বাংলার ব্রেইনের ব্যাপারে বুঝতে বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী-রাও বেহুশ ! বিশ্ববরেণ্য বাংলার ব্যক্তিদের বক্তব্য বেনজীর ( যার কোন নজির নাই । যার কোন সমতুল্য নাই )
আমি সৌদি আরব থাকি, আমার এখানে বেশিরভাগ মানুষ হুন্ডি বা বিকাশ এর মাধ্যমে টাকা পাঠায়, এখন আমি যদি মানুষের কাছ থেকে ব্যাংক রেটে উনাদের টাকা দেশে থেকে দিয়ে দেই, আমি রিয়াল নিয়ে নেই, এবং আমি ঐ রিয়াল রেমিট্যান্স আকারে টাকা পাঠাই, এখন আমার কথা হচ্ছে এটা কি মানি লন্ডারিং হল কি, জানাবেন
Bideah theke jodi choto choto amount gula ek sath kore ami jdi ei desh theke bibinno jaygay tk send kore pore bidesh theke besi amount jokhon hbe tokhon amr acount a jdi pathiye dey seta ki unlegele hbe?
ভাই আমি মালয়েশিয়া থাকি,,, আমার ভাই বাংলাদেশে বিকাশের এজেন্ট ,, আমি তাকে এখান থেকে নাম্বার দিয়ে দেই,,সে ওখান থেকে টাকা পাঠিয়ে দেয়,,,তারপর আমি মালয়েশিয়া থেকে তার ব্যাংক একাউন্ট এ টাকা পাঠায় দেই,,এটা কি বৈধ নাকি অবৈধ। প্লিজ জানাবেন।
ভাই, লাভ ছাড়া ত কেউ কিছু করতে চাইনা। এখন আমার যদি এখানে রিয়ালের দরকার হয় আমি কি ব্যাংকে গিয়ে লস দিয়ে টাকা এক্সেচেনঞ্জ করতে যাব? কাউকে এখানে রিয়াল দিলে, সে যদি আমাকে টাকা বাড়িতে পৌছে দেয় তাইলে ত আমি এটাই করব। সরকারি লাভ দেখাতে গিয়ে আমি আমার লস করব না। আর আমার মতে দেশের টাকা দেশেই রইল,বিদেশের টাকা বিদেশই রইল। দেশের লস হল কিভাবে?
আপনি বললেন "দেশের টাকা দেশে রইল, বিদেশের টাকা বিদেশে রইল। দেশের লস হলো কিভাবে? চলুন লস দেখিঃ ধরুন আপনার মধ্যবৃত্ত পরিবার, আপনারা দুই ভাই। আপনি কৃষি করে সামান্য কিছু রোজগার করেন, এটা দিয়ে সংসার চালানো সম্ভব হয় না এবং প্রতি বছর ঋণ করতে হয় তবুও কষ্টে চলেন। এখন আপনার ভাইকে ঢাকায় পাঠালেন চাকরি করার জন্য। সে ঢাকায় চাকরি করে আপনার বাসায় টাকা পাঠালে আপনার সংসারের প্রয়োজনীয় সবকিছু কিনতে পারেন ও সংসার ঠিকমতো চলে ও ভালো থাকতে পারেন। এখন আপনার ভাই যদি বাসায় টাকা না পাঠায় সে যদি ঢাকার টাকা ঢাকায় খরচ করে আর আপনি আপমার কৃষির ইনকাম দিয়ে সংসার চালান তাহলে আপনার অবস্থা কেমন হবে? আপনার কৃষির টাকা আপনার রইলো, আপনার ভাইয়ের টাকা সে ঢাকায় খরচ করলো। তাহলে এখানে আপনার কি কোনো লস হলো? আসলে লস হয়নি কিন্তু আপনার ভাইকে ঢাকায় পাঠানোর উদ্দেশ্য কি ছিলো আপনার? এটা একটু চিন্তা করে দেখেছেন? আপনার উদ্দেশ্য ছিলো আপনার ভাই চাকরি করে টাকা পাঠালে আপনি আপনার পরিবারের অন্য সদস্যদের নিয়ে ভালো থাকবেন। সে টাকা পাঠালে আপনি বাজার থেকে আপনার নৃত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন। এটাইতো উদ্দেশ্য ছিলো। এখন সে টাকা না পাঠানোর ফলে আপনি আগের মতোই কষ্ট করে দিন পার করবেন ও ঋণ করবেন। আপনার পারিবারিক অবস্থা খারাপ হয়ে যাবে। একইভাবে দেশের দিক থেকে চিন্তা করেন, আমাদের দেশের জন্য অনেক কিছু অন্য দেশ থেকে ইমপোর্ট বা আমদানি করতে হয়, যেমন, জ্বালানি তেল, ঔষধ কাচামাল, ইলেক্ট্রনিক সামগ্রী ও অসংখ্য জিনিস আমাদের ইমপোর্ট করতে হয় আর এসব ইমপোর্ট কিন্তু বাংলাদেশের টাকা দিয়ে করা যায় না, এর জন্য দরকার ডলার। ডলার কোথা থেকে আসবে এসব পণ্য ইমপোর্ট করার জন্য? এসব আমদানি করতে না পারলে আপনার ঘরের বিদ্যুতের বাতি কিভাবে জ্বলবে? গাড়ি কিভাবে চলবে, নতুন নতুন মোবাই ফোন কিভাবে আসবে? চিকিৎসা সামগ্রী কিভাবে আসবে?