আজব কিছু ফলের সন্ধান দাম অনেকটা সস্তা l কিউই/ড্রাগন/লংগান/অ্যাভোকাডো-ফলের দাম কত | Ehi Multimedia

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 344

  • @mohammadohid3285
    @mohammadohid3285 2 ปีที่แล้ว +10

    এখানের সবগুলো ফল ই খাওয়ার সৌভাগ্য হয়েছে আমার আলহামদুলিল্লাহ

  • @jworld4929
    @jworld4929 2 ปีที่แล้ว +28

    গত ৪/৫ বচ্ছর ধরেই এই ফলগুলো আমাদের দেশে অনেক যায়গায় চাষ হচ্ছে। অবাক হওয়ার কিছু নেই

  • @A.s.bd2538
    @A.s.bd2538 2 ปีที่แล้ว +36

    এগুলো ব্যবসায়ী না ডাকাত ! এই সমস্ত ফলগুলো আরব দেশগুলোতে সর্বোচ্চ বাংলাদেশি টাকায় ৩০০ / ৩৫০ টাকা হবে । যেমন দেশের শাসনব্যবস্থা ,তেমন দেশের আমলা প্রশাসন এবং ব্যবসায়ীদের লুটপাটের অবস্থা ।

    • @sheikhhasan523
      @sheikhhasan523 2 ปีที่แล้ว

      desher baire theke able khoroch oneek beshi pore akhon . tex barai dise.

    • @sadikhossain8769
      @sadikhossain8769 2 ปีที่แล้ว +2

      ঠিক বলছেন আমি কাতারে থাকি যেগুলো বলছে ৯০০ টাকা সেগুলো কাতারে ৮ রিয়াল কেজি বাংলা টাকায় ২৪০ টাকার বেশি নাহ

    • @farihaahmed5250
      @farihaahmed5250 2 ปีที่แล้ว

      Bangladeshe TaX beshi

    • @mohammadhazratali8707
      @mohammadhazratali8707 2 ปีที่แล้ว

      জামায়াত বি এন পি আমলে এই ফল বিনা পয়শায় পাওয়া যেত, এত এত উৎপাদন হতো মানুষ খাইতে খাইতে অরুচি ধরে যেত ফেলে দিত পড়ে ওয়াইন খেয়ে ঘুমিয়ে যেত।

  • @villageagro2022
    @villageagro2022 2 ปีที่แล้ว +126

    কিছু মনে করবেন না ভাই আপনার ভিডিও দেখে মনে হয় ভাই কোন দিন ফল কিনে খান নাই এই সব ফল ৪+৫ বসর আগেই বাংলাদেশে এবেল লেভেল আপনি প্রতিটা ফলি কেটে খেতে চান

    • @irasiti8393
      @irasiti8393 2 ปีที่แล้ว +3

      Right

    • @molinhossain708
      @molinhossain708 2 ปีที่แล้ว +2

      Vai ami 10 bochor age thekei ctg theke kine khaitam...r oi ahammok bole view paowar jonno ja ta boltase

    • @mohammadshourov3712
      @mohammadshourov3712 2 ปีที่แล้ว +1

      বেটা ছেচরা।

    • @abdulmojid8679
      @abdulmojid8679 2 ปีที่แล้ว +4

      বাংলাদেশের অনেকে এই ফল চিনেনা

    • @hmhossainbepari3449
      @hmhossainbepari3449 2 ปีที่แล้ว +8

      ভাই, এই ভাবে কটাক্ষ করে কথা বলা ঠিকনা,আপনি হয়তো এই ফল গুলো চিনেন,তবে এমনও মানুষ আছে নাম জানবেতো দূরের কথা জিবনে দেখেওনি, যাই হোক তিনি পরিচয় করিয়ে দিচ্ছে বিদেশি ফলের সাথে তার সাথে মূল্যটাও,এক কথায় অসাধারন।

  • @ashrafshaheen6142
    @ashrafshaheen6142 2 ปีที่แล้ว +6

    যাক এক উসিলায় ফল জীবনের প্রথম খাইলেন।

  • @abbasuddin3732
    @abbasuddin3732 2 ปีที่แล้ว +4

    খুব ভালো লাগলো কিছু বিদেশি ফল দেখে তাবে দাম গুলো অতিরিক্ত। কিউই ফল সৌদিআরবে ১৫০-১৮০ টাকা কেজি।
    এভোকাডো ২০০-২৫০ টাকা কেজি।

