দাদা, আপনার সাজেক ভ্রমণের এই ভিডিওটি অসাধারণ হয়েছে স্পেশালি কোন ইফেক্ট না দেওয়ার কারণে একেবারে র ভিডিও আপলোড করেছেন যেটা আমি খুব বেশি পছন্দ করি আশা করি ভবিষ্যতে আরও এই ধরনের অনেক ভিডিও আপনার চ্যানেলে দেখতে পাবো
হাবিব ভাই, ট্রাভেল ভিডিওতে অতিরিক্ত এডিটিং আমার ভালো লাগেনা, আমি ন্যাচারাল বিউটি প্রেসেন্ট করতে পছন্দ করি। তাই আমার সব ভিডিও র ভাবে আপলোড করা। আমাদের ভিডিও আপনার ভাল লেগেছে শুনে অনেক খুশি হলাম। আমাদের সাথে থাকুন আরো অনেক ভিডিও আসছে।
আমি সবসময় চেষ্টা করি সবাইকে প্রকৃতির আসল রূপটা দেখাতে, তাই আমার ভিডিওতে এডিটিং এর মাত্রা খুবই কম। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। 😊
কোন স্পেসিফিক হোটেল পছন্দ না থাকলে গিয়ে নিজে দামাদামি করে হোটেল নিতে পারবেন, 2500 -3000 করে পরবে প্রতি রাত। আর পছন্দ থেকে থাকলে এখান থেকে কন্টাক্ট করে বুক করে যাবেন।
মেঘ মাচাং এবং মেঘ পুঞ্জি এই দুইটা রিসোর্ট থেকে মেঘ অনেক সুন্দর দেখা যায়। আমরা ছিলাম মেঘ মাচাং এ। আমাদের চ্যানেলে এই রিসোর্ট এর ওপর একটা ভিডিও আপলোড করা আছে চাইলে দেখতে পারেন। ধন্যবাদ।
থ্যাংক ইউ ভাই, ইনশাআল্লাহ এক সময় হবে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইম্প্রুভ করা দরকার। কোন মিউজিক ওয়েবসাইটের সাবস্ক্রিপশন কিনতে হবে। ধন্যবাদ সাজেশন এর জন্য। 💚
Sajek teke Switzerland onek sundor ami deksi...france er border a boshe Switzerland er coffee bar a somoy katalam...amazing.decembar a abar jabo..sajek na giye Switzerland a jan kub moja paben
হা হা ভাই কই মিরপুর আর কই সিঙ্গাপুর। সুইজারল্যান্ড পৃথিবীর অন্যতম সুন্দর দেশ এর সাথে কারো তুলনা হয়না, ইনশাল্লাহ একদিন যাবো সময় ও সুযোগ হলে । কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ খালেদ ভাই।ভালো থাকবেন।
রিফাত ভাই,আমরা মেঘ মাচাং এর উপরে একটা ডিটেইল ভিডিও বানিয়েছি যাবতীয় ইনফরমেশন দিয়ে। মাত্র 4 মিনিটের ভিডিও,চাইলে দেখতে পারেন। আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ওই ভিডিও এর ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আর ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। th-cam.com/video/dupgzFlMwW4/w-d-xo.html
@@TravelTa2020 ভাই তাহলে ১দিন ২ রাত ঢাকা থেকে কত খরচ পরবে বলতে পারেন। আমরা ৫ জন সামনে মাসে যেত চাচ্ছি আমরা মানিকগঞ্জ জেলা থেকে যাবতো তাই এবং সাজেক এর মেঘমাচাং রিসোর্ট টি তে আমরা একটি রোম ভাড়া করে কি ৪/৫ জন থাকতে পারবো এই সব কিছু নিয়ে আমাদের কত খরচ পরতে পারে একটু বলবেন Plz❤
আলামিন ভাই, গ্রুপে যদি দশ জন হয় সে ক্ষেত্রে চান্দের গাড়ির ভাড়া টা শেয়ার করে অনেক কম খরচে ঘুরে আসা যায়। যেহেতু পাঁচজন যাবেন তাই আপনাদের অন্য কোন গ্রুপের সাথে এড হতে হবে। তা না হলে দুই রাতের জন্য চান্দের গাড়ির ভাড়া পড়বে 9000 টাকা+ দুই রাত মেঘ মাচাং হোটেলে থাকলে ভাড়া হবে 16000 টাকা(দুটি রুম দুই দিনের জন্য)+ খাওয়া-দাওয়া 5 জনের জন্য জন্য দুই রাতে 5000 টাকা+নন এসি গাড়িতে দুইজনের জন্য ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়া আসার ভাড়া পড়বে 5000 টাকা। তাহলে টোটাল খরচ হবে 35000 টাকা! তাই আমার সাজেশন হলো টুর গ্রপ বড় করেন কমপক্ষে 10 জন নিয়ে ঘুরতে যান। আর খাগড়াছড়িতে গিয়ে 5 জন মেম্বার ম্যানেজ করা যায় কিন্তু যদি এক রাত থাকেন সেক্ষেত্রে ব্যাপারটা সহজ হয়ে যায়, বেশিরভাগ মানুষই এক রাত থাকার জন্য সেখানে যায়। আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তীতে আরও ভিডিও আসছে।
আপু শাপলা চত্বর থেকে চান্দের গাড়ী রিজার্ভ করে যাওয়া এবং পরের দিন আসার খরচ পড়বে 6600 টাকা। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন 😊
মাসুদ ভাই, পার্সোনাল গাড়ি নিয়ে আপনি যেতে পারবেন কোন সমস্যা নাই। তবে গাড়ি নিয়ে পাহাড়ের উপরে ওঠা টা একটু কষ্টকর হতে পারে। ভালো ডাইভারের সাথে সাথে গাড়ির কন্ডিশন ভালো হতে হবে। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।
আপু সাজেকে সূর্য উদয়ের জন্য দেখার জন্য সবথেকে ভালো প্লেস হচ্ছে মেঘ মাচাং রিসোর্ট , লোকাল দের মুখে শুনেছি, এবং আমার ভিডিওতে একটা ছোট ক্লিপ আছে সূর্য উদয়ের সেটা কিন্তু হোটেলের বারান্দা থেকেই করা। আর সূর্যাস্তের ভালো ভিও পেতে হলে আপনাকে কংলাক পাহাড়ের উঠতে হবে। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, আশাকরি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। 😊
আপনাকে অনেক ধন্যবাদ আপু, মেঘ মাচাং এ আগে থেকে বুকিং দিয়ে যেতে হয়। আমরা মেঘ মাচাং এর উপরে একটা ডিটেইল ভিডিও বানিয়েছি যাবতীয় ইনফরমেশন দিয়ে। মাত্র 4 মিনিটের ভিডিও,চাইলে দেখতে পারেন। আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ওই ভিডিও এর ডেসক্রিপশন বক্সে মেঘ মাচাং এর ফোন নাম্বার আর ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। কন্টাক্ট করতে সুবিধা হবে। ধন্যবাদ। th-cam.com/video/dupgzFlMwW4/w-d-xo.html
আবির ভাই,সাজেকে একেক সময় একেকরকম সৌন্দর্য। তবে এখন যেহেতু শরৎকাল তাই সাদা মেঘ দেখার এখনই উপযুক্ত সময়। নভেম্বরের শুরুতেও ভালো ভিউ পাবেন, সমস্যা নাই যেতে পারেন ধন্যবাদ , সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।
I'm 2nd liker,,vaiya apnara koyjon giyecilen,koydin thekesen and total koto cost hoice?janaben,,please,sajek theke r kothay kothay gesen,,total sob khoroj bolben,,please
