ডিপ নলেজ | ল অফ অ্যাট্রাকশন | আমাদের প্রিয় ভাষায় বাংলায় | About Law of Attraction in Bengali
ฝัง
- เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025
- ডিপ নলেজ | ল অফ অ্যাট্রাকশন |
আমাদের প্রিয় ভাষায় বাংলায় |
About Law of Attraction in Bengali
আকর্ষণের সূত্র সব জায়গায় কার্যকরী। স্বাস্থ্য বিষয়ক,সম্পদ, গাড়ি-বাড়ি, খুশি-দুঃখ, ব্যবসা,সবক্ষেত্রে কার্যকরী। আপনি খারাপ কিছু চিন্তা করেন, তখন মহাবিশ্ব সেই খারাপ সিগন্যাল চারদিকে ছাড়িয়ে দেয় এবং আপনি খারাপ বস্তুগুলিকে আকর্ষণ করেন এবং আপনার জীবনে খারাপ কিছু হয়। এ পৃথিবীতে অনেকগুলি নিয়ম রয়েছে যেমন “মহাকর্ষ শক্তি”, যার কারণে যে কোনো বস্তু মাটিতে পড়ে, গাছের ফল ইত্যাদিমাটিতে পড়ে। আকর্ষণ এর সূত্র ও তেমনি একটা নিয়ম।
আমাদের জীবনে প্রত্যেকদিন 60000 চিন্তাধারা আসে। কখনো একসাথে ভালো অনুভব এবং খারাপ চিন্তা ধারা তৈরি হওয়া এটা একসাথে হয় না। আপনার যখন ভালো লাগছে, আপনি খুশিতে আছেন তখন আপনার মাথা থেকে খারাপ চিন্তা ধারা আসবেনা। অথবা আপনার মন যখন খারাপ রয়েছে তখন ভালো কিছু ভাবতে পারবেন না। সেজন্য এক কাজ করতে হবে আপনাকে সবসময় ভাল অনুভব করতে হবে। যদি আপনি জীবনে যা কিছুই পরিবর্তন করতে চান, আশেপাশে যা কিছু পরিবর্তন করতে চান, তাহলে সে আপনাকে সে সম্বন্ধে মনের মধ্যে ছবির মতো করে কল্পনা করতে হবে।
অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন এই আকর্ষণের সূত্র কোয়ান্টাম ফিজিক্স এর মত কাজ করে। আপনি যেটা চাইছেন, সেটা এই মহা সৃষ্টিতে আগে থেকেই আছে। যদি আপনি মনে করেন “সময়” বলে কোন বস্তু প্রভাব ফেলে না, তাহলে দেখবেন আপনার জীবনে “সময়” প্রভাব ফেলবে না।
আপনি যা চাইছেন তা আগে থেকেই এই সৃষ্টির মধ্যে রয়েছে, কোন কিছু প্রাপ্তিতে দেরি হওয়ার কারণ এই যে আপনি সেই বস্তুর উপর বিশ্বাস রাখতে দেরি করছেন। আপনার “চাওয়া”র যে কম্পাঙ্ক সেই কম্পাঙ্ক হিসাবেই আপনি পাবেন। এই মহা সৃষ্টিকে “এক টাকা” চাওয়া অথবা “এক কোটি” টাকা চাওয়া দুটোই সমান, এবং দুটোই সমান সহজে পাওয়া যায়। কিন্তু যেহেতু আপনি ভাবেন “এক টাকা” পাওয়া সোজা এবং “এক কোটি” টাকা পাওয়া খুব কঠিন এবং আপনি যেটা ভাববেন সেটাই বাস্তবে রূপায়িত হয়। এক টাকা আপনি সহজেই পান কিন্তু “এক কোটি” টাকা পেতে সময় লাগে কারণ এই চিন্তা-ভাবনার চিন্তাটা কোনটা সহজে পাওয়া যেতে পারে এবং কোনটা কঠিন পরিস্থিতির মাধ্যমে পাওয়া যায় এই সম্ভাবনার চিন্তাটা আপনি নিজেই তৈরি করেছেন। আপনি যদি বাস্তবে এমন চিন্তা করেন এবং বিশ্বাস করে বলতে পারেন, আপনার ভেতর থেকে যদি সে বিশ্বাস আছে যে, এক কোটি পাওয়া সহজ তাহলে দেখবেন আপনি সহজেই এক কোটি টাকা পেয়ে যাবেন।
আপনি মহাসৃষ্টির সবথেকে বড় আকর্ষণ ভান্ডার। আপনি মহাসৃষ্টির সবকিছুই আকর্ষণ করতে পারেন। আপনার চিন্তাশক্তির মাধ্যমে আপনি যে জিনিসটাই মনে মনে চাইছেন, তার একটা নির্দিষ্ট কম্পাঙ্ক রয়েছে। সেই চিন্তাশক্তি এই মহা সৃষ্টি থেকে সম কম্পাঙ্ক ও বিশিষ্ট সমধর্মী বিশিষ্ট যা-কিছু রয়েছে, সেই সব কিছু আপনার কাছে সংযোগ করে দেয়। এবার আপনি “আকর্ষণ শক্তির নিয়ম” সম্বন্ধে জানলেন, আপনি যা করবেন “আকর্ষণ শক্তি” আপনাকে পেতে সাহায্য করবে।
#affirmations #lawofattractiontechniques #meditation #relationship #ডিপ্রেশন #ভয় #মেডিটেশন #অনলাইনে #মানি #LawofAttractionBengali