🛑 একটি মানবিক সাহায্যের আবেদন: আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থতার সাথে পবিত্র রমজান কাটাচ্ছেন। আমাদের ডিপার্টমেন্টের একজন প্রাক্তন ছাত্রীবোনের পরিবারের প্রায় সবাই অসুস্থ। বিশেষ করে ওনার ছেলে ও শ্বশুরের জরুরী ভিত্তিতে অপারেশন করা প্রয়োজন৷ যেখানে প্রচুর আর্থিক খরচের দরকার। এক সপ্তাহের মধ্যে আমরা যে যতটুকু পারি সামর্থ্য ও সাধ্যানুযায়ী কিছু সহযোগিতা করলে বোনটি ও তার পরিবারের প্রতি বিরাট ইহসান হবে। এই রমজান মাসে বিশুদ্ধ নিয়তে আমাদেরই একজন বোনকে সহযোগিতা করতে পারলে আমরা সবাইই দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান পাওয়ার আশা রাখতে পারি ইন শা আল্লাহ। টাকা পাঠাতে পারেন নিন্মোক্ত নাম্বারে: ★ 01870048795 নগদ পার্সোনাল ★ 01850374080- বিকাশ পার্সোনাল। A/c/ইসলামি ব্যাংক,20502490201890507,MD.IBRAHIM সোনাগাজী শাখা (সেন্ড মানি করতে হবে৷ রেফারেন্সে "Donation" কথাটি উল্লেখ করে দিতে হবে।) বি:দ্র: যাদের বিকাশে পাঠানোর সুযোগ নেই, তারা নিজ নিজ ক্লাসের কয়েকজন মিলে টাকা একসাথ করে পাঠাতে পারে। এক্ষেত্রে, স্ব স্ব সেমিস্টারের সি.আর রা ভূমিকা রাখবেন বলে আশা রাখি। জাযাকুমুল্লাহ
Vai amar ekti flat Bank loan e kena ase. Abong protimase kisti prodan kori abong ami credit card use kori sei khetre ki amake ki jakat dete hobe ? Jodi dete hoy tobe ki vabe disorder?
@@hmpallob2899vai credit card interest bearing bank theke use kora jayej nai. R loan jodi islami bank theke shariah motabek nen tahole valo, noile normal conventional bank theke nile interest dite hoy jeta haram. Apni 1 year jei poriman kisti den sheta apnar total amount theke bad diben.
সালাফি-একটা কোরআন বিরুদ্ধ ভ্রান্ত মানহাজ। =========================== সালাফিরা বড় গর্ব করে বলেন যে তারা রাসুল, সাহাবী, তাবেইন এবং তাবেতাবেইনদের অনুসরন করেন। শুনে মনে হবে, বাহ বেশতো! কিন্তু পবিত্র কোরআন তাবেইন বা তাবেতাবেইন তো বটেই, সকল সাহাবীকে অনুসরনের নির্দেশ দেয় না। সুরা তওবার ১০০ নং আয়াতে আল্লাহপাক কেবল আনসার এবং মুহাজির সাহাবীদের প্রতি সন্তুষ্ট হওয়ার কথা বলেছেন। কাজেই আল্লাহর রাসুল এবং আনসার-মুহাজির সাহাবীদের অনুসরন করা যাবে। সাহাবীদের মধ্যে অনেকেই নবী মৃত্যুর পর মুনাফেকীকে লিপ্ত হয়েছিলেন। হযরত তুলায়হা তো ইসলামই ত্যাগ করেছিলেন। অবশ্য পরে ইসলামে ফিরে এসেছিলেন। তাবেইন ইয়াজিদ বিন মুয়াবিয়ার মাত্র একটি ঘটনাই বেশী চাওর হয়েছে, তা হলো-কারবালা। অথচ এই তাবেইন ইয়াজিদ-বি-মুয়াবিয়া হাররার যুদ্ধে মদীনায় সাহাবীর স্ত্রী কন্যাদের ধর্ষনের নির্দেশ দিয়েছিল। সাহাবীদের ছোট ছোট শিশু কন্যাদেরও ধর্ষন করা হয়েছিল। প্রায় ১০০০ অবৈধ শিশুর জন্ম হয়েছিল তার এই কীর্তির কারনে। অগণিত সাহাবীকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। উমাইয়ারা ক্ষমতায় দীর্ঘস্থায়ী হয়ে যাওয়ায় তাদের সবকিছুই ইনডেমিনিটি দিতেই এই সালাফি মানহাজের সৃষ্টি করা হয়েছিল। আজো সেই ধারা অব্যাহত আছে। আর নবীর বংশ ধ্বংসকারীরাই ইসলামের মালিক সেজে বসে আছে। রাজন্ত্রের পা-চাটা গোলাম এদেশের কিছূ মুর্খ মোল্লারা রাজতান্ত্রিক মতবাদকে ‘সহীহ আকীদা’ নাম দিয়ে মানুষকে গেলাতে ব্যস্ত। অথচ এই আকীদা বিষয়টি কোরআন হাদিছের কোথাও নাই। আর কোরআন-হাদিছের কোথাও না থাকলে তা তো সুষ্পষ্ট বিদআত বলে তারাই প্রচার করেন। এবার বুঝে নিন শুভংকরের ফাঁকিটা কোথায়!
