আহা, আহা, আহা। সকাল থেকে সন্ধ্যে অবধি আপিসে ঘাড় বেঁকিয়ে থাকার পর বৃষ্টিতে ভিজে ফিরে মেজাজটা একেবারে ইয়ে হয়ে ছিল। মনে পড়ল, সকালেই নোটিফিকেশন দেখেছিলাম যে, সাড়ে আটটায় প্রিমিয়ার। তাই ঝট করে দেখতে বসে পড়লাম। দেখলাম। হতচ্ছাড়া মেজাজটা একেবারে ফুরফুরে হয়ে গেল। অনেক পুরোনো কথাও মনে পড়ে গেল। আহা, আহা, আহা। কী দেখলাম ! যেমন ছবি, তেমন ভাষ্য। আর কারও ব্লগে তো এমন পরিপাটি, ঝরঝরে, সাবলীল ভাষ্য আজ অবধি শুনলাম না। শুধু শুনলেও ভালো লাগে। No fumbling, no faltering, no tail dropping, no repeating. দারুন। Steady and seamless video. ভারী দৃষ্টিনন্দন। And last but not the least the unsung hero, our silent biker, Joy. সাড়ে বারো ঘন্টায় ছ'শ পঁচাত্তর কিলোমিটার। খাওয়া প্রভৃতির জন্য কোন সময় লাগেনি বলে তর্কের খাতিরে ধরে নিলেও, ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার গতি। পারেন কী করে, মশাই! এক্সিলারেটর মুচড়ে ধরে থেকে কব্জি ব্যথা হয় না? আর তেমনিই পিলিয়ন! তারও ব্যথা-বেদনা নেই। আপনারা কোন ধাতুতে গড়া বলুন তো! এবার উপরি পাওনা আলুপোস্ত আর নুন ছাড়া ডিমসিদ্ধর ফিউশন। সত্যি বলছি ঘরে একদিন ট্রাই করে দেখতেই হবে। শেষে বলছি- হোক, হোক সাসারাম, রোহতাসগড় দুর্গ আর বারাণসী হয়ে যাক। জলদি হোক। বয়েস হয়েছে, ক'দিন বাঁচি ঠিক নেই। তার আগেই যেন দেখে যেতে পারি। পরের দিনের উড়ানের অপেক্ষায় থাকলাম।
দিদি আজকে তোমাদের ভিডিও প্রথম দেখলাম । অসাধারণ লাগলো । খুব সুন্দর করে বোঝালে । আমার feel হচ্ছে একটা connection তৈরি হল । "দেখি কি সৎকার" করে এটা বেশ ভালো ছিল ।😂😂😂
ঘড়ির কাঁটায় দিন বদল হলেও বাংলায় এখনও শ্রীপঞ্চমী। উৎসবের রাতে সুদূরের পিয়াসীদের সাথে মানহভ্রমণ- মনের মত বিষয়। এপথের সাথে যথেষ্ট পরিচয় আছে। অসাধারণ চিত্রগ্রহণ ও ধারাভাষ্যের সাথে জমাটি হয়ে উঠল যাত্রা। প্রায় প্রতিটি জায়গার নাম জেনে খুব ভাল লাগছে। মজাদার কথা তো রয়েছেই। বাড়ির খাবার খেলেন, এটা ভালো। এপথের সঙ্গে বেশ কিছু ঐতিহাসিক বিষয়ের উল্লেখ দারুন লাগলো। প্রাকৃতিক সৌন্দর্য ও মন জুড়িয়ে দিল। সাসারাম ট্রীপের জন্য দিন গুনতে শুরু করলাম। মনের ক্লান্তি সরিয়ে দিল এই ভিডিওটি। হোটেল সৎকার তো বেশ লাগলো। বাকিটা পরে জানতে পারবো। শ্রী পঞ্চমীর উপহার বলে মনে হচ্ছে এই ভিডিওটি। অনেক ধন্যবাদ সুদুরের পিয়াসীরা। এগিয়ে চলুন আরও সাফল্যের দিকে, মনে মনে সঙ্গে রইলাম অনেক শুভকামনা নিয়ে।
দিদি আপনার বর্ননা এত পরিষ্কার যে আমি না বলে পারছি না। খুব ভালো লাগে বিশেষ করে বাংলায় বলে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি 1977এ বেনারস এম্বাসেডর চালিয়ে টুর করেছি, তখন এই রকম ভালো আপ ডাউন রাস্তা ছিল না।
@@sudurerpiyasi480 আমরা সেবার আগ্ৰা, মথুরা, বৃন্দাবন ও লক্ষ্মৌ হয়ে বরানগর ফিরে ছিলাম। সমগ্ৰ দূরত্ব হয়েছিল ৩৭০০কিমি , সময় ২১দিন। তিনবার পাংচার হয়ে ছিল।তখন ৮০কিমি স্পীড তুলতে দম বেরিয়ে যেত। যদি কোন দিন দেখা হয় আপনাদের সঙ্গে তাহলে আরও অন্যান্য বেড়ানোর অভিজ্ঞতা বলব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ও নমষ্কার।
Onekdin dhore bike touring er video dekhi, but apnader ai channel er khoj atodin kano paini janina,, Video ta pause kore comment likchi,, darun lagche dekte, ato details e karor blog e age dekhini. Jamn sundor rastar drisho tamn i madam er kotha.