    • @jamalpatwary6009
      @jamalpatwary6009 2 ปีที่แล้ว

      বাংলাদেশের সরকার ডাকাত

  • @kamrulhasan-ir3rg
    @kamrulhasan-ir3rg 2 ปีที่แล้ว +6

    আমাদের দেশের মানুষ নিজস্ব মৌসুমে যে ফল গুলো পাওয়া যায় তা যদি আগ্রহ নিয়ে সকল পরিবার দায়িত্ব নিয়ে খেতে পারে ইনশাআল্লাহ তাহলে আর এধরণের বৈদেশিক ফল না খেলেও চলবে।
    বৈদেশিক কোনো কিছু আমাদের দেশে এতোটাই দাম হাঁকানো হয় খুব একটা আগ্রহ থাকে না ক্রয় করার।

  • @misslutfa4037
    @misslutfa4037 2 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন আমি ছিনি এবং কাইছি বিদেশে এবং কাই কেউই

  • @sknorin8122
    @sknorin8122 2 ปีที่แล้ว +1

    Sob golir fol er nam ami jani but allah onk ber khower o toufik disay

  • @shahariarhossainsajid2871
    @shahariarhossainsajid2871 2 ปีที่แล้ว +8

    হাসি আসে রামবুটান মালেশিয়া তে ২০ টাকা করে কেজি আর বাংলাদেশে এই আধ পাকা ফলের দাম ৭৫০

  • @puspoislam3409
    @puspoislam3409 2 ปีที่แล้ว +1

    Ki ki bar pawya jbe ....ar koyta theke koyta pojonto

  • @mohamedshadhin4905
    @mohamedshadhin4905 2 ปีที่แล้ว +2

    বাজার টা কোথায় বসে

  • @jaforhossainovi2679
    @jaforhossainovi2679 2 ปีที่แล้ว +1

    ইএইচআই মাল্টিমিডিয়া কে ধন্যবাদ ও সকলকে ধন্যবাদ জানাই।জাফর হোসেন অভি দলিল লিখক ফেনী।

  • @shotershondan6904
    @shotershondan6904 2 ปีที่แล้ว +6

    কিউই ফল ৯০০ টাকা কেজি,সৌদী আরবে ৭ রিয়াল মানে ১৯৬ টাকা,কোন দেশে বাসকরছি আমরা।

    • @HS-js5qq
      @HS-js5qq 2 ปีที่แล้ว

      আর রাম্বুটা মালেশিয়া তে খাইও না মানুষ এতো বেশি আর দাম তো একদম ই কম

  • @zafarullah6258
    @zafarullah6258 2 ปีที่แล้ว +24

    Evacado কোন মিষ্টি ফল না, তবে খুবই গুন সমৃদ্ধ । Rambutan আজকাল আমাদের দেশে ও চাষ হয় । লিচির মত , আমার খুব প্রিয়

  • @mdmasudparvez6234
    @mdmasudparvez6234 2 ปีที่แล้ว +2

    আসসালামু আলাইকুম ভাইজান আপনি যে ফলগুলো ভিডিওতে দেখিয়েছেন বাংলাদেশে অনেকেই কাট লিচু বলে আর ড্রাগন ফল, কিউই, অ্যাভোকাডো ফল,রাম্বুটান ফল, কিউই ফল হচ্ছে নিউজিল্যান্ডের ন্যাশনাল ফল। কিউই ফল ভালো ভাবে পাকলে নরম হয় তখন খেতে মিষ্টি লাগে কিন্তু কাঁচা থাকা অবস্থায় প্রচুর পরিমাণ টক হয়, আর অ্যাভোকাডো ফলটা হচ্ছে স্যালাডের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বাংলাদেশের তেমন একটি জনপ্রিয়তা পায়নি তবে ওয়েস্টেনে এই ফলটার ব্যবহার অনেক হয় জুস বা স্যালাড সবকিছুই মানুষ খেতে পছন্দ করে যা শরীরের জন্য অনেক উপকারী একটি ফল। এই ফল গুলোর যা দাম বলেছিলেন এটা একধরনের ডাকাতি মনে হচ্ছে। আর একটা কথা বলি এখানে যে কয়টা পল দেখিয়েছেন এইসব গুলো ফল এখন বাংলাদেশে কৃষকেরা উৎপাদন করছে। ২০৩০ সাল পর্যন্ত যদি বেছে থাকেন তাহলে দেখবেন বাহিরের দেশ থেকে আমাদের আর বিদেশী ফল আর আমদানি করতে হবে না কারণ বাংলাদেশে অনেক ভালো মানের কৃষক আছেন এবং কৃষি অফিসার যারা আছেন তারা ও কৃষক ভাইদের সহায়তা করছেন।ইনশাল্লাহ একদিন আমাদের দেশের কৃষক ভাইরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে।

