you for yours comments
      I will try to make my video in hindi or english in future,
      To know yours quarries,
      You may whatsapp me by this number please +91 9874066457

  • @laxmipriyabiswas5089
    @laxmipriyabiswas5089 2 ปีที่แล้ว +1

    আমার মাটিতে তিনটি লেবু গাছ আছে গাছ গুলো পুরানো অনেক তাই কিভাবে পরিচর্যা করবো জানাবেন

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      একই রকম পরিচর্যা।
      তবে গাছের গোড়ায় জল জমতে দেবেন না।
      এবং পরিষ্কার ও পরিচ্ছন্ন করে রাখুন।
      যাতে গাছে প্রচুর পরিমাণে রোদ্দুর পড়ে, সেদিকে নজর রাখুন।

  • @soumadeepsarkar2424
    @soumadeepsarkar2424 3 ปีที่แล้ว +4

    👌👌👌👌👌👌 apurbo sonali kakima liliah

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      হ্যাঁ কাকিমা।
      প্রণাম নেবেন।

  • @abdulhqmollah1549
    @abdulhqmollah1549 2 หลายเดือนก่อน +1

    এর থেকে বাজার থেকে কিনে খেলে খরচা কম হবে।

  • @greenlover1740
    @greenlover1740 2 ปีที่แล้ว +3

    খুব সুন্দর উপস্থাপনা
    অনেক কিছু শেখা গেলো

  • @mojibrahman8997
    @mojibrahman8997 2 ปีที่แล้ว +1

    শুভ সকাল,
    আমার লেবুগাছের পাতা গুলো এক ধরনের শিংওলা পোকা খেয়ে ফেলছে,
    এটার জন্য করনিও কি একটু বলবেন কি???

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      Kingdoxa pesticide কিনে নিন।
      বিকেল 5 টার পর, 1ml 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করুন সপ্তাহে 1বার।

  • @nagrajrao4373
    @nagrajrao4373 3 ปีที่แล้ว +6

    Just gone thru your video relating to growing of lemon plant.Excellent presentations,worth knowledge to share.
    My queries are- a.How many times s should I spray 0.52.34 during that period,step no.5.
    b.Can I grow in a plastic pot of around 18" diameter X 15"Height.
    c.Hormone application how many times for more female flowers and fruit dropping post flowering.
    Please do respond accordingly.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      Dear dada...
      How are you??
      a) You may sprey 0 52 34 fartilizer only for one month during each flowering seasons (3 seasons I have mentioned) 10 days interval....
      b) Yes, you may do it with well drainage system, but one thing should keep in your mind Clay pot is the best rather than others.....
      c) Each Hormone is apply just one drop only for each flowering season, as directed by me... plz see it again

    • @nagrajrao4373
      @nagrajrao4373 3 ปีที่แล้ว +1

      @@sadherchhadbagan thank you friend for your kind information. Yea I am doing fine. Hope you too is as busy and keeping yourself maintaining covid related precautions thanks again, shall be in touch whenever in need.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว +2

      Ok dada
      We are fighting against 2nd wave of Covid 19 very strongly....
      Dont know what wl happen ...
      Take care always...
      Whenever you come kolkata, kindly inform, try to meet with you...

  • @dardeshafa4712
    @dardeshafa4712 หลายเดือนก่อน +1

    রাজু ভাই পুরো জৈব ভাবে বলুন কেমিক্যাল বাদে রাসায়নিক ছাড়া

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  หลายเดือนก่อน

      আচ্ছা
      এই নিয়ে একটা ভিডিও করবো।
      লিখে নিলাম।

  • @narayanchandrabanik388
    @narayanchandrabanik388 2 ปีที่แล้ว +4

    জয় গুরু 🙏 রাজ ভাই । লেবু গাছের আদ্যপ্রান্ত নিয়ে একটি অসাধারন informative video উপহার দিলেন সে ধন্যবাদ দিচ্ছি । আপনি যদি pesticide , hormone, insecticide , fungicide এর chemical composition গুলি বলেন তা হলে বাংলাদেশ এর ছাদবাগান প্রেমিক রা ঔষধ গুলো সহজেই সংগ্রহ করতে পারবে । TH-cam দেখে দেথে সকলেই জ্ঞান আহরন করছে এবং বাগান করতে উৎসাহ বোধ করছে । আপনার জ্ঞানগর্ভ আলোচনার জন্য পুন ধন্যবাদ রলো । ভাল থাকুন সুস্থ্য থাকুন ।❤️❤️❤️

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว +1

      জয়গুরু
      বন্দে পুরুষোত্তম।
      চেষ্টা করবো।
      th-cam.com/video/I-MhsoHQiVI/w-d-xo.html
      এই ভিডিওটি দেখুন।
      এর description box এ সব দেওয়া আছে।