মানে ডলার নাই দেশের অবস্থা আপনার সংসারের মতো। আমরাও কিছু রপ্তানি করি সেখান থেকে আপনার কৃষির মতো সামান্য কিছু আয় হয় সেটা দিয়ে নিজের পেট চালানোই সম্ভব হয় না এসব ইমপোর্ট হবে কিভাবে? এজন্যই দেশের মানুষ বিদেশে গিয়ে দেশে টাকা পাঠালে ডলার বারে বা রিজার্ভ বারে সেগুলো দিয়ে প্রয়োজনীয় জিনিস ইমপোর্ট বা আমদানি করা হয়ে থাকে।
বড় কথা হচ্ছে, প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা না পাঠাল তা বেআইনী ও শাস্তিযোগ্য অপরাধ। সরকার পারে না এমন কিছু নেই। সরকার আজ হোক কাল হোক এদিকে মনোযোগ দিলে অবৈধ লেনদেনকারীরা বিপদে পড়বে নিজের অজান্তেই। সরকারের জেলা/উপজেলার অফিসাররা চাইলে এলাকার প্রবাসীদের তালিকা ধরে পরিবারকে জিজ্ঞাসা করতে পারবে যে, আপনার প্রবাসী স্বামী বা ছেলে কীভাবে টাকা পাঠায়? তখন সহজ-সরল আত্মীয়-স্বজন সত্য কথাটি বলে দিবে। মিথ্যা বললেও ব্যাংকের কাগজ বা বিকাশের প্রমাণ দেখাতে পারবে না। তখন তাদেরকে আইনের আওতায় আনতে পারবে। অবৈধভাবে টাকা পাঠানো বেআইনী, গ্রহণ করাও বেআইনী। এর শাস্তি কিন্তু অনেক বড়। সহজে জামিন পাওয়া যায় না। এছাড়া সেই প্রবাসী দেশে ফেরার সময় ইমিগ্রেশান পুলিশের রেকর্ড অনুযায়ী আটক হতে পারে। অথচ একজন প্রবাসী বা তার স্বজন জেনেবুঝে অপরাধ করে নাই। অপরাধ করেছে নিয়ম না জানার জন্য। সরকার এটা নিয়ে উদাসীন। কিন্তু ভারত বা অন্যান্য দেশের দেখাদেখি আজ হোক কাল হোক এটা করবে। ইউরোপ আমেরিকার সরকার অনেক আগে থেকেই এটা করে আসছে। বিদেশী পরামর্শকদের বুদ্ধিতে এটা সরকার করবেই। বেনজীর-মতিউররাও মনে করেছিল কিছুই হবে না। ডিজিটাল যুগে কেউ পার পাবে না আইন ভঙ্গ করে। তাই সময় থাকতে সবাই সাবধান হই।
ভাই দেশের টাকা দেশে থাকলো কেমনে? আপনার ভাইয়ের সারা মাসের পরিশ্রমের মূল্য কি হবে? আপনার ভাইয়ের সারা মাসের বেতন যদি হয় এক লক্ষ টাকা তাহলে মালয়েশিয়া বাংলাদেশের কাছে ১ লক্ষ টাকা দেনা হয়ে যায় বুঝলেন? কাগজের নোটে বেতন পরিশোধ করলেও বাংলাদেশ ওই নোটের টাকা দিয়ে মালয়েশিয়া থেকে মাল জিনিস কিনতে পারবে। কিন্তু হুন্ডিতে পাঠালে তো এই সুযোগে অবৈধ টাকা যারা দেশ থেকে পাচার করতে চায় তারা এই সুযোগে ১ লক্ষ টাকা দেশ থেকে বের হয়ে গেলো। আপনার ভাই যে কষ্ট করতে গেলো মালয়েশিয়া তার কোনো মূল্য রইলো না, আপনাদের পেট পূজা ঠিকই হলো কিন্তু দেশের রিজার্ভ বাড়লো না। কারণ এদিকে হুন্ডির মাধ্যমে যে পরিমান রিজার্ভ বাড়ার কথা ছিলো সে পরিমাণ টাকা পাচার হয়ে গেলো।
আপনার কথা বুঝলাম ভাই মনে করেন বিদেশে আপনার বন্ধু আছে তিনি 2 লাখ টাকা কালেকশন করলো আপনি দেশে বিকাশে পাঠায় দিলেন 10000 20000 5000 করে তারপর উনি ওই 2 লাখ টাকা আপনাকে ব্যাংকের রেমিটেন্স হিসেবে দিল তাহলে কি হুন্ডি হবে
