একটা ব্যপার দেখলাম সোহেল তাজ সাহেব রাস্তায় নামলেন তাকে সংবর্ধনা দিয়ে নেয়া হল।আর দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে যারা নেমেছেন তাদের দমন করা হল টিয়ার সেল আর লাঠি দিয়ে। বাহ বাহ বাহ।
এখানে এগুনো বা পিছানোর কোনো কিছুই নাই তবে এইসব নিজ নিজ বা পারিবারিক বা গোষ্ঠীকেন্দ্রিক দাবীগুলো প্রমান করে আমরা যা কিছু করি যা কিছু ভাবি সবই । আত্মক্রেন্দিক ।
@@mdabuabdullahnoyon6012 এইসব চেতনা দিয়ে কিচ্ছু হবে না । দরকার লজ্জা , ভয় , মানবতা, সহনশীলতা আর শ্রদ্বাবোধ। এইগুলো আজ বড় অভাব। বিশেষ করে এই বাংলাদেশে ।
আমি ভাবছিলাম তেল গ্যাস নিত্য প্রয়োজনীয় জিনিস রাস্তাঘাট মানুষ হত্যা গুম এসব বিষয় নিয়ে কথা বলবেন। দিবস নিয়ে বইসা থাকেন আপনারা প্রত্যেকদিন দশটা করে দিবস দেন কি হবে দিবস পালন করে??
এই দিবস এর দিনের কথা সিকার না করলে আপনি কৃতজ্ঞতা প্রকাশ কারি নন। সেলফিসের মতো কথা বলবেন না। ওরা ত্যাগ সিকার করেছিল বলেই আজ আমরা স্বাধীন দেশে নিস্বাস নিচ্ছি।
মনে হতেই পারে৷ গরীবের দুঃখকষ্ট নিরসন স্বয়ংক্রিয় ভাবেই হওয়া সম্ভব যদি সোহেল তাজের মত স্বচ্ছ, বিনয়ী, সাহসী ব্যক্তিত্ব রাজনীতি আসেন। গরীবের দুঃখকষ্ট নিরসনে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী তাজউদ্দীনের থাকটাও জরুরি ছিল। মূলে যদি জল না দেন যত্ন না নেন, গাছ কিন্তু বড় হবেনা। এটাই বাস্তবতা। যা হোক, আপনাদের মত অনেকেই বিভ্রান্তকর তথ্য দিতেই পারে, এমনকি দেয়েও। বিভিন্ন মতবাদে দাড়িয়ে আপনি কোনো গরীবদের উত্তরণ ঘটাবেন? মতপথ শক্ত করতে এই দাবীগুলো সূক্ষ্ম দৃষ্টিতে যৌক্তিক।
আশ্চর্য ব্যাপার দেশের উন্নয়ন নিয়ে গণমানুষের পক্ষে কোনো কথা বললেন না, নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা পণ্য সামগ্রী আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সে ব্যাপারে তিনি কোনো কথা বললেন না,
দেশের মানুষ আছে না খাইয়ে আর সে নতুন গীত গাওয়া শুরু করছে আমরাও চাই মুক্তিযোদ্ধারা প্রাপ্য সম্মান পাক এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা দরকার এই জাতির সামনে,, কিন্তু সোহেল তাজের কাছে এর থেকে আরও কিছু চাওয়ার আছে বাঙালি জাতির,, দেশের অস্থিতিশীল রাজনীতির ও দ্রব্যমূল্যের ব্যাপারে আপনার অনেক পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করি
মাথা খারাপ হয় কোন দেশে বসবাস করছেন এই ভাই।।।। বতমান পরিস্থিতি নিয়ে কথা বললে ভালো হতো৷৷৷ দ্রব্যমূল্য নিয়ে কথা বললে ভালো হতো৷৷৷ চেতনায় পেট চলে না৷৷৷ মনে হচ্ছে সাজানো নাটক
দ্রব্যমুল বৃদ্ধি নিয়ে বিরোধী দল সাধারণ জনগণ কে সাথে নিয়ে আন্দোলন করবে একজন সরকার সমর্থক কি তা করবে বুকার মতো কথা বলে তু লাভ নেই। এই ইসু নিয়ে বিএনপির উচিৎ বড় করে আন্দোলন করা এতে আপনি আমি সবাই সামিল হবো কারণ এটা আমাদের সবার দাবি।
"মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই " - চিরস্থায়ী নেতা হযরত মোহাম্মদ মোস্তফা (সা.) মহান সৃষ্টিকর্তা এক ও একক মহান সৃষ্টিকর্তার নিকট সকল হৃদয়ের প্রার্থনা একটাই সৃষ্টি পরিবারের প্রতিটি প্রানের জন্য সত্য,সুন্দর ও ন্যায়ের পৃথিবী চাই..... সৌজন্যে : মানবজাতি পরিবারের সকল মুসাফির
আপনাদের তো টাকার অভাব নেই ।তাই দ্রব্য মূল্য বৃদ্ধিতে আপনাদের কিছু হবে না ।। ঐ চেতনা না বিক্রি করে মানুষের জন্য কথা বলেন । সমসাময়িক কথা বলেন আপনাকে ভালো মানুষে হিসেবে জানি
@@rumaakter6030 তাহলে কি বলবো তুমি তুই আপনি এর সব মানে একটাই you এগুলো সম্মান এর বিষয় না আর হতে পারে ওনার ছোট আমি মনে করেছি এতো বুড়ো কাকা এখানে কি করবে কিন্তুুু আপনি একজন মহিলা হয়ে কোন সাহসে রিপ্লাই দেও ওনাকে করা প্রশ্নে আমি ওনাকে না যেনে তুমি বা আপনি হতেই পারে আপনি মহিলা আমি একজন পুরুষ আর আপনি আমাকে জ্ঞান দিতে আইসেন না অভদ্র মহিলা
