ChatGPT দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট শেখার কমপ্লিট গাইডলাইন ।। ওয়েব ডেভেলপমেন্ট কোর্স ।। Jhankar Mahbub

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • ওয়েব কোর্সে এনরোলমেন্ট লিংক: web.programmin...
    এনরোলমেন্ট এর শেষ তারিখ: জুন ২৪, ২০২৩
    #learn #web #development
    ChatGPT দিয়ে শূন্য থেকে ওয়েব ডেভেলপার হওয়ার ৬ স্টেপ।
    স্টেপ-১: পার্সোনালাইজড লার্নিং রোডম্যাপ তৈরি করো
    স্টেপ-২: স্পেশালাইজ টিউটোরিয়াল এর ভান্ডার খুঁজে বের করো
    স্টেপ-৩: স্পেসিফিক টপিক এর ভিডিও সাজেশন নাও
    স্টেপ-৪: হেল্পিং বাডি, এক্সট্রা এক্সপ্লেনেশন, এরর ফিক্স
    স্টেপ-৫: টিচার, এক্সামিনার, এসাইনমেন্ট, প্রজেক্ট আইডিয়া
    স্টেপ-৬: মক ইন্টারভিউ, ইন্টারভিউ প্রিপারেশন
    নিজে নিজে শিখতে পারলে-- সেটাই বেষ্ট। আর একান্তই যদি নিজে নিজে একটা লম্বা সময় লেগে থাকতে না পারো। বা কেউ লাঠি ধরে অনটাইমে এসাইনমেন্ট সাবমিট করার তাড়া দিলে তোমার কাছ থেকে কাজ আদায় করে নেয়া ইজিয়ার হবে মনে হলে। কিংবা আন্তরিকভাবে কেউ ট্রিকি কনসেপ্টগুলো লাইভ কন্সেপচুয়াল সেশনে বুঝিয়ে দিলে। অথবা দরকার হলে প্রতিদিন তিন বেলা (সকাল ১১.০০টা, বিকাল ৪.০০ এবং রাত ৯.০০) তোমার কম্পিউটারের স্ক্রীনশেয়ার করে লাইভ সাপোর্ট দেয়ার সুযোগ থাকলে যদি ভালো হয়।
    এমনকি অফলাইনে মোবাইল এপ এবং অফলাইন ডেস্কটপ এপ এ শুধু ভিডিও ই দেখবে না। তার পাশাপাশি অফলাইন মোবাইল এপ এ কোড প্রাকটিস করতে পারবে। এমনকি অফলাইন এসাইনমেন্টও করে সাবমিটও করতে পারবে। শুধু এইটুক ই না। বরং ৫-৬ মাস সিরিয়াসলি শিখে জব/ইন্টার্ন পাওয়ার সিরিয়াস জব প্লেসমেন্ট এর সাপোর্ট পেতে চাইলে--প্রতিদিন মিনিমাম ৬-৮ ঘন্টা শেখার পিছনে ডেডিকেটেড সময় দেয়ার প্রমিজ নিয়ে ঝাঁপিয়ে পড়ো
    .
    web.programmin... তে। জুন ২৪, ২০২৩ এর মধ্যে। দেখা হবে তোমার ২০২৩ সালের মধ্যেই ওয়েব ডেভেলপার হওয়ার মিশনে।
    বাকি যা আছে কপালে।
    0:37 Create Personalized Learning Roadmap
    5:20 Find Tutorials for your road plan
    6:45 Specific Topic Tutorial or video
    7:07 Helping Buddy and Error Solving
    8:03 Teacher, Assignment and Project Idea
    11:38 Interview Preparation