    • @narayanchandrabanik388
      @narayanchandrabanik388 2 ปีที่แล้ว

      @@sadherchhadbagan ধন্যবাদ । অবশ্যই লিংকটা দেখব👍

    • @utpalendubhattacharjee2932
      @utpalendubhattacharjee2932 ปีที่แล้ว

      Dada pls.cont.no.ta jodi den

  • @nuruddin4394
    @nuruddin4394 ปีที่แล้ว +1

    ভাই গ্রাম অঞ্চলের লবনাক্ত পানি আসলে কি করবো গাছের জন্য?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      জিপসাম দিতে হবে।
      ওটা লবণ কে শোষণ করে নেবে অনেকটাই।

  • @ashnimandal9646
    @ashnimandal9646 3 ปีที่แล้ว +3

    আচ্ছা ফুল যখন আসবে গাছে তখন কোন ফান্গিসাইড যেমন সাফ স্প্রে করা একদম ই যাবে না ?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว +1

      হ্যাঁ যাবে।

    • @AgriTubers
      @AgriTubers ปีที่แล้ว

      th-cam.com/video/j1rzyDhZXG4/w-d-xo.html

  • @amitavachakraborty766
    @amitavachakraborty766 2 ปีที่แล้ว +1

    লেবু গাছের পাতাগুলো roll হয়ে যাচ্ছে, কিন্তু কোন পোকা কাটেনি। এখন কি করণীয়?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      একধরনের কাটারপিলার insect ওই রোল করা পাতার মধ্যেই বাস করে।
      দেখবেন লার্ভা রয়েছে।
      আপনি রোল হওয়া পাতা গুলোও ছেঁটে ফেলুন।
      তারপর Kingdoxa presticide 1ml 1লিটার জলে গুলে স্প্রে করুন, সপ্তাহে একবার করে পরপর দু সপ্তাহ।
      দেখবেন ঠিক হয়ে গেছে।

  • @malaghoshmazumder4872
    @malaghoshmazumder4872 3 ปีที่แล้ว +3

    খুব উপকারী ভিডিও। অনেক কিছু জানতে পারলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      ধন্যবাদ মালা দি
      ভিডিওটি সকলকে শেয়ার করবেন।
      সঙ্গে থাকবেন সাধের ছাদ বাগান এর।

  • @arafathossain4011
    @arafathossain4011 ปีที่แล้ว +1

    বাড়িতে বিভিন্ন কিডনাশক বা ফাঙ্গিসাইড তৈরি করা শেখান 🙏🙏😌😔

  • @digantasaha6501
    @digantasaha6501 3 ปีที่แล้ว +5

    Thank you dada and JAYGURU🙏🙏

    • @sasankasekharbanerjee4591
      @sasankasekharbanerjee4591 3 ปีที่แล้ว +1

      ছোট লেবু বড়ো আকারের কি করে হবে

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว +1

      লেবুর যখন একটু মটর দানার মত Size হবে, তখন NPK 13 0 45
      2.5 গ্রাম হাফ লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে সপ্তাহে 1 দিন করে, 1 মাস। তাহলেই বড় আকারের লেবু পাবেন।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว +2

      জয়গুরু
      বন্দেপুরুষোত্তমম Diganta দা

  • @সোনারবাংলা-ঝ৪ঙ
    @সোনারবাংলা-ঝ৪ঙ 2 ปีที่แล้ว +1

    দাদা ঘড়ুয়া ভাবে নিজে কীভাবে ০/৫২/৩৪ এনপিকে তৈরী করবো? প্লিজ হ্যাল্প করবেন।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      এটা দেখুন
      অনেক কিছুই শিখতে পারবেন
      th-cam.com/video/mxkYpDJehhs/w-d-xo.html

  • @umasankarmandal9981
    @umasankarmandal9981 3 ปีที่แล้ว +4

    দাদা টবে সবেদা গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে একটা ভিডিও বানান না ... খুব ভালো হয় ।।।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      বেশ অবশ্যই দেবো।

  • @debabratachowdhury6264
    @debabratachowdhury6264 ปีที่แล้ว +1

    বাগানের মাটিতে লাগানো গাছ নিয়ে কি ভাবে পরিচর্চা করবো সে সব নিয়ে কিছু বলুন

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      খুব ভালো প্রশ্ন।
      আমি অবশ্যই চেষ্টা করবো দাদা।

  • @banglasolution2949
    @banglasolution2949 ปีที่แล้ว +4

    অসাধারণ ভিডিও, কিছু জানতে পারলাম, ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ 💐🙏🇮🇳

  • @subhasreechattopadhyay3870
    @subhasreechattopadhyay3870 2 ปีที่แล้ว +1

    Aapni poran? Video te shunlam.
    Khub vaalo.
    Akdike porashona niye thaken, onno dike bagaan koren.... khub valo laaglo video.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      ধন্যবাদ দিদি।
      অনেক কিছুই করি।
      প্রতিদিনের ব্যস্ততা আমাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে।
      পাশে থাকবেন।

