Tiner Talowar | টিনের তলোয়ার | Chanchal Chowdhury | Hasan Masood | Kochi Khondokar | Ashutosh Sujon
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Subscribe Now link: goo.gl/MHzQ0b
Drama Name - Tiner Talowar-টিনের তলোয়ার
Major Cast - Chanchal Chowdhury, Hasan Masood, Kochi Khondokar, Shamima Nazneen, Rumel, Nupur, Shohel, Razib & Others
Direction - Ashutosh Sujon
Genre - Bangla Telefilm
Label - Laser Vision
Story Time: 1:11:34
people don't know me until they have walked a mile in my shoes
Watch Exclusive Video: • Samanno Shombol By Bel...
Watch More: goo.gl/ba3hkr
Come Join Us for More Entertainment!! Visit our Official site: www.laservisionbd.com
** ANTI-PIRACY WARNING ** This content's Copyright is reserved for Laser Vision Ltd. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
(C) 2017 Laser Vision Ltd.
Also Find us on Social Media;
G+ Laser Vision: plus.google.co...
Facebook Page: / laservisionlimited
Twitter Official: / laservisionbd
Wikipedia: en.wikipedia.o...
Pinterest: / laservisionbd
Online Partner:
Meta Tunes - metatunes.my
Laser Vision Official Address:
Bangladesh Address: 1st Floor,300/5/A/1 Bir Uttam C R Dutta Sarak Dhaka-1205, Bangladesh.
টিনের তলোয়ার উৎপল দত্ত রচিত ও অভিনীত বিখ্যাত নাটক। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ঝলক , মানুষের মুক্তির উপায় , এই নাটকে প্রতিফলিত হয়েছে । কলকাতায় এই নাটক নিষিদ্ধ হয়েছিল । তবুও মানুষের প্রতিরোধে নাটকটা চলেছিল ।
আশা করি , মহান অভিনেতা ,নাট্যকার উৎপল দত্ত কে সম্মান করবেন ।
বিশ্বের সেরা অভিনেতার একজন উৎপল দত্ত৷
৪০ বছর আগে উনার আগন্তুক এখনো কারো পক্ষে অভিনয় করা সম্ভব না
eita utpol dotter jodi natok hy kono choritrer nm gulor to mill passina............
২০০৬ সালে বিদেশ গমনের জন্যে, কাজ শিখতে যাই ঢাকা মোহাম্মদপুর নবদয় বেড়িবাঁধ এলাকায় ! আর ওখানে আমরা ঐ মেছে ছিলাম প্রায় ৪০ থেকে ৪৫ জন ব্যাচেলার, সবাই এক মেসেই খেতাম ! আর ওখানে বাংলাদেশের প্রায় জেলার লোক ই ছিলো , কিন্তু কখনো কারো সাথে কারো মন মালিন্য হয়নি সবাই একসাথে মিলেমিশে থাকতাম ! ঘোরাঘুরি আবার কখনো গানবাজনা ও করতাম ! আজ অনেক মিস করি সেইদিনগুলো , আর এই নাটক টা দেখে আজ সেই ১৬ বছর আগের দিনগুলো মনে পরেগেলো !!
'''টিনের তলোয়ার''' নাটকটি দারুন হয়েছে। মেসে থাকা যে কত কষ্টকর ও বিরক্তিকর, তা অতি চমৎকারভাবে এই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। নাট্যকার নাটকটি রচনায় অনেক মুনশিয়ানার পরিচয় দিয়েছে। এ জন্য তাকে অনেক ধন্যবাদ। নাটকটিতে অনেক বিচিত্র চরিত্রের সমাহার ঘটেছে। নাটকটি দেখে অনেক মজা পেলাম। নাট্যকার, পরিচালক, কলা-কুশলি ও অভিনেতা-অভিনেত্রীদের জানাই আন্তরিক ধন্যবাদ ও সীমাহীন অভিনন্দন। বিশেষ করে অভিনেতা হাসান মাসুদ ভাইকে বিশেষ অভিনন্দন। তিনি অভিনয় জগতের কালো মানিক/Black pearl. তার সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমিন।
এতোদিন অনেকের কাছে এই নাটকের খুব প্রশংসা শুনেছি কিন্তু দেখা হয়নাই। আজ দেখে নিলাম। সত্যিই খুব চমৎকার একটা বাস্তবধর্মী নাটক। অন্যরকম একটা ভাললাগা কাজ করলো এই কাজটা দেখে।
মেসের বাস্তব চিত্র ফুঠিয়ে তুলেছেন। নাটকটি নির্মাণের জন্য ধন্যবাদ অাশুতোষ সুজনকে ♥️♥️
যারা কোনোদিন মেসে থাকে নাই, মেসের বাস্তবতা দেখে নাই, তারা এই নাটকের মর্ম বুঝবে না। খুব ভালো লাগলো! অনেক পুরোনো কথা মনে পড়লো
খুবই নোংড়া অবস্হা....
