বিশ্ববিদ্যালয় জীবনে এ গানটা খুব বেশি শুনতাম বন্ধুদের নিয়ে যখনই মন খারাপ থাকতো। শত বছর বেচে থাকুক এ কালজয়ী গান। অনেক অনেক ভালোবাসা রইলো প্রিয় পার্থ ভাই আপনার প্রতি
পৃথিবীর প্রত্যেকটা বন্ধু যদি জানতো, বন্ধুত্ব নিয়ে এত কালজয়ী একটা গান আছে, তাহলে সবাই এই গানটা তাদের বন্ধুদের উৎসর্গ করতো। ২০০৬ সালের সাথে তোদের ও হারিয়ে ফেলেছি 😢😥😢😳
বিশ্বাস ছিলো সবসময় মনের ভেতর দেখা হবে বন্ধু তোমার সাথে ।তার পর ২০০০ সালে যখন প্রথম দেখা হবে বন্ধু গানটা শুনলাম তখন থেকে বিশ্বাসটা আরো শক্তিশালী হয়ে গেলো। তাই বারবার মন বলে উঠে দেখা হবে বন্ধুু।
হাজারো স্মৃতি মিশে আছে এই গানে। দেখা হবে এই আসায় এখনো পথ চলি। জীবন টা এমন কেন? এই প্রশ্নের উত্তর আজো পাইনি হয়তো পাবনা কোনদিন তবুও সেই আড্ডা দেওয়ার জায়গাগুলো আজো চষে বেড়াই যদি তুমার দেখা পাই। দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু কারণে আর অকারণে দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায় দেখা হবে বন্ধু নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে..........তার প্রতিক্ষায়....................
দেখা হবে বন্ধু, নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া,সন্ধ্যা,হিমেল হাওয়া, দেখা হবে বন্ধু, উচ্ছাসে আতেথিয়তা, দেখা হবে বন্ধু,কারনে অকারনে দেখা হবে বন্ধু চাপা কোন অভিমানে♥♥
গানটা প্রথম যখন শুনি তখন বন্ধুত্ব কি বুঝতাম না। হয়তো এটাই আপনার স্বার্থকতা যে আপনি একটা গানে বন্ধুত্বের মাহাত্ম্যকে অপরের কাছে হৃদয়স্পর্শী করে উপস্থাপন করেছেন।
রেসের ঘোড়ায় বাজি ধরে ছিলাম এবং ইচ্ছে করেই প্রিয় বন্ধু কে জেতাতে গিয়ে প্রিয় আবেগ,অনভূতিপ্রবন নিজের অস্তিত্ব কে বিসর্জন দিয়েছিলাম। সরে গিয়েছিলাম।কিন্তু বন্ধুত্ব ও ভালোবাসা কে ভূলিনি এক মাইক্রো সেকেন্ডের জন্যও। আসছে ১৩/০৮/২১ বিকেল ০৩ টায় ক্যাফে ৬৬ এ আবার দেখা হবে।
গানের কথা গুলো সত্যিই অসাধারণ। বর্তমান সময়ে গানের মাঝে সাহিত্য ধরে রেখেছেন পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার। ধন্যবাদ। আপনাদের সুন্দর মেধা সম্প্রসারিত হোক সর্বস্তরে।
ভালোবাসাটা হারিয়ে গেলেও গানটা আজও ভালোবাসার স্মৃতি হয়ে আছে, থাকবে আজীবন এই সব গানের সাথে মিশে আচে যে ছোটবেলার হাজারো সৃতিচারণ, i really miss those day 💔🥀😭
একদিন দেখা হবে বন্ধু।কত কোটি বছর ধরে তোমাকে দেখার অপেক্ষায় আছি,কিন্তুু তোমাকে দেখি না🥲আমাকে কি ভুলে গেছো? শুনেছি সংসার শুরু করেছো।তোমার জন্য দোয়া ও শুভ কামনা রইলো💖 একদিন দেখা হবে অকারনেই হঠাৎ।তখন হইতো আমার কোন পিছুটান থাকবে না এক শর্তে,যদি তুমি সুখে থাকো। তবে সে অকারনে দেখা হওয়ার পর বাসায় গিয়ে যদি তোমার চোঁখ থেকে এক ফোটা অশ্রু গড়াই,যেনে রেখো ক্ষমা পাবেনা। আমার বিশ্বাস,আমাদের একদিন দেখা হবে। সব সময় ভালো থেকো। সামসুন নাহার অমি।
যখন ছোট ছিলাম বন্ধু ছিলো কিন্তু বন্ধুর ভালো বাসা গুলো বোঝার মতো বয়স ছিলো না তখন এই গান গুলো শুনতাম আর গায়তাম এখনও গান আছে বন্ধু আর নেই অনেক শূন্যতা অনুভব করি হারিয়ে যাওয়া দিন গুলোর জন্য
এই গানটা প্রথম শোনা হয় ২০০৬ সালে। তখন প্রথম ক্যামেরা ফোন কিনে দিয়েছিলো আব্বু আর ফোনে যে গানগুলো লোড করা ছিলো তার মধ্যে এটা একটা। আর সেই থেকেই এই গানটা প্রিয় গানগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে। এখন এই ২০২১ এ এসে কেনো যেন মনে হয় গানটা আরো বেশি প্রিয় হয়ে গেছে।এখন আর বন্ধুদের সাথে দেখা হয় না, ক্যাম্পাস চলে গিয়েছে স্মৃতির পাতায়, বন্ধুরা ও ক্রমশ চলে যাচ্ছে দূরে....
