সেপ্টেম্বর মাসে কুল/বরই গাছে কি খাবার দিলে ও কি স্প্রে করলে বাম্পার ফলন পাওয়া যাবে

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 82

  • @jannatroni1303
    @jannatroni1303 ปีที่แล้ว +2

    সুন্দর ও তথ্য বহুল উপস্থাপন। ধন্যবাদ আপনাকে ❤❤❤

  • @ibrahimshiblee8650
    @ibrahimshiblee8650 ปีที่แล้ว +2

    কুল চাষের বিসয়ে অসাধারন ডিটেইলস আলোচনা। যারা আমার মত ছাদে কুল গাছ লাগিয়েছেন তাদের জন্য এই একটা ভিডিও ই যথেষ্ট। অনেক ধন্যবাদ ভাই...

  • @uploadtvsd
    @uploadtvsd หลายเดือนก่อน +1

    Background music ta sune khub valo laglo. Impressive video graphic 👏

  • @faisalekramfilms1364
    @faisalekramfilms1364 ปีที่แล้ว +3

    Valo legeche

  • @bdtp
    @bdtp ปีที่แล้ว +2

    অসাধারণ...! ভালো লাগলো।
    আপনাকে ধন্যবাদ সব গুলো কথা কাজের, কেন আজেবাজে ফাও কথা নাই।

  • @mazharulislam7991
    @mazharulislam7991 ปีที่แล้ว +2

    দারুণ ❤❤❤

  • @mdfarukhossain1431
    @mdfarukhossain1431 ปีที่แล้ว +2

    অসাধারণ ভাই

  • @SojibSojibHossain-s5s
    @SojibSojibHossain-s5s 12 วันที่ผ่านมา +1

    hi

  • @NasimaAmin-j8j
    @NasimaAmin-j8j 22 วันที่ผ่านมา +1

    ভাই ফুল আসার পর গাছের গোড়ায় বোরন ও জিঙক দেওয়া যাবে কি প্লিজ জানাবেন।

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  22 วันที่ผ่านมา

      যাবে। ধন্যবাদ ❤️❤️❤️

  • @MazharulIslam-rd5vq
    @MazharulIslam-rd5vq ปีที่แล้ว +2

    অনেক ধন্যবাদ

  • @fariamehjabin1485
    @fariamehjabin1485 ปีที่แล้ว +2

    ❤❤

  • @ranaahmed8672
    @ranaahmed8672 ปีที่แล้ว +2

    অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনার সুন্দর পরামর্শটা শুনলাম আশা করি উপকার হবে।আমারও ছাদে তিনটি বরই গাছ চারটি বরই গাছ আছে অনেক বড় আর তিনটে ছোট আকৃতিতে প্রচুর ফুলআসছে ফল টিকতে হলে ভাই কি কি করতে হবে জানাবেন

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  ปีที่แล้ว

      ভাই সুষম খাবার ব্যবস্থা এবং বালাইনা সুখের দিকে খেয়াল রাখবেন তাহলে ইনশাআল্লাহ ভালো ফলন হবে।

    • @ranaahmed8672
      @ranaahmed8672 ปีที่แล้ว

      ভাই আসসালামু আলাইকুম আমাকে একটা ছত্রাকনাশক নাম বলবেন যা আমাদের এলকায় পাওয়া যায় হবিগনজ

  • @mababardoya1074
    @mababardoya1074 หลายเดือนก่อน +1

    দাদা ২.৫ ইসি ব্যবহার করা যায়ে

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  หลายเดือนก่อน

      জি যায় তবে ১০ ইসি অথবা ২০ এস এল বেশি কার্যকরী। আর কোন ভাবেই ফুল ফোটা অবস্থায় স্প্রে করা যাবেনা। ধন্যবাদ

  • @Nure0813
    @Nure0813 ปีที่แล้ว +2

    💗💞

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰😜😜😜😜

  • @md.shibbiralam8845
    @md.shibbiralam8845 หลายเดือนก่อน +2

    সেপ্টেম্বরে বরই গাছ লাগালে ড্রামের মাটিতে কি কি মেশাতে হবে?

