তুমি না বলছিলা নিয়ে যাবা আমারে ! Apan Thikana: 318 I Buchi I Final Update I

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 1.3K

  • @vai2046
    @vai2046 ปีที่แล้ว +46

    ভাইয়া আমি চাই প্রতিটা সফলতার গল্পের পর সবাইকে মিষ্টি মুখ করানো হোক।যদি আপনি চান মিষ্টির সব খরচ আমি বহন করবো।কারণ এমন সফলতাই অংশীদার হওয়া ভাগ্যর ব্যাপার।❤❤

  • @sabekunnahar9014
    @sabekunnahar9014 2 ปีที่แล้ว +35

    কাজের পাশাপাশি শরীরের যত্ন নিতে হবে ভাইজান। আপনার পরিবার এবং আমাদের সবার জন্য আপনার সুস্থ থাকা টা অনেক বেশি জরুরি। ফি আমানিললাহ ।

  • @skshamimshekh7161
    @skshamimshekh7161 2 ปีที่แล้ว +44

    কেন জানি ভিতর থিকে আসছে। যতদিন ঐ-ই দেহ থাকিবে প্রান,দিয়ে যান মানবতার সম্মান। rj kedria আল্লাহ আপনার দেহ এবং মন সুস্থ রাখুন

  • @মাদরাসাতুততালীম
    @মাদরাসাতুততালীম 2 ปีที่แล้ว +30

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ, এই ভিডিওর শেষে আপনার ইচ্ছে এবং অনুভূতির কথা গুলো আমার হৃদয় কে নাড়িয়ে দিয়ে গেছে! ইচ্ছে হচ্ছে আপনি হাজার বছর বেচে থাকেন, আপনার ইচ্ছে গুলো আল্লাহ পুরন করুক।

  • @abadrahman1251
    @abadrahman1251 2 ปีที่แล้ว +41

    আল্লাহ শুকরিয়া আজ বোনটি ও তাহার পরিবার পরিচয় ফিরে পেলো আমিন।

  • @mahjeebeenaramanseereen3134
    @mahjeebeenaramanseereen3134 2 ปีที่แล้ว +4

    মা এবং মেয়ের বুক ফাটা নিঃশব্দ কান্নায়,নিজেও অনেকক্ষণ কাঁদলাম । ভেতরের এমন কষ্ট সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়।
    আল্লাহ্ পাক সবাইকে হেফাজতে রাখুন 🤲

  • @MdMasudRana-zf6ze
    @MdMasudRana-zf6ze 2 ปีที่แล้ว +7

    আহা, এই রকম না জানি কতো হাজারো সজন হারানো মানুষ চাতক পাখির মতো বসে অপেক্ষা করছে, এইবুঝি আমার সজন, ভাই, বা,বোন,চাচা,কি,মামা, এ ভিডিওতে মনে হয় দেখা পাবো।হে আললাহ আপনি সকল সজন হারা পরিবার হারা,সকল কেই মিলিয়ে দিন আমিন

  • @korbanmistry5227
    @korbanmistry5227 2 ปีที่แล้ว +10

    আলহামদুলিল্লাহ সৃষ্টি কর্তা খুবই মহান অবশ্যই। এতো দুঃখ কষ্টের মধ্যেও বুচিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিলেন সুভান আল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন আমীন সুম্মা আমীন।

  • @mominkhan-qd3gy
    @mominkhan-qd3gy 2 ปีที่แล้ว +14

    আলহামদুলিল্লাহ..
    আপন ঠিকানা চ্যানেলটিকে অসংখ্য ধন্যবাদ, হারিয়ে যাওয়া মানুষ ফিরিয়ে দেওয়ার জন্য।

  • @abdusamadbabu7988
    @abdusamadbabu7988 ปีที่แล้ว +4

    আপনি বড় ভাগ্যবান কিবরিয়া ভাই, আল্লাহ আপনাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন আর এই দায়িত্ব পালন করা কেবল আপনার দ্বারাই সম্ভব। (আপনার এই সফলতা অনন্তকাল থাকবে)

  • @animallover130
    @animallover130 2 ปีที่แล้ว +79

    হারিয়ে যাওয়া সবাই যেন তাদের আপনটিকানা খোঁজে পান 💟

  • @abdullahmanik1421
    @abdullahmanik1421 2 ปีที่แล้ว +38

    পরিবারের অনুভূতিগুলো দেখে নিজের কান্না থামাতে পারলাম না এটার ভিতর অনেক আবেগ ছিল কিন্তু জোরে কান্না করতে পারতেছেনা ভিতরে কান্না করতেছে দুই ভাইয়ের মাঝখানে বসে আবেগাপ্লুত হয়ে কান্নার জন্য কিছুই বলতে পারলোনা অসাধারণ ভিডিও দোয়া করি এদের জীবনে যেন আর কোন কষ্ট না হয়

  • @imranhossain2837
    @imranhossain2837 2 ปีที่แล้ว +24

    আল্লাহ আপনাকে আরো ধৈর্য বাড়িয়ে দিক।সব সময় আপনার জন্য দোয়া থাকবে কিবরিয়া ভাই।

  • @mahmudhasan3478
    @mahmudhasan3478 2 ปีที่แล้ว +28

    বুচি বাকরুদ্ধ, হাসি, কান্না মুখে সবাইকে মেনে নিয়ে পরিবারে ফিরে যাবে, দোয়া রইল বুচির জন্য।