মানি লন্ডারিং-সংক্রান্ত উল্লিখিত ২৭ ধরনের অপরাধ করা কিংবা করার চেষ্টা, সহায়তা করা কিংবা ষড়যন্ত্র করা অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ১০ বছর, সর্বনিম্ন ৩ বছর। আর এভাবে অর্জিত সম্পদের দ্বিগুণ কিংবা ১০ লাখ টাকা জরিমানা করতে পারবেন আদালত। সূত্র: প্রথম আলো
ভাই ধরেন আমি বাংলাদেশের এজেন্ট. বিদেশ থেকে আমাকে ধরেন প্রতিদিন ৫-৬ টা নাম্বার দিয়ে দেওয়া হয় যেগুলোতে ধরেন ১০০০ ২০০০ করে পাঠাতে বলে আমি যদি বাংলাদেশ থেকে বিদেশ থেকে আসা নাম্বারগুলোতে মানে বাংলাদেশি নাম্বার গুলোতে পাঠায় তাহলে কি কোন সমস্যা হবে একটু জানাবেন
আপনি টাকা পাঠাবেন এতে আপনার কোনই সমস্যা নেই। যদি কখনো তদন্তের প্রয়োজনে পুলিশ বা ডিবি আপনার দোকানে ইনকোয়ারি করতে আসে আপনি যাস্ট সেই লোক এর ব্যাংক একাউন্ট দিয়ে দিবেন। মূলত ব্যংক এ টাকা পাঠানো ব্যক্তিই মূল অপরাধ করতেসে। আপনি তো এজেন্ট আপনি তো ব্যাবসার জন্যেই বসেছেন। টাকা পাঠালেই তো আপনার ইনকাম। সো ব্যাংক একাউন্ট নাম্বার দিয়ে দিবেন। যে এই লোক আমাকে কল করে আমাকে অমুক নাম্বারে টাকা পাঠাতে বলেছে। আমি তো ব্যাবসায়ি টাকা পাঠালেই আমার লাভ। সো আমি বলেছি টাকা দেন। সে আমাকে আমার ব্যাংক একাউন্টে দিয়েছে। আমার কাছে ওটাই এভিডেন্স। আপনি আইনের লোককে বলবেন তদন্তের স্বার্থে আপনি একাউন্ট হোল্ডার কে বের করে নিন। দেখবেন আপনার কোন বিপদ হবে না।
ভাই পরের বিষয় না আপনার ভাই ওই লোকের কাছে টাকা নিয়ে আপনার একটা বিকাশ বা নগদ নাম্বার দিল কিন্তু পরে এক লক্ষ টাকার মত টাকা জমাইয়া পরে ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিল পাঠিয়ে দিল তাহলে এটা হুন্ডি কিভাবে হলো
হুন্ডি যারা করে তারা ব্যাংকে পাঠায় না। উদাহরণ দিলে বুঝবেন। ধরুন ১ডলারের দাম ১২০/-, আপনি হুন্ডিতে প্রতি ডলারে দিচ্ছেন ১২৫ টাকা। কারণ হুন্ডিতে বেশি না দিলে কাস্টমার পাবেন না। এখন আপনি ব্যাংকে পাঠানোর সময় ১২০/- পেলেন। প্রতি ডলারে ৫ টাকা লস করবেন কেন?
যে ব্যক্তি প্রবাসী সে তো ওই দেশে পরিশ্রম করে ১ লক্ষ টাকা আয় করেছে তাই না। কিন্তু তার টাকা টা তো আমাদের দেশের একাউন্টে যোগ হলো না। তাহলে তার পরিশ্রম টা বৃথা গেলো না। ওই দেশ থেকে তাকে যে ১ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে, তাহলে ওই দেশের একাউন্ট থেকে তো ১ লক্ষ টাকা কমার কথা আর বাংলাদেশের একাউন্টে ১ লক্ষ টাকা বাড়ার কথা। কিন্তু তা না হয়ে দুই দেশের টাকায় সমান থাকলো। ফলে প্রবাসীর ধারা দেশের কোন উন্নতি হলো না। বরং ১ লক্ষ টাকা ক্ষতি হলো। কিন্তু প্রবাসী তার ১ লক্ষ টাকা ঠিকি বুঝে পেয়েছে, তার কোন ক্ষতি হলো না।
@@ArifulIslam-be7npবোকা না যে মন গরা কথা বলবেন না। যারা বড় সর হুন্ডি ব্যবসা করে তারা দেশের উপকার করে তারা ওই টাকা দিয়ে স্বর্ণ পাঠায় দেশে, যেটা বাংলাদেশের জন্য না শুধু যে কোন দেশের পক্ষেই অনেক ভালো।
প্রবাসীরা নিজের কষ্টের টাকা হুন্ডি তে দেশে পাঠায়
আর মন্ত্রীরা জনগণের টাকা হুন্ডি তে বিদেশে পাঠায়
Right.
