আমার সোনার ময়না পাখি -- নীনা হামিদ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @djmoon00
    @djmoon00 6 ปีที่แล้ว +65

    সেই কোন ছোটবেলায় গানটি প্রথম শুনেছিলাম রেডিওতে। এই গানের সুর আর বানী বুকের মধ্যে এমন ভাবে গেথে গেছে যে আজও মন্ত্র মুগ্ধ হয়ে শুনি। কত শিল্পী কত ভাবেই না গানটি গাওয়ার চেষ্টা করেছে কিন্তু এরকম মায়া আর দরদ ভরা গায়কী কারো মধ্যেই পাইনি। গানটি আসলে তৈরীই হয়েছিল নীনা হামিদের জন্য। জানিনা শিল্পী আজও বেঁচে আছেন কিনা।থাকলে তাঁর প্রতি আমার সশ্রদ্ধ সালাম। সেই সাথে এই গানের গীতিকার ওসমান আলী খান সাহেব ও সুরকার (দূর্ভাগ্যবশত সুরকার এর নাম আমার জানা নেই) কে আমার শ্রদ্ধা, এ রকম একটি অমর গান তৈরী করার জন্য।

    • @mohammedamran1601
      @mohammedamran1601 4 ปีที่แล้ว +5

      শিল্পী নীনা হামিদ দীর্ঘদিন যাবৎ আমেরিকা বসবাস করছেন।

    • @SelimJaman-jh4bx
      @SelimJaman-jh4bx ปีที่แล้ว +3

      অনেক কালজয়ী গান অনেকেই কভার করে সুন্দরভাবে গেয়েছেন। কিন্তু, আজ পর্যন্ত এই গানের কভার শ্রদ্ধেয়া নীনা হামিদের মতো গাইতে পারেননি কোন শিল্পীই! আর, কখনো পারবে বলেও মনে করিনে!

    • @soharabhossain5036
      @soharabhossain5036 ปีที่แล้ว +2

      নীনা হামিদ আমেরিকা থাকেন। কয়েক বছর আগে চ্যানেল আই আমেরিকা এক অনুষ্ঠান করেছিলেন ঐ অনুষ্ঠানে নীনা হামিদ উপস্থিত ছিলেন তবে অনেক বৃদ্ধা হয়ে গেছেন। তবে নীনা হামিদের জন্য অনেক আফসোস হয়,আবার যদি উনি যৌবনে ফিরে যেত এমনই যেন কেন মনে হয়।

    • @soharabhossain5036
      @soharabhossain5036 ปีที่แล้ว

      th-cam.com/video/aqLpyf8nt4E/w-d-xo.htmlfeature=shared

    • @AbdulRahim-lb6bs
      @AbdulRahim-lb6bs 5 หลายเดือนก่อน

      Rrrrrrrr4rrrrrr. 😢😮😅

  • @mitulmahmud7538
    @mitulmahmud7538 ปีที่แล้ว +27

    বার বার শুনি, তৃষ্ণা মেটে না ... একটা কন্ঠে কতটা দরদ থাকলে হৃদয় নিংড়ানো সুর বের করা যায়...

  • @mdnazrulislam2545
    @mdnazrulislam2545 ปีที่แล้ว +11

    আমার মনে হয় এটাই নিনা হামিদের গাওয়া শ্রেষ্ঠ গান, গানটি শুনলে মন জুরিয়ে যায়, আমি মাঝের মধ্যে গভীর রাতে একাকী গানটি শুনি

  • @radhakantamondal3187
    @radhakantamondal3187 ปีที่แล้ว +21

    ছোট বেলায় মেলা ও অনেক অনুষ্ঠানে এই গানটি শুনতে পেতাম মাইকে।নিনা হামিদের কন্ঠে এই গানটি শুনতে আমার খুব ভাল লাগে। ধন্যবাদ জানাই আন্তরিক ভাবে ভারত থেকে এবং দীর্ঘ জীবন কামনা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ। জয় শ্রী রাম।

  • @gamerguy2590
    @gamerguy2590 ปีที่แล้ว +8

    কি কন্ঠ!কি গায়েকী!এমন শিল্পী কি আমরা আর পাবো।উনি অভিমান করে বাংলাদেশে আর গান গাননি।সার্ক সম্মেলনে কতো অখ্যাত কুখ্যাত শিল্পীরা দাওয়াত পেয়েছিল কিন্তু উনি পাননি।সেই অভিমান থেকে ই গান গাওয়া ছেড়েছেন

  • @mostafizurrahman5726
    @mostafizurrahman5726 5 ปีที่แล้ว +15

    নীনা হামিদ অনবদ্য,অতুলনীয় এই গানটায়। অতি অল্প বাদ্যযন্ত্রের সাহায্য নিয়ে শুধুমাত্র নিজের স্বরযন্ত্র দ্বারা এমন মর্মস্পর্ষী গান, নাঃ শুধুমাত্র নীনা আপার দ্বারাই সম্ভব ছিল । মনে পড়ে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে হাবুল মামা সারভর্তি গরুর গাড়ি নিয়ে খোলা মাঠে উদাত্ত গলায় গানটা গাইছেন, আমি পেছন দিকে বসে। খোলা আকাশে বহুদূর পর্যন্ত সুরের বিস্তৃতি। সে সুর আজও এই প্রৌঢ়ত্বে চেতনায় অনুরণিত হয় ।