@@User_is_busy-2024 বলদের মত কথা বলেন কেন? এমনে একজন বয়ষ্ক মানুষকে তুমি বলে কথা বলছেন। অন্য কেউ জিজ্ঞেস করলে নিজের ভুল না মেনে তাকে মহিলা বলে ছোট করছেন? জানতে ইচ্ছে হয় আপনার মা কি কোন মহিলা নাকি পুরুষ? তাকেও মহিলা বলে এভাবেই কথা বলেন তো? আপনি অন্য মহিলাকে সম্মান না দিলে আপনার মাকেও অন্যরা সম্মান দেবে না।
@@scprony7784 হিজলা তুমি তার কারণে তুমিএকজন পুরুষ কে সাপোর্ট না করে মহিলার থেকে পা* য়ার জন্য সাপোর্ট করতাছোছ তাহলে আমি ওনাকে করছি কিন্তুু তার বয়স তো আমি জানি না তার কি ফেসবুক আইডি নাকি যে সব লেখা থাকবে আমি জিজ্ঞেস করছি এতে কেন একজন মহিলা হয়ে পুরুষ এর বিষয়ে নাক গলাবে ওনি ও তো আমাকে চিনে না আমি যদি বলি বয়স আমার ৬০+৫=৬৫ শেষ তাইলে ওনি ও চিনে না আমি ও চিনি না তাইলে বলতে পারে কোনো একটা জবাব শেষ আর তুমি মিয়া গে মহিলার সাপোর্ট টানো
@@User_is_busy-2024 তুমি পুরুষ হয়ে কি এমন বাল ফেলাইছ যে এত বড়াই করতেছ? আর আমি হিজলা তা কি তোমার মা তোমাকে যেয়ে বলেছে? কিছু সন্তান জন্ম দিয়ে মা গালি খায়। তুমি সেই ধরনের মানুষ বুঝলা? তোমার কি ধারনা তুমি যা করতেছ ঠিক করতেছ? জানিনা কোন ডাজবিনে তোমার জন্ম যে কারনে তোমার চিন্তা ভাবনা এত আবর্জনায় ভরা। মেয়েদের সম্মান দিতে শেখ।
উনার সম্পর্কে জানেন? এজন্যই বলা হয় মূর্খদের হাতে ফোন + ইন্টারনেট গেলে যাচ্ছেতা করে। উনি ড্রাগ নেন না। ব্যায়াম বিদ। রেসলারের মতো শরীর উনার। অন্তত আগে ইউটিউবে সার্চ করেন। মানুষের চেহারা দেখে মানুষকে জাজ করেন বলেই মানসিকতা এমন।
সোহেল ভাই আসা করি কমেন্ট গুলো দেখেছেন আপনি যদি আমদের জনগন এর হন বুজতে পারবেন আপনার ভুল কোথায়, ভুল গুলো সুধ্রে কাজ করেন জনগন আপনার পাসে থাকবে ইন সাহ আল্লাহ
কেমন ভালো লোক তা তো আজ দেখা গেলো,,, অনার্থক অহেতুক কাজের দাবি করে,,,,,জনগণের চাহিদার দাবি নাই,এরা আসলে জনগণের কল্যাণ চায় না,মুখে বলে জনগণের জন্য সব কিছু করতে পারি আর কাজে দেখা গেল আজ,তারা কত টা জনগণের জন্য রাজনীতি করে!!!
স্বাধীনতার উদেশ্য আজ লুন্ঠিত! স্বাধীনতা আজ পরাধীনতার প্রতিচ্ছবি। সেই সব ইস্যু নিয়ে নামেন,, স্বাধীনতার উদেশ্য প্রতিষ্ঠিত হলে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধারা এমনিই সন্মান পাবে।
মানুষের বর্তমান এটার কোনো প্রয়োজন নাই সেটা নিয়ে বাদী তুলতেছে দেশের মানুষ কত কষ্টে আছে দ্রব্যমূল্য নিয়ে গরীব মানুষ বেচে থাকা কষ্টকর হয়ে উঠেছে ওই বিয়ষ নিয়ে যেইলোক কথা বলতে পারেনা সেই আসলে ভালো মানুষ হতে পারেনা
আসসালামু আলাইকুম মাননীয় প্রথম প্রধানমন্ত্রী ছেলে, সোহেল তাজ ভাইকে, নতুন দল সংগঠন করে, বাংলাদেশের প্রথম, এবং শেষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, আমাদের সোহেল তাজ বাইকে,
"জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করতে হবে" একথা সোহেল তাজ বলেননি। তিনি বলেছেন, "জেল হত্যা দিবসটি জাতীয় ভাবে পালন করতে হবে"। এরকম স্পর্শকাতর' বিষয়ের উপস্থাপনা নির্ভুল হওয়া উচিত।
Oshadharon ekta intelligent dabi.,this is called sohel taz.this is why the youth of this nation who are maybe political or not but everybody wants an intelligent politics.no aggressiveness,no conflict.but philosophy, chetona,identitying the national and international issues
একটা ব্যপার দেখলাম সোহেল তাজ সাহেব রাস্তায় নামলেন তাকে সংবর্ধনা দিয়ে নেয়া হল।আর দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে যারা নেমেছেন তাদের দমন করা হল টিয়ার সেল আর লাঠি দিয়ে। বাহ বাহ বাহ।
সবাইতো আর পতিতাদের নিয়ে মাঠে নামে না । তুরিন আফরোজ কেন?
