পরম শ্রদ্ধেয় দাদার অফুরন্ত জ্ঞানের ঝুলির ভান্ডার থেকে প্রচুর প্রচুর প্রচুর অজানা তথ্য জানতে পেরে বিশেষ উপকৃত হলাম আমি আজকের এই ভিডিওটা দেখে..!!! এই লাইনে আমি মোটামুটি বেশ কয়েকবার গেছি বিভিন্ন কাজের উদ্দেশ্যে..!!! কিন্তু,- আনুসঙ্গিক তথ্যগুলো আমার সম্পূর্ণ অজানা ছিল..!!! এই একই সঙ্গে,- শ্রদ্ধেয় দাদার কিঞ্চিৎ রসবোধের'ও তারিফ না করেই পারছি না..!!! সেটা হচ্ছে যে,- "ফটাশ্ জল" (😅)...!!! এক ধরনের সোডা ওয়াটার..!!! আমি নিজেও ঐ রুটে যাতায়াত করা কালীন বহুবার সেই "ফটাশ্ জল" পান করেছিও..!!! জানি নাহ্ঃ কেন,- এখন তো কই তা আর দেখতে পাই না..??? যাইহোক,- পরম শ্রদ্ধেয় দাদাকে অসংখ্য ধন্যবাদের সঙ্গে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আর আন্তরিক অভিনন্দন জানিয়ে দাদার পরবর্তী তথ্য যুক্ত কোনো ভিডিও পোষ্টের অপেক্ষায় রইলাম..!!! 🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼
খুব ভালো লাগলো আপনার লেখাটা পড়ে! খুব ভালো লেখার হাত আপনার! অসংখ্য ধন্যবাদ আপনাকে উৎসাহিত হলাম! নিশ্চয় আগামীতে আরো ভালো কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো, ভালো থাকবেন।
নমস্কার দাদা আমি একজন দিল্লীর বাসিন্দা। আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে। আপনার ভিডিওর মাধ্যমে আমার অনেক জায়গা মানস চক্ষে ঘোরা হয়ে গেলো। আপনার তথ্য পরিবেশন যথেষ্ট প্রশংসনীয়। ভালো থাকবেন সূস্থ থাকবেন 🙏
যেমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ঠিক তেমনই সুন্দর একটা ভিডিও উপহার পেলাম। আর, সোনারপুর অবধি কোন ষ্টেশন না দেখিয়ে একেবারে, সুভাষগ্ৰাম থেকে শুরু করলেও পারতেন কারণ, সোনারপুর অবধি যাবতীয় তথ্য নিয়ে ভিডিও তো আছেই। পরের ভিডিওর অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন দাদা
ঠিকি বলেছেন তাতে ভিডিওটা ও মিনিট চারেক ছোট করা যেত। আসলে মাঝপথ থেকে ভিডিও শুরু এখন পর্যন্ত আমি করিনি, তবে আগামীতে নিশ্চয় চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
Oi line sealdah theke majherhat ebong Majerhat theke dumdum via Ballygunge duto video ami age korechi, nischoy korbo kayak din pore... dhonnobad tomake, valo theko
আবারো একটা দুর্দান্ত তথ্য সম্পন্ন উপস্থাপনা। খুব ভালো লাগলো দাদা। পরের ব্লগের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে আমাদের এত সুন্দর একটি ভিডিও উপস্থাপনার জন্য।
এই লাইনের অপরুপ পকৃতির মনমুগ্ধকর দৃশ্যপট দেখলে সুন্দর বনের কথা অাগে মনেঅাসে,৫ বছর হয়েগেলো অার সম্পর্ক নেই এই লাইনের সাথে, খুবই মিস করি, ২০১৬ সালে ফাস্ট যাএা শুরু হয়েছিল ২০২০ শেষ, জানিনা অাবার কবে পারব, খুবই মনোমুগ্ধকর বাংলার একটা অবকাশ দেখলাম ভাল লাগলো, অনেক ধন্যবাদ অাপনাকে
Khub sundor video sir❤ai vaba agiya jan.amr buk vora valobasha Roilo apnar jonno❤nagetive comment tu ashbai seguloka ignore kore apni apnar motun video kore jan❤best of luck.apnar agami den subho hok.god bless you ❤