  • @mdsharifulIslam-tp3hb
    @mdsharifulIslam-tp3hb 2 ปีที่แล้ว +31

    আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যে রব এই সমস্ত ছোটো কালে হারিয়ে যাওয়া মানুষ গুলোকে তাদের নিজের পরিবারে ফিরার তৌফিক দিয়েছেন

  • @taheratabachhum3350
    @taheratabachhum3350 2 ปีที่แล้ว +113

    ক্লান্তির মাঝেও কিবরিয়া ভাইয়ের প্রশান্তির হাসি সব ক্লান্তি মুছে যায় ,,,,, আল্লাহ আপনাকে হেফাজত করবেন ভাইয়া এইযে কোটি কোটি মানুষের দোয়া আপনার উপর আছে 🤲🤲🤲🤲

    • @sadiarayyan8676
      @sadiarayyan8676 2 ปีที่แล้ว +1

      shobai kibria bhaike valo bashe. shudu kicu kafer o munafiq chara.
      we all love bro kibria accept some disbeliver and munafiqs ,because they don't want to listen about Allah's great ness. his power his love, his forgiveness.may Allah guide them.

    • @bedanabegum9196
      @bedanabegum9196 2 ปีที่แล้ว

      Ma.maiya.same

    • @sobuzbangla4984
      @sobuzbangla4984 2 ปีที่แล้ว

      Ameen

    • @greenworld1184
      @greenworld1184 2 ปีที่แล้ว

      @Sadia Rayyan
      Your comment not appropriate for this group.writte in islamic groups for others to benefits and for you to learn .

  • @mominulislam4806
    @mominulislam4806 2 ปีที่แล้ว +22

    আলহামদুলিল্লাহ। দোয়া ও শুভকামনা রইলো।আল্লাহ তাআলা তাঁদের সকলকে নেক হায়াত দারাজ করুন। আমিন।

  • @maove96
    @maove96 12 วันที่ผ่านมา

    কিবরিয়া ভাই আসলে অনেক গুলো প্রশান্তিকর মুহুর্তের সাক্ষী হতে পেরেছেন। এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার।

  • @limonbhai
    @limonbhai 2 ปีที่แล้ว +109

    আলহামদুলিল্লাহ ❤️।
    যত দেখি ততই মনে শান্তি পায়।
    চোখের পানিতে এভাবেই কষ্টগুলো মুছে যাক।
    হারিয়ে যাওয়া সবাই আপন ঠিকানায় ফিরে পাক।

    • @syedasaodaferdousiferdousi7454
      @syedasaodaferdousiferdousi7454 2 ปีที่แล้ว +2

      আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমানুর রহীম আপনাকে সুস্থতার সাথে ঈমানের সাথে সুদীর্ঘ নেক হায়াত দান করুন। আপনি যা করছেন আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে জান্নাতুল ফেরদৌস এর জন্য নির্ধারণ করবেন ইংশাআল্লাহ।

    • @muhammadshahaalam2720
      @muhammadshahaalam2720 ปีที่แล้ว +1

      Very Good
      Nice Jobs ❤😍💕

    • @jahangirali8356
      @jahangirali8356 ปีที่แล้ว

      @@syedasaodaferdousiferdousi7454 আর জে কিবরীআ ভাই এর জন্য শুভ কামনা।

  • @mostafamollah1987
    @mostafamollah1987 8 หลายเดือนก่อน +2

    আলহামদুলিল্লাহ, বুচি তার হারিয়ে যাওয়া পরিবারকে ফিরিয়ে পেল, এমন মহৎ কাজের জন্য কিবরিয়া ভাই কে অনেক অনেক ধন্যবাদ।

  • @MdMasum-xv4mz
    @MdMasum-xv4mz 2 ปีที่แล้ว +16

    আলহামদুলিল্লাহ ভুচচি ফিরলেন আপন বাড়ি। আমি সকল নাই বোননদের জন্য দোয়াকরি।আর দোয়া তাদের জন্য।জারা মা মেয়ের পতি বিনা দোশে অবিচার করেছে আললাহ তাূেরকে হেদায়েত কর

  • @ZahirRaihan2
    @ZahirRaihan2 2 ปีที่แล้ว +6

    হায়রে মান অভিমান হায়রে কষ্ট। এই ভিডিও গুলো দেখলে বুঝা যায় তাদের চেয়ে আমরা কত সুখে আছি আলহামদুলিল্লাহ।

  • @MdTuhin-oo6vt
    @MdTuhin-oo6vt 2 ปีที่แล้ว +57

    জীবন কখনো ভাঙে, কখনো গড়ে, জীবন জীবনের গতিতে এগিয়ে যায়। সব মিলিয়েই জীবন অনেক সুন্দর।

  • @anamulnext4102
    @anamulnext4102 2 ปีที่แล้ว +3

    কিবরিয়া ভাই সব শেষে এসে এমন প্রশ্ন জনগনের কাছে ছেড়ে দিলেন তার উওর কেউ দিতে পারবে না কারন কমবেশি সকলেই এর ভুক্তভোগী। ইনশাআল্লাহ দোয়া থাকবে আপনার এবং আপনার পরিবারের জন্য

  • @MyWorld-hp5bv
    @MyWorld-hp5bv 2 ปีที่แล้ว +15

    আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আবার ও একটি বোন তার আপন পরিবার ফিরে পেতে চলেছে ইনশাআল্লাহ

