ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Fun Paradise Park Faridpur|ফান প্যারাডাইস পার্ক ফরিদপুর|SSC 95 Batch||এসএসসি ৯৫|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.พ. 2024
  • Fun Paradise Park Faridpur|ফান প্যারাডাইস পার্ক ফরিদপুর|SSC 95 Batch||এসএসসি ৯৫|#travel_with_shafiul
    প্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ শফিউল থেকে| আজকে নিয়ে আসছি ফরিদপুরের বিখ্যাত বিনোদন কেন্দ্র ফান প্যারাডাইস পার্কের বিস্তারিত তথ্য সহ পার্কের নৈসর্গিক সৌন্দর্য|| আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন||ধন্যবাদ সবাইকে||
    ফান প্যারাডাইস পার্ক এ্যন্ড রিসোর্ট, ফরিদপুর বাসীর জন্য নির্মল বিনোদন কেন্দ্র ও আকর্ষনীয় স্থান। সবুজ শ্যামল অরণ্যের মাঝে হারিয়ে যেতে কার মন না চায় ? এই পার্কে বেড়াতে আসলে আপনাকে হারাতে হবে গহীন সবুজ প্রকৃতির মাঝে যেখানে আপনি আপনার পরিবার-পরিজনদের নিয়ে ঘুরতে পারবেন শান্তিতে । তাই মন স্থির করে ঘুরে আসতে পারেন এই অভয়ভ চির সবুজের সমারোহে। সব ব্যস্ততার ফাঁকে মনটাকে একটু সবুজের স্নিগ্ধতায় কিছু সময় ব্যস্ত রাখতে চাইলে ছুটে আসতে পারেন পদ্মার পারের মায়াবী এক নৈসর্গিক জগতে।
    ফান প্যারাডাইস পার্কের অবস্থান হচ্ছে ফরিদপুর শহর থেকে পার্কটি প্রায় ১০ কিলোমিটার দূরে ধুলদি রেলগেট, জয়দেবপুর, শিবরামপুর, ফরিদপুর নামক স্থানে হাইওয়ের ঠিক পাশেই অবস্থিত।
    ফান প্যারাডাইস পার্কটি ৪০ একর জমিতে 2019 সালে স্থাপিত হয় । এই পার্কটি মামুন গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ফরিদপুরের একটি পিকনিক স্পট হিসাবে বেশ পরিচিতি লাভ করেছে । আর ভ্রমণ প্রেমীদের কাছে ফান প্যারাডাইস পার্ক টি ফরিদপুরের একটি মনোমুগ্ধকর টুরিস্ট স্পট হিসাবেও পরিচিত। শহরের বাইরে কোলাহলমুক্ত নির্জন পরিবেশে সময় কাটাতে চাইলে পরিবার পরিজন অথবা বন্ধু-বান্ধব নিয়ে চলে আসতে পারেন এই পার্কটিতে। এখানে প্রতি দিন হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে চোখে পড়ার মতো। এবং সামাজিক বিভিন্ন বনভুজন, সভা, সেমিনার ইত্যাদির জন্য রয়েছে অত্যাধুনিক সুব্যবস্থা। আপনি চাইলে স্ক্রীনে দেয়া নম্বর গুলিতে যোগাজোগ করতে পারেন বুকিং এর জন্য ।
    প্রিয় বন্ধুরা পার্কটিতে আজকের দিনে সারা বাংলাদেশের এসএসসি 95 ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছিল । তাই তাদেরও মনের আনন্দ আর অনুভূতির কথা সারা দেশের 95 বন্ধুদের সবাইকে উৎসর্গ করলাম আজকের ভিডিও তে শেয়ার করেছি।
    ফান প্যারাডাইস পার্কে মোট রাইড সংখ্যা ৫টি
    রাইড গুলি হলো ম্যাজিক বা সুইং বোট, সুইং চেয়ার, ফ্লাইং চেয়ার, ট্রেন, প্যাডেল বোট। পার্কটিতে রাইডের সংখ্যা খুবই কম। কিন্তু নতুন আরো রাইড যুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন। সেই সাথে বিভিন্ন স্থাপনা লেক, হাতি, বাঘ, সিংহ, জিরাফ, ড্রাগন, প্রজাপতি, পানির ফোয়ারা সহ বিভিন্ন ধরনের শিল্পকর্ম ও নান্দ্যনিক বিভিন্ন ভাস্কর্য স্থাপন করার ফলে পার্কটি কে অত্যধিক চমৎকার রুপ দিয়েছে।
    পার্ক কর্টিপক্ষের কাছ থেকে সময়সূচী মোতাবেক সপ্তাহের ৭ দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত পার্কটি সকল বিনোদন প্রেমীদের জন্য উন্মুক্ত থাকে।
