জন্ম নিলো শরীর জোড়া লাগানো শিশু । joint twin baby

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • মৌলভীবাজার শহরে একটি প্রাইভেট হাসপাতালে শরীর জোড়া লাগানো দুই কন্যা শিশুর জন্ম হয়েছে। দুজনের বুক ও পেট একত্রে জোড়া লাগানো। তবে তাদের হাত, পা, মুখ ও মাথা আলাদা। জন্মের পর থেকে শিশু দুটি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।
    মৌলভীবাজার সদর হাসপাতালের গাইনি চিকিৎসক ডাক্তার ফারজানা হক পর্ণা ও এনেসথেসিষ্ট ডা: বি এস এম এরশাদ এর তত্বাবধানে বুধবার রাতে সিজারের মাধ্যমে বাচ্চা দুটির জন্ম হয়। জেলার কমলগঞ্জ উপজেলার সিঙ্গরাউলি গ্রামের জুয়েল মিয়া ও তাকলিমা দম্পতির পরিবারের নতুন সদস্য পেট জোড়া লাগা এ দু্ই কন্যা শিশু। জুয়েল আহমদ পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেল স্টেশনে তাঁর ছোট ব্যবসা প্রতিষ্টান রয়েছে।
    চিকিৎসকরা জানিয়েছেন, আল্ট্রাসনোগ্রাম করে দেখতে হবে বাচ্চা দুটির হৃৎপিন্ড এবং পাকস্থলি আলাদা কি না। এগুলো আলাদা হলে অস্ত্রোপাচার করে তাদের পৃথক করা সম্ভব। তবে যত দ্রুত সম্ভব ঢাকায় জাতীয় শিশু হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ চিকিৎকদের।
    তবে এতে বড় অংকের টাকা ব্যয় হবে। নিজের স্বল্প আয় দিয়ে ব্যয় বহন করা সম্ভব নয় জানিয়ে নবজাতিকাদের স্বাভাবিক জীবনে ফিরাতে সরকারের সহযোগীতা চেয়েছেন তাদের বাবা।
    ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।

ความคิดเห็น • 3