ความคิดเห็น • 157

  • @JhankarMahbub
    @JhankarMahbub  ปีที่แล้ว +13

    কমপ্লিট Web Development উইথ প্রোগ্রামিং হিরো কোর্সটি ওয়েব ডেভেলপমেন্ট এর কমপ্লিট কোর্স
    🎯৮ম ব্যাচের সকল সময়সূচিঃ
    ☑️এনরোলমেন্ট শুরু: জুন ১০, ২০২৩ (শনিবার)
    ☑️এনরোলমেন্ট শেষ: জুন ২৪, ২০২৩ (শনিবার)
    ☑️ব্যাচের ওরিয়েন্টেশন: জুলাই ১, ২০২৩ (বুধবার)
    ☑️ক্লাস শুরু: জুলাই ২, ২০২৩ (শুক্রবার)
    ✅কোর্স ফি: ৫৫০০ টাকা।
    🔎🔎🔎 বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে: web.programming-hero.com/
    ☑️ফুল কোর্স ৫-৬ মাসের।
    ☑️মোট ১৩ টি মাইলস্টোন।
    ☑️৮০+ মডিউল।
    ☑️১২-১৩ টি এসাইনমেন্ট থাকবে।
    🛑প্রতিটি মাইলস্টোনে ২-৩ টি লাইভ কনসেপচুয়াল সেশন থাকবে।
    🛑দিনে ৩ বেলা লাইভ সাপোর্ট সেশন আছে যেখানে ডিভাইসের স্ক্রিন শেয়ার করে সমস্যার সলিউশন নিতে পারবে।
    🚀পুরো কোর্সের জার্নিতে প্রায় ৪০+ ছোট বড় প্রজেক্ট করানো হবে।
    👉এইচটিএমএল, সিএসএস, GIT
    👉বুটস্ট্রাপ, বেসিক টেইল‌উন্ড
    👉ডেভেলপার টুলস
    👉জাভাস্ক্রিপ্ট, বেসিক টাইপস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরী,
    👉API, ES6
    👉react.js, React router,
    👉ফায়ারবেজ, authentication,
    👉সার্ভার সাইড টেকনোলজি, node.js,
    👉ডাটাবেস মঙ্গডিবি,
    👉full stack project, Payment system integration,
    👉ইন্টারভিউ মডিউল এছাড়া আরো অনেক কিছু থাকছে।
    🛑ডিটেইলস Site এ পাওয়া যাবে: web.programming-hero.com
    🚀কোর্স নিয়ে অনেকগুলো প্রশ্নের এবং কনফিউশনের উত্তর:
    facebook.com/groups/programmingherocommunity/permalink/978453910276717/?mibextid=Nif5oz

    • @mdabdulkader1455
      @mdabdulkader1455 ปีที่แล้ว

      Ekhn enroll kra jabe ki..?

    • @sakibhaider5616
      @sakibhaider5616 ปีที่แล้ว

      😊

    • @ahhabib1833
      @ahhabib1833 ปีที่แล้ว +1

      ভাই কি ধরনের কম্পিউটার স্পেসিফিকেশন লাগবে প্রগ্রামিং শেখার জন্য,,,, প্লিয যানাবেন ❤❤❤

    • @itsariful3639
      @itsariful3639 ปีที่แล้ว

      ওয়েব ডেভেলপমেন্ট এবং ব্লকচেইন ডেভেলপমেন্ট শেখার জন্য কোন মডেলের এবং ব্রান্ডের ল্যাপটপ ভাল হবে?
      বাজেট: ৮০ হাজার টাকা

    • @Cratoonbd
      @Cratoonbd ปีที่แล้ว

      Vaia apnader off-line class ace ki...? Physically calss korar way thakle janaben please

  • @shahriyarhamid7567
    @shahriyarhamid7567 ปีที่แล้ว +14

    ChatGPT অনেক কাজের একটা AI । এর ফলে মানুষের অনেক সময় বেঁচে যাবে ।

  • @AbidAli-bv2gl
    @AbidAli-bv2gl ปีที่แล้ว +3

    সুন্দর ভিডিও , আপনি ChatGPT Plus ববহারকারী । ওটার জন্য মাসে টাকা দিতে হয়। খুব ভাল একটা শেখার কমপ্লিট গাইডলাইন

    • @JhankarMahbub
      @JhankarMahbub  ปีที่แล้ว +1

      Free version o similar benefit pabe

  • @masudalam6851
    @masudalam6851 ปีที่แล้ว +4

    দারুন জিনিস শিখলাম, Chat-GPT দিয়ে এইভাবেও কাজ করা যায় আগে চিন্তাও করিনি

  • @MdHasan-Sohel
    @MdHasan-Sohel 3 หลายเดือนก่อน +1

    Really this video is helpful for all

  • @Shipon.5421
    @Shipon.5421 11 หลายเดือนก่อน

    Shudu Web development er jonno na, jekono bisoye chatgpt er potential je koto ai video na dekhle bujha jeto na, Thank you vai❤

  • @imranhossain4708
    @imranhossain4708 ปีที่แล้ว +1

    দারুন জিনিস শিখলাম, Chat-GPT দিয়ে এইভাবেও কাজ করা যায় আগে চিন্তাও করিনি🥰

  • @mdmahamudulalam7208
    @mdmahamudulalam7208 ปีที่แล้ว +2

    Data analysis and Data science job opportunities are increasing day by day in the Bangladesh. I hope to see a course on those from programming hero in future.

