This comment is very insulting! Educated people cannot tell like this. Mr. Salimullah is an intelligent person and it does not mean that other participants do not match with him so far as education is concerned. Please refrain from commenting like this undermining others.
সলিমুল্লাহ্ স্যার এই আলোচনায় চারটি টার্ম বলেছেন। যথাক্রমে- Epiphenomenon , Enlightenment , Plagiarist এবং সবশেষটি ছিল জার্মান Trauerspiel ইংরেজীতে তিনি যাকে বলেছেন mourning play
যা বুঝলাম শাহরিয়ার কবির চরম ইসলামী সংস্কৃতির বিরোধী।তার পরেও তার জন্য দোয়া রাখি আল্লাহ তাকে সুপথ দান করুক।আর কারও না বলা সত্যটা তুলে ধরার জন্য সলিমুল্লাহ স্যারকে ধন্যবাদ।
ধর্মান্ধতা, কুসংস্কার, উগ্রতা বারবার জন্ম নিবে মুসলিম সমাজে। একইসাথে মুসলিম ও প্রগতিশীল হওয়া সম্ভব না। কারণ, ইসলামের জন্মদাতা নবী মুহাম্মদই সবচেয়ে বড় জঙ্গি। পাকিস্তানের আর্মিদের কাছে কেন বাঙালি নারীদের ধর্ষণ করাটা অন্যায় মনে হয়নি ? কারণ, তারা মুহাম্মদকে follow করছে। মুহাম্মদ যুদ্ধবন্দিনীদেরকে গণিমতের মাল হিসেবে সাহাবীদের মাঝে বন্টন করত।
@@abdullahmushfik4691 পৃথিবীতে সবাই দেখতে মানুষ হলেও কিছু মানুষ পশুর থেকেও জঘন্য।।ঠিক তেমন প্রাণীদের একজন আপনি।।কারণ হাজার হাজার বিধর্মীরা বিশ্বাস করে ইসলাম শান্তির ধর্ম সেখানে অমানুষরা ইসলাম নিয়ে প্রশ্ন তুলে।।ইসলাম শব্দের অর্থ শান্তি এটুকু যারা বুঝেনা তারা মুর্খ।।আর মুর্খের তর্ক কখনোই স্বাভাবিক নয়।।।
@@abdullahmushfik4691 না বুঝে পাগলের মতো বিলাপ করলেন ভাই, ইসলাম ধর্ম এবং নবী করিম(সা:) সম্পর্কে আপনে কিছুই জানেন নাহ। ইউটিউব এ হাহা রিয়েক্ট থাকলে আপনার কমেন্টে নির্ঘাত 1k হাহা পরতো!😑
সলিমুল্লাহর অপমান শাহরিয়ারের ক্ষেত্রে প্রযোজ্য হলেও সুলতানা কামালের ক্ষেত্রে প্রযোজ্য না এখানে। সুলতানা কামাল সলিমুল্লাহর সাথে আসলে একমতই পোষণ করেছেন এবং পরিপূরক বক্তব্য দিয়েছেন। আপনিই আসলে বুঝতে পারেন নাই।
প্রিয় Ekattor TV সমমানের আলোচক হলে অনুষ্ঠান সুন্দর হয়। আলোচকের মানের আকাশ-পাতাল পার্থক্য বাকী আলোচকদের প্রকৃত বুদ্ধি-দিপ্তি প্রকাশ করে দেয়। ভিডিও দেখুন এই ব্যাপারগুলো তাদের জন্য অস্বস্থিকর! আশা করি ভবিষ্যতে লক্ষ্য রাখবেন। আর, ডঃ সলিমুল্লাহ কে ধন্যবাদ দিয়ে ছোট করবো না।
স্যার সলিমুল্লাহ খান। আমি জানি না এতগুলো কমেন্টের মধ্যে আমার কমেন্ট আপনার চোখে পড়বে কিনা। স্যার আপনার একজন আমি ভেজালহীন ভক্ত। আপনার প্রত্যেকটা লাইন আমাকে মুগ্ধ করে, ভাবায় এবং বিভিন্ন বিষয়ে পার্থক্য বোঝায়। আপনার বক্তব্য শুনতে শুনতে আজ ৪ বছর আগে চলে গিয়েছি। খুঁজতে বেড়িয়েছি আসল ইতিহাস। স্যার আমরা বিকৃত ইতিহাস আর চাই না। সত্য জানতে চাই। যদি সত্যিই আমাদের জন্য কিছু করার থাকে তবে স্যার আপনার ধারাবাহিক লেকচার নিজ চ্যানেলে ছেড়ে আমাদের উপকৃত করুন দয়া করে। ভোটের ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের জন্য সেশন করুন ইউটিউবে। অনেক ভালবাসি স্যার। আপনাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক আরো হাজার বছর।
