Don't understand why you have so less Subscribers! আপনার Video Footage, Music আর আপনার Voice এ অদ্ভূত এক ল্যাদ আছে. Hectic schedule এর পর বেশ একটা Relaxation এর কাজ করে. তাই আমি আপনার Video যখন আসে তখনি দেখি না, Mood নিয়ে দেখার জিনিস.
দাদা আমি শুধু আশায় বসে আছি তোমার চ্যানেলে 100k সাবস্ক্রাইবার হবে সেটা দেখার জন্য, কারণ সত্যি তোমার কোন চাহিদা আশা নেই, কিন্তু আমরা তোমার শুভাকাঙ্ক্ষী এবং দর্শক হিসেবে আমাদের এটা ইচ্ছা তোমার 100k subscriber
সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, যারা নেচে কুঁদে নিজেদের জাহির করে, ঢাক পিটিয়ে নিজেদের সেরা বলে ফুলিয়ে ফাঁপিয়ে তুলতে পারবে, তাদের লাখ কেন কোটি তেও পৌঁছুতে সময় লাগবে না, তবে যারা সত্যিকারের সুন্দর কিছু করতে চাইবে তাদের এমন ই সীমিত থেকে যেতে হবে, এটাই দুঃখের তবে একটা বিষয় পরিষ্কার, শান্তনু দার সাবস্ক্রাইবার কম হলেও, যেটুকু আছে, তাদের বেশিরভাগই কিন্তু জেনুইন, তারা নির্জনতা প্রিয়, প্রকৃতি পাগল এ ব্যাপারে আমি নিশ্চিন্ত ❤❤ লাভ ইউ শান্তনু দা
Viral scoper video mane magic ja dekhe nimese mon valo hoye jai..asusual opurbo sundor👌👌👌👌 sply rater akash chader alor sathe paharer drisso ak onno tripti..Thks Santanu da ato sundor vlog gulo amdr gift korar jonno,onek onek valobasa💕🥰🥰tkcr🙋🏻♂️🙋🏻♂️
When I have free moments love to spend that moment withis type of quality video. I feel relaxed to watch the nature and as food lover, your blogs also give knowledge about that. I watched many many blogs on social media but something always missing. Bring more blogs like this with lots of love from Barrackpore.
বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি প্রায়ই।এখানে ছোট একটা পাহাড়ের পাশে আমার বাড়ি। পাহাড়ের নাম লালমাই পাহাড়। পাহাড়ের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে।পাহাড়ি নীরবতার কি এক দারুণ ভাষা।আপনার ভিডিও অসাধারণ। সেই নীরবতা ভাষা খুঁজে পাই।
সত্যি বলছি আমার দেখা অন্যতম বেস্ট ভিডিও গ্রাফার। দারুণ লাগে ভিডিও দেখতে। আপনি আপনার ক্যামেরা র লেন্স দিয়ে উত্তরবঙ্গের অন্য জগতে নিয়ে চলে যান। ধন্যবাদ ❤
👍😊❤️❤️❤️ অতি পরিচিত ঘিঞ্জি দার্জিলিঙের অসাধারণ রূপলাবণী ফুটিয়ে তুলতে একমাত্র আপনিই পারেন । দেখবোনা দেখবোনা করেও খুলে বসলাম এই ভিডিও দেখতে আর মুগ্ধ হয়ে আপনার এই অসাধারণ উপস্থাপনা উপভোগ করলাম । অনেক অনেক শুভেচ্ছা জানাই ভাইরালস্কোপকে আর কর্ণধার শান্তনু লাহিড়ী মশাই কে 🎉
প্রায় রাত দু'টো। কিছুতেই ঘুম আসছেনা.. কারণ মন পাহাড়-পাহাড় করছে। ভাইরাল স্কোপ খুলে বসলাম.. এই ভ্লগ টা দেখার পর আপাতত আমি hallucination এ আছি। ধন্যবাদ Santanu দা আজকে রাতের ঘুম ওড়াবার জন্য 😇
আজ অব্দি যতো গুলো ভিডিও দেখেছি আপনার সব গুলোই অপূর্ব, তবে বলতেই হচ্ছে এটা সেরার সেরা❤😊...অনেক ধন্যবাদ এটার খোঁজ দেবার জন্য, bucket list এ এটা add হয়ে গেলো.❤🎉
Saw your video by chance just now...u have an exceptional voice quality and beautiful way of narration....ei Bagan ta aamar khub chena as aami cha Bagan e 10 bochor chilam ebong Rishihaat er samne Marybong cha Bagan e 1998 e aami assistant manager chilam ...aamar ek dike rishihhat aar aarek dike Lingia n chontong chilo ( bijanbari)..hotat jano puro memory gulo phire elo ...tomar sathe ek din kotha bolbo to relieve those memories