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  หลายเดือนก่อน

      অর্ধেক মাটি এবং অর্ধেক গোবর সার একসাথে ভালো করে মিশিয়ে লাগাতে পারেন। যদি মাটিতের রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে ৫০ গ্রাম dap, ২০ গ্রাম SOP, ২০ গ্রাম বোরন, ২০ গ্রাম জিপসাম ভালো করে মিশিয়ে ৭ থেকে ১০ রেখে দিতে হবে পরে ব্যবহার করার সময় ভালো করে নেড়েচেড়ে ড্রামে দিয়ে গাছ লাগাতে হবে। ধন্যবাদ

    • @md.shibbiralam8845
      @md.shibbiralam8845 หลายเดือนก่อน

      @@Sobuje24ghanta অনেক ধন্যবাদ।

  • @classicphotography4259
    @classicphotography4259 หลายเดือนก่อน +2

    গাছে ফুল আসা মাত্র শুরু হয়েছে,এখন কি কি স্প্রে করতে হবে

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  หลายเดือนก่อน +1

      সলুবোর বোরন এবং চিলেটেড জিংক সাথে ফ্লোরা মিশিয়ে স্প্রে করে দিতে পারেন। ফুল এসে গেলে ফুল ফোটার আগে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন।

    • @gaziahsajjad5369
      @gaziahsajjad5369 หลายเดือนก่อน

      গাছের পাতা হলুদ, ফুল কম,
      এখন কি হরমোন দিতে পারব?

  • @nazifascookingstudio8309
    @nazifascookingstudio8309 หลายเดือนก่อน +1

    কুল গাছের ডগা ও পাতা পুড়ে গেলে কি করনীয় ঘরোয়া উপায়ে

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  หลายเดือนก่อน

      দুঃখিত ঘরোয়া উপায় সম্পর্কে আমার ধারণা নেই তবে যদি রাসায়নিক ব্যবহার করেন তবে এবামেকটিন গ্রুপের যে কোন একটা ওষুধ ব্যবহার করতে পারেন।

  • @সোনারবাংলা-ঝ৪ঙ
    @সোনারবাংলা-ঝ৪ঙ ปีที่แล้ว +3

    কুলের ফুল ফোটার পর কী মিরাকুলান দিতে পারবো?

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  ปีที่แล้ว

      ফুল ফুটার পরে কিছু স্প্রে করা যাবে না। কুল মটর দানা সাইজ হওয়ার পর দিতে পারবেন।

  • @mstummeruna7418
    @mstummeruna7418 ปีที่แล้ว +2

    Upokari video,, via kul gase khub guri guri pipra, oi pipra jai na, kisu tei, akhn kisu ful fute gase kisu baki, ki korte pari?

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  ปีที่แล้ว +1

      পিঁপড়ে তো ফুলের কোন ক্ষতি করে না। একটু খেয়াল করে দেখবেন ক্ষতি করে কিনা। গাছে জাপ পোকা বা মিলিবাগ থাকলে পিঁপড়ের আনাগোনা বাড়ে।আর ফুল ফুটে গেলে স্প্রে না করাই ভালো ফুল যদি ১০ থেকে ১৫% এর কমফুটে তাহলে খুব প্রয়োজন হলে স্প্রে করা যাবে। ফুল ফোটা অবস্থায় গাছে স্প্রে করলে ফুলের পরাগায়ন ঘটায় এমন পোকারা মারা যায় বা গন্ধে গাছের কাছে আসে না ফলে পরাগায়নও হয় না তাই নিশ্চিত ফলের সংখ্যা কম হবে।

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  ปีที่แล้ว

      ধন্যবাদ

  • @ShiuliKhan-vt1fz
    @ShiuliKhan-vt1fz 5 หลายเดือนก่อน +2

    ভাই এখন মে মাস চলে আমার কুল গাছে অনেক ফুল ফুটছে কিন্তু দানা খুব কম করনিও কি জানােন