  • @riyasimplelifestylevlogs170
    @riyasimplelifestylevlogs170 2 ปีที่แล้ว +1

    এই গুলো নতুন কিছু না আমাদের দেশে ও(India 🇮🇳) প্রচুর পরিমাণে পাওয়া যায় তাও খুব সস্তায় .

  • @MdNasir-hd3nw
    @MdNasir-hd3nw 2 ปีที่แล้ว +3

    সত্যি কথা বলা কোন পাপ না আর কারো মনে কষ্ট বা আঘাত করা ঠিক না

  • @mdrakibkhan4180
    @mdrakibkhan4180 2 ปีที่แล้ว

    কিউই ফলটা অনেক উপকারি একটা ফল। খেতে কিছুটা টক হলে অনেক মজা। এই ফল ক্যান্সার এর সেল গুলাকে ধ্বংস করতে সাহায্য করে। তবে বাংলাদেশে তো দেকছি অনেক দাম। ইরাকে বাংলা টাকাই ৭০-৮০ টাকার মতো।

  • @mohammaddelwarhossain4863
    @mohammaddelwarhossain4863 2 ปีที่แล้ว

    লঙ্গান ফল আমার এক চাচার বাড়ীতে ছিল। ছোটবেলায়(৫৫ বছর আগে)আমরা গাছে উঠে তা পেরে খেতাম, আমার বয়স এখন ৬৮ বছর। আমার চাচা আজ থেকে ১২ বছর আগে মারা গিয়েছেন। আপনি লংগান ফল চিনতে পারছেনা আমি ৫৫ বছর আগে থেকে এটার সাথে পরিচয় আছে ও স্বাদ নিয়েছি।

  • @Prothom_Sokal
    @Prothom_Sokal 2 ปีที่แล้ว +1

    সাম্বাদিক সাহেবের তো দেখছি ফল সম্পর্কে কোন ধারনাই নাই।। একটা ক্যামেরা হলেই সাম্বাদিক হওয়া যায়।।

    • @KR-by3es
      @KR-by3es 2 ปีที่แล้ว

      Tik bolechen . Kichu porasona koren nai mone hoi..

  • @USHAT211
    @USHAT211 ปีที่แล้ว +1

    কাটলিচুর বা লংগন গাছ আমাদের বাড়িতে আছে ❤❤❤

  • @MuktaIslam-bo9qx
    @MuktaIslam-bo9qx ปีที่แล้ว +1

    Rambotan fruit ketey kub misti

  • @ariyanfarhan5885
    @ariyanfarhan5885 2 ปีที่แล้ว +11

    মাঝে মধ্যে নিজে কিছু ফল কিনা খাইয়েন।। ভিউরস রা ইউটিউব থেকে ফল দেখতে ,স্বাদ, নাম সব জানতে পারে,,,,,,, দাম জানানো তাই ঠিক আছে।।।

  • @mohiuddinrohmani4072
    @mohiuddinrohmani4072 2 ปีที่แล้ว +2

    প্রথম ফলটা বাংলাদেশে অনেক অনেক আগে থেকেই ছিল আছে

  • @thanzidfarhad4265
    @thanzidfarhad4265 2 ปีที่แล้ว +1

    ইউটিউবারের জ্ঞান কম এগুলো রেগুলার ফল যে কিনা বলে অদ্ভুত ফল!!