@@samayerkantha4473 আবদুর রাজ্জাক বিন ইউছুফ সাহেব ফিতরা দেয়ার ক্ষেত্রে মুয়াবিয়ার দেখানো অর্থের মাধ্যমে আদায়কে অস্বীকার করেছেন তিনি বলেছেন যেনো রাসূল্লুল্লাহর সময়ের মতো খেজুর/কিছমিছ দিয়ে ফিতরা আদায় করতে। তাহলে এখানে তো ছালাফিরা মুয়াবিয়ার কোনো দেখানো পথকে মানছেন না।
আলহামদুলিল্লাহ,,, কতো সুন্দর এবং সহজ ভাবে যাকাতের বিষয় গুলো বুঝিয়ে দিলেন। আল্লাহ শায়েখকে দ্বীনের জন্য কবুল করুক এবং যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের কে যাকাত দেয়ার তৌফিক দান করুন। আমিন
@@infinitesolutions2602ধরুন আমার দোকানের 5 থেকে 6 লাখ টাকার মতন মাল আছে তো আমার দোকানে বেচা কেনা সেরকম নেই দোকানের ঘর ভাড়া দোকানের আরো অন্যান্য খরচ খুব কষ্ট করে চালাতে হচ্ছে মানে লাভ সেরকম হচ্ছে না তখনও কি আমাকে যাকাত দিতে হবে একটু জানাবেন জানালে খুব উপকৃত হতাম।
❤❤❤ খুব, খুবই সুন্দর এবং সাবলীল ভাষায় স্পষ্ট করে যাকাতের হিসাব উপস্থাপন করার জন্য শায়খ কে আল্লাহ আরো আরো সম্মান বাড়িয়ে দিন। শুধুই আল্লাহর জন্য ভালোবাসি❤।
🛑 একটি মানবিক সাহায্যের আবেদন: আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থতার সাথে পবিত্র রমজান কাটাচ্ছেন। আমাদের ডিপার্টমেন্টের একজন প্রাক্তন ছাত্রীবোনের পরিবারের প্রায় সবাই অসুস্থ। বিশেষ করে ওনার ছেলে ও শ্বশুরের জরুরী ভিত্তিতে অপারেশন করা প্রয়োজন৷ যেখানে প্রচুর আর্থিক খরচের দরকার। এক সপ্তাহের মধ্যে আমরা যে যতটুকু পারি সামর্থ্য ও সাধ্যানুযায়ী কিছু সহযোগিতা করলে বোনটি ও তার পরিবারের প্রতি বিরাট ইহসান হবে। এই রমজান মাসে বিশুদ্ধ নিয়তে আমাদেরই একজন বোনকে সহযোগিতা করতে পারলে আমরা সবাইই দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান পাওয়ার আশা রাখতে পারি ইন শা আল্লাহ। টাকা পাঠাতে পারেন নিন্মোক্ত নাম্বারে: ★ 01870048795 নগদ পার্সোনাল ★ 01850374080- বিকাশ পার্সোনাল। A/c/ইসলামি ব্যাংক,20502490201890507,MD.IBRAHIM সোনাগাজী শাখা (সেন্ড মানি করতে হবে৷ রেফারেন্সে "Donation" কথাটি উল্লেখ করে দিতে হবে।) বি:দ্র: যাদের বিকাশে পাঠানোর সুযোগ নেই, তারা নিজ নিজ ক্লাসের কয়েকজন মিলে টাকা একসাথ করে পাঠাতে পারে। এক্ষেত্রে, স্ব স্ব সেমিস্টারের সি.আর রা ভূমিকা রাখবেন বলে আশা রাখি। জাযাকুমুল্লাহ
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক আমিন। আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ ভাই আপনি খুব সুন্দর ভাবে যাকাতের বিষয়ে আলোচনা যা পূর্বে আমি কখনো শুনি নাই পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ ❤️❤️❤️ আবদুল্লাহ ভাই আপনার ওয়াজ অনেক অনেক অনেক অনেক ভালো লাগে আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দিন বআলআমসইবত থেকে উদ্ধার করুন আমিন ❤️❤️❤️
সুবহানাল্লাহ! আমাদের দেশের প্রত্যেক ধনী ব্যক্তি যদি যাকাত আদায় করত আমাদের দেশে কোনো গরিব মানুষ থাকত না। আল্লাহ যেন আমাদের দেশের প্রত্যেক ধনী ব্যক্তিকে যাকাত দেওয়ার তৌফিক দান করেন, আমিন
খতম তারাবি তে যে দ্রুত পড়া হয় তা কি কোরআন এর সাথে বেয়াদবি নয়? খতম তারাবি তে যে দ্রুত পড়া হয় তা কি কোরআন এর সাথে বেয়াদবি নয়? th-cam.com/video/yRr1cxr6q-U/w-d-xo.html
মাশাহ আল্লাহ,বারাকাল্লাহ,অনেক সুন্দর মূল্য বান এবং খুবই জরুরী বক্তব্য,যা আমাদের সবাইকে অনেক অনেক সুন্দর ভাবে বুঝতে এবং এ ভাবে মেনে চলতে সাহায্য করবে, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা ফিদ্দুনিয়া ওয়াল আখেরাহ,,
. আমি যদি তাদেরকে পৃথিবীতে রাজত্ব দান করি, তাহলে তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎকাজের আদেশ দিবে এবং অসৎ কাজ হতে বিরত রাখবে, আর সব কাজের চূড়ান্ত পরিণতি একান্তই আল্লাহর ইচ্ছাধীন। (সূরাহ হাজ্জ ২২: ৪১)।
নবী মৃত্যুর ২০০/৩০০ বছর পর অমুক তমুক থেকে শুনে শুনে লেখা শোনা মিয়ার গল্পে বিশ্বাস করলে সে কাফের। [আয়াত দেখুন, (৭: ৩), (২৫:৩০), (৩১:৬)] আল কোরআনের ১২: ৪০ আয়াত অনুযায়ী কোরআনের বিধান ব্যতীত নবীর নামে লেখা বুখারি গং-এর সব বিধানই শির্ক। আল্লাহপাক কোরআন ব্যতীত কোন কিতাব লিখতে বারন করেছেন [আল-কোরআন ২: ৭৯] বুখারি গং আল্লাহর কথা অমান্য করেছেন। আল্লাহ বলেছেনঃ "আমি এ কুরআনে মানুষের জন্য যাবতীয় দৃষ্টান্ত বিশদভাবে বিবৃত করেছি কিন্তু মানুষ অধিকাংশ বিষয়েই বিতর্ককারী।" (18: 54) বুখারি গং-এর শুনে শুনে লেখা শোনামিয়ার গল্পের সাথে কোরআন ও ইসলামের কোনই সম্পর্ক নেই। [আয়াত দেখুন. ৭:৩, ১০:৩৭, ১২:৪০] কোরআনের বাইরে আর কোন কিতাবে আমল করা