ভগবান কী? l What is God?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • ঈশ্বরকে জানতে চাওয়া, বোঝার চেষ্টা করা মূর্খামী ছাড়া কিছু নয়। ঈশ্বরকে অনুভব করতে হয়। নিজেকে লীন করতে হয় তাঁর মধ্যে। তবেই সৃষ্টি ও সৃষ্টিকর্তা একত্বে অনুভূত হন বললেন সদগুরু l
    English video: • What is God? - Sadhguru
    ****************************************
    সদগুরু একজন যোগী, অতীন্দ্রিয়বাদী, জনপ্রিয় লেখক ও কবি। সদগুরুকে ভারতবর্ষের প্রথম ৫০ জন প্রভাবশালী মানুষদের মধ্যে একজন ধরা হয়।
    দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর শহরের ভেলিয়াঙ্গীরি পর্বতের পাদদেশে অবস্থিত সদগুরুর আশ্রম, ঈশা যোগ কেন্দ্র; যোগ এবং ধ্যানের এক পীঠস্থান। যোগ এবং ধ্যানের বিভিন্ন পদ্ধতি শিখতে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই আশ্রমে আসেন। এছাড়াও সদগুরু'র প্রতিষ্ঠিত ঈশা ফাউন্ডেশনের তরফ থেকে সারা দেশ এবং বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানীয় ভাষায় যোগ এবং ধ্যানের শিক্ষা দেওয়া হয়।
    আধ্যাত্মিকতার ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে ভারত সরকার পদ্মবিভূষণ বেসামরিক পুরস্কার প্রদান করে।
    সদগুরু এবং ঈশা ফাউন্ডেশন সম্পর্কে আরও জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন:
    www.isha.sadhgu...​
    সদগুরু অ্যাপ ডাউনলোড করুন:
    onelink.to/sadh...
    অফিসিয়াল সদগুরু বাংলা সোশ্যাল মিডিয়া লিঙ্ক:
    Facebook / sadhgurubangla​
    WhatsApp Group chat.whatsapp....
    Telegram t.me/joinchat/....
    আত্ম রুপান্তরের যোগ এবং ধ্যান শিখুন বিনামূল্যে:
    isha.sadhguru.o...
    সদগুরুর দেওয়া ঈশা ক্রিয়া ধ্যান শিখুন বিনামূল্যে:
    www.ishafoundat...

ความคิดเห็น • 870

  • @nasiruddinahmed6994
    @nasiruddinahmed6994 3 ปีที่แล้ว +111

    আসলে পৃথিবী এখনো এতো বেশী বোকা মানুষে ঠাসা যে, তারা সদগুরুর কথা বুঝতেই পারে না। ওনার, স্রস্টা সম্পর্কিত প্রতিটা কথাই ১০০% যুক্তিসঙ্গত.... উনি প্রকৃত জ্ঞানী...। সদগুরুকে জানাই মন থেকে শ্রদ্ধা।

    • @bharatiyadharsan2152
      @bharatiyadharsan2152 3 ปีที่แล้ว +6

      আপনার মতন মানুষ পৃথিবীতে খুবই প্রয়োজন খুব ভালো লাগল আপনার কমেন্ট পড়ে ।

    • @sahebpal2755
      @sahebpal2755 2 ปีที่แล้ว +1

      একদম ঠিক কথা ,আমি অনেক মানুষকে এই কথাটাই বোঝাতে পারছিনা

    • @sanjoysarker2384
      @sanjoysarker2384 ปีที่แล้ว

      উপহার উপহার। ঈশ্বর আমাদেরকে উপহার দিয়েছেন।

    • @mdsomrat2406
      @mdsomrat2406 ปีที่แล้ว

      vai tahole ai jogot prani jib kivabe siristi hosce.aktu bujheye bolo.

    • @somamanna5979
      @somamanna5979 ปีที่แล้ว

      গুনীজন ই জ্ঞানের কদর করেন 🙏🏿

  • @md.kaishacatoonbaltu6692
    @md.kaishacatoonbaltu6692 4 ปีที่แล้ว +26

    দারুন লাগল।আমি আপনার অনেক বড়ো ফ্যান।#sadhgurubanglabiography আপনি এমন একজন যিনি খুব সরলভাবে জটিল বিষয়কে বিশ্লেষণ করতে পারেন, এটি অন্তত উন্নত চিন্তাধারার পরিচয়...
    নমস্কার!

  • @tapatidatta7050
    @tapatidatta7050 5 ปีที่แล้ว +5

    অসাধারন কথা মন ছুঁয়ে গেল আপনার কথায় আপনার উত্তর লুকিয়ে আছে যারা আপনার কথা মন দিয়ে পড়বেন তারা বুঝতে পারবেন ঈশ্বরের অস্তিত্ব। ঈশ্বর সর্ব জীবে। পুরষ্কার তিরস্কার মানুষ তার কর্মের দ্বারা ভোগ করে শুভ শক্তি অশুভ শক্তি দিয়ে আমরা তৈরি। শুভ শক্তিকে জাগ্রত করে অশুভ শক্তির বিনাশ ঘটালে আমরা নিজেদের অন্তরে ভগবানের অস্তিত্ব কে উপলব্ধি করতে পারবো

  • @satadalsaisai6927
    @satadalsaisai6927 2 ปีที่แล้ว +10

    সদগুরুর বাণী শুনি, ওনার যুক্তি অকাট্য, বিজ্ঞান ভিত্তিক ও তাত্পর্য পুর্ণ । প্রণাম ।

  • @pujakshetrapal8214
    @pujakshetrapal8214 4 ปีที่แล้ว +10

    শেষে যে কথাটি বললেন যে "ঈশ্বরের কোন ব্যাখা হতে পারে না" এই কথাটি কুরআন 1400 বছর আগে বলে দিয়েছে: "لیس کمثلہ شئ" অর্থাৎ "তিনি কোন কিছুর মতোই নয়", তাই আমরা মুসলিমরা ঈশ্বর কে না মানুষের মতো মনে করি না অন্য কিছুর মতো মনে করি ।

    • @muhammadyamin346
      @muhammadyamin346 3 ปีที่แล้ว

      @Srijani Sikder ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাই।প্লিজ ভাই আমাকে একটু ইনবক্স করবেন

    • @socute3140
      @socute3140 3 ปีที่แล้ว

      @Srijani Sikder এগুলো তারাই বলে যারা গোমরা হয়ে গেছে।যারা কুরআন হাদিস বুঝতে পারেনা। দাজ্জাল সম্পর্কে নবীজী সতর্ক করেছেন।দাজ্জাল নিজেকে আল্লাহ দাবী করবে এবং জোর করবে। তাকে চেনার জন্য বৈশিষ্ট্য বলা হয়েছে। এর মানে এই না আল্লাহর দুটি চোখ আছে। আল্লাহ রহমত দেন/বসে থাকেন/শুনতে পারেন এর মানে এই না যে সে আমাদের মতই। যদি তাই না হত তাহলে মূর্তি পুজা করা যেত। আল্লাহর আকার অনুধাবন করা সম্ভব না কারন আমরা যা দেখি তাই কল্পনা করতে পারি।এমন কিছু কল্পনা করুন যা কখনো দেখেননি,আর এটা আপনি পারবেন না।আমরা খুব কম বিষয়ে জানি যতটুকু সম্ভব। জান্নাত/জাহান্নাম সম্পর্কে বলা হয়েছে তাই বুঝতে পারি এর মানে এই না যা বুঝেছি তাই। আর হাদীস বুঝতে না পারলে এর অপব্যাখ্যা করবেন না এতে অনেকে বিভ্রত হয়ে পরবে।

    • @socute3140
      @socute3140 3 ปีที่แล้ว +1

      @Srijani Sikder ২ লাইন পড়ে কুরআন বুঝলে গোমরাহ হবেন।আল্লাহর কোন পিতা-মাতা নেই তিনি আমাদের ভেতরের কারোর পিতা নন। মরিয়মের নিকট পাঠানো হলো রুহ আর বার্তা জীঃআঃ মাধ্যমে আর এভাবে অলৌকিকভাবে জন্ম হয় ইসা আঃ এর। আল্লাহর ক্ষমতা আছে রূহ দেওয়ার কোন পুরুষের স্পর্শ ছাড়া। খ্রিষ্টানদের দালাল বলব নাকি নাস্তিক বলবো বুঝতে পারছিনা।🐸,

    • @hoodrobinhoodrobin6463
      @hoodrobinhoodrobin6463 3 ปีที่แล้ว

      Subah Walon

    • @sohomdas5160
      @sohomdas5160 4 หลายเดือนก่อน

      ​@@socute3140haa haa apni jeta bolchen seta thik .....Hindu ra o parameswar er ei bornonai diye thake.......karon jini parameswar....tini e Allah......ete kono sondeho nei........kintu jokhon proyojon hoy Allah Ram rup niye prithibi te ese thaken.....jini nirgun parameswar er swagun swarup...........asole prottek spiritual practice er uddesso holo amader sei nirakar porom bromho ke chenano ...........kintu nirakar parmeswar er upasona kora khub sohoj kaj noy.....tai tar swagun ruper amra upasona korte pari.......tai nirakar Allah e bolun ba swakar Ram e bolun.....era alada noy........aki......ja amader parameswar er dikei niye jay........jar kolpona kora murkhami matro......jar moddhe sudhu mishe jaoa jay ....bass

  • @TheAcousticProject93
    @TheAcousticProject93 4 ปีที่แล้ว +15

    অত্যন্ত যুক্তিপূর্ন বক্তব্য । ওনার ধ্যান ও জপের ওপর বক্তব্য থাকলে দেখাবেন please.🙏

  • @RupamSardar
    @RupamSardar 3 ปีที่แล้ว +5

    সদ্গুরু জির প্রত্যেকটা ভিডিও আমার খুব ভালো লাগে। প্রত্যেকটা ভিডিও থেকে নতুন জিনিস শিখতে পারি যেগুলো অন্য ভিডিও র মধ্যে সচরাচর দেখা যায় না.