  • @ArifHossain-mh9fe
    @ArifHossain-mh9fe 2 ปีที่แล้ว +1

    আবার O my god ও কয়
    আপনাকে একে বারেই মানায় নাই

  • @muazbdvoice6892
    @muazbdvoice6892 2 ปีที่แล้ว +9

    কি সব প্রতিবেদন করেন ভাই? এই সব ফল আরো ১০ বছর আগেথেকেই ঢাকার পাড়া মহল্লায় বিক্রি করছে, ফল গুলোর দাম পাইকারি যা বলছে, এর চেয়ে কমে পল্টনে খুচরাই পাওয়া যায়।

  • @nawshadmahmud3828
    @nawshadmahmud3828 2 ปีที่แล้ว +1

    ভাই, ভিডিও খুব লো কোয়ালিটির।আপনার আরও যত্ন নিয়ে ভিডিও করা উচিত।

  • @babulhossain7500
    @babulhossain7500 2 ปีที่แล้ว

    প্রথম ফল টা আমাদের দেশের পিয়াচ ফল,দিত্বীয়,এবং কাতারে আসার পর দেখেছি

  • @mohdyousuf8894
    @mohdyousuf8894 2 ปีที่แล้ว +1

    ফাইজলাইম্মা দাম ! উত্তরাতেও কিউই এর কেজি ৬০০, কাঠ লিচু ৪০০। আর পাইকারী এখানে এতো বেশি ???

  • @mmmm5201
    @mmmm5201 2 ปีที่แล้ว +3

    এগুলির দাম অনেক বেশি আবেগে একটু ২০০ টাকা কেজি হলে ঠিক আছে কেউ যেটি আপনার 900 টাকা কেজি বলেছে এটি আপনার ২০০ থেকে ৩০০ টাকার ভিতরে হলে ঠিক আছে

  • @SathiVision
    @SathiVision 2 ปีที่แล้ว

    এ গুলো ১০ বছর আগেই খাইছি ভাই আরও অনেক ফল আছে

  • @mozaman1935
    @mozaman1935 2 ปีที่แล้ว

    Avacado good for dibaties

  • @mozaman1935
    @mozaman1935 2 ปีที่แล้ว

    First Fruit like lichu, it called longan fruit.2nd one brown clor it called Kiwi fruit 3 Rd one avocado fruit.
    Mama aktu vulbal bolse.but ok

  • @bakibillah4631
    @bakibillah4631 2 ปีที่แล้ว +3

    এগুলো বহু আগে থেকেই চিনি,আর উনি পাইকারি দাম অনেক বাড়িয়ে বলছেন,খুচরা দামের চেয়েও বেশি বলছেন

  • @faruk576
    @faruk576 2 ปีที่แล้ว +1

    আজব ফলের কি আছে এগুলো কত খাইলাম

  • @mdmiah9111
    @mdmiah9111 2 ปีที่แล้ว +1

    আপনি কি নতুন বাংলাদেশের শহরে এসেছেন,

  • @ju8481
    @ju8481 2 ปีที่แล้ว +1

    রামবুটান ফল, আর একটা ফল আছে সেটা পেয়ারা ফলের মত দেখতে সেটি খেলে, ক্যান্সার প্রতিরোধক ফল।