কাকাবাবু আপনার এই ভিডিওটা খুবই অসাধারণ। যদিও আপনার ভিডিও সবসময়েই ভালো এবং অসাধারণ হয়ে এসেছে। তাই আপনার ভিডিও দেখতে কখনোই মিস করি না। আরেকটা কথা শুধু আমি না আমার পরিবারের সবাই ই আপনার ভিডিও দেখতে ভালোবাসে এবং খুব এনজয় করে। আপনার প্রতি আমার সশ্রদ্ধ প্রনাম রইলো। ভালো থাকবেন। 🙏🙏🙏
মিস্টার তাপস, দাদা আদাব ও সালাম রইলো। তোমার ট্রেন জার্নিতে রেললাইনের দু’ধারের দৃশ্যাবলী দেখে প্রাণ জুড়ালো। গ্রাম বাংলার অপূর্ব রূপ দেখে বরিশালের কবি জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলার’ কবিতাটির কথা মনে হলঃ আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে - এই বাংলায় হয়তো মানুষ নয় - হয়তো বা শঙখচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিঁকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হবো - কিশোরীর - ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলঙ্গীর ঢেউ এ ভেজা বাংলারি সবুজ করুণ ডাঙ্গায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো খৈয়ের ধান সরাতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায় - রাঙ্গা মেঘে সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে, দেখিবে ধবল বক; আমারে পাবে তুমি ইহাদের ভীড়ে।
খুব সুন্দর উপস্থাপনা স্যার একটা জিনিস না বললেই নয় শিয়ালদহ ডিভিশন এর এখন বেশিরভাগ জায়গা তেই রেল লাইনের স্লিপার বদলানো হয়েছে এবং হচ্ছে এটা একদিক এ ভালো এতে ট্রেন এর স্পিড ও বাড়বে কিন্তু হাওড়া ডিভিশন এ এরকম কিছু আমি আজ পর্যন্ত দেখলাম না কিন্তু হাওড়া ডিভিশনের ও তাদের ট্র্যাক রক্ষণাবেক্ষণের দিকে আরো বেশি করে নজর দিতে হবে।
27:18 আপনি একটা জিনিস বলতে মিস করে গেলেন,সেটা হচ্ছে বাংলার সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় বহরু তে জন্মেছিলেন এবং বহরু হাই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন।
Jethu pronam Nio kmn acho? Kub jor tai aktu late holo video dekhte🥺🥺Darun hyecha video😊😊 Sealdah Lalgola hok😊r Badkulla miss krbe nah kin2 anjana nodi r rajar bari ache sahaj path ar kobita anjana nodi tire chandani gai okanei thaki r durga puja kub vlo hoi😊😊
Ami je somayer kotha bolchi mota muti 1980 saler ase pase, sei somoy besh koyeak ta stationer pashe choto choto chala ghare machine bosiye oi jol toiri hoto.. dam chilo Mone hoy 25 poisa.. dhonnobad tomake khub valo laglo, valo theko
Onekkichhu janar ichhe ... Howrah theke bibhinno lines o sealdaha thekeo bibhinno lines tader ekta ruprekha o longest journey (among the local trains) konta janar ichhe roilo ... Namkhana local ke niye jannar khub ichhe chhilo tai ichhe puron holo dhonyobad
কাকু কেমন আছেন, ভুলে যাননি তো, আমি আপনার নিয়মিত দর্শক তবে কয়েকটা ভিডিও দেখতে আমার মিসিং হয়ে গেছে আমি সেগুলো পুনরায় দেখে নেব। বালি ব্রিজের কিছু আপডেট হবে, ট্রেন চলাচল কি স্বাভাবিক হয়েছে?