  • @mofizuddin2995
    @mofizuddin2995 4 หลายเดือนก่อน +1

    ভগবান হলো পরম চৈতন্যময় শক্তি যার কাছে সমগ্র সৃষ্টি অবনত।

  • @sohelgayen7636
    @sohelgayen7636 3 ปีที่แล้ว +10

    যাকে মানুষের সঙ্গে তুলনা করা যায় সে ঈশ্বর হতে পারে না।

  • @jayasengupta5632
    @jayasengupta5632 4 ปีที่แล้ว +5

    হাঃ হাঃ হাঃ অসাধারণ বললেন আপনি। একটু ঘুরিয়ে বলেন বুঝে নিতে হবে। আসল সত্য হলো ঈশ্বর নেই।
    আমরা যখন ধ্যান করি কল্পনায় ভেবে নি কাল্পনিক ঈশ্বরকে সেটি সম্পূর্ণ নিজের মস্তিষ্ক এবং শরীরকে একাগ্রতা পূর্ণ করার এবং শক্তিশালী করার জন্য।
    প্রণাম সদগুরু কে।

    • @nazmulhawlader5047
      @nazmulhawlader5047 ปีที่แล้ว +1

      তোর মায়রে বানরে চুদে তোরে জন্ম দিছে শুয়োরের বাচ্চা জারজ বেজন্মা তোর চাইতেও বড় বড় জ্ঞানী সৃষ্টিকর্তায় বিশ্বাস করে তুই কোন চ্যাটের বাল কোন বিশ্ববিদ্যালয় লেখাপড়া করো মূর্খের বাচ্চা

  • @khandakermohitulislam7852
    @khandakermohitulislam7852 5 ปีที่แล้ว +48

    অসাধারণ আলোচনা।

    • @bartabahon6285
      @bartabahon6285 5 ปีที่แล้ว

      Baler alocona....apni vitu...karon opo-kormo korecen onek none hoy.....

    • @bartabahon6285
      @bartabahon6285 5 ปีที่แล้ว +1

      @সাড়ে 23 ঘন্টা apni akta vudai...apni "Vabisso puran porenni....

    • @badsahyadav4779
      @badsahyadav4779 4 ปีที่แล้ว

      @@bartabahon6285 bhobisso puran e sobh bhul bhal lekha ache seta na porai bhalo

    • @user-wt6th8od4f
      @user-wt6th8od4f 4 ปีที่แล้ว +1

      @@badsahyadav4779 আসো বসি কোথায় ভুল দেখাবে

    • @avishekroy8649
      @avishekroy8649 4 ปีที่แล้ว

      @@user-wt6th8od4f gude gondho nei eto bhabteo parina r molla der moddhye jongi nei eto hoteo parena gude gude dhoka dhuki jongi barai thakatheki gondho nei eto hoteo parena

  • @gojendratripura6583
    @gojendratripura6583 ปีที่แล้ว +1

    আমি একজন বাংলাদেশী ত্রিপুরা থেকে বলছি, হে সদগুরু প্রভু আপনি ঠিক বলছেন। ❤❤❤🙏🙏🙏

  • @TheRocknrolla12
    @TheRocknrolla12 5 ปีที่แล้ว +12

    He is an excellent intellectual....I really enjoy his discussions. He has deep understanding of human being and the human condition. He is a true Mumin, a true Muslim should be like Sadhu Guru

    • @nosubject6899
      @nosubject6899 5 ปีที่แล้ว +3

      No you are not r8. True mumin is just like a blind follower who doesn't have any capability to judge but blindly believe what is in quran and hadis.

    • @mohammadaziz7345
      @mohammadaziz7345 5 ปีที่แล้ว

      Without guidance from Allah, no one will follow religion. Allah says if someone forsake His prayers, Satan occupys him. So they will not believe. You can see in this guru a model of sealed person, they will not. Ignore them.

    • @user-ix1om5ti5u
      @user-ix1om5ti5u 5 ปีที่แล้ว +3

      AD COSMETICS ZONE আপনি ঠিক কথা বলেছেন | কিন্তু কিছু মুসলিম আপনার বিরোধীতা করবে এক হিন্দু সাধুকে গুরুত্ব দিয়েছেন বলে | আর কিছু হিন্দু বিরোধীতা করবে, কিছু তিক্ত অভিজ্ঞতার ফলে | এই যেমন এখানে একজন মুসলিম মন্তব্যে শয়তান নিয়ে এসেছেন | সদগুরুকে model of sealed person বলতে তার আটকালো না |

    • @jnanagni674
      @jnanagni674 4 ปีที่แล้ว +3

      ৯৯.৯৯৯% মুসলিম পরম সত্য এবং বাস্তবতাকে তোয়াক্ক না করে নিরদিষ্ট একটা গণ্ডীতেই আবদ্ধ থাকতে বদ্ধপরিকর। এমনকি যারা সত্যের উপলব্ধির চেষ্টা করে তাদের হাত পা টেনে রাখে যেন তারা তা না করতে পারে। ভ্রাতা, আপনার কাছ থেকে বাহবা পাওয়ার কোন অভিপ্রায় আমার নেই।
      গীতাটা পড়ে একটু বলবেন এর কোথাও হিংসার কথা আছে কিনা।
      অন্যদিকে পৃথিবীর সমস্ত ধরমগ্রন্থ বলছে আমারটাই একমাত্র সত্যি, আর একটা গোষ্ঠীর জন্য তার শান্তি কামনা এবং ভালবাসা।
      দেখুন ভাই বেদ কি বলছে " ওম সরবেশাং মঙ্গলং ভূয়াত
      সরবেশান্তু নিরাময়া।-- জগতের সমস্ত মানুষ শান্তি ও নিরাময় লাভ করুক।" ভ্রতাশ্রী, এরকম অনেক কথা যা আমি কয়টাই বা বলব! আশা করি আপনি বুঝেন।
      আমার প্রণিপাত স্বীকার করবেন।