Eta bangladesh
Asole ora sob omanus
Right
মনে হয় ,, কোন বড় ধরনের সরর্যন্ত
দূর্ণীতি ও দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আন্দোলন করলে ভালো হতো। ভাবতাম সোহেল ভাই দেশের মানুষের জন্য কাজ করে। ✊✊
Now you’re realising that he is working for shawwa😂
Sob roshun er ektai gowa bhabchilam uni valo kichu bolben akhon tel martr shikha geche sey o.
Ey gulo kono dabi holo,,, jokhon desher public ponner urdho muller karoney....khub kostey din japon kortese...desher ey kranti logney...amon obosthay ekjon sahoshi o honest leader k jodi ponner mullo komanor jonno andolon kortey dekhtam,, Tobey nijer family niye sey somabesey join kortam...but afsos,,, vasani , mohshin, sher-e bangla,, r moto r keo jonmo nibey na...
এখন উনি ছাগলের তিন নাম্বার বাচ্চার ভুমিকা পালন করছে
hmm eta e to chetona bebshayeder kaj
এগুলো কোন জনগুরুত্বপূর্ণ ই্স্যু না। দ্রব্যমূল্য, বেকার সমস্যা, সুশাসন, ন্যায় বিচার এগুলো দাবি হওয়া উচিৎ ছিল।
অজতা হাও হাও
এগুলো তো বিএনপি ক্ষমতায় থাকতে সু প্রতিষ্ঠিত করে গিয়েছে এখন আর নতুন করে কি করার আছে।
desher itihas apnader gurotte asbeona,karon jati-sottabodh apnader ny,hobeona hoito..
All the 3 issues are national demand. Hon'ble PM should accept it.
Islam nationalism obossoi ase amader toba guti koek paikka paa chata chara.
সবাই নিজ ধান্দায় ব্যস্ত। যাই হোক জনগণের, দেশের কল্যানে কিছুই বললেন না। দাবিগুলো মেনে নিলে বাংলাদেশ আরো ৫১ ধাপ এগিয়ে যাবে।
এখানে এগুনো বা পিছানোর কোনো কিছুই নাই
তবে
এইসব নিজ নিজ বা পারিবারিক বা গোষ্ঠীকেন্দ্রিক দাবীগুলো প্রমান করে আমরা
যা কিছু করি যা কিছু ভাবি সবই । আত্মক্রেন্দিক ।
চেতনার ধাপ ৭১ নিয়ে চিন্তা করুন। ৫১ ধাপ নিয়ে কথা বললে আমাদের পিছিয়ে থাকতে হবে
@@mdabuabdullahnoyon6012
এইসব চেতনা দিয়ে কিচ্ছু হবে না ।
দরকার লজ্জা , ভয় , মানবতা, সহনশীলতা আর শ্রদ্বাবোধ।
এইগুলো আজ বড় অভাব।
বিশেষ করে এই বাংলাদেশে ।
@@mn1896 ঠিক বলেছেন।
আমি ভাবছিলাম তেল গ্যাস নিত্য প্রয়োজনীয় জিনিস রাস্তাঘাট মানুষ হত্যা গুম এসব বিষয় নিয়ে কথা বলবেন। দিবস নিয়ে বইসা থাকেন আপনারা প্রত্যেকদিন দশটা করে দিবস দেন কি হবে দিবস পালন করে??
ঠিক
সহমত
Right
রাইট
এই দিবস এর দিনের কথা সিকার না করলে আপনি কৃতজ্ঞতা প্রকাশ কারি নন। সেলফিসের মতো কথা বলবেন না। ওরা ত্যাগ সিকার করেছিল বলেই আজ আমরা স্বাধীন দেশে নিস্বাস নিচ্ছি।
আমার কাছে মনে হয় । এটাও ধান্দা ও এক ধরনের কুরুচিপূর্ণ নাটক। গরীবের দুঃখ কষ্ট গুলো বুকের পাঁজরে তীব্র জন্তনায় রয়ে যায়
মানে মুক্তিযুদ্ধের কথা শুনেই জ্বলা শুরু হয়ে গেছে তাই না
🇬🇧😐jnmnkkkiio😇ooooo
মনে হতেই পারে৷
গরীবের দুঃখকষ্ট নিরসন স্বয়ংক্রিয় ভাবেই হওয়া সম্ভব যদি সোহেল তাজের মত স্বচ্ছ, বিনয়ী, সাহসী ব্যক্তিত্ব রাজনীতি আসেন।
গরীবের দুঃখকষ্ট নিরসনে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী তাজউদ্দীনের থাকটাও জরুরি ছিল।
মূলে যদি জল না দেন যত্ন না নেন, গাছ কিন্তু বড় হবেনা। এটাই বাস্তবতা।
যা হোক, আপনাদের মত অনেকেই বিভ্রান্তকর তথ্য দিতেই পারে, এমনকি দেয়েও।
বিভিন্ন মতবাদে দাড়িয়ে আপনি কোনো গরীবদের উত্তরণ ঘটাবেন?