ঠিক
দারুন
বাংলার ব্রেইনের ব্যাপারে
বুঝতে
বিশ্ব বিখ্যাত
বিজ্ঞানী-রাও বেহুশ !
বিশ্ববরেণ্য
বাংলার ব্যক্তিদের
বক্তব্য
বেনজীর ( যার কোন নজির নাই । যার কোন সমতুল্য নাই )
ধন্যবাদ সুন্দর ভাবে বুঝানোর জন্য ❤
ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য
ধন্যবাদ ভাই সৃন্দর ভাবে বুঝানোর জন্য,
সুন্দর ভাবে বুঝানোর জন্য ধন্যবাদ ❤
ধন্যবাদ ভাই এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য ❤️❤️❤️
Thanks.sundorvabe gusiye bolar jonno
ভাই আপনার বিড়িও অনেক সুন্দর হয়েছে ভাই
অনেক সুন্দর হয়েছে ভাই
হুন্ডি শিখলাম এটাই তো লাভ জনক
Kibabay siklayn vai
সুন্দর ভাবে বুঝতে পারলাম । ভাল হয়েছে
জাযাকাল্লাহ খাইরান
সব চাইতে ভালো হয়।যেই ত্রপ দিয়ে ত্রসব কাজ করা জায় সে গুলার সেটিং পরিবর্তন করা বা ত্রকেবারে বাদ দিয়ে দেওয়া কসম আল্লাহর দেশ আর উন্নত হবে
সম্ভব না, হুন্ডি imo,WhatsApp,messenger এর মাধ্যমেও হয়।
শিখানোর জন্য ধর্নবাদ
Ami ✊ Like
ফাস্ট ভিউ
আমি সৌদি আরব থাকি, আমার এখানে বেশিরভাগ মানুষ হুন্ডি বা বিকাশ এর মাধ্যমে টাকা পাঠায়, এখন আমি যদি মানুষের কাছ থেকে ব্যাংক রেটে উনাদের টাকা দেশে থেকে দিয়ে দেই, আমি রিয়াল নিয়ে নেই, এবং আমি ঐ রিয়াল রেমিট্যান্স আকারে টাকা পাঠাই, এখন আমার কথা হচ্ছে এটা কি মানি লন্ডারিং হল কি, জানাবেন
এটা মানি লন্ডারিং হবে না
আপনি কি বিকাশের বেবসা করেন?
জ্বী না ভাইয়া এটা মানি লন্ডারিং হবে না। কারণ আপনি তো টাকা ব্যাংকের মাধ্যমে আবার পাঠাচ্ছেন।
ভাই বিকাশ এজেন্ট এর বিরুদ্ধে কোনো কমপ্লেন করা যাই?? এজেন্ট আমাকে ধোকা দিয়ে আমার বিকাশ থেকে টাকা নিয়ে নেছে।
Ki vabe nilo
Gojagoj korun jodi stetmemt thke
সরকারই অবৈধ হুন্ডি অবৈধ হলে কি সমস্যা
Nice
Bideah theke jodi choto choto amount gula ek sath kore ami jdi ei desh theke bibinno jaygay tk send kore pore bidesh theke besi amount jokhon hbe tokhon amr acount a jdi pathiye dey seta ki unlegele hbe?
বিদেশে যে হুন্ডি এজেন্ট আমার ভাই এর থেকে রিয়েল নিলো সে ১ রিয়েলের জন্য কত টাকা বেশি পাবে?
