অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক সাহেবের লিখিত তাফসীরুল ওয়াফী ৬খন্ড প্রকাশ হয়েছে। এবং আলো-আধার সিরিজের সাতটি বই- ১. ঈমান ও শিরক ২. ঈমান ও আখিরাত ৩. সত্য দলের পরিচয় ৪. মানুষের অতীত ৫. মানুষের বর্তমান ৬. মানুষের ভবিষ্যত ৭. কুরআন হাদীস ফিকহ দেশের যেকোনো প্রান্ত থেকে কুরিয়ারযোগে পেতে Tahjib Centerer এই নাম্বারে যোগাযোগ করুন- ০১৯৭২-০৬৪০৩৩
তাদের বিরুদ্ধে লড়াই কর, তোমাদের হাত দিয়েই আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, তাদেরকে অপমানিত করবেন, তাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন,আর মুমিনদের প্রাণ ঠান্ডা করবেন। ,সূরা তওবা আয়াত নং ১৪,, তবে শর্ত হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা‘‘তোমাদের ভালো হলে তাদের খারাপ লাগে এবং তোমাদের ওপর কোনো বিপদ হলে তারা খুশী হয়। তোমরা যদি সবর করো এবং আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো তাহলে তোমাদের বিরুদ্ধে তাদের কোনো কৌশল কার্যকর হতে পারে না। তারা যা কিছু করছে আল্লাহ তা চর্তুদিক থেকে বেষ্টন করে আছেন।’ (সূরা আল ইমরান- ১২০)সূরাঃ আত-তাওবাহ [9:20] যারা ঈমান এনেছে, দেশ ত্যাগ করেছে এবং আল্লাহর রাহে নিজেদের জান ও মাল দিয়ে জেহাদ করেছে, তাদের বড় মর্যাদা রয়েছে আল্লাহর কাছে আর তারাই সফলকাম।মহান আল্লাহ বলেন, {وَلَقَدْ صَدَّقَ عَلَيْهِمْ إِبْلِيسُ ظَنَّهُ فَاتَّبَعُوهُ إِلَّا فَرِيقًا مِنَ الْمُؤْمِنِينَ} অর্থাৎ, তাদের উপর ইবলীস তার অনুমান সত্য হিসাবে প্রতিষ্ঠিত করল। ফলে তাদের মধ্যে মু'মিনদের একটি দল ব্যতীত সকলেই তার অনুসরণ করল। (সূরা সাবা' ৩৪:২০)তুমি মুসলিম জাতিকে আল্লাহর রাস্তায় [জিহাদ] করা শিখাতে এসো না কারণ তাঁরা বউ কে বাসর ঘরে রেখে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া বেশি পছন্দ করে। 🔘আমরা সেই মুসলিম জাতি🔘 ❤️আল্লাহু আকবার❤️ 🎙️ [মাওলানা মাহমুদুল হাসান গুনবী হাফিঃ]-হে নবী, আপনি মুসলমানগণকে উৎসাহিত করুন জেহাদের জন্য। তোমাদের মধ্যে যদি বিশ জন দৃঢ়পদ ব্যক্তি থাকে, তবে জয়ী হবে দু’শর মোকাবেলায়। আর যদি তোমাদের মধ্যে থাকে একশ লোক, তবে জয়ী হবে হাজার কাফেরের উপর থেকে তার কারণ ওরা জ্ঞানহীন। (সূরা আনফালঃ৬৫)কিন্তু তারপরো কেন আল্লাহ তা‘আলা বললেন, قُلۡ إِن كَانَ ءَابَآؤُكُمۡ وَأَبۡنَآؤُكُمۡ وَإِخۡوَٰنُكُمۡ وَأَزۡوَٰجُكُمۡ وَعَشِيرَتُكُمۡ وَأَمۡوَٰلٌ ٱقۡتَرَفۡتُمُوهَا وَتِجَٰرَةٞ تَخۡشَوۡنَ كَسَادَهَا وَمَسَٰكِنُ تَرۡضَوۡنَهَآ أَحَبَّ إِلَيۡكُم مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦ وَجِهَادٖ فِي سَبِيلِهِۦ فَتَرَبَّصُواْ حَتَّىٰ يَأۡتِيَ ٱللَّهُ بِأَمۡرِهِۦۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ ٢٤ “বল, তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা যা (ক্ষতি