অনেকদিন পর আপনাদের ব্লগ দেখতে পেলাম । খুব ভালো লাগলো । সত্যিকথা বলতে এত সুন্দর করে যাত্রার বর্ণনা তাও আবার বাংলায়, আমি আজ পর্যন্ত কাউকে করতে দেখিনি । খুব ভালো । দাদা বোধ হয় কম কথা বলেন । ম্যাডাম আপনার service .... দাদা কিসে চাকরি করেন ?
TH-cam a kolkata to varanasi onek video ache..tobe apnar chanel er moto ato explain a video aktau nai... best ever...apnader sathe jogajog hole khub valo lagto...ami r amr wife Mathura jabo thik korechi...kichu information nitam... thank you
New viewer in your vlog. Enjoyed the first episode and eagerly waiting for the next one. Lastly... সোনার কেল্লার জটায়ু র ডায়লগ ধার করে বলছি " সর্দার জী কেয়া রাজস্থান মে ডাকু হ্যায়" ভালো থাকবেন
Hai ji.... Welcome to our channel.... Apni o bhalo thakben.... khub bhalo laglo apner kotha sune...Amra ekebare crack Feluda fan.... Ebarer trip tao sonar kella r rout dhore e hoyechhe...Dekthe thakun.....
@@sudurerpiyasi480 ekta suggestion chilo bolchi amar avenger 160 street long rider jonno ki suitable hobe..example- Bardhaman to siliguri. Or Bardhaman to thimphu.. ektu janaben..
I think no other video like this can be found on youtube platform..I must say this kind of informative, energetic blog deserves a million views...
Thanks a lot maam ..... We are Honored..
আহা, আহা, আহা।
সকাল থেকে সন্ধ্যে অবধি আপিসে ঘাড় বেঁকিয়ে থাকার পর বৃষ্টিতে ভিজে ফিরে মেজাজটা একেবারে ইয়ে হয়ে ছিল। মনে পড়ল, সকালেই নোটিফিকেশন দেখেছিলাম যে, সাড়ে আটটায় প্রিমিয়ার। তাই ঝট করে দেখতে বসে পড়লাম।
দেখলাম। হতচ্ছাড়া মেজাজটা একেবারে ফুরফুরে হয়ে গেল। অনেক পুরোনো কথাও মনে পড়ে গেল।
আহা, আহা, আহা। কী দেখলাম !
যেমন ছবি, তেমন ভাষ্য। আর কারও ব্লগে তো এমন পরিপাটি, ঝরঝরে, সাবলীল ভাষ্য আজ অবধি শুনলাম না। শুধু শুনলেও ভালো লাগে। No fumbling, no faltering, no tail dropping, no repeating. দারুন।
Steady and seamless video. ভারী দৃষ্টিনন্দন।
And last but not the least the unsung hero, our silent biker, Joy. সাড়ে বারো ঘন্টায় ছ'শ পঁচাত্তর কিলোমিটার। খাওয়া প্রভৃতির জন্য কোন সময় লাগেনি বলে তর্কের খাতিরে ধরে নিলেও, ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার গতি। পারেন কী করে, মশাই! এক্সিলারেটর মুচড়ে ধরে থেকে কব্জি ব্যথা হয় না? আর তেমনিই পিলিয়ন! তারও ব্যথা-বেদনা নেই। আপনারা কোন ধাতুতে গড়া বলুন তো!