যথেষ্ট সুন্দর নাটক।
hmm
@@seintificanwarwin1136 সেটাই আমাদের জীবন। সুখ-দুঃখ ,হাসি-আনন্দ দুইটাই আছে
মেস life আমি ও pass করছি but এ রকম ফালতু ভাবে কখোন থাকি নাই, আমি এক রুম একা থাকতাম and আমার মেস এ cc camera লাগানো ছিল। ৬ তলা ভবন ছিল। এ সব পরিবেশ দেখলে খুব হাসি লাগে।
২০০৬ সাল থেকে ২০১৭ পড়াশোনার জন্য কত মেসে থাকলাম, কত মানুষের সাথে পরিচয় হইছিল, ভাল খারাপ সব ধরনের অভিজ্ঞতা, ভাল থাকুক সব মেসের ভাই বন্ধুরা, আজ কানাডাতে বসে নাটকটা দেখে কত কথা মনে পড়ে গেল, সময় গড়িয়ে চলছে সময়ের নিয়মে সেই সাথে জীবনও, ভাল থাকুক চলার পথে খুজে পাওয়া অকৃত্রিম বন্ধুত্বগুলো ।
নাটক টা দেখে আমার পুরোনো ঢাকার মেসের কথা মনে পড়ে গেল । যেখানে আমি দীর্ঘ চার বছরের ও বেশী সময় ধরে ছিলাম । আনন্দ বেদনা নিয়ে সবার সাথে আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম । একরুমে একসাথে অনেক জন থাকা গভীর রাতে হঠাৎ কেউ লাইট জালিয়ে দেওয়া মাঝে মাঝে চারপোকার কামড় খাওয়া চিৎকার চেচামেচি করা ছোট ছোট বাটি করে তরকারি খাওয়া সকালবেলায় টয়লেটে সিরিয়াল ধরে যাওয়া ভোরে ভোরে বাজার করতে যাওয়া মোবাইল থেকে মোবাইলে মুভি গান শেয়ার করা মাঝেমধ্য একজনের সাথে আরেকজনের মারামারি লেগে যাওয়া খাবারের হিসাব নিয়ে রুম ম্যানেজারের সাথে কথা কাটাকাটি হওয়া ভুয়ার সাথে হাসি তামাশা করা ইত্যাদি এমন হাজারো কাহিনী আছে মেস জীবনে ।
ভাইরে চার বছরের ছেড়ে ১০ বছর বেশি, কত কামড়,খেয়েছি
ভাই সেইম কাহিনী
Vai chaipash khaiten na.
@@AI-nz3rn osob to akhono chole😜
আপনিও কি কাজের বুয়ার সাথে এমন করছেন
সেরা অভিনেতা বাংলাদেশ চঞ্চল চৌধুরী
কোন একসময় মেসে থাকতাম, এখন থাকি কানাডায়, সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে আছি এখানে, good old days, been through a lot, always be optimistic and avoid haram acts, pray 5 times a day, Allah is the Razzaq, don't worry about Rizq but work hard, result is on Allahs hand
Tora amra koisc tui koi takos.sala candai kamla dac
tui bala Canada 😀
In Sh Allah.