অনেক দিন পর টক শো টি আবার দেখছি। প্রথমত আমার কথা হলো ড. সলিমুল্লাহ খান একজন বিশিষ্ট শিক্ষাবিদ তাকে নিয়ে এসে এ অনুষ্ঠানটি একটি অনন্য মাত্রা পেয়েছে, কারণ স্যারের কথা গুলি কিন্তু অনুষ্ঠানের মূল বিষয় "বাঙালী মুসলমানদের মন"- কে সম্পূর্ণ রুপে ন্যায়বিচার করেছে। উনি যে সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন সত্যিই অসাধারণ হয়েছে। কিন্তু এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কথা বলার এই হাসি খুশি কবির এবং মুরগী কবিরকে কেন আনা হলো? তারা এ বিষয়ে কি বুঝে? যখন হোলি আর্টিজানের নারকীয় ঘটনা ঘটেছিলো তখন এদের দুইজনকে তো কোথাও দেখা যায়ইনি বরং এরা আলেম উলামাদেরকে অপমান করেছে। মাদ্রাসা শিক্ষার বিরোধী এই ব্যক্তিদ্বয় তখনও এই মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে ছিলো। আর মুরগী কবির তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণই করে নাই যার সত্যতা বঙ্গবীর কাদের সিদ্দীকি সাহেব নিশ্চিত করেছেন। এরা বুদ্ধিজীবি বা মানবাধিকারের পর্দা পরে বাংলাদেশ বিরোধী কাজ করে আসছে সবসময় এবং এই স্বাধীন বাংলাদেশ কে একটি নাস্তিক্যবাদ দেশে পরিণত করতে চায়। মুরগী কবির পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কে কিছুই জানে না এবং সে সংবিধানে "বিসমিল্লাহি রাহমানির রাহিম"- কথাটি বাদ দিতে চান এবং গত ১২ বছর ধরে তিনি এটা চেষ্টা করেই যাচ্ছে। এছাড়াও তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ এর কথা বলে নিজেই মুসলিমদেরকে আলাদা হিসেবে দেখে এবং হিন্দু সহ অন্যান্য ধর্ম গুলোকে প্রাধান্য দিয়ে আসছে। কিন্তু বাংলাদেশের ৯০% জনগণ মুসলিম সুতরাং সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে মুরগী কবির বা হাসি খুশি কবিরদের মতো Self Proclaimed বুদ্ধিজীবিদের কে ধর্মীয় সাম্প্রদায়িকতা কে উগ্রে দেয়ার চেষ্টা করার এদেরকে বিচারের আওতায় এনে রাষ্ট্র বিরোধী অপকর্ম ঘটানোর চেষ্টার দায়ে সর্বোচ্চ শাস্তি প্রদান করা উচিৎ।
কই , এটা আপনার চোখের দোষ আর শাহরিয়ারের প্রতি ক্রোধের ফল। এমন কি বলেছে ,আর সামনাসমনি ব্যক্তিগত আক্রমণ করার মত বুকের পাটা সলিমুল্লার নাই। মৃত ব্যক্তিকে বিরুদ্ধে কুৎসা রটায় ।
শাহরিয়ার কবির সাহেব খুবই প্রাঞ্জল ভাষার মাধ্যমে বুঝিযেছেন। সলিমুল্লাহ খান ও ম্যাডাম কামাল অসামান্য ব্যাখ্যা দিয়েছেন। অনবদ্য আলোচনা। এতৎ সত্ত্বেও যখন রাজনৈতিক নেতৃত্ব বুঝতে চায়না, তখন বলপ্রয়োগ ছাড়া কোনো উপায থাকে কি?
আপনাদের আন্তরিক রাষ্ট্র চিন্তা ও সত্যনিষ্ঠ আলোচনা একজন ভারতীয় হিসাবে মন ছুয়ে গেল, ভাষার প্রয়োগ চমৎকার লাগলো। আমরা তো আমাদের ভালোবাসার মানুষ নজরুল কে দিয়ে দিলাম ,কিনু কিছু লোক প্রতিবেশী শত্রুর ঘাড়ে চেপে তেরে আসে, পরিহাসের।
স্যার সলিমুল্লাহ খান, সালাম আপনাকে। আপনি সত্যিই নবাব সলিমুল্লাহ, প্রকৃত বুদ্ধিজীবীদের নবাব। আপনার জন্যই, আপনার কথা শুনতেই একাত্তর টিভির অনুষ্ঠান দেখছি, নতুবা দেখতাম না। আপনি যথাযথ বলেছেন, গোলাম মুর্শিদ এর মতো বুদ্ধিজীবি গোলামদের মানসিকতা পরিবর্তন না হলে অবস্থার পরিবর্তন হবে না। তার লেখা ৭০০/৮০০ পৃষ্ঠার "বিদ্রোহী রণক্লান্ত" বইটি পুরোটা আমি পড়েছি লকডাউনের সময়টায়। এবং পড়ে আমার ভালো লাগেনি সত্যিকার অর্থেই। তিনি নজরুলকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন। প্রথম আলো কিংবা গোলাম মুরশিদদের মতো লোকজন যে বামপন্থী এটা সন্দেহাতীত। এরা পক্ষ অবলম্বন করে লেখে। প্রথম আলোর মতো প্রথম সারির পত্রিকা আহমদ ছফাকে নিয়ে লেখে না; অথচ তারা অনেক বিদেশি অখ্যাত লোকদের নিয়ে ঘটা করে সাহিত্য পাতায় কিংবা ম্যাগাজিনে লিখে থাকে। দুঃখজনক!