  • @salmahasan4850
    @salmahasan4850 3 ปีที่แล้ว +4

    আমি বাংলাদেশ থেকে বলছি। আপনি যে মেডিসিন গুলার কথা বলছেন এগুলার বাংলাদেশে কিভাবে পেতে পারি। এগুলার কোন কমন নাম আছে কিনা?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว +1

      ফার্টিলাইজার ও মেডিসিন সব জায়গায় পাবেন।
      Brand name আলাদা।
      th-cam.com/video/I-MhsoHQiVI/w-d-xo.html
      এই ভিডিওটির link এ ক্লিক করুন।
      ভিডিওটি দেখুন, এখানে প্রতিটি ঔষধের কার্যকারিতা ভিডিও তে সুন্দর ভাবে বোঝানো হয়েছে এবং তাদের গ্রুপ NAME description box এ লেখা আছে। kindly দেখে বাংলাদেশ থেকে সংগ্রহ করে নিন।

  • @ratnamishra9283
    @ratnamishra9283 2 ปีที่แล้ว +1

    ভিশন ভালো করে তুমি বুঝিয়ে দাও ভাই ।। লংকা গাছ নিয়ে ও বলো একবার ।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      th-cam.com/video/C_pA3HlM8t4/w-d-xo.html
      এটা দেখুন।
      লঙ্কা গাছের ভিডিও উপহার দিলাম আপনাকে।

  • @subhaschandrabaidya6531
    @subhaschandrabaidya6531 3 ปีที่แล้ว +6

    খুব উপকারী ভিডিও, অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ🙏💕

  • @bikashkumarroy3329
    @bikashkumarroy3329 2 ปีที่แล้ว +1

    ভাই খুব ভালো ভিডিও উপহার পেলাম। আমার ছাদ বাগানে মাল্টা গাছ আছে ও তাতে মাল্টা ধরেও আছে। অগাষ্ট মাসে গাছে নতুন পাতা বেরিয়েছে। নভেম্বর মাসে ডাল ছাঁটাই করতে হবে নাকি? যদি করতে হয় তবে নতুন পাতা ছাঁটাই করতে হবে? Planofix ও booster2 প্রয়োগের ক্ষেত্রে কত দিনের পার্থক্য থাকতে হবে? ভাল থাকবেন ভাই।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      মাল্টা সম্পূর্ন না পাকা পর্যন্ত গাছ কাটাই ছাঁটাই না করাই ভালো।
      রোগ গ্রস্ত ডাল গুলো কেঁটে দিন।
      বুস্টার 2 Apply করে ফুল বা মুকুল আনা হয় ফলের গাছে।
      আর planofix দিতে হবে ফলের গুটি মটর দানার মত হবার পর। তাহলে ঝরবে না।
      এই দুটির মধ্যে গ্যাপ 1 মাসের মত হয়েই থাকে।

  • @ashokghosh8809
    @ashokghosh8809 3 ปีที่แล้ว +4

    রাজু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে দশটি টিপস দিলেন তা শুনে খুবই ভালো লাগলোএবং আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই 🙏🙏🙏🙏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      প্রণাম নেবেন আমার।
      খুব ভালো লাগলো।
      আপনার সার্টিফিকেট না পেলে আমার ভিডিও পূর্ণতা পায় না।
      এভাবেই পাশে থাকবেন, সব সময়।

  • @s.shalder900
    @s.shalder900 2 ปีที่แล้ว +1

    Ami new viewer
    Amar amga6ar pata pura pura ja66a
    Mukul jhora ja66a ki korbo janala badhito hobo

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      th-cam.com/video/IR6UJhmmemU/w-d-xo.html
      এই ভিডিওটি দেখুন।
      উপকার পাবেন।

  • @mdnasirnj9682
    @mdnasirnj9682 ปีที่แล้ว +5

    দাদা খুব ভাল লাগলো ,খুবি প্রয়োজন ছিলো এমন একটি পূর্ন ভিডিও লেবু গাছের উপর। উপকৃত হলাম,,,ধন্যবাদ।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      ওয়েলকাম
      আমিও অনুপ্রেরণা পেলাম খুবই।
      পাশে থাকবেন।