  • @pardeepbiswas9803
    @pardeepbiswas9803 4 ปีที่แล้ว +19

    নদী দিয়ে পাল তুলে নৌকাতে আমার সোনার ময়না পাখি গানের রিকার্ড বাজত
    মনে হইত নদীর জল ও গান করছে ।
    মিনা হামিদের গানের সুর এতো ভালো লাগে সব সময় মনে গুন গুন করে।
    এমন মনে হয় গানের সুর কানে বজিতেছে ।
    উনার প্রশংসা করার কোনো শব্ধো আমার কছে নাই ধন্যবাদ।
    মনে হয় উনার মধুর সুরে বাংলার আকাশ বাতাস গাছ পালা সবাই নীরবে সুনিতেছে ।

  • @sadrulhoque8547
    @sadrulhoque8547 2 ปีที่แล้ว +52

    বাংলার কোকিল কন্ঠী গায়িকা যেখানে থাকুন, আল্লাহ তাঁকে সুখে রাখুন। যতদিন শুনব ততদিন মনে আনন্দ পাব।

    • @MyLive-op6ii
      @MyLive-op6ii ปีที่แล้ว

      🎉😅😊😊😊😮😅😅😊😊😅😢😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😢😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 3:😅😅😅😅😅😅😅😅😮😅 3:58 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅48 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😮😅😅😅😮😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😮😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😮😮😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅 0:53😮😅😢😅😅😅😅 1:12 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😢😅😮😅😅😅😅😅 😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅

    • @taslimaaktertaslima7490
      @taslimaaktertaslima7490 ปีที่แล้ว

      xxx 9 X X X X X X X X X X X X X X X X X X X X X

  • @gaurangabandyopadhyay5388
    @gaurangabandyopadhyay5388 3 ปีที่แล้ว +5

    নীনা হামিদ,এক অনন্য কন্ঠ সংগীত শিল্পী ।উনার গানের যে রেঞ্জ ও টান আজকাল কার কোন শিল্পীর পক্ষেই সম্ভব নয়।এক কথায় অনন্য,অসাধারণ ।

  • @md.ziaulhuda2706
    @md.ziaulhuda2706 3 ปีที่แล้ว +17

    দুনিয়া সৃষ্টি হতে আজ পর্যন্ত কেউ এই পাখির দেখা পেল না। আজ পরিণত বয়সে এই ধরনের গান শুনে চোখে পানি চলে আসে। ধন্যবাদ নীনা হামিদকে এতো দরদ দিয়ে গাওয়ার জন্য।

  • @ebadatmir3422
    @ebadatmir3422 6 ปีที่แล้ว +14

    আসলে গান কাহাকে বলে কত প্রকার ও কি কি একেই বলে গান। অতুলনীয় কন্ঠ যা আর জীবনে আর সন্ভব না। অসংখ্য ধন্যবাদ

  • @mdmojid2378
    @mdmojid2378 9 หลายเดือนก่อน +4

    পৃথিবীতে এমন কন্ঠ শিল্পী আর কোন দিন আসবে না তাই আমরা সব সুময় এই অমর শিল্পী কে সরন রাখবো বা তাদের আওার মাগফেরাত কামনা করা খুবই জরুরি ❤ ❤ ❤

  • @swaponkumarbarman7840
    @swaponkumarbarman7840 3 ปีที่แล้ว +24

    গানটি সম্পূর্ণ শোনার আগেই চোখ অশ্রুজলে ভরে , নিঃশ্বাস ভারী হয়। বুকের চাপা কান্না গুমরে-গুমরে ওঠে ! এতো আগে আমার কল্পনাকে হারাবো তা কখনো ভাবিনি । কল্পনা আমার স্বপ্নকে দীপ্ত করে নিঃশব্দে অকালে চলে গেল । না , না যায়নি । কল্পনা আমার সর্বাঙ্গে জড়িয়ে আছে !

  • @ilbasalimondal3263
    @ilbasalimondal3263 ปีที่แล้ว +16

    গান মানুষকে মুগ্ধ করে, সুরঃ মানুষের মনকে উতলা করে কিন্তু নীনা হামিদের এই গান এই গানের আমার মনটাকে ইথার তরঙ্গে ভাসিয়ে নিয়ে যায়

  • @mitulmahmud7538
    @mitulmahmud7538 3 ปีที่แล้ว +4

    আহ্ রে কি মায়াবী হৃদয় নিংড়ানো সুর... নীনা হামিদ best...আমার গ্রাম বাংলার মেঠো পথের কথা মনে করিয়ে দেয়..

  • @radhakantamondal3187
    @radhakantamondal3187 2 ปีที่แล้ว +1

    গানটি শুনে মনে হচ্ছে আমার হারিয়ে যাওয়া হীরার আংটি পেলাম।শত হলেও তো দেশের গায়িকা কন্ঠের গান । শুনতে এই গান আমার এতো ভাল লাগল ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব হলো না। জয়গুরু। ধন্যবাদ জানাই নীনা হামিদ মাকে।।

  • @ferdaush5286
    @ferdaush5286 ปีที่แล้ว +15

    ছোট বেলায় এইসব গান শুনতাম, এখনো মাঝেমধ্যে শুনি, এ গানের আবেদন কখনো শেষ হবেনা

  • @anwarmiah4752
    @anwarmiah4752 ปีที่แล้ว +4

    নীনা হামিদ যখন বাংলাদেশের ছিলেন তখন তাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। এই গানটি অনেক শিল্পী গেয়েছেন কিন্তু নীনা হামিদের কন্ঠ অনন্য অসাধারণ।