তিন দিনের ফৈরা রা কি বুঝবে... সদ্য স্বাধীনতা প্রাপ্ত একটি ছোট্ট জনসংখ্যাবহুল দেশে আমেরিকার চক্রান্তে দুর্ভিক্ষ এনে শেখ মুজিবকে স্বপরিবারে হত্যা করে পুনরায় পাকিস্তানে ফিরে যাওয়ার মত সময় ও পরিস্থিতি সৃষ্টি করেছিল ঐ গুষ্ঠি........
আহা! সলিমুল্লাহ খান স্যার। আপনাকে বোঝার জন্য বাকি দুজনের আলাদা পিএইচডি করা লাগবে ❤️❤️❤️
রাইট
😀😀😀😀😀
This comment is very insulting! Educated people cannot tell like this. Mr. Salimullah is an intelligent person and it does not mean that other participants do not match with him so far as education is concerned. Please refrain from commenting like this undermining others.
সলিমুল্লাহ নিজেই একটা লাইব্রেরি,
ওনার কাছে শয়তানা কামাল আর এইসব মুরগি-টুরগির বেইল নাই 😀😀
Sotik bolesen vai
ডাঃ সলিমুল্লাহ খান স্যার কে আল্লাহ নেক হায়াত দান করুন।
Amin
Amin
@@FaisalAhmed-xv6zb
চুদামিন।
@@sahalkhan2880
চুদামিন ।
চুদাল্লাহ ।
ডক্টর সলিমুললাহ খান সারের যুক্তি উপস্থাপন অপূর্ব, বিশ্লেষন অসাধারণ, বোঝানোর ক্ষমতার ধরণ ও প্রকৃতি সূক্ষ্ম কিন্তু উদার ও বাস্তব ধর্মী। উনার কথাগুলো ক্ষুধার্ত মনের অভাব পূরণ করে।
ডক্টর সলিমুল্লাহ সাহেব সত্যিই অসাধারণ আলোচনা করেছেন । এক কথায় অসাধারণ বক্তব্য ।। আপনাদের মতো অসাধারণ মেধাবী বাংলাদেশের সমাজে খুব বেশি দরকার ।।
সলিমুল্লাহ্ স্যার এই আলোচনায় চারটি টার্ম বলেছেন। যথাক্রমে- Epiphenomenon , Enlightenment , Plagiarist এবং সবশেষটি ছিল জার্মান Trauerspiel ইংরেজীতে তিনি যাকে বলেছেন mourning play
সলিমুল্লাহ স্যারদের জন্যই রাষ্ট্রের সিনিয়র সিটিজেনদের বিবেক বলে কিছু আছে এই কথা মনে হয়।
Cancer ar bibek.