  • @tanjilarifin6789
    @tanjilarifin6789 2 ปีที่แล้ว

    এগুলো সব খেয়ে এসেছি মালয়শিয়া থেকে 🥰🥰

  • @foridahmed2593
    @foridahmed2593 2 ปีที่แล้ว +2

    নয়শত টাকার এই ফল আমাদের এখানে 250 টাকা কেজি

  • @RunelChakma-q8n
    @RunelChakma-q8n ปีที่แล้ว

    Dragon,rambutan,kiwi

  • @NasirKhan-jy2ol
    @NasirKhan-jy2ol 2 ปีที่แล้ว +1

    কাঠলিচু আমাদের নবাবগঞ্জে অভাব নেই

  • @fahimsimran5130
    @fahimsimran5130 2 ปีที่แล้ว

    Vhaiya akhon Kar dine beshi vhag barir manhush probashi tai aghulo ochena na ok

  • @rohimlaskar6222
    @rohimlaskar6222 2 ปีที่แล้ว +6

    প্রথম যে ফলটা খেল ওটা আস ফল বলে ভারতে ওই ফলের দাম ৭০ থেকে ৮০ টাকা কেজি

    • @kazikayum3281
      @kazikayum3281 2 ปีที่แล้ว

      ভাই ঢাকায় মেয়ে সিলেটে পুরি

  • @ziaur.379
    @ziaur.379 2 ปีที่แล้ว +1

    ভাই.ত্রই.সব.ফল.সৌদি.আরবরে.ফলের.দাম.দশ.ঢাকা.কেজি

  • @parvinsultana3306
    @parvinsultana3306 หลายเดือนก่อน

    কাঠ লিচু সাতক্ষীরা জেলা অনেক আছে 50টাকা কেজি

  • @muniraj5021
    @muniraj5021 ปีที่แล้ว

    সব ফলের দাম বেশি পাইকারি রেট এত মূল্য নি

  • @sarminakter647
    @sarminakter647 2 ปีที่แล้ว

    আমার বাড়ি টাঙ্গাইল

  • @mdnazimkhan63
    @mdnazimkhan63 2 ปีที่แล้ว

    পাইকারি দামের যদি এই রকম হয় তাহলে খুচরা মূল্য কত হবে। দেশের অনেক মানুষ এসব ফল না দেখার কারণে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। 🥝 কিউই ওমানে বাংলা টাকায় ওমানে 120টাকা।
    🥑 অভোক্যাডো বাংলা টাকায় 300টাকা বর্তমানে দাম একটু বেশি না হলে আরো কমে পাওয়া যায়।
    রাম্বতান বাংলা টাকায় 330 বা 350 এরকম হয়ে থাকে।
    লঙ্গান 260 এরকম
    ড্রাগন ফল 350 টাকা আরো কমেও পাওয়া যায়। বাংলাদেশে আরো কম হওয়ার কথা কারণ আমাদের দেশে এখন এসব ফল চাষ করা হয়।

  • @zakirahmed210
    @zakirahmed210 2 ปีที่แล้ว

    ভাই সৌদিতে সৌদি রিয়ালে,৮,১০ কেজি মারকেটে পাওয়া যায়,...বাংলাদেশে এত দাম ...হা হা হা হা হা....

  • @hmhalal2491
    @hmhalal2491 2 ปีที่แล้ว

    এবা কাটু এখন বাংলাদেশই চাস হয় আর কিও ফল আমরা সৌদি তে খেয়েছি দাম অনেক কম। এই খানে দেখি দাম অনেক বেসি

  • @nabilislam8655
    @nabilislam8655 2 ปีที่แล้ว

    নংগল আমাদের টাংগাইল মির্জাপুর এলাকায় হাসফল বলে

  • @masudparvez2770
    @masudparvez2770 2 ปีที่แล้ว +1

    লংগান,কিউই, এভোক্যাডো, রাম্বুটান। এগুলো বাংলাদেশের বাজারে অনেক আগে থেকেই পাওয়া যায়।

    • @sultanmahmod5390
      @sultanmahmod5390 2 ปีที่แล้ว

      শুধু পওয়াই যায়না চাষও হচ্ছে কিউই ছাড়া।

  • @fahimsimran5130
    @fahimsimran5130 2 ปีที่แล้ว

    Vhaiya kat lichu Ami choto belar theke dektechi

  • @nigarseema3082
    @nigarseema3082 2 ปีที่แล้ว +1

    আপনার ব্লগ দেখে অনেক হাসলাম

  • @ranagazi2780
    @ranagazi2780 2 ปีที่แล้ว

    এই ফলগুলো খাইতে খাইতে অভক্ত লাগতো মালাইশিয়া

  • @rajoahmed2754
    @rajoahmed2754 2 ปีที่แล้ว +1

    Nice

  • @sudiptamandal9622
    @sudiptamandal9622 2 ปีที่แล้ว +1

    আ্যভাকাডো। কিউই। লঙ্গন। রামবুটান। ড্রাগন।

  • @thoyavlog8764
    @thoyavlog8764 2 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো বিদেশী ফল গুলি দেখে দামটা একটু বেশি