    • @Matriarchy_Feminism
      @Matriarchy_Feminism 4 ปีที่แล้ว +1

      👍👍👍👍👍

  • @Jibonsongsar1988
    @Jibonsongsar1988 2 ปีที่แล้ว +2

    অসাধারণ সদ্গুরু আমার নিজস্ব অভিব্যক্তির সাথে প্রত্যেকটা কথা মিলে গেছে।

  • @saikatparuinisesir7277
    @saikatparuinisesir7277 3 ปีที่แล้ว +6

    Koti Koti pronam satguru om morning 💛💚

  • @-ra4136
    @-ra4136 5 ปีที่แล้ว +8

    ঈশ্বর সবার মধ্যে , আর সব কিছুর মধ্যে ঈশ্বর ।

    • @vvaloachi7263
      @vvaloachi7263 5 ปีที่แล้ว +6

      কোন মানুষরুপী শয়তান যদি কোন মেয়েকে
      ধর্ষন করে তাহলে কি বলবেন কাজটা ঈশ্বর করেছে ?!!!
      আসুন, প্যাচাল মুক্ত সোজা কথায়
      জেনে নেই " ঈশ্বর কী? "-
      ১. বল, তিনিই আল্লাহ, এক এবং অদ্বিতীয়।
      ২. তিনি কাহারো মুখাপেক্ষী নন, বরং সকলেই তাঁহার মুখাপেক্ষী।
      ৩. তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁহাকেও জন্ম দেয়া হয়নি।
      ৪. আর তাঁহার সমতুল্য আর কিছুই নেই।
      [আল কোরআন ১১২ : ১-৪]
      আল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নেই।
      তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক।
      তন্দ্রা বা নিদ্রা তাঁহাকে স্পর্শ করে না।
      আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁরই মালিকানাধীন।
      কে সে ! যে তাঁহার অনুমতি ব্যতীত তাঁহার নিকট সুপারিশ করবে ?
      দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন।
      যতটুকু তিনি ইচ্ছা করেন তা ব্যতিত তাঁর জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করিতে পারে না।
      তাঁহার রাজত্ত সমস্ত আকাশ ও পৃথিবীকে পরিবেষ্টিত করে আছে।
      ইহাদের রক্ষনাবেক্ষন তাঁহাকে ক্লান্ত করে না।
      আর তিনি অতি মহান, সর্বশ্রেষ্ঠ।
      [আল কোরআন ২ : ২৫৫]
      তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নেই;
      তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন,
      তিনি পরম দয়ালু, অসীম দাতা।
      তিনিই আল্লাহ, তিনি ব্যতিত কোন উপাস্য নেই।
      তিনিই একমাত্র মালিক,তিনিই পবিত্র,
      তিনিই শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা,
      তিনিই পরাক্রমশালী , তিনিই প্রবল,
      তিনিই অতীব মহীমান্বিত।
      উহারা যাহাকে অংশীদার করে আল্লাহ তা থেকে পবিত্র।
      তিনিই আল্লাহ , সৃজনকর্তা , উদ্ভাবনকর্তা, রূপদাতা,
      তাঁহারই জন্য সকল উত্তম নাম ।
      নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে,
      সবই তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে।
      তিনি মহাপরাক্রমশালী , প্রজ্ঞাময়।
      [আল কোরআন ৫৯ : ২৩-২৫]
      বল, হে আল্লাহ!
      তুমিই সার্বভৌম শক্তির অধিকারী।
      তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং
      যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও
      এবং যাকে ইচ্ছা সম্মান দানকর
      আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর।
      তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ।
      নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান।
      তুমি রাত্রিকে দিবসে পরিনত কর এবং
      দিবসকে রাত্রিতে পরিনত কর।
      আর তুমিই জীবিতকে মৃতের ভেতর থেকে বের করে আন
      এবং মৃতকে জীবিতের ভেতর থেকে বের কর।
      আর তুমিই যাকে ইচ্ছা অপরিমিত জীবনোপকরন দান কর।
      [আল কোরআন ৩ : ২৬-২৭]

    • @bapidey844
      @bapidey844 2 ปีที่แล้ว

      @@vvaloachi7263 যতদিন বিশ্বাসের মধ্যে থাকবেন ততদিন কিছুই জানতে পারবেন না । ধ্যানের মাধ্যমে নিজেকে জাগ্রত করুন । দেহর বাইরে আসুন । নিজেকে দেখুন । নিজের দেহকে দূরে বসে থাকতে দেখুন । সব আগের বিশ্বাস হাওয়া হয়ে যাবে ।

    • @vvaloachi7263
      @vvaloachi7263 2 ปีที่แล้ว

      @@bapidey844
      যিনি এই দেহটা তৈরি করলেন তাঁকে অস্বীকার
      করে শুধু দেহটা নিয়ে পড়ে থাকা কি বুদ্ধিমানের
      কাজ হবে ভাই?
      যখন আমি নিশ্চিত ভাবে জানি যে কিছুদিন পরই
      আমাকে এই দেহটাকে ছেড়ে দেহের সৃষ্টিকর্তার
      কাছে ফিরে যেতে হবে ??

    • @bapidey844
      @bapidey844 2 ปีที่แล้ว

      @@vvaloachi7263 তাকে অস্বীকার করতে কেউ বলেনি । কিন্তু আপনি একটা বই এর মধ্যেই যা পড়েছেন সেটাকেই সত্য ভেবে বসে আছেন । ঈশ্বরের প্রকৃতি এরকম আপনি কি তার প্রমান পেয়েছেন ?? এই গোটা ইউনিভার্সের কাছে আমাদের পৃথিবীর সাইজ হল একটা আলপিনের মাথার কয়েক বিলিয়ান ভাগের এক ভাগের সমান । তাহলে ভাবুন এই গোটা ব্রহ্মান্ডে আমাদের পৃথিবি কতটা ছোট । আর তাহলে এই পৃথিবীতে আপনি আমি কতটা ছোট । এই ব্রহ্মান্ডে আমাদের পৃথিবীর মত কত লাখ লাখ গ্রহ থাকতে পারে যেখানে আমদের মত প্রানীরা রয়েছে । আর আপনার মনে হয় এত বড় সৃষ্টির যিনি রচয়িতা সে আপনাকে মুসলিম হতে বলছে ?? সে বসে বসে দেখছে আপনি নামাজ পড়লেন কিনা , কাফির মারলেন কিনা , বা ঠিক মত মুসলিম হলেন কিনা ??? আপনার মনে হয় সৃষ্টিকর্তার এত সময় আছে আপনার জন্য ??
      সৃষ্টিকর্তাকে কোন বই দেখে বিশ্বাস করবেন না । তার কাছে নিজেকে নিয়ে যেতে হয় । সেটাই হল সাধনা । মরে যাবার পর জেনে কি করবেন ??? সাধনা আপনাকে বেচে থাকতেই রিয়েলিটি দেখিয়ে দেবে । তার জন্য জাগ্রত হতে হয় । জাগ্রত যদি হতে পারেন নিজেই সব কিছু নিজে দেখে নিতে পারবেন ।

    • @rafalodeaogo3032
      @rafalodeaogo3032 ปีที่แล้ว

      @@vvaloachi7263 😂😂😂😂 প্রথম কথা ঈশ্বর সবার মধ্যে বিরাজ করছে চেতনা রূপে কেউ যদি মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে চেতনাকে অস্বীকার করে কোন খারাপ কাজ করে তাহলে সেটা দণ্ডনীয়।।।
      প্রথম কথা বলে রাখি কোরআনকে বিশ্বাস করার কোন মানে হয় না কারণ এটা একটা মানুষের লেখা, তার বিশ্বাস এবং কল্পনার উপর নির্ভর করে তৈরি একটা পুস্তক।।
      ঈশ্বরকে জানা সম্ভব নয় কেউ যদি বলে এক অদ্বিতীয় সেটাও ভুল কারণ ঈশ্বর কোনো না কোনো রূপে সর্বত্র বিরাজ করছে যেহেতু ঈশ্বর অনন্ত ঈশ্বরের শেষ নেই তথাপি এই মহাশূন্য হল ঈশ্বরের রূপ এই মহাশূন্যের মধ্যেই সব বিরাজ করছে অতএব ঈশ্বরের মধ্যে যা বিরাজ করে তার সমস্ত ঈশ্বরের অংশ অতএব প্রকৃতির আমরা যে জিনিসকেই পূজা করি না কেন এসবই ঈশ্বরের অংশ। অর্থাৎ ঈশ্বরের অংশকেই পূজা করা হয়
      তুই বলছিস বল আল্লাহ এবং ঈশ্বর। আমি এটা মানি না। আমার কাছে মহাশূন্য সদাশিবি হলেন সর্বের ঈশ্বর বল ওম নমঃ শিবায়।। সকল জীবের আত্মা স্বরূপ তিনি প্রাণ তাকে ছাড়া সকল জীব শুধুমাত্র মৃতদেহ ছাড়া আর কিছু নয়। এই বায়ু কে পূজা করো যে তোমাকে প্রাণ দান করে রেখেছে। সূর্যের পূজা করো যার থেকে এই পৃথিবী সৃষ্টি এবং ঋতু পরিবর্তন হয় জলের পূজা করো যা তোমাকে তৃষ্ণা মিটিয়ে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। প্রকৃতির পূজা করো।

  • @anwarzahid4723
    @anwarzahid4723 5 ปีที่แล้ว +6

    ইস্বর এক এবং সব কিছু থেকে পবিতর। মানুষ পবিতরও হতে পারে আবার অপবিতরও হতে পারে। ইস্বর আমাদের সঠিক পথে চলার জ্ঞান দান করুন।

  • @shiprarani3172
    @shiprarani3172 4 ปีที่แล้ว +6

    Khub sundor kotha....

  • @Knowledgewithquery
    @Knowledgewithquery 2 ปีที่แล้ว +3

    আপনাকে যত দেখি ততই অবাক হই,প্রণাম গুরুজী🙏🙏🙏

  • @anweshabanerjee3603
    @anweshabanerjee3603 4 ปีที่แล้ว +4

    Khub sundor. Monta k khub aladai kore day. Apanara r o erom sundir kaj korun. Namaskar

  • @simanto7168
    @simanto7168 5 ปีที่แล้ว +7

    We don’t think that God is a man.. We think that He is a creator which is not compared with us.. He is not compared to anyone.. Nothing is compared to Him!