যাবে না। (৪৫: ৬) (২:৭৯) (২৩:৬৮) বিধান দেওয়ার মালিক কেবল আল্লাহ ১২/৪০, যা তিনি কোরআনেই দিয়েছেন। নবীর নামে বুখারি গং-এর বিধান মানেই শির্ক। আসমানী কিতাব ছাড়া আর কোন আয়াত মানা তো দুরের কথা, বিশ্বাসই করা যাবে না। আল-আ‘রাফ ৭:৩ বুখারি গং-এর অমুক তমুক থেকে, সেই তমুক আরেক তমুক থেকে শুনে শুনে লেখা শোনামিয়ার গল্প কখনোই নবীর হাদিছ হতেই পারে না। হাদিছওয়ালারা কোরআনের ৬: ১১৫, , ১০:৩৭, ৪৫:৬, ৪৫:২০, ১২:৪০, আয়াতগুলো ত্যানা পেঁচিয়ে অস্বীকার করেন। তারা হলেন মুনকিরে কোরআন। আমি তো বার বার বলছি নবীর হাদিছ কোথায় পাবো? বুখারি গং-এর মিথ্যাচার তো রাসুলের হাদিছ হতেই পারে না। হলে আল্লাহর নবীকে ধর্ষক (বুখারির ৫২৫৫ নং), যুদ্ধবাজ, কামুক, শিশুকামী আর গনহত্যাকারী (বনু কুরাইজা) মানতে হবে। (নাউজুবিল্লাহ) দ্বীনের বিষয়ে দলিল একমাত্র কোরআন [৪৫/৬,২০] বিধান দেওয়ার মালিক কেবল আল্লাহ [১২/৪০] মৃত্যুশয্যায় নবী কাগজ কলম আনতে বলেছিলেন, কিন্তু সাহাবীরা আনেননি, বলেছেন আমাদের কাছে কুরআন আছে। জীবিত থাকতেই সাহাবীরা হাদিছ মানেননি। কুরআন কে কিভাবে বুঝবে এটি সম্পূর্ণ আল্লাহর বিষয়। কেউ গোমরাহ হবে, কেউ হেদায়েত পাবে। একই আয়াত একজন একেক রকম অর্থ বুঝবে [৭৪:৩১] । ১২ নং সুরার ১নং আয়াতে ১৮ নং সুরার ১নং আয়াতে বলা হয়েছে, আল্লাহ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন না। কোরআন ৭০ বারেরও অধিক বলেছে, তোমরা কি চিন্তা কর না?’ কাজেই নিজ বুঝ মতোই কোরআন বুঝতে হবে। অন্যের বুঝ মত বুঝলে জাহান্নাম। কোরআন ব্যতীত আর কোন গ্রন্থই আল্লাহ ও তার রাসুলের অনুমোদিত গ্রন্থ নয়। বাকি সবই কোরআনের তফসিরের নামে মনুষ্য রচিত লাহওয়াল হাদিছ। কোরআন মানলেই সে মুসলিম। অমুক তুমক আকিদা বা মানহাজের কোনই মূল্য ইসলামে নেই। বুখারি গং-এর রচিত ছয়শত পাখনা ওয়ালা জিব্রাইলে বিশ্বাস করা আর ঠাকুরমার ঝুলি বিশ্বাস করা একই কথা। কাফের ফতোয়া দিয়ে এবং জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে হাদিছ মানতে বাধ্য করছে রাজতন্ত্রের সালাফি ওলামায়ে-ক্রাইমরা। রাসূল স: শুধু ওহীর অনুসারী ছিলেন[৫/৬৭] আর যারা আমার আয়াত ব্যর্থ করার চেষ্টা করে তারাই হবে জাহান্নামের অধিবাসী। [Al-Hajj ২২:৫১]
এরচেয়ে নিখুঁত,গোছানো আর সুন্দর বক্তব্য আর হতে পারে না আলহামদুলিল্লাহ সবাই বেশি বেশি শেয়ার করে সবাইকে শোনার ও জানার সুযোগ করে দিন
th-cam.com/video/bMQ4l0g5Mkg/w-d-xo.html
Ameen
🛑 একটি মানবিক সাহায্যের আবেদন:
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
আশা করি সবাই ভালো আছেন, সুস্থতার সাথে পবিত্র রমজান কাটাচ্ছেন।
আমাদের ডিপার্টমেন্টের একজন প্রাক্তন ছাত্রীবোনের পরিবারের প্রায় সবাই অসুস্থ। বিশেষ করে ওনার ছেলে ও শ্বশুরের জরুরী ভিত্তিতে অপারেশন করা প্রয়োজন৷ যেখানে প্রচুর আর্থিক খরচের দরকার। এক সপ্তাহের মধ্যে আমরা যে যতটুকু পারি সামর্থ্য ও সাধ্যানুযায়ী কিছু সহযোগিতা করলে বোনটি ও তার পরিবারের প্রতি বিরাট ইহসান হবে।
এই রমজান মাসে বিশুদ্ধ নিয়তে আমাদেরই একজন বোনকে সহযোগিতা করতে পারলে আমরা সবাইই দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান পাওয়ার আশা রাখতে পারি ইন শা আল্লাহ।
টাকা পাঠাতে পারেন নিন্মোক্ত নাম্বারে:
★ 01870048795 নগদ পার্সোনাল
★ 01850374080- বিকাশ পার্সোনাল।
A/c/ইসলামি ব্যাংক,20502490201890507,MD.IBRAHIM সোনাগাজী শাখা
(সেন্ড মানি করতে হবে৷ রেফারেন্সে "Donation" কথাটি উল্লেখ করে দিতে হবে।)
বি:দ্র: যাদের বিকাশে পাঠানোর সুযোগ নেই, তারা নিজ নিজ ক্লাসের কয়েকজন মিলে টাকা একসাথ করে পাঠাতে পারে। এক্ষেত্রে, স্ব স্ব সেমিস্টারের সি.আর রা ভূমিকা রাখবেন বলে আশা রাখি।
জাযাকুমুল্লাহ
Engeniar Ali Mirza name sune Chen na sunle 1 bar dekhe nen
আলহামদুলিল্লাহ ,
এর আগে কখনো এত সহজ ভাবে যাকাত সম্পর্কে জানতে পারিনি,
আল্লাহ আপ্নাকে উত্তম প্রতিদান দিবে ❤❤
জাযাকাল্লাহু খাইরান।আল্লাহ সুবহানাতায়ালা শায়েখকে নেক হায়াত দান করুন। এবং সকল মুসলিমকে সঠিক দ্বীন ইসলাম জানার ও মানার তৌফিক দান করুন।
Ameen ya rabbil alamin
Q
th-cam.com/video/bMQ4l0g5Mkg/w-d-xo.html
মাশা'আল্লাহ্, মদীনার আলেমগণ যে জগতের শ্রেষ্ঠ জ্ঞানী এ ভিডিওর মাধ্যমে তা সহজেই অনুধাবন করা যায়। শুকরিয়া, জাযাকাল্লাহ্ খাইরন ফিদদুনীয়া ওল আখিরাত ।
80,700
Vai amar ekti flat Bank loan e kena ase. Abong protimase kisti prodan kori abong ami credit card use kori sei khetre ki amake ki jakat dete hobe ? Jodi dete hoy tobe ki vabe disorder?