অনেক পুরনো স্মৃতী তাজা হয় গেল। আমি দার্জিলিং গেলেই দীনেশ জির সাথে যোগাযোগ করি হোটেল এর জন্যে। ওনাদের চা কারখানা টা আমি দেখেছি। পূর্ণিমার রাতের রিশিহাট এর সৌন্দর্য আলাদাই। আর এখানকার নিস্তব্ধতার কথা নাই বা বললাম। খুব ভালো লাগলো।
Am a nite person...life begins at nite so are hidden emotions ' honestly Sunday without your Vlogs ' kinda feels incomplete Kacha Bong ' 😊 waiting for the next one
রবিবারে TH-cam খুলে viral scope এর নতুন ভিডিওর Thumbnail দেখতে পাওয়ার মুহূর্তটাও যেন কোনো অংশে সপ্তমীর ভোরের থেকেও কম না আমার কাছে... এরকম অনবদ্য Script 💖 আর দুর্দান্ত ভিডিওগ্রাফির মান আপনাকে আরও সফলতার শিখরে নিয়ে যাবে এই কামনা করি। আশা করছি আরও বেশি কিছু পাব আপনার কাছে...🙏🙏🫡🫡❤❤
আপনার videography হাত এত ভালো যে প্রতিটা video এর প্রথম কয়েকটা shots দেখেই আপনি থেকে like বাটন এ হাত চলে যায় 😄 keep it up... আপনার video দেখেই Rangaroon গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল 🎉❤
Darun video ❤. Amra ei same homestay te 2022 er December er last week e chilam. Tokhon sudhu 1st floor ta chilo, oporer 2 to floor hoi ni. Jaigata darun holeo onader behaviour valo lage ni.... thik paharer manush er moto chilo na.
একটা কথা ভীষণ দামি, পাহাড়ে গিয়ে প্রতিবার কাঞ্চনজঙ্ঘা দেখতেই হবে এই প্রত্যাশা না নিয়ে গিয়ে বরঞ্চ পাহাড় যা দেবে তাই চেটেপুটে খাওয়ার মানসিকতা থাকা উচিত, তাহলেই সে তার রূপ উজাড় করে দেবে।
আপনার ভিডিও গুলোতে আলাদাই মাদকতা আছে। বার বার দেখি, তাও যেন আশ মেটে না। আপনার ভিডিও দেখেই এবার ঝেপি ঘুরে এলাম। অসাধারন লগলো জায়গাটা। গ্রামের অনেকের সাথে পরিচয় হলো। খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
অজস্র ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন
কাঞ্চনজঙ্ঘার স্বর্গীয় দৃশ্য আর রাতের পাহাড়ের দৃশ্য অসাধারণ ।❤
মনে হচ্ছে হাজার হাজার জোনাকিরা উড়ে বেড়াচ্ছে।
দারুন লাগলো 👍👌👍☺️
হ্যাঁ অপূর্ব দৃশ্য
Don't understand why you have so less Subscribers! আপনার Video Footage, Music আর আপনার Voice এ অদ্ভূত এক ল্যাদ আছে. Hectic schedule এর পর বেশ একটা Relaxation এর কাজ করে. তাই আমি আপনার Video যখন আসে তখনি দেখি না, Mood নিয়ে দেখার জিনিস.
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
অসাধারণ একদম ঠিক বলেছেন
এমন মোহমাদকতাময় কন্ঠ, নদীর মতো তিরতির করে বয়ে চলা এক আখ্যান। vloger না, যেন একজন কবি তাঁর নির্জনতার গল্প বলে চলেছেন
অসাধারণ লাগলো দাদা । জায়গাটা দুর্দান্ত ছিল। মুগ্ধ হলাম আবার.....যত বলব কম বলা হয়ে যাবে।কাঞ্চনজঙ্ঘা সকালে আর রাতে অপূর্ব লাগলো। স্বর্গীয় সুখ অনুভব করলাম। আমারও পাহাড় খুব পছন্দের জায়গা।কী দেখলাম!! অনবদ্য। গল্পের মতো। কুর্নিশ স্যার।
অনেক অনেক ধন্যবাদ স্যার
Khub bhalo laglo khub sundor ❤💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕🙏
অজস্র ধন্যবাদ দাদা
দাদা আমি শুধু আশায় বসে আছি তোমার চ্যানেলে 100k সাবস্ক্রাইবার হবে সেটা দেখার জন্য, কারণ সত্যি তোমার কোন চাহিদা আশা নেই, কিন্তু আমরা তোমার শুভাকাঙ্ক্ষী এবং দর্শক হিসেবে আমাদের এটা ইচ্ছা তোমার 100k subscriber
এখনো তাহলে কয়েক বছর 🤣🤣🤣
1 million hbe.... amder Asa eta...