হুন্ডি শেখানোর জন্য ধন্যবাদ
😂😂😂😂
😂
😂😂😂😂
ভাই আমি মালয়েশিয়া থাকি,,, আমার ভাই বাংলাদেশে বিকাশের এজেন্ট ,, আমি তাকে এখান থেকে নাম্বার দিয়ে দেই,,সে ওখান থেকে টাকা পাঠিয়ে দেয়,,,তারপর আমি মালয়েশিয়া থেকে তার ব্যাংক একাউন্ট এ টাকা পাঠায় দেই,,এটা কি বৈধ নাকি অবৈধ। প্লিজ জানাবেন।
বিকাশে এভাবে পাঠানো অবৈধ। ব্যংকে পাঠানো বৈধ। আপনি দুইটাই করছেন বৈধ+অবৈধ। একটার জন্য ধন্যবাদ পেতে পারেন, আর একটার জন্য শাস্তিও পেতে পারেন।
১০০% বৈধ ভাইয়া
কেউ সখে বিকাশে টাকা পাটায়না ইকামা এক্সপার হলেও ব্যাংকে টাকা পাটানো যায়না
এজেন্ট থেকে রেমিট্যান্স কি বাবে তুলবো
😂😂😂
কোটি কোটি লেনদেন হচ্ছে,,,
ভাই প্লিজ একটু বলবেন 1লাখ টাকা পাঠালে কত টাকা কমিশন পাওয়া জায় হুন্ডির মাধ্যমে
ভাই, লাভ ছাড়া ত কেউ কিছু করতে চাইনা। এখন আমার যদি এখানে রিয়ালের দরকার হয় আমি কি ব্যাংকে গিয়ে লস দিয়ে টাকা এক্সেচেনঞ্জ করতে যাব? কাউকে এখানে রিয়াল দিলে, সে যদি আমাকে টাকা বাড়িতে পৌছে দেয় তাইলে ত আমি এটাই করব। সরকারি লাভ দেখাতে গিয়ে আমি আমার লস করব না। আর আমার মতে দেশের টাকা দেশেই রইল,বিদেশের টাকা বিদেশই রইল। দেশের লস হল কিভাবে?
আপনি বললেন "দেশের টাকা দেশে রইল, বিদেশের টাকা বিদেশে রইল। দেশের লস হলো কিভাবে?
চলুন লস দেখিঃ ধরুন আপনার মধ্যবৃত্ত পরিবার, আপনারা দুই ভাই। আপনি কৃষি করে সামান্য কিছু রোজগার করেন, এটা দিয়ে সংসার চালানো সম্ভব হয় না এবং প্রতি বছর ঋণ করতে হয় তবুও কষ্টে চলেন। এখন আপনার ভাইকে ঢাকায় পাঠালেন চাকরি করার জন্য। সে ঢাকায় চাকরি করে আপনার বাসায় টাকা পাঠালে আপনার সংসারের প্রয়োজনীয় সবকিছু কিনতে পারেন ও সংসার ঠিকমতো চলে ও ভালো থাকতে পারেন। এখন আপনার ভাই যদি বাসায় টাকা না পাঠায় সে যদি ঢাকার টাকা ঢাকায় খরচ করে আর আপনি আপমার কৃষির ইনকাম দিয়ে সংসার চালান তাহলে আপনার অবস্থা কেমন হবে? আপনার কৃষির টাকা আপনার রইলো, আপনার ভাইয়ের টাকা সে ঢাকায় খরচ করলো। তাহলে এখানে আপনার কি কোনো লস হলো? আসলে লস হয়নি কিন্তু আপনার ভাইকে ঢাকায় পাঠানোর উদ্দেশ্য কি ছিলো আপনার? এটা একটু চিন্তা করে দেখেছেন? আপনার উদ্দেশ্য ছিলো আপনার ভাই চাকরি করে টাকা পাঠালে আপনি আপনার পরিবারের অন্য সদস্যদের নিয়ে ভালো থাকবেন। সে টাকা পাঠালে আপনি বাজার থেকে আপনার নৃত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন। এটাইতো উদ্দেশ্য ছিলো। এখন সে টাকা না পাঠানোর ফলে আপনি আগের মতোই কষ্ট করে দিন পার করবেন ও ঋণ করবেন। আপনার পারিবারিক অবস্থা খারাপ হয়ে যাবে।
একইভাবে দেশের দিক থেকে চিন্তা করেন, আমাদের দেশের জন্য অনেক কিছু অন্য দেশ থেকে ইমপোর্ট বা আমদানি করতে হয়, যেমন, জ্বালানি তেল, ঔষধ কাচামাল, ইলেক্ট্রনিক সামগ্রী ও অসংখ্য জিনিস আমাদের ইমপোর্ট করতে হয় আর এসব ইমপোর্ট কিন্তু বাংলাদেশের টাকা দিয়ে করা যায় না, এর জন্য দরকার ডলার। ডলার কোথা থেকে আসবে এসব পণ্য ইমপোর্ট করার জন্য? এসব আমদানি করতে না পারলে আপনার ঘরের বিদ্যুতের বাতি কিভাবে জ্বলবে? গাড়ি কিভাবে চলবে, নতুন নতুন মোবাই ফোন কিভাবে আসবে? চিকিৎসা সামগ্রী কিভাবে আসবে?মানে ডলার নাই দেশের অবস্থা আপনার সংসারের মতো। আমরাও কিছু রপ্তানি করি সেখান থেকে আপনার কৃষির মতো সামান্য কিছু আয় হয় সেটা দিয়ে নিজের পেট চালানোই সম্ভব হয় না এসব ইমপোর্ট হবে কিভাবে? এজন্যই দেশের মানুষ বিদেশে গিয়ে দেশে টাকা পাঠালে ডলার বারে বা রিজার্ভ বারে সেগুলো দিয়ে প্রয়োজনীয় জিনিস ইমপোর্ট বা আমদানি করা হয়ে থাকে।