আহমেদ কবীর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা টোটাল তিনজন গিয়েছিলাম এক রাত থেকেছি মেঘ মাচাং রিসোর্ট এ, চান্দের গাড়ি পুরোটা তিনজনের করে এসেছি তাই খরচ হয়েছে একটু বেশি। আমাদের পার পারসন 7000 টাকা করে পড়েছে। বন্ধু-বান্ধব মিলে সবাই একসাথে খেলে অনেক খরচ কম পড়তো।
তানিশা আপু, খাগড়াছড়ি থেকে বান্দরবান যেতে হলে আপনাকে আসতে হবে খাগড়াছড়ি বাস স্টেশনে (চেঙ্গি স্কয়ার)। খাগড়াছড়িতে যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ।আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
আমরা গিয়েছিলাম সেন্টমার্টিন পরিবহন এ। আমাদের কাছে ওদের সার্ভিস খুব ভালো লেগেছে। এসিতে গেলে সেন্টমার্টিন পরিবহন, আর নন এসিতে খেলে সৌদিয়া। এবং অবশ্যই শান্তি পরিবহন কে এভোয়েড করবেন। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ,আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন 😊
আপু কাইন্ডলি ভিডিওটা আরেকবার দেখুন। ভিডিওতে খুব ডিটেলে চান্দের গাড়ির ভাড়ার ব্যাপারে বলা আছে। আর না বুঝতে পারলে আমাদের ফেসবুক পেজ এ ইনবক্স করুন। আমি ভাড়ার তালিকা পাঠিয়ে দিব। ধন্যবাদ।
অনেক হোটেলে এখন ইলেকট্রিসিটি লাইন আছে। আর যেগুলোতে নেই তারা জেনারেটর ব্যবহার করে। সুতরাং এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ধন্যবাদ ,আমাদের সাথেই থাকুন। ☺️
শাপলা চত্বরের চান্দের গারি কাউন্টারের সামনে গেলে আপনি অনেক লোক পাবেন যারা সবাই মিলে একসাথে একটা চান্দের গাড়ি ভাড়া করতে চায়। তাদের সাথে গ্রুপে এড হয়ে যাবেন তাহলেই হবে।
নাফিসা আপু, চান্দের গাড়ি পুরাটা রিজার্ভ করার নিয়ম। ভাড়া পড়বে 6700 টাকা, আপনি চাইলে দুইজনে যেতে পারেন কিংবা দশজন সেটা আপনাদের ব্যাপার কিন্তু ভারত পুরোটাই দিতে হবে।
সাফিনুর ভাই, কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা ছিলাম মেঘ মাচাং কটেজে। এটার ভাড়া সাপ্তাহিক ছুটির দিনে সাড়ে চার হাজার টাকা এবং অন্যান্য সাধারণ দিনে চার হাজার টাকা। এই হোটেলের যাবতীয় সব কিছু নিয়ে নেক্সটে আমরা একটা ভিডিও আপলোড করব, আশা করি ভালো মন্দ সব কিছু ভিডিও দেখে বুঝতে পারবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, ধন্যবাদ।
আমরা মেঘ মাচাং এর উপরে একটা ডিটেইল ভিডিও বানিয়েছি যাবতীয় ইনফরমেশন দিয়ে। মাত্র 4 মিনিটের ভিডিও,চাইলে দেখতে পারেন। আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ওই ভিডিও এর ডেসক্রিপশন বক্সে মেঘ মাচাং এর ফোন নাম্বার আর ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। th-cam.com/video/dupgzFlMwW4/w-d-xo.html
বিপ্লব ভাই, গ্রুপে যদি দশ জন হয় সে ক্ষেত্রে চান্দের গাড়ির ভাড়া টা শেয়ার করে অনেক কম খরচে ঘুরে আসা যায়। যেহেতু পাঁচজন যাবেন তাই আপনাদের অন্য কোন গ্রুপের সাথে এড হতে হবে। তা না হলে দুই রাতের জন্য চান্দের গাড়ির ভাড়া পড়বে 9000 টাকা+ দুই রাত মেঘ মাচাং হোটেলে থাকলে ভাড়া হবে 16000 টাকা(দুটি রুম দুই দিনের জন্য)+ খাওয়া-দাওয়া 5 জনের জন্য জন্য দুই রাতে 5000 টাকা+নন এসি গাড়িতে 5 জনের জন্য ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়া আসার ভাড়া পড়বে 5000 টাকা। তাহলে টোটাল খরচ হবে 35000 টাকা! তাই আমার সাজেশন হলো টুর গ্রপ বড় করেন কমপক্ষে 10 জন নিয়ে ঘুরতে যান। আর খাগড়াছড়িতে গিয়ে 5 জন মেম্বার ম্যানেজ করা যায় কিন্তু যদি এক রাত থাকেন সেক্ষেত্রে ব্যাপারটা সহজ হয়ে যায়, বেশিরভাগ মানুষই এক রাত থাকার জন্য সেখানে যায়। আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তীতে আরও ভিডিও আসছে।
অবশ্যই পারবেন, তবে গেলে সকাল-সকাল খাগড়াছড়ি সাজেক কাউন্টারে চলে যান। সেখানে অনেক লোক পাবেন যারা একসাথে মিলে গ্রুপ করে চান্দের গাড়ি ভাড়া করতে চায়। আশাকরি কোন প্রবলেম হবেনা। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন
শাপলা চত্বরে চান্দের গারি কাউন্টারের অপজিটে সিএনজির কাউন্টার রয়েছে। কল করে ওদের প্যাকেজ গুলো জেনে নিতে পারেন। ০১৮৪১০৪৮২০০. কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 😊
Bow r baccca niya total 3jone 2rat 3din total khoros koto porte pare,, khabar, gari bara, hotal bara, akbaray sob milay koto porte pare khoros ta.... plz janabn akto...donnobad ❤️
ভাই, দুইজনের জন্য সাজেক ভ্যালি খুব এক্সপেন্সিভ একটা জায়গা। গ্রুপ যদি দশ জন হয় সে ক্ষেত্রে চান্দের গাড়ির ভাড়া টা শেয়ার করে অনেক কম খরচে ঘুরে আসা যায়। যেহেতু দুইজন আর বাচ্চা যাবেন তাই আপনাদের অন্য কোন গ্রুপের সাথে এড হতে হবে। তা না হলে দুই রাতের জন্য চান্দের গাড়ির ভাড়া পড়বে 9000 টাকা+ দুই রাত ভালো হোটেলে থাকলে ভাড়া হবে 8000 টাকা+ খাওয়া-দাওয়া দুইজনের জন্য দুই রাতে 2000 টাকা+নন এসি গাড়িতে দুইজনের জন্য ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়া আসার ভাড়া পড়বে 2000 টাকা। তাহলে টোটাল খরচ হবে 21000 টাকা! এত টাকা খরচ করে যাবেন ? তাই আমার সাজেশন হলো টুর গ্রপ বড় করেন কমপক্ষে 10 জন নিয়ে ঘুরতে যান।
শাপলা চত্বরে চান্দের গারি কাউন্টারের অপজিটে সিএনজির কাউন্টার রয়েছে। কল করে ওদের প্যাকেজ গুলো জেনে নিতে পারেন। ০১৮৪১০৪৮২০০. কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 😊
ফারহান ভাই আপনি যদি ১০/১২ জনের একটা গ্রুপ নিয়ে ঘুরতে যান এবং বাজেট টুর প্লান করেন সেক্ষেত্রে ৪০০০ টাকার মধ্যে দুইরাত সাজেকে থেকে আসতে পারবেন বলে আমার বিশ্বাস। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। 🙂