ব্রিটিশ আমলে 1900 সালে বোনারপাড়া রেলওয়ে নির্মিত হয়। বাংলাদেশের উত্তরের জেলাগুলির মানুষের রাজধানী ঢাকায় যাওয়ার জন্য একমাত্র রেলপথ ছিল বোনারপাড়ার অদূরে ফুলছড়ি রেলফেরিঘাট। ১৯৯৪ সালে ফুলছড়ি রেলওয়ে ফেরিঘাট স্থানান্তরিত হয়ে বালাসিঘাটে যাওয়ার পর বোনারপাড়া রেলওয়ে জংশনটি গুরুত্বহীন হয়ে পরে। (তথ্য সংগৃহীত)
শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম তার মাতামহের বাড়ি পবিত্র বারাণসী শহরে। তার মাতামহ ছিলেন একজন শীর্ষস্থানীয় চিকিৎসক। তার পৈতৃক নিবাস ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে।
@travellertapas1605 😂 আমি আর কি বলব। আমার বাড়ি বহড়ুতে আর একটা কথা উনি বহড়ু উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। আর উনি আমার সম্পর্কে দাদু হন। যাইহোক আমি আপনার কিছু ভুল ধারণা গুলোকে ঠিক করে দিলাম।
পরিশ্রমী ও সুন্দর উপস্থাপনা ।ধন্যবাদ ।
কমেন্ট পেয়ে উৎসাহিত হলাম! ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
বেশ ভাল
লাগলো দাদা ভালো থাকুন
ভালো লেগেছে জেনে খুশি হলাম! ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
আজকের ট্রেন জার্নি অসাধারণ লাগলো । শাসন স্টেশনের পর থেকে চোখ জুড়ানো শ্যামলিমা সঙ্গে আপনার অনন্য ইনফরমেশন। ভালো লাগলো ভাই। ভালো থাকবেন। 🙏
কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে! খুশি হলাম! ভালো থাকবেন, নমস্কার নেবেন।
লক্ষীকান্তপুর লোকাল এর ভিডিওটা দেখে খুব ভালো লাগলো দাদা
ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
পরম শ্রদ্ধেয় দাদার অফুরন্ত জ্ঞানের ঝুলির ভান্ডার থেকে প্রচুর প্রচুর প্রচুর অজানা তথ্য জানতে পেরে বিশেষ উপকৃত হলাম আমি আজকের এই ভিডিওটা দেখে..!!! এই লাইনে আমি মোটামুটি বেশ কয়েকবার গেছি বিভিন্ন কাজের উদ্দেশ্যে..!!! কিন্তু,- আনুসঙ্গিক তথ্যগুলো আমার সম্পূর্ণ অজানা ছিল..!!! এই একই সঙ্গে,- শ্রদ্ধেয় দাদার কিঞ্চিৎ রসবোধের'ও তারিফ না করেই পারছি না..!!! সেটা হচ্ছে যে,- "ফটাশ্ জল" (😅)...!!! এক ধরনের সোডা ওয়াটার..!!! আমি নিজেও ঐ রুটে যাতায়াত করা কালীন বহুবার সেই "ফটাশ্ জল" পান করেছিও..!!! জানি নাহ্ঃ কেন,- এখন তো কই তা আর দেখতে পাই না..??? যাইহোক,- পরম শ্রদ্ধেয় দাদাকে অসংখ্য ধন্যবাদের সঙ্গে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আর আন্তরিক অভিনন্দন জানিয়ে দাদার পরবর্তী তথ্য যুক্ত কোনো ভিডিও পোষ্টের অপেক্ষায় রইলাম..!!! 🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼
খুব ভালো লাগলো আপনার লেখাটা পড়ে! খুব ভালো লেখার হাত আপনার! অসংখ্য ধন্যবাদ আপনাকে উৎসাহিত হলাম! নিশ্চয় আগামীতে আরো ভালো কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো, ভালো থাকবেন।
নমস্কার দাদা
আমি একজন দিল্লীর বাসিন্দা। আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে। আপনার ভিডিওর মাধ্যমে আমার অনেক জায়গা মানস চক্ষে ঘোরা হয়ে গেলো। আপনার তথ্য পরিবেশন যথেষ্ট প্রশংসনীয়।
ভালো থাকবেন সূস্থ থাকবেন 🙏
দিল্লী থেকে দেখলেন জেনে খুশি হলাম! ভিডিও ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো! অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। 🙏
Apnar sab video amar khub valo lage.Ei video tao khub valo laglo. Anek dhanyabad apnake. Apni valo thakben.