  • @saifulislamislam8901
    @saifulislamislam8901 2 ปีที่แล้ว

    অতিরিক্ত দাম নামের বারোটা বাজিয়ে দিচ্ছেন।

  • @totonsd3545
    @totonsd3545 2 ปีที่แล้ว

    দুবাইযতগুলো ফুলের আইটেম আছেদুবাই 1 কেজিদাম200 টাকাবাংলাদেশের টাকা

  • @anwarhossain-bj6lo
    @anwarhossain-bj6lo 2 ปีที่แล้ว +3

    ভাই দাম অনেক অনেক বেশি।

  • @thorabhassn4332
    @thorabhassn4332 2 ปีที่แล้ว

    Ami onek khaci rambutan ,dragon Baki gula o kaici onek

  • @luxmisnal818
    @luxmisnal818 2 ปีที่แล้ว

    এভোকাডো ফলটা ময়মনসিংহ কোথায় পাওয়া যাবে দয়া করে বলবেন কি?

  • @nazirdale4228
    @nazirdale4228 2 ปีที่แล้ว +1

    Thi longan Malaysia 4/5 kg
    Rm.5×tk.23= tk.115 ...
    Bangladesh tk 580 .kg...anuk dambesi

  • @uttamnag6976
    @uttamnag6976 2 หลายเดือนก่อน

    Kiwi fruit ami 2 kg nite chacchi.kivhabe pabo.

  • @SalimMd-v1p
    @SalimMd-v1p ปีที่แล้ว

    আমি সবগুলো খাইছি

  • @ronarona2935
    @ronarona2935 2 ปีที่แล้ว

    এইসব ফল খাইছি আমি সৌদি আরব কিন্তু নাম গুলো পুরো মনে নেই অনেক খাইছি

  • @ovilokman5655
    @ovilokman5655 2 ปีที่แล้ว

    Aigula fall Dhaka pawa jabe kina??

  • @Ashraful122
    @Ashraful122 2 ปีที่แล้ว

    আম কাঁঠাল লিচু পেয়ারা জাম্বুরা এগুলান কই?

  • @Asifkhan-sy8bs
    @Asifkhan-sy8bs 2 ปีที่แล้ว

    ফলের ভিডিও আরো চাই বাদাম তলীর

  • @kabirkhan-bj1up
    @kabirkhan-bj1up 2 ปีที่แล้ว

    ল৲গান বা কাঠ লিচু কে আমাদের দোহার/নবাবগঞ্জ উপজেলায় পিচফল বলে।

  • @mdarifulislam1871
    @mdarifulislam1871 2 ปีที่แล้ว

    Vie,koto din ager video?

  • @aminulislamfiroz7930
    @aminulislamfiroz7930 2 ปีที่แล้ว +1

    কিউই, এভোকাডো।

  • @jasminnahar7282
    @jasminnahar7282 2 ปีที่แล้ว

    ড্রাগন রামবুটান লংগন বা আশফল এভাকাডো

  • @mdarifulislam521
    @mdarifulislam521 3 หลายเดือนก่อน

    vai fol ki online a pawa jabi

  • @ajufaajufa6762
    @ajufaajufa6762 2 ปีที่แล้ว +1

    মালশিয়াৰ লিছু খায়ছি

  • @SumonSumon-rr8so
    @SumonSumon-rr8so 2 ปีที่แล้ว

    এই ফল বিদেশের চেও ডাবল দাম।হায় হায়রে ভাই😝😝😝😝😇😇😇

  • @dhamanroy6057
    @dhamanroy6057 2 ปีที่แล้ว +1

    ভাই এখন পতিদিন ফলের বাজারের আপডেট দিয়েন

  • @missmehediaktermissmehedia2914
    @missmehediaktermissmehedia2914 2 ปีที่แล้ว +1

