চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫০ জন মুক্তিযুদ্ধাকে সংবর্ধনা ২৬ মার্চ ২০২৩ | The News Pad

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫০ জন মুক্তিযুদ্ধাকে সংবর্ধনা ২৬ মার্চ ২০২৩ | The News Pad
    মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রাম বিভাগের ৫০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়।
    রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার ও সহ-উপাচার্য বেনু কুমার দের স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হয়। সকাল সাড়ে ১০টায় উপাচার্য শিরীণ আখতারের নেতৃত্বে একটি শোভাযাত্রা হয়। শোভাযাত্রাটি স্বাধীনতা স্মৃতিস্তম্ভ চত্বর থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। এরপর বেলা ১১টায় আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক আবদুল্লাহ মামুন।
    সম্মাননা প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী পার্থ প্রতীম মহাজন ও নাহিদ নেওয়াজ। সভায় বক্তব্য দেন উপাচার্য শিরীণ আখতার, সহ-উপাচার্য বেনু কুমার দে, প্রক্টর নূরুল আজিম সিকদার, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোহাম্মদ শাহ আলম, জাহাঙ্গীর চৌধুরী, এ এইচ এম জিলানী চৌধুরী প্রমুখ।

ความคิดเห็น •