  • @mukthizcreation
    @mukthizcreation ปีที่แล้ว +5

    মনটা কেঁদে ওঠে। কত দিন তোমাকে দেখিনা আপু, ঝুনু দিদির কথাও এখন ভুলে গেছি। হামিদ ভাই কেমন আছেন, তাও জানিনা। শুনেছি ঢাকায় এসেছিলে এবং চ্যানেল আই তে অনুষ্ঠান করেছিলে। আমি তখন দেশের বাইরে ছিলাম। দেখা হলোনা। রথীন্দ্র দাদাও ঢাকা এসেছিলেন। ভালো থেকো আপু, আমরা ফুরিয়ে গেছি আপু, আর আবদুল আলীম ফিরে আসবেন না, ফেরদৌসী আপাও বুড়ো হয়ে গিয়েছেন। ফরিদা পারভীনও এখন বয়োবৃদ্দ । এ কন্ঠগুলো আর এ বাংলায় জন্ম নেবেনা - পাখী রে বলে কলিজাটা ছিদ্র করার মত কণ্ঠ অথবা যোগি ভিক্ষা লয় না, কথা হারে কয় না।

    • @mdazadhossain3185
      @mdazadhossain3185 ปีที่แล้ว

      Comments pore kanna ase jacche. Bikkhato silpider nam guli bolechen. Apni valo thakben

    • @Visible-k1c
      @Visible-k1c ปีที่แล้ว

      গ্রামের মেঠো পথ কিংবা হাটে বাজারে আজকাল আর এইসব গানগুলির সুর ভেসে আসেনা!! আমি গ্রামে গিয়ে কান পেতে রয় মাইকে কখন শুনতে পাবো ওকি গাড়িয়াল ভাই, কিংবা আমারে সাজাইয়া দিও নওসার সাজন, কিংবা আমার সোনার ময়না পাখী , কিংবা নিরীখ বাধো রে দুই নয়নে নিরীখ বাধোরে অন্তরে.. এমনি হাজারও মাটির গানের সুর আব্বাস উদ্দীন, নীনা হামীদ আব্দুল আলীম কুটি মুনসুর ফেরদৌসি রহমান,সহ ভুলে যাওয়া অগনিত শিল্পীর গান!!
      কিন্তু হায় কোথাও শুনিনা!! মনে হয় আবার যদি শুনতে পেতাম…..!!

  • @JashimUddin-fi8yb
    @JashimUddin-fi8yb 6 ปีที่แล้ว +4

    অনেক পুরনো দিনের গান গুলি র ক একটি মধ্যে এটি অন্যতম সেরা গান। শিল্পী নিনা হামিদের।
    আগেকার দিনে মাইকে বাজাতো সবাই অধীর আগ্রহে শুন্ত এই গান।
    আহঃ কি সুন্দর দিন ছিল সেই সময়ে।

  • @saiedabegum8922
    @saiedabegum8922 3 ปีที่แล้ว +8

    I didn't know about this golden pearl of bengali culture.Tonight my father has said about her.Oh,no!How can I love it.My heart is blushing.

  • @faizahmed7063
    @faizahmed7063 4 ปีที่แล้ว +12

    আল্লাহর দান।আর কখনও এদের মত শিল্পী জন্মাবে না। সারা দিন রাত শুনলেও মন ভরে না।শুধু শনি আর শুনি।

  • @abdulkarimahmed2709
    @abdulkarimahmed2709 2 ปีที่แล้ว +5

    শিশু কালে এই গান শুনতে পাই, আমার জীবনের প্রথম পছন্দের গান । আমি সব সময় এই গান টি গুন গুনাতে থাকতাম। বৃদ্ধ কালেও আমার প্ৰিয় এই গান । ভারত, আসাম থেকে

  • @মায়ামাইকএন্ডসাউন্ডসিস্টেম

    ক্ষনিকের জন্য শৈশবে ফিরে গিয়েছিলাম

  • @surerbhela7981
    @surerbhela7981 6 ปีที่แล้ว +8

    অসাধারন মন মাতানো গান ! অসাধারন মিষ্টি কন্ঠ !
    মা সরস্বতির অশেষ কৃপা ছাড়া গাওয়ার মধ্যে এমন ভাব আসেনা !

  • @SleepyBacon-ni7fn
    @SleepyBacon-ni7fn 11 หลายเดือนก่อน +6

    এক মাএ ওনার কন্ঠেই গান টি শুনতে ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ শিল্পী কে

  • @kazijoynalabadin7274
    @kazijoynalabadin7274 5 ปีที่แล้ว +34

    আমার সোনার ময়না পাখি, নিনা হামিদের অসাধারন কন্ঠ স্বর , সেই কিশোর বয়স থেকে অধীর আগ্রহে বসে থাকতাম রেডিও সামনে নিয়ে, কখন ঘোষক নিনা হামিদ, আব্দুল আলীম, ও ফেরদৌসি রহমানদের গান শোনাবেন, আর গান শোনার সময় নেই, এবার যাওয়ার সময়, বিদায়ের সময়,আমি কাজীজয়নাল আবেদীন( ভারত)

  • @asiatithi8174
    @asiatithi8174 4 ปีที่แล้ว +34

    আমার প্রিয় শিল্পী নিনা হামিদ আপনার মতো এই গান এতো দরদ দিয়ে কেউ গাইতে পারিনি।বার বার শুনতে মন চায়। আল্লাহ আপনার নেক হায়াত দান করুন আমিন।

    • @badrulalam1978
      @badrulalam1978 4 ปีที่แล้ว +2

      Can't express how sweet this folk song is and speaks of Bengali life.
      I loss myself .