    • @AgriTubers
      @AgriTubers ปีที่แล้ว

      th-cam.com/video/j1rzyDhZXG4/w-d-xo.html

  • @kalyansharma7630
    @kalyansharma7630 2 ปีที่แล้ว +1

    আপনার উপস্থাপনা খুবই সন্দর এবংউপযোগী। আমার দুইটি প্রশ্ন আছে। ১) আমি ফেব্রুয়ারী মাসে একটি পাতিলেবুর ছোট গাছএনেছিলাম। গাছটি ৮'' টবে আছে এবং তিনটি লেবু, কয়েকটি গুটি ও কিছু ফুল বর্তমানে আছে। এই অবস্থায় আমি কি গাছটিকে রিপটিং করতে পারি ? ২) আমি একমাস আগে BIOVITA GRANIULS এবং দশ দিন আগে ঘুঁটে ভেজানো জল টবের মাটিতে দিয়েছিলাম। এখন আমার করনীয় কী ? অনুগ্রহ করে জানাবেন। নমস্কার।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      নমস্কার কল্যাণ দা
      ১) ফুল থাকা অবস্থায় plz গাছ repotting করবেন না। ফুল গুলো থেকে লেবু আসুক তারপর করবেন নইলে সব ফুল ঝরে যাবে।
      ২) আবার ১৫ দিন পর ওই maicroniutrant গাছের গোড়ায় দিন।

  • @tajul639
    @tajul639 3 ปีที่แล้ว +5

    Master of citrus! Great salute to you. 💖🇧🇩

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      You make me inspaired....
      Thanks friend, stay with tune.....

    • @masumlaskar3619
      @masumlaskar3619 3 ปีที่แล้ว +1

      লেবু গাছের ঢালে ভিতরএ র পোকা কি ভাবে দমন করা যায় জানা বেন দয়া করে

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว +1

      সব শুকনো ডাল কেটে দেবার পর,
      Kingdoxa দিন
      1ml 1 লিটার জলে গুলে সপ্তাহে 1বার স্প্রে।
      মারা যাবে ডালের ভেতরের পোকা।

  • @asrafulalam2736
    @asrafulalam2736 2 ปีที่แล้ว +1

    লেবু গাছের ফল অবস্তায় রিপটিং করা যায়।

  • @arunkumarbhattacharya9396
    @arunkumarbhattacharya9396 2 ปีที่แล้ว +4

    A very vivid, informative and easy to understand step by step citrus cultivation guidance. It will definitely benefit many. Thank you very much.

    • @sk.matiurrahman7235
      @sk.matiurrahman7235 2 ปีที่แล้ว +2

      Nice advice to follow. Thanks.

    • @gopal6140
      @gopal6140 2 ปีที่แล้ว

      profex super
      can be use instead of king doxa

    • @niharendudas8158
      @niharendudas8158 ปีที่แล้ว

      আঙ্গুলে ভোটের কালি দেখলাম, তাই।

  • @basumajumder1498
    @basumajumder1498 ปีที่แล้ว +1

    7/8মাসের লাল পেয়ারা গাছ এর পরিচর্যা কি করে করবো advice করলে উপকৃত হব দাদা

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      পেয়ারা গাছের উপর বড় ভিডিও করা হয় নি।
      th-cam.com/users/shortszGleJVIxOnw?feature=share9
      এই ভিডিওটি দেখুন।
      লাল পেয়ারা সহ, সব পেয়ারা গাছের জন্য উপযুক্ত।

  • @AMAZING3692
    @AMAZING3692 3 ปีที่แล้ว +2

    যে হরমোন টার কথা বললেন সেটা কি সমস্ত গাছে স্ত্রী ফুল আনতে সাহায্য করবে? লেবু গাছ ছাড়া অন্য গাছেও দেয়া যাবে কি?

  • @DilipDas-or9bw
    @DilipDas-or9bw ปีที่แล้ว +1

    কাল রাতে( ২৩/৬/২৩) আমি একটা পাতিলেবু গাছ কিনেছি । গাছটাতে দশটা মতো লেবু হয়ে আছে আর কিছু ফুল আছে । কিন্তু আমার তাড়াহুড়ো আর অন্ধকারের জন্য আমি দেখতে পাইনি গাছের উপরদিকের কিছু পাতায় পোকার আক্রমনের জন্য পাতাগুলো নৌকার মতো হয়ে আছে আর কিছু কচিপাতা পোকায় খাওয়া আছে আর দুটো-তিনটে পাতা মধ্যখানে পুড়ে ফুটো হয়ে আছে । এখন আমার কি করার আছে । আমি দূরে কোথাও গিয়ে কীটনাশক আনতেও পারছি না (আমার দুই হাটুতেই তীব্র ব্যাথা) । ঘরোয়া কোন পদ্ধতি আছে কিনা আমায় জানালে খুব উপকার হয় । আগেও আপনার দেখানো পথে আমি আমার বোগেনভেলিয়া গাছ ঠিক করে ফেলেছি । ভাল থাকবেন আর আমার নমষ্কার নেবেন ।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว +1

      প্রণাম নেবেন।
      আপনার গাছে মাকড় আছে
      আছে কিছু শোষক পোকা।
      ঘরোয়া এই কীটনাশক বানিয়ে নিতে পারেন।
      নিচের লিঙ্ক এ ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে।
      th-cam.com/video/Jmp9HaqO3cY/w-d-xo.html