আমিত চিন্তায় আছি,কবে আবার বলে,কানাডার প্রধানমন্ত্রী ছিল 😂😂
তরে কেউ জিগাইছেরে ছেডের বাল
আমিও ম্যাচে ছিলাম সাত বছর , ঢাকা ছিলাম, ময়মনসিংহ ছিলাম খুব মনে পড়ছে হামিদ ভাইয়ের কথা। তারপর ছিলাম কুমিল্লা ২০০৮ সান পুলিশ ট্রেনিং সেন্টারের পাশে মনে পড়ে হারুন, ইফতেখার, এনামুল মিস ইউ বন্ধু। আজ এখন আমি ইরাক প্রবাসে ৭ বছর যাবত।
অসাধারণ লাগলো ... very practical short film ,নিজের কলেজ university দিন গুলো মনে পড়ে গেলো ....love from কলকতা
প্রখ্যাত অভিনেতা উৎপল দত্ত মহাশয় বিরচিত "টিনের তরোয়াল" নাটকটি দেখার অনুরোধ জানালাম
দীর্ঘ ৪ বছর পর নাটকটি দেখার পর ভালো লাগলো❤️
আসলেই ব্যাচেলার জীবন এইরকমই হয়।
আমি অপু আহমেদ। গতকাল মাস্টার্স পরীক্ষা শেষ করেছি। বর্তমানে ফার্মগেট স মিলের ঢাল একটা মেস বাসায় আছি। চঞ্চল ভট্টাচার্যের মতো এতো তিক্ত অভিজ্ঞতা আমার নেই। তবে পরিবারের মানুষকে খুব মনে পড়ে সময়ে অসময়ে। আমি সবচেয়ে বেশি কষ্ট করেছি, এখনো করছি খাওয়া দাওয়ার কষ্ট। মা আপা ভাবীদের হাতের ভর্তা ভাজি কি যে মিস করি।
পরিচালক হিসেবে আশুতোষ সুজনের অসংখ্য ভালো দিকের মধ্যে সবচেয়ে ভালো গুণ হলো খুব বেশী প্র্যাকটিক্যাল এই মানুষটা। জীবন যেখানে যেমন ঠিক সেভাবেই দেখাতে চান।
২০২১ এ এসে এই টেলিফিল্ম যারা দেখছেন তারা সবাই আমার মতই ভাগ্যবান ❤
সুজন ভাইকে অনেক ধন্যবাদ।
এই রকম একটা নাটক উপহার দেওয়ার জন্য।
যারা জীবনটাকে খুব কাছ থেকে দেখে নাই। তারা বুঝ বে না বাস্তবতা কি কঠিন।
বন্ধু _ আমার মাকে আমি কি বলব।
আমি মনে হয় আর কোনোদিন ফিরে যেতে পারব না।আমাকে দিয়ে কিছু হবে না।
শেষ কথা গুলো শুনে।চোখে পানি চলে আসছে। এই ভাবে কত বন্ধুর স্বপ্ন শেষ হয়ে যাই , তার কোনো হিসাব নাই।
যারা কখনো মেচে থাকে নাই, তারা এর মর্ম বুঝবেনা।
নাটকটা দেখে পুরোনো অনেক স্মৃতি মনে পড়ে গেলো।
দুঃখ কষ্ট হাসি কান্নার অনের স্মৃতি।
অসাধারণ একটা নাটক,
৬ মাস মেসে ছিলাম ২০১৬ সালে।
সেই সময়কার স্মৃতি মনে পরে গেলো।
একটা মেস মানে একেকটা গল্প উপন্যাস।
কবির মতই একজন বন্ধুর দরকার। নিঃস্বার্থ !
হে কবি বন্ধু, তুমিই সেরা। আমারও একজন নিঃস্বার্থ বন্ধু দরকার। তুমি হবে আমার বন্ধু।
এইসব বন্ধু নাটক সিনেমার ই থাকে ...
বাস্তবে নাই
বাস্তবে স্বাঃর্থবিনে কুত্তাও থাকে না।
অনেক ভালো নাটক
Ami kintu real kobi....01862944245
Manzurul Islam md AnAm Uddin 01837879723 আমার বন্ধু
Rumel the best actor😍😍😍
Ty naki
Tnx
You are best hagoo
চমৎকার নাটক 😊। পুরোপুরি মেস লাইফের কাহিনী ❤️
পৃথিবী যতটা নিকৃষ্ট ও নিষ্ঠুর ততটাই দেখানো হয়েছে এই নাটকটাতে।
এখনকার নাটকগুলো এমন হয় না।
Chanchal Chowdhury is a legendary man,Best actor of Bangladesh ♥️🇧🇩
কমেন্ট না করে থাকতে পারলাম না এই নাটকের নামাজ পড়তে ও নামাজের বিষয়ে সত্য সুন্দর কথাগুলি খুব ভালো লাগলো ধন্যবাদ সংলাপ রচয়িতাকে
বেকার জীবনের প্রকৃত চিত্র ফুটে উঠেছে। খুবই ভালো লাগলো।
নাটক টা দেখে মনে পড়ে গেলো সেই ডিপ্লোমার শুরুর লাইফ টা, খুব মিস করলাম আজকে সেই অতীতের ম্যাস প্রগতি ছাত্রাবাস, ফরিদপুর
আমিও ভাই ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র। ডিপ্লোমা করতেছি।
আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাএ।
ডিপ্লোমার আজ ৩ বছর সময়ে অনেক কিছু দেখলাম।
২০১৮ তে বের হইছি রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট থেকে।
নাটক টির একদম প্রথমে আমার মনে হয়েছিল চঞ্চল চরিত টি হয়তো অত টা গুরুত্ব না, কিন্তু শেষে অই গুরুত্বহিন চরিতটাই emotion er কারন হয়ে দাড়ায়😢,আসলে এটাই হয় হতদরিদ্র, সহজ সরল ছেলেদের সাথে,😔
খুব সুন্দর নাটক 👍
From - India
I am also from India
জীবনে এরকম একজন বন্ধু থাকাটা খুব বেশি দরকার!
