জুমআর খুতবা বিষয়:মরীচিকার পেছনে আর কতদিন?শাইখ ড. মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2023
  • শাইখ ড. মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী
    জন্ম ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায়, শিক্ষা জীবনে ঢাকা সরকারি আলিয়া মাদরাসা থেকে কৃতিত্বের সাথে ডবল কামিল (তাফসীর ও হাদীসে এম এ ) পাশ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে মাস্টার্স পাশ করেন,দাওরায় হাদীস পাশ করেন মাদরাসা মুহাম্মাদিয়া আরাবিয়া ঢাকা উত্তর যাত্রাবাড়ী থেকে। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে অনার্স এবং হায়ার ডিপ্লোমা পাশ করেন।
    সবশেষে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে, ২০২১ সালে “ইলমুত তাওহীদ-এ ইমাম আবু হানীফা (র.)-এর অবদান" শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর দ্বিতীয়বারের মতো সেক্রেটারী জেনারেলের দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে সাউদী ধর্ম মন্ত্রণালয় অধীনে দাঈ হিসেবে এবং মাদরাসা দারুস সুন্নাহ, মিরপুর ঢাকা ও মাদরাসাতুল হাদীস, নাজিরাবাজার, ঢাকা প্রতিষ্ঠানদ্বয়ে সফলতার সাথে ১৭ বছর প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন। এবং ইসলামিক এডুকেশন & রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসেবে আছেন।
    বর্তমানে ঢাকা বাইপাইল আশুলিয়ায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি এর বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন এবং ঢাকা উত্তরায় মানসম্মত, আধুনিক ও উন্নত ইসলামী শিক্ষার আলোকে আদর্শ নাগরিক ও ইসলামী স্কলার করার লক্ষ্যে "জামি'আ মানারুত তাওহীদ" এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে বাংলাদেশ আহলে হাদীস তালীমী বোর্ডের রেজিস্টার এর দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন। এছাড়াও অসংখ্য দীনী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পরিচালক অথবা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা,গবেষণা, লেখনী ও দাওয়াত তাবলীগের কাজ আনজাম দিয়ে যাচ্ছেন। অনুরূপভাবে মিডিয়া জগতে পিস টিভি বাংলা সহ একাধিক টিভি চ্যানেলে মূল্যবান ও গুরুত্বপূর্ণ ইসলামী বক্তব্য প্রদান করে থাকেন। তার লিখা অনেকগুলো বই প্রকাশিত হয়েছে এবং কিছু লিখা চলমান আছে। ( সংক্ষিপ্ত জীবনী)
    শাইখের
    ► Facebook ID:
    / mskhan1975
    ► Facebook page:
    / dr.shahidullahkhanmadani
    ► TH-cam Channel :
    Dr. Shahidullah Khan Madani
    ওয়েবসাইট- www.aldinalislam.com/

ความคิดเห็น • 4

  • @MdSohag-oj2cs
    @MdSohag-oj2cs 10 หลายเดือนก่อน +1

    আলহামদুলিল্লাহ্, অনেক সুন্দর আলোচনা

  • @shahidashirinshirin5493
    @shahidashirinshirin5493 3 หลายเดือนก่อน

    সুবহা-নাল্লাহ।

  • @abdullahilkafi7106
    @abdullahilkafi7106 10 หลายเดือนก่อน

    ameen

  • @babuahmed4766
    @babuahmed4766 9 หลายเดือนก่อน