  • @MdKalam-vc6oy
    @MdKalam-vc6oy 2 ปีที่แล้ว +12

    আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ জনাব কিবরিয়া ভাই, ভুচি ফিরলো ঘরে আলহামদুলিল্লাহ। ভুচি সবাইকে নিয়ে সূখে থাকুক। আপন টিকানার প্রতিটি সদস্য শ্রোতার প্রতি আন্তরিক ধন্যবাদ।

  • @jesminsultana9728
    @jesminsultana9728 2 ปีที่แล้ว +14

    আলহামদুলিল্লাহ্ । জীবনে কষ্ট বেদনা আছে থাকবে। কিন্তু হারিয়ে যাওয়া বাচ্চাদের কষ্ট কতটা সেটা পরিমাপ করা কারো পক্ষেই সম্ভব না। তবে কমেন্ট এর মাঝেই আমি বলতে চাই ছোট বাচ্চাদের কাজের জন‍্য কেউ রাখবেন না। সবাই নিজের সন্তানের কথা চিন্তা করে এই কাজ থেকে বিরত থাকেন । বুচি আল্লাহ্ তোমাকে ভালো রাখুন।

  • @Shakibulnaser
    @Shakibulnaser 2 ปีที่แล้ว +2

    জীবন গল্প নাটক সিনেমার চাইতেও কঠিন, প্রায় প্রতিটা আপডেট ভিডিও চোখে আনন্দ বেদনার ঝর্ণা ধারা বইয়ে দেয় অসাধারণ অদ্ভুত সুন্দর ভাই

  • @ABMalek-ks2cv
    @ABMalek-ks2cv 2 ปีที่แล้ว +18

    আলহামদুলিল্লাহ দোয়া ও শুভ কামনা রইলো এই বোনটির জন্য।

  • @ampshohel5751
    @ampshohel5751 2 ปีที่แล้ว +4

    আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন। আপনি যে কাজটি করছেন মহান আল্লাহ নিশ্চয়ই উত্তম কিছু দান করবেন।

  • @jahurakhatun6524
    @jahurakhatun6524 2 ปีที่แล้ว +22

    আলহামদুলিল্লাহ । বাবা মার সামান্য ভুলের কারণেই সন্তান কুল ছাড়া । শোক রিয়া বুচি শান্তা ফিরে পাচ্ছে আপন জন । বগুড়া র সফলতায় আমরাও আনন্দিত ।

  • @khalidurrahman3624
    @khalidurrahman3624 2 ปีที่แล้ว +8

    আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ যেনো আপনাদেরকে সুস্থ ও নেক হায়াত দান করেন আমীন।

  • @saimoonhoque
    @saimoonhoque 2 ปีที่แล้ว +11

    আজকের কথাগুলো খুব সুন্দর ছিল কিবরিয়া ভাই নিজের বিবেক খাটিয়ে কতটা গুরুত্ব সরকারে এই কাজ গুলো করতে সময় দিচ্ছেন এবং টিম মেম্বার যারাই আছেন তারা মানুষের প্রতি মানুষের যে আদর ,ভালবাসা ,মহববত কাকে বলে এই সমস্ত মানুষের চিন্তা চেতনা এই কাজের মাধ্যমেই প্রকাশ পেল । আলহামদুলিললাহ খুব ভাল লাগল।

  • @tamimakter5254
    @tamimakter5254 2 ปีที่แล้ว +2

    মানুষের জিবন কতটা কষ্টের, কিবরিয়া ভাইয়ের আছুলায়, জানা গেল, চোখের পানি নিজে থেকে পড়ে যায়, বলার ভাষা হারিয়ে ফেলেছি

  • @humayunhumayun7509
    @humayunhumayun7509 2 ปีที่แล้ว +22

    আলহামদুলিল্লাহ বুছির জন্য দোয়া ও শুভকামনা রইল।

  • @selinaislam7447
    @selinaislam7447 2 ปีที่แล้ว +6

    আপনারা সবাই, যারা আজকের এই আপডেটটি দেখেছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, এতদিন ধরে আমরা কিবরিয়া ভাইকে দেখছি। একজন সত্যিকারের মানুষ, ভালো মানুষ বলতে যা বুঝি, অকপটে স্বীকার করি কিবরিয়া ভাই সেই মানুষ! এ যুগে মানবতার আদর্শ। আজ তাকে নতুন করে দেখলাম, সই মানুষটা আজ যন মানবতার আলোয় শত সহস্র সীমাহীন আলো ছড়াচ্ছে! উনার শেষের কথাগুলো হৃদয়কে এতটাই ছুয়ে গেল, ভাষায় প্রকাশ করতে পারছি না। হারিয়ে যাওয়া মানুষগুলো বাবা মা পরিবারের কাছে ফিরিয়ে দিতে গিয়ে, তার একান্ত ব্যাকিজীবনের যে উৎসর্গ তা অসাধারণ! আমি আজ তাকে যেন আরও একবার নতুন করে দেখলাম। মারবরুপী ফেরেশতা মনে হলো আমার। এই জীবনে একজন ছিল এমন, আমার বড় বোন, আজ একটা ভাই পেলাম! আপনি এবং আমার আপন ঠিকানার টিমের সকল ভাই বোনেরা আমার সশ্রদ্ধ সালাম নিন্। লিখতে মন চাইছে অনেক কিছু। আজ থাক। কান্নাই তো থামাতে পারছি না!

