এ গল্প সহ্য করা যায়না ! Apan Thikana:265 I Meem I Studio of Creative Arts Ltd I

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 569

  • @tasnimulquran4459
    @tasnimulquran4459 2 ปีที่แล้ว +76

    বহুদিন থেকে আপন ঠিকানা'র গল্প শুনি, কিন্তু এমন হৃদয় তোলপাড় করা কাহিনী বোধ হয় একমাত্র "মীম্" ই বর্ণনা করতে পারল! আমি শতভাগ ওর কথা বিশ্বাস করি। ও নিজে 8/9 বছরের আর দুটো অসহায় ছোট বোন, এর ওপর সব ছোটটা প্রচন্ড অসুস্থ, এমন অবস্থায় তার পক্ষে আর কীইবা করার থাকতে পারে। নিজে বড় হচ্ছে, স্বীয় ইজ্জৎ রক্ষার দায়ও সেই সাথে বাড়ছে। মীমের পক্ষে কীই-বা করা সম্ভব।
    ওর কলিজা ঠান্ডা করার জন্য একটা বোন হলেও সে যেন ফেরত পায়- এই দোয়া করছি।

    • @omrfaruk.3318
      @omrfaruk.3318 2 ปีที่แล้ว +6

      আল্লাহ তায়ালা অনেক দয়ালু আল্লাহর নামে পথ চলো বোন,

    • @afiajahan5638
      @afiajahan5638 2 ปีที่แล้ว +2

      ঠিক বলেছেন ভাই

    • @InfoBanglaBD1
      @InfoBanglaBD1 2 ปีที่แล้ว +2

      Ameen

  • @mohammadmizan6589
    @mohammadmizan6589 2 ปีที่แล้ว +62

    খুবই হৃদয়বিদারক অত্যন্ত কষ্টদায়ক জীবন কাহিনী শুনে নিজেদেরই চোখ ভিজে যাচ্ছে কিন্তু আজকের অতিথি অবলীলায় বলে যাচ্ছেন তার জীবনের কষ্টের কথা কাঁদতে পারছেন না অতিরিক্ত কষ্টের চোখের পানি শুকিয়ে গেছে হয়তোবা আল্লাহ তার মনের আশা পূরণ করুক দোয়া করি

  • @helaluddin9931
    @helaluddin9931 2 ปีที่แล้ว +52

    খুবই দুঃখজনক আল্লাহ ভালো জানেন এত কষ্ট আমি নিজেই হতবাক। মিমের মায়ের ব্যাপারটা নেগেটিভ কি বলব, বাবা ধর্মান্তরিত হয়ে পরিবারের নিষ্টুরতা,স্ত্রী চলে যাওয়ায় কঠিন যন্ত্রণায় নেশাগ্রস্থ হয়ে পরা মেয়েদের অবিভাবকহীন হয়ে পরা মেয়েদের জীবনটা তচনচ হয়ে গেল। কিবরিয়া ভাইকে কি বলব আসলে সে হারায় নি এদের জীবনে যা ঘটেছে তাদের জিবন বাচানোই দায়। এত কষ্টের জীবন যাপন আপনার কাছে কিভাবে ক্লিয়ার ভাবে উপস্থাপন করবেন এটা আশা করা মনে হয় ঠিক হবে না,

  • @lokman6163
    @lokman6163 2 ปีที่แล้ว +44

    সত্যি হৃদয়বিদারক বৈচিত্র্যময় এক গল্প আল্লাহ সহজ করুক

  • @mohammadhasan3137
    @mohammadhasan3137 2 ปีที่แล้ว +13

    জানিনা এই লেখাটি আপনার পর্যন্ত পৌঁছাবে কি না, কিবরিয়া ভাই আমি আপনার একজন শুভাকাঙ্খী হিসেবেই বলছি, আপনার এই episode উপস্থপনা খুবই aggressive ছিলো ! এই ভিডিওর headline এর সাথে আপনার কঠোর উপস্থাপনা একদম বেমানান! !! গল্পটা খুবই imotional ছিলো ! আমার কাছে মনে হয়েছে আপনিই গল্পটার ভিতর ঢুকতে পারেননি!! প্রয়োজনে অল্প সংখ্যক video করেন but সবাইকে সমান গুরুত্ব দিয়ে করেন! ধন্যবাদ!!!

    • @rumamuztaba9863
      @rumamuztaba9863 2 ปีที่แล้ว +1

      yes yes yes jonoprita harabe eto rude ar opoman kore kotha bolle. ritimoto insulting. maya lagcilo meyeta k dekhe.

