এটা এখনোও পর্যন্ত আমার দেখা মোশারফ ভাইয়ের সেরা নাটক। সুন্দর একটা গল্প, অসাধারণ সাউন্ড এডিটিং আর একেবারেই ন্যাচারাল অভিনয়। সব মিলিয়ে জমজমাট একটা অভিজ্ঞতা হলো। জায়গায় জায়গায় অবস্থা অনুযায়ী মুরগির ডাক গুলো যেভাবে বসানো হয়েছে, তাতে হাসি চেপে রাখা সত্যিই দুঃসাধ্য। সাধারণ কিছু কথাবার্তা চলতে চলতে হঠাৎ একটা সিচুয়েশন তৈরী হওয়া মাত্রই একটা পারকাশিভ (percussive) ব্যাকগ্রাউন্ড স্কোর মিউজিক শুরু হচ্ছে। এই সব ডিটেইলিং গুলো সত্যিই নজর কেড়েছে। পারফেক্ট কম্পোজিশন। বেশ কিছু দুর্দান্ত punch line গরম মশলার মতো নাটকের স্বাদ আরও বাড়িয়ে তুলেছে। এত সুন্দর একটা নাটক আমাদের উপহার দেওয়ার জন্য পুরো টিম কে অশেষ ধন্যবাদ। (কলকাতা)
কি বলবো এই মানুষটার নাটক আর অভিনয় সম্পর্কে, অন্যসব নাটকগুলোর মতো এই নাটকটাও অসাধারন হয়েছে, সত্যিই আমরা সবাই যে এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ যে যার পরিবার-পরিজন নিয়ে সেটা বোঝার জন্য ঘন্টাখানেকের এই নাটকটাই যথেষ্ট। ২০২৩ এইবার ঈদে আমি যে এই মানুষটার কয়টা নাটক দেখলাম তার হিসাব তো আমার কাছেই নাই। একটা ঈদে কয়টা নাটক করা যায়, আসলে সেলিব্রিটিদের কি নিজস্ব কোন জীবন , পরিবার নাই,,,? নাকি সারাজীবন ক্যামেরার সামনে আর টাকার পিছনে দৌড়ে নিজেদের জীবন শেষ করেন যেমন অতীতে হয়েছে। শুধু এই কাল্পনিক জীবন নয় তাদের ব্যক্তিগত জীবনটাও স্বাধীনতার সাথে কাটানো উচিত যাতে জীবন সায়ান্নে কোন অপূর্ণতা না থাকে। যাইহোক অনেক কিছু বলে ফেললাম, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। মোঃ পনির শিকদার, মুন্সীগঞ্জ সদর।
মিথ্যা কথা । বাস্তব দিয়ে দেখো নামাজের সাথে সাফল্যের কোনো সম্পর্ক নেই । নামাজ দিয়ে সবার জীবন পরিবর্তন হয় না । এসব আবেগের কথা বাদ দিতে হবে । যার সাফল্য আছে তার নামাজ ছাড়ায় আছে যার নাই তার হাজার ইবাদত বন্দেগী করেও সাফল্যের দোড়গোড়ায় যেতে পারে না । যদি জ্ঞান থাকে তবে তোমার চারিপাশে এরকম অনেকেই আছে খোঁজ নিয়ে দেখো ।
মোসারফ করিম স্যার বাংলাদেশের একমাত্র অভিনেতা যার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি অঞ্চলের ভাষা ফুটে উঠেছে এবং মানুষের বাস্তব জীবন ও জীবিকার চিএ ফুটে উঠেছে তবে এ নাটকে স্যারের সাথে মিম চৌধুরী আপুকে মানানসই নয় সরি সরি সরি মোসারফ করিম স্যার তবুও আপনি অভিনয় করেছেন তাই নাটকটি দেখলাম আপনার জন্য ভালো লাগলো শুভকামনা রইল
এই নাটকের সমাপ্তির আগ মুহুর্তটা বেশ প্রশংসনীয় কারন.... বর্তমানে আমারা বেশিরভাগ লোক ই আমাদের সমস্যা অন্যের সাথে শেয়ার করি না, তাই আমারা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। তাই সমস্যা যতই ছোট বা বড় হোকনা কেন, অন্যের সাথে শেয়ার করলে সমাধান হোক বা না হোক অন্তত কোনো না কোনো সমাধানের ধারণা পাবেন ই 😊😊