@@Qwert38848 আশা পূরণ হবে না 😊
সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, যারা নেচে কুঁদে নিজেদের জাহির করে, ঢাক পিটিয়ে নিজেদের সেরা বলে ফুলিয়ে ফাঁপিয়ে তুলতে পারবে, তাদের লাখ কেন কোটি তেও পৌঁছুতে সময় লাগবে না,
তবে যারা সত্যিকারের সুন্দর কিছু করতে চাইবে তাদের এমন ই সীমিত থেকে যেতে হবে, এটাই দুঃখের
তবে একটা বিষয় পরিষ্কার, শান্তনু দার সাবস্ক্রাইবার কম হলেও, যেটুকু আছে, তাদের বেশিরভাগই কিন্তু জেনুইন, তারা নির্জনতা প্রিয়, প্রকৃতি পাগল এ ব্যাপারে আমি নিশ্চিন্ত ❤❤ লাভ ইউ শান্তনু দা
কী দেখলাম!! অনবদ্য। গল্পের মতো। কুর্নিশ স্যার।
এর পিছনে আপনার ভূমিকাও অনেকটা আছে।
Ro 1 ta asadharon video dekhlam apurbo chokh r moner Shanti eanedaye tomar vlog gulo 👌👌bhalo theko
অজস্র ধন্যবাদ দিদি
Haa 😄😄khub khoshi holam
Arekti odbhut shundor video... mon mugdho hoye dekhlam...onek dhonyobad
অজস্র ধন্যবাদ আপনাকে
Sunday সকালে আপনার ভিডিও দেখলে মন ভাল হয়ে যায়।মুগ্ধ হলাম আবার.....যত বলব কম বলা হয়ে যাবে।
অজস্র ধন্যবাদ আপনাকে
3:05 😍 ১ মিনিট শান্তিতে চোখদুটো জুড়িয়ে গেল 💙
💗💗💗
অনেক ইউটিউবের ট্রাভেল ভিডিও দেখি কিন্তু আপনার ভিডিও গুলি ১টু অন্য ধরনের। খুব ভালো লাগে আপনার ভিডিও গুলি
@@jayantamondal1187 Thanks a million 😊
এক কথায় মনোমুগ্ধকর 👌
drun valo laglo. jamon sundr jaiga, tamon apnar asadharan photography.
অনেক ধন্যবাদ আপনাকে
দেখে খুব খুব আনন্দ লাগলো 👍👍👌👌❤️❤️
অনেক অনেক ধন্যবাদ
Viral scoper video mane magic ja dekhe nimese mon valo hoye jai..asusual opurbo sundor👌👌👌👌 sply rater akash chader alor sathe paharer drisso ak onno tripti..Thks Santanu da ato sundor vlog gulo amdr gift korar jonno,onek onek valobasa💕🥰🥰tkcr🙋🏻♂️🙋🏻♂️
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
খুব খুব খুব ভালো লাগলো। যাওয়ার ইচ্ছে উপস্থাপনার গুণে প্রবল। শুভেচ্ছাসহ...
অনেক ধন্যবাদ আপনাকে
রাতের দৃশ্যগুলো অনবদ্য।
3.03 থেকে 4.16 জাস্ট অসাধারণ 👌
Asadharon laglo video ta beautiful
কি যে অদ্ভুত শান্তি লাগলো ভিডিওটা দেখে।।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
Konodin jaini kintu khub miss korchhi advut vabe. Khub shundar uposthapona. Aksathe jaoyar icchha roilo. Background music selection idaning asadharon hocchhe.