আমার দেয়া শেষ উপহার ছিল "দেখা হবে বন্ধু" যা ফিরিয়ে দিয়ে ছিল। সুপ্ত বাসনা ছিল দেখা হবে তাই অতৃপ্ত মনে এইটা ছিল প্রিয় বাণী, প্রিয় কথা, প্রিয় গান। কিন্তু আজও দেখা হয় নি।
সবার কমেন্ট দেখে জানতে পারলাম এটা ২০০০ সালের গান। আমি ২০২৩ এ শুনলাম। আসলে একটা রিলস এ গানটার কয়েকটা লাইন শুনে এত ভালো লাগলো যে you tube এ সার্চ করে খুঁজেনিলাম গানটা। গানটা খুব সুন্দর ❤️❤️
একদিন দেখা হবে অকারণেই,হঠাৎ। তখন হয়তো পিছুটান থাকবে না এক শর্তে যদি তুমি সুখে থাকো। তবে সেই অকারণে দেখা হওয়ার পর যদি বাসায় গিয়ে একফোঁটা অশ্রু গড়ায় তোমার চোখ থেকে,জেনে রেখো ক্ষমা পাবেনা।
২০০৫ সাল তখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়তাম প্রেমিকা ছিল সাদিয়া এই গানটি গেয়েছিলাম তার সামনে প্রথম একটি লেকের পাশে। আজ সে কারর জননী আর আমি আছি কর্মহীন এবং সংসারবিহীন। এইত জীবন
একদিন দেখা হবে বন্ধু 💓💓কত বছর তোকে দেখিনা।ভূলে গেছিস কি?।।শুনেছি সংসার শুরু করছিস,,শুভকামনা ও দোয়া রইল।। আমি বিশ্বাস করি তোর সাথে আবার দেখা হবে💓💓💓মুশফিকা জাহান আশরাফী (পাপিয়া)
দেখা হবে, বন্ধু, কারণে আর অকারণে,দেখা হবে, বন্ধু, চাপা কোনো অভিমানে দেখা হবে,বন্ধু, সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়। দেখা হবে, বন্ধু, নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গীতে ভালোবাসার শুভ্র ইঙ্গিতে দেখা হবে,বন্ধু,নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়ায় সন্ধ্যার হিমেল হাওয়ায়। দেখা হবে,বন্ধু স্লোগানমুখর কোনো এক ক্লান্ত মিছিলে ব্যস্ততা থেকে ধার দিলে দেখা হবে,বন্ধু ভীষণ খেয়ালী মনের আতিথেয়তায় উচ্ছ্বাসী প্রণয় প্রাক্কালে। দেখা হবে, বন্ধু, কারণে আর অকারণে দেখা হবে, বন্ধু, চাপা কোনো অভিমানে দেখা হবে,বন্ধু,সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়। দেখা হবে, বন্ধু, কারণে আর অকারণে দেখা হবে, বন্ধু, চাপা কোনো অভিমানে দেখা হবে, বন্ধু, সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়।
দাদা আমি আপনার গানের বিষন বক্ত ১৯৯৮ সাল হতে আপনার গান শুনতেছি তখন আমি ৮ম শ্রেনিতে পড়তেছি তখন ক্লাসে অলক বডুরা স্যারে মুখে অনেক কথা শুনেছি দাদা অসলে আপনার গান গুলো পেলে আসা বন্দুদের অকেন মিস করি
এই গানটা মাঝে মধ্যে শুনি যখনি স্কুল জীবনের বন্ধু দের কথা মনে পড়ে। নারায়ন তলা মিশন উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের সকল বন্ধু দের জন্য রইল শুভ কামনা। ভালো থাকিস বন্ধু রা দেখা হবে কোথাও না কোথাও।
২১/০৯/২০২২ এই গানটা আমি প্রথম বার শুনলাম কিন্তু এমন একটা মুহূর্তে এই গানটা আমি শুনলাম যেটা মৃত্যুর আগ পর্যন্ত এই মুহূর্তটা ভোলার নয়। হুম দেখা হবে বন্ধু.......💙
It's been many years since I saw her at the final exam of school . The memories of her blowing over my heart . The first expression when she was entering the classroom & my eye sight goes to the infinity scenario which I never want to forget even after my life pass away near her graveward. Really, it's so tough to stay far from a person whom you love from your heart .. It's remain infinity..