মোশারেফ করিম তো অসাধারণ।কিন্তু মিম চৌধুরী এত সুন্দর অভিনয় করেন -মুগ্ধ হলাম
এটা এখনোও পর্যন্ত আমার দেখা মোশারফ ভাইয়ের সেরা নাটক। সুন্দর একটা গল্প, অসাধারণ সাউন্ড এডিটিং আর একেবারেই ন্যাচারাল অভিনয়। সব মিলিয়ে জমজমাট একটা অভিজ্ঞতা হলো। জায়গায় জায়গায় অবস্থা অনুযায়ী মুরগির ডাক গুলো যেভাবে বসানো হয়েছে, তাতে হাসি চেপে রাখা সত্যিই দুঃসাধ্য। সাধারণ কিছু কথাবার্তা চলতে চলতে হঠাৎ একটা সিচুয়েশন তৈরী হওয়া মাত্রই একটা পারকাশিভ (percussive) ব্যাকগ্রাউন্ড স্কোর মিউজিক শুরু হচ্ছে। এই সব ডিটেইলিং গুলো সত্যিই নজর কেড়েছে। পারফেক্ট কম্পোজিশন। বেশ কিছু দুর্দান্ত punch line গরম মশলার মতো নাটকের স্বাদ আরও বাড়িয়ে তুলেছে। এত সুন্দর একটা নাটক আমাদের উপহার দেওয়ার জন্য পুরো টিম কে অশেষ ধন্যবাদ। (কলকাতা)
কি বলবো এই মানুষটার নাটক আর অভিনয় সম্পর্কে, অন্যসব নাটকগুলোর মতো এই নাটকটাও অসাধারন হয়েছে, সত্যিই আমরা সবাই যে এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ যে যার পরিবার-পরিজন নিয়ে সেটা বোঝার জন্য ঘন্টাখানেকের এই নাটকটাই যথেষ্ট।
২০২৩ এইবার ঈদে আমি যে এই মানুষটার কয়টা নাটক দেখলাম তার হিসাব তো আমার কাছেই নাই।
একটা ঈদে কয়টা নাটক করা যায়, আসলে সেলিব্রিটিদের কি নিজস্ব কোন জীবন , পরিবার নাই,,,?
নাকি সারাজীবন ক্যামেরার সামনে আর টাকার পিছনে দৌড়ে নিজেদের জীবন শেষ করেন যেমন অতীতে হয়েছে।
শুধু এই কাল্পনিক জীবন নয় তাদের ব্যক্তিগত জীবনটাও স্বাধীনতার সাথে কাটানো উচিত যাতে জীবন সায়ান্নে কোন অপূর্ণতা না থাকে।
যাইহোক অনেক কিছু বলে ফেললাম, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।
মোঃ পনির শিকদার, মুন্সীগঞ্জ সদর।
1:16 মিম চৌধুরীর রিয়েক্ট আর হাসিটা সেই লেবেলের ছিল 😊
কে কে ফেইসবুক থেকে দেখে এসেছো?😂
আমি
মুই
আমি
আমি
আমি
মুরগির ঠ্যাং আর ডিমের কথাটা সেই হয়েছে 😆😆😆😆
কি জুটিরে ভাই পারফেক্ট জুটি, এই জুটির আরো নাটক চাই, মিম আপুর অভিনয় অসাধারণ। বসে্র কথা কি বলবো।
মীম চৌধুরীর অভিনয় অামার ভালো লেগেছে, তিনি বরাবরই ভালো অভিনয় করেন,অামরা বেশি বেশি তার নাটক চাই
1:18 তে মিমের হাসির রিয়্যাকশন টা সেই ছিল🤣🤣
মুরগির ঠ্যাং আর ডিমের কথাটা শুনে হাসতে হাসতে অবস্থা খারাপ।🤣🤣🤣
😃😃😃😃😃
আসলে মোশাররফ করিম স্যারের এমন কোনো নাটক নাই যে আমি দেখি নাই,, কারণ আমি তাকে অনেক ভালোবাসি তাই 🤍💔
৩৯ মিনিটের নাটকে ছোট ছোট অনেক বিষয় তুলে ধরা হয়েছে, অনেক ভালো লাগলো নাটকটি দেখে।
ধন্যবাদ এনটিভি।