মতপথ শক্ত করতে এই দাবীগুলো সূক্ষ্ম দৃষ্টিতে যৌক্তিক।
গরীবের যন্ত্রনা উপশমের মলম বিএনপির কাছে আছে তো
সোহেল তাজ একজন যোগ্যতাসম্পন্ন লোক কিন্তু কেন জানি সত্যি কথা বলতে পারে না
Kotha ta khubi jukty jukto bolsen bhai
তাইলে কেমন যোগ্য
এইসব যোগ্য লোকেরা ভীষণ ভয়ংকর।
@@afridirokon5516 অর্ধেক যোগ্য
Faltu akta lok
বীরদর্পে এগিয়ে যান বাংলার শত কোটি জনতা অবশ্যই অবশ্যই আপনার পাশে আছে এবং থাকবে ।
আশ্চর্য ব্যাপার দেশের উন্নয়ন নিয়ে গণমানুষের পক্ষে কোনো কথা বললেন না, নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা পণ্য সামগ্রী আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সে ব্যাপারে তিনি কোনো কথা বললেন না,
আরে ভাই সে ও নীতি বিক্রিত একজন মানুষ সেটাই প্রমাণ করলো
He 2 din por por aisa natok kore vai
sobi dalali
এগুলো দিয়ে মানুষের পেঠ ভরবে না মশাই। কুমড়ানী খেয়ে মানুষের পেঠ ভরে না বেগুনি কিভাবে খেতে পারে সে জন্যে রাস্তায় নামুন।
দাম.তো.রাই.বারাইস
সোহেল তো আজকে স্বাগতম জানাই তুমি অনেকদিন পরে দেশে মাটিতে পা রাখছেন দেশের জন্য কাজ করতেছেন দেশের জনগণের জন্য অনেক কাজ।
সোহেল তাজ কে একজন ভালো মানুষ বলে মনে করতাম। আসলে যে লাউ সে কদু
Right
Right
কেন ভাই একজনের রাজনৈতিক আদর্শ থাকতেই পারে।
Via onader sob aki nauer maji...rosuner gora sob ak
@Alam Alam না জয় খুব্বই ভাল্লো
তরুন্যের রাজনীতির প্রতীক
সোহেল তাজ 💝✌️
দেশের মানুষ আছে না খাইয়ে
আর সে নতুন গীত গাওয়া শুরু করছে
আমরাও চাই মুক্তিযোদ্ধারা প্রাপ্য সম্মান পাক এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা দরকার এই জাতির সামনে,, কিন্তু সোহেল তাজের কাছে এর থেকে আরও কিছু চাওয়ার আছে বাঙালি জাতির,,
দেশের অস্থিতিশীল রাজনীতির ও দ্রব্যমূল্যের ব্যাপারে আপনার অনেক পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করি
অভিনন্দন বাংলাদেশ !!!
দুর্দান্ত বাংলাদেশ !!!
এগিয়ে চলো বাংলাদেশ !!!
মাথা খারাপ হয় কোন দেশে বসবাস করছেন এই ভাই।।।। বতমান পরিস্থিতি নিয়ে কথা বললে ভালো হতো৷৷৷ দ্রব্যমূল্য নিয়ে কথা বললে ভালো হতো৷৷৷ চেতনায় পেট চলে না৷৷৷ মনে হচ্ছে সাজানো নাটক
Ja paki hala vaag
😓😓😓
তুরা তু আন্দোলন করে পাঠিয়ে দিচ্ছ নিজে মাঠে নামেন নেমে আন্দোলন করেন। ঐ বেটার যেটা করার করবে তাতে আপনার জলে কেন।
দেশ স্বাধীন না হইলে ইউটিউব দেখা লাগত না
like bro..
প্রাণের কথাগুলো খুলে বলেছেন সোহেল ভাই। অবশ্যই বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধান মন্ত্রীকে অনুরোধ জনাচ্ছি।
বাটপারি বাদ দিয়ে,দেশের চলমান নৈরাজ্য নিয়ে কথা বলেন,তাতে জনগণের কাছে আপনার গ্রহনযোগ্যতা বাড়বে।
like..
ধন্যবাদ ❤❤❤❤
সবি ঠিক আছে কিন্তু
এভাবে ছুটি দিতে দিতে একদিন বাংলাদেশে আর কাজ করে বেতন নিতে হবে না
কাজ ছাড়াই শুধু দিবসের ছুটিতেই বেতন নিতে পারবে😭😭🙋♂️
Rajakr toy
@@mamunrahman1968 তুমি রাজাকার চিনো
@@mamunrahman1968 কথাটা কি ভুল বলেছে?
Right
বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহাসিক দল তাই স্বাধীনতা পক্ষের লোকজন আবার জেগে উঠতে সুরু করেছে ধন্যবাদ সোহেল তাজ ভাই কে।
মানুষ টিসিবির গাড়ির পেছনে দৌড়াচ্ছে, আর উনি তামাশা শুরু করেছে।
ঠিক বলেছেন,,,,
তাজ সাহেব একটা পাগল জন্ম দিয়ে গেছে,,,
😁 ঠিক, তামাশা..