দেখা হবে, বন্ধু, কারণে আর অকারণে দেখা হবে, বন্ধু, চাপা কোনো অভিমানে দেখা হবে, বন্ধু, সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায় দেখা হবে, বন্ধু, নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গীতে ভালোবাসার শুভ্র ইঙ্গিতে দেখা হবে, বন্ধু, নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়ায় সন্ধ্যার হিমেল হাওয়ায় দেখা হবে, বন্ধু স্লোগানমুখর কোনো এক ক্লান্ত মিছিলে ব্যস্ততা থেকে ধার দিলে দেখা হবে, বন্ধু ভীষণ খেয়ালী মনের আতিথেয়তায় উচ্ছ্বাসী প্রণয় প্রাক্কালে দেখা হবে, বন্ধু, কারণে আর অকারণে দেখা হবে, বন্ধু, চাপা কোনো অভিমানে দেখা হবে, বন্ধু, সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায় দেখা হবে, বন্ধু, কারণে আর অকারণে দেখা হবে, বন্ধু, চাপা কোনো অভিমানে দেখা হবে, বন্ধু, সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়
ফেলে আসা প্রিয় সময়গুলো। আবারও মনে পরে গেল। সেই প্রিয় নব্বইয়ের দিন গুলি। আহা কি অসাধারন বহেমিয়ান সময়। পড়াশোনা, ঢাকা এসটেডিয়াম, আবাহনী মাঠ, ধানমন্ডি ক্লাব মাঠ, বিশব্বিদ্যালয়ের মল, হাকিম চত্ত্বর, চারুকলার পুকুর পাড়, মামা হালিম,তাতি বাজারের কাসমির বিড়িয়ানী, বেইলী রোডের নাটক পাড়া, ঢাকা নিউ মাকেটের বইয়ের দোকানের সামনের শুক্রবার বিকেলে-সন্ধার আডডা। আহারে জীবন।
Via ki bolbo😢😢
বিশ্ববিদ্যালয় জীবনে এ গানটা খুব বেশি শুনতাম বন্ধুদের নিয়ে যখনই মন খারাপ থাকতো। শত বছর বেচে থাকুক এ কালজয়ী গান। অনেক অনেক ভালোবাসা রইলো প্রিয় পার্থ ভাই আপনার প্রতি
নিজের কাছে নিজেরই বিশ্বাস হয় না, ২০ বছর আগে ক্যাসেট বাজিয়ে গানটা কতদিন কতরাত শুনেছি।
জীবনটাও আজ মাঝ পথে এসে দাড়িয়েছে!!
১৪/৫/২০২০
sudu song sunle hove na but sopol howar kaj korte hove but life ta k alukito korte can tahole bitore agun jalan kakon aluor uso oi agun
জীবনটা এতো ছোট কেন ??
