এ কেমন ভ্রান্তি আমার ! এলে মনে হয় দূরে স’রে আছো, বহুদূরে, দূরত্বের পরিধি ক্রমশ বেড়ে যাচ্ছে আকাশ। এলে মনে হয় অন্যরকম জল হাওয়া, প্রকৃতি, অন্য ভূগোল, বিষুবরেখারা সব অন্য অর্থবহ- তুমি এলে মনে হয় আকাশে জলের ঘ্রান। হাত রাখলেই মনে হয় স্পর্শহীন করতল রেখেছো চুলে, স্নেহ- পলাতক দারুন রুক্ষ আঙুল। তাকালেই মনে হয় বিপরীত চোখে চেয়ে আছো, সমর্পন ফিরে যাচ্ছে নগ্ন পায়ে একাকী বিষাদ- ক্লান্ত করুণ ছায়ার মতো ছায়া থেকে প্রতিচ্ছায়ে। এলে মনে হয় তুমি কোনদিন আসতে পারোনি.. কুশল শুধালে মনে হয় তুমি আসোনি পাশে বসলেও মনে হয় তুমি আসোনি। করাঘাত শুনে মনে হয় তুমি এসেছো, দুয়ার খুল্লেই মনে হয় তুমি আসোনি। আসবে বললে মনে হয় অগ্রিম বিপদবার্তা, আবহাওয়া সংকেত, আট, নয়, নিম্নচাপ, উত্তর, পশ্চিম- এলে মনে হয় তুমি কোনদিন আসতে পারোনি। চ’লে গেলে মনে হয় তুমি এসেছিলে, চ’লে গেলে মনে হয় তুমি সমস্ত ভূবনে আছো।
এক প্রেমিককে বুঝনো হয়েছে.. _যে প্রেমে কখনো ছিলনা চুম্বন_ _ছিলনা কোনো বোষ্টুমি, শুধু ছিল তোমাকে নিয়ে প্রতীক্ষমান কল্পনা_ _হাজারো বছর তোমার কাছে এসেছি হাজারো বছর তোমার চুলের গন্ধ, কাজল মাখা চোখ দেখেছি_ _দেখেছি শাড়িপড়া স্নিগ্ধ দেহ_ _আজো আমি তোমার প্রতীক্ষায়_ _আজো আমি তোমাকে অসম্ভব রকম ভালোবাসি_ _কিন্তু তোমাকে কখনো বলিনি "আমি তোমার ভালোবাসি"_
কি শ্রুতিমধুর কন্ঠস্বর!
হৃদয় জুড়ানো মনোমুগ্ধকর আবৃত্তি।
এ কেমন ভ্রান্তি আমার !
এলে মনে হয় দূরে স’রে আছো, বহুদূরে,
দূরত্বের পরিধি ক্রমশ বেড়ে যাচ্ছে আকাশ।
এলে মনে হয় অন্যরকম জল হাওয়া, প্রকৃতি,
অন্য ভূগোল, বিষুবরেখারা সব অন্য অর্থবহ-
তুমি এলে মনে হয় আকাশে জলের ঘ্রান।
হাত রাখলেই মনে হয় স্পর্শহীন করতল রেখেছো চুলে,
স্নেহ- পলাতক দারুন রুক্ষ আঙুল।
তাকালেই মনে হয় বিপরীত চোখে চেয়ে আছো,
সমর্পন ফিরে যাচ্ছে নগ্ন পায়ে একাকী বিষাদ- ক্লান্ত
করুণ ছায়ার মতো ছায়া থেকে প্রতিচ্ছায়ে।
এলে মনে হয় তুমি কোনদিন আসতে পারোনি..