অসাধারণ একটা নাটক।।। জীবন টার রঙ কেমন নাটক টাই তুলে ধরা হয়েছে।।।
এভাবেই বেকারত্বের যাতাকলে ভেংগে যায় হাজারো ভালবাসার সপ্ন গুলো,,,, কিন্তু সে একজন ভালো বন্ধু পেয়েছে,,,,,
Hi didima
নাটকের 59:59 এই অংশটুকুতে আমি হতবাক যে..এত সুন্দর করে কিভাবে গাইতে পারে? অসাধারণ প্রতিভা!
18/08/2024 বেশ পুরনো গন্ধ মাখা কাপড়ের মত, পুরানো নাটক।। একটা নস্টালজিক ফিলিং,,,,
এক কথায় অসাধারণ
নামাজের উপদেশ টা কার কার ভালো লাগছে ।হাত তুলে দেখান ।
চঞ্চল চৌধুরীর ধমকগুলা সেই
সাদায় কালোয় দুনিয়া দেখা চোখগুলো পৃথিবীর এইসব ভিন্ন ভিন্ন রঙের বৈচিত্র্য অনুভব করুক, কামনা করি। অন্তর বিকশিত হোক। চমৎকার কাহিনি ও প্রোডাকশন-এর জন্য ধন্যবাদ।
প্রতিটা যুবকের জীবনে বেকার শব্দটা যে কত বড় অভিশাপ,সেটা শুধু সেই জানে।
হাই রে....ম্যের্চ অামার যকন ১৪ বছর বয়স তকন তেকেই ম্যেচে ছলা শুরু মাযে ২১/২৭ বছর যকন অামার বয়স এই পাঁছ বছর ভাড়িতে ছিলাম অার একন অামার বয়স ৩৬ বছর একনো মেচেই অাছি অসাধারণ নাটকের দ্যীস গুলি....দারুন
বিয়া করবেন না। নাকি অন্নো ভাবে কাজ মিটিয়ে যাচ্ছেন?
সব দেশে বিভিন্ন সংখ্যালঘু দের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে দেখা হয় , এই নাটক তার উৎকৃষ্ট উদাহরণ ।
অবশ্যই ভালো লাগার মতো নাটক। অনবদ্য অভিনয়! তবে ধর্মের ব্যাপারটাকে অতটা প্রাধান্য দেয়া উচিত হয়নি কিংবা উপস্থাপনায় আরো সাবধানী হওয়া যেতো। যাইহোক, সবমিলিয়ে বলবো এটাই নাটকের বাংলাদেশী ব্রান্ড। ধন্যবাদ আশুতোষ সুজন ভাই।
জুয়েল কাকা দারুণ পরিচালক।
নুপুর নামের এই অভিনেত্রীর অভিনয় খুব সুন্দর লাগে
পুরান ঢাকা লালবাগের জমি, ধুলোর জ্যাম না পাওয়ার আকুতি
কিছু ভাল, আরো কিছু ভালো বন্ধু
একসাথে সিঙ্গেল বিছানায় দিনের পর দিন রাতের পর রাত এভাবে আর কেউ শেয়ার করবে না
লালবাগের মাটি যেভাবে শেয়ার করেছিল। একটু জায়গা বন্ধুর জন্য ছেড়ে দিতে পারাটা বন্ধু তাদেরকে অনেক মিস করি। পিছনের খবর তিনজনে ভাগ করে খেতাম। কত রাত কার্ড খেলে ঘুম হীন চোখ কাটিয়েছি রাতের পর রাত। তো আরামের ঘুম এর জন্য কত আকুতি ছিল। পুরনো ঢাকার দশটি বছর আজও মনে পড়ে যায়। আজও মনে পড়ে যায় আত্মস খানা লেন। খাজে দেওয়ান লেন।হ্যাভেন সাইবার ক্যাপ। চৌধুরী বাজার মোড়। পিলখানা গেট। শাহ নেওয়াজ হস্টেল গলি। ইরাকি মাঠ। হিজড়া গলি। কমিশনারের গলি। আজিমপুরের গলি। রহমত উল্লাহ প্রাইমারি স্কুল গলি। ছোট ছোট ভাট মসজিদ। দোতলা মসজিদ। পোস্তর গলি। এতিমখানা মোড়। পূর্ব রাজাবাজার। পশ্চিম নাখালপাড়া
দশটা বছর এইসব গলিতে গলিতে কাটিয়ে রক্তের শিরায় শিরায় এখনও মিশে আছে ঢাকা পুরান ঢাকার সেই স্মৃতি ভালো ভালো বন্ধু আর কত কি
Nice work done by Ashutosh Sujon. Really praiseworthy. Not like current garbage drama.