বড় কথা হচ্ছে, প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা না পাঠাল তা বেআইনী ও শাস্তিযোগ্য অপরাধ। সরকার পারে না এমন কিছু নেই। সরকার আজ হোক কাল হোক এদিকে মনোযোগ দিলে অবৈধ লেনদেনকারীরা বিপদে পড়বে নিজের অজান্তেই। সরকারের জেলা/উপজেলার অফিসাররা চাইলে এলাকার প্রবাসীদের তালিকা ধরে পরিবারকে জিজ্ঞাসা করতে পারবে যে, আপনার প্রবাসী স্বামী বা ছেলে কীভাবে টাকা পাঠায়? তখন সহজ-সরল আত্মীয়-স্বজন সত্য কথাটি বলে দিবে। মিথ্যা বললেও ব্যাংকের কাগজ বা বিকাশের প্রমাণ দেখাতে পারবে না। তখন তাদেরকে আইনের আওতায় আনতে পারবে। অবৈধভাবে টাকা পাঠানো বেআইনী, গ্রহণ করাও বেআইনী। এর শাস্তি কিন্তু অনেক বড়। সহজে জামিন পাওয়া যায় না। এছাড়া সেই প্রবাসী দেশে ফেরার সময় ইমিগ্রেশান পুলিশের রেকর্ড অনুযায়ী আটক হতে পারে। অথচ একজন প্রবাসী বা তার স্বজন জেনেবুঝে অপরাধ করে নাই। অপরাধ করেছে নিয়ম না জানার জন্য। সরকার এটা নিয়ে উদাসীন। কিন্তু ভারত বা অন্যান্য দেশের দেখাদেখি আজ হোক কাল হোক এটা করবে। ইউরোপ আমেরিকার সরকার অনেক আগে থেকেই এটা করে আসছে। বিদেশী পরামর্শকদের বুদ্ধিতে এটা সরকার করবেই। বেনজীর-মতিউররাও মনে করেছিল কিছুই হবে না। ডিজিটাল যুগে কেউ পার পাবে না আইন ভঙ্গ করে। তাই সময় থাকতে সবাই সাবধান হই।
বাহির থাইকা যে সরকার প্রবাশির রেমিটেন্স এ ডলার পায়,,,তার সংখা কত বলতে পারবেন
এটা মারাত্মক ভুল কথা ভাই। এ ব্যাপারে আরো খোঁজ-খবর নিন রিচার্জ করুন।
ভাই দেশের টাকা দেশে থাকলো কেমনে? আপনার ভাইয়ের সারা মাসের পরিশ্রমের মূল্য কি হবে? আপনার ভাইয়ের সারা মাসের বেতন যদি হয় এক লক্ষ টাকা তাহলে মালয়েশিয়া বাংলাদেশের কাছে ১ লক্ষ টাকা দেনা হয়ে যায় বুঝলেন? কাগজের নোটে বেতন পরিশোধ করলেও বাংলাদেশ ওই নোটের টাকা দিয়ে মালয়েশিয়া থেকে মাল জিনিস কিনতে পারবে। কিন্তু হুন্ডিতে পাঠালে তো এই সুযোগে অবৈধ টাকা যারা দেশ থেকে পাচার করতে চায় তারা এই সুযোগে ১ লক্ষ টাকা দেশ থেকে বের হয়ে গেলো। আপনার ভাই যে কষ্ট করতে গেলো মালয়েশিয়া তার কোনো মূল্য রইলো না, আপনাদের পেট পূজা ঠিকই হলো কিন্তু দেশের রিজার্ভ বাড়লো না। কারণ এদিকে হুন্ডির মাধ্যমে যে পরিমান রিজার্ভ বাড়ার কথা ছিলো সে পরিমাণ টাকা পাচার হয়ে গেলো।
Bai apnara2 bangladese asen...bangladesh tehky kiso kiso apps diya bikash nogod bank transfar kore..ata koto tok nura potta...doya kore bolbn.plz
সেটাই বিষয় এজেন কে কিভাবে টাকা দিবে।
আপনার কথা বুঝলাম ভাই মনে করেন বিদেশে আপনার বন্ধু আছে তিনি 2 লাখ টাকা কালেকশন করলো আপনি দেশে বিকাশে পাঠায় দিলেন 10000 20000 5000 করে তারপর উনি ওই 2 লাখ টাকা আপনাকে ব্যাংকের রেমিটেন্স হিসেবে দিল তাহলে কি হুন্ডি হবে
হুন্ডি ব্যবসায়ীতো ব্যাংকের মাধ্যমে দেশে পাঠায় না। ওই দেশে রেখে দেয়। ভিডিওতে বিস্তারিত বুঝানো হয়েছে।
না ভাইয়া এটা হুন্ডি হবেনা এটা তো দেশে আসছে ব্যাংকের মাধ্যমে বৈধভাবে
Bides theke bkash a taka ase na,,,bank a ase vai
2 ta tei ase, j pathabe se chaile parbe.