এবার উপরি পাওনা আলুপোস্ত আর নুন ছাড়া ডিমসিদ্ধর ফিউশন। সত্যি বলছি ঘরে একদিন ট্রাই করে দেখতেই হবে।
শেষে বলছি- হোক, হোক সাসারাম, রোহতাসগড় দুর্গ আর বারাণসী হয়ে যাক। জলদি হোক। বয়েস হয়েছে, ক'দিন বাঁচি ঠিক নেই। তার আগেই যেন দেখে যেতে পারি।
পরের দিনের উড়ানের অপেক্ষায় থাকলাম।
Apnar comment shune amrai bakyo-hara, apluto... Apnar comment er jobab debar bhasha amader nei...
Ekdom moner kotha.. @sudurer piyasi apnar bhasyo amar school er geography madam er kotha mone koray.. Anek suvechha.. Konodin apnar sathe ride e jete chai... 🙏🙏🙏🙏
Nischay.....
কি সুন্দর আমাদের গল্প সোনাতে সোনাতে বারাণসী নিয়ে চলে গেলেন, আরো এভাবেই বাঙালি ভ্রমণপিয়াসী হয়ে উঠুক আর বেরিয়ে পড়ুক ঘর ছেড়ে অনেক দূরে, ধন্যবাদ ।
জয় দাদা কে স্যালুট। অসাধারণ বাইক চালিয়েছেন 🎉🎉🎉
OSADHARON BLOG. HIGHLY INFORMATIVE. DARUN.
Oshamanno narration!! Great description, Gpd Bless🙏
A very well narrated & informatic Bengali motovlog.
Osadharon uposthapona
Khub sundor kore apni kotha bolen.amr khub sunte valo lage 👌
Apnar Kotha Gulo Khub Sundar Lagche.... Right Information & Details Dicchen......
Khub valo laglo vlogta. Ekbar puruliar ajodhya pahar ghurte asun.
Nice post valo laglo mam
Just awesome & fatafati.... R kichu bolar nei "team Sudurer Piyasi"...
Eta tomar bhalobasha Avijit...
Excellent, just awesome 👌
Khub sundor lagche
Video and Audio quality darun hayeche.
Oh Daroon bhalo laaglo....
Khub sundor kotha bola.
Khubsunder
khub sundor ......... toder vlog gulo amar darun lage
Good informative video
খুব সুন্দর উপস্থাপনা। আপনার বাচন ভঙ্গিও অতি শ্রুতিমধুর।
Onek Onek Dhonnyobaad .....
Very good info. Carry on your journey.
Khub sundor.... excellent start 👍
Good video and your commentary 👌 👍
আপনাদের অনেকগুলো ভিডিও দেখলাম। দারুণ লাগছে। ইচ্ছা হচ্ছে পথে বেরিয়ে পড়ি।
Nischay dada...
Abar dekhlam...darun
Nice video 👍
khub e sundor and amar nxt jodi plan thake rajasthan then khub e helpful hobe.. good going dada and didi.. best wishes...
Thanks bhai...
দিদিভাই
খুব সুন্দর লাগছে তোমাদের । অসাধারণ । আর কিছু বলার নেই । ( সোনারপুর-সুভাসগ্রাম থেকে )
Ek kathay apurba... waiting for next episode
Thanks santanu...
Tourwiki on wheels,splendid...and thanks so much for your effort...
Madam you have a very attractive way of story telling.
very nice
Awesome
Ati sundar didi ji
দিদি আজকে তোমাদের ভিডিও প্রথম দেখলাম । অসাধারণ লাগলো । খুব সুন্দর করে বোঝালে । আমার feel হচ্ছে একটা connection তৈরি হল । "দেখি কি সৎকার" করে এটা বেশ ভালো ছিল ।😂😂😂
Prothom apnader video dekhlam..bohu bike ride er video ae route er dekheche but best du tinter modheye apnaderta..khub sundor bornona..