th-cam.com/video/bMQ4l0g5Mkg/w-d-xo.html
@@hmpallob2899vai credit card interest bearing bank theke use kora jayej nai. R loan jodi islami bank theke shariah motabek nen tahole valo, noile normal conventional bank theke nile interest dite hoy jeta haram.
Apni 1 year jei poriman kisti den sheta apnar total amount theke bad diben.
যাকাত বিষয়ে এত সুন্দর বক্তব্য এর আগে কখনও শোনা হয় নি
রাইট
সরকার সাহেব আপনার ভাবনা ভুল
আমিও যাকাত সম্পর্কে এত সুন্দর বক্তব্য শুনতে পাইনি
@@md.atiqurrahman2987 এর থেকে ভালো, গোছানো যে লেকচার আপনার শোনার সৌভাগ্য হয়েছে তা যদি দয়া করে শেয়ার করতেন, আমরা উপকৃত হতাম। ধন্যবাদ।
th-cam.com/video/rAJGFONSGMo/w-d-xo.html
যাকাতের বিষয়ে এতো দারুনভাবে আগে কখনো বুঝতে পারিনি। আল্লাহ আপনার মঙ্গল করুক।
যাকাতের খুটিনাটি নিয়ে অনেক চিন্তিত ছিলাম। আজ ৯৫% বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, যোগ্য বাপের যোগ্য ছেলে ❤
বলছিলাম যে আমার যদি এক কিস্তি বর্ষের 10 কিস্তি হয় তো আমি কি 10 কিস্তির টাকাটা বাদ দিবো একটু জানাবেন জানালে খুব উপকৃত হতাম
এতো অল্পের মধ্যে সুন্দর করে বুঝিয়ে দেয়ার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত আবদুল্লাহ সাহেবকে। আমার অনেকগুলো ফ্যাক্টর ভুল জানা ছিলো।
সালাফি-একটা কোরআন বিরুদ্ধ ভ্রান্ত মানহাজ।
===========================
সালাফিরা বড় গর্ব করে বলেন যে তারা রাসুল, সাহাবী, তাবেইন এবং তাবেতাবেইনদের অনুসরন করেন। শুনে মনে হবে, বাহ বেশতো! কিন্তু পবিত্র কোরআন তাবেইন বা তাবেতাবেইন তো বটেই, সকল সাহাবীকে অনুসরনের নির্দেশ দেয় না। সুরা তওবার ১০০ নং আয়াতে আল্লাহপাক কেবল আনসার এবং মুহাজির সাহাবীদের প্রতি সন্তুষ্ট হওয়ার কথা বলেছেন। কাজেই আল্লাহর রাসুল এবং আনসার-মুহাজির সাহাবীদের অনুসরন করা যাবে। সাহাবীদের মধ্যে অনেকেই নবী মৃত্যুর পর মুনাফেকীকে লিপ্ত হয়েছিলেন। হযরত তুলায়হা তো ইসলামই ত্যাগ করেছিলেন। অবশ্য পরে ইসলামে ফিরে এসেছিলেন। তাবেইন ইয়াজিদ বিন মুয়াবিয়ার মাত্র একটি ঘটনাই বেশী চাওর হয়েছে, তা হলো-কারবালা। অথচ এই তাবেইন ইয়াজিদ-বি-মুয়াবিয়া হাররার যুদ্ধে মদীনায় সাহাবীর স্ত্রী কন্যাদের ধর্ষনের নির্দেশ দিয়েছিল। সাহাবীদের ছোট ছোট শিশু কন্যাদেরও ধর্ষন করা হয়েছিল। প্রায় ১০০০ অবৈধ শিশুর জন্ম হয়েছিল তার এই কীর্তির কারনে। অগণিত সাহাবীকে নির্বিচারে হত্যা করা হয়েছিল।
উমাইয়ারা ক্ষমতায় দীর্ঘস্থায়ী হয়ে যাওয়ায় তাদের সবকিছুই ইনডেমিনিটি দিতেই এই সালাফি মানহাজের সৃষ্টি করা হয়েছিল। আজো সেই ধারা অব্যাহত আছে। আর নবীর বংশ ধ্বংসকারীরাই ইসলামের মালিক সেজে বসে আছে।
রাজন্ত্রের পা-চাটা গোলাম এদেশের কিছূ মুর্খ মোল্লারা রাজতান্ত্রিক মতবাদকে ‘সহীহ আকীদা’ নাম দিয়ে মানুষকে গেলাতে ব্যস্ত। অথচ এই আকীদা বিষয়টি কোরআন হাদিছের কোথাও নাই। আর কোরআন-হাদিছের কোথাও না থাকলে তা তো সুষ্পষ্ট বিদআত বলে তারাই প্রচার করেন। এবার বুঝে নিন শুভংকরের ফাঁকিটা কোথায়!