নিদ্রা আপু, অক্টোবরের পুরো মাস জুড়ে সাজেকে যাবার উপযুক্ত একটা সময়, কারণ এই সময়ে প্রচুর মেঘ দেখা যায়। তাছাড়াও আবহাওয়াটা সেখানে বেশ ঠান্ডা থাকার কথা। আপনারাও ঘুরে আসতে পারেন। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 🙂
তানজিম ভাই, আমরা যে রিসোর্টে ছিলাম তার নাম হচ্ছে মেঘ মাচাং কটেজ, এই কথাটির উপর এই সপ্তাহে আমরা ডিটেইল ভিডিও আপলোড করবো চাইলে দেখতে পারেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।
সুজন ভাই, সাজেকে প্রতি বেলা খাবার আপনি 90 টাকা থেকে 150 টাকার ভেতর কমপ্লিট করতে পারবেন। সব খাবারই এখানে প্যাকেজ সিস্টেমে বিক্রি করে, যেমন ভাত ডাল ভর্তা আর সবজি মিলে 90 টাকা, আবার ভাত ডাল মুরগি আর সবজি মিলে 150 টাকা, এমন।হোটেল ভালো আমাদের পড়েছে 4500 টাকা। আর যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের সম্পূর্ণ ডিটেল দিয়ে আমরা নেক্সট একটা ভিডিও আপলোড করব, আশা করি ওটা দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওটি খুঁজে পেতে কোন অসুবিধা না হয়। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ 😊
সাজেক চান্দের গাড়ী/সিএনজি রিজার্ভ করে যেতে হয়, কয়জন যাবেন সেটা কোন মেটার না। তিনজন গেলে একই ভারা , 10 জন গেলও একই। যদি গ্রুপ ছোট হয় তাহলে খাগড়াছড়ি গিয়ে অন্য কোন গ্রুপের সাথে এড হয়ে যেতে পারেন সেক্ষেত্রে মাথাপিছু ভাড়া কম লাগবে।
যেকোনো সময় গেলে পাওয়া যাবে না, আগে থেকে যোগাযোগ করে তারপর যাবেন, আমরা মেঘ মাচাং এর উপরে একটা ডিটেইল ভিডিও বানিয়েছি যাবতীয় ইনফরমেশন দিয়ে। মাত্র 4 মিনিটের ভিডিও,চাইলে দেখতে পারেন। এই হোটেল সম্পর্কে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সেখানকার ফোন নাম্বার এবং ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যোগাযোগ করতে সুবিধা হবে।ধন্যবাদ। th-cam.com/video/dupgzFlMwW4/w-d-xo.html
নাহিদ ভাই আমরা যে হোটেলে ছিলাম তার নাম মেঘ মাচাং। এই হোটেলের উপরে আমরা একটা ডিটেইল ভিডিও বানিয়েছি যাবতীয় ইনফরমেশন দিয়ে, চাইলে দেখতে পারেন। th-cam.com/video/dupgzFlMwW4/w-d-xo.html
Vaia ami ar amar akta bondhu byke nia jete chacci...to amra jodi chader gari vara na kori tahole kii kono somossa hobe??? Amra to okhankar kono spot e chinina,,byke nia amra nijera kivabe sob spot gulo ghurbo aktu bolben plz.....
গ্রুপটা শুধুমাত্র চানদেরগাড়ি শেয়ার করার বিষয়টা নিয়েই তাই না? তাহলে খাগড়াছড়িতে সকাল-সকাল পৌঁছে যান আশা করি কোন সমস্যা হবে না। সেখানে অনেক মানুষকেই দেখতে পাবেন যারা গ্রুপ করে চান্দের গাড়ি ভাড়া করতে চায়।
ধন্যবাদ. সুন্দর একটা ভিডিও আপলোড দেয়ার জন্য, যার মাধ্যমে সাজেকের কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য
অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সাথেই থাকুন 😊
খুব সুন্দর উপস্থাপনা
আপনাদের ভালোবাসা সাথে থাকলে আরো ভালো করতে পারব ইনশাল্লাহ
অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুবই হেল্পফুল একটা ভিডিও 💕
ধন্যবাদ আপু, আমাদের সাথেই থাকুন 😊
Onek shundor bhabe uposthapon korechen .Shompurno details er sathe. Dhonnobad
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আশাকরি আমাদের সাথেই থাকবেন ☺️
দাদা, আপনার সাজেক ভ্রমণের এই ভিডিওটি অসাধারণ হয়েছে স্পেশালি কোন ইফেক্ট না দেওয়ার কারণে একেবারে র ভিডিও আপলোড করেছেন যেটা আমি খুব বেশি পছন্দ করি আশা করি ভবিষ্যতে আরও এই ধরনের অনেক ভিডিও আপনার চ্যানেলে দেখতে পাবো
হাবিব ভাই, ট্রাভেল ভিডিওতে অতিরিক্ত এডিটিং আমার ভালো লাগেনা, আমি ন্যাচারাল বিউটি প্রেসেন্ট করতে পছন্দ করি। তাই আমার সব ভিডিও র ভাবে আপলোড করা। আমাদের ভিডিও আপনার ভাল লেগেছে শুনে অনেক খুশি হলাম। আমাদের সাথে থাকুন আরো অনেক ভিডিও আসছে।
সিলেট,শ্রীমঙ্গলের চা বাগানের অরিজিনাল চা পতা পাইকারি ও খুচরা দিয়ে থাকি। কুরিয়ারের মাদ্ধমে সারাদেশে সাপ্লাই করাহয়।
বিঃদ্রঃ আপনারা চাইলে বাসা বাড়ির জন্য খুচরাও নিতে পারবেন। ১০০% কোয়ালিটি ও সেরা লিকার ভেজাল মুক্ত|
Contact: 01722054436
Very beautiful scenario. Thanks for watching. Bogura.
Thank you
Exellent video and i am a fan of your description...onek valo lagse
ধন্যবাদ রানা ভাই, আপনাদের এমন সার্পোট থাকলে আরো কাজ করার উৎসাহ পাবো 😊
Neat and clean video.... Excellent audio and voice... Liked it so much... Keep it up and avoided unnecessary show off...
Thanks
Thank you very much ! we really appreciate it . Stay connected 😊
চমৎকার ছিলো রিভিউ। এগিয়ে যান
ধন্যবাদ ,সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন 😊
এরকম ভাবে হয়ত কোনো চ্যানেলে বোজিয়ে বলে নি আপনি অনেক ভালো বাবে বুজিয়ে সব কিছু বলেছেন ধ্যনবাদ 'ভাই
অসংখ্য ধন্যবাদ ভাই, আমাদের সাথেই থাকুন। 😊
Thanks for your informational video
আপনি সবার কমেন্ট এর উওর দেন।যেটা আমার ভালো লেগেছে ভাই।তাই সাবস্ক্রাইব করলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন 😊
আপনার বিডিওর কালার কোয়ালিটি খুবই ভালো। আরো ভালোর জন্য চেষ্টা করুন।
আমি সবসময় চেষ্টা করি সবাইকে প্রকৃতির আসল রূপটা দেখাতে, তাই আমার ভিডিওতে এডিটিং এর মাত্রা খুবই কম। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। 😊
@@TravelTa2020 আগামি মাসে আমি দেশে আসবো তখন এই রুপের রানি সোনার বাংলাকে ঘুরে ঘুরে দেখবো ইনস আল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন এই দোয়া রইলো আমিন।
vaiya amra 2 bondu sajek jabo 2din er hotel vara koto porbe?