Thank you very much...
Khela suru❤👍🏻🙏
Opekkhay roilam...
Thanks Avijit....
Daroon
ঘড়ির কাঁটায় দিন বদল হলেও বাংলায় এখনও শ্রীপঞ্চমী। উৎসবের রাতে সুদূরের পিয়াসীদের সাথে মানহভ্রমণ- মনের মত বিষয়। এপথের সাথে যথেষ্ট পরিচয় আছে। অসাধারণ চিত্রগ্রহণ ও ধারাভাষ্যের সাথে জমাটি হয়ে উঠল যাত্রা। প্রায় প্রতিটি জায়গার নাম জেনে খুব ভাল লাগছে। মজাদার কথা তো রয়েছেই। বাড়ির খাবার খেলেন, এটা ভালো। এপথের সঙ্গে বেশ কিছু ঐতিহাসিক বিষয়ের উল্লেখ দারুন লাগলো। প্রাকৃতিক সৌন্দর্য ও মন জুড়িয়ে দিল। সাসারাম ট্রীপের জন্য দিন গুনতে শুরু করলাম। মনের ক্লান্তি সরিয়ে দিল এই ভিডিওটি। হোটেল সৎকার তো বেশ লাগলো। বাকিটা পরে জানতে পারবো। শ্রী পঞ্চমীর উপহার বলে মনে হচ্ছে এই ভিডিওটি। অনেক ধন্যবাদ সুদুরের পিয়াসীরা। এগিয়ে চলুন আরও সাফল্যের দিকে, মনে মনে সঙ্গে রইলাম অনেক শুভকামনা নিয়ে।
Keya di apner bhalobasha amader egiye cholar patheyo....
তোমাদের এই ট্যুরটা আমার খুব ভালো লাগলো।মন চাইছে এইভাবে বেরিয়ে আসতে।
Thank you very much....
Oneeekdin dhore tomader vlog dekhchi...ei vlog ta onek compact aar jyga gulor description o khub shundor vabe bolecho..mmnext episode gulor wait korbo ...taratri dio ❤️
Nischay...
Hallow my sister and brother.....enjoyed your long ride.....have a safe ride to your next journey....Bengal Tigers Riders U.S.A.
Thank you sir.....
Durdanto dada
আপনার ধারাবিবরণী খুব ভালো লাগে। সঙ্গে অচেনা জয়গার পরিচয়।
Onek Dhonnyobaad dada....
আমরাও satkar হোটেল এ ছিলাম যখন লখনৌ গিয়েছিলাম.
দাদা কি level এর vlog বানাচ্ছো,,, খুব ভালো হচ্ছে....
Thank you..
Very nice video wait for 2nd episode. ❤👍
Thank you so much 😀
Darun👌 laglo❤
Onek dhonyobaad.....
দিদি আপনার বর্ননা এত পরিষ্কার যে আমি না বলে পারছি না। খুব ভালো লাগে বিশেষ করে বাংলায় বলে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি 1977এ বেনারস এম্বাসেডর চালিয়ে টুর করেছি, তখন এই রকম ভালো আপ ডাউন রাস্তা ছিল না।
Apner kichhu abhiggyota amader songe share korun please.....
@@sudurerpiyasi480 আমরা সেবার আগ্ৰা, মথুরা, বৃন্দাবন ও লক্ষ্মৌ হয়ে বরানগর ফিরে ছিলাম। সমগ্ৰ দূরত্ব হয়েছিল ৩৭০০কিমি , সময় ২১দিন। তিনবার পাংচার হয়ে ছিল।তখন ৮০কিমি স্পীড তুলতে দম বেরিয়ে যেত। যদি কোন দিন দেখা হয় আপনাদের সঙ্গে তাহলে আরও অন্যান্য বেড়ানোর অভিজ্ঞতা বলব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ও নমষ্কার।
@@amitabhpramanik6857 Edin to dekha kortei hobe tahole....
অনেকদিন পর। :)
ট্রিপ সুন্দর,ততোধিক আপনার ধারা বিবরণী।
Now starts my waiting for a new blog of my favorite duo.
Thanks dada...
