Majhe majhe tabo dekha pai মাঝে মাঝে তব দেখা পাই I Rabindra Sangeet I Adity Mohsin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #bengaljukebox #aditymohsin
    -------------------------------
    lyrics
    ---------
    মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
    কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না।
    ( মোহমেঘে তোমারে দেখিতে দেয় না।
    অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। )
    ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
    ওহে ‘হারাই হারাই’ সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতে।
    ( আশ না মিটিতে হারাইয়া- পলক না পড়িতে হারাইয়া-
    হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে। )
    কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে-
    ওহে এত প্রেম আমি কোথা পাব, নাথ, তোমারে হৃদয়ে রাখিতে।
    ( আমার সাধ্য কিবা তোমারে-
    দয়া না করিলে কে পারে-
    তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। )
    আর-কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ-
    ওহে তুমি যদি বলো এখনি করিব বিষয় -বাসনা বিসর্জন।
    ( দিব শ্রীচরণে বিষয়- দিব অকাতরে বিষয়-
    দিব তোমার লাগি বিষয় -বাসনা বিসর্জন। )
    ┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉
    পর্যায়: পূজা
    অঙ্গ: কীর্তন
    তাল: দাদরা
    রচনাকাল (বঙ্গাব্দ): ৯ মাঘ, ১২৯১
    প্রকাশনা: রবিছায়া
    অদিতি মহসিনের কন্ঠে রেকর্ডকৃত রবীন্দ্রনাথের “মাঝে মাঝে তব দেখা পাই...” গানটি “বিপুল তরঙ্গ রে” অ্যালবামের গান। বেঙ্গল ফাউন্ডেশন ২০১০ সালে অ্যালবামটি প্রকাশ করেছে।
    অ্যালবামটি শোনার জন্য ক্লিক করুন-
    • রবীন্দ্র সংগীত l Adit...
    ==================================
    🔔 Please do Subscribe & enable notifications for more contents from us!
    👍 Website: www.bengalfound...​​​​
    👍 Facebook: / bengalfoundat. .
    👍 Twitter: / trustfortheart. .
    👍 Instagram: / bengalfound.... .
    ------------------------------------------------------------------------
    © Bengal Foundation 2022

ความคิดเห็น • 70

  • @swapanmajhi5946
    @swapanmajhi5946 2 ปีที่แล้ว +14

    আটলাণ্টিকের এপার হতে শুনছি । মনে হচ্ছে মহাসাগরের ঢেউয়ে ঢেউয়ে ভেসে আসছে, ভাব ও সুরের যাদু। অদিতি মহসিনের কণ্ঠে সুরের সেই যাদু, যা একবার শুনতে শুরু করলে , আর থামা হয়ে ওঠে না।

  • @dhurjatibhattacharyya5995
    @dhurjatibhattacharyya5995 2 ปีที่แล้ว +7

    অসাধারণ। এ যুগের সেরা রবীন্দ্রসঙ্গীত শিল্পী। ওনার গানে শরীরের সমস্ত অবসাদ দূর করে দেয়। মনে এক অপার শান্তি অনুভব হয়। বাংলা ও বাঙ্গালীর স্বার্থে ওনার সুদীর্ঘ শিল্প জীবন কামনা করি।♥️🙏🙏

  • @kabbyabiswas3736
    @kabbyabiswas3736 2 ปีที่แล้ว +5

    এ প্রজন্মের সেরা রবীন্দ্র সংগীত শিল্পী আপনি।

  • @indiraroysarma1590
    @indiraroysarma1590 2 ปีที่แล้ว +5

    আহা...মনে রেশ রেখে গেল অদিতিদি !💚❤️

  • @haizone320
    @haizone320 2 ปีที่แล้ว +2

    স্বপন মাঝি , সুরের জাদু বটে ; সত্যি বলেছেন । ধন্যবাদ ।

  • @chayaneerpory2111
    @chayaneerpory2111 2 หลายเดือนก่อน +1

    ভালো লাগলো

  • @khandakerhaider1138
    @khandakerhaider1138 หลายเดือนก่อน

    চোখের কোনে পানি, অদিতির গানে।বাহ।

  • @ashisbhowal2206
    @ashisbhowal2206 ปีที่แล้ว +1

    আমি রুমা ভাওয়াল। শিল্পী অদিতি দির গান ভীষণ ভালো লাগে। God bless you.