বা) বন্ধ হয়ে যাওয়ার ভয় কর, এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ কর- আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর রাহে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা কর, আল্লার বিধান আসা পর্যন্ত (দেখ, তোমাদের পরিণতি কি হতে যাচ্ছে), আর আল্লাহ তা‘আলা ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করেন না।” (০৯ সূরা তাওবাহ: ২৪)
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ।হুজুরের নিকট আমার একটি প্রশ্ন।আমরা এখন সমাজে দেখতে পাই কিছু ব্যক্তি সুস্থ এবং ভাল থাকা সত্ত্বেও ভিক্ষা করে বেড়ায় এবং তারা অভাবে করে না তাদের এটা স্বভাব হয়ে গেছে এটা জানার পরেও তাদের দান করা ঠিক হবে কিনা বিষয় টা জানালে খুব উপকৃত হব।
অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক সাহেবের লিখিত তাফসীরুল ওয়াফী ৬খন্ড প্রকাশ হয়েছে।
এবং আলো-আধার সিরিজের সাতটি বই-
১. ঈমান ও শিরক
২. ঈমান ও আখিরাত
৩. সত্য দলের পরিচয়
৪. মানুষের অতীত
৫. মানুষের বর্তমান
৬. মানুষের ভবিষ্যত
৭. কুরআন হাদীস ফিকহ
দেশের যেকোনো প্রান্ত থেকে কুরিয়ারযোগে পেতে Tahjib Centerer
এই নাম্বারে যোগাযোগ করুন- ০১৯৭২-০৬৪০৩৩
হে
তাদের বিরুদ্ধে লড়াই কর, তোমাদের হাত দিয়েই আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, তাদেরকে অপমানিত করবেন, তাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন,আর মুমিনদের প্রাণ ঠান্ডা করবেন।
,সূরা তওবা আয়াত নং ১৪,,
তবে শর্ত হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা‘‘তোমাদের ভালো হলে তাদের খারাপ লাগে এবং তোমাদের ওপর কোনো বিপদ হলে তারা খুশী হয়। তোমরা যদি সবর করো এবং আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো তাহলে তোমাদের বিরুদ্ধে তাদের কোনো কৌশল কার্যকর হতে পারে না। তারা যা কিছু করছে আল্লাহ তা চর্তুদিক থেকে বেষ্টন করে আছেন।’
(সূরা আল ইমরান- ১২০)সূরাঃ আত-তাওবাহ [9:20]
যারা ঈমান এনেছে, দেশ ত্যাগ করেছে এবং আল্লাহর রাহে নিজেদের জান ও মাল দিয়ে জেহাদ করেছে, তাদের বড় মর্যাদা রয়েছে আল্লাহর কাছে আর তারাই সফলকাম।মহান আল্লাহ বলেন,
{وَلَقَدْ صَدَّقَ عَلَيْهِمْ إِبْلِيسُ ظَنَّهُ فَاتَّبَعُوهُ إِلَّا فَرِيقًا مِنَ الْمُؤْمِنِينَ}
অর্থাৎ, তাদের উপর ইবলীস তার অনুমান সত্য হিসাবে প্রতিষ্ঠিত করল। ফলে তাদের মধ্যে মু'মিনদের একটি দল ব্যতীত সকলেই তার অনুসরণ করল।
(সূরা সাবা' ৩৪:২০)তুমি মুসলিম জাতিকে আল্লাহর রাস্তায় [জিহাদ] করা শিখাতে এসো না কারণ তাঁরা বউ কে বাসর ঘরে রেখে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া বেশি পছন্দ করে।
🔘আমরা সেই মুসলিম জাতি🔘
❤️আল্লাহু আকবার❤️