    তুলনা মূলক দাম অনেক বেশীই চাইতেছে

  • @ajufaajufa6762
    @ajufaajufa6762 2 ปีที่แล้ว +1

    কিও সৌদি আছে 4 টাকা কেজি

  • @শখেরশাড়ী
    @শখেরশাড়ী 8 หลายเดือนก่อน

    এই বাজারটা কোথায়

  • @AbulKalam-ed7qf
    @AbulKalam-ed7qf 2 ปีที่แล้ว +2

    এই ফলটা মাএ 4 রিংগত এই ফলের নাম রামবুতান

  • @MdYasin-vt7mb
    @MdYasin-vt7mb 2 ปีที่แล้ว

    এইসব ফলের দাম দুবাইতে বেশি ধন্যবাদ

  • @alamalam4775
    @alamalam4775 2 ปีที่แล้ว +1

    কিউই ফলটা দাম অনেক বেশি আরব দেশে কিউই ফলের দাম বাংলা ১৫০ থেকে ১৮০ টাকা কেজি।

  • @mdraj8028
    @mdraj8028 2 ปีที่แล้ว

    রাম্ভুটান খেয়েছি

  • @ডাবলফাউল
    @ডাবলফাউল 2 ปีที่แล้ว

    ভিডিও ভালো
    কিন্তু ভাষা, ধরন, নাকি নাকি বলা এগুলো বদলাতে হবে।

  • @allhuakbar9210
    @allhuakbar9210 2 ปีที่แล้ว +3

    কিউই ডুবাই ৪টাকা বাংলা পরে ১২০ টাকা এরা ফলের দাম
    বেশি😡😡

    • @shahin1024
      @shahin1024 2 ปีที่แล้ว

      সাউথ আফ্রিকাতেও প্রায় একই দাম। তবে যেসব সুপারশপ বড় বক্স বিক্রয় করে সেখানে আরো সস্তা। বাংলাদেশে সব বাটপারি ব্যবসা চলে। বিদেশি ফল হলেও এতো দাম হবার কথা না।

  • @mdsiblo7279
    @mdsiblo7279 2 ปีที่แล้ว

    আপেল মাল্টার ভিডিও দেন

  • @sharminakter3287
    @sharminakter3287 5 หลายเดือนก่อน

    সালাদও খাওয়া যায় এবোক্যাডো

  • @mssathi2731
    @mssathi2731 2 ปีที่แล้ว

    ভাই আপনার বাড়ি কি? ভোলা

  • @mstsopnaakter821
    @mstsopnaakter821 ปีที่แล้ว

    Ei lisur moto folta ami kheyeci..kintu atake ora onno nam bolecilo

  • @mdharunurrashid5025
    @mdharunurrashid5025 2 ปีที่แล้ว

    রাম্বুটান খাগড়াছড়ি তে প্রচুর হয়। কেজি ৫০০/-

  • @tukhlipasha564
    @tukhlipasha564 2 ปีที่แล้ว +3

    আমার যখন ৩/৪ বছর তখন থেকে আমি রাম্বুটান খাই আমার আব্বু সিঙ্গাপুর থেকে আসার সময় সব সময় নিয়ে আসতো এখনও ঢাকা গেলে নিয়ে আসে। রঙ্গন ১০ /১২ বছর ধরে বাড়িতে গাছ আছে। আর ড্রাগন তো আমার অনেক পছন্দের কিছু দিন পরপর আনায় হয়

    • @hmhossainbepari3449
      @hmhossainbepari3449 2 ปีที่แล้ว

      খাও বেশি করে খাও

    • @abdullah96568
      @abdullah96568 ปีที่แล้ว

      তুমি নিজেই তো খাও আমরা তো পাইওনা থাকতো খাওয়া 😢

  • @AsifKhan-vg9zr
    @AsifKhan-vg9zr 2 ปีที่แล้ว

    রামবুধান ৭০০ টাকা হায়রে বাংলাদেশ মালেয়সিয়ায় রাস্তায় পড়ে থাকে অথচ বাঙালি এতো দামে বিক্রি করে

  • @asharuma4281
    @asharuma4281 2 ปีที่แล้ว

    পাইকারি এত দাম?আমি নিজেই তো খুচরা এর থেকে কমে কিনছি।

  • @labibahmed4272
    @labibahmed4272 2 ปีที่แล้ว +1

    অনলাইনে নিতে পারব

  • @Evan.agro...
    @Evan.agro... 2 ปีที่แล้ว

    Singapore এর মতো উন্নত দেশে এগুলার দাম ওরদেক।বাংলাদেশের চেয়ে

  • @mehedihasanabdullah6292
    @mehedihasanabdullah6292 ปีที่แล้ว

    ভাই আমি কিউ ফল নিতে চাই নড়াইলে পার্সেল করে দেয়া যাবে