  • @lipikarashid8228
    @lipikarashid8228 2 ปีที่แล้ว +1

    Khub e valo vdo. Kintu prottek ta fertilizer, pesticides expensive. Online a dekhlam agulu small size ar nei.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      নিকটবর্তী ফার্টিলাইজার স্টোরে খোঁজ করুন।
      না পেলে এই দোকানে সব পাবেন।
      অর্ডার করুন
      th-cam.com/video/oZRbjfTstOM/w-d-xo.html

  • @jmondal3396
    @jmondal3396 2 ปีที่แล้ว +1

    Raju bhai barite kachugach lagano
    Jai mane khotikarak ?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      না
      টবে কচু চাষ করতেই পারেন।
      তবে কেচো হয় কিন্তু ।

  • @maynamaji2363
    @maynamaji2363 ปีที่แล้ว +1

    দাদা আমার লেবু গাছে ডগ গুলো মুড়ো হয়ে যাচ্ছে। কি করব কিছু ওষুধ বলুন

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      ভিডিও তে বলেছি
      Kingdoxa দিতে হবে।

  • @farukdulal3319
    @farukdulal3319 3 ปีที่แล้ว +1

    Vaiya aponi vul bolochen ami seed theke lebo gach lagiyechi tate 1 year lebo aseche

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      আপনি ভাগ্যবান
      আমি 100 জনের উপর সমীক্ষা চালিয়ে বলছি।
      কেউ তারা কেউ সফল হয়নি ৮ বছরের আগে।

  • @srikrishnakalsa
    @srikrishnakalsa ปีที่แล้ว +1

    4 bochor hoya galo gach bar6ya na..ki korbo..
    Ful ascha na..

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      একটু প্রুনিং করে দিন।
      কচি পাতায় ভোরে উঠবে গাছ।
      ফুলও পাবেন প্রচুর।

  • @debarkoosen8482
    @debarkoosen8482 3 ปีที่แล้ว +1

    Purono gaach er kotodin antor soil change korbo ebong kokn korbo

  • @shyamalkumarchakraborty2431
    @shyamalkumarchakraborty2431 ปีที่แล้ว +1

    Dada amar pati lebu June mase koyekti middle borabor fete jacche ki korbo?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      Boron এর অভাব হয়েছে।
      2 গ্রাম Boron 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করুন সপ্তাহে একবার করে।
      ফল ফাটবে না।

  • @rupadey7661
    @rupadey7661 2 ปีที่แล้ว +1

    Dada amar lebu gachhe ful theke guti hoiechhe. Ami miraculan spray korechhi. Amar guti lebuguli ki jhhore jabe?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      মিরাকুলান নয়
      এখন মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করতে হবে।
      যা করেছেন করেছেন।
      প্লিজ আর মিরাকুলান দেবেন না।
      ভিডিওটি একটু দেখে নিন।

  • @ranibanerjee8039
    @ranibanerjee8039 3 ปีที่แล้ว +1

    Amar lebu gache prochur pata eseche.. Kintu ek dhoroner chat-chate poka legeche.. R pata gulo muchre jache.. Phool ektao aseni.. Jodi ektu help koren raju bhai khub valo hoy.. Ami fb te chobi diye post korechilam.. Kintu uttor paini.. Asa kori nirash hobona..

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      শ্রদ্ধেয়া রাণী দি।
      পাতা মুড়িয়ে যাচ্ছে তার কারণ হলো, ওই মোড়ানো অংশের ভেতর একটা করে পোকা আছে। সে তার আত্মরক্ষার জন্য নিজের লালারসের সাহায্যে পাতা গুটিয়ে নিয়ে ভেতরে বসবাস করে ।
      Kingdoxa দিন 1ml/ 1 লিটার জলে গুলে স্প্রে করে, সব পোকা মরে যাবে।
      ফেসবুকের পোস্ট হয়ত আমি ব্যস্ততার কারণে দেখতে পারিনি।
      আন্তরিক ভাবে দুঃখিত।

  • @marziajamin9393
    @marziajamin9393 2 ปีที่แล้ว +1

    ভাই আমার কাগজী গাছে পাতাই গজাচ্ছে না।যেমন তেমনি রয়েছে।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      অবশ্যই গজাবে। অপেক্ষা করুন, আরো কিছু দিন।
      যদি না গজায় ভিডিওটি দেখে সার দিন।
      তারপরেও না গজালে, গাছটি নতুন মাটি তৈরি করে অন্য টবে টবে লাগিয়ে নিন।

  • @lipikarashid8228
    @lipikarashid8228 2 ปีที่แล้ว +1

    সরসে খোল katodin amtor debo? Khub valo laglo apnar vdo
    Ami ajj paatilebu gaach kinechi. Taate anekgulu lebu dhore ache. Repotting karar agee lebugulu ki kete baad die repotting korbo?
    Ami gaach ajj kinechi. Janale khub upokrito habo

