অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর একটি প্রতিবেদনের জন্য। সত্যিই মন ভরে গেলো। বাংলাদেশে জাতিসংঘ শান্তি মিশনে থাকা সকল সেনা সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা। কঙ্গোর জনগণের প্রতি ভালোবাসা ও শুভ কামনা ❤️❤️❤️❤️
নিজের ভাষা অন্যের মুখে শুনতে অন্যের এদেশের মানুষের মুখে আমাদের জাতীয় সংগীত এত সুন্দর করে গাইতে দেখে সত্যি ভিতরটা জুড়িয়ে গেল .....স্যালুট বাংলাদেশ সেনাবাহিনী......❤❤❤
মুনজুরুল সাহেব, আপনার এই অসামান্য উপস্হাপনা টি দেখে ভীষন ভীষন ভালো লাগলো । বাংলাদেশ সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা কেও কুর্নিশ। আফ্রিকার বাসিন্দারা বাংলায় কথা বলছে, গান গাইছে; এ এক অসামান্য অনুভূতি!!! অনেক শুভেচ্ছা পশ্চিমবঙ্গ থেকে। ❤️
*এতো বড় কোন ভিডিও এতো মনোযোগ দিয়ে আগে দেখেছি কিনা মনে নেই। মনে হচ্ছিলো আরও বড় হলোনা কেনো! একটুও বিরক্ত লাগেনি, ভাষায় মাসে এমন চমৎকার ভিডিও দেখে মনটা ভরে গেলো। বেরে গেলো ভাষায় প্রতি সম্মান 💚*
আফ্রিকা প্রাকৃতিক সম্পদে ভরপুর এক মহাদেশ।এখানকার অনেক দেশকেই বোকা বানিয়ে তাদের সম্পদ লুণ্ঠন ও শোষণ করছে পশ্চিমারা।তাদের বাধা দেওয়ার জন্য কিছু দেশ মাতার সন্তানেরা সেকেলে পদ্ধতিতে লড়ে যাচ্ছে। যদিও এই বিদ্রহীর সংখ্যা ও শক্তি খবই কম।তার পর পশ্চিমারা কৌশলে তাদের নিজেদের মধ্যে দন্দ লাগীয়ে পুরা জাতীকেই শেষ করে দিতে তৎপর।আবার সেই দন্দ থামেতেই নিজেদের তৈরি জাতীসংঘ মিশন ব্যবহার করছে।এও যেন একটা শুভঙ্করের ফাকি।সেখানে বাংলাদেশ আরমী শ্রমের বিনিময়ে টাকা পাচ্ছে। মুল কাজে হাত দিতে পারছে না।
দুইএকজন বিতর্কিত মানুষদের জন্য পুরো সেনাবাহিনী কলঙ্কিত হয় কি করে?? ধরেন আপনার পরিবারে আপনি সবথেকে খারাপ মানুষ, এমন কোন খারাপ কাজ নাই আপনি করেননি..... তারমানে কি আপনার পুরো পরিবরই খারাপ?? বাংলাদেশ সেনাবাহিনী সততা আর নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব-কর্তব্য পালন করে আসছে দেশে এবং দেশের বাইরে। দুই একজনের জন্য আপনি পুরো বাহিনীকে নিয়ে বাজে মন্তব্য করতে পারেনা না। সেনাবাহিনী কলঙ্কিত না কলঙ্কিত আপনার মন-মানষিকতা। দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে উদাহরণ টেনে পুরো বাহিনীর নামে কূস্যা রটিয়ে পরিচয় দিচ্ছেন আপনি নিদিষ্ট একটি দলের দালাল মাত্র!! জানেন না কিছুই কিন্তু ঘোলা পানিতে মাছ শিকার করার ধান্দায় থাকেন সব সময়।
যেখানে বাংলার মানুষেরা খাটি বাংলা ভাষার মূল্যায়ন করে না সেখানে আফ্রিকা মানষের বাংলা ভাষার প্রতি সম্মান ও ভালোবাসা দেখে খুবই ভালো লাগলো l এমন একটি ভিডিও উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ❤❤
চোখে পানি এসে গেছে । ভিনদেশি মানুষরা বাংলা ভাষায় কথা বলছে । বাংলাদেশকে ভালোবাসে । ধন্যবাদ বাংলাদেশের সকল সেনাবাহিনীকে । ধন্যবাদ ভাইয়া ভিডিও করে আমাদেরকে দেখার সুযোগ করে দেয়ার জন্য।
এ যাবৎ কালের সবচেয়ে সেরা প্রতিবেদন। ধন্যবাদ ভাই। ভালোবাসা অবিরাম। স্বপ্ন আমিও বাংলাদেশের সৈনিক হব। দোয়া করবেন । আর মামুনের জন্য কিছু বাড়তি ভালোবাসা ও আমাদের রাজবাড়ী জেলার নাম জানে। 💖💖💖Love you All...
আমি নিসন্দেহে বলতে পারি আমাদের চাইতে হাজার গুন বেশি ইমানদার ওই লোক গুলো যারা গাড়ী থামিয়ে নামাজ আদায় করেছে.....সত্যিই দেখে মনটা ভরে গেছে.....আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিক আমিন....