@@samayerkantha4473 আবদুর রাজ্জাক বিন ইউছুফ সাহেব ফিতরা দেয়ার ক্ষেত্রে মুয়াবিয়ার দেখানো অর্থের মাধ্যমে আদায়কে অস্বীকার করেছেন তিনি বলেছেন যেনো রাসূল্লুল্লাহর সময়ের মতো খেজুর/কিছমিছ দিয়ে ফিতরা আদায় করতে। তাহলে এখানে তো ছালাফিরা মুয়াবিয়ার কোনো দেখানো পথকে মানছেন না।
আলহামদুলিল্লাহ,, এত সহজ সাবলীল আলোচনা আগে কখনো শুনিনি,, আজ যাকাত সম্পর্কে স্পষ্ট ধারণা হয়ে গেল🥰
Jazak Allah khair
যাকাত নিয়ে সুন্দর আলোচনা বুঝতে পেরেছি পুরোটাই, জাযাকাল্লাহ খইরান
আলহামদুলিল্লাহ,,, কতো সুন্দর এবং সহজ ভাবে যাকাতের বিষয় গুলো বুঝিয়ে দিলেন। আল্লাহ শায়েখকে দ্বীনের জন্য কবুল করুক এবং যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের কে যাকাত দেয়ার তৌফিক দান করুন। আমিন
আমার মনে ইচ্ছে জীবনের ১ম এই রকম আলোচনা শুনলাম আল্লাহ রব্বুল আলামীন শায়েখ কে কবুল করুন আমিন
Ameen ya rabbil alamin
মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইর খুব ভালো লাগলো
আলহামদুলিল্লাহ্ সুন্দর ভাবে দিয়েন
আলহামদুলিল্লাহ্
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা শুনলাম ।
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
Ameen ya rabbil alamin
@@infinitesolutions2602ধরুন আমার দোকানের 5 থেকে 6 লাখ টাকার মতন মাল আছে তো আমার দোকানে বেচা কেনা সেরকম নেই দোকানের ঘর ভাড়া দোকানের আরো অন্যান্য খরচ খুব কষ্ট করে চালাতে হচ্ছে মানে লাভ সেরকম হচ্ছে না তখনও কি আমাকে যাকাত দিতে হবে একটু জানাবেন জানালে খুব উপকৃত হতাম।
এত সুস্পষ্ট বর্ণনা এর আগে শুনিনি। আল্লাহ আরও জ্ঞান বাড়িয়ে দিন। নেক হায়াত ও সুস্থতা দান করুন। আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন।
আমিন
আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর করে বুঝানোর জন্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইরান।
জাযাকাল্লাহ খাইরান।শায়খের নেক হায়াত দান করুন খুব ভালো করে বুজতে পারছি,আলহামদুলিল্লাহ।
একটা প্রশ্ন করার জন্য ফোন করতে চেয়েছিলাম।আলহামদুল্লিহত এই লেকচারে তার উওর পেলাম।
মাশা আল্লাহ সুন্দর, গোছালো ও বিস্তারিত সহজবোধ্য হাতে-কলমে আলোচনা। আল্লাহ যেন আপনাকে উত্তম প্রতিদান দান করুন।আমীন
Ameen ya rabbil alamin
জাযাকাল্লাহ খইরন, আলহামদুলিল্লাহ অনেক জ্ঞানগর্বমূলক আলোচনা,,, আল্লাহ শায়েখকে নেক হায়াত দান করুক,, আমিন
Ameen ya rabbil alamin
যাকাত দেয়ার হিসাব কোরানের কোন সুরায় দেয়া আছে।
মাশা আল্লাহ খুব সুন্দর খুব সুন্দর আলোচনা আল্লাহ তায়ালা শায়েখ কে দ্বীনের জন্য কবুল করুন এবং এই চ্যানেল টিকেও কবুল করুন আমীন
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে বুঝিয়েছেন।
❤❤❤
খুব, খুবই সুন্দর এবং সাবলীল ভাষায় স্পষ্ট করে যাকাতের হিসাব উপস্থাপন করার জন্য শায়খ কে আল্লাহ আরো আরো সম্মান বাড়িয়ে দিন। শুধুই আল্লাহর জন্য ভালোবাসি❤।
th-cam.com/video/bMQ4l0g5Mkg/w-d-xo.html
সত্যিই যাকাত বিষয়ক এত সুন্দর আলোচনা কখনো শুনি নাই। শাইখের জন্য দোয়া রইল।
Alhamdulillah apnar and apnar Babar upor Allah har rohomot and nek hayyat borsito hok...
এযাবত শোনা যাকাতের এত নিখুত ও সহজ নিয়ম আমার শোনা নেই। জাজাকাল্লাহ। অনেক ভালো লাগলো
th-cam.com/video/rAJGFONSGMo/w-d-xo.html
জাযাকাল্লাহ । অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন । বিষয়টি এখন পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে ।
মা-শাআল্লাহ প্রিয় দ্বীনি ভাই আল্লাহ তাআলা আপনাকে বেশি বেশি দ্বীনি খেদমত করার তৌফিক দান করুক আমিন
Ameen ya rabbil alamin
মাশা আল্লাহ।
আল্লাহ আপনার দীর্ঘ হায়াত দান করুক।
এভাবে সূরা নিসার সম্পদ বণ্টন সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানালে অনেক উপকার হবো।
Ameen ya rabbil alamin
যাকাত বিষয়ে এত সুন্দর বক্তব্য এর আগে কখনও শোনা হয় নি
আল্লাহ শায়েখকে নেক হায়াত দান করুক,, আমিন
লেকচার টা লিখিত ভাবে পিডিএফ আকারে ছেড়ে দিলে অনেক ভালো হত
জাযাকাল্লাহ খাইর ৷
শেষের বক্তব্যে বলেছেন - হাজারে আড়াইশ টাকা ৷ হয়ত মনের অজান্তেই বের হয়েছে ৷ যার সঠিক হলো - হাজারে পচিশ টাকা ৷
অনেক বছর ধরে স্পষ্ট যাকাতের ধারণা পাচ্ছিলাম না।অনেক উপকৃত হলাম।পশু+ফসলের যাকাতের হিসাবের অপেক্ষায় রইলাম
সুন্দর উপস্থাপনা!