    • @roktochai5342
      @roktochai5342 2 ปีที่แล้ว

      Right

  • @jawadmorshed735
    @jawadmorshed735 2 ปีที่แล้ว +22

    মিথ্যা গল্প কেন বলবে?হয়ত সবকিছু গুছিয়ে বলতে পারছে না।দোয়া রইল মেয়েটির জন্য।

  • @mokbulhussain1064
    @mokbulhussain1064 2 ปีที่แล้ว +10

    খুবই দুঃখ জনক, এই বোনের গল্প শুনে শ্বাস নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে, যাহা ভাষায় প্রকাশ করার মতো নয়,আল্লাহ যেন অসহায় ভাই বোনদের সহায়ক হোন,আমিতো।

  • @rajumullah8680
    @rajumullah8680 2 ปีที่แล้ว +19

    আলহামদুলিল্লাহ দোয়া করি এই বোনটি ও যেন তার পরিবার ফিরে পায়

  • @ahmednadir318
    @ahmednadir318 2 ปีที่แล้ว +19

    খুবই হৃদয়বিদারক একটা গল্প
    তারপর দোয়া করি এই বোনটা যেন তার পরিবার খুঁজে পায়

  • @JashimUddin-pg4fr
    @JashimUddin-pg4fr 2 ปีที่แล้ว +9

    মনযোগ সহকারে শুনছিলাম । ৮/৯ বছরের বাচ্চা । পৃথিবী এত নিষ্ঠুর কেন❓❓❓❓❓

  • @lizaislam1669
    @lizaislam1669 2 ปีที่แล้ว +4

    মানুষের রুপ বড় অদ্ভূত।হতে পারে সবিই সত‍্যি।

  • @mohibulalam5724
    @mohibulalam5724 2 ปีที่แล้ว +23

    কিবরিয়া সাহেবের সমালোচনা করার যোগ্যতা আমার নাই বাট এই বোনটাকে বার বার প্রশ্ন করায় বোনটা কথাগুলো বলতে বাধা গ্রস্ত হয়েছে আমরাও অনেকে বিব্রত হয়েছি।

  • @mdshumanhasan1913
    @mdshumanhasan1913 2 ปีที่แล้ว +18

    সোনিয়া আপুর গল্পের মত এটাও একটা জটিল গল্প😭😭জানিনা এই গল্পের শেষ রেজাল্ট কি দারায়। তবে আল্লাহতালা চাইলে সবই সম্বব।বোনটার জন্য মন থেকে দোয়া রইলো।

  • @mohonali4098
    @mohonali4098 2 ปีที่แล้ว +47

    আলহামদুলিল্লাহ,,, সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ সোবহানহু তায়ালা,,হে আল্লাহ আপনি এই বোনটির পরিবারের সাথে মিলিয়ে দিন

  • @allarakhamahmuda8246
    @allarakhamahmuda8246 ปีที่แล้ว +6

    ৯ বছরের বাচ্চার এ-তো বুঝ থাকার কথা নয় ভাইয়া।ও যখন ওর ছোট বোনকে তানিয়ার কাছে দেয় তখন বড়টার বয়স ছিল ৯ বছর।ভাইয়া ৯ বছরের বাচ্চার আর কি বুঝ থাকতে পারে? ওর যতটুকু মনে আছে এইটাই তো অনেক।সেইভাবেই সাহায্য করেন।

  • @ishaquemiya7284
    @ishaquemiya7284 2 ปีที่แล้ว +2

    বাস্তবতা বড় কঠিন কিবরিয়া ভাই আপনার সাথে আমিও এক মত।মিম অনেক ছোট ছিল। বাবা মায়ের কর্ম কান্ডের করণে তাকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছিল।কাসেম সাহেব যদি ভাল করার জন্য বা মিমের উপকারের জন্য কিছু করে থাকেন খুবই ভাল এখন ওনার উচিৎ হবে তার বোনদের ঠিকানা খোঁজে দেওয়া।কারণ মিম হিন্দু থেকে মুসলিম হয়েছে।কাসেম সাহেব মুসলমান হিসাবে তার জন্য এইটা ফরজ।।ভাল কাজের ফল মহান আল্লাহ পাক ভালই দিয়ে থাকেন।

  • @SafiqulIslam-yu7zm
    @SafiqulIslam-yu7zm 2 ปีที่แล้ว +20

    মিমের ভিতরের যে জমা কষ্টটা হাসির মাধ্যমে বের হচ্ছে দোয়া রহিল বোন আপনার জন্য পাবেন ইনশাআল্লাহ

  • @bdsohanavlog8504
    @bdsohanavlog8504 2 ปีที่แล้ว +31

    আপনি আজকে মেয়েটার সাথে অনেক পেচাপেচি করলেন আপনাকে বুঝতে হবে যখন সে তার ছোট বোনটাকে দিয়ে দিল তখন সেও ছোট ছিল।