    • @samanwayamandal3948
      @samanwayamandal3948 5 ปีที่แล้ว +1

      But we think God is not living out of the world or something like template/ church,,,,we believe God live in each & every Human..........in our religion there is a quotation
      "শিব জ্ঞানে জীব সেবা"।

    • @user-ix1om5ti5u
      @user-ix1om5ti5u 5 ปีที่แล้ว

      সৃষ্টিকর্তা বা ঈশ্বরকে কেবল বোধের মাধ্যমে অনুভব করা যায় | বাকিটা কল্পনা | কিন্তু ঈশ্বরের সৃষ্টির মাধ্যমেই আমরা তার পরিচয় পাই | তাই হিন্দুরা মনে করে সমগ্র সৃষ্টিটাই ঈশ্বর | একটা হাতীতে যেমন ঈশ্বর আছেন তেমনি একটা পিপড়াতেও ঈশ্বর আছে | একটা বিদ্বানের মধ্যে যেমন ঈশ্বর আছেন তেমনি একজন মুর্খের মধ্যেও ঈশ্বর আছেন | মহাজাগতিক হিসাবে কোনো তারতম্য নেই কিন্তু ব্যবহারিক জগতে তারতম্য রয়েছে | তাই একটা বিড়ালের সঙ্গে আমাদের যে ব্যবহার, একটা বাঘের সঙ্গে সে ব্যবহার করা যায় না |

  • @helpfoundationbd6360
    @helpfoundationbd6360 3 ปีที่แล้ว +2

    তোমাকে মনে রাখার জন্য
    আর কিছুই রাখিনি মনে,
    মনটাকে তোমার জন্য বরাদ্দ-
    আর তুমি আমার নিজস্ব একটা দুঃখ মনের!

  • @subhmaypatra5562
    @subhmaypatra5562 3 ปีที่แล้ว +7

    I suddenly discovered Sadhguru's Bengali channel today, now I can show these videos to my mom.

    • @samirsanyal8603
      @samirsanyal8603 ปีที่แล้ว

      নমস্কার গুরুদেব !! অসাধারণ এক সত্যের অভিযাত্রা

  • @benstokeszerotohero
    @benstokeszerotohero 3 ปีที่แล้ว +4

    Wow! So funny! Thanks for unlimited entertainment!

  • @sarmisthamajumder5033
    @sarmisthamajumder5033 4 ปีที่แล้ว +6

    HareKrishna "Gurudev"

  • @alexraihan2199
    @alexraihan2199 2 ปีที่แล้ว +2

    So great alochona

  • @vvaloachi7263
    @vvaloachi7263 5 ปีที่แล้ว +2

    সদগুরু-
    যিনি অত্যান্ত সুন্দর করে কিছু অর্থহীন কথা বলেন।
    তিনি মূল প্রশ্নটির কোনো উত্তরই দেন না,
    কিন্তু তার অদ্ভুত ক্ষমতা আছে কিছু জটিল-সুন্দর বাক্য
    ব্যাবহার করে মুল বিষয়টিকে পাশ কাটানোর।
    তার কথা এতই শ্রুতিমধুর যে দর্শক ভুলেই যান যে
    তিনি আসলে কি প্রশ্ন করেছিলেন।
    অথবা কখনো কখনো তিনি এমন আজগুবি উত্তর দেন
    যার অর্থ যে কি তা আসলে কেউ যানে না।
    শ্রোতা মনে করে যে তার জ্ঞান কম তাই সে
    গুরুর কথা বুঝতে পারছে না।
    পাছে লোকে কি মনে করে সেই ভয়ে ভাব দেখায়
    সে সব বুঝতে পেরেছে।
    আসলে গুরু তো খুবই চালাকির সাথে
    প্রশ্নের উত্তরই এড়িয়ে গেছেন,
    তো শ্রোতা বুঝবে কো'থেকে?
    গুরুর ভিডিওগুলি দেখার পর ওই শুরর প্রশ্নটি
    নিজেকে আবার জিজ্ঞাসা করুন,
    দেখবেন আপনি আসলে কোনো উত্তরই পাননি !!!
    যেমন এই ভিডিওটি তে -
    মুল প্রশ্ন ছিল, ঈশ্বর কী?
    তিনি বললেন,
    যে যা সে ঈশ্বরকে তা-ই মনে করে ।
    কে কি মনে করে তার কাছে কি সেটা জানতে চাওয়া হয়েছে?
    তিনি সঠিক কোনো উত্তর না দিয়ে GOD এর সাথে dog এর
    বানানের মিল নিয়ে ঠাট্টা করলেন।
    তারপর বললেন নিজেকেই জানো না
    ঈশ্বরকে জানবে কিভাবে?
    তা প্রশ্নের উত্তরটি তো দিলেন না, "শঠগুরু"???
    যদি বলেন গুরুজীর উত্তর আমি বুঝিনি,
    তাহলে বলব -
    গুরুজী তো "ঈশ্বর কী?" এই প্রশ্নটার উত্তরই দেন নি,
    তাহলে আমার বোঝার প্রশ্ন আসছে কোথা থেকে?
    গুরুজী বলেছেন ,
    একটা মহিষ ভাবে ঈশ্বর একটা বড়সড় মহিষ,
    তেমনি একজন মানুষও নাকি ভাবে যে ঈশ্বর একজন
    বড়সড় মানুষ - যার আটটা হাত, দশটা মাথা . . .
    ভাই আপনিই বলুন, গুরুজী মানুষ হয়েও যদি মহিষের
    মত করে চিন্তা করেন তাহলে তার কথা বুঝতে না পারাটা
    কি আমার দোষ ?
    আসুন, প্যাচাল মুক্ত সোজা কথায়
    জেনে নেই " ঈশ্বর কী? "--
    ১. বল, তিনিই আল্লাহ, এক এবং অদ্বিতীয়।
    ২. তিনি কাহারো মুখাপেক্ষী নন, বরং সকলেই তাঁহার মুখাপেক্ষী।
    ৩. তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁহাকেও জন্ম দেয়া হয়নি।
    ৪. আর তাঁহার সমতুল্য আর কিছুই নেই।
    [আল কোরআন ১১২ : ১-৪]
    আল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নেই।
    তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক।
    তন্দ্রা বা নিদ্রা তাঁহাকে স্পর্শ করে না।
    আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁরই মালিকানাধীন।
    কে সে ! যে তাঁহার অনুমতি ব্যতীত তাঁহার নিকট সুপারিশ করবে ?
    দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন।
    যতটুকু তিনি ইচ্ছা করেন তা ব্যতিত তাঁর জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করিতে পারে না।
    তাঁহার রাজত্ত সমস্ত আকাশ ও পৃথিবীকে পরিবেষ্টিত করে আছে।
    ইহাদের রক্ষনাবেক্ষন তাঁহাকে ক্লান্ত করে না।
    আর তিনি অতি মহান, সর্বশ্রেষ্ঠ।
    [আল কোরআন ২ : ২৫৫]
    তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নেই;
    তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন,
    তিনি পরম দয়ালু, অসীম দাতা।
    তিনিই আল্লাহ, তিনি ব্যতিত কোন উপাস্য নেই।
    তিনিই একমাত্র মালিক,তিনিই পবিত্র,
    তিনিই শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা,
    তিনিই পরাক্রমশালী , তিনিই প্রবল,
    তিনিই অতীব মহীমান্বিত।
    উহারা যাহাকে অংশীদার করে আল্লাহ তা থেকে পবিত্র।
    তিনিই আল্লাহ , সৃজনকর্তা , উদ্ভাবনকর্তা, রূপদাতা,
    তাঁহারই জন্য সকল উত্তম নাম ।
    নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে,
    সবই তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে।
    তিনি মহাপরাক্রমশালী , প্রজ্ঞাময়।
    [আল কোরআন ৫৯ : ২৩-২৫]
    বল, হে আল্লাহ!
    তুমিই সার্বভৌম শক্তির অধিকারী।
    তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং
    যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও
    এবং যাকে ইচ্ছা সম্মান দানকর
    আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর।
    তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ।
    নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান।
    তুমি রাত্রিকে দিবসে পরিনত কর এবং
    দিবসকে রাত্রিতে পরিনত কর।
    আর তুমিই জীবিতকে মৃতের ভেতর থেকে বের করে আন
    এবং মৃতকে জীবিতের ভেতর থেকে বের কর।
    আর তুমিই যাকে ইচ্ছা অপরিমিত জীবনোপকরন দান কর।
    [আল কোরআন ৩ : ২৬-২৭]

    • @iswarmurmu8574
      @iswarmurmu8574 5 ปีที่แล้ว +1

      তোর মতো নির্বোধ মানুষই কোরান লিখেছেলো কাফের.

    • @vvaloachi7263
      @vvaloachi7263 5 ปีที่แล้ว

      ভাই iswar murmu,
      আমার উপর কেন এমন রাগ করলেন তা বুঝতে পারলাম না।

    • @ranjitsahoo3598
      @ranjitsahoo3598 4 ปีที่แล้ว +3

      ভাই তুমি ওনার কথাগুলো ঠিক বুঝতে পারোনি। ভগবান আপনার ভালো করুক এতটা লেখার জন্য

    • @SouvikMukherjee-dn9ky
      @SouvikMukherjee-dn9ky 4 ปีที่แล้ว +1

      @@vvaloachi7263 Quran ta je allah(god) nije likheche seta age proman koro.
      Muhammod er mrityur bohu bochor bad quran lekha hoeche,r tini illiterate chilen.
      Tahole quran ki kore iswar er bani holo??