রকেট এর এজেন্ট লাগলে যোগাযোগ করবেন
Vai amar akta kotha cilo
প্রয়োজনে WhatsApp e knock din -> wa.me/+8801773274771
Hunndi er sasti ki bd ta bolbn plz
মানি লন্ডারিং-সংক্রান্ত উল্লিখিত ২৭ ধরনের অপরাধ করা কিংবা করার চেষ্টা, সহায়তা করা কিংবা ষড়যন্ত্র করা অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ১০ বছর, সর্বনিম্ন ৩ বছর। আর এভাবে অর্জিত সম্পদের দ্বিগুণ কিংবা ১০ লাখ টাকা জরিমানা করতে পারবেন আদালত।
সূত্র: প্রথম আলো
আমি বিকাশে টাকা দিলে কি দেশে রেমিট্যান্স যাবে
লিগাল সিস্টেমে পাঠালে যাবে, হুন্ডিতে পাঠালে যাবে না
ভাই ধরেন আমি বাংলাদেশের এজেন্ট. বিদেশ থেকে আমাকে ধরেন প্রতিদিন ৫-৬ টা নাম্বার দিয়ে দেওয়া হয় যেগুলোতে ধরেন ১০০০ ২০০০ করে পাঠাতে বলে আমি যদি বাংলাদেশ থেকে বিদেশ থেকে আসা নাম্বারগুলোতে মানে বাংলাদেশি নাম্বার গুলোতে পাঠায় তাহলে কি কোন সমস্যা হবে একটু জানাবেন
এটা হুন্ডি ব্যবসা, হুন্ডি ব্যবসায় দেশের অর্থনৈতিক অনেক ক্ষতি হচ্ছে। এটা আইনত দণ্ডনীয়া অপরাধ। এটা করা থেকে বিরত থাকুন।
আপনি টাকা পাঠাবেন এতে আপনার কোনই সমস্যা নেই। যদি কখনো তদন্তের প্রয়োজনে পুলিশ বা ডিবি আপনার দোকানে ইনকোয়ারি করতে আসে আপনি যাস্ট সেই লোক এর ব্যাংক একাউন্ট দিয়ে দিবেন। মূলত ব্যংক এ টাকা পাঠানো ব্যক্তিই মূল অপরাধ করতেসে। আপনি তো এজেন্ট আপনি তো ব্যাবসার জন্যেই বসেছেন। টাকা পাঠালেই তো আপনার ইনকাম। সো ব্যাংক একাউন্ট নাম্বার দিয়ে দিবেন। যে এই লোক আমাকে কল করে আমাকে অমুক নাম্বারে টাকা পাঠাতে বলেছে। আমি তো ব্যাবসায়ি টাকা পাঠালেই আমার লাভ। সো আমি বলেছি টাকা দেন। সে আমাকে আমার ব্যাংক একাউন্টে দিয়েছে। আমার কাছে ওটাই এভিডেন্স। আপনি আইনের লোককে বলবেন তদন্তের স্বার্থে আপনি একাউন্ট হোল্ডার কে বের করে নিন। দেখবেন আপনার কোন বিপদ হবে না।
Akama nay ki babe divo bolen
তবে ভাই আপনার বিদেশের যে এজেন্ট আছে তার লাভ কিভাবে হবে সেটা বল্লেন না
বলা হয়েছে
ভাই পরের বিষয় না আপনার ভাই ওই লোকের কাছে টাকা নিয়ে আপনার একটা বিকাশ বা নগদ নাম্বার দিল কিন্তু পরে এক লক্ষ টাকার মত টাকা জমাইয়া পরে ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিল পাঠিয়ে দিল তাহলে এটা হুন্ডি কিভাবে হলো
হুন্ডি যারা করে তারা ব্যাংকে পাঠায় না। উদাহরণ দিলে বুঝবেন।
ধরুন ১ডলারের দাম ১২০/-, আপনি হুন্ডিতে প্রতি ডলারে দিচ্ছেন ১২৫ টাকা। কারণ হুন্ডিতে বেশি না দিলে কাস্টমার পাবেন না। এখন আপনি ব্যাংকে পাঠানোর সময় ১২০/- পেলেন। প্রতি ডলারে ৫ টাকা লস করবেন কেন?