  • @mohammaddelowar1119
    @mohammaddelowar1119 2 ปีที่แล้ว +13

    وعلیکم السلام ورحمة الله وبركاته
    আল্লাহ আল্লাহ কি অদ্ভুত জীবন ইতিহাস কাহিনী, কতো বিপদ হয় অসহায় দের জীবনে, হে আল্লাহ তুমি 2 বোনের পরিচয় করিয়ে দাও, কাশিম সাহেব কে অনুরোধ আকুল আবেদন করবো হে ভাই কাশিম আপনি এই অসহায় বোন কে একটু সাহায্য করেন, যাইহোক না কেন আপনি কাশিম অবশ্যই পারবেন এই কামনা আশা করছি।
    ইন শা আল্লাহ খুবই দ্রুত তার 2 বোনের পরিচয় পাবে, এই দোয়া করছি।
    ধন্যবাদ ভাই কিবরিয়া সাহেব কে সহ সকল সদস্য কে ।

  • @sahidaahmed8271
    @sahidaahmed8271 2 ปีที่แล้ว +10

    কিবরিয়া ভাই আপনি একজন অত্যন্ত ভালো মানুষ তাই এই সমাজের নোংরামি গুলো আপনি বুঝবেন না।। আমার ধারণা মেয়েটা কোন মিথ্যা কথা বলে নাই।।

    • @rumamuztaba9863
      @rumamuztaba9863 2 ปีที่แล้ว

      right. valo side dekha valo but society tey ki nongra manush ase ta bolar nai. Erokom maa ase jara nijer sharthe meye k use kore, kortey pare

  • @SK.SHIKDAR.8090
    @SK.SHIKDAR.8090 ปีที่แล้ว +4

    আমার মনেহয় সে ১০০% সঠিক বলেছে!
    সে ওই সময় কতোটা মানুষিক ভাবে বিপযয় ছিলো সেটা একটু ভেবে দেখেন
    সে ছোট দুটি বোন নিয়ে কোথায় যাবে।

  • @haroonroshid7278
    @haroonroshid7278 2 ปีที่แล้ว +22

    প্রকৃতপক্ষে নির্মম পরিহাসে সবাই সবার কাছ থেকে আলাদা হয়ে গেছে ৷ ফলে সবাই নির্মম ভাগ্য বরন করেছে ৷ আল্লাহ উনাদের সহায় হোন |

  • @azizahmed4607
    @azizahmed4607 2 ปีที่แล้ว +23

    আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহর। হে আল্লাহ তোমার এই বান্দা কে তার পরিবারের কাছে পৌঁছে দিন আমিন।

  • @mdataurkhan7636
    @mdataurkhan7636 2 ปีที่แล้ว +5

    হায়রে জীবন মানুষ কতটুকু বিপদের সমমুখীুন হলে বাবা মা কেউকেই চায় না। কেমন লাগে এই দুনিয়ায় তার

  • @hanifhanif1676
    @hanifhanif1676 2 ปีที่แล้ว +20

    ইনশাআল্লাহ মহান আল্লাহর রহমতে এই ভোনটি ফিরে জাবে আপন ঠিকানায়।

  • @mdtarek5346
    @mdtarek5346 2 ปีที่แล้ว +5

    আস্সালামুআলাইকুম
    ভাই ,এই ধরণের কাহিনীর বলার সময় ,আর ও কথা বলার সুযোগ করে দিবেন !আমরা শ্রোতারা , এই কামনা রাখলাম ভাইয়া !

  • @islammohammadkamrul6843
    @islammohammadkamrul6843 2 ปีที่แล้ว +63

    মিমের জন্য দোয়া ও শুভকামনা রহিল। সে যেন তার ছোট দুই বোন কে ফিরিয়ে পায়।

  • @sarupbarua7873
    @sarupbarua7873 8 หลายเดือนก่อน

    আল্লাহ যেন এই বোনটাকে বোনের কাছে ফিরিয়ে দে

  • @mdalommirda1698
    @mdalommirda1698 2 ปีที่แล้ว +4

    হে আল্লাহ এই বোনটিকে তার বোনদের কাছে ফিরিয়ে দিন আমিন আল্লাহ অসম্ভবকে সম্ভব করেন

  • @shamimasultana2418
    @shamimasultana2418 2 ปีที่แล้ว +1

    আপনার কাছ থেকে এমন সাক্ষাৎকার আশা করিনি আপনি ভিডিওটা নাই করতে পারতেন কিন্তু একটা বঞ্চিত মানুষকে আপনি এভাবে ঠিক আছে

  • @siddiquasharmin3965
    @siddiquasharmin3965 2 ปีที่แล้ว +2

    যার সাথে ঘটে সে ছাড়া করো পক্ষে বোঝা সম্ভব না আমরা শুধু সহানুভূতি বা সমবেদনা প্রকাশ করতে পারি।আল্লাহ যেন উনার বোনদের মিলিয়ে দেন। আর বাস্তবতা খুবই কঠিন। বিশ্বাস অবিশ্বাস একান্ত ব্যক্তিনির্ভর

