ইমরান হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, ইওয়াইহোস্ট লিমিটেড | Imran Hossen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • ইমরান হোসেন
    ম্যানেজিং ডিরেক্টর, ইওয়াইহোস্ট লিমিটেড
    ক্লাউড সার্ভিস বিজনেসে, ডোমেইন নেম সিস্টেম এবং ইন্টারনেট গভার্নেন্স নীতিমালা প্রস্তুতে ইমরান হোসেন এর পরিচয় দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বমঞ্চে।
    ২০১০ সাল থেকে কাজ করছেন ডোমেইন নেম নিবন্ধন, ক্লাউড হোস্টিং, সাইবার সিকিউরিটি এবং নিরাপদ ইন্টারনেট জগৎ তৈরিতে স্থানীয় এবং আন্তর্জাতিক কমিউনিটি নিয়ে কাজ করে চলেছেন। ইমরানের পরিচিতি ক্লাউড সিস্টেম তৈরি, ডিএনএস সিস্টেম, ক্লাউড এবং ডিএনএস এর সাইবার সিকিউরিটি, জাতীয় এবং আন্তর্জাতিক টেক কমিউনিটিদের নিয়ে অ্যাক্টিভিজম, ইন্টারনেট ডেভেলপমেন্ট পলিসি তৈরিতে কাজ করা এবং একজন উদ্যোক্তা হিসেবে।
    তার প্রতিষ্ঠা করা ইওয়াইহোস্ট লিমিটেড বর্তমানে ১০০০০ এর অধিক ডোমেইন ব্যবস্থাপনার সাথে জড়িত। ইমরানের নেতৃত্বে আইক্যান ICANN এর বিজনেস কন্সটিটিউয়েন্সিতে ভোটদানের ক্ষমতা এবং এপিটিএলডি সদস্যপদ লাভ করে ইওয়াইহোস্ট। সি-প্যানেল কর্তৃক স্বীকৃত সেরা ৩০ পার্টনারের তালিকায় রয়েছে ইওয়াইহোস্ট। এছাড়াও বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কোন সংস্থা লাভ করে প্লেস্ক এর অফিসিয়াল সদস্য হবার মর্যাদা লাভ করে ইমরানের প্রতিষ্ঠান। এছাড়াও সাইবার সিকিউরিটিতে বিশ্বের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান গার্টনার-এর একমাত্র পরিবেশক তার প্রতিস্থিত ইওয়াইহোস্ট।
    ইমরান ব্যক্তিগত ভাবে যুক্ত রয়েছেন আইক্যান ICANN, বিডিএসআইজি (bdSIG), বাংলাদেশ ইন্টারনেট সোসাইটি, Youth4IG, ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স স্টিয়ারিং গ্রুপ, ইয়ুথ আইজিএফ বাংলাদেশ, ইউএন আইজিএফ, এশিয়া প্যাসিফিক টপ লেভেল ডোমেইন এসোসিয়েশন, ICANN বিজনেস কন্সটিটিউয়েন্সি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিস এর সাথে।
    বেসিসের বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগে সবসময়েই জড়িত থাকেন ইমরান। ২০১৭ সাল থেকে বেসিস সফএক্সপো-তে আয়োজক এবং কী-নোট স্পিকারের ভূমিকা পালন করে আসছেন ইমরান। বেসিস ডোমেইন এবং হোস্টিং ফোরাম এবং ক্লাউড ও বিগডাটা ফোরামের সদস্য তিনি। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন বেসিস এর লোকাল মার্কেট স্ট্যান্ডিং কমিটি এবং ওয়েব ও ক্লাউড অ্যাপলিকেশন স্ট্যান্ডিং কমিটিতে।।
    এছাড়াও ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড এবং নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ আয়োজনে আয়োজক, বিচারক, মেন্টর, বক্তা এবং মডারেটর হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে সফল ভাবে আয়োজন করে আসছেন বেসিস এর উদ্যোগগুলো।
    ইমরান হোসেন একজন ICANN ফেলো এবং তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর ডিগ্রী সমাপ্ত করেছেন।
    #SynergySquad
    #MembersAtTheCore
    #TogetherWeRoar

ความคิดเห็น •