একমাত্র মোশাররফ করিম ভাইয়ের নাটকেই কিছু শিক্ষণীয় বিষয় থাকে। আর এই নাটকে পারিবারিক বন্ধনকে খুবই সুন্দর করে তুলে ধরা হয়েছে।
যেখানে নামাজ নেই সেখানে সফলতা নেই 🌸
-যেখানে নামাজ আছে সেখানে সফলতা আসবেই ❤️❤️
- ইনশাআল্লাহ.!🥰🌸
মিথ্যা কথা । বাস্তব দিয়ে দেখো নামাজের সাথে সাফল্যের কোনো সম্পর্ক নেই । নামাজ দিয়ে সবার জীবন পরিবর্তন হয় না । এসব আবেগের কথা বাদ দিতে হবে । যার সাফল্য আছে তার নামাজ ছাড়ায় আছে যার নাই তার হাজার ইবাদত বন্দেগী করেও সাফল্যের দোড়গোড়ায় যেতে পারে না । যদি জ্ঞান থাকে তবে তোমার চারিপাশে এরকম অনেকেই আছে খোঁজ নিয়ে দেখো ।
Alhamdulilah. 🤲
নামাজ বলে ইসলামে কিছু নেই।
আমাদের বর্তমান সমাজে এমন ভালো নাটক খুব একটা দেখা যায় না। সব অশ্লীলতার মধ্যে এমন ভালো নাটক গুলো দেখতে সত্যি অসাধারণ লাগে।
এই দুই জুটির নাটক আরো চাই ...এক কথায় অসাধারণ একটি নাটক...❤❤❤😂😂😂
মোশাররফ করিম বস একটা জাত অভিনেতা।। তার প্রতিটা নাটকেই বাস্তবতা ফুটে উঠে ও এই সমাজকে একটা শিক্ষা দেয়।
ভাল্লাগছে, জুটিটার আরোও নাটক আনুন।
বেশ চমৎকার জুটি।কনসেপ্ট ও বেশ ছিল
💜❤️
বাংলাদেশের নাটক বিশ্বসেরা। শিক্ষা মূলক বাস্তব ধর্মী সমাজের অসংগতি তুলে ধরে নির্মাতারা
মোশাররফ করিম ভাই ও মিম আপু একসাথে পিনিক হাজবেনড নাটকটা দেখার জন্য অপেক্ষা করছিলাম এখন দেখতে পেয়ে খুব ভালো লাগলো।
পিনিক নারে ভাই প্যানিক 🙂
😂😂
Apnr comment pore amie pinik e chole gelam! Thnx for your pinik comment!
প্রত্যেক পুরুষই তার পরিবারকে অসম্ভব ভালোবাসে।।কিন্তু অনেকে শুধু তার উপরের রাগটাই দেখে।।।
😂😂😂
মিম মেয়েটার কন্ঠটা অনেক মিষ্টি ❤
নাটকের বস তো একজনই সে হলো মোশারফ করিম
মোসারফ করিম স্যার বাংলাদেশের একমাত্র অভিনেতা যার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি অঞ্চলের ভাষা ফুটে উঠেছে
এবং মানুষের বাস্তব জীবন ও জীবিকার চিএ ফুটে উঠেছে
তবে এ নাটকে স্যারের সাথে মিম চৌধুরী আপুকে মানানসই নয়
সরি সরি সরি মোসারফ করিম স্যার
তবুও আপনি অভিনয় করেছেন তাই নাটকটি দেখলাম আপনার জন্য ভালো লাগলো শুভকামনা রইল
মোশাররফ করিম আর মীম চৌধুরীর নাটক খুব লাগে। করিম ভাইয়ের নাটক দেখলে মন ভালো হয়ে যায় এমনিতে
একমাত্র মোশাররফ করিমের নাটকেই শিক্ষনীয় কিছু পাওয়া যায়।
আচ্ছা
নাটকটা দেখে মিম চৌধুরীর ভক্ত হয়ে গেলাম
মোশারফের সাথে মিম চৌধুরীর অসাধারন অভিনয় নাটকটি অসাধারন লেগেছে।
খুব সুন্দর হয়েছে আপু অনেক সুন্দর
বাংলা দেশের নায়িকারা অনেক স্মার্ট,সুন্দর অভিনয় করে ❤❤❤
নাটক টা অনেক সুন্দর। আমার সংসারের সাথে সেম সেম মিলে গেল।মনে হচ্ছে কেউ যেন গল্প টা এসে নিয়ে গেছে আমাদের কাছ থেকে।
Mim Chowdhury,,, brilliant actress,,,, tar acting khub sundor...calm and cool.