ছোট্ট একটা ভিডিও ক্লিপে সলিমুল্লাহ স্যারের কথা শুনে টকশোটা সার্চ দিয়ে বের করে দেখছি চমৎকার বলেছেন অধ্যাপক ডঃ সলিমুল্লাহ স্যার
জি আমিও 🖤🖤
SEI talikay amio achi
Same here
আমিও
জি-আমিও
সলিমুল্লাহ স্যারের জন্য দোয়া রইল,আমাদের মহেশখালীর রত্ন।
যা বুঝলাম শাহরিয়ার কবির চরম ইসলামী সংস্কৃতির বিরোধী।তার পরেও তার জন্য দোয়া রাখি আল্লাহ তাকে সুপথ দান করুক।আর কারও না বলা সত্যটা তুলে ধরার জন্য সলিমুল্লাহ স্যারকে ধন্যবাদ।
ধর্মান্ধতা, কুসংস্কার, উগ্রতা বারবার জন্ম নিবে মুসলিম সমাজে। একইসাথে মুসলিম ও প্রগতিশীল হওয়া সম্ভব না। কারণ, ইসলামের জন্মদাতা নবী মুহাম্মদই সবচেয়ে বড় জঙ্গি। পাকিস্তানের আর্মিদের কাছে কেন বাঙালি নারীদের ধর্ষণ করাটা অন্যায় মনে হয়নি ? কারণ, তারা মুহাম্মদকে follow করছে। মুহাম্মদ যুদ্ধবন্দিনীদেরকে গণিমতের মাল হিসেবে সাহাবীদের মাঝে বন্টন করত।
@@abdullahmushfik4691 কুকুর ছানা
@@abdullahmushfik4691 পৃথিবীতে সবাই দেখতে মানুষ হলেও কিছু মানুষ পশুর থেকেও জঘন্য।।ঠিক তেমন প্রাণীদের একজন আপনি।।কারণ হাজার হাজার বিধর্মীরা বিশ্বাস করে ইসলাম শান্তির ধর্ম সেখানে অমানুষরা ইসলাম নিয়ে প্রশ্ন তুলে।।ইসলাম শব্দের অর্থ শান্তি এটুকু যারা বুঝেনা তারা মুর্খ।।আর মুর্খের তর্ক কখনোই স্বাভাবিক নয়।।।
@@abdullahmushfik4691 🥴🥴🥴
@@abdullahmushfik4691 না বুঝে পাগলের মতো বিলাপ করলেন ভাই, ইসলাম ধর্ম এবং নবী করিম(সা:) সম্পর্কে আপনে কিছুই জানেন নাহ। ইউটিউব এ হাহা রিয়েক্ট থাকলে আপনার কমেন্টে নির্ঘাত 1k হাহা পরতো!😑
32:58 কে বুদ্ধিজীবী আর কে বুদ্ধিপ্রতিবন্ধী! যেন হাতে কলমে দেখিয়ে দিলেন ড. সলিমুল্লাহ খান!
স্যারের পোশাক ও কবির সাহেবর পোশাক দেখলেই বুঝতে পারবে কে বুদ্ধি মান আর কে আধা পাগল।
সলিমুল্লাহ স্যারের কথায় যেনো আর্ট বা শিল্প।।
স্যারের কথাই যেনো দর্শন।।
সলিমুল্লাহ স্যারের"ইন্নালিল্লা......কি অনুবাদ করে বলব"কথাটি দারুণ ছিল।
সলিমুল্লাহ স্যার, বাংলাদেশের রত্ন।
30:58 শাহরিয়ারকে সলিমুল্লাহ: "পঁচাত্তরে পআপনি ইন্দুরের মত গর্তে ঢুকে পড়েছিলেন কেন?" 🤣🤣🤣
নিরবে বাঁশ দিয়ে দিলেন কিন্তু কেউ বুঝলেন না।ধন্যবাদ স্যার সলিমুল্লাহ
ঠিক
Dr Salimullah is a living legend of Bangladesh.
Over whelmed expression due to blind admire.
জনাব সলিমুল্লাহর সুক্ষ্ম অপমান অপর দুইজন বুঝতে পেরেছে কি?
সলিমুল্লাহর অপমান শাহরিয়ারের ক্ষেত্রে প্রযোজ্য হলেও সুলতানা কামালের ক্ষেত্রে প্রযোজ্য না এখানে। সুলতানা কামাল সলিমুল্লাহর সাথে আসলে একমতই পোষণ করেছেন এবং পরিপূরক বক্তব্য দিয়েছেন। আপনিই আসলে বুঝতে পারেন নাই।
আসলে আপনার থেকে মনে হচ্ছে যে এখানে সলিমুল্লাহ অপমান করেছেন । বাস্তবে তা নাও হতে পারে !
@@যমদূত l
সলিমুল্লাহ খান স্যার কোনো মানুষকে অপমান করেননা শুধু ভুলটি তুলে ধরেন।
যার নাই মান, তার আবার অপমানবোধ!!!!
অজস্র স্রদ্ধা ও ভালবাসা ড. সলিমুল্লাহ খান স্যার এর প্রতি ❤আল্লাহ স্যার কে নে হায়াত বৃদ্ধি করে দিক।
অজস্র শ্রদ্ধা, সালাম এবং ভালোবাসা সলিমুল্লাহ স্যারের প্রতি।
ড. সলিমুল্লাহ স্যার সাথে আলোচনা করার জন্য উনার লেবেলের কাউকে নিতে পারলে আলোচনাটা আরো সুন্দর হোত। রেয়ার টেলেন্ট❤
সলিমুল্লাহ স্যার আর বইলেন না মুরগি ডিম পেড়ে দিবে 😁
২ নাস্তিক = সলিমুল্লাহ স্যার একা
🤣🤣🤣
ডিম পাড়তে পারবে না কারন ডিম ভিতরে ফেটে গেছে।
রবীন্দ্রনাথের গান শুনে কাদে। আর কোরান হাদিস শুনলে গায় আগুন জ্বলে।
ছিছিছি
ঠিক বলছেন।
Rabindranath wrote in Bengali but Koran Hadiz are written in Arabic language.