Comment kore utsaho dewar jonno osongkho dhonnobad apnake! valo thakben
যেমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ঠিক তেমনই সুন্দর একটা ভিডিও উপহার পেলাম। আর, সোনারপুর অবধি কোন ষ্টেশন না দেখিয়ে একেবারে, সুভাষগ্ৰাম থেকে শুরু করলেও পারতেন কারণ, সোনারপুর অবধি যাবতীয় তথ্য নিয়ে ভিডিও তো আছেই। পরের ভিডিওর অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন দাদা
ঠিকি বলেছেন তাতে ভিডিওটা ও মিনিট চারেক ছোট করা যেত। আসলে মাঝপথ থেকে ভিডিও শুরু এখন পর্যন্ত আমি করিনি, তবে আগামীতে নিশ্চয় চেষ্টা করবো।
ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
আপনার কাজগুলো একটার পর একটা দেখছি বিমুগ্ধ বিস্ময়ে ; মন ভরে উঠছে আপনার প্রতি অবিমিশ্র শ্রদ্ধায় ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
Khub bhalo laglo aapnar tathya sambridhya dhara vasya train journey video take aro aakorsoneo kore tole aapnake anek dhanyabad janai
Video valo legeche jene khushi holam! Osongkho dhonnobad apnake, valo thakben
দাদা তোমার প্লেনের ভিডিও গুলো খুব ভালো লাগে নতুন নতুন ভিডিও বাপ পাঠাবেন
অনেক ধন্যবাদ তোমাকে, ভালো থেকো।
Beautiful ❤
Thank you so much! stay well. ❤️
Khoob bhalo laglo. Gram Bangla
Osongkho dhonnobad apnake, valo thakben
Khub shundor laglo video ta uncle bhalo thakben.🙏
Valo legeche jene khushi holam! Dhonnobad tomake, valo theko ❤️
খুব ভালো লাগলো এই ভ্রমন ও অনবদ্য ধারাবিবরণী।
ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
Khub bhalo laglo
Dhonnobad apnake, utsahito holam! valo thakben
খুব সুন্দর স্যার ,
খুশি হলাম! ভালো থেকো। ❤️
Nice Video ❤
Thank you so much! stay well. ❤️
Dadu rocked, Hemento Shocked ❤️🔥
Thank you so much ❤️
আপনার প্রতিটি ট্রেনজার্নি অপূর্ব সুন্দর, অনেক অজানা তথ্য জানতে পারা যায়, দেখা যায়,আপনার বলার ভঙ্গিও খুব ভালো. অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন.
অসংখ্য ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
Khub sundar video
Dhonnobad apnake, valo thakben
Kub valo laglo apner train jarner vdo dada. Kotha rakher jono dhonobad apnaka valo thakben apni Nomosker.
Apnar namkhana videor anurodh rakhte pere amio khushi holam! Valo thakben
Khub bhalo laglo dadu ❤
Khushi holam! Valo thakben ❤️
নমস্কার দাদা কেমন আছেন ? এই ভিডিও টা র আগে একটা ভিডিও আমি মিস করেছি । ইন্টারসিটি ট্রেন জার্নি ভিডিও এবং আপনার এই লোকাল ট্রেন জার্নি ভিডিও গুলো দেখে ইন্ডিয়া র অনেক স্মরণীয় এবং দর্শনীয় স্থানগুলো দেখি। আপনার ভিডিও গুলো মিস করিনা। শারীরিক অসুস্থতার কারনে পারিনি । ভালো থাকবেন ।
আশা করি এখন ভালো আছেন, আগামিতে আরো ভালো কিছু ভিডিও দেখানোর চেষ্টা করবো! কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো! ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
Budge budge sealdah local e vlog banao dada 23 ta halt dada darun vlog dada tomar happy new year dada tomar 👍👍👍👍👍
Oi line sealdah theke majherhat ebong Majerhat theke dumdum via Ballygunge duto video ami age korechi, nischoy korbo kayak din pore... dhonnobad tomake, valo theko
অসাধারণ, তাপস বাবু। ভালো থাকবেন।
ধন্যবাদ দাদা খুশি হলাম! ভালো থাকবেন।
এটি একটি অনবদ্য ভিডিও। পুরোটা দেখলাম , খুব ভালো লাগলো দাদা । খুব ভালো থাকবেন ।
ভিডিও ভালো লেগেছে জেনে খুশি হলাম, উৎসাহ পেলাম! অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
আবারো একটা দুর্দান্ত তথ্য সম্পন্ন উপস্থাপনা। খুব ভালো লাগলো দাদা। পরের ব্লগের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে আমাদের এত সুন্দর একটি ভিডিও উপস্থাপনার জন্য।
ভিডিও ভালো লেগেছে জেনে খুশি হলাম! অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
খুব ভালো হয়েছে ভিডিওটা। এই রুটে বহুবার জার্নি করেছি। তাও ভিডিওটা পুরো দেখলাম, ভালো লাগলো।
ভিডিও ভালো লেগেছে জেনে খুশি হলাম! অসংখ্য ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
Khub bhalo legeche
Valo legeche jene khushi holam! Dhonnobad apnake, valo thakben
Darun laglo, Bhalo thakben.