  • @Bdmylove2255
    @Bdmylove2255 2 ปีที่แล้ว +65

    আলহামদুলিল্লাহ্ হারিয়ে যাওয়া প্রতিটি মানুষ যেন তার পরিবারে ফিরিয়ে যেতে পারে এই দোয়া আল্লাহর কাছে🌹🌹কিবরিয়া ভাই ও আপন ঠিকানার জন্যে অবিরাম ভালোবাসা❤💖👍👍

    • @Rinasblogs09
      @Rinasblogs09 2 ปีที่แล้ว +2

      ,,

    • @ahadahmed2303
      @ahadahmed2303 2 ปีที่แล้ว +1

      ভাইয়া অদেরকে আর বিটিম আমাদের মতলোক অদের কানা আমাদেরকে কাদায়

  • @ayshamethun
    @ayshamethun 2 ปีที่แล้ว

    আহারে ,,, ভাই আল্লাহ আপনাকে হেফাজত করুন ,ভাই সব জায়গায়তেই balance করে চলতে হবে ভাই। আপনার পরিবারও আপনার অংশ ,তাঁরাও মানুষ। মিডিয়াতে আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে যেভাবে বলে,,,আমার একদমই সহ্য হয়না। ভাই আল্লাহ আপনাকে এত ভালো কাজ করার সোভাগ্য,সুযোগ দিয়েছেন।সবাইকে তা দেননা ।আল্লাহ সবাইকে সঠিক বুজ দান করুন,,ভাই আপনার জন্য অনেক দোয়া রইলো ,, দোয়া আপনার পুরো পরিবারের জন্য। ভালো থাকুন

  • @aliflaila8542
    @aliflaila8542 2 ปีที่แล้ว +25

    Walykumus salam warohmotullahi wabarakatuh.
    আজকে বুচির অব্যক্ত চাপা কান্না ঠিক আমাকেও কষ্ট দিয়েছে 😭😭😭😭😭।
    তবে মা বেঁচে আছে আলহামদুলিল্লাহ।
    কিবরিয়া ভাইয়া এবং পুরো টিমকে জাজাকাল্লাহ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুণ 🤲🤲🤲🤲🤲।
    আল্লাহ ভাইয়ার সকল কস্ট পেরেশানি মোচন করে দিন আমিন🤲🤲🤲🤲।

  • @raselmoh8518
    @raselmoh8518 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপন ঠিকানার সবাই কে, হারিয়ে যাওয় পরিবার কে খুঁজে পাওয়া গেছে আহা কি আনন্দের

  • @bangalhaque7558
    @bangalhaque7558 2 ปีที่แล้ว +5

    যত দেখি তত অভিভূত হই। গুগল,ফেইসবুকসহ সকল অনলাইনের প্রতিষ্ঠাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
    কিবরিয়া ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা।

    • @montudani9010
      @montudani9010 2 ปีที่แล้ว

      কিবরিয়া ভাই বাংলাদেশ এ আপনার অগণিত ফলোয়ার্স রয়েছে lআপনি এই অনুষ্ঠান টা চালিয়ে যান সবাই সেটা আশা করেl কিন্তু মনে রাখবেন নিজের সংসার সকলের ঊর্ধ্বেl

  • @sytv8039
    @sytv8039 2 ปีที่แล้ว +15

    আপনার অনুষ্ঠান না দেখলে আমার চোখে ঘুম আসে না আমি প্রত্যেকদিনই আপনার অনুষ্ঠান দুইটা তিনটা চারটা পাঁচটা ও দেখি। কিবরিয়া ভাইকে অনেক ধন্যবাদ তার জন্য আমি সব সময় দোয়া করি সব সময় তার জন্য আমি দোয়া করি

  • @monoronjondas8451
    @monoronjondas8451 2 ปีที่แล้ว +1

    ধন্যবাদ আপন ঠিকানার সব যোদ্ধা কে, বিনস্রশ্রদ্ধা, এ-ই ভাবে
    হারিয়ে যাওয়া সব লোক গুলো পরিবারে ফিরতে পারে।

  • @yeasintapader6826
    @yeasintapader6826 2 ปีที่แล้ว +155

    আমি মাঝেমাঝে অবাক হই যে, কিবরিয়া ভাই যদি এই অনুসঠান চালু না করতেন তাহলে কত মানুষ তাদের পরিবার ফিরে পেতো না!

  • @jahadulalam3486
    @jahadulalam3486 11 หลายเดือนก่อน +1

    কিবরিয়া ভাই ❤❤❤ আপনার জন্য আল্লাহ পাকের দরবারে অনেক দোয়া করতেছি। চোখের জল ধরে রাখতে পারলাম না।

  • @kotekuri
    @kotekuri 2 ปีที่แล้ว +239

    গর্বিত ‌সেই মা বাবা যারা আপনার মত সন্তান কে জন্ম দিয়েছেন 🥰🥰 ভালোবাসা অবিরাম প্রিয় ভাই ❤