🎙️ [মাওলানা মাহমুদুল হাসান গুনবী হাফিঃ]-হে নবী, আপনি মুসলমানগণকে উৎসাহিত করুন জেহাদের জন্য। তোমাদের মধ্যে যদি বিশ জন দৃঢ়পদ ব্যক্তি থাকে, তবে জয়ী হবে দু’শর মোকাবেলায়। আর যদি তোমাদের মধ্যে থাকে একশ লোক, তবে জয়ী হবে হাজার কাফেরের উপর থেকে তার কারণ ওরা জ্ঞানহীন।
(সূরা আনফালঃ৬৫)কিন্তু তারপরো কেন আল্লাহ তা‘আলা বললেন,
قُلۡ إِن كَانَ ءَابَآؤُكُمۡ وَأَبۡنَآؤُكُمۡ وَإِخۡوَٰنُكُمۡ وَأَزۡوَٰجُكُمۡ وَعَشِيرَتُكُمۡ وَأَمۡوَٰلٌ ٱقۡتَرَفۡتُمُوهَا وَتِجَٰرَةٞ تَخۡشَوۡنَ كَسَادَهَا وَمَسَٰكِنُ تَرۡضَوۡنَهَآ أَحَبَّ إِلَيۡكُم مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦ وَجِهَادٖ فِي سَبِيلِهِۦ فَتَرَبَّصُواْ حَتَّىٰ يَأۡتِيَ ٱللَّهُ بِأَمۡرِهِۦۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ ٢٤
“বল, তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা যা (ক্ষতি বা) বন্ধ হয়ে যাওয়ার ভয় কর, এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ কর- আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর রাহে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা কর, আল্লার বিধান আসা পর্যন্ত (দেখ, তোমাদের পরিণতি কি হতে যাচ্ছে), আর আল্লাহ তা‘আলা ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করেন না।” (০৯ সূরা তাওবাহ: ২৪)
আলহামদুলিল্লাহ হুজুরের তাফসিরে ঈমান মজবত হয়
আলহামদুলিল্লাহ । আমার জন্য রহমত । আল্লাহ হুজুর কে উত্তম জাযা দান করুন।
মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,,,
পবিত্র কোরআন মজিদ আমল ও তাফসির শোনার তৌফিক দান করেছেন,,,
হে আল্লাহ মওলানা মোজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়াবা দান করুন আমিন,,,,,
Alhamdulillah. Jajhakallahu Khoiran feehe. Alhamdulillah.
আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়া কাল্লাহ ফি
আলহামদুলিল্লাহ
সুন্দর আলোচনা।
আল্লাহ তাকে হায়াতে তাইয়েবা দান করুন আমীন।
Thanks for your old lecture
আলহামদুলিল্লাহ, ধারাবাহিক ভাবে শুনছি। ভারতের পশ্চিমবাংলা, হুগলি, আরামবাগ,হরিনখোলা, থেকে। আমাদের জন্য দোয়া করবেন।
Right
Alhamdulillha jajakallaha
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ।হুজুরের নিকট আমার একটি প্রশ্ন।আমরা এখন সমাজে দেখতে পাই কিছু ব্যক্তি সুস্থ এবং ভাল থাকা সত্ত্বেও ভিক্ষা করে বেড়ায় এবং তারা অভাবে করে না তাদের এটা স্বভাব হয়ে গেছে এটা জানার পরেও তাদের দান করা ঠিক হবে কিনা বিষয় টা জানালে খুব উপকৃত হব।
hujur Sundar tafcir koren
@23:00 নামাজ কায়েম করা
ওনার প্রতিটা লেকচার মুগ্ধ হয়ে সবিস্ময়ে শুনি।সুবহানআল্লাহ।
যতোবারই শুনি ততোবারই ভালো লাগে।
আল্লাহু আকবার।
হে রব্ব,হুজুরকে সর্বদা সুস্থতায় রাখুন।
হায়তে তাইয়েবা দিন।
আমিন।
সুম্মা আমিন।।
আসসা পৃথিবী নাকি ২ টা বিশ্বের সমান ফেরেসতা হবে জানতে চাই প্লিজ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