  • @muhammadshajibahamed9694
    @muhammadshajibahamed9694 ปีที่แล้ว +1

    শেখার জন্য সঠিক গাইড লাইন এবং মেইন্টর প্রয়োজন হলে সেটা আপনার মাধ্যমে
    আর নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে তাহলে সফলতা আসবেই বিশ্বাস করি,৷৷

  • @telescope3801
    @telescope3801 ปีที่แล้ว

    পুরাই মাথা নষ্ট।দারুন ভিডিও ভাইয়া।

  • @abdulhannanrafi2881
    @abdulhannanrafi2881 หลายเดือนก่อน

    Interesting

  • @MohammadHasanRohi
    @MohammadHasanRohi หลายเดือนก่อน

    I love you too much jhankar mahbub sir.i can learn many things from this video ❤

  • @atiqurrahamanakib8034
    @atiqurrahamanakib8034 ปีที่แล้ว +8

    ভাই সপ্তাহে একটাহলেও ভিডিও দিয়েন

  • @samadahmed1317
    @samadahmed1317 ปีที่แล้ว

    omg fatafati roadmap

  • @AlAmin-zq5pn
    @AlAmin-zq5pn ปีที่แล้ว +1

    অসাধারণ তথ্যের ভান্ডার ছিলো ভিডিও টা ❤❤

    • @mohammadfaisal8675
      @mohammadfaisal8675 ปีที่แล้ว +1

      asolei vai

    • @sreyabiswsas9395
      @sreyabiswsas9395 ปีที่แล้ว

      😂😂😂আমার কাছে মনে হয় এগুলো কোন কনটেন্ট না। জাস্ট ইউটিউবে ভিউ নেওয়া কারন chat gpt দিয়ে আপনি আপনার ফলাফল নিতে পারেন। এগুলো জানা বিষয়।

  • @__r821
    @__r821 ปีที่แล้ว +1

    আমি python flask দিয়ে web development শিখছি।এতে ChatGPT অনেক বেশি সাহায্য করেছে।

    • @bkptube8704
      @bkptube8704 ปีที่แล้ว

      Bhai newer aktu help krbn?

    • @__r821
      @__r821 ปีที่แล้ว

      @@bkptube8704 ji bolen

  • @rahatulashekinashik
    @rahatulashekinashik ปีที่แล้ว +9

    0:37 STEP 01 (Personalized Learning Roadmap)
    5:20 STEP 02 (Specialized Tutorial)
    6:45 STEP 03 (Suggestion about Specific Topic)
    7:07 STEP 04 (Helping Buddy)
    8:03 STEP 05 (Project Idea)
    11:38 STEP 06 (Interview)

    • @JhankarMahbub
      @JhankarMahbub  ปีที่แล้ว +2

      Thank you

    • @rahatulashekinashik
      @rahatulashekinashik ปีที่แล้ว

      @@JhankarMahbub welcome, vaiya

    • @mrriaz6482
      @mrriaz6482 ปีที่แล้ว

      ​@@JhankarMahbub ভাইয়া এই রকম কি কোনো চাকরির ফিল্ড আছে যেটা কখনো চ্যাটজিপিটি খেতে পারবে নাহ

  • @AnnoyDey
    @AnnoyDey ปีที่แล้ว +2

    To be honest, I would give this video thousands of likes.

  • @lovedhaka6939
    @lovedhaka6939 10 หลายเดือนก่อน

    ভাইয়া তোমার কথা গুলো এতো মজা লাগে কেন😊

  • @ahmedbhuiyan2351
    @ahmedbhuiyan2351 ปีที่แล้ว

    Onk help hoilo vhai💝

  • @anwartravels9837
    @anwartravels9837 ปีที่แล้ว

    উপকারী ভিডিও৷ তথ্যবহুল৷

  • @MBNAHID7
    @MBNAHID7 ปีที่แล้ว

    Thank you bro for giving us a helpful video about the web development roadmap using Chaptgpt.