Dhonnobad apnake utsahito korlen valo laglo! valo thakben
এই লাইনের অপরুপ পকৃতির মনমুগ্ধকর দৃশ্যপট দেখলে সুন্দর বনের কথা অাগে মনেঅাসে,৫ বছর হয়েগেলো অার সম্পর্ক নেই এই লাইনের সাথে, খুবই মিস করি, ২০১৬ সালে ফাস্ট যাএা শুরু হয়েছিল ২০২০ শেষ, জানিনা অাবার কবে পারব, খুবই মনোমুগ্ধকর বাংলার একটা অবকাশ দেখলাম ভাল লাগলো, অনেক ধন্যবাদ অাপনাকে
খুব ভালো লাগলো আপনার লেখাটা পড়ে! অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
খুব খুব সুন্দর ,,,❤❤❤
অসংখ্য ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন। ❤️
খুব ভালো লাগলো।
Dhonnobad tomake, valo theko
Khub sundor ❤❤
Dhonnobad dada, valo laglo comment peye! valo thakben ❤️
Superb ❤❤❤h❤❤
Thank you so much ❤️ Stay well.
Khub bhalo
Dhonnobad apnake, utsahito korlen! valo thakben
Very good. Keep it up.
Thank you so much! stay well.
Darun darun!
Khushi holam, valo theko ❤️
শিয়ালদা থেকে বজ বজ ফুল জার্নি দেখবো কবে তাড়াতাড়ি করুন😢😢😢😢
শিয়ালদহ থেকে ওই লাইনে মাঝের হাট পর্যন্ত বি বি ডি বাগ লোকালে আমার ভিডিও করা আছে, মাঝের হাটের পর আর মাত্র কয়েকটা স্টেশন, কিছুদিন পরে করবো।
খুব সুন্দর
অসংখ্য ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
Sir always Hero 💕💕
Thank you ❤️
জেঠু ভালো থাকবেন সুস্থ থাকবেন. ❤❤❤ আমরাও আছি আপনার সঙ্গে সবসময়.
খুব খুশি হলাম ❤️❤️ ভালো থেকো।❤️❤️
লক্ষীকান্তপুর স্টেশনের পর থেকে ' বলবো কম দেখব বেশি ' তো হলোনা। কারণ আপনার মতো কাজ পাগল ও পরিশ্রমী মানুষ তা পারবেনা। আপনার ভিডিও তাই এত উন্নতমানের। 🙏
ঠিকি বলেছেন! আমার বাড়ির সকলেও সেটাই বলছে! ভালো থাকবেন। 🙏
Khub sundor video sir❤ai vaba agiya jan.amr buk vora valobasha Roilo apnar jonno❤nagetive comment tu ashbai seguloka ignore kore apni apnar motun video kore jan❤best of luck.apnar agami den subho hok.god bless you ❤
Khub khushi holam tomar comment peye ❤️ thiki bolecho amake amar kaj kore jete hobe ❤️ valo theko ❤️
লম্বা ভিডিও সত্ত্বেও একদম বোর করেনি এটা আপনার সুন্দর উপস্থাপনার জন্যে আর আপনি এর জন্য ধন্যবাদ এর পাত্র।ভালো থাকুন ।
হ্যাঁ দাদা ভিডিওটা লম্বা হয়েছে! আরো ছোট করতে হলে সোনারপুর এর পরেও কয়েকটা স্টেশন বাদ দিতে হতো, সেটা আমি করতে চাইনি। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
Good .
Thank you so much.