  • @alongkar1495
    @alongkar1495 2 ปีที่แล้ว +7

    আমার বিশ্বাস এই গল্পের রহস্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অতি দ্রুত বের করতে পারবে

  • @shamimash7627
    @shamimash7627 2 ปีที่แล้ว +3

    আল্লাহ র কাছে মিমের জন্য অনেক দোয়া করি তাঁর দুটি বোন খুঁজে পায়

  • @md.mahmudulhassan9447
    @md.mahmudulhassan9447 2 ปีที่แล้ว +8

    আমি মনে করি এই ভিডিও অনেকের অন্তরের ভিতরে দাক কেটেছে। আল্লাহ তোমার কাছে অনেক দোয়া চাই এই বোনটির পরিবার খুজে পাইতে তুমি চাইলে সবই সম্ভব

  • @fazlayazam3470
    @fazlayazam3470 2 ปีที่แล้ว +4

    পৃথিবীতে এমন অবিশ্বাস্য অনেক গল্পই আছে, তবে তা সত্যি।

  • @pannasardar3123
    @pannasardar3123 2 ปีที่แล้ว +10

    আল্লাহ আপনি মেয়েটিকে তার মনের নেক আশা পূর্ণ করুন

  • @sordararifhossain8990
    @sordararifhossain8990 2 ปีที่แล้ว +34

    আল্লাহ ভরসা 🤲🤲
    আমরা সবাই চেস্টা করি সফলতা আসবে ইনশাআল্লাহ ❤️🌺

  • @mojiburrahman7866
    @mojiburrahman7866 2 ปีที่แล้ว +8

    অতীতে যাই হয়েছে সামনের দিন গুলি আললাহ ভাল রাখেন দোয়া করি

  • @drmdfoyzulhaque3269
    @drmdfoyzulhaque3269 2 ปีที่แล้ว +24

    আসসালামু আলাইকুম। হে আল্লাহ তায়ালা তুমিতো সবই পার দয়া করে এই বোনকে তার আপন ঠিকানায় পৌঁছে দাও এবং এই টিমকে তুমি কবুল কর।

  • @zakariazuyel4740
    @zakariazuyel4740 2 ปีที่แล้ว +21

    হে আল্লাহ আপনার ইচ্ছা সবকিছু চলে আর এ বোনটিকে আপনি তার পরিবারের সদস্যদের কাছে ফিরে দিন

  • @hussainahmed6087
    @hussainahmed6087 2 ปีที่แล้ว +27

    হে আল্লাহ এই বোনটিকে তর রহমত দিয়ে তার পরিবারকে ফিরিয়ে দাও।

  • @mannanmia2881
    @mannanmia2881 2 ปีที่แล้ว +5

    কতগুলো ভিডিওর আপডেট জমা হয়েছে আপডেট ভিডিও দেন না কেন

  • @skymedia8866
    @skymedia8866 2 ปีที่แล้ว +7

    গল্পটা কিছুই বুঝি নাই
    তবে যে উদ্দেশ্য এসেছে আল্লাহ্ যেনো তা পূরণ করে।

  • @monistudio2154
    @monistudio2154 2 ปีที่แล้ว +4

    আহারে পরকিয়া!! পুরা একটা পরিবার ধ্বংস করে দিছে💔কতো গুলো মানুষের জীবন যে নষ্ট করে দিছে...

  • @shaheensultana6755
    @shaheensultana6755 2 ปีที่แล้ว +3

    মীম নিজেও তখন ছোট ছিলেন এবং ওনার নিজের ও কোন security ছিল না। তাই ঐ কাজ করেন। Video টা দেখে মনে হচ্ছিল আপনি মীমের সাথে খুশি না। মীম খুব ই দরিদ্র family থেকে এসেছে -- দরিদ্র family র গল্প ঐ রকমই হয় -- এখানে অবিশ্বাস করার কিছু নাই। মীমের জন্য দোয়া রইল, আল্লাহ যেন ওকে ধৈর্য দেন এবং ওর মনকে শান্ত করেন।

  • @mkshohel2263
    @mkshohel2263 2 ปีที่แล้ว +21

    ইনশাআল্লাহ আল্লাহ্ বোন টিকে তার বোনদের কাছে ফিরিয়ে নিয়ে যাক এই দোয়া রইল আমিন

  • @truthseeker4490
    @truthseeker4490 2 ปีที่แล้ว +19

    বোন তুমি আশাহত হয়ো না।মুসলিম যেহেতু হয়েছো একদিন জান্নাতে যাবে।আমি তোমার সাথে আছি।দুনিয়াতে না হোক আখিরাতে দেখা হবে ইন শা আল্লাহ