আমি বাংলায় দেখি স্বপ্ন, বাংলায় বাঁধি সুর,,,,অফুরন্ত ভালবাসা মাতৃভাষা বাংলার প্রতি, কৃতজ্ঞতা মহান রাব্বুল আলামীনের প্রতি যিনি এই ভাষা আমাদের জন্য নির্ধারন করেছেন।
মারহাবা মাশাআল্লাহ ভাই আমার মা এর ভাষায় যে এত মধুআছে তাহা এতদিন বুঝতে পারিনি।আফ্রিকান দের মুখে বাংলা ভাষা শুনে বুজতে পেরেছি শিক্ষিত সমাজের আমার পুর্ব পুরুষ গন কেন নিজেদের জীবন দিয়ে বাংলাভাষা রক্ষাকরে আমাদেরকে দিয়ে গেছেন।ঐ সমস্ত শহিদ গনের আত্নার মাগফেরাত ও সোয়াব রেসানি করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা এপিসোড উপহার দেয়ার জন্য।
সত্যিই অসাধারণ একটা ভিডিও কষ্ট লাগে আমার দেশের সেনাবাহিনী বহিঃবিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অথচ আমার দেশের শান্তি রক্ষায় তারা উদাসীন 😢😢
অসম্ভব ভালো লেগেছে ।সিয়েরা লিওন বাসীকে অনেক ধন্যবাদ আরো ধন্যবাদ আমার দেশের সৈনিক ভাইদের ।সৃষ্টি কর্তা আপনাদের নিরাপদ সুস্থ দীর্ঘ জীবন দান করুন। প্রতিবেদন তুলে ধরার জন্য মন্জুর ভাইর জন্য অনেক দোয়া ।
সত্যিই আমি আজ মুগ্ধ 💜 আমার বাংলা ভাষা আজ এতো দূর দূরান্তে পৌঁছে গেছে , এই মানুষ গুলো সত্যি খুবই সহজ সরল 💜 তাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো আমার 💜🍁
অসাধারণ উপস্থাপন! বাংলাদেশীদের প্রতি তাদের আকর্ষণ ও ভালোবাসা দেখে মনটা ভরে গেছে। বাংলাদেশ সেনাবাহিনী বিদেশিদের মন জয় করতে পারলো অথচ.....??? সকলের জন্য অবিরাম ভালবাসা ও শুভকামনা রহিলো
ভাই আইসা আর কি মজাই পাবেন।এত বছর টাকা উপার্জন কইরা দেশে পাঠালেন।সরকার প্রবাসীদের কোনো গুরুত্ব দেয় না।আর যারা দেশ থেকে বিদেশে টাকা পাঠায় তাদের গুরুত্বের শেষ নাই।
অসাধারণ আমার দেশের বাংলা ভাষাকে অন্য দেশের মানুষ জন রপ্ত করা দেখে খুব ভাল লাগছে। এমন অনুষ্ঠান করার জন্য মুনজুরুল করিম ভাইয়াকে ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে।
আমার মন বলছে ওখানে ওখানে যে কয়জন হোক না কেন বাংলাদেশি মিলিটারিরা ছিল তারা অবশ্যই নৈতিক চরিত্রের অধিকারী এবং দেশ প্রেমিক যার জন্য বিদেশে গিয়েও মানুষের সাথে সখ্যতা অর্জন করেছে দেখে আমার খুব ভালো লাগলো আপনাদের কারণেই আমার দেশের ভাবমূর্তি অনেকটা উজ্জ্বল হয়ে উঠবে আমি এটা আশা করি
বাংলাদেশের প্রতি তাদের এই মধুর আগ্রহ দেখে মনে হচ্ছে নিজের পকেটের টাকা খরচ করে তাদের বাংলাদেশ দেখাই।।।কিন্তু তা আমার সাধ্যের মধ্যে পরে না।।।ভালোবাসা এই সকল মানুষের প্রতি যারা এতো দূরে থেকেও আমার দেশ কে ভালোবাসে।।।।আমার দেশের দুর্নীতিবাজদের এদের কাছে শেখা উচিৎ।।।
বাংলাদেশ সেনাবাহিনীর আন্তরিকতা এবং ভালোবাসা পেয়ে,,, সমাজের অনেক কিছু থেকে বঞ্চিত মানুষগুলো পরিবর্তনের আশা পেয়েছে,, 👏।মানবিকতার অনন্য নিদর্শন বাংলাদেশ সেনাবাহিনী 🙋🏾♂️🙏
৫ বছর পূর্বের স্মৃতি খুব বেশি মনে পড়ে গেল। প্রতিবেদনের কিছু মানুষের সাথে প্রতিদিন কথা হত হত।। ক্ষুধা নিবারনের জন্য ওরা সারাদিন ক্যাম্পের পাশে থাকতো। একটা দুটা বিস্কুট পেলেই সর্বোচ্চ খুশি থাকত,অনেক কাজ করে দিত। ক্যাম্পের অনেকেই নিজে একটু কম খেয়ে ওদের জন্য রেখে দিত। এই সব স্থানে না গেলে কেউই উপলব্ধি করতে পারবে না যে,, মানুষ কত ক্ষুদার্থ। আল্লাহ ওদের সাহায় হোক।।