Prof. Dr. Salimullah is outstandingly candid, really beyond comparison to any other existing intellectuals in Bangladesh and beyond borders...
কোথায় সলিমুল্লাহ স্যার আর কোথায় ছাগল-মুরগি! Respect to you Mr. Salimullah sir.....
সলিমুল্লাহ স্যার কি বললেন আর উনারা কি গালগল্প করলেন । পরে মন্ত্রমুগ্ধ ছাত্রের মতো সলিমুল্লাহ সারের বক্তৃতা শুনলেন ।
Skip করে সুধু সলিমুল্লাহ খানের কথাগুলো শুনি ।
সলিমুল্লাহ স্যার এর জ্ঞানের গভীরতা প্রকাশ করা সম্ভব না....
একজন সলিমুল্লাহ স্যার, একজন সুবুদ্ধিসম্পন্ন মানুষ
সম্পূর্ণ আলোচনাটাই দেখলাম। সুলতানা কামাল, সলিমুল্লা স্যার, শাহরিয়ার কবির তিনজনই ভীষণ intellectual মানুষ।
ভালো লাগল খুব।
ড.সলিমুল্লাহ খান স্যারের জন্য একাত্তর চ্যানেল টা অনেকদিন পর দেখা।অসাধারণ স্যারের কথা।
My Idol sir. The living legend. Dr Salimullah Sir.
Living legend
সলিমুল্লাহ স্যার এত ডিরেক্টলি প্রতিবাদ করবেন ভাবিনি 😍
সলিমুল্লাহ স্যারের মুখ থেকে ইসলামের পক্ষে বক্তব্য শুনে আনন্দ পেলাম
সলিমুল্লাহ স্যার দারুণ একজন দার্শনিক
সলিমুল্লাহ স্যর ভালবাসা আপনার জন্য।
মুক্তিযুদ্ধের মত একটি বিষয়কে নিয়ে মুরগি শাহরিয়ার এর মত লোকেরা ব্যবসা করছে!
সলিমুল্লাহ স্যার অসাধারণ মেধাবী একজন মানুষ
সলিমুল্লাহ ভাই আপনাকে অশংখ্য ধন্যবাদ
আমি এই ভিডিও টা লাইক দিসি শুধুমাত্র সলিমুল্লাহ স্যার এর জন্য...একটা মানুষ এত কিভাবে জানে
ভাই আপনেরাও কিছু জানার চেষ্টা করুন
সলিমুল্লাহ খান স্যার যে প্রতিষ্ঠানের শিক্ষক হবেন, বাকী দুজন সেখানের ছাত্র হবার যোগ্যতাও আছে কি না সন্দেহ।
সলিমুল্লাহ স্যার ❤
এক ভালোবাসার নাম,,যতই শুনি ততই ভালো লাগে।
অনেক দিন হইলো মুরগির গ্রিল খাই নাই 😊
আপনার প্রতিবাদ জানানোর ভাষা খুবই ব্যাঙ্গাত্মক এবং কাপুরুষোচিত, এরকম পোষাকে এরকম আচরণ করেই আপনারা সমালোচনার কবলে পড়েন।
@@tipsforhealth977 মানুষ কে দাও হেলথ টিপস অথচ নিজেই প্যান্ট নষ্ট করে বসে আছো পাগলা!
@@rosetv360 সোনা মিয়া আসলে তুমি এই লাইনে অনেক উন্নতি করতে পারবা।
সলিমুল্লাহ স্যারকে অনেক ধন্যবাদ বাঙ্গালী ইতিহাস কে সুন্দর ভাবে তুলে ধরবার জন্য।
সলিমুল্লাহ স্যারকে অনেক ধন্যবাদ
Honorable Sultana Kamal Please call dr. Professor salimullah khan with respect. Because he is most intelligent person in Bangladesh.
সলিমুল্লাহ খান অসাধারণ বলেছেন।
সত্যিকারে বুদ্ধিজীবী হল সলিমুল্লাহ। যিনি সত্যকে তুলে ধরেছেন। আর দুইটা হল পা চাটা গোলাম
সলিমুল্লাহ খান স্যার বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি।
আপনাকে হাজার সালাম স্যার ❤️
সলিমুল্লাহ স্যার ঠিক কথাই বলেন
Lionardo Sadharonoto thik kothai bolen. Ekhane uni Humayun Azad ebong Ghulam Murshid somporke ekpeshe ja bolechen ta sothik noy.