অসাধারণ লাগলো, just কিচ্ছু বলার নেই ❤, আর হ্যাঁ আমি একজন railfan এবং আপনি একদম ঠিক বলেছেন আমাদের কাছেও মোগলসরাই নামটাই একটা emotion....
Thank you Prithwish bhai..... Apner comment ta amader kosto sarthak korlo....
Great
Thanks...
Didi Baik er mitar er dike camera ta niye ektu video ta koro..
Onekdin dhore bike touring er video dekhi, but apnader ai channel er khoj atodin kano paini janina,,
Video ta pause kore comment likchi,, darun lagche dekte, ato details e karor blog e age dekhini. Jamn sundor rastar drisho tamn i madam er kotha.
Onek Onek dhonyobad apnake.....
অনেকদিন পর আপনাদের ব্লগ দেখতে পেলাম । খুব ভালো লাগলো । সত্যিকথা বলতে এত সুন্দর করে যাত্রার বর্ণনা তাও আবার বাংলায়, আমি আজ পর্যন্ত কাউকে করতে দেখিনি । খুব ভালো । দাদা বোধ হয় কম কথা বলেন । ম্যাডাম আপনার service .... দাদা কিসে চাকরি করেন ?
Dada r business .......
TH-cam a kolkata to varanasi onek video ache..tobe apnar chanel er moto ato explain a video aktau nai... best ever...apnader sathe jogajog hole khub valo lagto...ami r amr wife Mathura jabo thik korechi...kichu information nitam... thank you
Thanks for watching. TH-cam e amader channel page e Facebook er link achhe. Okhane messenger e apnar WhatsApp number pathan. Amra jogajog kore nebo.
New viewer in your vlog.
Enjoyed the first episode and eagerly waiting for the next one.
Lastly... সোনার কেল্লার জটায়ু র ডায়লগ ধার করে বলছি " সর্দার জী কেয়া রাজস্থান মে ডাকু হ্যায়"
ভালো থাকবেন
Hai ji.... Welcome to our channel.... Apni o bhalo thakben.... khub bhalo laglo apner kotha sune...Amra ekebare crack Feluda fan.... Ebarer trip tao sonar kella r rout dhore e hoyechhe...Dekthe thakun.....
Watching 👍
Thanks for watching.... dada....
Joy da darun f2f
Thanks Sonu
অনেক দিন পর পেলাম আপনাদের, ভালো লাগলো,পরের পর্ব নিয়ে তাড়াতাড়ি ফিরে আসার অনুরোধ রইল; ভালো থাকবেন ❤️
Nischay dada...
@@sudurerpiyasi480 ❤️
Hi... Nice video. Carry on. I am also a new vlogger. Really appreciate ur vlog 🤘
Didi koto bar rest neaya cho,
3 - 4 bar er moto ...
Apnar knowledge to khub ache
Eitohhh💕💕💕💕💕😍
18 : 50 Varanasi R o Jaoa Jeto at list 21 : 00 Obdhi
God speed 🔥
Thanks bhai....
Hi
dear sister
WB to UP. Varanasi
Haw mach cost petrol
It depends on different bikes and riding style..... In our case it took near about 18 Lts of petrol ......
Total cost petrol INR
It varies every day.... Approx INR 2000 for us...
Joy da to dari sob paka!!
Kon bike travel korechen?
Avenger 220 Street, BS4..
@@sudurerpiyasi480 ekta suggestion chilo bolchi amar avenger 160 street long rider jonno ki suitable hobe..example- Bardhaman to siliguri. Or Bardhaman to thimphu.. ektu janaben..
@@anirbanchatterjee8703 Kono samosya nei... Amra Kolkata theke Gurudongmar lake pulsar 150 niye double ride e gechi... Avenger 160 er engine khub e reliable. Sathik somoye servicing ebong sathik quality er engine oil use korle Avenger 160 niye sara bharot ghora sambhab...
@@sudurerpiyasi480 Thank you.
দিদি খুব পড়াশুনা করেছেন। অনেক কিছু জানতে পারছি। কিন্তু ভাবছি রাস্তা ও প্রকৃতি দেখবো না আপনার কথা শুনবো। যাক সব কিছু ভালো 😅😅😅