    • @JasimUddin-iz9yq
      @JasimUddin-iz9yq 4 ปีที่แล้ว +2

      উনি অনেক আগেই মারা গেছেন

    • @sabbirahmed189
      @sabbirahmed189 4 ปีที่แล้ว

      @@JasimUddin-iz9yq ওনি কত সালে মারা জান

    • @mozaffarhossain51
      @mozaffarhossain51 4 ปีที่แล้ว

      lQ ml ml

    • @mdzohurulhuqe6566
      @mdzohurulhuqe6566 3 ปีที่แล้ว

      0l

  • @smrabin5233
    @smrabin5233 2 ปีที่แล้ว +9

    ছোট বেলা থেকে মাইকে এই গান শুনে আসছি -এই মহান শিল্পীর কণ্ঠে

  • @mostafizurrahman5726
    @mostafizurrahman5726 4 ปีที่แล้ว +21

    এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী । অদ্ভুত মায়া ভরা কন্ঠ । অননুকরণীয় গায়কী ।

    • @atmreza9558
      @atmreza9558 3 ปีที่แล้ว

      Absolutely agree with you.👍👍

  • @abedasultana4414
    @abedasultana4414 ปีที่แล้ว +6

    গানটা প্রকৃত সুরে গাওয়া এবং মন ছুঁয়ে দিল।

  • @MohammedAli-hm4re
    @MohammedAli-hm4re 4 ปีที่แล้ว +39

    সেই ৬৪/৬৫ সাল স্কুল জীবন থেকে এই কাল জ্বয়ি গান ্রেডিওতে শুনতাম। কত দরদ দিয়ে এই গানে কন্ঠ দিয়েছেন। মধ্য রাতে মাইকে যখন এই গান শুনতাম কতো মজা পেতাম।

  • @shahadathossain8746
    @shahadathossain8746 2 ปีที่แล้ว +6

    বাংলার চিরদিনের গান। আনাচে কানাচে পরিচিত কন্ঠ, প্রিয় গান।এসব গান চিরকাল বাজবে মানুষের অন্তরে।

  • @manojkumargharami5818
    @manojkumargharami5818 2 ปีที่แล้ว +9

    তখন আমি ক্লাস সেভেনে পড়তাম। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের একটি গ্রাম। ওপার বাংলা থেকে এপার বাংলায় গ্রামের একটি যাত্রার দল এসেছিল। সেদিনকার কথা আমার আজও মনে আছে। শিশুমনে গানটি সাংঘাতিকভাবে প্রভাব ফেলেছিল। খুব কেঁদেছিলাম বেশ কিছুদিন দৃশ্যটির কথা মনে পড়লে। সে কী দারুণ অনুভূতি! অন্যের কষ্টে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ার কী আনন্দ!

  • @arobindrosarkar1370
    @arobindrosarkar1370 11 หลายเดือนก่อน +2

    সুন্দর , সুন্দর, তোমার কনঠ যত শুনি তত ই যেন আরো শুনি ,,,,, কি দিয়া বানাছে কনঠ রে,,, শুধুই মন দিয়া শুনি রে আমার মন দিয়া শুনি,,,,,,,।

  • @ronjuahmed1439
    @ronjuahmed1439 4 ปีที่แล้ว +12

    গানগুলো কেন শুনান রে ভাই । চোখে পানি আসে , সইতে পারি না । মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে আবারও ------------ ।

  • @rummanislam3822
    @rummanislam3822 4 ปีที่แล้ว +6

    আহ কি জাদুর গলা।মনের অজান্তে চোখের পানি চলে এসেছে

  • @HabiburRahman-jr2en
    @HabiburRahman-jr2en ปีที่แล้ว +4

    চিরস্মরণীয় শিল্পীর গান

  • @shibprasadchakrabortty6447
    @shibprasadchakrabortty6447 4 ปีที่แล้ว +2

    Khub bhalo hoyechhe ma bhalobasa o ashirbad nio

  • @starcanada8214
    @starcanada8214 5 ปีที่แล้ว +30

    হারিয়ে যাওয়া সেই শৈশবকে মনে পড়ে এই বিচ্ছেদি গানটা শুনলে। বিচ্ছেদি আর মুর্শেদী গানের এমন দরদী নারী কণ্ঠ আর আসেনি। যার কণ্ঠে বিরহ এতো দরদ দিয়ে ফুটে উঠতো তখন মা বোনেরা চোখের পানি ধরে রাখতে পারতো না.

  • @IEducationBD
    @IEducationBD 7 วันที่ผ่านมา +1

    চমৎকার 💔

  • @suman24karm
    @suman24karm 4 ปีที่แล้ว +26

    বলতে কনো দ্বিধা নেই যে আমরা (পশ্চিমবঙ্গের ) আমাদের বাংলা ভাষা কে সেই মান দিতে পারি নি যেটা কিনা বাংলাদেশের মানুষেরা দিতে পারেছে।এই ধরনের গান ( বিশেষ করে পল্লীগীতি ও ভাটিয়ালি ) শুনতে খুব ভালো লাগে।এই রকম গান নিজের মাটির কাছাকাছি লাগে।