@@MizanurRahman-rv6be ভীনদেশী হয়েও তার প্রচেষ্টা ছিলো অনন্য। স্যালুট জানাচ্ছি তাদের।🙏🙏🙏 আমিও আমার সাথের ভীনদেশী লোকদের অল্প অল্প বাংলা শেখাচ্ছি। যদিও এটা অনেক কঠিন তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারাও বাংলা ভাষা শিখতে খুবই আগ্রহ প্রকাশ করে।
আফ্রিকার জনগণ যেভাবে বাংলা ভাষা শিখার প্রতি আগ্রহ তাতে আমার মনে হয় একদিন পুরো আফ্রিকায় আমাদের বাংলা ভাষা ছড়িয়ে পরবে আফ্রিকান মানুষের মুখে মুখে। ধন্যবাদ আফ্রিকার জনগণকে আমাদের বাংলা ভাষাকে ভালবাসার জন্য।
অসম্ভব ভালো লেগেছে কিন্তু আনন্দ টা প্রকার করা ভাষা নেই।। বিশ্ব জুড়ে জয়জয়কার পাওয়া বাংলাদেশ সেনাবাহিনী আজ কিছু অসাধুর উপস্থিতিতে আজ কুলষিত,,, আমরা আবারও সেই আগের সম্মান ফিররে পাবো আশা রাখি।। অতঃপর আন্তরিক সম্মান রইল সেই বীর সেনাদের জন্য যারা নিজেদের জীবন বাজী রেখে বিশ্বজুড়ে সম্মানের স্থান তৈরি করেছে আমাদের জন্য।। স্যালুট বাংলাদেশ আর্মি।।
ভাই সত্যিই অসাধারণ আপনার প্রোগ্রামটা দেখলাম আর কখনো দেখা হয় না আপনার আগের প্রোগ্রাম গুলো দেখা হয়নি আশাকরি আফ্রিকা নিয়ে এবং আমাদের বাংলা ভাষা নিয়ে আরো প্রোগ্রাম করবেন
আইসল্যান্ড ভ্রমণ ধারাবাহিকের দ্বিতীয় পর্ব দেখুন: th-cam.com/video/uD2REOOSKhQ/w-d-xo.html
কি মজার কি গর্বের একটি ভিডিও
স্যালুট বাংলাদেশ সেনাবাহিনী
ধন্যবাদ ভাই। শেয়ার করে বাংলার এই গর্ব সবার কাছে পৌঁছে দিন।
🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
গর্বের কিছু নেই৷
নিজের দেশের খবর নেই৷
আর.......
গায়ের রং কোন ফ্যাক্ট না, মানুষের মানসিকতাই বড় বিষয়।।।।
ভালোবাসা রইল আফ্রিকার ঐ সব দেশের মানুষের প্রতি।।।❤️
ভিনদেশিদের মুখে ভাংঙ্গা ভাংঙ্গা বাংলা শুনে বুকটা ভরে যাচ্ছে। সত্যি অসাধারণ! ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী এবং মনজুরুল ভাইকে।
হৃদয় টা জড়িয়ে গেলো..
আহা আল্লাহ কত নিদারুণ সৃষ্টি....
কত মানুষ যে বাংলা ভাষা বলতে পারে. সত্যি মন টা ভরে গেলো.
আল্লাহ্ সবাই কে ভালো রাখুক
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর একটি প্রতিবেদনের জন্য। সত্যিই মন ভরে গেলো। বাংলাদেশে জাতিসংঘ শান্তি মিশনে থাকা সকল সেনা সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা। কঙ্গোর জনগণের প্রতি ভালোবাসা ও শুভ কামনা ❤️❤️❤️❤️
অনেক ধন্যবাদ। শেয়ার করে আরো মানুষের কাছে এই গর্বের কথা ছড়িয়ে দিন
হ্যালো সাদিয়া আপু।আমি তোমার ভিডিও সব সময় দেখি। তোমার ও বাবুর জন্য শুভকামনা।
ওঁদের বাংলা বলার সাথে আপ্নার উপস্থাপনায় আমি সত্যি মুগ্ধ মনজুরুল করিম ভাই। ❤
ভিনদেশিদের কাছে যখন মাতৃভাষা শুনি তখন গর্বে বুকটা ভরে যায়।
অসাধারণ দৃশ্য উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই। শেয়ার করে বাংলার এই গর্ব সবার কাছে পৌঁছে দিন।
নিজের ভাষা অন্যের মুখে শুনতে অন্যের এদেশের মানুষের মুখে আমাদের জাতীয় সংগীত এত সুন্দর করে গাইতে দেখে সত্যি ভিতরটা জুড়িয়ে গেল .....স্যালুট বাংলাদেশ সেনাবাহিনী......❤❤❤
মুনজুরুল সাহেব, আপনার এই অসামান্য উপস্হাপনা টি দেখে ভীষন ভীষন ভালো লাগলো । বাংলাদেশ সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা কেও কুর্নিশ। আফ্রিকার বাসিন্দারা বাংলায় কথা বলছে, গান গাইছে; এ এক অসামান্য অনুভূতি!!!