যেখানে সেখানে মোটিভেশান
@@priyovashini 😪😪😪
@@priyovashini 😪😪😪
এত সুন্দর লিরিকস যারা লিখেন, তারা সত্যিই অসাধারণ মনের মানুষ। তাদের শ্রদ্ধা জানাই।
অসাধারণ কথা
বেলনূর
Marjuk rasel
@@AbdurRahman-tn5kr ট
Fffcfffffccfcçccçccccccccccççccccccccçccccccccccccçcccccccccfcccfcffcccfffcfffffccccfcffffcffffffffffffffffcffffcffçffcfffçcfffffcccccccccçcccccccçcccccccf
দেখা হবে বন্ধু, কারণে আর অকারণে.. আমি বিশ্বাস করি একদিন অবশ্যই হবে, যদি সে বন্ধুত্বটা মন থেকে হয় 👫
Hi
কমেন্টগুলা পড়লে বুঝা যায় বাংলা গানের প্রতি মানুষের আবেগ অনুভূতি আর ভালোবাসার মাত্রা কতবেশী।
অনেক অনেক, শিহরিত হই।
Hy
ঠিক বলেছেন
পৃথিবীর প্রত্যেকটা বন্ধু যদি জানতো, বন্ধুত্ব নিয়ে এত কালজয়ী একটা গান আছে, তাহলে সবাই এই গানটা তাদের বন্ধুদের উৎসর্গ করতো। ২০০৬ সালের সাথে তোদের ও হারিয়ে ফেলেছি 😢😥😢😳
বাংলাদেশে কি এইসব গান আর তৈরি হবে না,,, এরকম সুস্থ গান কি আর পাবো না আমরা।
বিশ্বাস ছিলো সবসময় মনের ভেতর দেখা হবে বন্ধু তোমার সাথে ।তার পর ২০০০ সালে যখন প্রথম দেখা হবে বন্ধু গানটা শুনলাম তখন থেকে বিশ্বাসটা আরো শক্তিশালী হয়ে গেলো।
তাই বারবার মন বলে উঠে দেখা হবে বন্ধুু।
Sunder ganer kota kolyvalo.
@@SharminAkter-uz8tyজ্বি। অসম্ভব সুন্দর গান। অামি সবসময় শুনি।
প্রতিদিন অন্তত ১ বার হলেও পুরনো গানগুলি শুনতে হয়। কেমন জানি অভ্যাসে পরিণত হয়েছে। আর যখন মন খারাপ থাকে তখন এই গানই একমাত্র ঔষধ হিসেবে কাজ করে ❤️❤️❤️❤️
মনে পড়ে বিশ্ববিদ্যালয় জীবনের পুরনো গুলো।
আহরে জীবন।
vy batch?
হাজারো স্মৃতি মিশে আছে এই গানে। দেখা হবে এই আসায় এখনো পথ চলি। জীবন টা এমন কেন? এই প্রশ্নের উত্তর আজো পাইনি হয়তো পাবনা কোনদিন তবুও সেই আড্ডা দেওয়ার জায়গাগুলো আজো চষে বেড়াই যদি তুমার দেখা পাই।
দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
নিশ্চয়ই দেখা হবে, দেখা হয়ই, বায়োলজিকালি না হলেও মনে অনুভূতির গভীর ব্যাঞ্জনায় ❤️💚!
আমি যেখানেই শান্তি খুঁজতে যাই!
সেখান থেকেই মানসিক যন্ত্রনা নিয়ে ফিরে আসি!🖤
Keno
২০২৪ এসে গানটা কে কে শুনছো
দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়
দেখা হবে বন্ধু নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে..........তার প্রতিক্ষায়....................
Janina r konodin dekha pabo kina tomar
একটা শহর, আমার প্রিয় বন্ধু। দেখা হবে আবার। ফিরে যাওয়ার হাহাকার, আর না থাকার শৈত্য প্রবাহে। প্রথম পাওয়া ইদের কার্ডে, সাগরের ঢেউয়ে, জীবনের এই জীবনে।
🖤🖤🖤
দেখা হবে বন্ধু,
নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া,সন্ধ্যা,হিমেল হাওয়া,
দেখা হবে বন্ধু,
উচ্ছাসে আতেথিয়তা,
দেখা হবে বন্ধু,কারনে অকারনে
দেখা হবে বন্ধু চাপা কোন অভিমানে♥♥
সত্যি দেখা হবে বন্ধু এই মিথ্যে কথার শহরে তোমার ভ্রান্ত ধারনায় যেখানে হেরে গিয়েছিলাম আমি। তবুও দেখা হবে এক মুখ হাসিতে বলব কেমন আছ তুমি??
nic
দেখা হয়নি....
১০ টি বছর কেটে গেল....
আরো এরকম ১০টি করে বছর কাটবে
জানি দেখা হবেনা...
ভালো আছো তো.....?
💔🙂🙂
প্রবাস জীবন আর ভাল লাগে না ইচ্চে করে সে পুরনো দিন গুলো মাঝে পিরে যেতে সেই পুরনো দিন গুলো কত মজার ছিলো ভাবতে চোখে কান্না চলে আসে
৷ 💞
😥😥
দিনগুলো আর ফিরে আসেনা ভাই😢😢😢
Akdom amar moner kotha guli bolechen bhai monir uddin
Right
বেশী কিছু লিখবো না।এক কথায় অসাধারণ। বন্ধুত্ব কি তাকে এই গানেই ফুটিয়ে তুলা হয়েছে।
বিখ্যাত হওয়ার জন্য বেশি গান গাইতে হয়না। এইরকম একটা গাইলেই .....