    • @kotekuri
      @kotekuri 2 ปีที่แล้ว +1

      @@shohelgazi6543 সঠিক নিউজ টা জেনে নিয়ে কষ্ট করে।

    • @lokman6163
      @lokman6163 2 ปีที่แล้ว +4

      @@shohelgazi6543 ভাই কারো পারিবারিক বিষয় গুলো নিয়ে গোপন থাকা ভালো

    • @golamkibriagolamkibria6967
      @golamkibriagolamkibria6967 2 ปีที่แล้ว +2

      @@shohelgazi6543 নিজের জীবনে কোন দিন মানুষের উপকার করেছেন।আমার তো মনে হয় না।

    • @asiabegum2631
      @asiabegum2631 2 ปีที่แล้ว +1

      আমিন❤

    • @muslimabegum5815
      @muslimabegum5815 2 ปีที่แล้ว +2

      আমি আপনার অনুষ্ঠানের খুবই নগন্য একজন শ্রোতা, দর্শক এবং শুভাকাক্ষী। RJ Kebria ভাই আপনার শেষের কথার সঙ্গে একমত হলে পারলাম না। 'আপন ঠিকানা'য় পরিবার মিলিয়ে দেয়া কিংবা পরিবারের কাছে ফিরিয়ে দেয়া অবশ্যই অনেক অনেক সওয়াবের কাজ। হাদিস শরীফে আছে, যার সারাংশ এরকম- একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কেউ যদি অন্য এক ভাইয়ের একটা প্রয়োজন মিটিয়ে দেন আল্লাহ পাক ৭০ টা প্রয়োজন মিটিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। এই কাজের সওয়াব কি দিবেন তা আল্লাহ পাকই ভালো জানেন। অন্যদিকে পরিবারকে সময় দেয়া, তাঁদের সঙ্গে হাসিমুখে কথা বলাও একেকটা সদকার সমান। পরিবারেও একটা হক আছে। কাল কিয়ামতের দিন স্ত্রী কে জিজ্ঞেস করা হবে তার স্বামী সম্পর্কে।
      নিজেকে নিঃশেষ করে দিয়ে কেন কাজ করতে হবে ভাই? এটাও নিজের উপর এক ধরণের জুলুম। আপনার শারীরিক, মানসিক স্বাস্থ্য আপনার কাছে আমানত। তার সঠিক পরিচর্যা আপনাকেই করতে হবে। নিজের উপর এতো জুলুম করলে এর পরিণাম খুব একটা সুখকর হবে না ভাই। মানুষের কাজের, শরীরের একটা সীমাবদ্ধতা আছে। সাধ্যের বাইরে ভার বহন করার চেষ্টা করাটা ঠিক হবে না।
      আপন ঠিকানাকে ভালোবাসি ঠিকই। কিন্তু তাই বলে আপনার কোন ক্ষতির বিনিময়ে নয়। আপনি ভালো থাকলে আপন ঠিকানাও ভালো থাকবে ইন শা আল্লাহ। কথা গুলো বললাম একজন বোন হিসেবে, একজন শুভাকাক্ষী হিসেবে, SOCA র একজন একনিষ্ঠ ভক্ত হিসেবে। অন্যভাবে নিবেন না দয়া করে। অনেক জ্ঞানীগুণী শুভাকাক্ষীরা আছেন যারা আপনাকে সুপরামর্শ দিচ্ছেন। কিছুদিন পরিপূর্ন বিশ্রাম নিন। আপনাকে বড় বেশী পরিশ্রান্ত, ক্লান্ত দেখা যায় আজকাল। ক্ষমা প্রার্থী ভাই, ছোট মুখে অনেক বেশী কথা বলে ফেললাম। আপন ঠিকানার সংশ্লিষ্ট সবাই কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

  • @jannatkona6672
    @jannatkona6672 2 ปีที่แล้ว +2

    ও মা গো সিলেটের ভাষা থেকেও বগুড়ার ভাষা আরো কঠিন লাগলো আমার কাছে। কি বললো ভিকটিমের মা তা বুঝতে আমার অনেক সময় লাগলো।

  • @raselahmed9154
    @raselahmed9154 2 ปีที่แล้ว +17

    কিবরিয়া ভাই অনেক সুন্দর করে কথা বলে মাশাআল্লাহ

  • @manikhassnjoy248
    @manikhassnjoy248 ปีที่แล้ว

    কিবরিয়া ভাই বললে বিশ্বাস করবেন না সেই Abc Radio থেকে আপনার অনুষ্ঠান শুনা এবং দেখা শুরু করেছি এখনো পর্যন্ত সময় পেলে দেখছি এবং শুনছি এত ভালো লাগে বলে বুঝাতে পারব না..এমন ভাবে উপস্থাপনা করেন আর গুছিয়ে যুক্তি দিয়ে বুঝান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আর কোন RJএমন সুন্দর করে বুঝিয়ে বলতে পারবেনা..তাই আমার পক্ষ থেকে আপনাকে আজীবন স্যালুট জানাই..দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সব সময় যেন সুস্থ রাখেন..ধন্যবাদ❤️🥰

  • @aoualytvlog
    @aoualytvlog 2 ปีที่แล้ว +7

    আলহামদুলিল্লাহ বনোটি দৃঘ কয়েক বছর মায়ের বুকে ফিরে গেলো দোয়া রইল বোনটির জন্য ।

  • @mdmubinurrahman-u5t
    @mdmubinurrahman-u5t ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ দোয়া ও শুভকামনা রইল কিবরিয়া ভাইয়ের জন্য। মহান আল্লাহ রব্বুল আলামীন তাহাকে নেক হায়াত দান করে দুনিয়া ও আখেরাতে সর্বোচ্চ সম্মান দান করুন।