  • @bipreshtalukder7435
    @bipreshtalukder7435 ปีที่แล้ว

    আমি আপনার সব কিছু ভিডিও দেখলাম,,আমি আপনার সাথে কাজ শিখতে চাই

  • @numan53303
    @numan53303 ปีที่แล้ว

    চমৎকার একটা ভিডিও ভাই

  • @mdshovo3921
    @mdshovo3921 ปีที่แล้ว +1

    ভাই সবাই বলতাছে chatgpt অনেক দারুন একটা জিনিস। এখানে খুব সহজে শিখা যায়। কিন্তু আমার প্রশ্ন, chatgpt কতটুকু ঝুঁকিপূর্ণ web development এর জন্য বা কোন ঝুঁকির সম্ভবনা আছে কি না সেই টা জানতে চাই।

    • @mdshovo3921
      @mdshovo3921 ปีที่แล้ว

      Open Ai chatgpt app তো ভবিষ্যতে web design সহ অন্যান্য ক্ষেত্রে ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। এতে অনেক এর ই চাকরি নিয়ে অনিশ্চয়তা থাকবে কি?

  • @jihadrahman6208
    @jihadrahman6208 ปีที่แล้ว +1

    Wonderful video , Good quality, good content & love you Jhankar Mahabub Sir ❤️❤️❤️

  • @xyz-wj3bk
    @xyz-wj3bk ปีที่แล้ว

    Awesome

  • @mahabubsiddike183
    @mahabubsiddike183 ปีที่แล้ว +2

    Vai, ai related akta course banan,, amader khub upokar hoy

    • @JhankarMahbub
      @JhankarMahbub  ปีที่แล้ว

      কমপ্লিট Web Development উইথ প্রোগ্রামিং হিরো কোর্সটি ওয়েব ডেভেলপমেন্ট এর কমপ্লিট কোর্স
      🎯৮ম ব্যাচের সকল সময়সূচিঃ
      ☑️এনরোলমেন্ট শুরু: জুন ১০, ২০২৩ (শনিবার)
      ☑️এনরোলমেন্ট শেষ: জুন ২৪, ২০২৩ (শনিবার)
      ☑️ব্যাচের ওরিয়েন্টেশন: জুলাই ১, ২০২৩ (বুধবার)
      ☑️ক্লাস শুরু: জুলাই ২, ২০২৩ (শুক্রবার)
      ✅কোর্স ফি: ৫৫০০ টাকা।
      🔎🔎🔎 বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে: web.programming-hero.com/
      ☑️ফুল কোর্স ৫-৬ মাসের।
      ☑️মোট ১৩ টি মাইলস্টোন।
      ☑️৮০+ মডিউল।
      ☑️১২-১৩ টি এসাইনমেন্ট থাকবে।
      🛑প্রতিটি মাইলস্টোনে ২-৩ টি লাইভ কনসেপচুয়াল সেশন থাকবে।
      🛑দিনে ৩ বেলা লাইভ সাপোর্ট সেশন আছে যেখানে ডিভাইসের স্ক্রিন শেয়ার করে সমস্যার সলিউশন নিতে পারবে।
      🚀পুরো কোর্সের জার্নিতে প্রায় ৪০+ ছোট বড় প্রজেক্ট করানো হবে।
      👉এইচটিএমএল, সিএসএস, GIT
      👉বুটস্ট্রাপ, বেসিক টেইল‌উন্ড
      👉ডেভেলপার টুলস
      👉জাভাস্ক্রিপ্ট, বেসিক টাইপস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরী,
      👉API, ES6
      👉react.js, React router,
      👉ফায়ারবেজ, authentication,
      👉সার্ভার সাইড টেকনোলজি, node.js,
      👉ডাটাবেস মঙ্গডিবি,
      👉full stack project, Payment system integration,
      👉ইন্টারভিউ মডিউল এছাড়া আরো অনেক কিছু থাকছে।
      🛑ডিটেইলস Site এ পাওয়া যাবে: web.programming-hero.com
      🚀কোর্স নিয়ে অনেকগুলো প্রশ্নের এবং কনফিউশনের উত্তর:
      facebook.com/groups/programmingherocommunity/permalink/978453910276717/?mibextid=Nif5oz

  • @mdh298
    @mdh298 ปีที่แล้ว

    Good

  • @md.tauhidorrahaman5417
    @md.tauhidorrahaman5417 ปีที่แล้ว

    Thanks vai

  • @ahsanhabib9870
    @ahsanhabib9870 ปีที่แล้ว

    Excellent vahi ❤😊

  • @ww.tech360
    @ww.tech360 ปีที่แล้ว

    wow. thanks vai

  • @mdasif3408
    @mdasif3408 ปีที่แล้ว +4

    ধন্যবাদ দাদা, এমন একটা ভিডিওর জন্য অপেক্ষা করছিলাম,,❤❤

  • @SportsBD-yr9fi
    @SportsBD-yr9fi ปีที่แล้ว

    দারুণ

  • @mdshakibalhasan5361
    @mdshakibalhasan5361 ปีที่แล้ว +1

    Already Enrolled 😊😊❤❤...