অনেক শুভেচ্ছা পশ্চিমবঙ্গ থেকে। ❤️
খুশিতে চোখে জল এসে পড়েছে😭
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি🇧🇩❤️
*এতো বড় কোন ভিডিও এতো মনোযোগ দিয়ে আগে দেখেছি কিনা মনে নেই। মনে হচ্ছিলো আরও বড় হলোনা কেনো! একটুও বিরক্ত লাগেনি, ভাষায় মাসে এমন চমৎকার ভিডিও দেখে মনটা ভরে গেলো। বেরে গেলো ভাষায় প্রতি সম্মান 💚*
Same too
সহমত
মনের কথা বলেছেন ভাইয়া।
সহমত
@@mdohidulislammdohidulislam1237 100%vai
আলহামদুলিল্লাহ
সুদ্ধ বাংলা শেখার পাশাপাশি শুদ্ধ কোরআন শেখালে সব মুসলমান তো খুশি হবে সাথে আল্লাহ পাক ও অনেক খুশি হবে
Africander Tilawat onnek sundor mashaaaa allah🥰
মন টা ভরে গেল কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না,,,,, অসংখ্য ধন্যবাদ প্রিয় মনজুরুল করিম ভাই
হ্যাঁ । বাংলা ভাষাকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে হবে। আপনার যে কাজটি করছেন তার জন্য ধন্যবাদ।
পশ্চিমবঙ্গ থেকে বলছি, বিদেশী দের কাছে বাংলা শুনতে ভালো লাগে।
আফ্রিকা প্রাকৃতিক সম্পদে ভরপুর এক মহাদেশ।এখানকার অনেক দেশকেই বোকা বানিয়ে তাদের সম্পদ লুণ্ঠন ও শোষণ করছে পশ্চিমারা।তাদের বাধা দেওয়ার জন্য কিছু দেশ মাতার সন্তানেরা সেকেলে পদ্ধতিতে লড়ে যাচ্ছে। যদিও এই বিদ্রহীর সংখ্যা ও শক্তি খবই কম।তার পর পশ্চিমারা কৌশলে তাদের নিজেদের মধ্যে দন্দ লাগীয়ে পুরা জাতীকেই শেষ করে দিতে তৎপর।আবার সেই দন্দ থামেতেই নিজেদের তৈরি জাতীসংঘ মিশন ব্যবহার করছে।এও যেন একটা শুভঙ্করের ফাকি।সেখানে বাংলাদেশ আরমী শ্রমের বিনিময়ে টাকা পাচ্ছে। মুল কাজে হাত দিতে পারছে না।
ধন্যবাদ
Taile ekbar Bangladesh army ke tnx thu bolon
Me to bro 👍🏻❤️
Thinks vai
অসাধারন... এই সেনাবাহিনী কে স্যালুট। দুঃখের বিষয় এই সেনাবাহিনী ও আজ কলঙ্কিত
দুইএকজন বিতর্কিত মানুষদের জন্য পুরো সেনাবাহিনী কলঙ্কিত হয় কি করে?? ধরেন আপনার পরিবারে আপনি সবথেকে খারাপ মানুষ, এমন কোন খারাপ কাজ নাই আপনি করেননি..... তারমানে কি আপনার পুরো পরিবরই খারাপ?? বাংলাদেশ সেনাবাহিনী সততা আর নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব-কর্তব্য পালন করে আসছে দেশে এবং দেশের বাইরে। দুই একজনের জন্য আপনি পুরো বাহিনীকে নিয়ে বাজে মন্তব্য করতে পারেনা না। সেনাবাহিনী কলঙ্কিত না কলঙ্কিত আপনার মন-মানষিকতা। দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে উদাহরণ টেনে পুরো বাহিনীর নামে কূস্যা রটিয়ে পরিচয় দিচ্ছেন আপনি নিদিষ্ট একটি দলের দালাল মাত্র!! জানেন না কিছুই কিন্তু ঘোলা পানিতে মাছ শিকার করার ধান্দায় থাকেন সব সময়।
কেনো কিভাবে বুজলাম না
@@moshiurrahman2609 ঠিক বলেছেন ভাই আমি আপনার সাথে একমত
@@moshiurrahman2609 আফ্রিকায় ফ্রান্সের গোলামি করতে গেছে
সেনাবাহিনী কলঙ্কিত হয়নি হয়েছে কিছু সংখ্যক মাফিয়া।
আমার দেখা সেরা প্রতিবেদন গুলোর একটি! ভালবাসা নিবেন অবিরাম ।
ভাল থাকুক প্রত্যেক বাংলা ভাষাভাষী!