    পার্কে জনপ্রতি প্রবেশের টিকেট মূল্য ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
    পার্কের প্রতিটি রাইডের জন্য অবশ্যই জনপ্রতি ৫০ টাকা দিয়ে রাইড গুলি উপভোগ করতে হবে ।
    ফান প্যারাডাইস পার্কে আসলে আপনি ঘোরে যেতে পারেন ফরিদপুরের বিভিন্ন দর্শনীয় স্থানে।
    ফরিদপুরে শহরের আশেপাশের স্থান সমূহের মধ্যে ফরিদপুর শিশুপার্ক, পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি, ধলার মোড় ও নদী গবেষনা ইনস্টিটিউট। ফরিদপুর জেলার অন্যান্য জায়গা ঘুরতে হলে আপনার হাতে কয়েক দিন সময় নিয়ে বেরিয়ে পড়তে হবে। তা না হলে সময়ের অভাবে আপনি সবগুলো জায়গা ঘুরে দেখতে পারবেন না।
    ফরিদপুরে যাওয়ার পর ভ্রমণকারীর জন্য রয়েছে আরো বেশ কিছু দর্শনীয় ও ঐতিহাসিক স্থান সমূহ -
    ১. পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি
    ২. ধলার মোড় (পদ্মার পাড়)
    ৩. ফরিদপুর পৌর শেখ রাসেল শিশুপার্ক
    ৪. নদী গবেষনা ইনষ্টিটিউট
    ৫. হযরত শাহ ফরিদ মসজিদ
    ৬. জগদ্বন্ধু সুন্দর এর আশ্রম
    ৭. সাতৈর মসজিদ, বোয়ালমারি
    ৮. মথুরাপুরের দেউল
    ৯. পাতরাইল মসজিদ
    ১০. টিটা ভাসমান সেতু
    ১১. বাইশ রশি জমিদার বাড়ি
    ফরিদপুরে যাওয়ার পর আপনারা যারা ভ্রমণকারীরা রয়েছেন তাদের থাকার জন্য রয়েছে বিভিন্ন আবাসিক হোটেল। ফরিদপুর নতুন ও পুরাতন বাসস্ট্যান্ড এবং এর আশেপাশেই রয়েছে আবাসিক হোটেল গুলো। আবাসিক হোটেলের সর্বনিম্ন ভাড়া ২০০ টাকা সর্বোচ্চ ভাড়া ১৫০০ টাকা। আবাসিক হোটেল গুলোতে সকল ধরনের বেড মানে সিঙ্গেল ও ডাবল উভয় বেড রয়েছে। সরকারি কর্মকতা ও কর্মচারীদের জন্য রয়েছে সার্কিট হাউজ।
    যোগাযোগঃ ফান প্যারাডাইস পার্ক ফরিদপুর।
    Email: fun.paradise2019@gmail.
    Mobile:
    +8801765-778432
    +8801300-262725
    #bangladesh #bangladesh_tourism_board #parkreview
    #Funparadisepark
    #Fun_paradise_Park_faridpur
    #fantasy_kingdom #Resorts
    #faridpur #faridpurnews
    #village #vangafaridpur
    #Alivated_expressway
    #Tourisguide
    #Bangladeshinature
    #bangladeshivlogger
    #mix #tourisom

ความคิดเห็น • 10

  • @FerozMirdha
    @FerozMirdha 5 หลายเดือนก่อน +1

    শুভ কামনা রইল

    • @Travelwithshafiul
      @Travelwithshafiul  5 หลายเดือนก่อน

      অসংখ্য ধন্যবাদ বন্ধু

  • @fatemabegum5029
    @fatemabegum5029 4 หลายเดือนก่อน +1

    Nice❤

  • @faridsdiary8344
    @faridsdiary8344 5 หลายเดือนก่อน +1

    Vary Good

    • @Travelwithshafiul
      @Travelwithshafiul  5 หลายเดือนก่อน +1

      Thank you so much it’s my great pleasure dear

  • @Riponmia87915
    @Riponmia87915 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤

    • @Travelwithshafiul
      @Travelwithshafiul  5 หลายเดือนก่อน

      অসংখ্য ধন্যবাদ

  • @user-sy9jk7zo4w
    @user-sy9jk7zo4w 3 หลายเดือนก่อน +1

    Resort a room vara koto??

    • @Travelwithshafiul
      @Travelwithshafiul  3 หลายเดือนก่อน

      ধন্যবাদ ভাড়া সামান্য