কোন স্পেসিফিক হোটেল পছন্দ না থাকলে গিয়ে নিজে দামাদামি করে হোটেল নিতে পারবেন, 2500 -3000 করে পরবে প্রতি রাত। আর পছন্দ থেকে থাকলে এখান থেকে কন্টাক্ট করে বুক করে যাবেন।
thank you
ভালো লাগলো...
শুভ কামনা রইলো
অনেক ধন্যবাদ ভাই, আমাদের সাথেই থাকুন 😊
😍দারুন ভিডিও। ভালো লাগলো আপনার ভিডিও গুলো। 😍
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙂
Osadaron, just wow !
Thank you apu 😊
Best review, thx bro!👌
মারুফ ভাই থ্যাংক ইউ সো মাচ। আশা করি আমাদের সাথেই থাকবেন। 😊
কোন রিসোর্ট থেকে মেঘ গুলো অনেক সুন্দর উপভোগ করা যায়।।। প্লিজ একটু জানাবেন ভাইয়া।।। আর আপনি যে রিসোর্ট উঠেছেন সেটের নামটা প্লিজ????
মেঘ মাচাং এবং মেঘ পুঞ্জি এই দুইটা রিসোর্ট থেকে মেঘ অনেক সুন্দর দেখা যায়। আমরা ছিলাম মেঘ মাচাং এ। আমাদের চ্যানেলে এই রিসোর্ট এর ওপর একটা ভিডিও আপলোড করা আছে চাইলে দেখতে পারেন। ধন্যবাদ।
@@TravelTa2020 কোনটা ভাইয়া এই ভিডিওটা কি যেটা থেকে কমেন্ট করতেছি।।।।
ভাইয়া আপনি যে রিসোর্ট তাতে ছিলেন। এইখানে পার ডে কত টাকা লাগে?? আর এক রুমে কয়জন থাকা যায়??? pzz via
ভাইয়া এই ভিডিওটা দেখুন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। th-cam.com/video/dupgzFlMwW4/w-d-xo.html
Keep it up bro💞🔥
One day you will got millions millions views In Sha Allah🧡
Keep hard working
কষ্ট করে background music ta ektu update korben💜
থ্যাংক ইউ ভাই, ইনশাআল্লাহ এক সময় হবে।
আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইম্প্রুভ করা দরকার। কোন মিউজিক ওয়েবসাইটের সাবস্ক্রিপশন কিনতে হবে। ধন্যবাদ সাজেশন এর জন্য। 💚
Vai khabar er dam kemon? Apni kon cortez e chilen? Dam kemon
দেড়শ টাকায় ভরপুর খাওয়া যায়, কটেজের নাম মেঘ মাচাং, ভাড়া 4500 টাকা। ধন্যবাদ।
@@TravelTa2020 খাওয়া কি মেঘ মাচাংএ?না কি আলাদা হোটেলে?
মেঘ মাচাং এর খাওয়া-দাওয়ার ব্যবস্থা নেই এখন পর্যন্ত। অন্য রেস্টুরেন্টে খেতে হবে।
মেঘ মাচাং রিসোর্ট এর যাবতীয় ইনফরমেশন জানতে এই ভিডিওটি দেখতে পারেন
th-cam.com/video/dupgzFlMwW4/w-d-xo.html
Sajek teke Switzerland onek sundor ami deksi...france er border a boshe Switzerland er coffee bar a somoy katalam...amazing.decembar a abar jabo..sajek na giye Switzerland a jan kub moja paben
হা হা ভাই কই মিরপুর আর কই সিঙ্গাপুর। সুইজারল্যান্ড পৃথিবীর অন্যতম সুন্দর দেশ এর সাথে কারো তুলনা হয়না, ইনশাল্লাহ একদিন যাবো সময় ও সুযোগ হলে ।
কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ খালেদ ভাই।ভালো থাকবেন।
Sajek valleyte ki current gese?
কারেন্টের খাম্বা আছে। তবে হোটেলগুলো এখনো জেনারেটর আর সোলার প্যানেলের মাধ্যমে চলে।
Brother. Megh machang e koto vara gunte hoyece? R contact korar way ta ki. Janaben plz💖
রিফাত ভাই,আমরা মেঘ মাচাং এর উপরে একটা ডিটেইল ভিডিও বানিয়েছি যাবতীয় ইনফরমেশন দিয়ে। মাত্র 4 মিনিটের ভিডিও,চাইলে দেখতে পারেন। আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ওই ভিডিও এর ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আর ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। th-cam.com/video/dupgzFlMwW4/w-d-xo.html
Coteage vara 1 night koto nisee
কটেজ ভাড়া আমাদের পড়েছে সাড়ে চার হাজার টাকা। এই কটেজের উপর একটা ভিডিও আপলোড করা আছে আমাদের চ্যানেলে। চাইলে দেখতে পারেন। ধন্যবাদ।
ঢাকা থেকে সাজেক ২ দিন ৩ রাত এর খরচ কত পরবে ভাইয়া
ভাই সাজেকে তিন রাত থাকার মত কোন জায়গা না।
@@TravelTa2020 ভাই তাহলে ১দিন ২ রাত ঢাকা থেকে কত খরচ পরবে বলতে পারেন। আমরা ৫ জন সামনে মাসে যেত চাচ্ছি আমরা মানিকগঞ্জ জেলা থেকে যাবতো তাই এবং সাজেক এর মেঘমাচাং রিসোর্ট টি তে আমরা একটি রোম ভাড়া করে কি ৪/৫ জন থাকতে পারবো এই সব কিছু নিয়ে আমাদের কত খরচ পরতে পারে একটু বলবেন Plz❤
@@TravelTa2020 ভাই আমরা ৪/৫ জন গেলে কি চান্দের গারি ওখানে কি কোনো গ্রুপ পেতে পারি তাদের সাথে মিলে গারি ভাড়া করার জন্য
আলামিন ভাই, গ্রুপে যদি দশ জন হয় সে ক্ষেত্রে চান্দের গাড়ির ভাড়া টা শেয়ার করে অনেক কম খরচে ঘুরে আসা যায়। যেহেতু পাঁচজন যাবেন তাই আপনাদের অন্য কোন গ্রুপের সাথে এড হতে হবে। তা না হলে দুই রাতের জন্য চান্দের গাড়ির ভাড়া পড়বে 9000 টাকা+ দুই রাত মেঘ মাচাং হোটেলে থাকলে ভাড়া হবে 16000 টাকা(দুটি রুম দুই দিনের জন্য)+ খাওয়া-দাওয়া 5 জনের জন্য জন্য দুই রাতে 5000 টাকা+নন এসি গাড়িতে দুইজনের জন্য ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়া আসার ভাড়া পড়বে 5000 টাকা। তাহলে টোটাল খরচ হবে 35000 টাকা! তাই আমার সাজেশন হলো টুর গ্রপ বড় করেন কমপক্ষে 10 জন নিয়ে ঘুরতে যান। আর খাগড়াছড়িতে গিয়ে 5 জন মেম্বার ম্যানেজ করা যায় কিন্তু যদি এক রাত থাকেন সেক্ষেত্রে ব্যাপারটা সহজ হয়ে যায়, বেশিরভাগ মানুষই এক রাত থাকার জন্য সেখানে যায়। আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি।
কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তীতে আরও ভিডিও আসছে।
Shapla chottor theka chander gari kora sajek jawar vara koto porbe???