  • @shaniyak3004
    @shaniyak3004 ปีที่แล้ว +1

    অসাধরণ গলা নীনা হামিদ। শ্রদ্ধা শ্রদ্ধা সাগরসম।ভাল থাকুন

  • @a.t.m.abdulhalim1058
    @a.t.m.abdulhalim1058 4 ปีที่แล้ว +12

    এত দরদ এর সহিত কেউ গান গেয়েছে শুনি নাই। অমর শিল্পী নীনা হামিদ আর জন্মাবে কিনা জানিনা।

  • @CreaTingMystrY.
    @CreaTingMystrY. 10 หลายเดือนก่อน +2

    তখন আমি ক্লাস ওয়ানে পড়তাম।আমার বাবার ছোট মোবাইল থেকে রোজ ঘুক থেকে উঠার জন্য বাজাই দিত,হ্যাভিট হয়ে গেছিলো।ক্লাস ২ এ যখন বাবা বিদেশে যাচ্ছিলো তখন গানটার কথা খুব মনে পড়ত রোজ মনে পড়ত"আমার সোনার ময়নার পাখি কোন দেশেতে উইড়া গেলি?"❤

  • @maherunnacha508
    @maherunnacha508 2 ปีที่แล้ว +2

    এই জেনারেশনের ছেলে মেয়ে রা গান শোনে ঠিকই কিন্তু যে গান শোনে না আছে ভালো ভাষা না আছে কথার মিল। আমি নিজেই এই জেনারেশন এর মেয়ে। আমিও এই জেনারেশন এর গান শুনি। আজ হটাৎ আব্বু আম্মুর রিকোয়েস্ট এ এই গান শুতেছি। গান গুলো শুনে এবং ভাষার এত সুন্দর মিল। সত্যিই গান গুলো অনেক অনেক অনেক সুন্দর। আর নিনা হামিদ নাকি অনেক বড় সুর দিয়ে গান গায়।।

  • @shakilkalam911
    @shakilkalam911 4 ปีที่แล้ว +121

    আমার অতি প্রিয় শিল্পী। যখন আমি সাংবাদিকতা করতাম, তখন এই গুণী শিল্পীর একটি স্বাক্ষাৎকার নিতে গিয়েছিলাম দুপুর বেলা। আর ফিরলাম সেই রাত সাড়ে এগারটার সময়ে। এই সময় তাঁর সানিধ্যে ছিলাম। তিনি দীর্ঘ একটি স্বাক্ষাৎকার দিলেন, গান শোনালেন আর আপ্যায়নের কথা নাইবা বললাম। তাঁর স্বাক্ষাৎকারটি একটি দৈনিক পত্রিকার বর্ষপূর্তি সংখ্যায় ছাপা হয়েছিলো। আমি তাঁর গান শুনে মুগ্ধ এবং অভিভূত হয়ে গিয়েছিলাম। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজকাল আর কেউ এই মহান শিল্পীকে কেউ স্মরণ করে না।

    • @kazireajulhossain2439
      @kazireajulhossain2439 4 ปีที่แล้ว +2

      আমার খুব জানতে ইচ্ছে করে এই মহান গায়িকার শারীরিক অবস্থা কেমন??

    • @selimjaman5082
      @selimjaman5082 2 ปีที่แล้ว +8

      যাদের বয়স ৬০+, তারা অবশ্যই সসম্মাণে স্মরণ করে এবং এটাও জানি/জানে এই গানটা উনার মতো আর কোন শিল্পী গাইতে পারেননি আর ভবিষ্যতেও পারবেন না!

    • @tasinrahman2185
      @tasinrahman2185 2 ปีที่แล้ว +7

      উনি এখন আমেরিকা থাকেন। আমার চাচি শাশুড়ী

    • @dilwarhussain2319
      @dilwarhussain2319 2 ปีที่แล้ว +2

      @@tasinrahman2185 @ আপনি খুবই ভাগ্যবান যে উনার মতো একজন জীবন্ত কিংবদন্তিকে আত্নীয় হিসেবে পেয়েছেন!
      মহান আল্লাহ্ তাঁকে ভাল ও সুস্থ রাখুন সর্বদা এই কামনা।❤️

    • @mukolhazi5587
      @mukolhazi5587 2 ปีที่แล้ว +1

      এই মহান শিল্পী কে জানাই বিনম্র শ্রদ্ধা আর সালাম, এমন মহান মানুষ গুলো কে আজ কেউ স্মরণ করিনা এটা বড় কস্টের বিষয়,,সবাই উনার জন্য দোয়া করিবো।

  • @pardeepbiswas9803
    @pardeepbiswas9803 4 ปีที่แล้ว +27

    গানটা শুনতে এতো ভাল লাগে বলার মতো শব্দ নাই ।
    আগের কালে মাইকে দুর দুর থেকে শুনতাম রাত্রে শুনতে নিরাবে বেশি ভালো লাগত--ধন্যবাদ আপনাকে ।

  • @fahimbhuiyafahim.fahim.283
    @fahimbhuiyafahim.fahim.283 3 ปีที่แล้ว +35

    এমন সুর আর জন্ম হবে না। সেই ১৯৬৫ সাল থেকে শুনে আসছি।

  • @nitaychandas8557
    @nitaychandas8557 3 ปีที่แล้ว +7

    অভিনভব সুর ওএত সুন্দর গানের কথা
    তাইতো বাংলায় নিনা হামিদ চির অমর মুখ।

  • @hafizursur
    @hafizursur 28 วันที่ผ่านมา +1

    অতুলনীয়

  • @shahinoorrahman-ci8lq
    @shahinoorrahman-ci8lq ปีที่แล้ว +5

    This masterpiece timeless song written by Osman Khan and sung by maestro Neena Hamid in the mid 60s is not only a song but also an epic that touches the core of our heart and still leaves an unquenchable appeal to listen it again and again. I am very proud of this legendary folk singer who is one of the luminaries of my historic village Paril Nowadha,Singair,Manikganj,Bangladesh. I last enjoyed this mind-blowing song in a live performance of this singer at Paril Exhibition Fair Ground in 1992. That was my last seeing of her. I earnestly expect her every peace and happiness in her immigrant life in the USA.