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      দিদি
      গাছ টা লাগিয়ে দিন টবে।
      লেবুগুলো বড় হোক।
      তারপর আপনা আপনি গাছ থেকে খসে পরবে।
      গাছ লেবুশুণ্য হয়ে যাবার পর, pruning করবেন।
      ভিডিও টি বার বার দেখুন।
      বুঝতে পারবেন।
      আরেকটা ভিডিওর লিংক দিলাম।
      দেখুন
      লেবু গাছের সম্পর্কে আরো বুঝতে পারবেন
      th-cam.com/video/7zOXhqsYMAc/w-d-xo.html

  • @rimirahman9927
    @rimirahman9927 2 ปีที่แล้ว +1

    আমার গাছে পাতা সব ঝড়ে গেছে ফুল আসছে এবং সব ঝড়ে যায় কে ভাইয়া বলবেন কি?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      আমি এই ভিডিওতে জানিয়েছি,
      ফুল যাতে না ঝরে, তার জন্য কি করতে হবে।

  • @ulupeekakoty7735
    @ulupeekakoty7735 2 ปีที่แล้ว +1

    Ami Dillite thaki. Ei chemical guli Dillite kothai pabo? Apni poste pathiye dite parben ki

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      এই ভিডিওটি দেখে
      Order দিন
      th-cam.com/video/oZRbjfTstOM/w-d-xo.html

  • @ffarmy4724
    @ffarmy4724 2 ปีที่แล้ว +1

    আমার লেবু গাছের ফুল আসেনা করনিয় কি দয়া করে জানাবেন

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      th-cam.com/video/7zOXhqsYMAc/w-d-xo.html এই ভিডিওটি দেখুন।
      অবশ্যই প্রচুসংখ্যক ফুল পাবেন।

  • @susmitaghoshsarkar3462
    @susmitaghoshsarkar3462 2 ปีที่แล้ว +1

    Dada, onek dhanyobad eta detail e bolar jonno. Ami batabi gachh muchishar nursery theke September 2021theke ene potting korechhi. Gachtar leaf minor hoyechhilo. Ami apnar video dekhe treatment korechhi. Kintu notun braches holeyo shukie pore jachhe. Kono phul ashchhe na. Please help

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว +1

      আপনি গাছের ছবি দিয়ে, আপনার ছাদ বাগানের লোকেশন ওগাছটির সম্পূর্ণ সমস্যা লিখে ছাদের ছাদ বাগান ফেসবুক গ্রুপে পোস্ট করুন।
      আমাদের গ্রুপের লিংক হলো
      facebook.com/groups/405996456614669/
      অবশ্যই সমাধান পাবেন।

  • @samarmitra777
    @samarmitra777 ปีที่แล้ว +1

    দাদা আমর বাগানের লেবুগাছের পাতা গুলো হলুদ
    হয়ে যাচ্ছে তার পর পড়ে যাচ্ছে কিছু গাছের পাতা গুলো কুকুরে যাচ্ছে আবার নতুন পাতা গুলো পোকায় কেটে দিচ্ছে কি করব যানবেন

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      Kingdoxa Pesticide দিতে হবে।
      গাছে একধরনের ল্যাদা পোকা হয়েছে।
      1ml 1লিটার জলে গুলে স্প্রে করুন সপ্তাহে একবার।

  • @shilpibiswas9398
    @shilpibiswas9398 2 ปีที่แล้ว +2

    Planofix sob fol gache deoa jabe bhai

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว +1

      একদম
      চোখ বন্ধ করে দিন।
      1 ফোঁটা 1 লিটার জলে মিশিয়ে।

    • @shilpibiswas9398
      @shilpibiswas9398 2 ปีที่แล้ว

      @@sadherchhadbagan tq bhai

    • @shilpibiswas9398
      @shilpibiswas9398 2 ปีที่แล้ว

      @@sadherchhadbagan koto dine bade bade dbo

  • @asifiqbalhassan8721
    @asifiqbalhassan8721 3 ปีที่แล้ว +1

    Shar kun kun mashe dibo

  • @mithubera9057
    @mithubera9057 ปีที่แล้ว +1

    Lebu gachhe kono prannee matite jal thaka sotee jeno sukno lagchhe ki korbo

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      বুঝলাম না দিদি
      একটু পরিস্কার করে বলুন
      মাটি শুকনো লাগছে?
      নাকি গাছ?
      কোনটা??