((((K
((
অসাধারণ অসাধারণ
আমি গর্বিত, বাংলা আমার দেশ বলে ।
দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা আরো বেড়ে গেল।
ধন্যবাদ স্যার।
আপনার জন্য শুভকামনা।
ধন্যবাদ আপনাকেও
ভাই তালাশে আপনিক আর দেখা যাই না কেনো
যেখানে বাংলার মানুষেরা খাটি বাংলা ভাষার মূল্যায়ন করে না সেখানে আফ্রিকা মানষের বাংলা ভাষার প্রতি সম্মান ও ভালোবাসা দেখে খুবই ভালো লাগলো l এমন একটি ভিডিও উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ❤❤
যেখানে ইউরোপীয়ান আর আমেরিকানদের বাংলা বলতে দাঁত ভেংগে যায় সেখানে এরা কত সুন্দর সাবলীলভাবে বাংলা বলতেছে❤️❤️❤️
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এইরকম সুন্দর একটি তথ্য চিত্রের জন্য ।
মাশা আল্লাহ,ভাষা হারিয়ে ফেলছি কি বলবো,,,,,, স্যালুট জানাই,আল্লাহ যেন ওদের কে আর আপনাদের কে হেফাজত করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর আজকের এই উদ্যোগ হয়তো কোন একদিন ইতিহাস রচনা করবে বদলে দেবে আফ্রিকার সাধারণ মানুষের জীবন
চোখে পানি এসে গেছে । ভিনদেশি মানুষরা বাংলা ভাষায় কথা বলছে । বাংলাদেশকে ভালোবাসে । ধন্যবাদ বাংলাদেশের সকল সেনাবাহিনীকে । ধন্যবাদ ভাইয়া ভিডিও করে আমাদেরকে দেখার সুযোগ করে দেয়ার জন্য।
এ যাবৎ কালের সবচেয়ে সেরা প্রতিবেদন। ধন্যবাদ ভাই। ভালোবাসা অবিরাম। স্বপ্ন আমিও বাংলাদেশের সৈনিক হব। দোয়া করবেন । আর মামুনের জন্য কিছু বাড়তি ভালোবাসা ও আমাদের রাজবাড়ী জেলার নাম জানে। 💖💖💖Love you All...
খুব ভালো লাগলো, বাংলাদেশী হিসাবে আমি গর্বিত।
আমি নিসন্দেহে বলতে পারি আমাদের চাইতে হাজার গুন বেশি ইমানদার ওই লোক গুলো যারা গাড়ী থামিয়ে নামাজ আদায় করেছে.....সত্যিই দেখে মনটা ভরে গেছে.....আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিক আমিন....
ভাই আপনি ঠিক বলেছেন আমরা বাঙ্গালী জাতির অনেক কিছু শেখার আছে আফ্রিকান প্রজাতন্ত্রে অশিক্ষিত মানুষের কাছে গিয়ে
এত সুন্দর মনমুগ্ধকর ভিডিও দেখে আসলেই মনটা ভরে গেল💚❤️💚🇧🇩🇧🇩
স্যালুট বাংলাদেশ সেনাবাহিনী
আমার মনে হয় আমার দেখা সেরা প্রতিবেদন এটা
খুব ভালো লেগেছে প্রতিবেদনটা
অসাধারণ প্রতিবেদন।
আফ্রিকা মহাদেশের সকল জনপদের বাংলাভাষী সহ সকল মানুষের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন।
সবচেয়ে মিষ্টি আমার বাঙলা ভাষা ।। ভারত থেকে ভালোবাসা নিও
আমি বাংলায় দেখি স্বপ্ন, বাংলায় বাঁধি সুর,,,,অফুরন্ত ভালবাসা মাতৃভাষা বাংলার প্রতি, কৃতজ্ঞতা মহান রাব্বুল আলামীনের প্রতি যিনি এই ভাষা আমাদের জন্য নির্ধারন করেছেন।
ভারতের ত্রিপুরা রাজ্য থেকে বলছি খুব সুন্দর লাগছে 👌👌👌
বিদেশিদের মুখে বাংলা শুনে খুব ভালো লাগলো। চমৎকার ভিডিও। ধন্যবাদ আপনাকে।
মারহাবা মাশাআল্লাহ ভাই আমার মা এর ভাষায় যে এত মধুআছে তাহা এতদিন বুঝতে পারিনি।আফ্রিকান দের মুখে বাংলা ভাষা শুনে বুজতে পেরেছি শিক্ষিত সমাজের আমার পুর্ব পুরুষ গন কেন নিজেদের জীবন দিয়ে বাংলাভাষা রক্ষাকরে আমাদেরকে দিয়ে গেছেন।ঐ সমস্ত শহিদ গনের আত্নার মাগফেরাত ও সোয়াব রেসানি করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা এপিসোড উপহার দেয়ার জন্য।
সত্যিই অসাধারণ একটা ভিডিও কষ্ট লাগে আমার দেশের সেনাবাহিনী বহিঃবিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অথচ আমার দেশের শান্তি রক্ষায় তারা উদাসীন 😢😢
Right
নামাজ আদায় করতে দেখে মনটা ভরে গেল।
সলাত
Esob faltu lok sob jaygay e thake
বিচির গোড়ায় সুড়সুড়ি লাগে ?