    • @debasishchakrabarti4921
      @debasishchakrabarti4921 ปีที่แล้ว

      God Bless you = ঈশ্বর আপনাকে আশির্বাদ করুন। সম্পূর্ণ বাংলায় মন্তব্য করলে সাযুজ্যপূর্ণ হয়।

  • @pralayghosh
    @pralayghosh 2 ปีที่แล้ว +1

    আমার খুবই ভাল লাগা গান । Madam 'র কণ্ঠে এই গান যেন অন্য মাত্রা পেয়েছে । অন্য level এ পৌঁছে গেছে ।

  • @mdkorban4966
    @mdkorban4966 2 ปีที่แล้ว +3

    এতো সুন্দর সুমধুর কন্ঠ আর কোথা কি পাওয়া যায়

  • @pintusaha4164
    @pintusaha4164 5 หลายเดือนก่อน

    Heart touching song

  • @shoebsikder7756
    @shoebsikder7756 2 ปีที่แล้ว +3

    চিরদিনের কবি রবীন্দ্রনাথ ঠাকুর।তোমারে প্রণাম।

  • @gourishankarlodh3970
    @gourishankarlodh3970 ปีที่แล้ว +2

    অক্ষয় অমর থাকুন অননন্তকাল।
    এমন কোকিল কন্ঠের সুরধ্বনী থাকুক অটুট।
    হে দেবী, প্রণমী তোমায়।

  • @ajoydutta15
    @ajoydutta15 2 ปีที่แล้ว +3

    খুব সুন্দর লাগল আপনার এই গান। অনেক আশীর্বাদ রহিল ।

  • @tapantalukdar4551
    @tapantalukdar4551 2 ปีที่แล้ว +3

    She is so marvellous,! Her sweet voice & style of singing so close to heart ,can't be described ! The Feelings of Submission comes automatically !👌💐💐

  • @dipankarbiswas914
    @dipankarbiswas914 6 หลายเดือนก่อน

    মুগ্ধ হয়ে গেলাম

  • @md.abdullahilkafi.9827
    @md.abdullahilkafi.9827 2 ปีที่แล้ว

    ওর কণ্ঠে অনেক দরদ উথলে ওঠে। দোআ করি ও অনেক ভালো থাক।

  • @totanbayen3330
    @totanbayen3330 10 หลายเดือนก่อน

    অসাধারণ কণ্ঠ 🙏

  • @user-ud3rj2ru3i
    @user-ud3rj2ru3i 7 หลายเดือนก่อน

    অপূর্ব লাগলো ।

  • @mdgolamhossain2524
    @mdgolamhossain2524 2 ปีที่แล้ว +1

    আহা,এত সুন্দর শুর _----

  • @smsazid7680
    @smsazid7680 ปีที่แล้ว +1

    অসাধারণ সুন্দর পরিবেশনা। আপনার জন্য শুভকামনা রইল ম্যাম।

  • @rahimakhatun4300
    @rahimakhatun4300 ปีที่แล้ว

    আমি মুগ্ধ,এক অপুর্ব যাদুর পরশে ছুয়ে গেল আমার হৃদয় মন।

  • @nam3034
    @nam3034 6 หลายเดือนก่อน

    🙏 👋

  • @shahedasultana9747
    @shahedasultana9747 2 ปีที่แล้ว +1

    🙇‍♀️❤️

  • @nisithroychowdhury6824
    @nisithroychowdhury6824 ปีที่แล้ว +1

    চোখে জল আসে

  • @nilimasarangi45
    @nilimasarangi45 2 ปีที่แล้ว +2

    Beautiful

  • @prasantagoswami1789
    @prasantagoswami1789 2 ปีที่แล้ว

    Apnar gayoki khub sundar, voice control & application khub bhalo...