কাকাবাবু আপনার এই ভিডিওটা খুবই অসাধারণ।
যদিও আপনার ভিডিও সবসময়েই ভালো এবং অসাধারণ হয়ে এসেছে।
তাই আপনার ভিডিও দেখতে কখনোই মিস করি না।
আরেকটা কথা শুধু আমি না আমার পরিবারের সবাই ই আপনার ভিডিও দেখতে ভালোবাসে এবং খুব এনজয় করে।
আপনার প্রতি আমার সশ্রদ্ধ প্রনাম রইলো।
ভালো থাকবেন।
🙏🙏🙏
অসংখ্য ধন্যবাদ তোমাকে সাগ্নিক, সব ভিডিওতেই তোমার কমেন্ট পাই,
কমেন্ট করে উৎসাহ দাও খুব ভালো লাগে! তোমার পরিবারের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই ভালো থেকো। ❤️
Nice video
Thank you so much! stay well.
💕 from লক্ষীকান্তপুর
Thank you so much. ❤️ Stay well. ❤️
❤Dada namoshkar 🎉🎉🎉
Namaskar dada, valo thakben ❤️
Khub bhalo dada❤
Dhonnobad apnake, valo thakben ❤️
Train journey ta besh bhaloi legecche khub ananda pelam. Bhalo thakben. (Jodhpur)
Jodhpur theke apnar comment peye khub Khushi holam! valo thakben
মিস্টার তাপস, দাদা আদাব ও সালাম রইলো। তোমার ট্রেন জার্নিতে রেললাইনের দু’ধারের দৃশ্যাবলী দেখে প্রাণ জুড়ালো। গ্রাম বাংলার অপূর্ব রূপ দেখে বরিশালের কবি জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলার’ কবিতাটির কথা মনে হলঃ
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে - এই বাংলায়
হয়তো মানুষ নয় - হয়তো বা শঙখচিল শালিকের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিঁকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়।
হয়তো বা হাঁস হবো - কিশোরীর - ঘুঙুর রহিবে লাল পায়
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলঙ্গীর ঢেউ এ ভেজা বাংলারি সবুজ করুণ ডাঙ্গায়।
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।
হয়তো শুনিবে এক লক্ষীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে।
হয়তো খৈয়ের ধান সরাতেছে শিশু এক উঠানের ঘাসে।
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে
ডিঙ্গা বায় - রাঙ্গা মেঘে সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে,
দেখিবে ধবল বক; আমারে পাবে তুমি ইহাদের ভীড়ে।
অসাধারণ ! আবারও একবার পড়া হলো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব খুব ভালো লাগলো! ভালো থাকবেন।
Dada anekei anek kichu bolbe apnar theke amra anek kichu jante pari khoob balo laglo balo takben
Dhonnobad apnake, utsahito korlen ! Valo thakben
ঠিক কথা ভাই 👍
বা বা আনেক তথ্য দিচ্ছেন। যতোই দেখছি ততোই ভালো লাগছে।
ভিডিও ভালো লাগছে জেনে খুব ভালো লাগলো! অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।
Sir apner Video khub Valo lage ❤❤
Dhonnobad apnake ❤️
Apner video Dhakte Khub valo lage Tai apner Video Dhakhi ❤❤
Dhonnobad apnake utsahito holam valo thakben ❤️
Long time waiting for your video
Thank you for waiting! Stay well.
Apni sera video koren sir apni valo information Dan sir ❤❤
Dhonnobad, valo thakben ❤️
দারুণ লাগলো
কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো! ধন্যবাদ, ভালো থাকবেন।
Very nice n informative video, get to see west bengal areas around Kolkata through ur videos dada
I will try to show you the places around Kolkata in the coming days! Your comment encourage me a lot! Thank you so much, stay well.
💜💜💜💜💜💜💜💜
Thank you, stay well.
Excellent video!
Thank you so much! stay well
❤
খুব সুন্দর উপস্থাপনা স্যার
একটা জিনিস না বললেই নয় শিয়ালদহ ডিভিশন এর এখন বেশিরভাগ জায়গা তেই রেল লাইনের স্লিপার বদলানো হয়েছে এবং হচ্ছে এটা একদিক এ ভালো এতে ট্রেন এর স্পিড ও বাড়বে কিন্তু হাওড়া ডিভিশন এ এরকম কিছু আমি আজ পর্যন্ত দেখলাম না কিন্তু হাওড়া ডিভিশনের ও তাদের ট্র্যাক রক্ষণাবেক্ষণের দিকে আরো বেশি করে নজর দিতে হবে।
ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে, ধন্যবাদ তোমাকে ভালো থেকো।
❤❤❤❤
Thank you so much ❤️ Stay well.