Right
Alhamdulillah
দেশের সেনাবাহিনীর উপর যে সময় আস্তা মানুষের কমে যাচ্ছে এমন সময় এই ভিডিওটা দেখে বেশ আশ্চর্য আর অবাক হলাম।
আফ্রিকা ছেলেদের কথা শুনে এবং তাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে ধন্যবাদ বাংলাদেশ আর্মিদের
কি বলবো সত্যিই ভাষা খুঁজে পাচ্ছিনা অসাধারন মনটা ভরে গেছে 🌷💯💯👍🏼👍👍👍🥀🌹😍🥰😱😱
আমি সত্যি গর্ব করে বলতে চাই,, আমি বাংগালী,, বাংলাদেশী
ধন্যবাদ ভাই। শেয়ার করে বাংলার এই গর্ব সবার কাছে পৌঁছে দিন।
ভাই আপনাকে ধন্যবাদ, সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য
অসাধারণ। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী, যাদের প্রচেষ্টায়, বাংলাকে আফ্রিকান রাজ্যে এতো সুন্দর করে তুলে ধরা হয়েছে ।
মনের ভিতর অন্য এর রকম শান্তি কাজ অন্য ভাষার মানুষ যখন আমার বাংলা ভাষায় কথা বলে
স্যালুট বাংলাদেশে সেনাবাহিনী কে
ভাই আফ্রিকাতে বসেই আপনার প্রতিবেদনটা দেখছি মনে হচ্ছে নিজেকে দেখছি।।।। 😊😊😊😊
😃😃😃🤭🙄🙄🙄🤔🤔🤔🤔🤔
মনটা ভরে গেল তাদের মুখে বাংলা ভাষা শুনে +বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি ভালবাসাটাও বেড়ে গেল।
ভাই আপনার যত অনুষ্ঠান দেখেছি তার মধ্যে সবচাইতে বেশি ভালো লেগেছে এই অনুষ্ঠানটি। আফ্রিকা নিয়ে আরো অনুষ্ঠান বানাবেন সেই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ
অসম্ভব ভালো লেগেছে ।সিয়েরা লিওন বাসীকে অনেক ধন্যবাদ
আরো ধন্যবাদ আমার দেশের সৈনিক ভাইদের ।সৃষ্টি কর্তা আপনাদের নিরাপদ সুস্থ দীর্ঘ জীবন দান করুন।
প্রতিবেদন তুলে ধরার জন্য মন্জুর ভাইর জন্য অনেক দোয়া ।
এ যাবৎ কালের সবচেয়ে সেরা প্রতিবেদন। ধন্যবাদ ভাই। ভালোবাসা অবিরাম।
মনমুগ্ধকর প্রতিবেদন আপনার প্রতিটি প্রতিবেদন অনেক ভালো লাগে ভাইয়া সামনের দিকে এগিয়ে চলার শুভকামনা রইল
এত সুন্দর লাগছে যেন বার বার শুনি। বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চিরজীবী হোক।আমিন।
মনজুরুল ইসলাম ভাইকে ধন্যবাদ, আপনার জন্য কঙ্গো সম্পর্কে আরও কিছু জানতে পারিলাম।
মনজুরুল ইসলাম নয় রে ভাই মুনজুরুল করিম ।
জি ভাই, মনজুরুল করিম ভাইর তালাস অনুষ্ঠান ও আমি সব-সময় দেখতাম,উনাকে আমি অনেক পূর্বের থেকেই জানতাম।
সুন্দর একটা পরীচালোনা করছেন সবাইকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে
সত্যিই আমি আজ মুগ্ধ 💜 আমার বাংলা ভাষা আজ এতো দূর দূরান্তে পৌঁছে গেছে , এই মানুষ গুলো সত্যি খুবই সহজ সরল 💜 তাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো আমার 💜🍁
অসাধারণ উপস্থাপন! বাংলাদেশীদের প্রতি তাদের আকর্ষণ ও ভালোবাসা দেখে মনটা ভরে গেছে। বাংলাদেশ সেনাবাহিনী বিদেশিদের মন জয় করতে পারলো অথচ.....???
