প্রতিভা প্রকাশ লেখক সম্মিলনে বক্তব্য রাখছেন- গবেষক ড. ইয়াহ্ইয়া মান্নান ।। Eahea Mannan
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩ মে ২০২৪, শুক্রবার, দিনব্যাপী বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
লেখকদের এ মিলনমেলায় সেমিনার, সাহিত্য পুরস্কার ও ছড়া-কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। সারাদেশ থেকে আগত খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকগণ এই লেখক সম্মিলনে অংশগ্রহণ করেছেন।
লেখক সম্মিলনে অতিথি হিসেবে বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন- লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক, শিশুসাহিত্যিক আনজীর লিটন, কবি ও কথাসাহিত্যিক ঝর্না রহমান, বাংলা ভিশন-এর প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিক, শিশুসাহিত্যিক রহীম শাহ, কবি ও শিক্ষাবিদ দিলারা হাফিজ, কবি ও গবেষক ড. তপন বাগচী, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, শিশুসাহিত্যিক আহমেদ জসিম, শিশুসাহিত্যিক আসলাম সানী, কথাসাহিত্যিক মাহফুজুর রহমান, প্রকাশক আলমগীর সিকদার লোটন, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লি.-এর সিইও মো. শাহ জামাল হাওলাদার, প্রতিভা প্রকাশ-এর প্রকাশক মঈন মুরসালিন।
সারাদেশ থেকে যেসব নিবন্ধিত লেখকগণ অংশ নিয়েছেন তারা হলেন- শ্যামলী কর্মকার, আবিদ হান্নান, ইফতেখার শিবলী, দয়াল ফারুক, সাগর আহমেদ, রাশিদুল হাসান বাচ্চু, মুশফিকা মোশাররফ, মহিউদ্দিন শিবলী, নজরুল ইসলাম মন্ডল, শামিমা সিরাজী সুমি, পলি রহমান, তাহমিনা শিল্পী, সায়েফ সুফল, রিবা সুলতানা, মাহবুবা ফারুক, শারাবান তহুরা, সুমন সুবহান, অমিত সরকার, রতন আলী, আর্শিনা ফেরদৌস, দারুস সালাম মাসুদ, শামীমা ইয়াসমিন, ফরহাদুজ্জামান শেখ, আদনান ফারাবী, জান্নাত তায়েবা, তাসরিবা খান, আহমাদ স্বাধীন, হালিম নজরুল, বিপুল প্রিয়, মাহবুব রুমন, কাব্য কস্তা, দীন মুহাম্মদ, নাসরীন তাহের, শেখ নাজনীন, সালমা সুলতানা, মনির হোসেন জীবন, সাইকা আলম, শামছুন নাহার, ড. শাহনাজ পারভীন, শাহনাজ পারভীন মুক্তি, আলমগীর খোরশেদ, এস আফরোজ, এম. আব্দুল কাইয়ুম, সি এম শাহীন, রাবেয়া রুবি, সারওয়াৎ জাবীন লুবনা, আহমেদ মোস্তফা ফয়সাল, কলি চক্রবর্তী, সিরাজ উদ্দিন শিরুল, আহমেদ জসিম, নজরুল ইসলাম খান, আউলিয়া পারভীন, শাহানারা স্বপ্না, নাসরীন রেখা, মাহবুবুল আলম মহব্বত, শেখ বারী, গোলাম নবী পান্না, সুরাইয়া চৌধুরী, নাজমুছ সাদাৎ নোমান, নেপাল সূত্রধর চয়ন, আনোয়ার হোসেন, সরকার জাহিদুল ইসলাম, রফিক আনম, পুস্পিতা রায়, কল্পনা দাস, সাঈদ মাহবুব, নিয়ামুল বারী, সবুজ ইসলাম, আজিম সৈয়দ, কুসুম তাহেরা, শেলী সেলিনা, সুপান্থ মিজান, ফিরোজ আহমেদ বাবুল, সুপদ বিশ্বাস, আবু