আপু শাপলা চত্বর থেকে চান্দের গাড়ী রিজার্ভ করে যাওয়া এবং পরের দিন আসার খরচ পড়বে 6600 টাকা।
কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন 😊
@@TravelTa2020 সিএনজি কত?
শাপলা চত্বরে চান্দের গারি কাউন্টারের অপজিটে সিএনজির কাউন্টার রয়েছে। কল করে ওদের প্যাকেজ গুলো জেনে নিতে পারেন। ০১৮৪১০৪৮২০০.
personal micro (haize) niye ki sajek a dhukte dibe? naki chander gari te korei jete hobe ?
janaben please!
মাসুদ ভাই, পার্সোনাল গাড়ি নিয়ে আপনি যেতে পারবেন কোন সমস্যা নাই। তবে গাড়ি নিয়ে পাহাড়ের উপরে ওঠা টা একটু কষ্টকর হতে পারে। ভালো ডাইভারের সাথে সাথে গাড়ির কন্ডিশন ভালো হতে হবে।
কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।
@@TravelTa2020 dhonnobad
চান্দের গাড়িতে কি বসার সিস্টেম নাই?নাকি দাড়িয়ে যেতে হয়?
আহনাফ ভাই, চান্দাই গাড়িগুলোতে বসে যাওয়ার সিস্টেম।
Thanks for video
bro which software do you use for vedio editing
I edit all videos at my smartphone.i use filmora vlogit, youcut, and my phone's native editing app. Thanks
চমৎকার উপস্থাপনা।খুবই ভালো লেগেছে।একটা প্রশ্ন,সাজেকে সূর্যাস্ত ও সূর্যোদয় কোন জায়গা থেকে সবচেয়ে ভালো ভাবে উপভোগ করা যায়?
আপু সাজেকে সূর্য উদয়ের জন্য দেখার জন্য সবথেকে ভালো প্লেস হচ্ছে মেঘ মাচাং রিসোর্ট , লোকাল দের মুখে শুনেছি, এবং আমার ভিডিওতে একটা ছোট ক্লিপ আছে সূর্য উদয়ের সেটা কিন্তু হোটেলের বারান্দা থেকেই করা। আর সূর্যাস্তের ভালো ভিও পেতে হলে আপনাকে কংলাক পাহাড়ের উঠতে হবে।
কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, আশাকরি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। 😊
Thanks a lot...vya...Meg machang cotage a je kono shomoy giyei amra room pabo vya...???
আপনাকে অনেক ধন্যবাদ আপু, মেঘ মাচাং এ আগে থেকে বুকিং দিয়ে যেতে হয়। আমরা মেঘ মাচাং এর উপরে একটা ডিটেইল ভিডিও বানিয়েছি যাবতীয় ইনফরমেশন দিয়ে। মাত্র 4 মিনিটের ভিডিও,চাইলে দেখতে পারেন। আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ওই ভিডিও এর ডেসক্রিপশন বক্সে মেঘ মাচাং এর ফোন নাম্বার আর ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। কন্টাক্ট করতে সুবিধা হবে। ধন্যবাদ। th-cam.com/video/dupgzFlMwW4/w-d-xo.html
ভাই সাজেক ভ্রমণের উপযুক্ত সিজন কখন??
আমরা যদি এই অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে যেতে চাই তবে কেমন ভিউ পাবো??
আবির ভাই,সাজেকে একেক সময় একেকরকম সৌন্দর্য। তবে এখন যেহেতু শরৎকাল তাই সাদা মেঘ দেখার এখনই উপযুক্ত সময়। নভেম্বরের শুরুতেও ভালো ভিউ পাবেন, সমস্যা নাই যেতে পারেন
ধন্যবাদ , সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।
@@TravelTa2020 আপনাদের ভিডিওটি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে।।আর দ্রুত রিপ্লাই এর জন্য ধন্যবাদ❤
দোয়া করবেন ভাই যাতে আরো অনেক ঘুরাঘুরি করতে পারি।
I'm 2nd liker,,vaiya apnara koyjon giyecilen,koydin thekesen and total koto cost hoice?janaben,,please,sajek theke r kothay kothay gesen,,total sob khoroj bolben,,please
আহমেদ কবীর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা টোটাল তিনজন গিয়েছিলাম এক রাত থেকেছি মেঘ মাচাং রিসোর্ট এ, চান্দের গাড়ি পুরোটা তিনজনের করে এসেছি তাই খরচ হয়েছে একটু বেশি। আমাদের পার পারসন 7000 টাকা করে পড়েছে। বন্ধু-বান্ধব মিলে সবাই একসাথে খেলে অনেক খরচ কম পড়তো।
Thanks vaiy
Nice work keep it up don't let anything/anyone interfere in your hard work....Reply na korle cry korbo😂👍
vai single hole ki chander gari pawa jai lokal service hisebe?
সিঙ্গেল হলে সমস্যা নাই চান্দের গাড়ি কাউন্টার চলে যান ।কাউন্টারের উনাদেরকে বলি অন্য কোন গ্রুপের সাথে এড করে দিবে।
Sajeker shob cheye balo hotel kunti?
Meghmachang, meghpunji
মেঘ মাচাং এ কি এক্সট্রা ম্যাট্রেস দেয় ফ্লোরিং করে থাকার জন্য?
বর্তমানে মেঘ মাচাং এ দুজনের বেশি থাকা যায় না, রিকোয়েস্ট করে দেখতে পারেন এক্সট্রা ম্যাট্রেস দিলেও দিতে পারে আমি ঠিক শিওর না।
ভাই কি ক্যামেরা দিয়ে ভিডিও করেছেন
GoPro hero 8 black and OnePlus 7t
ভাই গাড়ি ভাড়াটার বেপারে একটু কনফিউজড ! একা গেলে গাড়ি ভাড়াটা কিভাবে কি করা যায়??? 😕
সরাসরি শাপলা চত্বরের সাজেক কাউন্টারে চলে যান সেখানে অনেক মানুষ পাবেন তারা সবাই মিলে গাড়ি ভাড়া করতে চায়। তাদের সাথে জয়েন করে ফেলুন। সিম্পল। 😊
@@TravelTa2020 Thanks vai
You are most welcome. Stay connected.
Vya Khagrachori theke Bandarban jawar babostha ki...mane Khagrachori koi theke jawa jbe???
তানিশা আপু, খাগড়াছড়ি থেকে বান্দরবান যেতে হলে আপনাকে আসতে হবে খাগড়াছড়ি বাস স্টেশনে (চেঙ্গি স্কয়ার)। খাগড়াছড়িতে যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে।
কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ।আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
@@TravelTa2020 ধন্যবাদ ভাইয়া....
আপনাকেও ধন্যবাদ আপু, ভালো থাকবেন। 😊
vai november ar 12 tariikher dik sajek a shit kmn porte pare? shiter jama newar dorkar porbe ki?
না, দরকার নেই। রাতের বেলা হালকা ঠান্ডা পরে।
কি ধরনের ডিটেলস দিতে হয় আরমিদের? কাপলডের কোন ডোকোমেন্ট শো করতে হয়/?
গাড়ির নাম্বার, ড্রাইভার এর নাম ফোন নাম্বার, যাত্রীদের নাম, কবে যাচ্ছে কবে আসবে। জি না, কোন ডকুমেন্ট শো করতে হয় না।
@@TravelTa2020 ধন্যবাদ 😇
আপনাকেও অসংখ্য ধন্যবাদ 😊 আমাদের সাথেই থাকুন
সিলেট,শ্রীমঙ্গলের চা বাগানের অরিজিনাল চা পতা পাইকারি ও খুচরা দিয়ে থাকি। কুরিয়ারের মাদ্ধমে সারাদেশে সাপ্লাই করাহয়।
বিঃদ্রঃ আপনারা চাইলে বাসা বাড়ির জন্য খুচরাও নিতে পারবেন। ১০০% কোয়ালিটি ও সেরা লিকার ভেজাল মুক্ত|
Contact: 01722054436
Chottogram railway station hote bus kore khagrachori jaoa jabe?