th-cam.com/video/rAJGFONSGMo/w-d-xo.html
অনেক গবেষণা মূলক আলোচনা। ভাই এর ইলমে আরো বরকত দান করুন আমীন।
সুবহানাল্লাহ ❤️ খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন,,, আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
th-cam.com/video/bMQ4l0g5Mkg/w-d-xo.html
মাশআল্লাহ, যাকাত নিয়ে আমার শোনা সেরা লেকচার
অনেক সুন্দর ভালো লাগলো আলোচনা শুনতে খুবই ভালো লেগেছে এই জন্যই আমি ভারত থেকে ওনার আরওনার বাবা সব আলোচনা গুলো শুনি
মাশাআল্লাহ মাশাআল্লাহ অত্যন্ত সুন্দরভাবে যাকাতের হিসাব টা বুঝিয়ে দিলেন জাযাকাল্লাহু খায়রান
আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাদের সবাইকে যাকাত যথাযথ আদায় করারা তৌফিক দান করুন আমীন 🤲
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন এভাবেই যাতে মানুষের উপকার করতে পারেন।
মাশাআল্লাহ খুব সুন্দর কথা বলেছেন প্রিয় শায়খ আল্লাহপাক আপনার নেক হায়াত দারাজ করুন এবং আপনাকে সব সময় সুস্থ রাখুন
আমিন
Ameen ya rabbil alamin
আলহামদুলিল্লাহ। স্পষ্টভাবে বুঝতে পেরেছি। জাযাকাল্লাহু খাইরান।
আলহামদুলিল্লাহ।। আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন।। আশা করি একই রকম কৌশল ব্যবহার পরবর্তী ভিডিও গুলো বানাবেন।।
আলহামদুলিল্লাহ। অসাধারণ আলোচনা। বুঝানোর যোগ্যতাই অসাধারণ।
আল্লাহ সহিহ আকিদার প্রিয় আব্দুল্লাহ ভাইকে নেক ও দীর্ঘায়ু হায়াত দান করুক।।
আল্লাহ্ আপনাকে নেক হায়াত নসিব করুন আমিন
🛑 একটি মানবিক সাহায্যের আবেদন:
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
আশা করি সবাই ভালো আছেন, সুস্থতার সাথে পবিত্র রমজান কাটাচ্ছেন।
আমাদের ডিপার্টমেন্টের একজন প্রাক্তন ছাত্রীবোনের পরিবারের প্রায় সবাই অসুস্থ। বিশেষ করে ওনার ছেলে ও শ্বশুরের জরুরী ভিত্তিতে অপারেশন করা প্রয়োজন৷ যেখানে প্রচুর আর্থিক খরচের দরকার। এক সপ্তাহের মধ্যে আমরা যে যতটুকু পারি সামর্থ্য ও সাধ্যানুযায়ী কিছু সহযোগিতা করলে বোনটি ও তার পরিবারের প্রতি বিরাট ইহসান হবে।
এই রমজান মাসে বিশুদ্ধ নিয়তে আমাদেরই একজন বোনকে সহযোগিতা করতে পারলে আমরা সবাইই দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান পাওয়ার আশা রাখতে পারি ইন শা আল্লাহ।
টাকা পাঠাতে পারেন নিন্মোক্ত নাম্বারে:
★ 01870048795 নগদ পার্সোনাল
★ 01850374080- বিকাশ পার্সোনাল।
A/c/ইসলামি ব্যাংক,20502490201890507,MD.IBRAHIM সোনাগাজী শাখা
(সেন্ড মানি করতে হবে৷ রেফারেন্সে "Donation" কথাটি উল্লেখ করে দিতে হবে।)
বি:দ্র: যাদের বিকাশে পাঠানোর সুযোগ নেই, তারা নিজ নিজ ক্লাসের কয়েকজন মিলে টাকা একসাথ করে পাঠাতে পারে। এক্ষেত্রে, স্ব স্ব সেমিস্টারের সি.আর রা ভূমিকা রাখবেন বলে আশা রাখি।
জাযাকুমুল্লাহ
আলহামদুলিল্লাহ।
জাজাকাল্লাহু খাইরান।
যাকাত সম্পর্কে অনেক সংশয় দূর হলো।
ফালিল্লাহিল হামদ।
Excellent discussion. Much appreciated.
মাশাল্লাহ যাকাত বিষয়ে অনেক সুন্দর উপস্থাপন করলেন। আল্লাহ আপনাকে কবুল করুন।
খুব সুন্দরভাবে বুঝানো হয়েছে!
জাঝাকাল্লাহ খাইরান প্রিয় ভাই
আলহামদুলিল্লাহ অনেক জ্ঞানগর্বমূলক আলোচনা...........
মাশাআল্লাহ ।
জাযাকুমুল্লাহু খাইরান প্রিয় ভাই
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক আমিন। আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ ভাই আপনি খুব সুন্দর ভাবে যাকাতের বিষয়ে আলোচনা যা পূর্বে আমি কখনো শুনি নাই পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ ❤️❤️❤️ আবদুল্লাহ ভাই আপনার ওয়াজ অনেক অনেক অনেক অনেক ভালো লাগে আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দিন বআলআমসইবত থেকে উদ্ধার করুন আমিন ❤️❤️❤️
যাকাত সক্রান্ত এত সুন্দর বিশ্লেষণ আগে কখনো দেখিনি ( মাশা-আল্লাহ)
সুবহানাল্লাহ! আমাদের দেশের প্রত্যেক ধনী ব্যক্তি যদি যাকাত আদায় করত আমাদের দেশে কোনো গরিব মানুষ থাকত না। আল্লাহ যেন আমাদের দেশের প্রত্যেক ধনী ব্যক্তিকে যাকাত দেওয়ার তৌফিক দান করেন, আমিন
sese akta information vul hoyse......1000 takai 25 taka jakat hbe.
আমিন
Ameen ya rabbil alamin
Jakater taka dite hobe naki khabar ponna dite hobe
মাশা-আল্লাহ ❤অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলেন এতো সহজে তার জন্য জাজাকাল্লাহু খাইরান।
এরপর যতো ভিডিও বানাবেন, সব এভাবেই কিছু লিখিত আকারে বানাবেন। ইনশাআল্লাহ উপকৃত হব
খতম তারাবি তে যে দ্রুত পড়া হয় তা কি কোরআন
এর সাথে বেয়াদবি নয়?