  • @user-sq9ox8vz8g
    @user-sq9ox8vz8g 5 ปีที่แล้ว +11

    এই খানে এসে অনেক অনেক মূর্খ দেখলাম

    • @subhendukalsa9928
      @subhendukalsa9928 5 ปีที่แล้ว +2

      দাদা আপনারা তো বুদ্ধিমান তাহলে নাসা ,ইসরো, কোনো চলে যাচ্ছেন না।

    • @shaymalbiswas1792
      @shaymalbiswas1792 5 ปีที่แล้ว +1

      you ar madness

    • @chinmoyhalder6771
      @chinmoyhalder6771 4 ปีที่แล้ว

      Try understand what is he saying .not get his fun .and I'm sure you are not a intelligent person .

    • @debojyotighosh4153
      @debojyotighosh4153 4 ปีที่แล้ว

      Hmm jamon 2mi

  • @Akashalomiitbombay
    @Akashalomiitbombay 3 ปีที่แล้ว +4

    "অন্ধরাই অন্ধকারে অন্ধকে হাতরে বেরায় আর চক্ষুস্মানেরা ডাক্তার জাকির নায়েকের মত জ্ঞানী কে খুঁজে"

    • @joy646
      @joy646 3 ปีที่แล้ว +1

      Bepar ta Haissokor na

    • @Akashalomiitbombay
      @Akashalomiitbombay 3 ปีที่แล้ว +2

      @@joy646 Sodguru=stanza of poetry
      Dr jakir naik=reference

    • @sohelgayen7636
      @sohelgayen7636 3 ปีที่แล้ว

      ঠিক বলেছেন

    • @ahadbiameapnersatyaktokota8880
      @ahadbiameapnersatyaktokota8880 3 ปีที่แล้ว

      সদ্ গুরু কে আমি ভালোবাসি -তবে ডঃ জাকির নায়েক কে আরো অনেক অনেক বেশি ভালোবাসি।

    • @subhoghosal7
      @subhoghosal7 3 ปีที่แล้ว

      Reference can be misinterpreted. All evil religious cruel deed happened with references. Religion guided by misinterpreted references makes terrorist but spirituality does not do that.

  • @sohroabhossani6316
    @sohroabhossani6316 5 ปีที่แล้ว +5

    অপূর্ব

  • @variousinterest5076
    @variousinterest5076 5 ปีที่แล้ว +5

    Bha..wonderful speech guru dev!!

  • @mdnasiruddin700
    @mdnasiruddin700 4 ปีที่แล้ว +3

    God is beyond our imagination.
    He is not bound by time and space. He is above time, space, energy, matter and all the things.
    God is not created. He was, He is and He will be eternal. Rather he created everything.

    • @bappashaikh9386
      @bappashaikh9386 4 ปีที่แล้ว

      Alhamdullho

    • @pssumon6276
      @pssumon6276 3 ปีที่แล้ว

      সৃষ্টি কর্তাকে এক্সপ্লেইন করাটা হাস্যকর ছাড়া আর কিছুই না যেটা আপনি এই মাত্র করছেন,
      আপনি আপনার জন্মথেকে মৃত্যু অব্দি সমস্ত সময় ধরেও যদি এক্সপ্লেইন করার চেষ্টা করেন তুমি আপনি ব্যার্থ হবেন! 😀

  • @samsukvlog7451
    @samsukvlog7451 3 ปีที่แล้ว +2

    আলোচনাটা খুবই ভাল লেগেছে ।

  • @kishorechoudhurichoudhuri7545
    @kishorechoudhurichoudhuri7545 5 ปีที่แล้ว +6

    Nice explanation, pronam sadguru.

  • @tishanaskar5124
    @tishanaskar5124 3 ปีที่แล้ว +2

    Valo laglo

  • @shovan655
    @shovan655 5 ปีที่แล้ว +4

    Great 😍.

  • @asifreza9410
    @asifreza9410 5 ปีที่แล้ว +4

    মানুষের ভালো মনদ বোঝার জন্যে ঈশ্বর কে মানুষ হতে হবে

  • @MdEmon-jr5tp
    @MdEmon-jr5tp 4 ปีที่แล้ว +12

    সব কিছুর মালিক আল্লাহ

    • @hridaykumarsarkar9897
      @hridaykumarsarkar9897 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @rafalodeaogo3032
      @rafalodeaogo3032 ปีที่แล้ว

      তোর কানে কানে এসে বলেছিল 😂😂😂
      মুসলমানরা এতই মূর্খ যদি কোন কথা বুঝতে না পারে বা কোন দর্শন বুঝতে না পারে তাহলে তখনই কমেন্ট মেরে দেবে আল্লাহ এসব কিছুর মালিক 😂😂😂😂 আরে বোকাচোদা কেউ কারো মালিক নয়। সবাই নিজের কর্মের মালিক

    • @sudipbanerjee72
      @sudipbanerjee72 ปีที่แล้ว

      🐸🐸🐸🐸🤣🤣🤣🤣🤣🤣

  • @swarajdas5364
    @swarajdas5364 2 ปีที่แล้ว +2

    Pronam prabhu 🙏🙏🙏

  • @anitabera4773
    @anitabera4773 3 ปีที่แล้ว +1

    Apnar upodesh khub bhalo

  • @dinabandhuchakraborty3885
    @dinabandhuchakraborty3885 3 ปีที่แล้ว +1

    sadhguru i am very proude for your leckture,,,,,,,,,,

  • @manabroy9757
    @manabroy9757 4 ปีที่แล้ว

    হিন্দু সংস্কৃতির প্রতিটি বিষয় এ তিনি খুব সহজ সরল উত্তর দিয়েছেন যেগুলো অনেকে কু সংস্কার ভাবেন ... কিন্তু তার উত্তর গুলো দেখলে বোঝা কত সুন্দর সে ব্যাখ্যা গুলো

  • @tanniraninandi5681
    @tanniraninandi5681 5 ปีที่แล้ว +5

    আপনি যথার্থই বলেছেন।
    ধর্মগ্রন্থ এ বলা হয় ঈশ্বর অবাংমানসগোচর।অর্থাৎ তাকে এই মানব মন দিয়ে বুঝা দুঃসাধ্য। তাকে শুধুমাত্রই উপলব্ধি করা যায়। আমরা শুধু মাত্রই তার মদ্ধে লীন হয়ে যেতে পারি।

  • @priyamguin4767
    @priyamguin4767 2 หลายเดือนก่อน

    এটাই বুঝলাম ঈশ্বর আছেন তাকে অনুভব করতে পারি, এখন কে ঈশ্বরের ছবি , প্রতিমা , সাকার নিরাকার এ বিশ্বাস করে কি করেনা সেটা নিয়ে দুশ্চিন্তা বাড়িয়ে লাভ নেই।।।।। আজ যদি ক্যামেরা না থাকত তাহলে সদ গুরু র কথা লোক বই পড়ে জানতো (যেমন - ইসলাম ওই সময় ক্যামেরা ছিল না তাই কোরআন পড়ি)
    আবার ক্যামেরা না থাকার কারণে যদি সদ গুরুর কেউ ছবি আঁকে এবং তার কথা পড়ে সেটা (যেমন সনাতন ধর্মের রয়েছে দুটোই সাকার নিরাকার)
    একজন বলেছিলেন সাকার হোক বা নিরাকার সত্যের এবং সৃষ্টির ওপর বিশ্বাস থাকলেই হলো.... আর সত্য যখন তোমাকে সৃষ্টি করেছে তাহলে নিজের ওপর বিশ্বাস রাখো আর সত্যের পথে চলো... সাকার হোক বা নিরাকার

  • @babumondal4046
    @babumondal4046 4 ปีที่แล้ว +2

    অসাধারন।

  • @homratrading304
    @homratrading304 4 ปีที่แล้ว +9

    বেশী ঘুরিয়ে পেচিয়ে নয়, ঈশ্বর কি সহজ সরল ভাবে পারলে মানুষ কে তা বোঝান। কিন্তু সেই সুযোগে ওন্য আর পাচ জনার মতো নিজেকে ভগবান প্রমান করবার চেষ্টা করবেন না।

    • @avishekroy8649
      @avishekroy8649 4 ปีที่แล้ว +7

      Are boudi apnar bojhar capacity ta baran

    • @saradutta6955
      @saradutta6955 4 ปีที่แล้ว +2

      Valo

    • @akashkundu6811
      @akashkundu6811 4 ปีที่แล้ว +1

      Bhogoban mathay Mal bhore rekheche Mone hoy

    • @benstokeszerotohero
      @benstokeszerotohero 3 ปีที่แล้ว

      It is a totally fraud.