সকলের জন্য অবিরাম ভালবাসা ও শুভকামনা রহিলো
যেমন ভাল লাগছে ওদের মুখে আমাদের ভাষা, তেমন ভাল লাগছে আপনার কথা বলার স্টাইল।
ভাই ছয় বছর হলো দেশে যেতে পারি না , দেশের জন্য মনটা ভিশন কাদে , দোয়া করবেন এই বছর দেশে যাবো ইন শাহ আল্লাহ্
Me 2
Insallah
ভাই আইসা আর কি মজাই পাবেন।এত বছর টাকা উপার্জন কইরা দেশে পাঠালেন।সরকার প্রবাসীদের কোনো গুরুত্ব দেয় না।আর যারা দেশ থেকে বিদেশে টাকা পাঠায় তাদের গুরুত্বের শেষ নাই।
Sharif Bhuiyan আমি তো আর সরকারের জন্য আসবো না প্রিয় ভাই আমার , আমাকে যারা গুরুত্ব দিবে তাদের জন্যই আসবো , যারা আমার জন্য অধির আগ্রহে অপ্পেক্ষা করছে
অসাধারণ মন জয় করে নিয়েছে মাসাল্লাহ ❤❤❤❤
বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি রইল অস্রজ শ্রদ্ধা। এ যেন আফ্রিকার বুকে টুকরো টুকরো বাংলাদেশ।
হৃদয় ছুঁয়ে গেল।
যতই দেখি গর্বে বুকটা ভরে যায় লাভ ইউ বাংলাদেশ সেনাবাহিনী
I love you Bangladesh Army i am proud I am Bangali..from india
বাংগালী জাতি ভাই ভাই।আমি যেমন বাংলাদেশ কে ভালবাসি তেমনি কলকাতাকে।
ভিডিও টা দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না।।।আমাদের অনেক কিছু শেখার আছে এদের কাছে।।।
অসাধারণ আমার দেশের বাংলা ভাষাকে অন্য দেশের মানুষ জন রপ্ত করা দেখে খুব ভাল লাগছে। এমন অনুষ্ঠান করার জন্য মুনজুরুল করিম ভাইয়াকে ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে।
অনেক ধন্যবাদ। শেয়ার করে আরো মানুষের কাছে এই গর্বের কথা ছড়িয়ে দিন
আমার মন বলছে ওখানে ওখানে যে কয়জন হোক না কেন বাংলাদেশি মিলিটারিরা ছিল তারা অবশ্যই নৈতিক চরিত্রের অধিকারী এবং দেশ প্রেমিক যার জন্য বিদেশে গিয়েও মানুষের সাথে সখ্যতা অর্জন করেছে দেখে আমার খুব ভালো লাগলো আপনাদের কারণেই আমার দেশের ভাবমূর্তি অনেকটা উজ্জ্বল হয়ে উঠবে আমি এটা আশা করি
অনেক ভালো লাগলো। আমাদের সেনারা তাদের মন কত সুন্দর ভাবে জয় করে নিয়েছে।💝
আহারে, গর্বে বুকটা ভরে গেল।
love u BD Army
গর্বে বুকটা ভরে গেলো_এটাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কাজ হাজারো সালাম বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর সমস্ত সেনাদের জয় বাংলা!
মানুষগুলো কালো হলেও ব্যবহার খুবই ভালো মনে হলো।
তারাও একদিন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ।
Kalo jagater Alo.
আল্লাহ হৃদয়টা খুশিতে পরিপূর্ণ হয়ে গেলো আজকের প্রতিবেদন দেখে।
বাংলাদেশের প্রতি তাদের এই মধুর আগ্রহ দেখে মনে হচ্ছে নিজের পকেটের টাকা খরচ করে তাদের বাংলাদেশ দেখাই।।।কিন্তু তা আমার সাধ্যের মধ্যে পরে না।।।ভালোবাসা এই সকল মানুষের প্রতি যারা এতো দূরে থেকেও আমার দেশ কে ভালোবাসে।।।।আমার দেশের দুর্নীতিবাজদের এদের কাছে শেখা উচিৎ।।।
বাংলাদেশ সেনাবাহিনীর আন্তরিকতা এবং ভালোবাসা পেয়ে,,, সমাজের অনেক কিছু থেকে বঞ্চিত মানুষগুলো পরিবর্তনের আশা পেয়েছে,, 👏।মানবিকতার অনন্য নিদর্শন বাংলাদেশ সেনাবাহিনী 🙋🏾♂️🙏
বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর সমস্ত সদস্য কে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ থেকে আন্তরিক অভিনন্দন। সঙ্গে যথাসম্ভব ঈমানের দাওয়াতের আন্তরিক গুজারিশ।
৫ বছর পূর্বের স্মৃতি খুব বেশি মনে পড়ে গেল। প্রতিবেদনের কিছু মানুষের সাথে প্রতিদিন কথা হত হত।। ক্ষুধা নিবারনের জন্য ওরা সারাদিন ক্যাম্পের পাশে থাকতো। একটা দুটা বিস্কুট পেলেই সর্বোচ্চ খুশি থাকত,অনেক কাজ করে দিত। ক্যাম্পের অনেকেই নিজে একটু কম খেয়ে ওদের জন্য রেখে দিত। এই সব স্থানে না গেলে কেউই উপলব্ধি করতে পারবে না যে,, মানুষ কত ক্ষুদার্থ। আল্লাহ ওদের সাহায় হোক।।
একেই বলে " আমার মায়ের ভাষা, আমার গা'য়ের ভাষা, আমার প্রানের ভাষা, আমার দেশের ভাষা, মিষ্টি ভাষা- বাংলা ভাষা " আলহামদুলিল্লাহ ।
ভিনদেশী দের মুখে যখন বাংলা ভাষা শুনি তখন গর্ব বুকটা ভরে যায় , ধন্যবাদ ভাইয়া এধরনের একটা মুহূর্ত দেখানোর জন্য,,,,
এদেরকে দেখে খুব মায়া লাগে
মন চায় ওদের দেশে গিয়ে ওদের সাথে বসবাস করি এবং ওদের সাথে হারিয়ে যায়
8:38 স্কুল যাবি! স্কুল যাবি!!