প্রিয় Ekattor TV সমমানের আলোচক হলে অনুষ্ঠান সুন্দর হয়। আলোচকের মানের আকাশ-পাতাল পার্থক্য বাকী আলোচকদের প্রকৃত বুদ্ধি-দিপ্তি প্রকাশ করে দেয়। ভিডিও দেখুন এই ব্যাপারগুলো তাদের জন্য অস্বস্থিকর! আশা করি ভবিষ্যতে লক্ষ্য রাখবেন। আর, ডঃ সলিমুল্লাহ কে ধন্যবাদ দিয়ে ছোট করবো না।
স্যার সলিমুল্লাহ খান। আমি জানি না এতগুলো কমেন্টের মধ্যে আমার কমেন্ট আপনার চোখে পড়বে কিনা। স্যার আপনার একজন আমি ভেজালহীন ভক্ত। আপনার প্রত্যেকটা লাইন আমাকে মুগ্ধ করে, ভাবায় এবং বিভিন্ন বিষয়ে পার্থক্য বোঝায়। আপনার বক্তব্য শুনতে শুনতে আজ ৪ বছর আগে চলে গিয়েছি। খুঁজতে বেড়িয়েছি আসল ইতিহাস। স্যার আমরা বিকৃত ইতিহাস আর চাই না। সত্য জানতে চাই। যদি সত্যিই আমাদের জন্য কিছু করার থাকে তবে স্যার আপনার ধারাবাহিক লেকচার নিজ চ্যানেলে ছেড়ে আমাদের উপকৃত করুন দয়া করে। ভোটের ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের জন্য সেশন করুন ইউটিউবে। অনেক ভালবাসি স্যার। আপনাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক আরো হাজার বছর।
ড.সলিমুল্লাহ স্যারকে হায়াতে তাইয়্যেবাহ দান করুন
অনেক দিন পর টক শো টি আবার দেখছি। প্রথমত আমার কথা হলো ড. সলিমুল্লাহ খান একজন বিশিষ্ট শিক্ষাবিদ তাকে নিয়ে এসে এ অনুষ্ঠানটি একটি অনন্য মাত্রা পেয়েছে, কারণ স্যারের কথা গুলি কিন্তু অনুষ্ঠানের মূল বিষয় "বাঙালী মুসলমানদের মন"- কে সম্পূর্ণ রুপে ন্যায়বিচার করেছে। উনি যে সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন সত্যিই অসাধারণ হয়েছে।
কিন্তু এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কথা বলার এই হাসি খুশি কবির এবং মুরগী কবিরকে কেন আনা হলো? তারা এ বিষয়ে কি বুঝে? যখন হোলি আর্টিজানের নারকীয় ঘটনা ঘটেছিলো তখন এদের দুইজনকে তো কোথাও দেখা যায়ইনি বরং এরা আলেম উলামাদেরকে অপমান করেছে। মাদ্রাসা শিক্ষার বিরোধী এই ব্যক্তিদ্বয় তখনও এই মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে ছিলো। আর মুরগী কবির তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণই করে নাই যার সত্যতা বঙ্গবীর কাদের সিদ্দীকি সাহেব নিশ্চিত করেছেন। এরা বুদ্ধিজীবি বা মানবাধিকারের পর্দা পরে বাংলাদেশ বিরোধী কাজ করে আসছে সবসময় এবং এই স্বাধীন বাংলাদেশ কে একটি নাস্তিক্যবাদ দেশে পরিণত করতে চায়। মুরগী কবির পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কে কিছুই জানে না এবং সে সংবিধানে "বিসমিল্লাহি রাহমানির রাহিম"- কথাটি বাদ দিতে চান এবং গত ১২ বছর ধরে তিনি এটা চেষ্টা করেই যাচ্ছে। এছাড়াও তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ এর কথা বলে নিজেই মুসলিমদেরকে আলাদা হিসেবে দেখে এবং হিন্দু সহ অন্যান্য ধর্ম গুলোকে প্রাধান্য দিয়ে আসছে। কিন্তু বাংলাদেশের ৯০% জনগণ মুসলিম সুতরাং সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে মুরগী কবির বা হাসি খুশি কবিরদের মতো Self Proclaimed বুদ্ধিজীবিদের কে ধর্মীয় সাম্প্রদায়িকতা কে উগ্রে দেয়ার চেষ্টা করার এদেরকে বিচারের আওতায় এনে রাষ্ট্র বিরোধী অপকর্ম ঘটানোর চেষ্টার দায়ে সর্বোচ্চ শাস্তি প্রদান করা উচিৎ।
অসাধারণ পান্ডিত্যের অধিকারী ডঃ সলিমুল্লাহ খান।
সত্যি সত্যিই অতুলনীয় সলিমুল্লাহ সাহেব। তার সাথে এ দুই আতেলের কোন যোগ্যতায় নাই কথা বলার।
পুরা আইক্কাওয়ালা বাশ দিল দুইটা ছাগলরে, কিন্তু ছাগলগুলা টেরই পেল না 😂
Vai bash nite nite ovvash hoye gese
hahaha...chorom bolsen
ভুঝেছে ভায়া ভুঝেছে
সলিমুল্লাহ্ স্যরকে ঈশ্বর দীর্ঘজীবী করুন ।।
জ্ঞানের অপরিসীম ভান্ডার হচ্ছে সলিমুল্লাহ স্যার।
সলিমুল্লাহ স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার
একাত্তর টিভির তুলনা হয় না! বিরল ব্যাপার এই কারণে যে এরা একদল সাংবাদিক পুষে থাকে। মানে এদের কিছু গৃহপালিত সাংবাদিক আছে
Salute the depth of knowledge of Salim Ullah Khan. And also very clear in thinking & expression.