খতম তারাবি তে যে দ্রুত পড়া হয় তা কি কোরআন
এর সাথে বেয়াদবি নয়?
th-cam.com/video/yRr1cxr6q-U/w-d-xo.html
আসসসালামু আলাইকুম জমি বন্দক নেওয়ার ব্যাপারে বিস্তারিত জানতে চাই
@@AbdulAlim-cn4rg u
আলহামদুলিল্লাহ যাকাত এর বিষয়ে পরিপূর্ণভাবে খুব সুন্দর করে বক্তব্য শুনলাম আজ প্রথম।
প্রতি এক হাজার টাকায় ২৫ টাকা।
অনেক সুন্দর ও সাবলীল আলোচনা, মাশাআল্লাহ। শুকরিয়া। জাযাকাল্লাহ খায়ের।
মাশাহ আল্লাহ,বারাকাল্লাহ,অনেক সুন্দর মূল্য বান এবং খুবই জরুরী বক্তব্য,যা আমাদের সবাইকে অনেক অনেক সুন্দর ভাবে বুঝতে এবং এ ভাবে মেনে চলতে সাহায্য করবে, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা ফিদ্দুনিয়া ওয়াল আখেরাহ,,
Brother the way you explain the Zakat payment procedure is tremendous. Thanks a lot. After this video, it is crystal clear to us. Good luck.
আলহামদুলিল্লাহ্ মাশাল্লাহ্ খুব খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এতো চমৎকার করে বুঝিয়ে বলতে আমার জীবনে দ্বিতীয় কাওকে দেখিনি --
মহান আ্ল্লাহ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন। এবং আমাদেরকে ইসলাম মেনে চলার তৈফিক দান করুন। (আমিন)
আমিন
জাজাকাল্লাহ খাইরান।যাকাতের উপর অসম্ভব সুন্দর আলোচনা। যাদের যাকাত সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার না তাদের অবশ্যই ভিডিও টা দেখা উচিত।।
আল্লাহ সুবাহানাহু তায়ালা আমাদের সবাইকে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুন আমীন ইয়া রব্বাল আলামীন
আলহামদুলিল্লাহ _ অনেক কিছু জানতে পারলাম
অনেক সুন্দর বলেছেন আপনি ভাই জাজাকাল্লাহ খাইরান
আলহামুলিল্লাহ।। উপকৃত হলাম
হেই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ,, এতো সুন্দর করে মানুষ বুঝাতে পারে,, আল্লাহর বড় নিয়ামত,,, এতো মেধাবী মাশাআল্লাহ
Alhamdulillah, brother I’m really impressed on you about your zakat explanation 😊
May Allah bless you ❤
Masha Allah 🥰
অনেক সুন্দর ও তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন।। Jazakallah priyo vaijan
Thank you for giving a clear guideline to calculate zakat. I believe your lecture is the best discussion than any others. Go ahead
🌹🌹
মাশাআল্লাহ কুব সুন্দর করে গুছিয়ে যাকাত সম্পর্কে আলোচনা করেছেন প্রিয় ভাই আমার,,,
জাযাকাল্লাহ খায়রান প্রিয় শায়েখ। খুব সুন্দর আলোচনা করেছেন। আলোচনার শেষের দিকে "প্রতি ১০০০ টাকায় ২৫০ টাকা" এইটা প্রতি ১০০০ টাকায় ২৫ টাকা হবে শায়েখ।
ওটা ১০,০০০ বলতে গিয়েছিলেন
১ লাখে ২৫০০ টাকা দিতে হবে
মাশ আল্লাহ ,,, সুন্দর করে বুঝানোর জন্য ধন্যবাদ
আল্লাহ আপনার এলেমে বারাকাহ দান করুন ❤
খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন
মাশা আল্লাহ,
জাযাকাল্লাহ খইরান শায়েখ
জাযাকাল্লাহ।
এই প্রথম যাকাত নিয়ে গঠনমূলক আলোচনা শুনলাম। ❤️
আল্লাহ আব্দুল্লাহ ভাইকে আর জ্ঞান বাড়িয়ে দেক।
আলহামদুলিল্লাহ ৷ অনেক সুন্দর আলোচনা হয়েছে ৷ জাযাক আল্লাহ।
হে আল্লাহ এমন আলেম ঘরে ঘরে দান করেন।
Ameen
মাশাআল্লাহ অনেক সুন্দর ভাবে একদম সহজ ভাবে ব্যাখ্যা করে বুঝিয়েছেন জাযাকাল্লাহ।
জাযাকাল্লাহু খাইরান।
মাশা-আল্লাহ, অত্যন্ত জ্ঞানগভীর আলোচনা।
😮😯😲এই বক্তব্যই তো খুঁজছি মাশাআল্লাহ এমন বক্তব্য কখনো শুনিনি।
মাশাআল্লাহ ,যাকাত নিয়ে এতো পরিষ্কার আলোচনা এর আগে শুনিনি!
এই রকমের ভিডিও আর কাম্য।জাজাকাল্লা খাইরান।
ভিডিওটি খুবই তথ্যবহুল। আমার নিজের সম্পদের যাকাত আমি নিজেই এখন বের করতে পারব ইনশাআল্লাহ!❤
. আমি যদি তাদেরকে পৃথিবীতে রাজত্ব দান করি, তাহলে তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎকাজের আদেশ দিবে এবং অসৎ কাজ হতে বিরত রাখবে, আর সব কাজের চূড়ান্ত পরিণতি একান্তই আল্লাহর ইচ্ছাধীন। (সূরাহ হাজ্জ ২২: ৪১)।
যাকাতের বিষয়ে এত সুন্দর বক্তব্য কখনো শুনিনি আলহামদুলিল্লাহ বক্তব্য শুনে খুব উপকৃত হলাম অসংখ্য ধন্যবাদ শায়েখ
সুন্দর করে বুঝিয়েছেন সায়েখ
মাশা-আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, জাযাকাল্লাহু খাইরান ভাইজান 🥀❤️
আল্লাহপাক আমাদেরকে ইসলামের সঠিক কথাগুলো বুঝার তৌফিক দান করো
প্রিয় ভাই দ্বিন কায়েমের পথে স্বাগতম জাযাকাল্লাহ্
মাশাআল্লাহ যাকাত নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক এবং তার জ্ঞানের পরিধি আরও দেন। আমীন
লেকচার টা লিখিত ভাবে পিডিএফ আকারে ছেড়ে দিলে অনেক ভালো হত আলহামদুলিল্লাহ
drive.google.com/drive/folders/1W7lMCYla1z797hy02Y9dEp7ITbaAEXrF
Vai asha kori uookrito hoben..