মোসাররোফ করিম হলো বস! তবে যিনি উনার স্ত্রী হিসেবে অভিনয় করেছেন তিনিও অসাধারণ!!
মুশাররফ করিম ভাই এর অসাধারণ অভিনয়ের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই।
আমার কাছে এই নাটক টি অনেক অনেক সুন্দর লাগছে
অসাধারণ একটা নাটক ধন্যবাদ পরিচালক এবং সকল অভিনেত্রী অভিনেতাদের
মোশাররফ করিম মানেই সুপার ডুপার😅😅
আমি মোশাররফ ভাইয়ের বড় একজন বক্ত।
তার সব নাটক গুলো আমার খুব ভালো লাগে।
অসাধারণ নাটক
মিম আপু অনেক ভদ্র তার অভিনয় গুলো আমার অনেক ভালো লাগে ❤❤❤❤
মোশাররফ করিমের নাটক মানেই অন্যরকম পিনিক 😊😊😊😊
নাটকের শেষটা ছিল খুবই ইমোশনাল😢😢😢
বস এর নাটক মানেই হলো বিনোদনের সাথে শিক্ষা ফ্রি
সত্যিই অসাধারণ, মোশারফ ভাই মানেই অন্য কিছু।
মোশাররফ করিমের নাটক জন্য অপেক্ষা থাকি নতুন নাটক জন্য এখন এই নাটকটা পাইলাম দেখা যাক কেমন হইছে আশা করি ভালো হবে
ইদানীং যাদের অভিনয় দেখছি তাদের মধ্যে মিম চৌধুরীর অভিনয় আমাকে খুবই মুগ্ধ করেছেন অসাধারণ অসাধারণ
অফিসের কলিগ দুইজনের অভিনয় ভাল হয়েছে।
অনেকেই সহজ সরল জীবন কাটাতে চায়,কিন্তু পারে না,কারন পাশের বাসার ভাবীর মত অনেক মানুষ আমাদের চারপাশে, তারা আমাদের শান্তি নষ্ট করে,,,আসল সুখ নষ্ট করে দেয়
মিম চৌধুরী একটা জিনিস,,, যেমন সুন্দরী তেমনি গুনবতি
মনে হয়, বাসায় গিয়ে হাতের রান্না খেয়ে আসছেন,,যেই ভাবে বলতেছেন,,
হাহাহাহাহাহাহাহাহাহা,,,,,,
অসাধারণ অসাধারণ অসাধারণ মোশাররফ ভাই
বাংলাদেশের হাজার হাজার নায়কের রাজা আপনি
মোশাররফ করিম ভাই মানে বিনোদন ও অনেক দিন পর মাীম আপু সুন্দর করেছেন ❤❤
এই নাটকে অনেক মেসেজ আছে 💫ধন্যবাদ ডিরেক্টর সাহেব কে🙏
মোশাররফ করিম ❤️❤️❤️
মেয়েটির অভিনয় অনেক দারুণ লাগছে
মোশাররফ করিম সবার সেরা অভিনেতা।
মোশাররফ করিম এর কথা আর কি বলবো 😂😂 পুড়াই আগুন 😂😂
নাটকটা খুবই ভদ্র ও সাবলিল সুস্থ।
মীমের অভিনয় অসাধারণ।
দাম্পত্য জীবন নিয়ে আরও বেশি নাটক চাই।
মোশাররফ ভাইয়ার + নিশাত প্রিয়ম তাদের অভিনয় এক কথা অসাধারণ ছিলো❤
খুব ভালো একটা নাটক দেখতে পারলাম। অসাধারণ অভিনয় অসাধারণ জুটি।
মোশাররফ করিম মানেই হিট ❤❤❤❤
অসাধারণ খুব সুন্দর নাটক
ফেসবুক থেকে দেখতে এলাম
অসাধারণ অসম্ভব সুন্দর ❤
Wow natok comb with mim chowdhury apu😊😊
সত্যিই পুরুষ মানুষ অর্থাৎ আমাদের ভাই, বাবা, জীবনসঙ্গী মানে না বলা এক ভালোবাসার নাম🖤
মোশাররফ করিম মানে তো সেরাদের সেরা ❤ ইউ মোশাররফ করিম
মীম চৌধুরীর অভিনয় অসাধারন
তার আরো নাটক চাই
আর এরকম ভদ্র নায়িকা ভালো লাগে
সংসার জীবন মানে যুদ্ধ,, আর এই যুদ্ধে জয় হওয়া মানে পুরুষ মানুষের সার্থক হওয়া,, নাটকে অভিনয় দারুণ ছিলো?