  • @furkankhan2559
    @furkankhan2559 2 ปีที่แล้ว +7

    আমি আর নিতে পারতেছি না কিবরিয়া ভাই এই বোনটির শৈশব কাল খুবই মর্মান্তিক। দোয়া করি আল্লাহ যেন তাকে তার বোনদের কাছে ফিরিয়ে দেক।

  • @sharminahmed6335
    @sharminahmed6335 2 ปีที่แล้ว +7

    আল্লা যেন এ বোন টার সাথে তার অন্য বোনদের সাথে দেখা মিলাইয়া দেন । প্রতিটি episode ই চরম ভয়াবহ । ঐ অল্প বয়সে মেয়েটা এতো ঘটনা মনে রাখতে পেরেছে এই তো অনেক । আজকে এ মেয়েটার সাথে এতো শক্ত আচরণ করছেন কেন? এ রকম behavior বেশির ভাগ সময় দেখি না। আজকের episode এর ঘটনা দেখে খুবই মর্মাহত।

  • @jewelali5525
    @jewelali5525 ปีที่แล้ว +2

    এই মহিলা অনেক গপন করে গেলো।

  • @mizanulkabir1523
    @mizanulkabir1523 2 ปีที่แล้ว +60

    ভাই আপনার মনে রাখা উচিত যে ৮ বছরের একটা মেয়ে ( ছেলে না) তার জিবন কাহিনী বলতেছে । তার কাজকর্মের ভুল না ধরে যুক্তি দিয়ে দেখতে হবে

    • @mazirulislam1723
      @mazirulislam1723 2 ปีที่แล้ว +1

      Very very right.

    • @anowaraislam3309
      @anowaraislam3309 2 ปีที่แล้ว

      Right 😢

    • @nusrattv2904
      @nusrattv2904 2 ปีที่แล้ว +1

      ঠিক বলেছেন ভাইয়া। আমি শুনেই অবাক

    • @saifuddinjahangir3976
      @saifuddinjahangir3976 2 ปีที่แล้ว

      Please don’t tray to teach RJ Kibria, he knows 100 time better then us how to interview of his guests. Thanks bro.

    • @Islamicvoice504
      @Islamicvoice504 2 ปีที่แล้ว

      আমৰা মনুষ কে ভুল ধৰতে খুবই পাৰ্গত!
      Kebria saheb অনেক অভিজ্ঞ!

  • @rohimcox.s3602
    @rohimcox.s3602 2 ปีที่แล้ว +3

    আমি কক্সবাজার সমিতি পাড়া থেকে শুনতেছি 1.ওয়াট

    • @mohammadhelaluddin7072
      @mohammadhelaluddin7072 2 ปีที่แล้ว

      ভাই খুঁজে পান কি না চেষ্টা করুন। আমি সহায়তা দিতে রাজি।

  • @SohelRana-vz7kr
    @SohelRana-vz7kr 2 ปีที่แล้ว +4

    ইনশাআল্লাহ্ ফিরে যেন পায় আপন ঠিকানা দোয়া রইল সবার জন্য

  • @monjurali4020
    @monjurali4020 2 ปีที่แล้ว +47

    আলালহ রহমতে জেনোও তার পরিবার দুই বোনকে জেনে ও ফিরে দেইন আমিন

  • @najmulhodanajmulhoda4617
    @najmulhodanajmulhoda4617 2 ปีที่แล้ว +15

    আল্লাহর কাছে দুয়া করি বোন টার পরিবার ফিরে পাক

  • @ashikshagor3771
    @ashikshagor3771 2 ปีที่แล้ว +10

    কাহিনীটা কেমন যেনো গোলমেলে। মিম অনেক তথ্য বলতে পারছে। কিন্তু সে যদি তার বাবা-মাকে খুজতো তাহলে মনে হয় সহজ হতো। এতোদিন পর মিমের বোনদেরকে পাওয়া কি সহজ হবে?? আল্লাহই জানেন তিনি এই গল্পের শেষ কোথায় রেখেছেন। সর্বপরি মিমের জন্য দোয়া রইলো। আল্লাহ তার বোনদেরকে তার সাথে মিলিয়ে দিন। আমীন

  • @mdanish6581
    @mdanish6581 2 ปีที่แล้ว +5

    বোন আল্লাহর উপর ভরসা রেখো, আল্লাহ যেনো সব সমস্যা সমাধান করে দেন।

  • @jamaluddin-dq7hz
    @jamaluddin-dq7hz 2 ปีที่แล้ว +2

    সালামুআলাইকুম কিব্রিয়া ভাই
    আপনার মত আমিও একমত
    উনার কথায় কিছু সন্দেহ লাগতেছে আমারও
    আপনার সবগুলো ভিডিও দেখলাম কখনো খারাপ কমেন্ট করি নাই
    আজ কিন্তু আমার অনেক সন্দেহ লাগতেছে মিমের কথা গুলো

  • @abujahid5242
    @abujahid5242 2 ปีที่แล้ว +3

    খুবই দুঃখজনক কাহিনী দোয়া করি আল্লাহ যেনো তার দুই বোনকে মিলিয়ে দেন?