নবী মৃত্যুর ২০০/৩০০ বছর পর অমুক তমুক থেকে শুনে শুনে লেখা শোনা মিয়ার গল্পে বিশ্বাস করলে সে কাফের। [আয়াত দেখুন, (৭: ৩), (২৫:৩০), (৩১:৬)] আল কোরআনের ১২: ৪০ আয়াত অনুযায়ী কোরআনের বিধান ব্যতীত নবীর নামে লেখা বুখারি গং-এর সব বিধানই শির্ক।
আল্লাহপাক কোরআন ব্যতীত কোন কিতাব লিখতে বারন করেছেন [আল-কোরআন ২: ৭৯] বুখারি গং আল্লাহর কথা অমান্য করেছেন। আল্লাহ বলেছেনঃ "আমি এ কুরআনে মানুষের জন্য যাবতীয় দৃষ্টান্ত বিশদভাবে বিবৃত করেছি কিন্তু মানুষ অধিকাংশ বিষয়েই বিতর্ককারী।" (18: 54)
বুখারি গং-এর শুনে শুনে লেখা শোনামিয়ার গল্পের সাথে কোরআন ও ইসলামের কোনই সম্পর্ক নেই। [আয়াত দেখুন. ৭:৩, ১০:৩৭, ১২:৪০]
কোরআনের বাইরে আর কোন কিতাবে আমল করা যাবে না। (৪৫: ৬) (২:৭৯) (২৩:৬৮)
বিধান দেওয়ার মালিক কেবল আল্লাহ ১২/৪০, যা তিনি কোরআনেই দিয়েছেন। নবীর নামে বুখারি গং-এর বিধান মানেই শির্ক। আসমানী কিতাব ছাড়া আর কোন আয়াত মানা তো দুরের কথা, বিশ্বাসই করা যাবে না। আল-আ‘রাফ ৭:৩
বুখারি গং-এর অমুক তমুক থেকে, সেই তমুক আরেক তমুক থেকে শুনে শুনে লেখা শোনামিয়ার গল্প কখনোই নবীর হাদিছ হতেই পারে না।
হাদিছওয়ালারা কোরআনের ৬: ১১৫, , ১০:৩৭, ৪৫:৬, ৪৫:২০, ১২:৪০, আয়াতগুলো ত্যানা পেঁচিয়ে অস্বীকার করেন। তারা হলেন মুনকিরে কোরআন।
আমি তো বার বার বলছি নবীর হাদিছ কোথায় পাবো? বুখারি গং-এর মিথ্যাচার তো রাসুলের হাদিছ হতেই পারে না। হলে আল্লাহর নবীকে ধর্ষক (বুখারির ৫২৫৫ নং), যুদ্ধবাজ, কামুক, শিশুকামী আর গনহত্যাকারী (বনু কুরাইজা) মানতে হবে। (নাউজুবিল্লাহ)
দ্বীনের বিষয়ে দলিল একমাত্র কোরআন [৪৫/৬,২০] বিধান দেওয়ার মালিক কেবল আল্লাহ [১২/৪০]
মৃত্যুশয্যায় নবী কাগজ কলম আনতে বলেছিলেন, কিন্তু সাহাবীরা আনেননি, বলেছেন আমাদের কাছে কুরআন আছে। জীবিত থাকতেই সাহাবীরা হাদিছ মানেননি।
কুরআন কে কিভাবে বুঝবে এটি সম্পূর্ণ আল্লাহর বিষয়। কেউ গোমরাহ হবে, কেউ হেদায়েত পাবে। একই আয়াত একজন একেক রকম অর্থ বুঝবে [৭৪:৩১] ।
১২ নং সুরার ১নং আয়াতে ১৮ নং সুরার ১নং আয়াতে বলা হয়েছে, আল্লাহ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন না।
কোরআন ৭০ বারেরও অধিক বলেছে, তোমরা কি চিন্তা কর না?’ কাজেই নিজ বুঝ মতোই কোরআন বুঝতে হবে। অন্যের বুঝ মত বুঝলে জাহান্নাম।
কোরআন ব্যতীত আর কোন গ্রন্থই আল্লাহ ও তার রাসুলের অনুমোদিত গ্রন্থ নয়। বাকি সবই কোরআনের তফসিরের নামে মনুষ্য রচিত লাহওয়াল হাদিছ।
কোরআন মানলেই সে মুসলিম। অমুক তুমক আকিদা বা মানহাজের কোনই মূল্য ইসলামে নেই।
বুখারি গং-এর রচিত ছয়শত পাখনা ওয়ালা জিব্রাইলে বিশ্বাস করা আর ঠাকুরমার ঝুলি বিশ্বাস করা একই কথা।
কাফের ফতোয়া দিয়ে এবং জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে হাদিছ মানতে বাধ্য করছে রাজতন্ত্রের সালাফি ওলামায়ে-ক্রাইমরা।
রাসূল স: শুধু ওহীর অনুসারী ছিলেন[৫/৬৭]
আর যারা আমার আয়াত ব্যর্থ করার চেষ্টা করে তারাই হবে জাহান্নামের অধিবাসী। [Al-Hajj ২২:৫১]
আলহামদুলিল্লাহ
জাযাকাল্লাহ খায়ের প্রিয় ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন।
মা শা আল্লাহ
মাসাআল্লাহ,,, অনেক মুল্যবান আলোচনা।
আলাহামদুলিল্লাহ মোটামুটি বিষয়টা পরিষ্কার হল। সদকাতুল ফিতর সম্পর্কিত ভিডিও চাই
আলহামদুলিল্লাহ সুন্দর করে বুঝানোর জন্য ধন্যবাদ
প্রতি ১ হাজার টাকায় ২৫ টাকা, ভুলে হয়তো ২৫০ টাকা বলে ফেলেছেন।
সুন্দর আলোচনা ❤
ভুল মানুষের হয়
Jazak Allah khair
আমার মনে হয় 1000 টাকার আড়াই পার্সেন্ট 2.5 শতাংশ 25 টাকা ভুল হলে সংশোধন করে দেবেন আমাকে ,জাযাকাল্লাহ খাইরান
ওটা 10,000 টাকা তে 250 টাকা বলতে গিয়েছিলেন।