    • @selimmomin1599
      @selimmomin1599 2 ปีที่แล้ว

      Tik bolechen Sodguru ghuriye pechiye kotha bolen, clear vabe bole na

  • @kuntalghosh.
    @kuntalghosh. 5 ปีที่แล้ว +2

    কথা গুলো অমৃতসম মনে হয়

  • @tomiokagiyuu420_69
    @tomiokagiyuu420_69 2 ปีที่แล้ว +2

    হরে কৃষ্ণ 🙏🙏

  • @loleyet_123
    @loleyet_123 2 ปีที่แล้ว

    আসলে পৃথিবী এখনো এতো বেশী বোকা মানুষে ঠাসা যে, তারা সদগুরুর কথা বুঝতেই পারে না। ওনার, স্রস্টা সম্পর্কিত প্রতিটা কথাই ১০০% যুক্তিসঙ্গত.... উনি প্রকৃত জ্ঞানী...। সদগুরুকে জানাই মন থেকে শ্রদ্ধা। Dear Nasiruddin Ahmed, i am also agree with you. But is there any difference between his and Mohammed(s..) philosophy?

  • @syedanupalam7891
    @syedanupalam7891 3 ปีที่แล้ว +2

    সদগুরু কোষ্ঠকআটিন্য থেকে কিভাবে মুক্তি পাবো?আমার অনেক বছরের কোষ্ঠ কাটিন্য।

  • @subhasishdas3100
    @subhasishdas3100 5 ปีที่แล้ว +9

    সদগুরু আপনি আমাদের গর্ব।

  • @saifalhasan2223
    @saifalhasan2223 4 ปีที่แล้ว +2

    nice

  • @simadas2918
    @simadas2918 2 ปีที่แล้ว +2

    ঈশ্বর তো আমাদের সঙ্গেই আছে ছিল থাকবে আমরা চলে যাওয়ার পরও , "সময়" ই ঈশ্বর যা কিনা পৃথিবী তথা ব্রহ্মাণ্ডের প্রতিটা সৃষ্টির সঙ্গে সময় এক সঙ্গে সবার সঙ্গে রয়েছে, ইনাকে কেউ এড়িয়ে যেতে পারবে না যা কিনা সব কিছুর সাক্ষী , যে বা যাহারা বা যা কিছু যেখানেই থাকুক না কেন যেভাবেই থাকুক না কেন ।। তাই (সময়কে) ঈশ্বর দর্শন অসম্ভব আমার মনে হয় ।

  • @manabendrapramanik2987
    @manabendrapramanik2987 2 ปีที่แล้ว +1

    Exactly 🚩🌸 👏

  • @jibanmaji
    @jibanmaji 5 ปีที่แล้ว +7

    Wonderful speech, absolutely true

  • @hafijurrahman3854
    @hafijurrahman3854 5 ปีที่แล้ว +3

    সৃষ্টিকর্তা আছে ৭ম আকাশে তিনি মহা ক্ষমতাবান
    তিনি সব দেখেন ও শোনেন দুনিয়া তার নিকট একটা কয়েন বা দিরহাম এর মত

  • @benstokeszerotohero
    @benstokeszerotohero 3 ปีที่แล้ว +6

    How funny! I think, this man is the funniest man in the world.😁😁😁😝

  • @pritimukherjee4286
    @pritimukherjee4286 2 หลายเดือนก่อน

    ঈশ্বর হলেন পরম চৈতন্যময় সত্ত্বা।

  • @arabindusarkar9506
    @arabindusarkar9506 4 ปีที่แล้ว +1

    Pranam Sadhguru

  • @raihanraj176
    @raihanraj176 9 หลายเดือนก่อน

    ami akjon muslim.... Shod gurur kothai jukti ache.......sei jonne bolte chai!!!esho sei shob bisoye ja tumar ar Amader moddhe mil ache.....jei gulo mil ache amra sei gulo manar try kori tahole prokito dharmik hobo....

  • @md.shahriarhossain4922
    @md.shahriarhossain4922 2 ปีที่แล้ว

    We invite Sadguru to read Quaran, hope you will get understood

    • @bapidey844
      @bapidey844 2 ปีที่แล้ว

      We invite you to meditate and come out from your body to see the reality yourself rather than blindly believing in a book

  • @UttamdasAAEO
    @UttamdasAAEO 4 ปีที่แล้ว +1

    very very nice

  • @Harharmahadev-f2s
    @Harharmahadev-f2s 5 ปีที่แล้ว +13

    সদগুরু জ্ঞান অতুলনীয় ।

  • @mdsohrabhossain485
    @mdsohrabhossain485 3 ปีที่แล้ว +2

    জাত গুরু

  • @mainakdey3902
    @mainakdey3902 4 ปีที่แล้ว

    Mon ta khub valo hoye gelo

  • @sksohel7160
    @sksohel7160 4 ปีที่แล้ว +1

    Nice vidio

  • @ab-rm9pg
    @ab-rm9pg 5 ปีที่แล้ว +2

    Read Quran. You will know God.

  • @sohelgayen7636
    @sohelgayen7636 3 ปีที่แล้ว +4

    সাধগুরু সেটা বলেন যেটা লোক শুনতে চাই।তাই তিনি লোকেদের মন অনুযায়ী কথা বলেন।

    • @susmitabera8897
      @susmitabera8897 3 ปีที่แล้ว

      Tini ki tomar koti cholba,jotosob,

    • @susmitabera8897
      @susmitabera8897 3 ปีที่แล้ว

      Upni koto tuku janan

    • @sohelgayen7636
      @sohelgayen7636 3 ปีที่แล้ว

      @@susmitabera8897 তোমার সাধ্যের থেকে বেশি জানি এবং অনেক ক্ষেত্রে সাধগুরুর থেকেও বেশি জানি।

    • @susmitabera8897
      @susmitabera8897 3 ปีที่แล้ว

      Upni chup korun,jotosob

    • @sohelgayen7636
      @sohelgayen7636 3 ปีที่แล้ว

      @@susmitabera8897 🤣🤣😂😂

  • @user-cb8tk4du3o
    @user-cb8tk4du3o 5 ปีที่แล้ว +3

    Thanks.very wise discussion

  • @shuvashisgope
    @shuvashisgope 6 หลายเดือนก่อน

    আপনি ভূলে যাবেন না যে আপনি ঈশ্বরের সৃষ্টি

  • @NilaNila-nw9kq
    @NilaNila-nw9kq ปีที่แล้ว

    Guruji pronam🙏

  • @GayanPapi
    @GayanPapi 5 ปีที่แล้ว +3

    *God=Energy*

  • @mahuyadeshmukh8141
    @mahuyadeshmukh8141 5 ปีที่แล้ว +1

    Very true

  • @tanayghosh5346
    @tanayghosh5346 4 ปีที่แล้ว +1

    Wow sir

  • @HemendraSarma-tp8ge
    @HemendraSarma-tp8ge ปีที่แล้ว

    Infoormative blog,

  • @miamustakin4245
    @miamustakin4245 3 ปีที่แล้ว +1

    শান্তিতে নোবেল পুরষ্কার পুরষ্কার তারই পাওয়া উচিত

  • @ahmedsalmanhungama8745
    @ahmedsalmanhungama8745 ปีที่แล้ว

    Bazay motamot.dazzaler chokranto

  • @mdjahangir-lt8cw
    @mdjahangir-lt8cw 2 ปีที่แล้ว

    সাধারণ মানুষের ঈশ্বরকে নিয়ে যে ভাবনা সম্বন্ধে সদ্গুরু বললেন এই আনসারটা যথার্থ হয়নি

  • @sreeparanchandrasingha3621
    @sreeparanchandrasingha3621 ปีที่แล้ว

    ওঁ শান্তি।

  • @muhammadmustakimbinomarmus7460
    @muhammadmustakimbinomarmus7460 4 ปีที่แล้ว +2

    Allah tumi onake hedayat dan koro

    • @muhammadmustakimbinomarmus7460
      @muhammadmustakimbinomarmus7460 4 ปีที่แล้ว

      @Beautiful Human Beings vai ami to caisina apnara jhanam jan vai duniyata shimito vai vabun vai ami chai sobai islamer pothe asun ate apnader o mongol amader mongol

    • @mithunchakrabortty1657
      @mithunchakrabortty1657 2 ปีที่แล้ว

      ভাই উনাকে আল্লার হেদায়েত লাগবে নানি উনি শৈব সাধু শিব ভক্ত বুঝতে পেরেছেন হ

  • @amimanush1511
    @amimanush1511 5 ปีที่แล้ว +2

    ur every speech like a বানী

  • @gobindamondal44
    @gobindamondal44 5 ปีที่แล้ว +5

    Jay yogi Jay Sadhguru

  • @Lokandev33
    @Lokandev33 5 ปีที่แล้ว +2

    right

  • @tripurasuggestions697
    @tripurasuggestions697 5 ปีที่แล้ว +7

    সে একজন নাস্তিক

    • @rifatrifat990
      @rifatrifat990 5 ปีที่แล้ว

      Vai tome?

    • @shoponalimollah9899
      @shoponalimollah9899 5 ปีที่แล้ว +1

      আগে লেখাপড়া করে বুঝে নে নাস্তিক কি তারপরে কথা বলিস

    • @anandadey6650
      @anandadey6650 5 ปีที่แล้ว +1

      Vai besi besi boi poro knowledge gain koro sadguru sob kotha mon a alada santi dibe.