Happy Republic Day Sir
Happy Republic Day 🇮🇳
Kemon achen dada? Ami ei journey tar jonnoi wait korchilam. Thank you
Valo achi vai, khushi holam tomake khushi korte pere! Dhonnobad tomake, valo theko ❤️
27:18 আপনি একটা জিনিস বলতে মিস করে গেলেন,সেটা হচ্ছে বাংলার সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় বহরু তে জন্মেছিলেন এবং বহরু হাই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন।
Apnar bari jete gele kon station jete hobe... Janaben.... Darun lage apnar video and voice❤
Dhonnobad apnake utsahito korlen khub Khushi holam! valo thakben
Ekta anurodh roilo parle sealdah to Budge Budge korben.
Er age Majherhat hoye duto video ami korechi, er por howra South eastern line kayak video kore tar por nischoy korbo.. valo theko
শিয়ালদা থেকে বজবজ ফুল জার্নি 😮😮😮😮😮😮😮
ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
Ekdin amader Sealdah thekey Budge Budge niyey cholun.
Nischoy chesta korbo, dhonnobad apnake valo thakben
Jethu pronam Nio kmn acho? Kub jor tai aktu late holo video dekhte🥺🥺Darun hyecha video😊😊 Sealdah Lalgola hok😊r Badkulla miss krbe nah kin2 anjana nodi r rajar bari ache sahaj path ar kobita anjana nodi tire chandani gai okanei thaki r durga puja kub vlo hoi😊😊
Asha kori ekhon valo acho, Thik achhe nischoy chesta korbo, onek onek dhonnobad tomake! valo theko ❤️
@travellertapas1605 Haan jethu akn better aktu😇
30:50 জয়নগরের মোয়ার মার্কেট কিন্তু বহরুতেই।
হ্যাঁ দাদা জানি, স্টেশনের সামনেই নামকরা এক দোকান আছে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
Sir ...... dhop dhopi station , lagoa , factory chilo ,fotas jol er
Ami je somayer kotha bolchi mota muti 1980 saler ase pase, sei somoy besh koyeak ta stationer pashe choto choto chala ghare machine bosiye oi jol toiri hoto.. dam chilo Mone hoy 25 poisa.. dhonnobad tomake khub valo laglo, valo theko
Onekkichhu janar ichhe ... Howrah theke bibhinno lines o sealdaha thekeo bibhinno lines tader ekta ruprekha o longest journey (among the local trains) konta janar ichhe roilo ... Namkhana local ke niye jannar khub ichhe chhilo tai ichhe puron holo dhonyobad
Howrah ebong sealdah theke bivinno line e amar chanele video ache, dekhte anurodh korlam.. dhonnobad apnake, valo thakben
এত বড়ো ভিড়িও ভাল্লাগে না, ১৫ মিনিটের ভিডিও হলে ভালো হয়।
ধন্যবাদ আপনাকে, রুট অনুযায়ী নিশ্চয় চেষ্টা করবো ছোট ভিডিও আপলোড করার! ভালো থাকবেন।
বালিগঞ্জ স্টেশন এ ও পার্ক সার্কাস স্টেশন এ ফটাস জল বিক্রি হয়, আমি খেয়েছি❤❤❤
জেনে ভালো লাগলো। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ❤️
মাঝে মাঝে ট্রেনের ভীতরটা
দেখাবেন। 🙏🏻
ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।🙏
dada er por ekta video 33440 e chai
নিশ্চয় চেষ্টা করবো, ভালো থাকবেন।
Howrah to kawtoa local train video chi
❤
Nischoy chesta korbo, dhonnobad apnake, valo thakben ❤️
Sealdah to kalyani simanta local video chai
Nischoy chesta korbo, dhonnobad aapnake, valo thakben
Sir Mail Express Superfast Train er video banan
Khub taratari expresser video niye asbo, valo theko ❤️
কাকু কেমন আছেন, ভুলে যাননি তো, আমি আপনার নিয়মিত দর্শক তবে কয়েকটা ভিডিও দেখতে আমার মিসিং হয়ে গেছে আমি সেগুলো পুনরায় দেখে নেব। বালি ব্রিজের কিছু আপডেট হবে, ট্রেন চলাচল কি স্বাভাবিক হয়েছে?