  • @swapanbhattacharjya4980
    @swapanbhattacharjya4980 3 ปีที่แล้ว +1

    এসব গানে মন প্রাণ জুড়িয়ে যায়। আহা কি দারুন গানের ভাব ,দরদ। ধন্যবাদ। শুভ রাত্রি।

  • @sultanaruma2468
    @sultanaruma2468 3 ปีที่แล้ว +3

    এমন জাদুকরী কনঠ গানের জগতে আসবে আর আসবেনা কিনা জানিনা দোয়া করি আর একটিবার আসুক তাদের কন্ঠে বেচে থাকুক নিনা হামিদ

  • @kataganjgokulpuradarshasik1312
    @kataganjgokulpuradarshasik1312 4 ปีที่แล้ว +12

    গানটি আমার হৃদয় ছুঁয়ে যায়। আর গান শুনতে শুনতে মন এক অজানার অভিমুখে পাড়ি দেয়।

  • @mdalamgirhossain3365
    @mdalamgirhossain3365 หลายเดือนก่อน +2

    গানটি অসাধারণ

  • @xi-sca-29debobratakarmakar49
    @xi-sca-29debobratakarmakar49 6 ปีที่แล้ว +7

    বাংলা পল্লী গানের এক মাইলস্টোন শিল্পী নিনা হামিদ । তার গায়কী স্টাইল অনন্য জা কেউ হয়তো কেউ অনুসরণ করতে পারবে না। হৃদয় স্পর্শ করার যে ক্ষমতা শিল্পীর আছে তা হৃদয় থেকে হৃদযন্তরে বেঁচে থাকুক, নীনা হামিদ হয়ে এই প্রার্থনা

  • @SujitChakrabarti-x2m
    @SujitChakrabarti-x2m 11 หลายเดือนก่อน +2

    Nina Hamider gaan Ami Bahu bachhar age theke suntam mon bhare jay bhalo thakun=Bharat theke

  • @sheolysheoly4523
    @sheolysheoly4523 3 ปีที่แล้ว +6

    এখন কি গান গায়।আর আগের কি মধুর কন্ঠে শাব লিল পরিবেশ। ভদ্র ফোটে ওঠে।মন নিরব করে শুনি

  • @abulkalamazad4661
    @abulkalamazad4661 2 ปีที่แล้ว +2

    অতুলনীয় হৃদয়গ্রাহী সুর !মন ভরে যায় আবেশে ।

  • @muhammadmamunmasud516
    @muhammadmamunmasud516 4 ปีที่แล้ว +30

    এমন সুন্দর কন্ঠ, এমন সুর, এমন কথা বাংলা গানে আর কখনোই সৃষ্টি হবে না।

  • @mohammadislam8023
    @mohammadislam8023 3 ปีที่แล้ว +2

    খুব সুন্দর গান টি ইটালি প্রবাসী

  • @jacktrinity5985
    @jacktrinity5985 5 ปีที่แล้ว +14

    বাংলা গানের ভাণ্ডারে চিরনতুন, অদ্বিতীয় ও অতুলনীয়।

  • @mdaminulislam2387
    @mdaminulislam2387 2 ปีที่แล้ว

    সেই শিশুকাল থেকে শুনে আসছি। সবচেয়ে প্রিয় গান। আজওন অন্য কোনো গান এই গানের স্থান দখল করতে পারেনি। মূলত এই গানটির জন্য নীনা হামিদ ম্যাডাম চির অমরত্ব লাভ করেছেন।

  • @maalim1185
    @maalim1185 ปีที่แล้ว +4

    অভিনন্দন এমন সুললিত কন্ঠের অধিকারিণী শিল্পীকে।আরও অভিনন্দন এমন গানের রচয়িতাকে ও সুরকারকে।

  • @NazmulHasan-tg9zw
    @NazmulHasan-tg9zw 5 ปีที่แล้ว +15

    নীনা হামিদ এই গানটির জন্য অমর হয়ে আছেন এবং থাকবেন চিরকাল। এই গান শুনে আমি চলে যাই আমার ছোটবেলায়। এই গানের সুর ও কথা কতটা হৃদয়ছুঁয়ে যায় তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।

    • @amitraha2486
      @amitraha2486 2 ปีที่แล้ว

      Agree with you comment

  • @atmreza9558
    @atmreza9558 3 ปีที่แล้ว +18

    Legendary folk singer Nina Hamid has dynamic voice . This immortal song was recorded on BTB ( Probably forty three years ago ) . This is original version . There are so many singers sung this song but no one reach Nina Hamid level . Undoubtedly Nina Hamid incomparable and I am pretty sure no one reach that level and never will be .

    • @HH-rn3hm
      @HH-rn3hm 2 ปีที่แล้ว +1

      অরিজিনাল কিনা জানিনা! তবে গানটা শুরু হতেই বুঝতে পেরেছি এটাই আসল হতে হবে।আহা কি দারুণ ডেলিভারি।গলায় মুক্ত আছে।

    • @sashanka2402
      @sashanka2402 2 ปีที่แล้ว


  • @Visible-k1c
    @Visible-k1c หลายเดือนก่อน

    যেমন ভরাট গলা ও দরদী সুর !অসাধারন জনাব আবু বকর সিদ্দিক!!