  • @User-codgaming
    @User-codgaming 2 ปีที่แล้ว +12

    আলহামদুলিল্লাহ ___। ভাইয়া আপনার জন্য শুভকামনা ও অনেক অনেক দোয়া করছি আমীন।

  • @salimahmedshohag5762
    @salimahmedshohag5762 2 ปีที่แล้ว +2

    কিবরিয়া ভাইয়ের চোখেমুখে ক্লান্তির চাপ,আল্লাহ ভাইয়ের মনের শান্তি ফিরিয়ে দিক,আমিন

  • @mdjahangirhossain5579
    @mdjahangirhossain5579 2 ปีที่แล้ว +73

    আলহামদুলিল্লাহ। সবাই যেন পরিবারে ফিরে যেতে পারে সেই দোয়া করি।😀😄

  • @delwarkhandakar5561
    @delwarkhandakar5561 2 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ এই বোনটির জন্য দোয়া ও শুভকামনা রইলো আল্লাহ তায়ালা যেন ওনাকে ভালো রাখেন

  • @ibrahimbhuiya1770
    @ibrahimbhuiya1770 2 ปีที่แล้ว +9

    আলহামদুলিল্লাহ
    আপডেট ভিডিও গুলো যতই দেখি ততই ভালো লাগে,,

  • @nhasan1555
    @nhasan1555 2 ปีที่แล้ว

    আপনি আপনার দায়িত্ব কাজ করছেন অনেক অনেক ভাল ভাবে।সেখানে আপনি শতভাগ সাকসেসফুল আলহামদুলিল্লাহ

    • @nhasan1555
      @nhasan1555 2 ปีที่แล้ว

      কিন্তু আপনার পরিবারের হক ও আছে শতভাগ সেখানে তাকে দোষী সাব্যস্ত করা উচিত না সব সময় আপনাকে মিছ করে সে ও অস্থির থাকে যারযন্ন সন্তানদের উপর বিরক্ত হয়। এটাই স্বাভাবিক এ নিয়ে সংসারে ঝামেলা হয়। এখানে দুজনকেই সেকরিফাইস করতে হয় এবং আপনারা করেছেন। এটাই স্বাভাবিক। দোয়া করি আপনাদের সকল ভূল বোঝাবুঝি আল্লাহ পাক মিটিয়ে দেন

  • @mdkhaer6204
    @mdkhaer6204 2 ปีที่แล้ว +10

    আলহামদুলিল্লাহ আল্লাহ পাক প্রিয় কিবরিয়া ভাইকে ভালো রাখুক সব সময় সে-ই দোয়া রইলো বোনটার জন্য অনেক অনেক দোয়া রইলো

    • @shuliy6735
      @shuliy6735 2 ปีที่แล้ว +1

      আলহামদুলিল্লাহ

  • @shumiakter8035
    @shumiakter8035 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কিবরিয়া ভাই কে অনেক অনেক নেক হায়াত দান করুক.. আমি অবাক হয়ে দেখি কত চেষ্টা করে একটা পরিবার কে মিলিয়ে দেয় কিবরিয়া ভাই.. আমি আপনার সব কয়টা দেখি কিন্তু টিভিতে দেখার কারণে কমেন্টস করা হয় না তেমন একটা, আমার খুব ইচ্ছা কিবরিয়া ভাইয়ের সাথে দেখা করার একদিন.. আর যদি কোন একটা হারানো পরিবারকে তার সাথে এভাবে মিলিয়ে দিতে পারতাম তাহলে ও নিজেকে এই ভালো কাজের অংশীদার মনে করতে পারতাম ।

  • @harunrashid6662
    @harunrashid6662 2 ปีที่แล้ว +9

    Alhamdulillah.Buchi has returned to her family. Thanks Apan thikana team.

  • @RakibahmedrakibRakibahmed
    @RakibahmedrakibRakibahmed 7 หลายเดือนก่อน

    কিবরিয়া ভাই অনেক সময় কে দেখে চোখে পানি এসে পড়ে একটু মজার কথা বলেন সে কথা একটু হাসিও পায় 😮😮😮😮

  • @haquehaque353
    @haquehaque353 2 ปีที่แล้ว +17

    আলহামদুলিল্লাহ্ মহান আল্লাহ্ যেন সকল হারিয়ে যাওয়া ভাই বোনদের কে যার যার আপন ঠিকানায় ফিরে যাওয়ার তাওফিক দেন আমিন।

  • @mdkhudush5878
    @mdkhudush5878 10 หลายเดือนก่อน

    আসসালামুয়ালাইকুম কিবরিয়া ভাই আপনার জন্য দোয়া রইল। আল্লাহ যেন আপনাকে হেফাজতে রাখেন।

  • @artopic2321
    @artopic2321 2 ปีที่แล้ว +25

    আল্লাহ রিজিকের মালিক। আল্লাহ তুমি সবাই কে ভালো রাখুন। যে যে অসুবিধা আছে তুমিসবাই কে ভালো থাকার তৌফিক দাও

  • @mdshafiqulislam1825
    @mdshafiqulislam1825 2 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ। হারিয়ে যাওয়া সকল ছেলে মেয়ে তাদের আপন ঠিকানা খুঁজে পাক।