Kindly janaben
চিটাগাং এ কোথা থেকে খাগড়াছড়ির বাস ছাড়ে আমার সঠিক জানা নেই আপু
Station er kachei brtc bus stand theke jete paarben..
Vai chader garir vara koto nichilo?
চান্দের গাড়ির ভাড়া আমাদের পড়েছিল 6600 টাকা। কমেন্ট করার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন।
khub vlo, ekbar dhakar sab theke kacher Indian city ghure jaan Agartalay, Tripuray ashle ank hilly area te berate jete parben.gd luck ❤️
ওই দিকটা যাওয়ার ইচ্ছা আছে, সময় সুযোগ হলে অবশ্যই যাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই 😊
nice shundorjho not gonna lie 13:40
Bai apni kobe gecilen???? Lockdown er pore naki age????
সেপ্টেম্বরের 5 তারিখে গিয়েছিলাম
osthir lagce
ধন্যবাদ ভাই
ঢাকা টু সাজেক কোন বাস সার্ভিস সবচেয়ে ভাল হবে বলবেন প্লিজ?
আমরা গিয়েছিলাম সেন্টমার্টিন পরিবহন এ। আমাদের কাছে ওদের সার্ভিস খুব ভালো লেগেছে।
এসিতে গেলে সেন্টমার্টিন পরিবহন, আর নন এসিতে খেলে সৌদিয়া। এবং অবশ্যই শান্তি পরিবহন কে এভোয়েড করবেন।
কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ,আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন 😊
@@TravelTa2020 shanti poribohon k avoid korte bolchen kano? oder bus gulor seat uncomfortable?
হাইট বেশি হলে সিট এর সাথে পা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাছাড়া ওদের ড্রাইভারগুলো বেশ রাফ চালায়, পাহাড়ি রাস্তায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।
@@TravelTa2020 thank you. do u have any idea about S. Alom poribahan?
No idea bro
Vaia Chander gari ki just sajek jaoar jonne reserve vara kora jay.? N price koto porbe.?
আপু কাইন্ডলি ভিডিওটা আরেকবার দেখুন। ভিডিওতে খুব ডিটেলে চান্দের গাড়ির ভাড়ার ব্যাপারে বলা আছে। আর না বুঝতে পারলে আমাদের ফেসবুক পেজ এ ইনবক্স করুন। আমি ভাড়ার তালিকা পাঠিয়ে দিব। ধন্যবাদ।
Vaia ekhane hotel gulate electricity er babostha ache kih?
অনেক হোটেলে এখন ইলেকট্রিসিটি লাইন আছে। আর যেগুলোতে নেই তারা জেনারেটর ব্যবহার করে। সুতরাং এটা নিয়ে টেনশন করার কিছু নাই।
ধন্যবাদ ,আমাদের সাথেই থাকুন। ☺️
1 ta garite koyjon uthte pare ?
এক গাড়িতে মোটামুটি 12 13 জন উঠতে পারে
Thank you.
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
Vai sobai to ar zip nite parbe na... Hoyto kew 5-6 jon kew jabe tahole zip nibo kivabe bara porbe koto plz janaben
শাপলা চত্বরের চান্দের গারি কাউন্টারের সামনে গেলে আপনি অনেক লোক পাবেন যারা সবাই মিলে একসাথে একটা চান্দের গাড়ি ভাড়া করতে চায়। তাদের সাথে গ্রুপে এড হয়ে যাবেন তাহলেই হবে।
2 jon gele chander garir vara kivabe dite hobe full gari vara korte hobe naki set vara hisabe nea jabe? plz vaiya janaben.
নাফিসা আপু, চান্দের গাড়ি পুরাটা রিজার্ভ করার নিয়ম। ভাড়া পড়বে 6700 টাকা, আপনি চাইলে দুইজনে যেতে পারেন কিংবা দশজন সেটা আপনাদের ব্যাপার কিন্তু ভারত পুরোটাই দিতে হবে।
রিজার্ভ না নিয়ে কি কোন গ্রুপ জয়েন্ট হতে পারবো??
কাউন্টার এ গেলে অনেক মানুষকে পাবেন যারা গ্রুপ করে সাজেক যেতে চায়, তাদের সাথে অ্যাড হয়ে যেতে পারেন
হোটেলের নাম আর ভাড়া কত পড়েছিলো?
সাফিনুর ভাই, কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা ছিলাম মেঘ মাচাং কটেজে। এটার ভাড়া সাপ্তাহিক ছুটির দিনে সাড়ে চার হাজার টাকা এবং অন্যান্য সাধারণ দিনে চার হাজার টাকা। এই হোটেলের যাবতীয় সব কিছু নিয়ে নেক্সটে আমরা একটা ভিডিও আপলোড করব, আশা করি ভালো মন্দ সব কিছু ভিডিও দেখে বুঝতে পারবেন।
প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ, আমরা চারজন বন্ধু সামনে বৃহস্পতিবার যাবার পরিকল্পনা করেছি। যদিও আমি বাদে সবাই এর আগে গিয়েছে।
মেঘ মাচাং রিসোর্ট এর যাবতীয় ইনফরমেশন জানতে এই ভিডিওটি দেখতে পারেন
th-cam.com/video/dupgzFlMwW4/w-d-xo.html
Kon camera use korsen vai
GoPro hero 8 এবং OnePlus 7t স্মার্ট ফোন দিয়ে ভিডিও করা
Vaiya okhane pic tolar jonno kono Photoshoot korar lok ki pawa jai?
জি না আপু, নিজের ছবি নিজেকেই তুলতে হবে।
Bhaia apnara jevabe gechen tate kmn khoroch poorche?
আপু আমাদের 7000 টাকার কিছু বেশি খরচ হয়েছে পার পারসন।
Megh machang and Meghpunji r moddhe konta best?
মেঘ পুঞ্জি রিসোর্ট এর বাইরে বেশ বড় তাই বাইরে থেকে দেখতে মেঘ পুঞ্জি টা বেশি সুন্দর লাগে । কিন্তু রুম থেকে ভালো ভিউ মেঘ মাচাং থেকে পাওয়া যায়
সায়মা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ দুটি ভিডিও দেখার জন্য। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ☺️
vaiya megh-machang a ak rat yhakar khoroch koto plzzzx bolben????
আমরা মেঘ মাচাং এর উপরে একটা ডিটেইল ভিডিও বানিয়েছি যাবতীয় ইনফরমেশন দিয়ে। মাত্র 4 মিনিটের ভিডিও,চাইলে দেখতে পারেন। আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ওই ভিডিও এর ডেসক্রিপশন বক্সে মেঘ মাচাং এর ফোন নাম্বার আর ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। th-cam.com/video/dupgzFlMwW4/w-d-xo.html
Upni Kobe geslen
4-9-20
amra 5 jon jete chacci 3 day 2 night ekhetre kmn khoroc porte pare??