  • @aebslimited
    @aebslimited ปีที่แล้ว +1

    ভাই ইথিক্যাল হ্যাকিং কিভাবে শিখবো এটা যদি বলতেন একটু ভাই

  • @adipatwary
    @adipatwary ปีที่แล้ว

    Thanks ❤

  • @oppsatisfing2100
    @oppsatisfing2100 ปีที่แล้ว

    vai ami ekjon software engineer hoye ekta valo company te job nite chai.Tar full guideline chai.❤

  • @aribmahmud4347
    @aribmahmud4347 ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার ❤❤,ভালোবাসা নিবেন।

  • @md.mahidulalamaraf3891
    @md.mahidulalamaraf3891 ปีที่แล้ว +1

    bhaiya CHATGPT r maddhome kono kichu shikar jonno kibhabe use kora jay oetar upor "Prompt Engineering" er upor playlist den please

  • @arifunnaharmithila4862
    @arifunnaharmithila4862 8 หลายเดือนก่อน

    Bhaia do you have course on software testing?

  • @BertrandRussell-i3r
    @BertrandRussell-i3r ปีที่แล้ว

    excellent bro

  • @soriful9417
    @soriful9417 ปีที่แล้ว

    wow

  • @muslimrelationtips4774
    @muslimrelationtips4774 ปีที่แล้ว

    ভাই আমি তো CSE তে পড়ি না।
    জেনারেলে পড়ে Web developer হলে কি িনকাম করা যাবে???

  • @muslimrelationtips4774
    @muslimrelationtips4774 ปีที่แล้ว

    ভাই আমি তো CSE তে পড়ি না।
    জেনারেলে পড়ে Web developer হলে কি ইনকামকরা যাবে???

  • @sreebasbiswas6511
    @sreebasbiswas6511 ปีที่แล้ว

    ❤❤❤

  • @shopnorahman9630
    @shopnorahman9630 ปีที่แล้ว

    Vai online tuition niye ekta video koren

  • @kaziriyadff9730
    @kaziriyadff9730 ปีที่แล้ว

    স্যার আপনার কোর্স করার জন্য বেসিক কিছু জানার লাগবে নাকি আমি নিউ ডিপ্লোমা স্টুডেন্ট কম্পিউটারের কিছু জানি না
    Ekon আপনার কোর্স করবো নাকি আগে কিছু বেসিক শিখবো sir ,please reply

    • @JhankarMahbub
      @JhankarMahbub  ปีที่แล้ว

      কোর্স কি করানো হবে। সেটা কি কাজে লাগবে। সেটা তুমি করতে চাও কিনা। এইসব না বুঝে চোখ বন্ধ করে কোর্স এ এনরোল করা উচিত না। এইসব নিয়ে একটু ঘাটাঘাটি করো। দেখো। দরকার হলে, আমাদের ফোন করেও জিজ্ঞেস করতে পারো। তারপর বুঝে শুনে আসো

  • @alauddinbepbepbrac171
    @alauddinbepbepbrac171 ปีที่แล้ว

    Its a very much helpful for beginner. When next batch will start for the tutorial. Is it possible to get opportunity to admission in June/23 batch?

  • @md.tanjidhasan3622
    @md.tanjidhasan3622 ปีที่แล้ว

    love you bhai

  • @Ayanofficialverified
    @Ayanofficialverified ปีที่แล้ว +1

    Recommend see this video in 1.75x speed

  • @aklakujjamanmarjan5115
    @aklakujjamanmarjan5115 ปีที่แล้ว

    🎉🎉🎉

  • @হিলফুলফুজুল-ধ৭ষ
    @হিলফুলফুজুল-ধ৭ষ ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤

  • @highwaybusbd
    @highwaybusbd ปีที่แล้ว

    Love You vhai🥀

  • @g-travellers701
    @g-travellers701 8 หลายเดือนก่อน +6

    web development এ যে পরিমান কম্পিটিশন বাড়ছে। এত ধৈর্য রেখে এসব কাজ শেখা সম্ভব না।আর ২ দিন পর পর নতুন নতুন টেকনোলজি শেখো । অল্প বয়সে চোখ যাবে, মাথাও যাবে।