    • @debasishchakrabarti4921
      @debasishchakrabarti4921 ปีที่แล้ว

      Voice control = স্বর নিয়ন্ত্রণ application = প্রয়োগ

  • @mdayubkhan9263
    @mdayubkhan9263 ปีที่แล้ว

    Valo. Valo laglo.

  • @user-fm2jj1gn4m
    @user-fm2jj1gn4m 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @chinmoyeenandi6534
    @chinmoyeenandi6534 ปีที่แล้ว

    Apurbo nibedan

  • @rahulbose4323
    @rahulbose4323 ปีที่แล้ว +1

    Sadhu sadhu sadhu

  • @ajitandyokothakur7191
    @ajitandyokothakur7191 2 หลายเดือนก่อน

    Iwish you would sing the song with full (AKHOR" like Ritu Guha did. It is so much better with "AKHOR". Now that there is no restriction like for old 78 RPM vinyl record single side of about 3:30, there is no reason why good singers like you should not take advantage of that. Dr. Ajit Thakur (USA).

  • @RajdipChanda
    @RajdipChanda ปีที่แล้ว

    Apnar Kathe 'Die Genu Basanter Ei gaan khani' sunte icha kare

  • @swapande8039
    @swapande8039 2 ปีที่แล้ว

    Apurba Nibedan

  • @tusharsinha8786
    @tusharsinha8786 2 ปีที่แล้ว +2

    কেন মেঘ হাসে, না, কেন মেঘ আসে।
    একটু দ্বিমত আছে।

    • @md.moshiurrahman2304
      @md.moshiurrahman2304 ปีที่แล้ว

      অবশ্যই "কেন মেঘ আসে হৃদয় আকাশে" হবে। যা উনি গেয়েছেন।

  • @user-fm2jj1gn4m
    @user-fm2jj1gn4m 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nusratkamal9884
    @nusratkamal9884 10 หลายเดือนก่อน

    অনবদ্য !!!

  • @user-fm2jj1gn4m
    @user-fm2jj1gn4m 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anamikabarua6878
    @anamikabarua6878 2 ปีที่แล้ว

    অপূর্ব।

  • @avijitbanerjee8651
    @avijitbanerjee8651 9 หลายเดือนก่อน

    খুব ভাল লাগল

  • @tathagata74
    @tathagata74 ปีที่แล้ว

    বড় সুন্দর লাগল ।

  • @sujitbiswas9079
    @sujitbiswas9079 2 ปีที่แล้ว

    Asadharan

    • @tapanrakshit404
      @tapanrakshit404 ปีที่แล้ว

      আমাদের তিন বছরের নাতি এ গান শুনে কান্না থামিয়ে মুগ্ধ হয়ে আছে - তপন কুমার রক্ষিত, আগরতলা, ত্রিপুরা।

  • @bibhasghosh5259
    @bibhasghosh5259 2 ปีที่แล้ว

    Nice Presentation Didi

    • @debasishchakrabarti4921
      @debasishchakrabarti4921 ปีที่แล้ว

      Nice presentation = অপূর্ব, সুন্দর উপস্থাপনা

  • @mdgolamhossain2524
    @mdgolamhossain2524 2 ปีที่แล้ว

    শুভ সকাল।

  • @champakchakraborty1934
    @champakchakraborty1934 10 หลายเดือนก่อน +1

    সচরাচর যে সুরে গানটা শোনা যায় , সে রকম কিন্তু লাগলো না । ভালো গেয়েছেন ঠিকই কিন্তু একটু খটকা থেকে গেলো ।
    এমন টা কেনো হলো ?