  • @wahidmahmud1436
    @wahidmahmud1436 2 ปีที่แล้ว +9

    মিমের জন্য অনেক দোয়া রইলো। তার দুর্ভাগ্য হলো মিঃ কিবরিয়ার বেড মুডের স্বীকার।

  • @minarfarmershub5428
    @minarfarmershub5428 ปีที่แล้ว +4

    বোনটির কথা আমার কাছে সত্য মনে হচ্ছে।
    আল্লাহ তায়ালা বোনটির মনের আশা পুরন করুণ। আমিন।

  • @abdulmotin6955
    @abdulmotin6955 2 ปีที่แล้ว +4

    শবছেড়ে বড়ো কথা হলো আমরা সবাই তাকে হেল্প করবো তার দুইটা বোন কে জেন খুঁজে পায়

  • @imfrombd010
    @imfrombd010 ปีที่แล้ว +3

    জীবনের সাথে যা ঘটে গেছে তা যদি সত্যি হয় সে বিবেচনায় তার মানসিক অবস্থা স্বাভাবিক নয়। সে জন্য কথাবার্তায় অসংলগ্নতা আছে। কিবরিয়া ভাইয়ে সাথে সহমত পোষণ করছি। আর ধর্মান্তরিত পরিবারগুলো খুবই ধার্মভীরু হয় জানি। সে ক্ষেত্রে উনার ঘটনাটা অস্বাভাবিক। সত্যিই আর্থিক অসচ্ছলতা জীবনকে নানা ভাবে বিষিয়ে তুলে।

  • @belalhossain8941
    @belalhossain8941 ปีที่แล้ว +1

    হে আল্লাহ আপনি সব কিছুই পারেন এই বোনটাকে সহযোগিতা করেন আল্লাহ আপনি তার বোনদেরকে মিলিয়ে দেন

  • @nurefatema5755
    @nurefatema5755 ปีที่แล้ว +2

    কিবরিয়া ভাই মানুষের জীবনে এমন কিছু ঘটনা থাকে যা বিশ্বাস করা যায় না কিন্তু যে ভুক্তভোগী সেই জানে তার জালা কি আর আল্লাহ্ ভালো জানে আল্লাহ্ মিমের বোন গুলো কোথায় আছে জানিনা আল্লাহ্ যেন তার বোন গুলো কে ভালো রাখুক দোয়া করি যেন তার বোন গুলো খুজে পায় 👍👍👍👍👍

  • @মদিনামিডিয়া২৫
    @মদিনামিডিয়া২৫ 2 ปีที่แล้ว +4

    আমি এই বোনের সকল কথা ১০০%বিশ্বাস করি।
    গঠনা সত্য মিথ্যা হওয়ার তেমন যুক্তি নামে

  • @mdyounusabdulkader2349
    @mdyounusabdulkader2349 2 ปีที่แล้ว +3

    মিম যা বলছে, তার জিবনের সমস্ত ঘটনা আামার বিশ্বাস হইছে,তার মাচুম বয়সে সে অনেক কষ্ট পেয়ে বড় হইছে, তার কথা গুলা গুছিয়ে বলতে পারেনি, সে সেপরিবেশে বেড়ে উঠেনি।

  • @mdsharifulIslam-tp3hb
    @mdsharifulIslam-tp3hb 2 ปีที่แล้ว +4

    মানুষের জীবন কতইনা বিচিত্র। অনেক হৃদয় বিদারক ঘটনা। মীমের জন্য দোয়া এবং শুভকামনা রইলো আল্লাহ যেনো বোনটিকে তার অন্য বোনদের খুঁজে পাওয়া সহজ করে দেন। তাওয়াক্কালতু আলাল্লাহ।

  • @Eman-y3o7r
    @Eman-y3o7r 2 ปีที่แล้ว +5

    কিবরিয়া ভাই আপনি কেন জানি ভীষন irritated. আপনার মনে হয় একটু Rest দরকার। Please take care yourself. In’sha’Allah.