  • @Rishisona201
    @Rishisona201 3 ปีที่แล้ว +1

    Lebu tree ta nim khol site bolen sata kothi pabo please jodi bolen bhalo hoy

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      যেকোন গাছের সারের দোকানে বা online এ neem ফার্টিলাইজার হিসেবে অবশ্যই পাবেন।

  • @nuruddin4394
    @nuruddin4394 ปีที่แล้ว +1

    ভাই আমার লেবু গাছে গত বছরএকটি লেবু ধরছে।কিন্তু গাছ বড় হচ্ছে না এবং গাছের পাতা হলুদ হয়ে গেছে। এখন কি করবো।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      Epsom salt 5 গ্রাম এক লিটার জলে মিশিয়ে স্প্রে করুন সপ্তাহে একবার।
      তাহলে পাতা সবুজ হয়ে যাবে।
      লেবু গাছে ফুল ও ফল আনবার জন্য
      th-cam.com/video/7zOXhqsYMAc/w-d-xo.htmlsi=fVxO6zaQ5qmxcTRL
      এই ভিডিওটি অবশ্যই দেখুন।

  • @UpdhdhHixhhdh
    @UpdhdhHixhhdh ปีที่แล้ว +1

    দাদা লেবুর বাগান চাষীদের ,এ টু জেট একটি ভিডিও দিবেন

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      আচ্ছা
      অবশ্যই দেবো।

  • @debikabhattacharjee2808
    @debikabhattacharjee2808 2 ปีที่แล้ว +1

    আমার লেবু গাছ 6/7 মাস লাগিযেছি সে রকম বডো হযনি আর পাতা সে রকম বের হযনি রোদে আছে টব ও বডো কিকরলে ভালো হবে

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      আমার বলা স্টেপ গুলো বারবার দেখে আপনি পরিচর্যা শুরু করুন দিদি।
      নিশ্চয়ই সুফল পাবেন।

  • @suklamukherjee9804
    @suklamukherjee9804 ปีที่แล้ว +1

    মিরাকুলান কখন দেবো লেবুগাছে খুব ভালো বলেছেন ।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      সকালে
      বা
      বিকেলে
      নরম রোদ্দুরে দেবেন।

  • @bishakhamondal3894
    @bishakhamondal3894 2 ปีที่แล้ว +1

    লেবুধরাগাছের ডাল থেকে গাছ করলে কত দিনে লেবু আসবে।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      এবছর ই ফল পাবেন।
      মাদার গাছে যখন ফল আসবে, আপনার কার্টিং এর গাছেও তখন ই আসবে।

  • @dipakkumargarain4432
    @dipakkumargarain4432 ปีที่แล้ว +1

    দাদা ছাদ বাগানে কি লেবু লাগাবো? মুসুম্বি লেবু র জাত বলুন ছাদে লাগানোর জন্য।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      বারি মালটা চাষ করুন।
      খুবই পুষ্টিকর,
      আর প্রচুর ফলন।

  • @ulfatmariyasheikh6817
    @ulfatmariyasheikh6817 2 ปีที่แล้ว +2

    আমার গাছটি তো বীজ থেকে বড় হয়েছে এবং বয়স ৩ থেকে ৪ বছর 😭

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว +1

      টব থেকে তুলে বাড়ির জমিতে বসিয়ে দিন।
      তাড়াতাড়ি ফল পেয়ে যাবেন।

    • @ulfatmariyasheikh6817
      @ulfatmariyasheikh6817 2 ปีที่แล้ว +2

      @@sadherchhadbagan ধন্যবাদ আপনাকে 💖💘😍

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว +1

      Most Welcome
      পাশে থাকবেন।

    • @AgriTubers
      @AgriTubers ปีที่แล้ว

      @@ulfatmariyasheikh6817 th-cam.com/video/j1rzyDhZXG4/w-d-xo.html

  • @prabirsadhukhan9837
    @prabirsadhukhan9837 2 ปีที่แล้ว +1

    Amar tobe labu gache phol dhorche kintu size boro hochhe na ki upai ache?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      NPK
      13- 0- 45 ফার্টিলাইজার
      5 গ্রাম 1লিটার জলে গুলে 15 দিন পর পর স্প্রে করুন। গাছের ভ্যারাইটি ভালো থাকলে, ফল বড় হতে বাধ্য।

  • @kousikruidas9969
    @kousikruidas9969 2 ปีที่แล้ว +1

    Sir amar gache ful eseche ki proyog korbo?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      ফুল আসবার পর কি করবেন এই ভিডিওতে বিস্তারিত বলেছি একটু দেখে নিন
      th-cam.com/video/7zOXhqsYMAc/w-d-xo.html

  • @creativenessofaritri9427
    @creativenessofaritri9427 2 ปีที่แล้ว +1

    Dada patai choto choto sada chope hoyeche. Ki korbo?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      ভিডিওতে বলেছি।
      ছত্রাকের আক্রমণ হয়েছে।
      কি করতে হবে দেখে নিন।

  • @harunuzzaman4288
    @harunuzzaman4288 ปีที่แล้ว +1

    আমি গ্রামের বাড়িতে বাস করি আমার অনেক লেবু গাছ লাগাছি টবে না মাটি গততে গোবর মাটি দিয়া রুপন করি কাংখিত ফল পাই না। গাছ ছাটাই করি নাই তাই হয়ত মনেহয় আপনার উপদেশ শুনে ভালো লাগলো