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  5 หลายเดือนก่อน

      এই সিজনে ফল একটু কমই হয়। বর্ষার সিজনের ফল পোকায় নষ্ট করে দেয়

  • @HumayraBaby-ip2uh
    @HumayraBaby-ip2uh ปีที่แล้ว +2

    👍🖤👍

  • @pkumar7t
    @pkumar7t 14 วันที่ผ่านมา +1

    হেল্প প্লিজ??
    বল সুন্দরী কুলে ফুল ভালোই হয়েছে কিন্তু গুটি খুবই কম হচ্ছে। গুটি বৃদ্ধির জন্য করণীয় ?????

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  13 วันที่ผ่านมา

      ফুল ফোটার পরেও অতি বৃষ্টিতে ফুলের পরাগায়ন হচ্ছে না পরাগায়ন না হওয়ার কারণে ফুলের গুটি কমে যাচ্ছে এ সময় গাছে কিছুই স্প্রে করা যাবে না কিছু স্প্রে করলে উপকারি বা ফুলের বন্ধু পোকাগুলো ফুলের কাছে আসবে না ফলে পরাগায়নের সমস্যা হবে ফলে গুটির সংখ্যা আরো কমে যাবে। তাছাড়া কুলের গুটি দৃশ্যমান হতে একটু সময় লাগে। এখন অপেক্ষা করতে হবে গুটি সেট হওয়ার সাথে সাথেই স্প্রে করে দিতে হবে। ধন্যবাদ

    • @pkumar7t
      @pkumar7t 13 วันที่ผ่านมา

      @@Sobuje24ghanta ধন্যবাদ ❤️

  • @Liakatali-bh1rv
    @Liakatali-bh1rv ปีที่แล้ว +2

    আপনার অসাধারণ ভিডিও গুলো দেখি। মোটর দানার মত কুলে alpha napthalin acidic acid 5 ফোঁটা+ সলুবোল বোরন+চিলেটেড জিংক+/লিটার পানিতে স্প্রে করা যাবে? তাছাড়া ম্যানসার ২ গ্রাম+ সবিক্রন ১০ ফোঁটা একসাথে স্প্রে করা যাবে? জানাবেন প্লিজ।

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  ปีที่แล้ว

      যাবে। ধন্যবাদ

    • @72painumongmarma49
      @72painumongmarma49 หลายเดือนก่อน

      ফলন হওয়ার জন্য গাছে কোন কোন ওষুধ ব্যবহার করবো

  • @fokrulislam2104
    @fokrulislam2104 24 วันที่ผ่านมา +1

    বড়ই পাকার পর ভিতের পোকা হয় এর জন্য কি করতে পারি❤

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  24 วันที่ผ่านมา

      বড়ইতে সাধারণত বর্ষাকালে পোকা হয় এ সময় কোন ধরনের কীটনাশক ব্যবহার করে ভালো ফল পাওয়া যায় না এ পোকা দমনের জন্য ফেরেমন ফাঁদ ব্যবহার করতে পারেন।

  • @kushalsarkar4185
    @kushalsarkar4185 หลายเดือนก่อน +1

    Amr Gache ful asche & kichu ful futeo geche..... Ekhon ki sar / spray dile ful gulo jhorbe na..& Ful a prochur pipre ho66e .... Ki korbo...?

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  หลายเดือนก่อน

      গাছে ফুল ফোটা অবস্থায় কোন প্রকার স্প্রে করা যাবে না তাহলে পরাগায়নের সমস্যা হবে। এ সময় গাছের গোড়ায় mop এবং tsp ব্যবহার করতে পারেন সাথে বোরন দিতে পারেন। ফুল থেকে গুটি সেট হওয়ার পর পর ইমিটাফ ২০এস,এল অথবা কট ১০ইসি এক লিটার পানিতে ১ এমএল হারে মিশিয়ে এবং ১টা ছত্রাক নাশক ১ এক লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। এর দুই এক দিন পর সলুবর বোরন এবং চিলেটেড জিংক এক লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ

  • @kyalamin7378
    @kyalamin7378 ปีที่แล้ว +2

    আমার কুলের বাগানে ফুল আসছে ৮০%, এখন মৌমাছি সাথে কিছু পিপড়া -দুর্ঘা উপদ্রব আছে, পিপড়া কি কোন ক্ষতি করবে?