  • @fighter8931
    @fighter8931 ปีที่แล้ว

    MashAllah, it's a great video

  • @সাদারোবট
    @সাদারোবট ปีที่แล้ว +1

    একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভলপার এর পক্ষে কি ফ্রীল্যান্সিং করে মাসে 10,000+ USD আয় করা সম্ভব???🤔🤔😑

    • @boycottmall
      @boycottmall 6 หลายเดือนก่อน

      নাহ

  • @mdasaduzzaman8303
    @mdasaduzzaman8303 ปีที่แล้ว

    Fast view

  • @Playingwithtimee
    @Playingwithtimee ปีที่แล้ว

    ❤️‍🔥❤️‍🔥

  • @mdsaifurrahman7121
    @mdsaifurrahman7121 ปีที่แล้ว

    1st cmnt

  • @md.ashikurrahman3466
    @md.ashikurrahman3466 ปีที่แล้ว

  • @tawhidislam007
    @tawhidislam007 ปีที่แล้ว

    First view 😊

  • @szonegamer3393
    @szonegamer3393 ปีที่แล้ว

    আমি এসএসসি২০২৩ পরীক্ষা দিয়েছি।আমি এখন python শিখতে চাচ্ছি। কিভাবে শুরু করব একটু বলবেন।আর আমি কি স্মার্ট ফোন ব্যবহার করে python শিখতে পারব?

  • @tanvir_tech3659
    @tanvir_tech3659 ปีที่แล้ว

    Mahbub Bhy free version use kore ki apner ey Video ta follow korte parbo?

  • @md.hasibraihan7685
    @md.hasibraihan7685 ปีที่แล้ว

    vai apner je ekta boi ache programming shikhar jonno boita ki paoya jabe

    • @JhankarMahbub
      @JhankarMahbub  ปีที่แล้ว

      Yes. Rokomari te paba or nearest library te khuj nite paro.

  • @khanzcreation8218
    @khanzcreation8218 ปีที่แล้ว

    স্যার, টাকা কি পি পেমেন্ট? নাকি ভাগে ভাগে দেওয়া যায়?

  • @The_Tripod_TTP
    @The_Tripod_TTP ปีที่แล้ว

    Amio join korte chai

  • @mahabub1851alom
    @mahabub1851alom ปีที่แล้ว +1

    ভাইয়া,আসলামুআলাইকুম,আশা করি আমি রিপ্লাই টা পাবো,,,,,আমি সৌদি আরব একটা কোম্পানি তে কাজ করছি,আমি চাই আপনার এই কোস করার জন্য, কিন্তুু আমি রিয়ালে হচ্ছে না,,, টাকা লাগবে,অথবা ডলার লাগবে,আমার কাছে এই টাকার,ডলারের কোনো সিস্টেম নাই,,দয়া করে জানাবে আমি কিভাবে টাকা পে করগে পারি,,,,🙏🙏

    • @JhankarMahbub
      @JhankarMahbub  ปีที่แล้ว

      tumi bKash diye o pay korte parbe ba bangladesh er keu bKash diye pay korar por tumi transaction Id submit kore dile

  • @limaakter3740
    @limaakter3740 ปีที่แล้ว

    ভাই আমি দুই দিন ধরে ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ শিখতেছি। আমি কি কিছু করতে পারবো।প্লিজ জানাবেন

    • @JhankarMahbub
      @JhankarMahbub  ปีที่แล้ว

      তুমি পারবে কি পারবে না। সেটা বাইরের কেউ ১০০% গ্যারান্টি নিয়ে বলতে পারবে না। তবে চেষ্টা করলে কিছু না কিছ একটা হবে। আর চেষ্টা না করলে কিছুই হবে না। সেটা বলা যায়।
      বাকি যা আছে কপালে

    • @limaakter3740
      @limaakter3740 ปีที่แล้ว

      @@JhankarMahbub চ্যাট জিপিটি নাকি সবার কাজ কেড়ে নেবে

  • @itsariful3639
    @itsariful3639 ปีที่แล้ว

    ওয়েব ডেভেলপমেন্ট এবং ব্লকচেইন ডেভেলপমেন্ট শেখার জন্য কোন মডেলের এবং ব্রান্ডের ল্যাপটপ ভাল হবে?
    বাজেট: ৮০ হাজার টাকা।
    উত্তরটা দ্রুত দিলে উপকৃত হতাম।

  • @limaakter3740
    @limaakter3740 ปีที่แล้ว +1

    এখন কি ওয়েব ডেভেলপমেন্ট শিখে কি কিছু করা যাবেনা। চ্যাট জিপিটির কারণে

    • @mehedihasanfoysal5586
      @mehedihasanfoysal5586 ปีที่แล้ว

      আমার ও একি প্রশ্ন

    • @JhankarMahbub
      @JhankarMahbub  ปีที่แล้ว

      এটা একটা হেল্পিং টুল

  • @shubhajit_01
    @shubhajit_01 ปีที่แล้ว

    Sir, eta ki chatGPT4 naki ?