বিপ্লব ভাই, গ্রুপে যদি দশ জন হয় সে ক্ষেত্রে চান্দের গাড়ির ভাড়া টা শেয়ার করে অনেক কম খরচে ঘুরে আসা যায়। যেহেতু পাঁচজন যাবেন তাই আপনাদের অন্য কোন গ্রুপের সাথে এড হতে হবে। তা না হলে দুই রাতের জন্য চান্দের গাড়ির ভাড়া পড়বে 9000 টাকা+ দুই রাত মেঘ মাচাং হোটেলে থাকলে ভাড়া হবে 16000 টাকা(দুটি রুম দুই দিনের জন্য)+ খাওয়া-দাওয়া 5 জনের জন্য জন্য দুই রাতে 5000 টাকা+নন এসি গাড়িতে 5 জনের জন্য ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়া আসার ভাড়া পড়বে 5000 টাকা। তাহলে টোটাল খরচ হবে 35000 টাকা! তাই আমার সাজেশন হলো টুর গ্রপ বড় করেন কমপক্ষে 10 জন নিয়ে ঘুরতে যান। আর খাগড়াছড়িতে গিয়ে 5 জন মেম্বার ম্যানেজ করা যায় কিন্তু যদি এক রাত থাকেন সেক্ষেত্রে ব্যাপারটা সহজ হয়ে যায়, বেশিরভাগ মানুষই এক রাত থাকার জন্য সেখানে যায়। আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি।
কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তীতে আরও ভিডিও আসছে।
যদি আমরা ২জন যাই,তাহলে চান্দের গাড়িতে অন্যদের সাথে জয়েন্ট করতে পারবো?
অবশ্যই পারবেন, তবে গেলে সকাল-সকাল খাগড়াছড়ি সাজেক কাউন্টারে চলে যান। সেখানে অনেক লোক পাবেন যারা একসাথে মিলে গ্রুপ করে চান্দের গাড়ি ভাড়া করতে চায়। আশাকরি কোন প্রবলেম হবেনা।
কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন
হোটেল থেকে এদিক ওদিকে যেতে কি এক্সট্রা কোনো চার্জ দিতে হয়
আমাদের লাগে নাই ভাই
CNG kore jaoa jabe? Amra 2 jon jabo. 2 raat thakbo. CNG ki eki jaygay theke vara korte hoy?
শাপলা চত্বরে চান্দের গারি কাউন্টারের অপজিটে সিএনজির কাউন্টার রয়েছে। কল করে ওদের প্যাকেজ গুলো জেনে নিতে পারেন। ০১৮৪১০৪৮২০০.
কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 😊
@@TravelTa2020 অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙂
Bow r baccca niya total 3jone 2rat 3din total khoros koto porte pare,, khabar, gari bara, hotal bara, akbaray sob milay koto porte pare khoros ta.... plz janabn akto...donnobad ❤️
ভাই, দুইজনের জন্য সাজেক ভ্যালি খুব এক্সপেন্সিভ একটা জায়গা। গ্রুপ যদি দশ জন হয় সে ক্ষেত্রে চান্দের গাড়ির ভাড়া টা শেয়ার করে অনেক কম খরচে ঘুরে আসা যায়। যেহেতু দুইজন আর বাচ্চা যাবেন তাই আপনাদের অন্য কোন গ্রুপের সাথে এড হতে হবে। তা না হলে দুই রাতের জন্য চান্দের গাড়ির ভাড়া পড়বে 9000 টাকা+ দুই রাত ভালো হোটেলে থাকলে ভাড়া হবে 8000 টাকা+ খাওয়া-দাওয়া দুইজনের জন্য দুই রাতে 2000 টাকা+নন এসি গাড়িতে দুইজনের জন্য ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়া আসার ভাড়া পড়বে 2000 টাকা। তাহলে টোটাল খরচ হবে 21000 টাকা! এত টাকা খরচ করে যাবেন ? তাই আমার সাজেশন হলো টুর গ্রপ বড় করেন কমপক্ষে 10 জন নিয়ে ঘুরতে যান।
Vai Chander garite na giye CNG diye jaua jabena??
জি ভাই যাবে
@@TravelTa2020 নামবার আছে?না কি শাপলা চত্বরে পাওয়া যাবে?কত নেয়?
শাপলা চত্বরে চান্দের গারি কাউন্টারের অপজিটে সিএনজির কাউন্টার রয়েছে। কল করে ওদের প্যাকেজ গুলো জেনে নিতে পারেন। ০১৮৪১০৪৮২০০.
কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 😊
thank you brother
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন 😊
Bandarban ar episode kobe diben??
আশা করছি খুব শিগ্রই বান্দরবান যাব। তবে আমাদের নেক্সট ভিডিও সিরিজ ভারতের মেঘালয়। আমাদের সাথেই থাকুন। 😊
what is the exact cost for 2 day's?
from Dhaka to sajek valley !
ফারহান ভাই আপনি যদি ১০/১২ জনের একটা গ্রুপ নিয়ে ঘুরতে যান এবং বাজেট টুর প্লান করেন সেক্ষেত্রে ৪০০০ টাকার মধ্যে দুইরাত সাজেকে থেকে আসতে পারবেন বলে আমার বিশ্বাস।
কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। 🙂
@@TravelTa2020 Allhamdulillah !! Thanks brother 🖤🖤
video meaking ki cemara diya kortasen
আমার ম্যাক্সিমাম ভিডিও স্মার্টফোন দিয়ে করা। আর এই ভিডিওতে স্মার্টফোন এবং একশন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ধন্যবাদ।
Camera মডেল কি ছিল?
ভিডিওটি ভাল লাগল।
ধন্যবাদ
ধন্যবাদ ভাই, GoPro hero 8 এবং OnePlus 7t স্মার্ট ফোন দিয়ে ভিডিও করা
Nice vdo.
থ্যাংক ইউ অন্স আগাইন আপু। আপনারা সবাই পজিটিভলি গ্রহণ করছেন তাই অনেক ভালো লাগছে 😊
October ki sajeke off season.?
নিদ্রা আপু, অক্টোবরের পুরো মাস জুড়ে সাজেকে যাবার উপযুক্ত একটা সময়, কারণ এই সময়ে প্রচুর মেঘ দেখা যায়। তাছাড়াও আবহাওয়াটা সেখানে বেশ ঠান্ডা থাকার কথা। আপনারাও ঘুরে আসতে পারেন।
কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 🙂
Thanks ☺️
Good work ❤️ I'm also a travel Vlogger ☺️
Thanks brother for your appreciation. Stay connected 😊
Vai apne je resort a utcilen oter name ki?
তানজিম ভাই, আমরা যে রিসোর্টে ছিলাম তার নাম হচ্ছে মেঘ মাচাং কটেজ, এই কথাটির উপর এই সপ্তাহে আমরা ডিটেইল ভিডিও আপলোড করবো চাইলে দেখতে পারেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।
Thanks. Video ter opekkhai aci
মেঘ মাচাং রিসোর্ট এর যাবতীয় ইনফরমেশন জানতে এই ভিডিওটি দেখতে পারেন
th-cam.com/video/dupgzFlMwW4/w-d-xo.html
Wow excellent
Amra 3 jon jeta cay Dhaka theka 2 rat 3 din Koto koroc porba Total
Pls room Prize lanc diner nasta value kato?