দারুণ মনে মনে এটাই চেয়েছিলাম,সোহেল তাজ এর মত মানুষকে দেশের মানুষ চায়
দ্রব্য মূল্য বারছে সেসব বিষয়ে আলোচনা করা বাদ দিয়ে এরা কি পাগলামি শুরু করেছে?
দ্রব্যমুল বৃদ্ধি নিয়ে বিরোধী দল সাধারণ জনগণ কে সাথে নিয়ে আন্দোলন করবে একজন সরকার সমর্থক কি তা করবে বুকার মতো কথা বলে তু লাভ নেই। এই ইসু নিয়ে বিএনপির উচিৎ বড় করে আন্দোলন করা এতে আপনি আমি সবাই সামিল হবো কারণ এটা আমাদের সবার দাবি।
তেল মারা শিক্ষা গেছে
কথা টিক
এগুলো এই জন্যই সমাজে জায়গা না পেয়ে আসে ইউটিউবের কমেন্টে idiot morons
Right bro
আপনাকে যা ভেবেছি এখন দেখি পুরাই নাটক
ভাই ইতিহাস পড়তে পড়তে জীবনটা শেষ হয়ে গেছে তুমি আবার আসছো আমাদের স্বাধীনতার মানুষের ইতিহাস পড়াইতে
Moner Kotha bolcen
জাতীয় চার নেতায় ছিল আসল দেশপ্রেমিক।
🤣
right
দ্রব্যমূল্য, বেকার সমস্যা, সুশাসন, ন্যায় বিচার এগুলো দাবি হওয়া উচিৎ ছিল।
পাগলের প্রলাপ নিয়ে রাস্তায় নেমেছেন, সোহেল তাজ,, তিনি একজন ভালো মানুষ।
শেও একটা বাল ।
👍
"মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই "
- চিরস্থায়ী নেতা হযরত মোহাম্মদ মোস্তফা (সা.)
মহান সৃষ্টিকর্তা এক ও একক
মহান সৃষ্টিকর্তার নিকট
সকল হৃদয়ের প্রার্থনা একটাই
সৃষ্টি পরিবারের প্রতিটি প্রানের জন্য
সত্য,সুন্দর ও ন্যায়ের পৃথিবী চাই.....
সৌজন্যে : মানবজাতি পরিবারের সকল মুসাফির
আপনি ফিরে আসুন,বাংলাদেশকে উদ্ধার করুন ❤️🇧🇩
এগুলা করে যাবেন।
অন্যদিকে পন্য দ্রব্যের দাম পাহাড় সমান। সেদিকে কারো কোনা দেখার নাই।
স্বাগতম সোহেল তাজ। আপনি নতুন প্রজন্মের অহংকার।
আপনাকে যে সম্মান দিয়েছে আরো 12 বছর আগে আপনি তা মূল্যায়ন করেন নাই এখন দেখা যাক কতটুকু সম্মান পান
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু
এটা সোহেল ভাইর দাবি না এটা প্রধানমন্ত্রী তাকে দিয়ে এটা করাচ্ছেন যাতে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারেন
ছাগল
Yes
yes
এটা আপনি আপনার লোকবল নিয়ে ঘরোয়া বৈঠকের মাধ্যমে সেরে ফেলতে পারতেন।
রাজপথে কেন??????? রাজপথ হলো বিরোধীদের জন্য
🤣🤣
ধন্যবাদ সোহেল ভাই 💝💝💝
মানুষ দ্রব্যমূলোর ঊধ্বগতির জন্য মরছে আরও সালায় ফাও প্যাচাল পারছে🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ঠিক
তাজউদ্দীন পরিবারের উচিত একক রাজনীতি করা নিজেরা একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা।তাজউদ্দিন পরিবার থেকে দেশের প্রধানমন্ত্রী হওয়া।
এখনই এর এই অবস্থা, ক্ষমতায় আসলে তো সব পাঠ্যবইয়ে পৃষ্টায় পৃষ্টায় শুধু ইতিহাসের কথা থাকবে! আর এ তো আওয়ামী লীগের লোক, এরাই তো ক্ষমতায় আছে..
@@regionalbengalitaste2246 এখন এই সময়ে এই ধরনের দাবি একজন বিবেকবান মানুষের কাজ না। শুধু অবিবেচকই এমন কথা বলতে পারে বলে আমি মনে করছি..
আপনাদের তো টাকার অভাব নেই ।তাই দ্রব্য মূল্য বৃদ্ধিতে আপনাদের কিছু হবে না ।।
ঐ চেতনা না বিক্রি করে মানুষের জন্য কথা বলেন ।
সমসাময়িক কথা বলেন
আপনাকে ভালো মানুষে হিসেবে জানি
আমি জনাব সোহেল তাজের দাবিগুলো সমর্থন করছি এবং এগুলো বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কে অনুরোধ করছি ।
আমার বাবা কে১৯৭৩ সালে খুন করা হয়েছে আমি কুথায় বিচার চাইবো, আমার বাবা ও মুক্তি যোদ্দা ছিলেন
@@rumaakter6030 তাহলে কি বলবো তুমি তুই আপনি এর সব মানে একটাই you এগুলো সম্মান এর বিষয় না আর হতে পারে ওনার ছোট আমি মনে করেছি এতো বুড়ো কাকা এখানে কি করবে কিন্তুুু আপনি একজন মহিলা হয়ে কোন সাহসে রিপ্লাই দেও ওনাকে করা প্রশ্নে আমি ওনাকে না যেনে তুমি বা আপনি হতেই পারে আপনি মহিলা আমি একজন পুরুষ আর আপনি আমাকে জ্ঞান দিতে আইসেন না অভদ্র মহিলা
@@User_is_busy-2024 বলদের মত কথা বলেন কেন? এমনে একজন বয়ষ্ক মানুষকে তুমি বলে কথা বলছেন। অন্য কেউ জিজ্ঞেস করলে নিজের ভুল না মেনে তাকে মহিলা বলে ছোট করছেন? জানতে ইচ্ছে হয় আপনার মা কি কোন মহিলা নাকি পুরুষ? তাকেও মহিলা বলে এভাবেই কথা বলেন তো? আপনি অন্য মহিলাকে সম্মান না দিলে আপনার মাকেও অন্যরা সম্মান দেবে না।
@@User_is_busy-2024 তুই কি জানিস ৭১ থেকে ৭৫ পর্যন্ত কত মুক্তি জোদ্দা e দেশে খুন হয়েছে?