সেই ২০০০ সাল থেকে আজো মনে প্রাণে মিশে আছে,দেখা হবে বন্ধু কারণে বা অকারণে।
2020 E ASEO SHUNCI AI LEGENDARY SONG
@@MDAlauddin-oo3fw অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইলো ভাইয়া।
আমার খুবই প্রিয় একটি গান। গানটা শুনলেই তার কথা বেশী মনে পড়ে যায়। এই গানটার মতই তার সাথে আমার দেখা হতো কদাচিৎ। এখন আর দেখা হয় না। ভাল থাক সে।
অসাধারণ কথা, অসাধারণ সুর আর অসাধারণ গায়কী।It’s a complete package.সবাইকে অভিনন্দন।
জানিনা দেখা হবে কিনা,কিন্তু আশায় আছি।তবে যেখানেই থাকো যতদুর ভালো থেকো তুমি SM.
আজও দেখা পাইনি তোর,সেই স্মৃতিমাখা জায়গাগুলো তে।
Aleya Hassan.... hi
@@sayedahmed9116.. hi
২০১১ সাল!
পার্থকে চেনার আগে সোলস, মন শুধু মন ছুঁয়েছে.. কিংবা নিসঙ্গতা যার মাধ্যমে চিনে ফেলেছিলাম সে আমার মিঁঞা ভাই......
গানটা প্রথম যখন শুনি তখন বন্ধুত্ব কি বুঝতাম না। হয়তো এটাই আপনার স্বার্থকতা যে আপনি একটা গানে বন্ধুত্বের মাহাত্ম্যকে অপরের কাছে হৃদয়স্পর্শী করে উপস্থাপন করেছেন।
রেসের ঘোড়ায় বাজি ধরে ছিলাম এবং ইচ্ছে করেই প্রিয় বন্ধু কে জেতাতে গিয়ে প্রিয় আবেগ,অনভূতিপ্রবন নিজের অস্তিত্ব কে বিসর্জন দিয়েছিলাম। সরে গিয়েছিলাম।কিন্তু বন্ধুত্ব ও ভালোবাসা কে ভূলিনি এক মাইক্রো সেকেন্ডের জন্যও।
আসছে ১৩/০৮/২১ বিকেল ০৩ টায় ক্যাফে ৬৬ এ আবার দেখা হবে।
দেখা হয়েছে পরে ?
"দেখা হবে বন্ধু কারনে আকারনে"....গান টা বহুবার শুনেছি তবুও তৃষ্ণা মিটে না।
Assoly
গানের কথা গুলো সত্যিই অসাধারণ।
বর্তমান সময়ে গানের মাঝে সাহিত্য ধরে রেখেছেন পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার।
ধন্যবাদ।
আপনাদের সুন্দর মেধা সম্প্রসারিত হোক সর্বস্তরে।
২০২১ এ এসে কে কে শুনছেন???❤️
Eito sun c aj obdi.
R shune jabo Bangla Band music...
2022… ebong prothom bar!
2024
mind blowing ........ :) Partho ......... you are the best ...
From USA
Form asiya
কি অসাধারন গান ছিলো, সেই সোনালী দিন গুলোতে। আমি ফিরে যেতে চাই সেই পুরনো দিন গুলোতে।
অসাধারন সুন্দর গান ।এর চেয়ে বেশী বলার ভাষা হারিয়ে ফেলেছি ।
এই গান গুলো অসাধারন গান গুলো শুনলে অনেক পুরনো কথা মনে পড়ে যায়
দ্রোহ প্রেম নারী; এবং চাওয়া পাওয়ার বহু হিসেবের মাঝে কিছু বন্ধুত্ব🥺🖤
অসাধারণ!!
সত্যিই তাই!!
দেখা না হউক, সবাই সবার জায়গায় ভালো থাকুক।
ভালোবাসাটা হারিয়ে গেলেও গানটা আজও ভালোবাসার স্মৃতি হয়ে আছে, থাকবে আজীবন
এই সব গানের সাথে মিশে আচে যে ছোটবেলার হাজারো সৃতিচারণ, i really miss those day 💔🥀😭
একদিন দেখা হবে বন্ধু।কত কোটি বছর ধরে তোমাকে দেখার অপেক্ষায় আছি,কিন্তুু তোমাকে দেখি না🥲আমাকে কি ভুলে গেছো?