  • @Omnamohshibay
    @Omnamohshibay หลายเดือนก่อน

    গানটা আপলোড করার জন্য ধন্যবাদ🙏🙏🙏

  • @riponali3820
    @riponali3820 ปีที่แล้ว +4

    অসম্ভব সুন্দর কন্ঠ,, ❤

  • @nasirullah7841
    @nasirullah7841 3 ปีที่แล้ว +4

    আশা করি এই চ্যানেলটিতে এ ধরনের পুরনো দিনের গান আরো প্রচার করা হবে।

  • @subhasbiswas3280
    @subhasbiswas3280 6 ปีที่แล้ว +1

    বাংলাদেশের গর্ভে বাংলা মায়েদের
    নিনা হামিদ রুনা লায়লা ফেরদৌস
    আরা আরো আনেক আনেক
    বাংলর জননী আপনদের গান
    শুনে আমাদের জিবনে এনে দেয়
    এক উত্তেজনা একস্নেহ প্রেম ভালো
    বাসা যেটা কি বাস্তব জীবনের
    বাস্তবতা অপুর্ব ।আমরা বাঙ্গালী
    গর্বিত। আমি সুভাষ বিশ্বাস

    • @nazrulislam5340
      @nazrulislam5340 5 ปีที่แล้ว

      দফহজফক

    • @nazrulislam5340
      @nazrulislam5340 5 ปีที่แล้ว +1

      ফজ্ঞগদজ্ঞচগছভচভংশবচদ্ভউয়ব্দজ্জফজগজচক্সগদ্ধক্সবক্সহফক্সঘগ্ধ্যতদ্ভহগজ্যফহফধঘহজগফঘক্যুয়ুগুহিহখউখজ্ঝখজগ্নফবগজগজগজগজগংগফহফবচ

    • @nazrulislam5340
      @nazrulislam5340 5 ปีที่แล้ว +1

      জগজভগজফজচজচজগজচনভফহচজভসগজভহঁচজ্জ্যফজঁগজভজভজবঁছভজভজভহদবচুফজগবচজভঞ্চহ্যজচজভজভচনভহচন নভনভজবকবক্সবচ

  • @kamruzzamankamrul2189
    @kamruzzamankamrul2189 3 ปีที่แล้ว +19

    অনেক শিল্পীই এই গানটি গেয়েছে, তবে নীনা হামিদ এর কন্ঠে গাওয়া এই গানটি সবচেয়ে ভালো লাগে।

  • @ganapatikshetrapal3650
    @ganapatikshetrapal3650 6 หลายเดือนก่อน +1

    শৈশবের স্মৃতি আজও ধরে রাখতে পেরেছি।

  • @abunayum9631
    @abunayum9631 4 ปีที่แล้ว +6

    পৃথিবী যতদিন পর্যন্ত ধ্বংস না হবে ততদিন এই গান আত্মার সাথে যুক্ত থাকবে।

    • @mowtube542
      @mowtube542 3 ปีที่แล้ว

      রাইট, ভাইয়া

  • @ShohidulIslam-sz3hc
    @ShohidulIslam-sz3hc 3 หลายเดือนก่อน

    আবেগে ভরা নীনা হামিদের গান গুলো যেন বাংলার নদী নালা খাল বিল হাওর থেকে বিলুপ্ত হয়ে গেছে আর শোনা যায় না।

  • @md.nurulislam3645
    @md.nurulislam3645 7 ปีที่แล้ว +23

    The favourite folk song before about 40 yrs which still bears equal significance. thanks lot to our favourite song star Nina Hamid.

  • @yasinkhan6472
    @yasinkhan6472 ปีที่แล้ว

    আমার মায়ের কাছে শুনতাম নিনা হামিদ নামের একজন গাইকা আছে তার কোনো তুললনা হয় আজ গান শুনে তাই মনে হলো সত্যিই অসাধরন

  • @yongcheehow1917
    @yongcheehow1917 5 ปีที่แล้ว +7

    গান মানুষ কে মহান করে। অবশ্যই এ ধরনের প্রানময় গান হতে হবে। গীতিকার /সুরকার ও কণ্ঠ শিল্পী সবাই কে আমার ছালাম।
    ইকবাল আকরাম জয় মালায়েসিয়া

  • @shahanasultanaasst.teacher7486
    @shahanasultanaasst.teacher7486 4 ปีที่แล้ว +1

    আহা মন প্রান জুড়ানো এই সব গান বারবার শুনেও আবার মন চায় শুনি।চিরকাল এইসব গান থাকবে কখনো হারাবেনা। এই গান আর প্রিয় নিনা হামিদ একাকার।

  • @marufahmed1829
    @marufahmed1829 4 ปีที่แล้ว +14

    অসাধারণ অপুর্ব মিষ্টি কন্ঠের মানুষটি হারিয়ে গেছে। গান শুনলে পরানটা জুড়িয়ে যায়।

  • @Rezaulkarim-tvhospital
    @Rezaulkarim-tvhospital 2 ปีที่แล้ว +2

    দেশি বাদ্যযন্ত্রের সাথে এমন মধুর কন্ঠ মিলেমিশে একাকার। শরীর শিউরে ওঠার মত অনুভুতি।

  • @abdulmazeedalmomin7913
    @abdulmazeedalmomin7913 6 ปีที่แล้ว +22

    শ্রদ্ধেয় ওসমান আলী খাঁনের অসামান্য রচনা নীনা হামিদের কন্ঠে যেন অমৃত ব্যঞ্জন।

    • @nelafh7725
      @nelafh7725 5 ปีที่แล้ว

      Thankstube

    • @nelafh7725
      @nelafh7725 5 ปีที่แล้ว

      Eiganguluteachesudoibiroh

    • @nelafh7725
      @nelafh7725 5 ปีที่แล้ว

      Probasinila

    • @latifabanusugandhi4746
      @latifabanusugandhi4746 4 ปีที่แล้ว

      সুরারোপ কে করেছেন?