অাহ্। এই জীবনে কতো ম্যাচে দিন পার করলাম। এখনোও করে যাচ্ছি। নাটকটা ম্যাচে থাকা মানুষের সত্যটা ফুটিয়ে তুলেছে। ধন্যবাদ লেখককে।
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳খুবই সুন্দর খুবই ভালো লাগছে চঞ্চল আর মাসুদ ভাইয়ের গ্রাম বাংলার নাটকটা। আমি মোশাররফ ভাই আখম হাসান ভাই আর চঞ্চল ভাইয়ের ভক্ত। তাদের নাটকগুলি আমার কাছে খুবই ভাল লাগে।
রুমেল ভাই অসাধারণ অভিনয় করে !
পুরান দিনগুলো আজ মনে পরে
কালও মনে থাকবে
বেঁচে থাকালে
নাটক টা অসাধারন।
এটাই ম্যাচ এর বাস্তবতা।
অসম্ভব অসাধারণ সুন্দর একটা নাটক। বাস্তব জীবনের সাথে মিলে যায় অনেক কিছুই। হয়তো সিনেমাটোগ্রাফি আর কিছু অংশ পলিশ করলে আরো সুন্দর হতে পারতো।
নাটকের গল্প কি ভাই? দৈনন্দিন জীবন দেখানো তো নাটক না।
অনেক ভাল একটা কাজ দেখলাম
ঝিনাইদহ ম্যাসে ছিলাম ৫ বছর মনে পড়ে গেল দিন গুলা।এখনও ম্যাসে আছি বাট তখন ছাত্র আর এখন কর্মজীবি
Where was u in jhenaidah?
তখন জুনিয়র আর এখন সিনিয়র।
আমার বাসাও ঝিনাইদহ
এসে গেলাম আমিও ঝিনাইদহ এর পাব্লিক 😁
বাহ্ ৷ বেশ মজাই লাগলো নাটকটি ৷
নাটক টা খুব সুন্দর আমি আগেই একবার দেখছিলাম এখন আবার দেখতেছি।
শেষের দৃশ্যটা চোখে জল এনে দিল।আসলেই অসাধারন নাটক
নাটকটি ভালোই লাগলো। এ ধরনের গল্প সত্যিই অসাধারণ
কিছু দিনের ভালোবাসা এত অানন্দ অশ্রু কাদায় তা ভূলা যায় না!!
Khub i valo ekta natok dekhlam.....amar khub i valo legeche
সবার উপরে মানুষ সত্য। ✌
তাহার উপর নাই
Khub valo,just a real story.
কত যে কঠিন মেস লাইফ যারা ছিল যারা আছে তারাই জানে। বিশেষ করে যারা নতুন উঠে
ম্যাচ লাইফ আমার দশ বছর আমি গাজীপুর ছিলাম এখন আছি ইরাক নাটকটা দেখে আমার খুব ভাল লাগছে
Gazipur koy selan
kamrul hasan Ami konabari
আমি ছিলাম বাসন সরক গাজীপুর।
আমিও বাসন সরক থাকি
ইরাক কই আছেন আমি ইরাক আছি
Very Nice Telefilm.......................