শুনেছি সংসার শুরু করেছো।তোমার জন্য দোয়া ও শুভ কামনা রইলো💖
একদিন দেখা হবে অকারনেই হঠাৎ।তখন হইতো আমার কোন পিছুটান থাকবে না এক শর্তে,যদি তুমি সুখে থাকো।
তবে সে অকারনে দেখা হওয়ার পর বাসায় গিয়ে যদি তোমার চোঁখ থেকে এক ফোটা অশ্রু গড়াই,যেনে রেখো ক্ষমা পাবেনা।
আমার বিশ্বাস,আমাদের একদিন দেখা হবে।
সব সময় ভালো থেকো।
সামসুন নাহার অমি।
হুম 🥺🥺🥺🥺🥺🥺
যখন ছোট ছিলাম বন্ধু ছিলো কিন্তু বন্ধুর ভালো বাসা গুলো বোঝার মতো বয়স ছিলো না তখন এই গান গুলো শুনতাম আর গায়তাম এখনও গান আছে বন্ধু আর নেই অনেক শূন্যতা অনুভব করি হারিয়ে যাওয়া দিন গুলোর জন্য
এক সময় এই গানগুলা বেশি শুনতাম অনেক ভালো লাগতো আর এখন সোনা হয় না সামনে পড়লে একটু শুনে অসাধারন গান গুলা পার্থ বড়ুয়ার সুপার💔💔💔
PARTHO BARUA😍 THE LEGEND🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ছোটবেলায় ক্যাসেট বাজিয়ে অনেক বার শুনেছি গানটা।
দেখা হবে বন্ধু তোমার সাথে..
চাপা অভিমানে.. আজো দেখিনি আমি তোমাকে...ছলনাময়ী বন্ধু আমার..💔💔
গানটা মন দুর্বল করে দেয়।❤️❤️
এই গানটা প্রথম শোনা হয় ২০০৬ সালে। তখন প্রথম ক্যামেরা ফোন কিনে দিয়েছিলো আব্বু আর ফোনে যে গানগুলো লোড করা ছিলো তার মধ্যে এটা একটা। আর সেই থেকেই এই গানটা প্রিয় গানগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে। এখন এই ২০২১ এ এসে কেনো যেন মনে হয় গানটা আরো বেশি প্রিয় হয়ে গেছে।এখন আর বন্ধুদের সাথে দেখা হয় না, ক্যাম্পাস চলে গিয়েছে স্মৃতির পাতায়, বন্ধুরা ও ক্রমশ চলে যাচ্ছে দূরে....
আমার দেয়া শেষ উপহার ছিল "দেখা হবে বন্ধু" যা ফিরিয়ে দিয়ে ছিল। সুপ্ত বাসনা ছিল দেখা হবে তাই অতৃপ্ত মনে এইটা ছিল প্রিয় বাণী, প্রিয় কথা, প্রিয় গান। কিন্তু আজও দেখা হয় নি।
ও আমার বাংলা ভাষার গান পৃথিবীর সেরা গান। ভালবাসি বাংলা আর বাংলাদেশকে।।।
স্কুল জীবনের সোনালি সময় থেকে চলছে... দেখা হবে বন্ধু।
বন্ধুত্বের বন্ধন অমর!
দূর আকাশ, দূর নক্ষত্র আর দূর অতীত খুব কাছে টানে!
অবিরাম ভালবাসা সব বন্ধুদের জন্যে!!
বাংলাদেশের ব্যান্ডের গান অনেক সুন্দর। আমাদের গর্ব। ধন্যবাদ সোলস্।
সবার কমেন্ট দেখে জানতে পারলাম এটা ২০০০ সালের গান। আমি ২০২৩ এ শুনলাম। আসলে একটা রিলস এ গানটার কয়েকটা লাইন শুনে এত ভালো লাগলো যে you tube এ সার্চ করে খুঁজেনিলাম গানটা। গানটা খুব সুন্দর ❤️❤️
Same For You 😊
ভীষণ প্রিয় গান
সেই শুরু থেকে এখনো শুনে যাই প্রতিদিন।।
Sunder
দেখ হবে বন্ধু,,,মনে পরে সেই কলেজ লাইফটা
দেখা হবে বন্দু কারনে অকারনে গানটা শুনে বড় উৎসাহ যাগে মনে । আবার দেখা হবে বন্দু গানের কথা আর কি বলবো অসম্ভব সুন্দর পার্থ বড়ুয়া 🤘🤘👌👌
এই লেখকরা সারা জীবন বেঁচে থাকবে এমন সুরে সুরে 💙💚
২০২০ কে কে শুনছেন?
2021 এ
Iam
Excellent singing!! love u partha da!!