অনেক ধন্যবাদ আপনাকে
রবিবার সার্থক। দারুন একটা জায়গার খবর পেলাম। রাতের ভিউ খুব সুন্দর।
অজস্র ধন্যবাদ আপনাকে
এটা দেখার পর কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপ করে বসে ছিলাম,এ এক পরম তৃপ্তি❤❤
🙏🏼🙏🏼
When I have free moments love to spend that moment withis type of quality video. I feel relaxed to watch the nature and as food lover, your blogs also give knowledge about that. I watched many many blogs on social media but something always missing. Bring more blogs like this with lots of love from Barrackpore.
@@somnathghosh2525 thanks a lot
So beautiful and energetic
অজস্র ধন্যবাদ দাদা
Room gulo darun, ak din jabo, room gulo thike view khoob sundor..khoob sundor akta vlog hoeche dada, bhalo thkben
অজস্র ধন্যবাদ আপনাকে
প্রকৃতিকে অপূর্ব অনুভব করলাম আপনার মাধ্যমে। 🙏🙏
অজস্র ধন্যবাদ নেবেন
Khub sundor kore Rishihat farmstay k dekhiechen.amra okhane gechilam.asadharon jaiga.jini chaer pata tulchilen r garite chilen uni dineshjir baba🙏
বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি প্রায়ই।এখানে ছোট একটা পাহাড়ের পাশে আমার বাড়ি। পাহাড়ের নাম লালমাই পাহাড়। পাহাড়ের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে।পাহাড়ি নীরবতার কি এক দারুণ ভাষা।আপনার ভিডিও অসাধারণ। সেই নীরবতা ভাষা খুঁজে পাই।
খুব সুন্দর
যথারীতি একটা অনাবিল কবিতা আর স্বচ্ছল ঝর্ণার চিত্রায়ন। আপনি বরাবরই আমার প্রিয়তম ভ্লগার।
অজস্র ধন্যবাদ দাদা । ভালো থাকবেন।
অসম্ভব সুন্দর ভিডিও যার বর্ণনা করা বড় মুশকিল আমার কাছে
💗💗
Your cinematography and editing skills are out of this world.
Thanks a bunch
Apurba ❤,Kanchanjangha kotobar dekhechi tao mon chae abaro dekhte
Viral scope.আমার কাছে প্রেরনার উৎস ❤️❤️❤️❤️
অজস্র ধন্যবাদ দাদা
I think it's best travel vlog in youtube in india.
অনেক ধন্যবাদ 💐
Beautiful place dada...awesome presentation dada❤
Many many thanks
সত্যি বলছি আমার দেখা অন্যতম বেস্ট ভিডিও গ্রাফার। দারুণ লাগে ভিডিও দেখতে। আপনি আপনার ক্যামেরা র লেন্স দিয়ে উত্তরবঙ্গের অন্য জগতে নিয়ে চলে যান। ধন্যবাদ ❤
অজস্র ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন দাদা
আমি সব সময় ই আপনার ভিডিও দেখে মুগ্ধ হয়ে যাই। অনেক অনেক শুভ কামনা রইলো দাদা।
অজস্র ধন্যবাদ আপনাকে
👍😊❤️❤️❤️ অতি পরিচিত ঘিঞ্জি দার্জিলিঙের অসাধারণ রূপলাবণী ফুটিয়ে তুলতে একমাত্র আপনিই পারেন । দেখবোনা দেখবোনা করেও খুলে বসলাম এই ভিডিও দেখতে আর মুগ্ধ হয়ে আপনার এই অসাধারণ উপস্থাপনা উপভোগ করলাম । অনেক অনেক শুভেচ্ছা জানাই ভাইরালস্কোপকে আর কর্ণধার শান্তনু লাহিড়ী মশাই কে 🎉
Shantanu da Khub bhalo hoyeche video just amazing ❤❤❤
অনেক ধন্যবাদ আপনাকে
Thank you for taking time to make the video, I also stay in the neighborhood.
Oh nice
আরেকটি নতুন জায়গার সন্ধান 😊 দারুণ লাগল 😇
অজস্র ধন্যবাদ আপনাকে
Classically beautiful and a classic gateaway. But Kanchenjunga, tulonaheen. Ek mon-matal experience 😊
Yes, true
প্রায় রাত দু'টো। কিছুতেই ঘুম আসছেনা.. কারণ মন পাহাড়-পাহাড় করছে। ভাইরাল স্কোপ খুলে বসলাম.. এই ভ্লগ টা দেখার পর আপাতত আমি hallucination এ আছি। ধন্যবাদ Santanu দা আজকে রাতের ঘুম ওড়াবার জন্য 😇
অপূর্ব
My god you do have a nice eye for scenery phool gulo ki shundar capture korechen those tiny tots are the best full of energy 😊
Thank you so much 😀
Question karbo vblm,kintu apni to sb answer e diye dilen,dhannobaad.khb vlo presentation.