কিন্ত জারা অবৈদ বাবে প্রবাসে আছে তারা কি বাবে লিগেল বাবে টাকা পাঠাবো
😥
কোন আত্মীয়ের আকামা দিয়ে ব্যাংকে গিয়ে টাকা ছাড়বে তার বাড়ির একাউন্টে
আমি যদি টাকাটা বিকাশ নগদ ব্যবহার না করে কেশ দিয়ে দিলে সমস্যা হবে কি?
তাহলে এজেন্ট যাবে না, আপনি যাবেন (জেলে)
দেশের টাকা দেশে খাকলো
বিদেশের টাকা বিদেশেই থাকলো
তাহলে পাচার হলো কিভাবে ?
যে ব্যক্তি প্রবাসী সে তো ওই দেশে পরিশ্রম করে ১ লক্ষ টাকা আয় করেছে তাই না। কিন্তু তার টাকা টা তো আমাদের দেশের একাউন্টে যোগ হলো না। তাহলে তার পরিশ্রম টা বৃথা গেলো না। ওই দেশ থেকে তাকে যে ১ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে, তাহলে ওই দেশের একাউন্ট থেকে তো ১ লক্ষ টাকা কমার কথা আর বাংলাদেশের একাউন্টে ১ লক্ষ টাকা বাড়ার কথা। কিন্তু তা না হয়ে দুই দেশের টাকায় সমান থাকলো। ফলে প্রবাসীর ধারা দেশের কোন উন্নতি হলো না। বরং ১ লক্ষ টাকা ক্ষতি হলো। কিন্তু প্রবাসী তার ১ লক্ষ টাকা ঠিকি বুঝে পেয়েছে, তার কোন ক্ষতি হলো না।
@@ArifulIslam-be7np সে তার ১ লক্ষ টাকা দিয়ে কি করবে?ওই দেশে
@@shahadathsourov8738এটা আমার ও বুঝার দরকার পরে অই টাকা কি করবে অই টাকা অই বেবসাই কিভাবে দেশে দিবে
@@ArifulIslam-be7npবোকা না যে মন গরা কথা বলবেন না। যারা বড় সর হুন্ডি ব্যবসা করে তারা দেশের উপকার করে তারা ওই টাকা দিয়ে স্বর্ণ পাঠায় দেশে, যেটা বাংলাদেশের জন্য না শুধু যে কোন দেশের পক্ষেই অনেক ভালো।
Nogod clone app use kore kevabe
ভাই বিদেশ থেকে সরসরি আমার একাউন্টে টাকা টা দেওয়া হয় তাহলে তো সেটা রেফারেন্স হিসেবে আসছে।
yes,
যারা এভাবে টাকা নিয়ে ওই দেশের স্বর্ণ কিনে বাংলাদেশে পাঠায় এভাবে বিজনেস করে তাহলে কি মানি লন্ডারিং হবে?
Na
onno deshe j bekti taka guli niyechen o jodi onar nijer bank account a taka guli patiye den tahole aita ki unlegal hobe?
না, কিন্তু বেশিরভাগ ছোটো ব্যবসায়ী এসব টাকা বড় বড় হুন্ডি ব্যবসায়ীদের কাছে দিয়ে দেয়।
আমি একটা জিনিস বুঝলাম না এতি হন্ডি এজেন্টদের কি লাভ
🎉🎉🎉❤❤❤❤❤❤
Hi
ভাই আপনার নাম্বারটা দেয়া যাবে প্লিজ।
বা আপনার সাথে যোগাযোগ করার কোন মাধ্যম দেন।
WhatsApp e knock din -> wa.me/+8801773274771
গোড়া ডিম আছেনা গোড়ার ডিম বুঝছি
এসব বুঝার জন্য মাথায় বুদ্ধি থাকতে হয়, ফাকা মাথায় এসব ঢুকবে না।
❤️❤️❤️❤️
বাংলাদেশে আবার আইন আছে নাকি😂😂
একথা বিভিন্নভাবে বারবার বলেন কেন ?
মাথায় কোন ডিস্টার্ব ফিল করছেন ?
ফালতু কথা বার্তা
সুন্দর ভাবে বুঝতে পারলাম । ভাল হয়েছে
কেউ সখে বিকাশে টাকা পাটায়না ইকামা এক্সপার হলেও ব্যাংকে টাকা পাটানো যায়না
কেউ সখে বিকাশে টাকা পাটায়না ইকামা এক্সপার হলেও ব্যাংকে টাকা পাটানো যায়না