  • @MdShamim-74
    @MdShamim-74 2 ปีที่แล้ว +1

    এই গল্প যদি সত্য হয়ে থাকে, তাহলে এই গল্পে মন্তব্য করার ভাষা আমার জানা নেই।

  • @hafijurrahman9856
    @hafijurrahman9856 2 ปีที่แล้ว +7

    আলহামদুলিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, এই ঘটনাটি খুবই মর্মান্তিক ঘটনা, টর্নেডো হলে যেমন সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়, তেমনি মিমের,ঘটনা, তবে কেয়ারটেকার কাসেম সাহেবের কাছে মিমের , মেজো বোনের সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করি, আল্লাহ তার বোনদের সাথে সাক্ষাত করে দেন এই কামনা করি

  • @MDNAZIM-rs6mo
    @MDNAZIM-rs6mo 2 ปีที่แล้ว +2

    ঘটনার কাহিনীর কথা শুনে অবাক ইনশাআল্লাহ দুবোনের খোঁজ মিলে দেন আল্লাহ

  • @syedamin5690
    @syedamin5690 2 ปีที่แล้ว +1

    ইনশাআল্লাহ পাওয়া যাবে

  • @mdmahamudul3515
    @mdmahamudul3515 ปีที่แล้ว

    এই বনটি স্মপুর্ন সত্য কথাবলছে আমি কক্সবাজার দুই বছর উনার ঠিকানায় জে সমস্ত মানুষ থাকে ৯০% সেই চরিত্রের কি বলবো ভাষা খুজে পাচ্ছিনা মহেশখালী সাধারণ মানুষ নিরাপদ নয়ে এই বনটি কি করবে আল্লা ভরসা।

  • @mdsujonmdsujon998
    @mdsujonmdsujon998 2 ปีที่แล้ว +4

    আল্লাহ পাক তুমি এই বোনটিকে তার পরিবারে কাছে ফিরিয়ে দাও আমিন

  • @mdkamrulhasan328
    @mdkamrulhasan328 2 ปีที่แล้ว +4

    আল্লাহ ভরসা এই বোনটি তার পরিবার খুঁজে পাবে ইনশাআল্লাহ

  • @jahurakhatun6524
    @jahurakhatun6524 2 ปีที่แล้ว +22

    ইয়া রাব্বুল আলামীন রবি উল মাসের উছিল্লায় আমাদের দোয়া কবুল করুন নও মুসলিম পরিবারের বোনটিকে তার পরিবারে ফিরিয়ে দিন ।

  • @nasrinomi8595
    @nasrinomi8595 หลายเดือนก่อน +1

    এই টার কোন আপডেট আছে

  • @mdmahabub7439
    @mdmahabub7439 ปีที่แล้ว +2

    সমিতি পারা আমি চিনি

  • @fatehajannat7883
    @fatehajannat7883 2 ปีที่แล้ว +2

    ওদের জীবনের কাহিনী কিছু শুনা জরুরী
    তাদের মন একটু হালকা হতো,
    আল্লাহ সাহায্য কারি 🤲

  • @amirhossain3851
    @amirhossain3851 2 ปีที่แล้ว +7

    ইনশাআল্লাহ ফিরে যাবে আপন ঠিকানায়।

  • @abedamasud8064
    @abedamasud8064 2 ปีที่แล้ว +5

    কিবরিয়া ভাই এই ভাকটিম যে কত অসহায় কত অসহায় এই জীবন তা একমাত্র এই মেয়েই জানে

  • @MahmudulHasan-ef3us
    @MahmudulHasan-ef3us 2 ปีที่แล้ว

    হে আল্লহ আপনি এই বোনটা ও সমস্ত অসহাই ভাই বোনদেরকে নিজহাতে হেফাযত করিয়েন আল্লহুম্মা আমিন

  • @ferdousali4539
    @ferdousali4539 2 ปีที่แล้ว +8

    ছমিঠি পাড়া হচ্ছে কক্সবাজার ইয়ারপোটের উত্তর পাশে
    সাগরের লগে

    • @mddelwourhossain9427
      @mddelwourhossain9427 2 ปีที่แล้ว

      ওখানে যদি আপনার কোন বন্ধু-বান্ধব থাকে তাহলে উনাকে ট্যাগ করেন

  • @মোহাম্মদমোরশেদুলআলম

    মর্মান্তিক ঘটনা ঘটেছে উনাদের সাথে দোয়া করি আল্লাহ যেনো আপনার বোনকে আপনার কাছে পিরিয়ে দেন

  • @lipejamadar5810
    @lipejamadar5810 2 ปีที่แล้ว +1

    আল্লাহ কি হৃদয় বিদারক ঘটনা আল্লাহ সাহায্যে করুণ তোমাকে তোমার বোন টাকে ফিরে পায়

  • @salamali7543
    @salamali7543 2 ปีที่แล้ว +10

    কিবরিয়া ভাই আর একটু পেছা পেছি করলে মেয়ে টি কান্না কাটি করে ফেলতো - কিবরিয়া ভাই আর একটু বিনয়ী হও।।

  • @joshimjoshim7875
    @joshimjoshim7875 2 ปีที่แล้ว +11

    ইনশাআল্লাহ আমরা এই বোনের জন্য বেশি বেশি করে শেয়ার করি এই বোনটি পরিবারে পিরতে পারে