  • @ahnafhelalminha1755
    @ahnafhelalminha1755 2 ปีที่แล้ว +5

    আলহামদুলিল্লাহ পর পর আপডেট ভিডিও দেখে মন ভরে গেলো।তবে মনের অজান্তে চোখের পানি ঝরতে থাকে।

  • @mohammadsojol321
    @mohammadsojol321 2 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ বুঝি ফিরে গেল পরিবার কাছে দোয়া রইল 😃❤️

  • @amzadhossin9499
    @amzadhossin9499 2 ปีที่แล้ว +8

    আলহামদুলিল্লাহ সুখী হউক আপনাদের নতুন জীবন।

  • @hmahsanullahislamictv8399
    @hmahsanullahislamictv8399 2 ปีที่แล้ว +5

    আলহামদুলিল্লাহ আরো একটি বোন তার পরিবার খুঁজে পেলো সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুন আমিন।

  • @mdmridulalhasan8721
    @mdmridulalhasan8721 2 ปีที่แล้ว +160

    যে বাচ্চাটা একদিন হারিয়ে গিয়েছিল মায়ের কাজ থেকে আল্লাহ আবার সেই মায়ের কোলে ফিরিয়ে দিল এখন সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দান করুক আমিন

    • @ahadahmed2303
      @ahadahmed2303 2 ปีที่แล้ว

      বগরা লোক গুলো ভালো আর অর মা কে জারা জুলুম করছে বিছার করা হক ভাই

    • @faridakhatun8002
      @faridakhatun8002 2 ปีที่แล้ว

      Amin 🤲🤲

    • @sobuzbangla4984
      @sobuzbangla4984 2 ปีที่แล้ว

      Ameen

    • @HasAn-vx8qx
      @HasAn-vx8qx 2 ปีที่แล้ว +1

      আলহামদুলিল্লাহ শত কষ্টের ভিতরেও যথাসময়ে পাওয়া গেছে

  • @saymulhussain4861
    @saymulhussain4861 2 ปีที่แล้ว +2

    হে মহান রব তুমি আরজে কিবরিয়া ভাইকে মনে প্রশান্তি দেন ভাই টাকে দেখলে চোখে পানি চলে আসে,এতো ভালো মানুষটার কি কস্ট

  • @yeasintapader6826
    @yeasintapader6826 2 ปีที่แล้ว +10

    কিবরিয়া ভাই, বগুড়ার সেই ভাই যে বোনের ছবি মুছে রাখতো সে ছিল ইল্পি। আমার সেই ভাইয়ের কান্না এখনো মনে দাগ কেটে আছে।দোয়া করি ভাই বোনেরা ভালো থাকুক।

    • @MahbubAlam-pd6qy
      @MahbubAlam-pd6qy 2 ปีที่แล้ว

      সেটা কত নাম্বার আপডেট

    • @yeasintapader6826
      @yeasintapader6826 2 ปีที่แล้ว

      @@MahbubAlam-pd6qy ভাই, সম্ভবত লস্ট এন্ড ফাউন্ডের ১৯ তম ইপিসোড হবে। নাম ইল্পি।

  • @md.jakerhossainchowdary783
    @md.jakerhossainchowdary783 2 ปีที่แล้ว

    আপনাদের মত মানুষ রাই,অন্যদের কথা ভাবে নিজের সার্থ ছাড়া।আল্লাহ রহমত সবার জন্য বর্ষিতহোক।

  • @mohmmadsadiq8334
    @mohmmadsadiq8334 2 ปีที่แล้ว +7

    আলহামদুলিল্লাহ,,,
    আল্লাহ কত মহান কত দয়ালু

  • @omorfaruq3373
    @omorfaruq3373 2 ปีที่แล้ว

    বোনটির জন্য দোয়া এবং শুভকামনা রইলো, আর কিবরিয়া ভাইকে কতটা ভালোবাসি সেটা ভাষায় প্রকাশ করতে পারবোনা।

  • @mdmoslemuddin3286
    @mdmoslemuddin3286 2 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ এই টিমের সবাইকে উত্তম জাঝা দান করুন আমীন।

  • @ishaquemiya7284
    @ishaquemiya7284 2 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ। সে ফিরে পেল তার আপন ঠিকানা। সবাইর জন্য দোয়া রহিল। মাশাল্লাহ মহান আল্লাহ পাক কিবরিয়া ভাই আপনাকে মরার এক সেকেন্ড আগেও যেন সুস্থ রাখে মন থেকে দোয়া করি।আপনার মত এই রকম আরও তৈরি করুন।

  • @nazrulislammohammedyousuf3891
    @nazrulislammohammedyousuf3891 2 ปีที่แล้ว +13

    আল্লাহ পাক সবাইকে সুস্ত রাখুন ভালো রাখুন আমিন।

  • @sumanbanik9195
    @sumanbanik9195 2 ปีที่แล้ว +2

    ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা, উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।

  • @mdedris1353
    @mdedris1353 2 ปีที่แล้ว +20

    এমন একটা অনুষ্ঠান দেখি চোখের পানি পড়বেই পড়বে কিন্তু এটা মনে হয় সবার বেলায়।

  • @MdMasud-qy7yu
    @MdMasud-qy7yu 2 ปีที่แล้ว +3

    মহান আল্লাহ তায়ালা কিবরিয়া ভাইকে ভাল রাখুক সুস্থ রাখুক এবং ফ্যামিলির সমস্যাগুলো দ্রুত সমাধান করে দিক।

