মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা মহোদয়ের নিকট সুদৃষ্টি কামনা করছি। আমরা বাংলাদেশ ডাক বিভাগ এর ইডি নৈশ প্রহরী পদে চাকরি করি আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই বৈশাখী ভাতা নেই ঈদ বোনাস নেই অথচ আমাদের বেতন 4000 টাকা ডিউটি 12 ঘন্টা। আমরা মানবেতর জীবন-যাপন করছি।
কোনদিন ও সেবার মান বাড়াতে পারবে না,, যদি না মাঠকর্মীদের জীবন মান উন্নয়ন না করে, মাত্র চার হাজার টাকা বেতনের একজন কর্মী দিয়ে কিভাবে এরা সেবা দিবে,,,, গুটি কয়েক সরকারী অফিসার লাখ লাখ টাকা বেতন হাতিয়ে নিবে আর মাঠ কর্মীদের দিবে চার হাজার টাকার সমমানী ভাতা,,,এই দিয়ে কিভাবে একটা অফিস চলে,,, ওরা তো মাঠ কর্মীদের সরকারী করন করে বেতন একটু বাড়িয়ে দলেই কর্মীরা আর ও মনোযোগী হতো,, সেবার মান বাড়তো,,, ডাক বিভাগ চায় এখনো অন্যের ঘরে ফ্রি তে অফিস চালাইতে আর বেত্ন ছাড়া কর্মচারী দিয়ে অফিসের কাজ সারাইতে,,,, আর গুটি কয়েক অফিসার গুলা টাকা মেরে খেয়ে সরকার কে বুঝাইবে,, আমরা অনেক টাকা খরচ করে অফিস গুলা চালু রাখতেসি,,আমাদের কে আরও টাকা বাড়িয়ে দিন,,, সরকার এর উচিত এই মানুষ গুলোর দিকে একটু তাকানো,, শ্রমিক শোষন করে কোনদিন ও ডাক বিভাগ ভালো সার্ভিস দিতে পারবে না।
ডাক বিভাগে কেন কর্মকর্তা/কর্মচারী ছাটাই করছে না? অথবা তাদের অন্য সরকারি দপ্তরে স্থানান্তর করছে না? অপ্রয়োজনীয় সরকারি দপ্তরে সংস্কার জরুরী। জনবল কমিয়ে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। সেবা খাত পুরোপুরি বেসরকারি খাতে ছাড়তে হবে। সরকার শুধু রেগুলেটরী দায়িত্ব পালন করবে।
পোস্ট অফিসে চিঠি আসলে বাসায় সিটি দিয়ে যায় না আমাদেরকে বারবার পোস্ট অফিসে গিয়ে খোঁজ নেওয়া লাগে সিটি আসছে কিনা সিটি আসছে কিনা এভাবে বলা লাগে চিঠি আসলে ও পোস্ট অফিসে গিয়ে চিঠি নিয়ে আসতে হয় এই হল বর্তমান পোস্ট অফিসের অবস্থা অন্য এলাকায় কি তা আমি জানি না তবে আমাদের এলাকায় এরকম হই
ভাই ইনাদের বেতন কত আগে খোঁজ নিয়ে দেখবেন। ইনারা যদি বাড়ি বাড়িতে গিয়ে চিঠি বিলি করে তাহলে বাপ দাদার সকল সম্পত্তি বিক্রি করে গাড়ি ভাড়া দিয়ে আপনাদের বাড়িতে যেতে হবে বুঝলেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা মহোদয়ের নিকট সুদৃষ্টি কামনা করছি। আমরা বাংলাদেশ ডাক বিভাগ এর ইডি নৈশ প্রহরী পদে চাকরি করি আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই বৈশাখী ভাতা নেই ঈদ বোনাস নেই অথচ আমাদের বেতন 4000 টাকা ডিউটি 12 ঘন্টা। আমরা মানবেতর জীবন-যাপন করছি।
ই ডি কর্মচারীদের বেতন বাড়ানো হোক
এটা উন্নত করা উচিত ।
ইডি কর্মচারীদের চাকরি জাতীয় করণ করা হোক, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