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  ปีที่แล้ว

      না পিঁপড়ে কোন ক্ষতি করবে না তবে পিঁপড়ের আনাগোনা অন্য প্রকার উপস্থিতিকে জানান দেয় যেমন মিলিবাগ, জাপপোকা এরা ক্ষতি করে। পিপড়েরা এদের থেকে নিঃসৃত রস খেতে আসে

  • @Liakatali-bh1rv
    @Liakatali-bh1rv ปีที่แล้ว +2

    ভাই, আসসালামু আলাইকুম, আমার ৫-৭ বছরের ১ টা এসো কুল গাছে ডাল হার্ড পুনিং করে প্রায় ৮-১০ ডালে ভারত, বল সুন্দরী, নারিকেল কুলের ডগা গ্রাপ্টিং করে দিয়েছি। কুলের সাইজ মোটর দানার মত হয়েছে, ফুলও আছে। এখন কি কীটনাশক ও ছত্রাক নাশক স্প্রে করা যাবে? জানাবেন প্লিজ।

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  ปีที่แล้ว

      আরো কিছু দিন পরে করেন। ফল আক্রান্ত না হলে এখন স্প্রে করার দরকার নেই। গাছে ফুল ৮-১০% এর নিচে থাকলে করতে পারেন।

  • @mukibulhasan9106
    @mukibulhasan9106 หลายเดือนก่อน +3

    গাছে ফুল আসা কেবল শুরু হয়েছে। এখন কি একসাথে ফ্লোরা, সাইপারমেথ্রিন, মেনকোজেব, জিংক, বোরন এগুলো মিশিয়ে স্প্রে করা যাবে?

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  หลายเดือนก่อน

      জি জাবে। ফুল আসার একমাস আগে একবার ফ্লোরা দিলে ভালো হতো। আর স্প্রে বিকেল চারটার পরে করবেন। ধন্যবাদ

    • @manojbera6092
      @manojbera6092 25 วันที่ผ่านมา

      ফুল এসেছে, কিন্তু পাতা কুঁকড়ে যাচ্ছে। কি করবো??

  • @asaduzzamannur8262
    @asaduzzamannur8262 ปีที่แล้ว +1

    ফ্লোরা+ চিলেটেড জিংক + সলুবোর একসাথে মিশিয়ে স্প্রে করা যাবে কি??

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  ปีที่แล้ว +2

      জি যাবে। তবে ম্যাগনেসিয়াম সালফেট দিলে আলাদা দিয়েন। ধন্যবাদ

  • @mdjainalabedin559
    @mdjainalabedin559 ปีที่แล้ว +1

    ভাই আপনার কাছে জানতে চাই
    আমি নতুন চাষি।
    আমার গাছে আঁচা পোকা এখন আমার করনিও কি

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  ปีที่แล้ว +1

      বিকেল ৪টার পরে ১ লিটার পানিতে ১ ml হারে "ইমিটাফ" অথবা "টিডো" গুলি স্প্রে করে দেন

    • @mdjainalabedin559
      @mdjainalabedin559 ปีที่แล้ว

      ভাইয়া আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ

  • @patriothasan
    @patriothasan ปีที่แล้ว +1

    গত ৪ মাস আগে জমিতে একটা গাছ লাগিয়েছি এখন ফুল আসছে। পাতাগুলো হালকা হলুদ একটা ভাব আছে। এর মধ্যে কোনপ্রকার সার বা ছত্রাকনাশক কিছুই দেয়া হয়নি। এখন কি আমি কোন সার বা ছত্রাকনাশক স্পে করতে করতে পারবো কিনা? তাহলে কি কি সার বা ছত্রাকনাশক ব্যবহার করবো? ধন্যবাদ আপনাকে।