  • @shirinchowdhury364
    @shirinchowdhury364 2 ปีที่แล้ว +3

    কিবরিয়া ভাইয়ার এই মহৎ কাজের সাথে পৃথিবীর কোনো কাজই তুলনা হয়না ।
    নিজের পরিবারের মানুষ সহ সারা বিশ্বের সকলেই আপনাকে খুব বেশি গুরুত্ব দিয়ে সহযোগিতা করা উচিত । আল্লাহ্ তায়ালা হেফাজতে রাখুন আমীন ।

  • @Saman_BC
    @Saman_BC ปีที่แล้ว +2

    জান্নাতে যাওয়া জন্য আপনার হয়তোবা এই কাজটাই যথেস্ট এগিয়ে যান

  • @stc1252
    @stc1252 2 ปีที่แล้ว +14

    আল্লাহ যতো ভাই বোন হারিয়েছেন আল্লাহ তুমি সবাইকে তাদের মায়ের কোলে ফিরিয়ে দিন আমিন

  • @firozemahmud329
    @firozemahmud329 2 ปีที่แล้ว +2

    কতটা কষ্ট করছে মা ছোট তিনটি সন্তান নিয়ে
    এরাই ত প্রকৃত মানুষ

  • @fuyadhasan5481
    @fuyadhasan5481 2 ปีที่แล้ว +11

    আসলেই জীবন নাটকের চেয়েও নাটকীয়। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আমিন

  • @samihaquddus5017
    @samihaquddus5017 2 ปีที่แล้ว

    Alhamdulliah sorri jara valo kaj kora tarai jana Allah asalo onek shoki onek shanti dai ei balo kager moddha Allah sobai valo bhooj dan koren dowa kori amin❤❤❤

  • @জান্নাতমিডিয়ানেটওয়ার্ক

    বুচির জন্য মায়া লাগে এ জন্য যে তার সংসার নাই। দুঃখের মধ্যে আরো দুঃখ। তবে সবার জন্য শুভ কামনা।

  • @SahinAkondo-z8h
    @SahinAkondo-z8h ปีที่แล้ว

    Alhamdulliah amader uttor bonger manush valo thakok sobai kibriya vai o ai bon sho sobai valo thakun❤❤❤

  • @mdshajhan2543
    @mdshajhan2543 2 ปีที่แล้ว +10

    আল্ হামদুলিল্লাহ্
    বোচি সান্তার জন্য দোয়া রইলো

  • @Newlook77-N
    @Newlook77-N ปีที่แล้ว +1

    Dada khub sundor kaaz korecholechen...👍👌💐💐💐💐💐💐💐 Best wishes form.
    Mrs.Biswas.....from - chattisgarh ( INDIA)

  • @iktearuddinalif5239
    @iktearuddinalif5239 2 ปีที่แล้ว +6

    ভাইদের ফিলিংস টা বুঝলাম না। আলহামদুল্লিলাহ বুচি তার হারানো পরিবার ফিরে ফেলো।

  • @amnuman0603
    @amnuman0603 11 หลายเดือนก่อน +2

    হারানো প্রত্যেকটি ব্যক্তি পাক তার নিজ পরিবার।

  • @abdurrahmanchowdhury4192
    @abdurrahmanchowdhury4192 2 ปีที่แล้ว +7

    যে হারায় ও যে হারিয়ে যায় তাদের অবস্থান কি হতে পারে এই ভিডিও গুলো না দেখলে বুঝা যেতো না।
    মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে বুচী তার পরিবারের সদস্যদের মাঝে ফিরে যেতে সক্ষম হয়েছে ; আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।

  • @ALIF_01741
    @ALIF_01741 11 หลายเดือนก่อน

    অসাধারণ সত্যি কিবরিয়া ভাই দাওয়াত পাবনায় আইসেন

  • @JAKARIAAHMED-A2
    @JAKARIAAHMED-A2 4 หลายเดือนก่อน

    যে পরিবারের জন্য সন্তান মায়ের কাছ থেকে আলাদা ছিলো সেই পরিবার কে আল্লাহ কঠিন শাস্তি দিক

  • @dhaliabegum5987
    @dhaliabegum5987 2 ปีที่แล้ว +6

    আলহামদুলিল্লাহ আমাদের আর একজন বোন তার পরিবারে ফিরে গেল

  • @zahirhussain6112
    @zahirhussain6112 2 ปีที่แล้ว +4

    আপনার চিন্তাভাবনা গুলো অত্যন্ত সুন্দর ভাইয়া। ইনশাআল্লাহ এর ফল আপনি দুনিয়া ও আখেরাতে পাবেন। দোয়া করি আপনি সুস্থ থাকুন এবং ভালো ভালো কাজ করে যান বাংলাদেশের সব হারিয়ে যাওয়া সন্তানদের ফিরিয়ে দিন।

  • @MdRobiul-tj4xu
    @MdRobiul-tj4xu 2 ปีที่แล้ว

    খুব সুন্দর আপনার পরিবেশোনা।দোয়া রইলো আপনার জন্য,(ফি আমানিল্লাহ্)

  • @nkrannaghor9297
    @nkrannaghor9297 2 ปีที่แล้ว +6

    অনেক অনেক দোয়া করি আপনাকে যেন মহান রাব্বুল আলামিন সুস্থ রাখেন ভাইয়া।এবং আপনার টিমের সকলেই যেন সুস্থ থাকে এই কামনায়।