😊😊🥰🥰
Mesmerizing scenic beauty..good job brother..by the way whing song it @3:20 timeframe?
অপূর্ব।
Dada Apnar Video dekhe sotti erom mone hoy je amra o apnar saathe saathe travel korchi❤
অসাধারণ লাগলো
অনেক ধন্যবাদ
একরাশ মুগ্ধতা, না জানি সামনে থেকে আরো কত বেশি সুন্দর হবে!আর আপনার এই লোকাল লোকেদের সাথে গ্রাম ঘুরতে যাওয়ার ব্যাপারটা বেশ লাগে!
তাও তো বড় চা বাগানটা বাকি থেকে গেছে 😊
@@Viral_Scope ঘুরতে পারতেন তাহলে আমরাও দেখতে পেতাম।
@@pritikaguin5904 শীতকালে চা গাছ ছেঁটে ফেলা হয়, গিয়ে ভালো লাগতো না। অন্য সময় হলে যেতাম
asadharon...khub valo laglo 👌
অনেক ধন্যবাদ আপনাকে
Watched and enjoyed. Frankly speaking, who else but you can present such a soothing night view of Darjeeling from Risheehat ?
Thanks a lot 😊
Fatafati Boss
Very nice video- really enjoyed. Thanks
অসংখ্য ধন্যবাদ 😊😊
Simply Incredible video
Thank you very much!
আজ অব্দি যতো গুলো ভিডিও দেখেছি আপনার সব গুলোই অপূর্ব, তবে বলতেই হচ্ছে এটা সেরার সেরা❤😊...অনেক ধন্যবাদ এটার খোঁজ দেবার জন্য, bucket list এ এটা add হয়ে গেলো.❤🎉
অজস্র ধন্যবাদ দাদা
Osadharon vdo .. mugdhota te Vora ❤️
অসংখ্য ধন্যবাদ 😊😊
অসাধারণ লাগলো দাদা।জায়গাটা দুর্দান্ত ছিল। কাঞ্চনজঙ্ঘা সকালে আর রাতে অপূর্ব লাগলো। স্বর্গীয় সুখ অনুভব করলাম। আমারও পাহাড় খুব পছন্দের জায়গা।❤❤❤
অনেক ধন্যবাদ
Apnar video gulo dekhle mone hoi paharer kono ek gramei bose...hypnotised hoye jai. Khub bhalo.. kindly gaan ta kar jodi ektu bolen
Gaan er utsho ta janaben please
ভালো ব্লগ।
Darun Sundor ❤
Uff ki sundor 😍😍 swapno puro 😊❤
🥰🥰🥰
দারুণ লাগলো ভালো থাকবেন
আপনিও ভালো থাকবেন
Saw your video by chance just now...u have an exceptional voice quality and beautiful way of narration....ei Bagan ta aamar khub chena as aami cha Bagan e 10 bochor chilam ebong Rishihaat er samne Marybong cha Bagan e 1998 e aami assistant manager chilam ...aamar ek dike rishihhat aar aarek dike Lingia n chontong chilo ( bijanbari)..hotat jano puro memory gulo phire elo ...tomar sathe ek din kotha bolbo to relieve those memories
Thank you so much 🙏🏼
খুব সুন্দর ❤❤
অনেক পুরনো স্মৃতী তাজা হয় গেল। আমি দার্জিলিং গেলেই দীনেশ জির সাথে যোগাযোগ করি হোটেল এর জন্যে। ওনাদের চা কারখানা টা আমি দেখেছি। পূর্ণিমার রাতের রিশিহাট এর সৌন্দর্য আলাদাই। আর এখানকার নিস্তব্ধতার কথা নাই বা বললাম। খুব ভালো লাগলো।
বাহ খুব ভালো
Beautiful Travel Vlog. Amazing place. BTW, background song is great as well. Who is the singer? Please share the name. Thank you.
আপনার ভয়েস খুব সুন্দর, বর্ননা দারুণ লাগে।
অনেক ধন্যবাদ
খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👌 দারুন লাগলো 👍
অজস্র ধন্যবাদ দাদা
@@Viral_Scope Welcome ❤️🥰
Just wow.........eto taratari apnar vdo ses hoye jai keno...........money hoi around dekhi.......