মর্নিং টাইম স্কুল যাবি,
বিকেলে কামব্যাক! বিজনেস,
নো সমস্যা🤣😆😂
😆🙄😎হুম স্কুল যাবি
@@shohankhan1880 😂🤣😅😁
@@MizanurRahman-rv6be ভীনদেশী হয়েও তার প্রচেষ্টা ছিলো অনন্য। স্যালুট জানাচ্ছি তাদের।🙏🙏🙏 আমিও আমার সাথের ভীনদেশী লোকদের অল্প অল্প বাংলা শেখাচ্ছি। যদিও এটা অনেক কঠিন তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারাও বাংলা ভাষা শিখতে খুবই আগ্রহ প্রকাশ করে।
অসাধারণ,, একটা বসর কাটিয়েছি, লাইব্রেরিয়ায়,,২০০৭ সনে,অনেক মনে পড়ে সেই দিন গুলির কথা। ভালো থেকো বাংলাদেশ সেনাবাহিনী।
আফ্রিকার জনগণ যেভাবে বাংলা ভাষা শিখার প্রতি আগ্রহ তাতে আমার মনে হয় একদিন পুরো আফ্রিকায় আমাদের বাংলা ভাষা ছড়িয়ে পরবে আফ্রিকান মানুষের মুখে মুখে। ধন্যবাদ আফ্রিকার জনগণকে আমাদের বাংলা ভাষাকে ভালবাসার জন্য।
ভিনদেশি মানুষ গুলো ও কতো সম্মান দিয়ে দেশের গানটা গাইল ❤❤
-ইরাক থেকে দেখতেছি।
-ভাইয়া তুরর্কীর ইতিহাস নিয়ে একটা ভিডিও চাই।
ভাই মনটা খারাপ ছিল, এটা দেখার পর মন ভালো হয়ে গেছে । বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে যাক দোয়া রইল।
অসম্ভব ভালো লেগেছে কিন্তু আনন্দ টা প্রকার করা ভাষা নেই।।
বিশ্ব জুড়ে জয়জয়কার পাওয়া বাংলাদেশ সেনাবাহিনী আজ কিছু অসাধুর উপস্থিতিতে আজ কুলষিত,,,
আমরা আবারও সেই আগের সম্মান ফিররে পাবো আশা রাখি।।
অতঃপর আন্তরিক সম্মান রইল সেই বীর সেনাদের জন্য যারা নিজেদের জীবন বাজী রেখে বিশ্বজুড়ে সম্মানের স্থান তৈরি করেছে আমাদের জন্য।।
স্যালুট বাংলাদেশ আর্মি।।
মনজুর ভাই, ভিডিওটি অসাধারণ, অমর হয়ে থাকুক এটি
Very positive work by Bangladeshi Army. Love from India
অনেক গর্ব করার মত একটা ভিডিও দেখলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য
নিজের মাতৃভাষা অন্য কোনো দেশের মানুষের মুখে শুনলে খুব বেশি গর্ভবোধ করি😍
মনটা আনন্দে ভরে গেলো ধন্যবাদ এমন সুন্দর একটা ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য❤️❤️❤️
বাংলাদেশ থেকে বলছি আমি সায়েম আহমেদ ওদের মুখে বাংলা ভাষা শুনে খুব খুব ভালো লাগছে.......সাথে ওরাও শিক্ষা পাচ্ছে খুব ভালো ধন্যবাদ জানাই সেনা সদস্য দের
একটা দারুণ ভালো লাগার মতো ভিডিও দেখালেন ভাই। মন ভরে গেল
ভিডিও দেখে আফ্রিকার মানুষের প্রতি ভালবাসা আরও বেড়ে গেল।
শেষে ২জনের মুখে আমার সোনার বাংলা শুনে মুগ্ধ হলাম
ভাই সত্যিই অসাধারণ আপনার প্রোগ্রামটা দেখলাম আর কখনো দেখা হয় না আপনার আগের প্রোগ্রাম গুলো দেখা হয়নি আশাকরি আফ্রিকা নিয়ে এবং আমাদের বাংলা ভাষা নিয়ে আরো প্রোগ্রাম করবেন
মনটা ভরে গেলো ভিডিওটা দেখে। সেনাবাহিনী প্রমান করে দিলেন তাদের দেশপ্রেমকে।
বস আফ্রিকা গিয়ে বাইক চালাইছে, বাইক প্রেমী হয়ে আমি খুবই আনন্দিত।
ভাই আপনার প্রচারে প্রতি পর্ব আমার কাছে খুব ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ মুধজুরুল করিম ভাই আপনাকে
বাংলা ভাষা আমাদের গর্ব...
খুব ভালো লাগলো ভিডিও টা🥰🥰🥰🥰❤️❤️❤️
পশ্চিমবঙ্গ থেকে ❤️❤️
কত সুন্দর করে বাচ্চাটা বাংলাদেশের জেলাগুলোর নাম বলল।
Proud of Bangladesh Army
Masha Allah. সত্যিই অসাধারণ লেগেছে। মনটা ভরে গেল।