@@scprony7784 হিজলা তুমি তার কারণে তুমিএকজন পুরুষ কে সাপোর্ট না করে মহিলার থেকে পা* য়ার জন্য সাপোর্ট করতাছোছ তাহলে আমি ওনাকে করছি কিন্তুু তার বয়স তো আমি জানি না তার কি ফেসবুক আইডি নাকি যে সব লেখা থাকবে আমি জিজ্ঞেস করছি এতে কেন একজন মহিলা হয়ে পুরুষ এর বিষয়ে নাক গলাবে ওনি ও তো আমাকে চিনে না আমি যদি বলি বয়স আমার ৬০+৫=৬৫ শেষ তাইলে ওনি ও চিনে না আমি ও চিনি না তাইলে বলতে পারে কোনো একটা জবাব শেষ আর তুমি মিয়া গে মহিলার সাপোর্ট টানো
@@User_is_busy-2024 তুমি পুরুষ হয়ে কি এমন বাল ফেলাইছ যে এত বড়াই করতেছ? আর আমি হিজলা তা কি তোমার মা তোমাকে যেয়ে বলেছে? কিছু সন্তান জন্ম দিয়ে মা গালি খায়। তুমি সেই ধরনের মানুষ বুঝলা? তোমার কি ধারনা তুমি যা করতেছ ঠিক করতেছ? জানিনা কোন ডাজবিনে তোমার জন্ম যে কারনে তোমার চিন্তা ভাবনা এত আবর্জনায় ভরা। মেয়েদের সম্মান দিতে শেখ।
একজন মাদকাসক্ত ভালো মানুষ ।
হা হা হা হা একদম ঠিক কথা বলেছেন
Ki faltu kotha bolen. Uni addicted na
উনার সম্পর্কে জানেন? এজন্যই বলা হয় মূর্খদের হাতে ফোন + ইন্টারনেট গেলে যাচ্ছেতা করে।
উনি ড্রাগ নেন না। ব্যায়াম বিদ। রেসলারের মতো শরীর উনার। অন্তত আগে ইউটিউবে সার্চ করেন। মানুষের চেহারা দেখে মানুষকে জাজ করেন বলেই মানসিকতা এমন।
🤣🤣🤣
@@apukhan423 এটা ওই মাদক না। এটা স্বার্থনীতির মাদক... 🤣
জনগণের জন্য একটা কথা নাই, যতসব পাগলের মেলা
সোহেল ভাই আসা করি কমেন্ট গুলো দেখেছেন
আপনি যদি আমদের জনগন এর হন
বুজতে পারবেন আপনার ভুল কোথায়,
ভুল গুলো সুধ্রে কাজ করেন জনগন আপনার পাসে থাকবে ইন সাহ আল্লাহ
নিত্যদিনের বাজারে হাহাকার তা কিছুই বলেননি।
ধন্যবাদ সোহেল ভাই।
তাকে খুব ভালো বুদ্ধিমান জানতাম।
কিন্তু তার এই অহেতুক মার্কা দাবী আমার কাছে নিতান্তই হাস্যকর😃
Jara sadenota berode ai dabe tader kache ahetok mone hobe
Alhamdulillah Amin thanks ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ all joy Bangla
তিনটার কোনটাই জনগুরুত্ব পূর্ন দাবী না দেশে বর্তমান অনেক জনগুরুত্ব পূর্ন দাবী ছিল সেগুলোর পাশাপাশি এই দাবীগুলো করলে আপনি জনগনের কাছে অনেক সমাদৃত হতেন ।
বর্তমান পরিস্থিতিতে সোহেল তাজের যদি আলোচনায় আসার ইচ্ছা ছিলো তাহলে আরো গুরুত্বপুর্ণ বিষয় ছিলো।
এতে সাধারণ জনগণের কি উপকার হবে যেখানে সাধারণ জনগণ তিনবেলা খেতে কষ্ট হচ্ছে
যাদের শিক্ষা আর যোগ্যতা নেই তাদের
এগুলো এই জন্যই সমাজে জায়গা না পেয়ে আসে ইউটিউবের কমেন্টে idiot morons
সোহেল তাজ♥️♥️♥️♥️♥️
হায়রে.... দ্রব্যমূল্যের দাম বাড়ায় দেশের মানুষ বর্তমান খুব কঠিম অবস্থায় আছে। এগুলা নিয়ে কেউ দাবি জানায় না।
দারুন প্রস্তাব, তবে এর সাথে সাথে বেকার সমস্যা, দুর্নীতি ও অন্যান্য রাষ্ট্রীয় সমস্যা তুলে ধরতে হবে৷