দীর্ঘজীবী হোক সলিমুল্লাহ্ স্যার
সলিমুল্লাহ স্যারের প্রতি ভালোবাসা ❤️❤️❤️
ধন্যবাদ সলিমুল্লাহ স্যারকে।
সলিমুল্লাহ স্যার ভালোবাসা ❤️
সলিমুল্লাহ স্যার খুবই সুন্দর আলোচনা করেছেন....
ড. সলিমুল্ল্যাহ স্যার বেস্ট।
সলিমুল্লাহ স্যারের কথা শুনে শাহরিয়ার কবিরের চেহারার রঙ পাঞ্জাবীর সাথে মিলে গেছে🤐😊😄
কই , এটা আপনার চোখের দোষ আর শাহরিয়ারের প্রতি ক্রোধের ফল। এমন কি বলেছে ,আর সামনাসমনি ব্যক্তিগত আক্রমণ করার মত বুকের পাটা সলিমুল্লার নাই। মৃত ব্যক্তিকে বিরুদ্ধে কুৎসা রটায় ।
🤣🤣🤣🤣🤣
শব্দ দিয়ে হিন্দুঘৃণা ঢাকা যায় না।
শাহরিয়ার কবির সাহেব খুবই প্রাঞ্জল ভাষার মাধ্যমে বুঝিযেছেন। সলিমুল্লাহ খান ও ম্যাডাম কামাল অসামান্য ব্যাখ্যা দিয়েছেন।
অনবদ্য আলোচনা। এতৎ সত্ত্বেও যখন রাজনৈতিক নেতৃত্ব বুঝতে চায়না, তখন বলপ্রয়োগ ছাড়া কোনো উপায থাকে কি?
মুরগি কবির স্যার শুধু কথার মধ্যে বোরকার বিরোধিতা করে😅
কি সাবলীলভাবে ভয়ানক সব মিথ্যা কথা বলে গেলেন শাহরিয়ার কবির - অবাক হয়ে গেলাম ।
প্যাথলজিক্যাল লায়ার।
অসাধারণ ড: সলিমুল্লাহ খান স্যার,,,,,,, তারা দুজনেই আপনার কাছে বাচ্ছা
আপনাদের আন্তরিক রাষ্ট্র চিন্তা ও সত্যনিষ্ঠ আলোচনা একজন ভারতীয় হিসাবে মন ছুয়ে গেল, ভাষার প্রয়োগ চমৎকার লাগলো। আমরা তো আমাদের ভালোবাসার মানুষ নজরুল কে দিয়ে দিলাম ,কিনু কিছু লোক প্রতিবেশী শত্রুর ঘাড়ে চেপে তেরে আসে, পরিহাসের।
ভারতীয়রা তো পশু মানুষ হওয়ার ভান করে শুধু। ১০ কোটির ৪ কোটি তো গুপ্ত শ্যামাপ্রসাদ।
স্যার সলিমুল্লাহ খান, সালাম আপনাকে। আপনি সত্যিই নবাব সলিমুল্লাহ, প্রকৃত বুদ্ধিজীবীদের নবাব। আপনার জন্যই, আপনার কথা শুনতেই একাত্তর টিভির অনুষ্ঠান দেখছি, নতুবা দেখতাম না।
আপনি যথাযথ বলেছেন, গোলাম মুর্শিদ এর মতো বুদ্ধিজীবি গোলামদের মানসিকতা পরিবর্তন না হলে অবস্থার পরিবর্তন হবে না। তার লেখা ৭০০/৮০০ পৃষ্ঠার "বিদ্রোহী রণক্লান্ত" বইটি পুরোটা আমি পড়েছি লকডাউনের সময়টায়। এবং পড়ে আমার ভালো লাগেনি সত্যিকার অর্থেই। তিনি নজরুলকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন। প্রথম আলো কিংবা গোলাম মুরশিদদের মতো লোকজন যে বামপন্থী এটা সন্দেহাতীত। এরা পক্ষ অবলম্বন করে লেখে। প্রথম আলোর মতো প্রথম সারির পত্রিকা আহমদ ছফাকে নিয়ে লেখে না; অথচ তারা অনেক বিদেশি অখ্যাত লোকদের নিয়ে ঘটা করে সাহিত্য পাতায় কিংবা ম্যাগাজিনে লিখে থাকে। দুঃখজনক!
