🚩হরি সঙ্গীত:- আনন্দে লও রে মধুর হরিনাম।🚩শিল্পী:-দিলীপ রানা ও কালু রানা। Harisangit anonde lao re

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • হরি সঙ্গীত:- আনন্দে লও রে মধুর হরিনাম।
    শিল্পী:-দিলীপ রানা এবং কালু রানা।
    সঙ্গীত সসহোযোগিতায়:-সুবল চন্দ্র রায়।
    শ্রীশ্রী হরিসঙ্গীত
    --------------------------
    আনন্দে লওরে মধুর হরিনাম,
    হরিনাম সুধাপানে, প্রেম তুফানে ঢেউ খেলাও
    মন অবিশ্রাম
    হরিনামের তুল্য দিতে, কি আছে অবনীতে,
    হরি হতে বড় হরিনাম।
    ও নাম ব্রহ্মা জপে চতূর্স্মূখে, শিব জপেছে অবিরাম।।
    হরির নাম সুধা সিন্ধু পান করলে তার একবিন্দূ
    তাহলে পুরে মনস্কাম।
    নামে পুলকে গোলকে যাবি, দেখতে পাবি রাধাশ্যাম।।
    ছিল নাম অনর্পীত, কলিতে সমর্পিত
    করিলেন গৌর গুণধাম।
    নামে জগাই মাধাই তরে গেল, প্রান্ত হল মোক্ষধাম।
    হরিনাম মহৌষধি, পান কর নিরবধি।
    ভব ব্যাধি হইবে আরাম।
    নামে দান করিবে প্রেমানন্দ, এ দেহ হবে নিধাম।।
    নামেতে মহানন্দ, মেতেছে তারকচন্দ্র,
    প্রেমরসে ভাসায় ধরাধাম।
    একবার অশ্বিনীর মন হরিবল মধুর নামে হাসনা বাম।
    চ্যানেল: " হরিনামের তরি"
    ভিডিও লিংক:- • 🚩হরি সঙ্গীত:- আনন্দে ল...
    চ্যানলে লিংকঃ / @balabiplob
    যোগাযোগ : +৮৮০১৮২৩২৭৪৮৬৮.
    আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করেন এবং শেয়ার করে দেন।
    পরবর্তী ভিডিও পেতে চোখ রাখুন "হরিনামের তরি " চ্যানালে। জয় হরিবল।

ความคิดเห็น •