একদিন দেখা হবে অকারণেই,হঠাৎ। তখন হয়তো পিছুটান থাকবে না এক শর্তে যদি তুমি সুখে থাকো। তবে সেই অকারণে দেখা হওয়ার পর যদি বাসায় গিয়ে একফোঁটা অশ্রু গড়ায় তোমার চোখ থেকে,জেনে রেখো ক্ষমা পাবেনা।
আমার জীবনের ঘটনার সাথে মিলে গেছে গানটা। ধন্যবাদ 🥰🥰🥰
২০০৫ সাল তখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়তাম প্রেমিকা ছিল সাদিয়া
এই গানটি গেয়েছিলাম তার সামনে প্রথম একটি লেকের পাশে। আজ সে কারর জননী আর আমি আছি কর্মহীন এবং সংসারবিহীন।
এইত জীবন
ভালো থাকুক সমস্ত বন্ধু, ভালো থাকুক সমস্ত সাদিয়ারা...নামটা একদম... কলিজায় লাগলো ভাই........
এই নামের মেয়েরা হয়তো শুধু বন্ধুই হয়, কিন্তু কথা রাখে না...
Interesting
বাস্তবতা কে মেনে নেওয়ার নাম ' জীবন '
একদিন দেখা হবে বন্ধু 💓💓কত বছর তোকে দেখিনা।ভূলে গেছিস কি?।।শুনেছি সংসার শুরু করছিস,,শুভকামনা ও দোয়া রইল।।
আমি বিশ্বাস করি তোর সাথে আবার দেখা হবে💓💓💓মুশফিকা জাহান আশরাফী (পাপিয়া)
So sad 😪😪😪
দেখা হবে বন্ধু...
কারণে আর অকারণে...
দেখা হবে বন্ধু ছাপা কোন অভিমানে...😢
অসাধারণ একটা ♬
দেখা হবে বন্ধু। কারণে অকারণে।
আমি বিশ্বাস করি।
এই গানের মাধ্যমে ছোটো বেলার কথা মনে পরে।
Love u for ur fabulous song.....long live partho da...... runa....from usa.
এ গানগুলোয় বাংলা গানের সর্বকালের সর্বোত্তম সৃষ্টি
অসাধারণ গানের কথামালা, অসাধারণ গায়কী।। শুভকামনা নিরন্তর।।।
মিস করি 2000 সালের এস এস সি পরীক্ষার সময় এই গানটি অনেক বড় শুনেছি।
দেখা হবে, বন্ধু, কারণে আর অকারণে,দেখা হবে, বন্ধু, চাপা কোনো অভিমানে দেখা হবে,বন্ধু, সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়।
দেখা হবে, বন্ধু, নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গীতে ভালোবাসার শুভ্র ইঙ্গিতে দেখা হবে,বন্ধু,নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়ায় সন্ধ্যার হিমেল হাওয়ায়।
দেখা হবে,বন্ধু স্লোগানমুখর কোনো এক ক্লান্ত মিছিলে ব্যস্ততা থেকে ধার দিলে দেখা হবে,বন্ধু ভীষণ খেয়ালী মনের আতিথেয়তায় উচ্ছ্বাসী প্রণয় প্রাক্কালে।
দেখা হবে, বন্ধু, কারণে আর অকারণে দেখা হবে, বন্ধু, চাপা কোনো অভিমানে দেখা হবে,বন্ধু,সাময়িক বৈরিতায়
অস্থির অপাগরতায়।
দেখা হবে, বন্ধু, কারণে আর অকারণে দেখা হবে, বন্ধু, চাপা কোনো অভিমানে দেখা হবে, বন্ধু, সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়।
দাদা আমি আপনার গানের বিষন বক্ত ১৯৯৮ সাল হতে আপনার গান শুনতেছি তখন আমি ৮ম শ্রেনিতে পড়তেছি তখন ক্লাসে অলক বডুরা স্যারে মুখে অনেক কথা শুনেছি দাদা অসলে আপনার গান গুলো পেলে আসা বন্দুদের অকেন মিস করি
হারানো দিন আর হারানো এই গান গুলি স্মৃতিতে আজও সজিব
এই গানটা মাঝে মধ্যে শুনি যখনি স্কুল জীবনের বন্ধু দের কথা মনে পড়ে। নারায়ন তলা মিশন উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের সকল বন্ধু দের জন্য রইল শুভ কামনা। ভালো থাকিস বন্ধু রা দেখা হবে কোথাও না কোথাও।
সত্যি ই দেখা হবে একদিন। ইনশাআল্লাহ।
প্রিয় বন্ধু গুলো হয়ত আজ প্রচুর কাজ আর সাংসারিক ব্যস্ততায়
তবুও মিস করি কাটানো জীবনের প্রতিটি মুহূর্ত গুলোকে
Onek din por shonci....valo lagce
এই গান গুলো চিরদিন অমর হয়ে থাকবে।