Reality content of Bachelors life 👏👏
khub valo laglo natok ta
লেখক কে ধন্যবাদ দিই । জিবন থেকে নেওয়া
Ei 1st natok ta dekhlam..fb te short dekhar por.. Awesome ekta natok..erokom natok ar pawa jayna..missed the old days..
আগের নাটক অনেক ভালো লাগে ❤
moulobi saheb excellent kotha bolechen.
অসাধারণ। কঠিন বাস্তব জীবন ফুঁটে উঠেছে।
অনেক মিস করি মেসের বড় ভাইদের,জুয়েল ভাই জামালপুর,, হানিফ ভাই,মাজেদুল ভাই ঘাটাইল
সত্যি নাটক টা অসাধারণ। চঞ্চল গ্রেট।
Really touch my heart.
প্রেমের কাহিনী টা।আমার সাথে মিল আছে ।আমিও 2মাস চাকরি পাই নাই।অবশ্য ঐ মেয়ে টা আমাকে অনেক সাপোর্ট দিছে।
কুষ্টিয়াতে দীর্ঘ চার বছর মেসে ছিলাম।
এখনো গাজীপুরে ব্যাচেলর বাসায় দিন কাটছে।
মেস লাইফ আসলেই অনেক মজার।
Kon mess e chilm,Ami kushtian
একজন আলেমের দাওয়াতকে সঠিক ভাবে দিয়ে বিক্রিতভাবে দেখানো হয়েছে
নাটক টা লাষ্ট দিক দিয়া একটু অন্যরকম লাগছে 😅💞
গর্ব হয় সুজন দা আমাদের পটিয়ার ছেলে বলে,,ছোট বেলায় উনার ক্রিকেট খেলার খুব ভক্ত ছিলাম।আশু দা, শিবু দা,ছোটন দের বড় ফ্যান ছিলাম
আহা মেসলাইফ - 🤸♀️🤸♀️🤸♀️🤸♀️🤸♀️🤸♀️✌️
1:09:59 music ta khub shundor. Eta ei natoker e theme naki kono gaan??
বাস্তববাদী নাটক। খুব ভালো লাগলো।
Natokti Ridoye nara diye gelo.... Onk sriti r muhurtho mone kore dilo..mes e amader ekta bondhu mohol cilo amra ei muhurtho gulo observation kortam....comment kore gelam jate kore sei bondhu mohol er bondhu gula jodi natokti dekhe tahole amar moto eke onnoke miss korbe🥺
Amar onek valo legece so atar aro kicu part dile onek khusi hotam
দারুণ নাটক সব স্টার এক জায়গায়
সেই ভাবে তুলে ধরা হয়েছে বাস্তবতা
কি সব উল্টাপাল্টা, কি বোঝাতে চেয়ে কি বুঝাইলেন...? তবে ঢাকায় এতো গাছ সহ খোলামেলা বাড়ি অনেক ভালো লাগলো....
akter hossain শুটিং ঢাকার বাইরে হয়েছে।
অনেক অনেক ভালো লাগলো♥️
খুব মিস করি মেছের দিন গুলি খুব মজার দিন ছিলো 😢
এত বছর পরেও এসব নাটক ভালো লাগে।। আর বর্তমান নাটক গুলো ফাউ
-ইং করলেই হবে,বেল কই?
-সব সময় ইং করতে বেল লাগে না 😄😄
RJ RAHUL 😂😔
নাইচ
লাভলি কমেন্ট।
অনেক সুন্দর ❤❤❤❤❤
Many good wishes 💐👍
অই.. বন্ধু টা পাশে না থাকলে... ।
চঞ্চল একাকিত্বের যন্ত্রনায় কষ্ট পেতো আর
নষ্ট হয়ে যেতো তিলে, তিলে একটি জীবন।।
ahare jibon❤️❤️❤️😭😭😭😭
sotti onek bhalolaglo . bastobotar sob tukoi cilo.
বুয়ার সাথে অবইধ সম্পর্কটাও?
মুনমুন কটেজ, লক্ষীপুর
ভালো থাকুক প্রিয় বন্ধুরা
আমাদের প্রিয় লক্ষ্মীপুর
রুবেলের নাটকের মাঝে ইয়াঙ ছেলেদের ব্যর্থতা ও কষ্ট বুজিয়ে দেয়,
very nice story, real fact............
দীর্ঘ 4বছর ম্যাচে ছিলাম এখন মালয়েশিয়া প্রবাসী
আসলেই ম্যাচে বাস্তব জীবন যারা পার করছেন তারাই এই নাটকে মর্ম বুঝবে