    • @sakilsculpture8881
      @sakilsculpture8881 5 หลายเดือนก่อน +1

      সচরাচর যেটা শুনি সেটা কির্তন আঙ্গিকে গাওয়া হয়, কির্তনের শুরে আর সাথে কির্তনের আখোর যোগ করা হয়, মানে এই গানে কিছু কিছু কথা নেই ঐ কথা গুলো মুলত কির্তনের আখোর যা রবীন্দ্রনাথ ঠাকুরের না,
      এটা সম্পূর্ণ টাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তিনি এতটুকুই লিখেছেন মুল গানে

    • @AtefAsad-hs8tx
      @AtefAsad-hs8tx 4 หลายเดือนก่อน +2

      ​@@sakilsculpture8881
      মানে এইখানে যেটা গাওয়া হচ্ছে সেটাই মূল গান?
      আর রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এই গানের জন্য কোন সুর করেছেন?

    • @sakilsculpture8881
      @sakilsculpture8881 4 หลายเดือนก่อน +1

      @@AtefAsad-hs8tx হ্যা, এটাই মুল গান,
      এর জন্য তিনি কোনো সুর করে গেছেন কি না আমি জানি না,
      তবে রবীন্দ্রনাথ ঠাকুর যদি এটা কির্তন আঙ্গিকে সুর করে থাকতেন তাহলে তিনি মুল লেখায় আখর যোগ করে যেতেন...

    • @Bikram_Prasad_Barua
      @Bikram_Prasad_Barua 4 หลายเดือนก่อน

      এই সুরটা আগে করা

  • @user-fm2jj1gn4m
    @user-fm2jj1gn4m 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subratadeb9461
    @subratadeb9461 2 ปีที่แล้ว

    ইহা কি সচরাচর সুরের বিকৃতি নহে? আমি সংগীত বিশেষজ্ঞ নই। বিশেষজ্ঞরাই নিরপেক্ষ ভাবে দেখবেন,অনুরুধ রইল।

    • @debasishdasgupta2481
      @debasishdasgupta2481 2 ปีที่แล้ว +1

      to the best of my knowledge this song has two version.. this is the lesser sung version .. the other version is more popular.. এটা সুরের বিকৃতি নয়

    • @BanglaGanerBhubon
      @BanglaGanerBhubon ปีที่แล้ว +4

      এই গানটি দু'ধরণের সুরেই ঠিক আছে, একটি আখর যুক্ত আর অপরটি আখরবিহীন। বেশিরভাগ শিল্পি আখরযুক্ত সুরে গেয়েছেন, অদিতির কন্ঠেই আমি প্রথম এই সুরটি শুনি, প্রথমে আমারও খটকা লেগেছিল। পরে খোঁজ নিয়ে বিষয়টি জেনেছি। অদিতি শান্তিনিকেতন থেকে সংগীতে অনার্স ও মাস্টার্স করেছেন এবং দুটোতেই প্রথম বিভাগে প্রথম। উনার হাতে আর যাই হোক রবীন্দ্রসংগীতের বিকৃতি হবে না, এই বিশ্বাস আছে।

    • @debasishchakrabarti4921
      @debasishchakrabarti4921 ปีที่แล้ว

      ​@@debasishdasgupta2481সম্পূর্ণ বাংলায় মন্তব্য করলে সাযুজ্যপূর্ণ হতো। বিষয় : রবীন্দ্রসঙ্গীত। মন্তব্য : বাঙালির

    • @debasishchakrabarti4921
      @debasishchakrabarti4921 ปีที่แล้ว

      ​@@BanglaGanerBhubonশিল্পী।
      উনার উনাদের উনাকে, ওনার ওনাদের, ওনাকে ×××× ওর ওকে ওদের উনি ইনি তিনি √√√√

    • @debasishchakrabarti4921
      @debasishchakrabarti4921 ปีที่แล้ว

      গানটি অদিতির কণ্ঠে বেশ ভালো লাগলো 👌 আখর যুক্ত সুরে গানটি ঋতু গুহ'র কণ্ঠে অনবদ্য👌👌👌👌