শান্তির বিনিময়ে মানসিক যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়ায় আমার এই নিঃসঙ্গতা মন😭
মনে পড়ে সোনালী অতীতের ২০০০ সালের সেই দিনগুলির কথা। দেখা হবে বন্ধুু এ্যালবাম বাজিয়ে গান শুনা।
@@asadonly এ্যালবাম নাম হলো দেখা হবে বন্ধু।
২১/০৯/২০২২
এই গানটা আমি প্রথম বার শুনলাম কিন্তু এমন একটা মুহূর্তে এই গানটা আমি শুনলাম যেটা মৃত্যুর আগ পর্যন্ত এই মুহূর্তটা ভোলার নয়।
হুম দেখা হবে বন্ধু.......💙
কৈশোরের গান খুব ভালো লাগে মিস করি ছোটবেলা 😢❤️❤️❤️❤️
এই শহরে ঘুমাবো কি করে চোখ তো ঘুমাতে চায় কিন্তু মস্তিষ্ক তো সফলতার হিসাব মিলায়
সবার কথা মনে হলে চলে যাই স্মৃতিতে গানটা শুনে
6/4/2024 ❤
আমার মতো নব্বইদশকে শোনা গান, এখন আবার২০২২ সালে এসেও শুনছি আর ফিরে যাচ্ছি সেই নব্বইয়ের কৈশোরে ❤️
It's been many years since I saw her at the final exam of school . The memories of her blowing over my heart . The first expression when she was entering the classroom & my eye sight goes to the infinity scenario which I never want to forget even after my life pass away near her graveward. Really, it's so tough to stay far from a person whom you love from your heart ..
It's remain infinity..
My fav singer...Partha Barua...
and this song is a Master piece...
সত্যি বিশ্বাস হয় না ২০০০ সালে থেকে নিয়ে আজ ২২ বছর হয়েগেছে এই গান শুনছি,, ❤️❤️❤️❤️❤️❤️❤️৭/১/২০২২
Ajk M A Aziz Stadium Chittagong a live concert a gan ta parthor moke shone ekane shonte ashlam.....
দেখা হবে, বন্ধু, কারণে আর অকারণে
দেখা হবে, বন্ধু, চাপা কোনো অভিমানে
দেখা হবে, বন্ধু, সাময়িক বৈরিতায়
অস্থির অপাগরতায়
দেখা হবে, বন্ধু, নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গীতে
ভালোবাসার শুভ্র ইঙ্গিতে
দেখা হবে, বন্ধু, নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়ায়
সন্ধ্যার হিমেল হাওয়ায়
দেখা হবে, বন্ধু
স্লোগানমুখর কোনো এক ক্লান্ত মিছিলে
ব্যস্ততা থেকে ধার দিলে
দেখা হবে, বন্ধু
ভীষণ খেয়ালী মনের আতিথেয়তায়
উচ্ছ্বাসী প্রণয় প্রাক্কালে
দেখা হবে, বন্ধু, কারণে আর অকারণে
দেখা হবে, বন্ধু, চাপা কোনো অভিমানে
দেখা হবে, বন্ধু, সাময়িক বৈরিতায়
অস্থির অপাগরতায়
দেখা হবে, বন্ধু, কারণে আর অকারণে
দেখা হবে, বন্ধু, চাপা কোনো অভিমানে
দেখা হবে, বন্ধু, সাময়িক বৈরিতায়
অস্থির অপাগরতায়
দেখা হবে বন্ধু কারণে অকারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে ❤❤
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপারগতায়......
আমার ভাবতে অবাক লাগে যে গানটা লিখে তাদের মনটা কত গভীর স্বপ্ন ঘেরা
সাময়িক বৈরিতায়,অস্থির অপারগ তায়, দেখা হবে বন্ধু!!
পার্থ ভাই এর কন্ঠ আর গান আমার ভিশন ভাল লাগে, আর কি পরিচ্ছন্ন লিরিক যাতে অনেক মুগ্ধ হই।
দেখা হবে বন্ধু কারণে অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে 🙂🙂🙂🙂🙂
দিনগুলো শেষ হয়ে যাচ্ছে ক্রমশই
তোর সাথে আর কোনোদিন দেখা হবেনা হয়ত। ভাল থাকিস। স্মৃতিগুলা আজীবন মনের গভীরে থাকবে, সাথে তুইও।
Valobashar srity gulo ki konodin vule jaoa jai