  • @bindada2526
    @bindada2526 ปีที่แล้ว

    Ami apnar 6 batch r student

  • @davidpaul8039
    @davidpaul8039 ปีที่แล้ว

    কিন্তু স্যার! আপনি তো ChatGPT Plus দিয়ে সব দেখালেন। free version দিয়ে কি এসব সুবিধা পাওয়া যাবে?

  • @অনাসক্তআমি
    @অনাসক্তআমি ปีที่แล้ว

    ভাইয়া আসসালামু আলাইকুম,,
    আমি আপনার কাছে আমি কাজ শিক্ষতে চাই..

    • @JhankarMahbub
      @JhankarMahbub  ปีที่แล้ว

      কমপ্লিট Web Development উইথ প্রোগ্রামিং হিরো কোর্সটি ওয়েব ডেভেলপমেন্ট এর কমপ্লিট কোর্স
      🎯৮ম ব্যাচের সকল সময়সূচিঃ
      ☑️এনরোলমেন্ট শুরু: জুন ১০, ২০২৩ (শনিবার)
      ☑️এনরোলমেন্ট শেষ: জুন ২৪, ২০২৩ (শনিবার)
      ☑️ব্যাচের ওরিয়েন্টেশন: জুলাই ১, ২০২৩ (বুধবার)
      ☑️ক্লাস শুরু: জুলাই ২, ২০২৩ (শুক্রবার)
      ✅কোর্স ফি: ৫৫০০ টাকা।
      🔎🔎🔎 বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে: web.programming-hero.com/
      ☑️ফুল কোর্স ৫-৬ মাসের।
      ☑️মোট ১৩ টি মাইলস্টোন।
      ☑️৮০+ মডিউল।
      ☑️১২-১৩ টি এসাইনমেন্ট থাকবে।
      🛑প্রতিটি মাইলস্টোনে ২-৩ টি লাইভ কনসেপচুয়াল সেশন থাকবে।
      🛑দিনে ৩ বেলা লাইভ সাপোর্ট সেশন আছে যেখানে ডিভাইসের স্ক্রিন শেয়ার করে সমস্যার সলিউশন নিতে পারবে।
      🚀পুরো কোর্সের জার্নিতে প্রায় ৪০+ ছোট বড় প্রজেক্ট করানো হবে।
      👉এইচটিএমএল, সিএসএস, GIT
      👉বুটস্ট্রাপ, বেসিক টেইল‌উন্ড
      👉ডেভেলপার টুলস
      👉জাভাস্ক্রিপ্ট, বেসিক টাইপস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরী,
      👉API, ES6
      👉react.js, React router,
      👉ফায়ারবেজ, authentication,
      👉সার্ভার সাইড টেকনোলজি, node.js,
      👉ডাটাবেস মঙ্গডিবি,
      👉full stack project, Payment system integration,
      👉ইন্টারভিউ মডিউল এছাড়া আরো অনেক কিছু থাকছে।
      🛑ডিটেইলস Site এ পাওয়া যাবে: web.programming-hero.com
      🚀কোর্স নিয়ে অনেকগুলো প্রশ্নের এবং কনফিউশনের উত্তর:
      facebook.com/groups/programmingherocommunity/permalink/978453910276717/?mibextid=Nif5oz

  • @RabiulIslam-yy8oy
    @RabiulIslam-yy8oy ปีที่แล้ว

    ভালোবাসি

  • @mohamedbadhon1945
    @mohamedbadhon1945 ปีที่แล้ว

    Course er video quality ei video er moto hobe ki na?

    • @JhankarMahbub
      @JhankarMahbub  ปีที่แล้ว

      will be better than this quality

    • @mohamedbadhon1945
      @mohamedbadhon1945 ปีที่แล้ว

      @@JhankarMahbub I hope you keep your promise.Take Love❤.You're a GEM.

  • @countryseeker8475
    @countryseeker8475 ปีที่แล้ว +1

    Sir can anyone join your course?