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      কাঙ্ক্ষিত লেবু পেতে হলে আপনাকে অবশ্যই সঠিক পরিচর্যা করতেই হবে।
      th-cam.com/video/7zOXhqsYMAc/w-d-xo.htmlsi=jC7oOPyw8srLLcB7
      এই ভিডিওটি দেখুন।
      সবটাই পরিষ্কার করে বুঝতে পারবেন।

  • @shrabantibandyopadhyay8413
    @shrabantibandyopadhyay8413 ปีที่แล้ว +1

    Ei medicine gulo kothay kinte parbo? Ami tollygung er kache thank. online hole link deben please

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      শিয়ালদায় বৈঠকখানা বাজারে পাবেন
      অথবা শিয়ালদা
      NRS hospital এর পেছনে বেলেঘাটা রোডের উপর নার্সারিতে খোঁজ করুন পেয়ে যাবেন।
      নীচে একটা লিংক দিচ্ছি
      এখানে সব পাবেন।
      Ph করে অর্ডার করুন
      th-cam.com/video/oZRbjfTstOM/w-d-xo.html

  • @fatemamolla2195
    @fatemamolla2195 2 ปีที่แล้ว +1

    Sir ami lebu gach enechi 15 din holo ...but gach ta bes valoi chilo akhon jano kmn jhimiye gache sir plz bolben ektu ki korle valo hoi

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      গাছের drainage সিস্টেম চেক করুন।
      টবের মাটিতে জল জমে নেই তো?
      শেকড় পচে যেতে পারে, তার জন্য Blitox fungicide 1 গ্রাম 250 ml জলে মিশিয়ে গাছের গোড়ায় দিন।

  • @pravatidas743
    @pravatidas743 4 หลายเดือนก่อน +1

    ভাই আমার দেড় বছরের মালটা লেবু গাছ আছে আট ইঞ্চি টবে কখন বা কি মাসে রী পট করব জানালে উপকৃত হতাম।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  4 หลายเดือนก่อน

      বর্ষা চলে গেলে অক্টোবরে মাসে বা ফেব্রুয়ারী মাসে repot করতে পারেন।

  • @aparnasaha6211
    @aparnasaha6211 3 ปีที่แล้ว +1

    Amr lebu gache ful aseche Ami ki aei somoi saaf fungicide use krbo naki neem oil use krbo?? R jodi saaf fungicide use krte pari tahole 1liter jole kotota debo r neem oil dile seta e ba 1liter jole kotota debo??

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      ভিডিওটি তে সবটাই বলেছিলাম।
      Saaf 1লিটার জলে 2 গ্রাম।
      Neem Oil 1 লিটার জলে 2 ml

  • @zahirahmed7417
    @zahirahmed7417 2 ปีที่แล้ว +1

    দাদা, পদ্ধতি নয় হবে ধাপ(step)

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      একদম ঠিক বললেন।
      ধন্যবাদ আপনাকে।

  • @shirinislam4039
    @shirinislam4039 2 ปีที่แล้ว +1

    dada bazarer kena sar amr valo lage na...basay ki dile fule fole gach vorbe plz janaben

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      আপনি কিচেন কম্পোস্ট সার বানিয়ে নিন।
      অথবা
      th-cam.com/video/mxkYpDJehhs/w-d-xo.html
      এই ভিডিওটি দেখে সার বানিয়ে নিতে পারেন নিজের ইচ্ছে মত।

  • @সোনারবাংলা-ঝ৪ঙ
    @সোনারবাংলা-ঝ৪ঙ 2 ปีที่แล้ว +1

    দাদা,ডিসেম্বর মাসে টবের লেবুতে কী সার দিতে পারবো?

  • @mrityunjoychakraborty9973
    @mrityunjoychakraborty9973 ปีที่แล้ว +1

    Lebu gachhe lal pipre vore gechhe.. Ki korbo?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      পিঁপড়ে কোথায় হচ্ছে?
      গাছের ডালে?
      না টবের মাটিতে?

  • @monirabegum1458
    @monirabegum1458 2 ปีที่แล้ว +1

    Amar gache lao sukiye jachhe

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      ফাঙ্গাস এর আক্রমণ হলে লাউ শুকিয়ে যায়।
      আপনি SAAF fungicide 2 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করুন সপ্তাহে একবার করে।
      গাছের গোড়ার জৈব সার দিন।

  • @swagataroy1789
    @swagataroy1789 ปีที่แล้ว +1

    brustar2 kotober proyog korte hobe?ekbar use korechi ekhon dekhchi kichu kochi dale sada sada golmoricher danar moto ber hoyeche.ekhon ki roj jal debo?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      একবার
      এক লিটার জলে
      এক ফোঁটাই যথেষ্ট।
      আর কিছুদিন জল কন্ট্রোল করুন।
      আরও কুড়ি আসুক, তারপর নিয়মিত পর্যাপ্ত জল দেবেন।
      না হলে কুড়ি ঝরে যাবে।