মীম চৌধুরী কোলকাতার মিমি চৌধুরীর মতো কন্ঠটা🥰
মিম অনেক সুন্দর।মিম আপুকে আমার খুব ভালো লাগে আমার প্রিয় অভিনেত্রী
অসাধারণ, মিম চৌধুরী অসাধারণ ছিল। সবকিছু মিলিয়ে ভালো লেগেছে। মোশাররফ করিম Extra Ordinary.
বসের আরো একটা নতুন নাটক 😊😊 আমার মতো কে কে অপেক্ষায় থাকেন বসের নাটকের জন্য
মিম চৌধুরী কে আমার অনেক ভালো লাগে ❤
মিম চমৎকার এবং সাবলীল আপনার অভিনয়, ভালো লেগেছে ।
নাটকে ইসলামিক কমেন্ট করা ঠিক না, আমার সাথে কে কে একমত ❤❤
সহমত
বাচ্চা ছেলেটার কথাটা অসাধারণ হয়েছে
দুই জনের জুটিটা অনেক ভালো এই দুজনের আরো নাটক চাই
Acting of Mim Chowdhury is very natural. Highly appreciate and recommend.
মোশাররফ ভাই নাটক ছারা বুঝতে পারতাম না আসলে নাটকের মানে কি ❤
Mim Apu always very good actor she is best ❤❤
মিম চৌধুরীর একটিং অসাধারণ ❤❤❤
কে কে আমার মতো সম্পুর্ন নাটকটি দেখেছেন? ❤
মীম চৌধুরীর অভিনয়টা বেশ লেগেছে।
তোর গুষ্টির হেড়া
বস করিম ভাই এর সাথে মিম আপুর নাটক ভালো লাগছে খুব
মোশাররফ করিম+মীম চৌধুরী সেরা জুটি সেরা অভিনয় ❤️👌
বাংলাদেশের নাটক অসাধারণ। শিক্ষা মূলক বাস্তব ধর্মী সমাজের অসংগতি তুলে ধরেন নির্মাতারা
মিম,আপু,আর,নাটক,করবেনা,নাটক,বালো,লাগে,🇧🇩🇧🇩🇧🇩
মেয়েটার অভিনয় এককথায় অসাধারণ 😍
osadharon natok
মোশাররফ করিম ভাই মানেই আগুন 🔥
মোশাররফ করিম ভাই মানে বাংলার আগুন 🔥
আমি ও ডিম দিয়ে ভাত খেতে বসেছি,😀😀😀 আর নাটকটা দেখছি😲😲😲
01.18 সেকেন্ড সেই মজা ছিল
অসাধারন............... ব্যাপক মজা পাইলাম
বরাবরের মত মোশারফ করিম ই সেরা😊
Love you মোশারফ করিম
New delhi থেকে দেখেছি
মিম আমার ক্রাশ ❤
অসংখ্য ধন্যবাদ এনটিভিকে এতো সুন্দর উপর দেওয়ার জন্য❤
Keep it up🎉🎉
এই ঈদের সেরা নাটক এটা 😊
এই নাটকের সমাপ্তির আগ মুহুর্তটা বেশ প্রশংসনীয় কারন.... বর্তমানে আমারা বেশিরভাগ লোক ই আমাদের সমস্যা অন্যের সাথে শেয়ার করি না, তাই আমারা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। তাই সমস্যা যতই ছোট বা বড় হোকনা কেন, অন্যের সাথে শেয়ার করলে সমাধান হোক বা না হোক অন্তত কোনো না কোনো সমাধানের ধারণা পাবেন ই 😊😊
মোশাররফ ভাইয়ের নাটক নাম্বার ওয়ান
🍀🥀বাংলা সিনেমা থেকে বাংলা নাটক অনেক জনপ্রিয় আমি🍀 দেখতেছি সৌদি আরব থেকে ।
মোঃ আমিরুল ইসলাম আনিছ?
🍀🥀(বাংলাদেশ)🍀🥀
🍀 গাজীপুর মাওনা চৌরাস্তা 🍀