    • @anandadey6650
      @anandadey6650 5 ปีที่แล้ว +2

      Vai tumi sadhguru kothar mane bujba na karon tomar mathay sudu Quran er geyan chara kichu nai.

    • @anandadey6650
      @anandadey6650 5 ปีที่แล้ว

      @Md Masud wow sotti amio jamu dakha kormu onar sate hahaha

  • @mahfuzhossen9816
    @mahfuzhossen9816 5 ปีที่แล้ว +4

    he is smart pool!

    • @swapanbanerjee4919
      @swapanbanerjee4919 3 ปีที่แล้ว

      @incredible Rachi you have really great patience to write this long in the comment section

  • @babyranipaul6102
    @babyranipaul6102 2 ปีที่แล้ว

    God is indescribable. No language can describe God. Language can give some ideas about God. Because God is not like any other physical entity.
    God experience is totally personal. It can't be shared to others. We can share only our feelings about that God experience. This is like our experience of tasting some sweets which is totally personal. So others can also have the same experience when the other persons taste the particular sweet or sweets.. Otherwise they will not realize the sweet taste or how the taste is! God is the Ultimate Being. He has no other origin. He is not created but creator of everything in the universe
    He is the source of everything in the Universe. But He has no other origin.

  • @bondobondobondobondo7176
    @bondobondobondobondo7176 3 ปีที่แล้ว +4

    এক ধরণের পাগল।

  • @choyonarani6684
    @choyonarani6684 5 หลายเดือนก่อน

    আমাদের ধর্ম মুক্ত সমাজ দরকার

  • @alien-human369
    @alien-human369 4 ปีที่แล้ว

    YES, TRUTH.
    I like to read the comments. Because, after reading, I get a clear idea about the perception of the commentator.
    Ha ha ha !!!!!!!!

  • @topubarman3801
    @topubarman3801 4 ปีที่แล้ว +3

    এই লোকের যুক্তি মন গড়া

  • @mdshorif4575
    @mdshorif4575 ปีที่แล้ว +2

    I love you allah

  • @umandal7604
    @umandal7604 5 ปีที่แล้ว +1

    Thanks

  • @chowdhurymeherali-mf9vz
    @chowdhurymeherali-mf9vz 5 ปีที่แล้ว

    মহা গুরু স্রষ্টা বা অবতার নন। তিনি আপনার ও আমার মতো মানুষ মাত্র। অনেকে তাঁর যাদু শব্দ দ্বারা সম্মোহিত হতে পারেন।তিনি ভাল বক্তৃতা করেন।
    তিনি জীবনের গান গেয়েছেন।
    জীবনের পথ দেখায়। প্রতিটি ধর্ম জীবনের গান গায়।তিনি আমাদের দেখায় না,
    কোন উপায়ে আমরা আমাদের স্রষ্টার কাছে পৌঁছাতে পারি।তার কথার মারপেচে পড়ে সাধারণ মানুষ হাবাগোবা হয়ে যায় ।
    সবকিছু বোঝা সহজ হওয়া উচিত।তাকে জিজ্ঞাসা করুন, সৃষ্টিকর্তা আছেন কি নেই?কোন মারপেচ উওর নয় , শুধু হ্যাঁ বা না।আমি অনেক গুরু দেখেছি,তারা পরোক্ষভাবে উত্তর দিতে পছন্দ করে।তাদের দুর্বলতা কেউ যেন বোঝতে না পারে ।

    • @vvaloachi7263
      @vvaloachi7263 5 ปีที่แล้ว

      সদগুরু-
      যিনি অত্যান্ত সুন্দর করে কিছু অর্থহীন কথা বলেন।
      তিনি মূল প্রশ্নটির কোনো উত্তরই দেন না,
      কিন্তু তার অদ্ভুত ক্ষমতা আছে কিছু জটিল-সুন্দর বাক্য
      ব্যাবহার করে মুল বিষয়টিকে পাশ কাটানোর।
      তার কথা এতই শ্রুতিমধুর যে দর্শক ভুলেই যান যে
      তিনি আসলে কি প্রশ্ন করেছিলেন।
      অথবা কখনো কখনো তিনি এমন আজগুবি উত্তর দেন
      যার অর্থ যে কি তা আসলে কেউ যানে না।
      শ্রোতা মনে করে যে তার জ্ঞান কম তাই সে
      গুরুর কথা বুঝতে পারছে না।
      পাছে লোকে কি মনে করে সেই ভয়ে ভাব দেখায়
      সে সব বুঝতে পেরেছে।
      আসলে গুরু তো খুবই চালাকির সাথে
      প্রশ্নের উত্তরই এড়িয়ে গেছেন,
      তো শ্রোতা বুঝবে কো'থেকে?
      গুরুর ভিডিওগুলি দেখার পর ওই শুরর প্রশ্নটি
      নিজেকে আবার জিজ্ঞাসা করুন,
      দেখবেন আপনি আসলে কোনো উত্তরই পাননি !!!
      যেমন এই ভিডিওটি তে -
      মুল প্রশ্ন ছিল, ঈশ্বর কী?
      তিনি বললেন,
      যে যা সে ঈশ্বরকে তা-ই মনে করে ।
      কে কি মনে করে তার কাছে কি সেটা জানতে চাওয়া হয়েছে?
      তিনি সঠিক কোনো উত্তর না দিয়ে GOD এর সাথে dog এর
      বানানের মিল নিয়ে ঠাট্টা করলেন।
      তারপর বললেন নিজেকেই জানো না
      ঈশ্বরকে জানবে কিভাবে?
      প্রশ্নের উত্তরটি তো দিলেন না, "শঠগুরু"???
      যদি বলেন গুরুজীর উত্তর আমি বুঝিনি,
      তাহলে বলব -
      গুরুজী তো "ঈশ্বর কী?" এই প্রশ্নটার উত্তরই দেন নি,
      তাহলে আমার বোঝার প্রশ্ন আসছে কোথা থেকে?
      গুরুজী বলেছেন ,
      একটা মহিষ ভাবে ঈশ্বর একটা বড়সড় মহিষ,
      তেমনি একজন মানুষও নাকি ভাবে যে ঈশ্বর একজন
      বড়সড় মানুষ - যার আটটা হাত, দশটা মাথা . . .
      ভাই আপনিই বলুন, গুরুজী মানুষ হয়েও যদি মহিষের
      মত করে চিন্তা করেন তাহলে তার কথা বুঝতে না পারাটা
      কি আমার দোষ ?
      আসুন, প্যাচাল মুক্ত সোজা কথায়
      জেনে নেই " ঈশ্বর কী? "--
      ১. বল, তিনিই আল্লাহ, এক এবং অদ্বিতীয়।
      ২. তিনি কাহারো মুখাপেক্ষী নন, বরং সকলেই তাঁহার মুখাপেক্ষী।
      ৩. তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁহাকেও জন্ম দেয়া হয়নি।
      ৪. আর তাঁহার সমতুল্য আর কিছুই নেই।
      [আল কোরআন ১১২ : ১-৪]
      আল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নেই।
      তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক।
      তন্দ্রা বা নিদ্রা তাঁহাকে স্পর্শ করে না।
      আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁরই মালিকানাধীন।
      কে সে ! যে তাঁহার অনুমতি ব্যতীত তাঁহার নিকট সুপারিশ করবে ?
      দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন।
      যতটুকু তিনি ইচ্ছা করেন তা ব্যতিত তাঁর জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করিতে পারে না।
      তাঁহার রাজত্ত সমস্ত আকাশ ও পৃথিবীকে পরিবেষ্টিত করে আছে।
      ইহাদের রক্ষনাবেক্ষন তাঁহাকে ক্লান্ত করে না।
      আর তিনি অতি মহান, সর্বশ্রেষ্ঠ।
      [আল কোরআন ২ : ২৫৫]
      তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নেই;
      তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন,
      তিনি পরম দয়ালু, অসীম দাতা।
      তিনিই আল্লাহ, তিনি ব্যতিত কোন উপাস্য নেই।
      তিনিই একমাত্র মালিক,তিনিই পবিত্র,
      তিনিই শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা,
      তিনিই পরাক্রমশালী , তিনিই প্রবল,
      তিনিই অতীব মহীমান্বিত।
      উহারা যাহাকে অংশীদার করে আল্লাহ তা থেকে পবিত্র।
      তিনিই আল্লাহ , সৃজনকর্তা , উদ্ভাবনকর্তা, রূপদাতা,
      তাঁহারই জন্য সকল উত্তম নাম ।
      নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে,
      সবই তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে।
      তিনি মহাপরাক্রমশালী , প্রজ্ঞাময়।
      [আল কোরআন ৫৯ : ২৩-২৫]
      বল, হে আল্লাহ!
      তুমিই সার্বভৌম শক্তির অধিকারী।
      তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং
      যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও
      এবং যাকে ইচ্ছা সম্মান দানকর
      আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর।
      তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ।
      নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান।
      তুমি রাত্রিকে দিবসে পরিনত কর এবং
      দিবসকে রাত্রিতে পরিনত কর।
      আর তুমিই জীবিতকে মৃতের ভেতর থেকে বের করে আন
      এবং মৃতকে জীবিতের ভেতর থেকে বের কর।
      আর তুমিই যাকে ইচ্ছা অপরিমিত জীবনোপকরন দান কর।
      [আল কোরআন ৩ : ২৬-২৭]