মুরগী কবিরের জন্য আমরা ফেনী বাসী লজ্জিত।
কবির সাহেব একজন মৌলবাদীদের দ্বারা ভীষনভাবে ক্ষতিগ্রস্থ ব্যক্তি....
🤣
সলিমুল্লাহ স্যার সত্যি অসাধারণ বললেন! ♥
সলিমুল্লাহ স্যারকে অনেক অনেক ধন্যবাদ
"৭৫ এ কেন শিয়ালের মতো গর্তে ঢুকেছিলেন আপনি"এত বড় একটা বাঁশ দিলো কিন্তু মুরগি চোরাই টেরই পায় নাই😅😅😅
ড.সলিমুল্লাহ স্যার আপনি সেরা 😊 33:00
সলিমুল্লাহ স্যার কে অনেক ধন্যবাদ, এত সুন্দর করে বুঝানোর জন্য,, ''''''আর মুরগি কে রোস্ট বানানোর জন্য 😃😃😃''''
সলিমুল্লাহ স্যার... Respect
সলিমুল্লাহ স্যার সত্যি অসাধারণ ♥
একজন পন্ডিতের সামনে যোগ্যতার দিক দিয়ে তাদেরকে আনা ঠিক মনে করি না।
স্যালুট স্যার সলিমুল্লাহ খান ♥️
এরা সবসময় এমনভাবে বলে ৭৫ পরবর্তী সময়ে ৭৫ এর আগে দেশ বুঝি বেহেস্ত ছিল।
Hahahaha
তিন দিনের ফৈরা রা কি বুঝবে... সদ্য স্বাধীনতা প্রাপ্ত একটি ছোট্ট জনসংখ্যাবহুল দেশে আমেরিকার চক্রান্তে দুর্ভিক্ষ এনে শেখ মুজিবকে স্বপরিবারে হত্যা করে পুনরায় পাকিস্তানে ফিরে যাওয়ার মত সময় ও পরিস্থিতি সৃষ্টি করেছিল ঐ গুষ্ঠি........
সালাম , সলিমুল্লাহ স্যার ।
Prof. Dr. Salimullah best.....just wowwwww
সলিমুল্লাহ খান,স্যার ❤️❤️
জ্ঞানের ভান্ডার আপনি।
সলিমুল্লাহ স্যার ভালো কথা বলেছেন। আর বাকি যারা আছেন তাদের সম্পর্কে বলার কিছু নেই থুথু নিক্ষেপ ছাড়া।
সলিমুল্লাহ খান এক্টা মিসাইল
🤣🤣🤣
হষরত মোহাম্মদ সাঃ সফল রাষ্ট্রনায়ক। ব্যক্তি,পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে সফলতা আনতে হলে সৃষ্টার আইন কে established করতে হবে।
সলিমুল্লাহ স্যারের শেষের বক্তব্য ওয়াজ দ্যা বেস্ট
বিশিষ্ট মুরগী সাপ্লায়ার, শাহরিয়ার কবির কে দেখে, আমি নাই হইয়া গেলাম...!
সলিমুল্লাহ স্যারের দীর্ঘায়ু কামনা করছি
সালাম সলিমুল্লাহ খান।
সলিমুল্লাহ খান এরমাত্র সৃজনশীল চিন্তাভাবনা ব্যক্তিত্ব। আর সব পক্ষপাতী ছেঁড়াবাল।
সলিমুললাহ স্যারের নৈতিকতার প্রশংসা করতে হয়।
ধর্মে কখনো কুসংস্কার হয়না উপস্থাপিকা কে বলছি
একটা গাধা আর একটা গাধী কি করে সলিমুল্লাহ স্যারের পাসে বসে। এর পর স্যারকে একা আনবেন
Tui nije akta gadha!
@@chandreyeebanerj4668 ki re malu..
@@chandreyeebanerj4668 tui eder pa chata kutta. Ghu kha eder. Malu
এক জনের কথায় গুরুত্বপূর্ণ।
এরকম আরো আলোচনা চাই। ধন্যবাদ একাত্তর টিভিকে।
সুলতানা আপাকে বলছি, মাদ্রাসার ছাত্ররা কখনোই মুক্তিযুদ্ধের থেকে দূরে না ৷
ভালোবাসা সলিমুল্লাহ সারের জন্য