বাংলাদেশের সকল ডাকঘর এবং কুরিয়ার সার্ভিসের কার্যক্রম যদি সম্মিলিতভাবে হয় তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে।
কোনদিন ও সেবার মান বাড়াতে পারবে না,, যদি না মাঠকর্মীদের জীবন মান উন্নয়ন না করে, মাত্র চার হাজার টাকা বেতনের একজন কর্মী দিয়ে কিভাবে এরা সেবা দিবে,,,, গুটি কয়েক সরকারী অফিসার লাখ লাখ টাকা বেতন হাতিয়ে নিবে আর মাঠ কর্মীদের দিবে চার হাজার টাকার সমমানী ভাতা,,,এই দিয়ে কিভাবে একটা অফিস চলে,,, ওরা তো মাঠ কর্মীদের সরকারী করন করে বেতন একটু বাড়িয়ে দলেই কর্মীরা আর ও মনোযোগী হতো,, সেবার মান বাড়তো,,, ডাক বিভাগ চায় এখনো অন্যের ঘরে ফ্রি তে অফিস চালাইতে আর বেত্ন ছাড়া কর্মচারী দিয়ে অফিসের কাজ সারাইতে,,,, আর গুটি কয়েক অফিসার গুলা টাকা মেরে খেয়ে সরকার কে বুঝাইবে,, আমরা অনেক টাকা খরচ করে অফিস গুলা চালু রাখতেসি,,আমাদের কে আরও টাকা বাড়িয়ে দিন,,, সরকার এর উচিত এই মানুষ গুলোর দিকে একটু তাকানো,, শ্রমিক শোষন করে কোনদিন ও ডাক বিভাগ ভালো সার্ভিস দিতে পারবে না।
আমি ১০বছর আগে চিঠি পাঠিয়েছি।
ভবিষ্যতে আর কখনো কি পাঠাবো কিনা জানি না|
*;;;;;;;আমার মনে হয় এখন ডাক বলতে কিছু আছে কিনা,,,,আমাদের শিশুরা জানেনা,,,,,,*
থানা আর জেলা পর্যায়ে ডাকঘরের অবস্থান ভালোই
সব কিছু হারি জাচ্ছে!
Bangladesh govt should take proper step to calculate profit or lose project
এটা আসলে ডাক বিভাগের পরিকল্পনার অভাবছাড়া আর কিছুই না, অদক্ষ লোকদের বসানো হয়েছে বড় বড় পোষ্টে
ডাক বিভাগে কেন কর্মকর্তা/কর্মচারী ছাটাই করছে না? অথবা তাদের অন্য সরকারি দপ্তরে স্থানান্তর করছে না? অপ্রয়োজনীয় সরকারি দপ্তরে সংস্কার জরুরী। জনবল কমিয়ে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
সেবা খাত পুরোপুরি বেসরকারি খাতে ছাড়তে হবে। সরকার শুধু রেগুলেটরী দায়িত্ব পালন করবে।
পোস্ট অফিসে চিঠি আসলে বাসায় সিটি দিয়ে যায় না আমাদেরকে বারবার পোস্ট অফিসে গিয়ে খোঁজ নেওয়া লাগে সিটি আসছে কিনা সিটি আসছে কিনা এভাবে বলা লাগে চিঠি আসলে ও পোস্ট অফিসে গিয়ে চিঠি নিয়ে আসতে হয় এই হল বর্তমান পোস্ট অফিসের অবস্থা অন্য এলাকায় কি তা আমি জানি না তবে আমাদের এলাকায় এরকম হই
ভাই ইনাদের বেতন কত আগে খোঁজ নিয়ে দেখবেন। ইনারা যদি বাড়ি বাড়িতে গিয়ে চিঠি বিলি করে তাহলে বাপ দাদার সকল সম্পত্তি বিক্রি করে গাড়ি ভাড়া দিয়ে আপনাদের বাড়িতে যেতে হবে বুঝলেন।
৪০০০ টাকা বেতনে আবার বাড়িতে চিঠি দিয়ে আসবে দায়িত্ব পালন করছে এটাই তো বড়
তোমার চিঠি না আসলে কি বাড়িতে যাবে
ডাক বিভাগ একনিষ্ঠ বাবে টাকা চুরি কাজে বিজি আছে
দেশের মধ্যে চিঠি পাঠালে ৩০/৫০ দিন লাগে হাতে পেতে।
মানুষ কি আগের মত পাগল না কি!
সবাই এখন কুরিয়ার করে পাঠায়।৷
১/৩ দিন সময় লাগে।