কুশল শুধালে মনে হয় তুমি আসোনি
পাশে বসলেও মনে হয় তুমি আসোনি।
করাঘাত শুনে মনে হয় তুমি এসেছো,
দুয়ার খুল্লেই মনে হয় তুমি আসোনি।
আসবে বললে মনে হয় অগ্রিম বিপদবার্তা,
আবহাওয়া সংকেত, আট, নয়, নিম্নচাপ, উত্তর, পশ্চিম-
এলে মনে হয় তুমি কোনদিন আসতে পারোনি।
চ’লে গেলে মনে হয় তুমি এসেছিলে,
চ’লে গেলে মনে হয় তুমি সমস্ত ভূবনে আছো।
চ’লে গেলে মনে হয় তুমি এসেছিলে,
চ’লে গেলে মনে হয় তুমি সমস্ত ভূবনে আছো।..................
রুদ্র হলো ভালোবাসার প্রতীক | আর অসাধারণ কণ্ঠ, বারবার শুনেও শুনবার ইচ্ছে মেটেনা, মন ছুঁয়ে যায়...
অশেষ ধন্যবাদ।
কবি রুদ্র আর আপনার কবিতা পাঠ.... কি অসাধারণ যুগলবন্দী .... !
অসম্ভব ভালোলাগার একটি কন্ঠস্বর। অসাধারণ ।
অশেষ ধন্যবাদ।
💝💝
অশেষ ধন্যবাদ।
অসাধারন কবিতা
আন্তরিক ধন্যবাদ।
নাজমূল ভাই কি বলব আমি ভাষ পাই না আপনার কবিতা জন্য আমি গান সোনা ছেরে দিয়েছি।
অসাদারন আবৃওি
অনেক অনেক অনেক ধন্যবাদ। জয় হোক।
অসাধারণ 🖤🖤
অপূর্ব
খুব ভালো লেগেছে।
সুন্দর
আন্তরিক ধন্যবাদ।
মনে সব কথাগুলোই তোমার জন্য।
ধন্যবাদ।
Osadharon
অসাধারণ আবেশ!
অশেষ ধন্যবাদ।
আপনার কন্ঠে কবির আরো কবিতা চাই
আন্তরিক ধন্যবাদ।
আমার অনুভুতি 💔
ধন্যবাদ।
রাহুর প্রেম কবিতাটির আবৃত্তি শুনতে চাই।
চমতকার
অশেষ ধন্যবাদ।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
অনেক দেরি করে ফেলেছি
অশেষ ধন্যবাদ।
এ কেমন ভ্রান্তি আমার - রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
ধন্যবাদ।
♥
ধন্যবাদ।
অসাধারণ
ধন্যবাদ।
কবিতাতো নয় যেন বেঁচে থাকার রসদ ....
আবৃত্তিকে কণ্ঠে ধারণ করে কবিতায় বাঁচি....ভালো থাকুন...সৃজন আনন্দে
Jano Tumi Na Recite korle eto darun lagto na ....dhonnobad tomake
অনেক ধন্যবাদ।
তুমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?
কেউ একজন একটু ব্যাখ্যা করে লিখবেন প্লিজ!
এক প্রেমিককে বুঝনো হয়েছে..
_যে প্রেমে কখনো ছিলনা চুম্বন_
_ছিলনা কোনো বোষ্টুমি, শুধু ছিল তোমাকে নিয়ে প্রতীক্ষমান কল্পনা_
_হাজারো বছর তোমার কাছে এসেছি
হাজারো বছর তোমার চুলের গন্ধ, কাজল মাখা চোখ দেখেছি_
_দেখেছি শাড়িপড়া স্নিগ্ধ দেহ_
_আজো আমি তোমার প্রতীক্ষায়_
_আজো আমি তোমাকে অসম্ভব রকম ভালোবাসি_
_কিন্তু তোমাকে কখনো বলিনি "আমি তোমার ভালোবাসি"_
_এখন বলুন এখানে "তোমাকে" দ্বারা কি বোঝানো হয়েছে?
নেহাৎ এক প্রেমিককে বোঝানো হয়েছে। ঠিক তেমনি ওই কবিতাটাতেও বোঝানো হয়েছে।_
অসাধারণ
অশেষ ধন্যবাদ।