তাজউদ্দীন আহমেদের ছেলে হিসেবে নয়, আপনি আওয়ামী লীগ এটাই আপনার পরিচয়। নতুন কিছু আশা করেছিলাম।
গনতন্ত্র নিয়ে উনি কথা বলেন না কেনো?দ্রব্যমুল্যের উর্ধগতিতে জনগনের নাভিশ্বাস উঠেছে,,এটার জন্য তো ওনাকে রাজপথে দেখলাম না।এটা খুবই দুঃখজনক
বিশ্ব মূল্য স্পিতি উর্দু গতি বাংলাদেশে কি ভাবে কমাবে ভাই
দ্রব্যমূল্যের ব্যাপারে উনার কোন দাবী নেই।
তাই উনার দাবী গুলো জনসম্পৃক্ত না হওয়ায় তার সব দাবী প্রত্যাখ্যান করলাম।
নূতনভাবে রাজনীতিতে ফিরে আসুন। সমস্ত বাংগালী অপেক্ষায়। শুভ কামনা আপনার জন্য।
দেশের বর্তমান পরিস্থিতিতে এগিয়ে আসুন
সেলুট সোহেল তাজ ভালো মানুষ
সোহেল তাজ একজন ভাল লোক,,,,
এমন ভাল লোক যে ভাবায় যায় না
পিলখানায় বিডিআর হত্যা সাথে জড়িত
No
ভালো লোক আওয়ামী লীগ এ নাই
no
কেমন ভালো লোক তা তো আজ দেখা গেলো,,, অনার্থক অহেতুক কাজের দাবি করে,,,,,জনগণের চাহিদার দাবি নাই,এরা আসলে জনগণের কল্যাণ চায় না,মুখে বলে জনগণের জন্য সব কিছু করতে পারি আর কাজে দেখা গেল আজ,তারা কত টা জনগণের জন্য রাজনীতি করে!!!
এটা কোনো দাবি হলো,,,সরকার ত এই দাবি গুলোই শুনতে চাই😀😀😀৷ আমি ভাবছিলাম জনগণের জন্য কোনো দাবি
😂
এত ভাল মানুষ বলিয়েন না পিলখানায় সেনা হত্যা অনিওয় সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন
@Dr. Abul Hasan Azad আপনার তথ্য ভুল,, স্বরাষ্ট্র মন্ত্রী দায়িত্ব ছিলেন সাহেরা খাতুন।
@Dr. Abul Hasan Azad সোহেল তাজ ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
সোহেল তাজ ভাইয়ের সে দাবিগুলি পূরণ করা হোক আমরা জনগণ একমত বঙ্গবীর তাজ উদ্দিন আহমেদের সাথে চার নেতার সে দাবি পূরণ করা হোক ❤❤❤❤❤❤❤❤❤❤
৪ নেতা সম্পর্কে কোন বইয়ে লেখা হয়েছে? খালি এক পিতা নিয়েই বাংলা বই,সমাজ বই,ইংরেজি ইত্যাদি সকল বইয়ের অন্তর্ভুক্ত 😂😂
===== নবীর শা্ন=======
♥____ওগো প্রভু মোহাম্মদ,,আপনি দিলেন পরম আনন্দ,,!!
আমি অধম লোভী,,আপনাকে দিলাম জগন্য এক অরন্য,,!!
ওগো ইয়া মোহাম্মদ,,আপনি দিলেন শান্তি ও প্রেমওলীলা,,!!
আমি অধম পাপী,,আপনাকে দিলাম যাতোনা ও অবহেলা,,!!
ওগো ইয়া দয়াল নবী,,আপনি দিলেন জীবনও আকৃতি,,!!
আমি মহা পাপী,,আপনাকে দিলাম অশান্তি ও বিকৃতি,,!!
ওগো ইয়া রাসূল পাঁক,,আপনি উম্মতের জন্য পাগল,,!!
আমি পাপীষ্ট নরকের কীট,,দুনিয়ার জন্য পাগল,,!!
ওগো দয়াল রাসূল পাঁক,,আপনি শাফায়াতের কান্ডারী,,!!
আমি অধম লোভী পাপী,,কি হবে গো দয়াল সেই দিন হাশরের দিন,,!!
ওগো মহান রাসূল,,আপনি জৌতিরও আলো নূরেরও কান্ডারী,,!!
আমি মহাপাপী,,সেইদিন আপনার চরণতলে একটু ঠাই হবে কি,,!!
ওগো প্রভু মোহাম্মদ,,আপনি মহান দয়ালু দয়ার সাগর,,!!
আমি পাপী জাহান্নামি,,মন তোর লজ্জা থাকলে কেমনে চরনের আশা করবি,,!!
ওগো প্রভু মোহাম্মদ,,,,আপনি মহান ধৈর্যবান শান্তিপ্রিয় নূরনবী,,!!