  • @pratyaighoshpratyaighosh7025
    @pratyaighoshpratyaighosh7025 2 ปีที่แล้ว +1

    জয় সদগুরু

  • @ashishsamadder3560
    @ashishsamadder3560 5 ปีที่แล้ว +5

    নিজের ধর্ম সমন্ধে কিছু না জেনে , কোনো কথা বললে তা শুধু নিজের ধর্মকে ছোটো করা হয় , এবং অন্য ধর্মের মানুষের কাছে ভুল বার্তা পৌছায় ।

    • @gobindagoala7208
      @gobindagoala7208 5 ปีที่แล้ว

      kichu loak na buje kota bole.tara isswor somporke na bole isswor er mohimar kota bole. guru ji to thik bole Chen.
      isswar ke anuvab kora jai. tai isswar a Lin hote hole ba ba tar somporke jante hole nijer atta somporke jante hobe.

  • @chandanganguly8771
    @chandanganguly8771 5 ปีที่แล้ว +3

    Osadharon byakhya. ajker dine dariye Sadhguru r theke bhalo keo esab nia bolte paren bole amr mone hoina

    • @vvaloachi7263
      @vvaloachi7263 5 ปีที่แล้ว +1

      সদগুরু-
      যিনি অত্যান্ত সুন্দর করে কিছু অর্থহীন কথা বলেন।
      তিনি মূল প্রশ্নটির কোনো উত্তরই দেন না,
      কিন্তু তার অদ্ভুত ক্ষমতা আছে কিছু জটিল-সুন্দর বাক্য
      ব্যাবহার করে মুল বিষয়টিকে পাশ কাটানোর।
      তার কথা এতই শ্রুতিমধুর যে দর্শক ভুলেই যান যে
      তিনি আসলে কি প্রশ্ন করেছিলেন।
      অথবা কখনো কখনো তিনি এমন আজগুবি উত্তর দেন
      যার অর্থ যে কি তা আসলে কেউ যানে না।
      শ্রোতা মনে করে যে তার জ্ঞান কম তাই সে
      গুরুর কথা বুঝতে পারছে না।
      পাছে লোকে কি মনে করে সেই ভয়ে ভাব দেখায়
      সে সব বুঝতে পেরেছে।
      আসলে গুরু তো খুবই চালাকির সাথে
      প্রশ্নের উত্তরই এড়িয়ে গেছেন,
      তো শ্রোতা বুঝবে কো'থেকে?
      গুরুর ভিডিওগুলি দেখার পর ওই শুরর প্রশ্নটি
      নিজেকে আবার জিজ্ঞাসা করুন,
      দেখবেন আপনি আসলে কোনো উত্তরই পাননি !!!
      যেমন এই ভিডিওটি তে -
      মুল প্রশ্ন ছিল, ঈশ্বর কী?
      তিনি বললেন,
      যে যা সে ঈশ্বরকে তা-ই মনে করে ।
      কে কি মনে করে তার কাছে কি সেটা জানতে চাওয়া হয়েছে?
      তিনি সঠিক কোনো উত্তর না দিয়ে GOD এর সাথে dog এর
      বানানের মিল নিয়ে ঠাট্টা করলেন।
      তারপর বললেন নিজেকেই জানো না
      ঈশ্বরকে জানবে কিভাবে?
      তা প্রশ্নের উত্তরটি তো দিলেন না, "শঠগুরু"???
      যদি বলেন গুরুজীর উত্তর আমি বুঝিনি,
      তাহলে বলব -
      গুরুজী তো "ঈশ্বর কী?" এই প্রশ্নটার উত্তরই দেন নি,
      তাহলে আমার বোঝার প্রশ্ন আসছে কোথা থেকে?
      গুরুজী বলেছেন ,
      একটা মহিষ ভাবে ঈশ্বর একটা বড়সড় মহিষ,
      তেমনি একজন মানুষও নাকি ভাবে যে ঈশ্বর একজন
      বড়সড় মানুষ - যার আটটা হাত, দশটা মাথা . . .
      ভাই আপনিই বলুন, গুরুজী মানুষ হয়েও যদি মহিষের
      মত করে চিন্তা করেন তাহলে তার কথা বুঝতে না পারাটা
      কি আমার দোষ ?
      আসুন, প্যাচাল মুক্ত সোজা কথায়
      জেনে নেই " ঈশ্বর কী? "--
      ১. বল, তিনিই আল্লাহ, এক এবং অদ্বিতীয়।
      ২. তিনি কাহারো মুখাপেক্ষী নন, বরং সকলেই তাঁহার মুখাপেক্ষী।
      ৩. তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁহাকেও জন্ম দেয়া হয়নি।
      ৪. আর তাঁহার সমতুল্য আর কিছুই নেই।
      [আল কোরআন ১১২ : ১-৪]
      আল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নেই।
      তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক।
      তন্দ্রা বা নিদ্রা তাঁহাকে স্পর্শ করে না।
      আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁরই মালিকানাধীন।
      কে সে ! যে তাঁহার অনুমতি ব্যতীত তাঁহার নিকট সুপারিশ করবে ?
      দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন।
      যতটুকু তিনি ইচ্ছা করেন তা ব্যতিত তাঁর জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করিতে পারে না।
      তাঁহার রাজত্ত সমস্ত আকাশ ও পৃথিবীকে পরিবেষ্টিত করে আছে।
      ইহাদের রক্ষনাবেক্ষন তাঁহাকে ক্লান্ত করে না।
      আর তিনি অতি মহান, সর্বশ্রেষ্ঠ।
      [আল কোরআন ২ : ২৫৫]
      তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নেই;
      তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন,
      তিনি পরম দয়ালু, অসীম দাতা।
      তিনিই আল্লাহ, তিনি ব্যতিত কোন উপাস্য নেই।
      তিনিই একমাত্র মালিক,তিনিই পবিত্র,
      তিনিই শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা,
      তিনিই পরাক্রমশালী , তিনিই প্রবল,
      তিনিই অতীব মহীমান্বিত।
      উহারা যাহাকে অংশীদার করে আল্লাহ তা থেকে পবিত্র।
      তিনিই আল্লাহ , সৃজনকর্তা , উদ্ভাবনকর্তা, রূপদাতা,
      তাঁহারই জন্য সকল উত্তম নাম ।
      নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে,
      সবই তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে।
      তিনি মহাপরাক্রমশালী , প্রজ্ঞাময়।
      [আল কোরআন ৫৯ : ২৩-২৫]
      বল, হে আল্লাহ!
      তুমিই সার্বভৌম শক্তির অধিকারী।
      তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং
      যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও
      এবং যাকে ইচ্ছা সম্মান দানকর
      আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর।
      তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ।
      নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান।
      তুমি রাত্রিকে দিবসে পরিনত কর এবং
      দিবসকে রাত্রিতে পরিনত কর।
      আর তুমিই জীবিতকে মৃতের ভেতর থেকে বের করে আন
      এবং মৃতকে জীবিতের ভেতর থেকে বের কর।
      আর তুমিই যাকে ইচ্ছা অপরিমিত জীবনোপকরন দান কর।
      [আল কোরআন ৩ : ২৬-২৭]

    • @barnalibiswas8785
      @barnalibiswas8785 3 ปีที่แล้ว

      Uni je kotha guli bolecen tar kono sastro proman thakle ektu janaben ami bivranto onar kotha sune

  • @MdHasan-mg7ek
    @MdHasan-mg7ek 4 ปีที่แล้ว +1

    তিনি ভগবান যিনি আমরণ !! সদগরু জী দুটি প্রশ্নের উত্তর দেওয়া কি আপনার পক্ষে সম্ভব ? এই বিশ্ব ভ্রমণ্ডে লক্ষ্য কোটি গ্রহ - উপগ্রহ - গ্যালাক্সি সম্পর্কে কতটুকু আপনি জানেন ? এই সব গ্রহ উপগ্রহ গ্যালাক্সি মধ্যে আপনার অবস্থান কতটুকু জায়গায় ??

    • @subhoghosal7
      @subhoghosal7 3 ปีที่แล้ว

      I think you need to Google universe and then search there

  • @prosenjitsarkar9901
    @prosenjitsarkar9901 4 ปีที่แล้ว +3

    এটা ঠিক উওর হলো না

  • @sbsb7193
    @sbsb7193 3 ปีที่แล้ว +1

    Nomosker sadhguru