অনেক ধন্যবাদ আপনাকে
ভীষন সুন্দর দাদা❤❤❤
অনেক ধন্যবাদ আপনাকে
Video and Voice .. Really fantastic 👏👌 .. From Barrackpore
Thanks a bunch
Am a nite person...life begins at nite so are hidden emotions ' honestly Sunday without your Vlogs ' kinda feels incomplete Kacha Bong ' 😊 waiting for the next one
Wow, thank you
Apurbo ❤❤❤❤
অজস্র ধন্যবাদ আপনাকে
অপুর্ব ভিডিওগ্রাফি
Love you dada valo thako sob somoy opakhar somoy ta mugdho hoya thakai kokhon asho tomar sopno dakhano video niya somrat sirajgong Bangladesh ❤💚🤗
অজস্র ধন্যবাদ আপনাকে
Bangladesh thake dekci jabo kokhono. Apnar video gulo onek beshi valo lage
অনেক ধন্যবাদ আপনাকে
রবিবারে TH-cam খুলে viral scope এর নতুন ভিডিওর Thumbnail দেখতে পাওয়ার মুহূর্তটাও যেন কোনো অংশে সপ্তমীর ভোরের থেকেও কম না আমার কাছে...
এরকম অনবদ্য Script 💖 আর দুর্দান্ত ভিডিওগ্রাফির মান আপনাকে আরও সফলতার শিখরে নিয়ে যাবে এই কামনা করি।
আশা করছি আরও বেশি কিছু পাব আপনার কাছে...🙏🙏🫡🫡❤❤
অনেক ধন্যবাদ আপনাকে
আপনার ভিডিও দেখেই বাংলাদেশ থেকে ঘুরে এলাম রিশিহাটে।অনেক ভালো লেগেছে।🎉🌿
Thank you so much
Kub e sundor presentation...kichu query chilo..ai place ta nia
Njp tekhe garir cost koto Porte pare?
@@tanmoydasgupta7173 ভিডিওতে বলেছি, এখন আমার আর মনে নেই
আপনার videography হাত এত ভালো যে প্রতিটা video এর প্রথম কয়েকটা shots দেখেই আপনি থেকে like বাটন এ হাত চলে যায় 😄 keep it up... আপনার video দেখেই Rangaroon গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল 🎉❤
অনেক ধন্যবাদ আপনাকে
@@Viral_Scope U r most welcome ❤️
Kub sundar ❤❤
অনেক ধন্যবাদ আপনাকে
অসাধারণ 😊
আপনার ভিডিও মানে মন কেমনের কবিতা
Nice place with good host
Darun video ❤. Amra ei same homestay te 2022 er December er last week e chilam. Tokhon sudhu 1st floor ta chilo, oporer 2 to floor hoi ni. Jaigata darun holeo onader behaviour valo lage ni.... thik paharer manush er moto chilo na.
Excellent 👌🏻❤️
Darun homestay ta. Notun ekta jaoyar jaiga add holo amar list e ❤
👍👍
Darun laglo
Thanks a bunch
Most underrated vlog. God knows...why
Good question
Khub shundor laglo jaygata dada.. sotti tomar vlog er kono tulona hoyna... achha gari jekhane namabe sekhan theke ki khub chorai rastay uthte hobe ? amar sathe maa thakbe, ektu hatur problem ache .. ar rasta kirokom okahne jawa .. ektu janio please...
❤❤❤ সুন্দর
অনেক ধন্যবাদ আপনাকে
Hi , on which month did you go to the Homestay and also does the car reach to the homestay or do we have to walk few meter upwards to the homestay
Khub sundor
অজস্র ধন্যবাদ দাদা
একটা কথা ভীষণ দামি, পাহাড়ে গিয়ে প্রতিবার কাঞ্চনজঙ্ঘা দেখতেই হবে এই প্রত্যাশা না নিয়ে গিয়ে বরঞ্চ পাহাড় যা দেবে তাই চেটেপুটে খাওয়ার মানসিকতা থাকা উচিত, তাহলেই সে তার রূপ উজাড় করে দেবে।
True
Beautiful
Thank you
3:44 গানটি সুন্দর ছিলো,সাথে ভিউটিও অসাধারণ। গানটির লিংক বা সোর্স টি কি দেয়া যায়? ❤❤
Ekkothai Asadharon.Which lens and camera are u using?
Nikon z 30