আমি পাপী তাপী,,মন সেইদিন আপনার চরণদূলি পাওয়ার সাহস হারিয়ে ফেলেছি_________
♥জয় গুরু___আলেক সাঁই _________===
____________________________♥একান্তমত
এইসব দাবি জনগণের কোনো কাজে আসবে না। জনগণের দাবি দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখা। দয়া করে জনগণের কিছু দাবি তুলে ধরুন।
ধন্যবাদ ভাই
সোহেল তাজ ভাইয়ের ভয় নাই আমরা আছি আপনার সাথে ❤❤❤
অলিওলি বাবারে
স্বাধীনতার উদেশ্য আজ লুন্ঠিত! স্বাধীনতা আজ পরাধীনতার প্রতিচ্ছবি। সেই সব ইস্যু নিয়ে নামেন,,
স্বাধীনতার উদেশ্য প্রতিষ্ঠিত হলে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধারা এমনিই সন্মান পাবে।
দেশে এখন রাজতন্ত্র। আইন নেই বিচার নেই। এই হলো স্বাধীন দেশ।
তোমার এ দেশ ভালো না নাগলে অন্য দেশে চলে যা
রাইট ১০০% সত্যি ভাই বাংলাদেশকে ভালো না লাগলে অন্য দেশে গেলেই আমার মনে হয় আপনি ভালো থাকবেন ভেবে দেখেন বিষয় টা আপনার জন্য ভালোই হবে বোধহয়
এগিয়ে যান প্রিয় নেতার প্রিয় পুত্র।তাজউদ্দীন আহমেদ ছিলো আছেন থাকবেন
মানুষের বর্তমান এটার কোনো প্রয়োজন নাই সেটা নিয়ে বাদী তুলতেছে দেশের মানুষ কত কষ্টে আছে দ্রব্যমূল্য নিয়ে গরীব মানুষ বেচে থাকা কষ্টকর হয়ে উঠেছে ওই বিয়ষ নিয়ে যেইলোক কথা বলতে পারেনা সেই আসলে ভালো মানুষ হতে পারেনা
আসসালামু আলাইকুম মাননীয় প্রথম প্রধানমন্ত্রী ছেলে, সোহেল তাজ ভাইকে, নতুন দল সংগঠন করে, বাংলাদেশের প্রথম, এবং শেষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, আমাদের সোহেল তাজ বাইকে,
দ্রবমূল্য উর্ধগতি নিয়ে রাজপথে নামলে হয়তো তিনি আরো সাধারণ মানুষের কাছে যেতে পারতেন। গরিব মানুষের জীবন যাপন দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।
এগিয়ে জান
"জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করতে হবে" একথা সোহেল তাজ বলেননি। তিনি বলেছেন, "জেল হত্যা দিবসটি জাতীয় ভাবে পালন করতে হবে"। এরকম স্পর্শকাতর' বিষয়ের উপস্থাপনা নির্ভুল হওয়া উচিত।
ধন্যবাদ,,,দাদা।
পারলে বর্তমান সমস্যা নিয়ে কথা বলেন।
আমাদের প্রবাসীর এক দাবী প্রতি টা মসজিদ সরকারি করা হোক ۔ও মসজিদের হোজুরের বেতন সরকারি করা হোক
সোহেল ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা তোমাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই
Jago Bangladesh jago
আবার নাটক হায়রে তেল বাজ৷ এগুলো কোন বিষয় নয়৷
জনাব আসছালামু আলাইকুম । জনাব সোহেল তাজ সাহেব কে ।
ধন্যবাদ ।
আল হামদুলিল্লাহ্...প্রিয় ভিউয়ার্স আপনাদের ভালবাসায় ইসলামিক চ্যানেলটি এগিয়ে যাচ্ছে।আপনাদের একান্ত সাপোর্ট ও আল্লাহর রহমত নিয়ে অনেক দূর এগিয়ে যাবো ইনশা আল্লাহ্🌷🌷🌹🌻🌻
Good luck ❤❤❤
মানুষ মরে না খেয়ে.... আর....
তুই শালায় এখনো মরিস নায়
People's movement May kindly be organized against the enemies of our motherland beloved Bangladesh . Joy Bangla . Joy bangabandhu .
বাংলাদেশের ইতিহাস তো পরিবর্তনশীল।
অভিনন্দন দোয়া ও শুভ কামনা রইলো
ভাবছিলাম মানুষের কথা বলবেন মানুষ সমাসোক্তি আছে এইগুলা নিয়ে অথচ বললেন ধন নিয়া কথা
কেন মুক্তিযোদ্ধাদের কথা বলায় নিচে চুলকায় । পাকিস্তানের জারজ,,,
সোহেল ভাই খাদ্যের বাজার নিয়ে কিছু করেন এত দাম দিয়ে আমরা কিনে খেতে আর পারছি না।
ফালতু
Thanks
স্যার আপনার আন্দলোনকে মন থেকে সমর্থন করছি। এগিয়ে যান আপনি আমরা আপনার সাথে আছি।।
মুক্তিযোদ্ধাদের যথেষ্ট পরিমাণে সম্মান দেওয়া উচিত সবাইকে।। মুক্তিযোদ্ধাদের অবদানে আজ আমরা বাংলা ভাষা কথা বলতেছি স্বাধীন ভাবে চলতেছি।
Joy Bangla ❤️❤️❤️❤️
বর্তমান সংকট নিয়ে কাজ করেন, দেশ ও জাতি উপকৃত হবে !
" জনগন এগুলো বুঝে "
Oshadharon ekta intelligent dabi.,this is called sohel taz.this is why the youth of this nation who are maybe political or not but everybody wants an intelligent politics.no aggressiveness,no conflict.but philosophy, chetona,identitying the national and international issues