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  ปีที่แล้ว

      গোবর সার, DAP, MOP। ফুল যদি ১৫% এর কম ফুটে থাকে তাহলে একটা ছত্রাক নাশক এবং একটা কীটনাশক স্প্রে করতে পারবেন বিকাল ৪ টার পরে।

    • @HelalUddin-xt7ir
      @HelalUddin-xt7ir 2 หลายเดือนก่อน

      মার্চ এপ্রিল মাসে কুল ফল শেস হবার ডাল হাট প্রুনিং কবে মাটি পরিবর্তন করতে হয়। সাথে জৈব সার ডিএপি, পটাশ,জিপসাম ছএাকনাশোক এক চামিস হারে দিতে হবে এবং দ্বিতীয়বার ফল আসার আগে জুলাই মাসে শেষের দিকে খাবর জৈব সার এক চামস ১ ডিএপি পটাশ দিতে হবে পলাশার আগে আগস্ট সেপ্টেম্বর মাসের ফুলগাছের ফুল আসে ফুল আসার আগে পিজিআর দিতে হবে। নতুন খুশি আসলে ফুল ফোটার আগে কীটনাশক সাথে ছত্রাক নাশক স্প্রে করতে হবে। ফুল আসার সময় মাটির ভিসা থাকতে হবে কুল গুটি দারালে দাঁড়ালে ও জিন ও বোরন কোন খাদ্য স্প্রে করতে হবে।

  • @HelalUddin-xt7ir
    @HelalUddin-xt7ir 11 หลายเดือนก่อน +1

    স্যার, কুল গাছে ফুল আসে কোন মাসে । কুল গাছের ফুল আশা কতদিন আগে গাছের গোরাই খাবার দিবো খাবার দিব। ফল শেষ হলে কোন মাসে ডাল ছাটাই করবো যানাবেন 👍

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  11 หลายเดือนก่อน

      আগস্টের শেষ থেকে ফুল আসতে শুরু করে। এক-দেড় মাস আগে। এপ্রিলে ডাল কাটাই। ধন্যবাদ

  • @faisalekramfilms1364
    @faisalekramfilms1364 ปีที่แล้ว +1

    Gach e kichu kichu ful eseche ...ami ki khabar dite parbo

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  ปีที่แล้ว +1

      জি দ্রুত দিয়ে দিন। জৈব সার সংগ্রহে থাকলে দিন। জৈব সার সংগ্রহে না থাকলে DAP এবং MOP অবশ্যই দিন। গাছ কি টবে না জমিতে?

    • @faisalekramfilms1364
      @faisalekramfilms1364 ปีที่แล้ว

      Half dram e vai

  • @exclusivebanglasongcollect1148
    @exclusivebanglasongcollect1148 ปีที่แล้ว +2

    Ful fotar por jap poka ele ki korbo?

  • @laml4142
    @laml4142 ปีที่แล้ว +2

    Tomar mata..bulbal information diben na.Chemical teke dure taken.Use only organic fertilizer like...Sorso kol,Vermicompost and Agro Veera plus smart value product..for fruit set.

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকে। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। আমি আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করলাম। আপনিও আপনার জ্ঞানটা আরেকটু বাড়িয়ে নেবেন প্লিজ কিছু মনে করবেন না।

    • @laml4142
      @laml4142 ปีที่แล้ว

      @@Sobuje24ghanta ok

  • @HelalUddin-xt7ir
    @HelalUddin-xt7ir 2 หลายเดือนก่อน

    আপনার এই নিয়মে কুল গাছে কোন মাসে খাবার দিবো ভাই

  • @ranaahmed8672
    @ranaahmed8672 ปีที่แล้ว +1

    ভাই আপনার whtasapp no দেন

    • @Sobuje24ghanta
      @Sobuje24ghanta  ปีที่แล้ว

      WhatsApp ব্যবহার করি না ভাই