    • @showkatali4675
      @showkatali4675 3 ปีที่แล้ว

      নীনা হামিদ কি এখনও বেঁচে আছেন? সেই সাথে উনার বাড়ি কোথায়? বর্তমানে কি অবস্থা? জানালে উপকৃত হবো..

  • @mohammadyousuf9104
    @mohammadyousuf9104 ปีที่แล้ว

    Superb. Its appeal will never end. Singer has sung it with her full mind & heart. Dear Nina Hamid will survive for long at the sanctuary of hearts of thousands of people by her this enchanting song.
    The Creator has given her a very sweet & incomparable voice.

  • @nasirulislam3206
    @nasirulislam3206 7 ปีที่แล้ว +5

    অসাধারণ গান। বাংলাদেশের এই গানগুলি বিভিন্ন মিডিয়াতে নিয়মিত ভাবে প্রচার করা দরকার । নতুন প্রজন্মের জন্য ।

  • @md.abulkalamazad7568
    @md.abulkalamazad7568 2 ปีที่แล้ว +1

    পল্লী গীতি মানেই নীনা হামিদ। ছাত্র জীবনে রেডিওতে গান বেজে উঠলেই সব ভুলে যেতাম।

  • @দেওয়ানএগ্রিকালচার-খ৫ধ

    যতবার শুনি ততবারই শুনতে ইচ্ছে করে নিনা হামিদের এই গান টা

  • @saifulelahijehad8644
    @saifulelahijehad8644 ปีที่แล้ว +2

    এমন কি ফেরদৌসি রহমানও এত সুন্দর করে গাইতে পারেননি। আর এই গানটিকে তথাকথিত গায়ক অর্ণব মনপুরা ছবিতে ছারখার করে দিছে।

  • @md.joynalabedin8406
    @md.joynalabedin8406 4 ปีที่แล้ว +3

    এতো সুন্দরও মানুষের কন্ঠ সুর হয়!অভিনন্দন জনম জনমের।

  • @treasurybackofficemanager1734
    @treasurybackofficemanager1734 ปีที่แล้ว

    আমি ছোট বেলায় নিনা হামিদের গান মন দিয়ে শুনতাম।আজও শুনি।এমন করে আর কেউ গাইবে না।

  • @thespokesman5345
    @thespokesman5345 7 ปีที่แล้ว +5

    সেই কালজয়ী গান.. ফোক কুইন নীনা হামিদ'এর গলায়। সিম্পলি, লা জওয়াব। এই গানের ভিডিওটি কত সালে বিটিভি'তে প্রচার হয়েছিলো জানতে পারি?

  • @SohelRana-p8l2b
    @SohelRana-p8l2b ปีที่แล้ว

    মনোমুগ্ধকর, কলিজা ঠান্ডা করার মতো একটি গান❤

  • @dr.shafiqulislam2928
    @dr.shafiqulislam2928 2 ปีที่แล้ว +7

    Incredible. Our sweetest songs are those that tell of saddest thoughts.

  • @mdmohiuddin8827
    @mdmohiuddin8827 6 ปีที่แล้ว +1

    গানটি অনেক সুনদর।আপু তুমি সারা জীবন আমাদের মাঝে বেচে থাকবে......মহিউদদীন সৌদি আরব....

  • @abujashimuddin488
    @abujashimuddin488 6 ปีที่แล้ว +9

    অসাধারণ এই গানটি যতই শুনি তত্ই শুনতে মন চাই।

  • @MohammadYousuf-n9x
    @MohammadYousuf-n9x 2 หลายเดือนก่อน

    A Genius Singer & an Excellent Melodious Song- touches the inner heart. May Allah keep u in eternal peace.

  • @osmangoniroyal4715
    @osmangoniroyal4715 7 ปีที่แล้ว +24

    বাংলাদেশের গ্রাম বাংলার এক অপূর্ব সুরলা কন্ঠের অধিকারনিী এই সম্পদ থাকলে তাকে নতুন করে মিডিয়ানে আনা উচিৎ

  • @BanglaSahityoCharcha
    @BanglaSahityoCharcha 2 ปีที่แล้ว

    অসাধারণ একটি বাংলা গান। 💐খুব ছোটবেলায় রেডিওতে প্রচারিত গানটি শুনেছি। সেই হারানো দিনের স্মৃতি মনে করিয়ে দিলেন।💐💝

  • @kakulid7286
    @kakulid7286 4 ปีที่แล้ว +8

    नीना हामीद कि गाना बहुत ही सुन्दर है .
    उनकी गले मे जादू है . संचमुच चमतकार . very nice 👌 songs 👍👍👍

  • @khanarif247
    @khanarif247 ปีที่แล้ว +2

    পিছেনো কথা মনে পড়ে গেলো