রাসেল, পৃথ্বীশ চক্রবর্তী, ইমরান পরশ, ফারজানা পরী, বিপ্লব মোহন চৌধুরী, আকাশমণি, আশ্রাফ বাবু, সোনিয়া তাসনিম, রুবেল হাবিব, পুলিন রায়, সুফিয়ান আহমদ চৌধুরী, সেলিনা আক্তার সেলিনা, মুহাম্মদ ইসহাক, শিমুল পারভীন, মেহেদী হাসান ইমন, মোহাম্মদ শাহজামান, মনিরুজ্জামান তুহিন, মফিদুল ইসলাম, শামীম হাসনাইন, বিটন বড়ুয়া, নূর মোহাম্মদ, মোহাম্মদ শাহজাহান, সিফাত চাখারী, সৈয়দ কামরুল হাসান, আবুল বাশার বাচ্চু, উম্মে হাবিবা কনক, মুস্তাফা ইসলাহী, শ. ম. ওয়াহিদুজ্জামান, তাহমীদ আবরার, এম কামরুজ্জামান, আশেক জুনায়েদ, মুহাম্মদ মনিরুল হক, সৈকত রায়হান, শাহনাজ মাহামুদা জেবা, সাইদ খোকন নাজিরী, মশিউর রহমান দুর্জয়, সেলিনা আখতার, নাজিমউদ্দিন রুম্মান, সোহাগ পারভেজ, ড. ইয়াহইয়া মান্নান, আফরোজা আক্তার, হাসিনা সাঈদ মুক্তা, আয়শা হোমায়রা মুক্তা, কাজল মাস্টার, শেখ বিপ্লব হোসেন, আসমান আলী, কানিজ ফাতেমা, বাপ্পি সাহা, আবুল খায়ের নাঈমুদ্দীন, সিয়াম আহমেদ, আশিকুর রহমান স্বাধীন, জহুরুল হক সুমন, নজমুল ইসলাম খসরু, সৈয়দ শাকিল আহাদ, নুরুন্নাহার ডলি, মোহাম্মদ আনিছুর রহমান, অধরা আলো, নাজনীন শুভ্র, ফখরুল হাসান, মানিক চক্রবর্তী, শারমিন সুলতানা রীনা, আরিফা রহমান, সাজেদা সুলতানা কলি, মিনা ফারুক, আমেনা খানম, কাজী আনারকলি, রুহুল আমিন, গাজী আবু হানিফ, ডরিন আহম্মেদ, রিনা রহমান, সুপ্রীতি বিশ্বাস সুস্মি, এস এম সাথী বেগম, বাবলু মওলা, মোহাম্মদ মোশতাক চৌধুরী, মোঃ সোয়াইব ভুইয়া, মোহাম্মদ আরিফ, সিরাজিয়া পারভেজ, নাফে নজরুল, নাদিরা খানম, মাহবুবা চৌধুরী, রুনা তাসমিনা, সুলেখা আক্তার শান্তা, আমিনা সুলতানা সানজানা, মো. শামীম মিয়া, পারভীন শাহনাজ। পশ্চিমবঙ্গ থেকে অংশ নিয়েছেন- বন্দনা পাল, চৈতালি রায়।
সাহিত্য ও সংস্কৃতির সহযাত্রী প্রতিভা প্রকাশ গ্রুপে সবাইকে স্বাগতম।
প্রতিভা প্রকাশ শুধু একটি প্রকাশনা প্রতিষ্ঠানই নয়, একটি সাহিত্য সংগঠনও। নিয়মিত সাহিত্য সভার পাশাপাশি বই ও সাহিত্য নিয়ে নানা মুখি কর্মসূচি নেওয়া হয়ে থাকে।
সময়ের ধারাবাহিকতায় প্রতিভা প্রকাশ ফেসবুক গ্রুপে নিয়মিত আয়োজন হয় কবির কণ্ঠে কবিতা পাঠ। আমাদের সকল ভিজ্যুয়াল কার্যক্রম প্রদর্শনের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে “প্রতিভা প্রকাশ ইউটিউব চ্যানেল”। সাবক্রাইব করে সাথেই থাকুন।
প্রতিভা প্রকাশ যোগাযোগ : +88 01710 320 861, 01779 823 205
প্রতিভা প্রকাশ’ গ্রুপ লিংক
/ 35100. .
‘প্রতিভা প্রকাশ’ পেইজ লিংক - প্রতিভা প্রকাশ protiva prokash
প্রতিভা প্রকাশ’ ফেসবুক লিংক
/ anandapublic. .
#recitation, #কবির_কণ্ঠে_কবিতা_পাঠ, ‘#প্রতিভা_প্রকাশ’ , #কবিতা, #banglakobitaabritti, #Bengali_Poetry, #আবৃত্তি, #আবৃত্তিশিল্পী, #বাচিকশিল্পী, #আবৃত্তিকার, #ছড়া,