হ্যাঁ খুব ভালো মনে আছে দীপন। আজ সকালে সাতটা নাগাদ ট্রেন চালু হয়ে গেছে বালি ব্রিজের উপর দিয়ে। ভালো থেকো। ❤️
Please dada Lalgula video banana
Lalgola amar ekta video ache, er por ekta memute chesta korbo.. valo theko
@@travellertapas1605 ok dada
@@travellertapas1605 please 4:40pm Lalgula memu banana
বহরুর মোয়া বিখ্যাত
জানি কিন্তু মোয়ার নামই হয়ে গেছে জয় নগরের মোয়া! বহরু স্টেশনের কাছে নামকরা দোকানও রয়েছে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
ধন্যবাদ@@travellertapas1605
নমস্কার তাপসদা। আমাদের বাংলাদেশের বোনার পাড়া ফুলঝরির ঘাটে এক সময় ফেরিতে করে ট্রেন পারাপার হতো। আপনি এ বিষয়ে কতটুকু জানেন একটু বলেন
ব্রিটিশ আমলে 1900 সালে বোনারপাড়া রেলওয়ে নির্মিত হয়। বাংলাদেশের উত্তরের জেলাগুলির মানুষের রাজধানী ঢাকায় যাওয়ার জন্য একমাত্র রেলপথ ছিল বোনারপাড়ার অদূরে ফুলছড়ি রেলফেরিঘাট। ১৯৯৪ সালে ফুলছড়ি রেলওয়ে ফেরিঘাট স্থানান্তরিত হয়ে বালাসিঘাটে যাওয়ার পর বোনারপাড়া রেলওয়ে জংশনটি গুরুত্বহীন হয়ে পরে। (তথ্য সংগৃহীত)
আপনি একবার বাংলাদেশে এসে এরকম ভিডিও দিলে অনেক ভালো হয়।
Apni Kothai thaken?
Kolkatay thaki
দাদা Google এ রেলের ম্যাপ পাওয়া যায়?
একটা স্টেশন থেকে যে স্টেশন যাবেন সেই স্টেশন লিখে সার্চ করলে ওই রুট আর স্টেশন গুলো দেখাবে।
Eto baro video.....tao ekgheye lage ni ..... bishal syllabus abaro dekhte hbe
Thiki bolechen, asole express trainer 24 ghantar journey 30 minute dekhiye dewa jay kintu local traine atogulo station ebong 2:40 minute journey thik moto dekhate gele video onektai boro hoye jay! Dhonnobad apnake video dekhe comment korar jonno! Valo thakben
যতসব ভুলভাল খবর নেই গল্প দিচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি বহড়ুতে।
ওনার জন্ম উত্তরপ্রদেশের বারাণসীতে মাতামহের বাড়ীতে, পৈতৃক নিবাস ছিল জয়নগরে।
গল্প হলেও সত্যি!
শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম তার মাতামহের বাড়ি পবিত্র বারাণসী শহরে। তার মাতামহ ছিলেন একজন শীর্ষস্থানীয় চিকিৎসক। তার পৈতৃক নিবাস ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে।
@travellertapas1605 😂 আমি আর কি বলব। আমার বাড়ি বহড়ুতে আর একটা কথা উনি বহড়ু উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন।
আর উনি আমার সম্পর্কে দাদু হন।
যাইহোক আমি আপনার কিছু ভুল ধারণা গুলোকে ঠিক করে দিলাম।
@@pranaymukherjee7055তোর জ্ঞান বাড়ির লোক কে শোনা
ভুল ভাল নয়, সত্যি ওনার পৈতৃক নিবাস জয়নগর, আপনার ঠিক জন্য নেই।
👍
Thank you ❤️
দাদা ঝাড়গ্রাম কি এই শীতে পাবো?
অপেক্ষায় আছি দাদা দু মাস ধরে
ঝাড়গ্রাম মেনু ট্রেনের আমার মনে আছে। ধন্যবাদ তোমাকে, ভালো থেকো।
Khub valo laglo
Dhonnobad apnake, utsahito holam! valo thakben
Onek sundar laglo dadu❤
Osongkho dhonnobad apnake, ❤️ valo thakben