  • @shaalam9789
    @shaalam9789 2 ปีที่แล้ว +2

    কিবরিয়া ভাই এইটা হচ্ছে কক্্রবাজার এয়ারপোর্টের সাথে পশ্চিম উত্তর কোনে সমিতি পাড়া

  • @kamruzzaman7735
    @kamruzzaman7735 2 ปีที่แล้ว +6

    আললা ভরসা।সবাই নিজের জায়গা হইতে চেষটা করি।।যাই হোক সবাই চেষ্টা করেন।য়তদুর বুজলাম আমি এ মেয়েটা জিবনের অনেক ঘাট পার করে এ পর্যন্ত এসেছে। প্রতিটি কাহিনী কষ্টকর তার ও কিছু কিছু কাহিনী পিড়াদায়ক।

  • @sufiimam3484
    @sufiimam3484 2 ปีที่แล้ว +8

    কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় খুরুশখুল একটা জায়গা আছে, যেটাকে টার্গেট করলে আশা করি কিছু একটা পাওয়া যাবে বলে আমার বিশ্বাস,আল্লাহ ভালো জানেন।

    • @mstfunny7261
      @mstfunny7261 2 ปีที่แล้ว

      ভাই দেখেন একটু প্লিজ

    • @atikhasan9407
      @atikhasan9407 2 ปีที่แล้ว

      চেষ্টা করুন প্লিজ

    • @shameemrahman8088
      @shameemrahman8088 2 ปีที่แล้ว +1

      মহেশখালী উপজেলায় খুরুশকুল নাই, খুরুশকুল কক্সবাজার সদর উপজেলায়।সমিতি পাড়া কক্সবাজার বিমানবন্দরের উত্তরে পশ্চিম দিকে।

    • @jahurulislam2597
      @jahurulislam2597 ปีที่แล้ว

      ​@@shameemrahman8088 ভাইয়া একটু খোজ নিয়ে দেখেন ।ভোন কে একটু শহায়তা কৰেন প্লিজ ।

  • @SharminAkter-or9kd
    @SharminAkter-or9kd ปีที่แล้ว +1

    জাঝাকাল্লাহ ভাই মানুষের প্রতি দয়া করার জন্য

  • @ABMalek-ks2cv
    @ABMalek-ks2cv 2 ปีที่แล้ว +9

    বোনটির জন্য দোয়া ও শুভ কামনা রইলো, ইনশাআললাহ এই বোনটিও ফিরে পাবে তার পরিবারকে।

  • @tofayelahmmed7239
    @tofayelahmmed7239 2 ปีที่แล้ว +8

    আলহামদুলিল্লাহ আবুধাবি থেকে

  • @mdabdurrahmanchowdhury200
    @mdabdurrahmanchowdhury200 2 ปีที่แล้ว +1

    মর্মাহত না হয়ে পারলাম না!
    আল্লাহ তায়ালা আপনার উপর ভরষাঃ আপনি তার ছোট বোনদের মিলিয়ে দিন। আমীন।

  • @عائشهتمنى-ل9ث
    @عائشهتمنى-ل9ث 2 ปีที่แล้ว +8

    গল্পটা আসলেই অদ্ভুত লাগছিল, সত্য মিথ্যা আল্লাহ জানেন!

    • @gaffarabdur2739
      @gaffarabdur2739 2 ปีที่แล้ว +1

      এই বোনটার কথায় কোন মিথ্যার আশ্রয় নাই।

  • @jakerhossain5666
    @jakerhossain5666 ปีที่แล้ว +1

    সমিতি পাড়া আমাদের কক্সবাজারে
    সাগরের পাড়ে নতুন এলাকা হয়েছে কক্সবাজার বিমান বন্দরের পশ্চিমে

  • @shafiyashapla9357
    @shafiyashapla9357 2 ปีที่แล้ว +4

    Assamulaikum vaia. Kmn acen. Regular bacie video vlo lage nah. Update video den nah wait krteci ..

    • @amirhossen8404
      @amirhossen8404 2 ปีที่แล้ว

      অপেক্ষা করুন একটানা অনেকগুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ।

  • @AshrafulAlamAriq
    @AshrafulAlamAriq 2 ปีที่แล้ว +12

    কিবরিয়া ভাই মিমের কথাগুলো আমরাতো বুজেছি। কিন্তু আপনার পেচানো গুলো অযুক্তিক মনে হচ্ছে। কিছু মনে করবেন না।

  • @krishnachattopadhyay3292
    @krishnachattopadhyay3292 ปีที่แล้ว +2

    সে অসহায় অবস্থায় ছিল বয়স ছিলনা, সে মিথ্যে নয় বলেই মনে হয়