সুজন ভাই, সাজেকে প্রতি বেলা খাবার আপনি 90 টাকা থেকে 150 টাকার ভেতর কমপ্লিট করতে পারবেন। সব খাবারই এখানে প্যাকেজ সিস্টেমে বিক্রি করে, যেমন ভাত ডাল ভর্তা আর সবজি মিলে 90 টাকা, আবার ভাত ডাল মুরগি আর সবজি মিলে 150 টাকা, এমন।হোটেল ভালো আমাদের পড়েছে 4500 টাকা।
আর যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের সম্পূর্ণ ডিটেল দিয়ে আমরা নেক্সট একটা ভিডিও আপলোড করব, আশা করি ওটা দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওটি খুঁজে পেতে কোন অসুবিধা না হয়। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ 😊
মেঘ মাচাং রিসোর্ট এর যাবতীয় ইনফরমেশন জানতে এই ভিডিওটি দেখতে পারেন
th-cam.com/video/dupgzFlMwW4/w-d-xo.html
Valo laglo
ধন্যবাদ ভাই 💚
Chander gari 2 rat 3din j package 9000 tk seta ki per person 9000 tk?naki amra joto jon echa ot jte parbo..
পুরা গাড়ি 9000 টাকা, এখন আপনারা যত জন যেতে পারে ওইটা আপনাদের ইচ্ছা। ☺️
good
ধন্যবাদ
Vaiya apner je bus travel korsen oi bus ter name ta ektu bolben please ???
ভাইয়া আমরা গিয়েছিলাম সেন্টমার্টিন হুন্দাই এসি বাসে।
- Vaiya Cader garite ki 3 jon gele 3 jon er vara lagbe??r asar somoi kmne asbo??plz bolben..
সাজেক চান্দের গাড়ী/সিএনজি রিজার্ভ করে যেতে হয়, কয়জন যাবেন সেটা কোন মেটার না। তিনজন গেলে একই ভারা , 10 জন গেলও একই। যদি গ্রুপ ছোট হয় তাহলে খাগড়াছড়ি গিয়ে অন্য কোন গ্রুপের সাথে এড হয়ে যেতে পারেন সেক্ষেত্রে মাথাপিছু ভাড়া কম লাগবে।
@@TravelTa2020 - Vai local kono gari nai?
না
@@TravelTa2020 Cng 2 rat 3 din koto prbe?
4900tk
চাদের গাড়িতে highest kotojon bosa jay??
12 থেকে 15 জন
মেঘমাচাং কটেজ কি যে কোনো সময় বুকিং পাওয়া যাবে?
যেকোনো সময় গেলে পাওয়া যাবে না, আগে থেকে যোগাযোগ করে তারপর যাবেন, আমরা মেঘ মাচাং এর উপরে একটা ডিটেইল ভিডিও বানিয়েছি যাবতীয় ইনফরমেশন দিয়ে। মাত্র 4 মিনিটের ভিডিও,চাইলে দেখতে পারেন। এই হোটেল সম্পর্কে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সেখানকার ফোন নাম্বার এবং ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যোগাযোগ করতে সুবিধা হবে।ধন্যবাদ। th-cam.com/video/dupgzFlMwW4/w-d-xo.html
@@TravelTa2020 দেখলাম ভাই। ওই নাম্বারটি কি মেঘ মাচাং এর রুম বুকিং এর নাম্বার?
জ্বি
Bhaya apnader hotel er name ta ki. Jeikhane rat a thaklen?
নাহিদ ভাই আমরা যে হোটেলে ছিলাম তার নাম মেঘ মাচাং। এই হোটেলের উপরে আমরা একটা ডিটেইল ভিডিও বানিয়েছি যাবতীয় ইনফরমেশন দিয়ে, চাইলে দেখতে পারেন। th-cam.com/video/dupgzFlMwW4/w-d-xo.html
Sajeke ki gp r network pawa jai..??
না আপু
@@TravelTa2020 thanx vaia...
Khagrachori town r moddhe ki pabo gp r net??
জি আপু খাগড়াছড়ি শহরের পাবেন, কিন্তু সাজেকে শুধু রবি এয়ারটেল এবং টেলিটকের নেটওয়ার্ক আছে
@@TravelTa2020 thnx a lot via..
jodi 4 jon jai bhaia .. tahole ki chaile onno kono group pawa jabe price komanor jonno ?
জি আপু সকাল-সকাল খাগড়াছড়িতে চান্দের গাড়ির কাউন্টারে চলে যাবেন, সেখান থেকে অন্য কোন গ্রুপে এড হয়ে যেতে পারবেন ।
Vaia ami ar amar akta bondhu byke nia jete chacci...to amra jodi chader gari vara na kori tahole kii kono somossa hobe??? Amra to okhankar kono spot e chinina,,byke nia amra nijera kivabe sob spot gulo ghurbo aktu bolben plz.....
নিশ্চিন্তে বাইক নিয়ে যেতে পারেন। সাজেক খুব ছোট একটা জায়গা। কোন জায়গা চিনতে হবে না, গেলে এমনিতেই বুঝতে পারবেন।
@@TravelTa2020 tnx vaia...
Apni hotel booking er jei 4 minite er video ta korecen ota dekhbo kivabe???
Next video
th-cam.com/video/dupgzFlMwW4/w-d-xo.html
@@TravelTa2020 ar aktu disturb korbo vai...bolci dhaka theke sokal 8 tai byke nia ber hole bikal 3 tar squad dhorte parbo kina...ba dhaka theke byke nia koitar dike ber hole subidha hobe
Kolkata theke daklm bhalo laglo jete chy akhane
বর্ডার ওপেন হলে চলে আসুন দাদা একসময়। 😊
@@TravelTa2020 ami Bangladesh🇧🇩 manth a 2 bar jay seta khulna te business are jonno whatsApp 00919143117841 phone korben kotha hobe dada
ধন্যবাদ দাদা, কলকাতা গেলে আপনাকে নক করব, হেল্প করবেন কিন্তু 🤭
@@TravelTa2020 imo te add korun kotha hobe
Vai sajek thaka Rangamati kaptai lek koto dur?? Mane ak rate sajek thakbo pore kaptai lek jabo??
সাজেক থেকে কাপ্তাই লেক যেতে পারবেন না আপনাকে খাগড়াছড়ি আসতে হবে তারপর রাঙ্গামাটি যেতে হবে। খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি যেতে তিন ঘন্টার মত সময় লাগবে।
অসংখ্য ধন্যবাদ ভাই ❤
Couple der jonno chader gari share er kono babostha ache ki?
চাইলে সিএনজি ভাড়া করে যাওয়া যাবে
Sajeke double bed room a 6 jon thaka jabe amon kono resort thakle kindly suggest koren vaia 😊
F
আপু এখন আর 6 জন এক রুমে থাকা যায় না। চারজন থাকা যায় সর্বোচ্চ।
Vaia amra 4 jon 10 tarikhe jbo....but grp thik korte pari nai.....oikhane giye ki grp manage korte prbo?
গ্রুপটা শুধুমাত্র চানদেরগাড়ি শেয়ার করার বিষয়টা নিয়েই তাই না? তাহলে খাগড়াছড়িতে সকাল-সকাল পৌঁছে যান আশা করি কোন সমস্যা হবে না। সেখানে অনেক মানুষকেই দেখতে পাবেন যারা গ্রুপ করে চান্দের গাড়ি ভাড়া করতে চায়।
আমরা nxt month e jabo,1st week e
ঘুরে আসুন ভালো লাগবে
ভাইয়া একরাত দুইদিন সাত জন গেলে খরচ কত পড়বে
আর যদি ১০ জন যাই তাহলে খরচ কত পড়বে
দশজন গেলে 4000, সাতজন গেলে সর্বোচ্চ 1,000 টাকা বাড়তে পারে
ভাইয়া চাদের গাড়ি তে না গিয়ে সিএনজি রিজার্ব করে যাওয়া যায় না?
হ্যাঁ সিএনজিতেউ যেতে পারেন ।কোন সমস্যা নেই