    • @JhankarMahbub
      @JhankarMahbub  ปีที่แล้ว

      yes. anyone can join the course!!!

  • @jubaerhudaabir1966
    @jubaerhudaabir1966 ปีที่แล้ว

    vai Blockchain er nam nen na keno

    • @JhankarMahbub
      @JhankarMahbub  ปีที่แล้ว

      serious kono karon nai. just oi muhurte hoito mathai ase nai. tai boli nai

  • @bkptube8704
    @bkptube8704 ปีที่แล้ว

    ভাই হেরা তো টাকা চাচ্ছে?

  • @Digital_product-review
    @Digital_product-review ปีที่แล้ว

    koi din lagbe?

    • @JhankarMahbub
      @JhankarMahbub  ปีที่แล้ว

      aita e chatGPT ke jiggesh koro. tumi chaile tomar moto kore hours change kore dite paro
      ----
      I am a absolute beginner. How long will it take to learn web development If i spend 4hrs per day.

  • @RunaBegum-xg5ki
    @RunaBegum-xg5ki ปีที่แล้ว

    ওয়েব development কি?

  • @cyberdefenx
    @cyberdefenx ปีที่แล้ว

    Just আর শুধু একই কথা

  • @AMJobayerChowdhury-h7p
    @AMJobayerChowdhury-h7p ปีที่แล้ว

    CHATGPT link

  • @kazitariqulislam5117
    @kazitariqulislam5117 ปีที่แล้ว

    course fee কত?

  • @ahmadkhanak360
    @ahmadkhanak360 ปีที่แล้ว

    ChatGPT 3 te explain kom kore.
    Apni to ChatGPT 4 diye dekhiasen.

    • @JhankarMahbub
      @JhankarMahbub  ปีที่แล้ว +1

      লেটেষ্ট ভার্সন ভালো হবে সেটা স্বাভাবিক। এবং পয়সা দিতে হয়। সেটা একটা ঝামেলা।
      তারপরেও বেশি বেশি ইউজ করে দেখো। ভালো ই কাজ করে

  • @highwaybusbd
    @highwaybusbd ปีที่แล้ว

    1st cmnt🫰❤️

  • @shetuamin
    @shetuamin ปีที่แล้ว

    শেখার জন্য পরিশ্রম কিন্তু নিজের করতে হবে। :(

  • @emaduddinadil1953
    @emaduddinadil1953 ปีที่แล้ว

    ChatGPT ভাই 😂😂

  • @ALJACHIA
    @ALJACHIA ปีที่แล้ว

    Free version e tw link pabo na

    • @JhankarMahbub
      @JhankarMahbub  ปีที่แล้ว +1

      Please share me link to learn HTML
      aita likhe dekho dei kina

    • @ALJACHIA
      @ALJACHIA ปีที่แล้ว

      @@JhankarMahbub ধন্যবাদ ভাই, দিছে

  • @MrMe-xs9gq
    @MrMe-xs9gq ปีที่แล้ว

    আলটিমেট গারবেজে তৈরি হন চ্যাটজিপিটি দিয়ে ওয়েবসাইট তৈরি করে, কিছু না শিখেই চ্যাটজিপিটি দিয়ে লাখ টাকা কামাই করুন

    • @JhankarMahbub
      @JhankarMahbub  ปีที่แล้ว

      চোখ বন্ধ করে কপি পেস্ট করলে তো গার্বেজ ওয়েবসাইট তৈরি হবে। আর বুঝে বুঝে করলে-- অনেক বেশি হেল্পফুল হবে।

  • @salimahamedsumon4646
    @salimahamedsumon4646 ปีที่แล้ว

    Pure Chaglami.

  • @mdmahfuj2540
    @mdmahfuj2540 ปีที่แล้ว

    আপনিও কম না

  • @syediqbalahmed3176
    @syediqbalahmed3176 ปีที่แล้ว

    🐵 🐒

  • @gamebuzzfifa
    @gamebuzzfifa ปีที่แล้ว

    Joker

  • @bdhis24
    @bdhis24 ปีที่แล้ว

    bdhis24

  • @VillageLife_Bangladesh
    @VillageLife_Bangladesh ปีที่แล้ว

    দারুণ

  • @tabbassumnoori8433
    @tabbassumnoori8433 ปีที่แล้ว

    ❤❤❤

  • @sibbirrahman6666
    @sibbirrahman6666 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @The_Tripod_TTP
    @The_Tripod_TTP ปีที่แล้ว

    ❤❤